এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • Jhiki | ১৮ নভেম্বর ২০১১ ১০:১১ | 182.253.0.99
  • আমার ছেলে দুধ অন্ত প্রাণ, তো তার আবার একটু কনস্টিপেসনের ও ধাত আছে। তার যখন বছর আড়াই বয়স, ডাক্তারের পরমার্শে তাকে গোরুর দুধের বদলে সোয়া মিল্ক দিয়েছিলাম, সেতো এক ঢোক খেয়েই বল্লো, এতো দুধ নয়, এটা ইয়াকি!!

    তার পর থেকে তাকে এই বলে ভয় দেখানো হয় যে তুই বেশী দুষ্টুমি করলে তোকে ঢু (মনস্টার)এসে ক্লাউডে নিয়ে যাবে আর শুধু কাচাং কেডেলাই (সোয়া মিল্ক ) খেতে দেবে, আর কোন খাবার নয় ..... এতে বীভৎস কাজ হয় ঃ)ঃ)

    কনস্টিপেসনের জন্য তাকে রোজ পাকা পেঁপে খাওয়ানো হয়, সেটাও "ইয়াকি' তবে কাচাং কেডেলাই এর চেয়ে কম ইয়াকি!
  • rimi | ১৮ নভেম্বর ২০১১ ১০:০৭ | 75.76.118.96
  • একি তুই আমার পা টানলি কখন? আমি তো বুঝতেই পারি নি ঃ-(( কত নম্বর পোস্ট ছিল সেইটা?
  • ppn | ১৮ নভেম্বর ২০১১ ১০:০৬ | 122.252.231.10
  • শুধু ভোঁদাইই নয়, এক্টু টিউবলাইটও আছে! ঃ)
  • byaang | ১৮ নভেম্বর ২০১১ ১০:০৬ | 122.178.209.75
  • রিমি, একটু তোর পা টানলুম বলে রাগিস নি।
    এদিকে কাল থেকে আসল কথাটাই বলা হয় নি। পরের পোস্টে বলছি।
  • byaang | ১৮ নভেম্বর ২০১১ ১০:০৫ | 122.178.209.75
  • অঃ গুগল সার্চ করতে বলায় গুগল সার্চ না করেই বুঝে গেলাম। কী জটিল আমার জাগ্রতমন এবং অবচেতন মন, দুটো ই!!!
  • rimi | ১৮ নভেম্বর ২০১১ ১০:০৪ | 75.76.118.96
  • আমিও একটা রেকো দিলাম। The pool । ইংরিজি নাম দেখে ঘাবড়ে যেও না, হিন্দিতে বানানো, সাবটাইটেল আছে। নেটফ্লিক্সে পাবে। অবশ্যই দেখো, একদম অন্যরকম।
  • byaang | ১৮ নভেম্বর ২০১১ ১০:০৪ | 122.178.209.75
  • উঠি এবার।
  • ppn | ১৮ নভেম্বর ২০১১ ১০:০৩ | 122.252.231.10
  • কোহিনূর দিয়ে গুগল সার্চ করলেই বুঝবে।
  • byaang | ১৮ নভেম্বর ২০১১ ১০:০৩ | 122.178.209.75
  • অদ্ভুত তো! হির্নময় নীরবতার কারণ ঘটলেই তবেই নীনাদির নাম নেওয়া যায়, তা বাদে নেওয়া যায় না!!!
  • q | ১৮ নভেম্বর ২০১১ ১০:০১ | 121.241.218.132
  • একি কান্ড - গল্পটা শুধু একজনই পড়েছে? বহুদিন বাদে দেশ-এ একটা মজাদার গল্প বেরোলো বলে আগ বাড়িয়ে বললামঃ-(
  • pi | ১৮ নভেম্বর ২০১১ ১০:০১ | 72.83.76.29
  • তাইলে কোহিনূরের পোস্টের পর নিনাদির নাম নিয়েছিলে কেন ? ;)
  • byaang | ১৮ নভেম্বর ২০১১ ১০:০০ | 122.178.209.75
  • পিপি, আমিও একটা রেকো করি - ওয়ে লাকি, লাকি ওয়ে।
  • pi | ১৮ নভেম্বর ২০১১ ১০:০০ | 72.83.76.29
  • এক হাসিনা থী ও আমার বেশ লেগেছিল।
  • pi | ১৮ নভেম্বর ২০১১ ০৯:৫৯ | 72.83.76.29
  • হ্যাঁ, কাল আমি খোসলা কা ঘোসলা বলতে যাচ্ছিলুম। ওটা নেটফ্লিক্সে আছেও।
  • byaang | ১৮ নভেম্বর ২০১১ ০৯:৫৯ | 122.178.209.75
  • কী জানি বাপু, কোহিনূরে হিরন্ময় নীরবতার কী আছে! আবার ফিরে পড়লাম, খুঁজে পেলাম না।
  • ppn | ১৮ নভেম্বর ২০১১ ০৯:৫৯ | 122.252.231.10
  • ও হ্যাঁ। থ্রিলার পছন্দ হলে

    - জনি গদ্দার
    - মনোরমা সিক্স ফিট আন্ডার
  • pi | ১৮ নভেম্বর ২০১১ ০৯:৫৮ | 72.83.76.29
  • ফাস্ট লাঞ্চ দিয়ে ব্রেক করলে কী হয় ?
  • byaang | ১৮ নভেম্বর ২০১১ ০৯:৫৭ | 122.178.209.75
  • এই অ্যাডটা ডিডিডাকে ডেডিকেট কল্লাম।
  • ppn | ১৮ নভেম্বর ২০১১ ০৯:৫৭ | 122.252.231.10
  • হির্ন্ময় নীরবতার সময় অনেকাঅগেই এসে চলে গেছে।

    সেই যখন কোহিনূর নিয়ে কথা হচ্ছিল ;-)
  • pi | ১৮ নভেম্বর ২০১১ ০৯:৫৭ | 72.83.76.29
  • সিকি, মাসিমা গম্ভীর মানুষ। তবু ফিক করে হেসে ফেলেছিলেন ঃ)

    তবে বৌদি কেলিয়েছিল মশামেসোকে। মানে, কিলিয়েছিল, লিটারেলি।
  • rimi | ১৮ নভেম্বর ২০১১ ০৯:৫৭ | 75.76.118.96
  • আরে ব্যাং আমি আকাকে কিছুই দিই না রে। আকা নিজের ব্রেকফাস্ট নিজে বানায়। ইন ফ্যাক্ট ডিমগুলো আকাই সেদ্ধ বসায়। সে যদি নিজের জন্যে একটা ডিম রাখে তো আমি কি করব?
  • ppn | ১৮ নভেম্বর ২০১১ ০৯:৫৬ | 122.252.231.10
  • পিপির বন্ধুদের জন্য এই ছবিগুলি রেকো কল্লুম।

    - দিল চাহতা হ্যায়
    - খোসলা কা ঘোসলা
    - ভেজা ফ্রাই
    - হনিমুন ট্রাভেলস প্রাইভেট লিমিটেড

    আমার এক মেহিকান ক্লায়েন্ট ম্যানেজার আছেন। সেই মহিলার HTPL এত ভালো লেগেছে যে তিনি বার চারেক দেখেছেন। ঃ)
  • a | ১৮ নভেম্বর ২০১১ ০৯:৫৫ | 208.240.243.170
  • নাঃ, বিতর্কিত টইতে আর লিখব না, সময়ের অপচয়
  • Bratin | ১৮ নভেম্বর ২০১১ ০৯:৫৪ | 117.194.99.199
  • তিনটে পাঁউরুটি
    একটি ডিমসেদ্ধ
    কলা/ আপেল
    হলরিক্স ( শরীর টাকে তো রাখতে হবে)
  • byaang | ১৮ নভেম্বর ২০১১ ০৯:৫৪ | 122.178.209.75
  • এইব্বারে অপ্পনের আবার হির্ন্ময় নীরবতার সময়।
  • ppn | ১৮ নভেম্বর ২০১১ ০৯:৫৪ | 122.252.231.10
  • সিকি, মাইট, চাপ নিও না। স্মাইলি দিছি তো।

    তোমার ওই পোস্ট থেকেই তো .... ঃ(
  • kk | ১৮ নভেম্বর ২০১১ ০৯:৫৩ | 107.3.242.43
  • চমৎকার রিমি। আমারও তিন ঘন্টা অন্তর। আমি সকালে খাই এক কাপ কাশী গো-লীন সিরিয়াল উইথ বেরীজ (যেটাতে ৯ গ্রাম প্রোটীন আছে), এক কাপ সয় মিল্ক, সাতটা পিক্যান।
  • q | ১৮ নভেম্বর ২০১১ ০৯:৫৩ | 121.241.218.132
  • আর ব্রেকফাস্ট - চিঁড়ে, দই, কলা।
  • Bratin | ১৮ নভেম্বর ২০১১ ০৯:৫২ | 117.194.99.199
  • ইয়ে, কাপের সাইজ যদি জানা যেত ....
  • dd | ১৮ নভেম্বর ২০১১ ০৯:৫২ | 124.247.203.12
  • আমার মতোন সুখী কে আছে ?

    প্রায় সিনিয়র সিটিজেন হতে চলেছি অথচ আমার খাওয়ার সময় ইস্ত্রি আর মেয়েরা চেঁচাতে থাকে, "ঈ কি ,অতো কম খাচ্ছো ক্যানো?' আরো খাও আরো খাও বলে জোর জার করে।

    রোগাটে চিমসানো প্যাংলা চ্যাহারা'র অনেক সুখ।

    তবে ড্রিং নিয়েও "আহা আরেট্টু খাও, গায়ে গত্তি লাগবে" বলে সাধাসাধি কল্লে খুসীর ষোলোকলা পুর্ণ হতো।
  • byaang | ১৮ নভেম্বর ২০১১ ০৯:৫২ | 122.178.209.75
  • একিরে নিজে দুটো ডিম খাস, আর আকাকে একটা ডিম খেতে দিস! বহোৎ নাইন্সাফি!
  • suman | ১৮ নভেম্বর ২০১১ ০৯:৫১ | 61.16.232.26
  • @q, আজই সকালে পড়লাম - আহা, লাল সুতো ঃ))
  • kk | ১৮ নভেম্বর ২০১১ ০৯:৫১ | 107.3.242.43
  • সিকি, যন্ত্র দিয়ে মাপার দরকার নেই। খাবার খানিক পরেই যদি খুউব ঘুম পায়, ক্লান্ত লাগে, চোখ টেনে আসে, বা ভীষণ রাগ হয়ে যায় বা মাথায় ব্যথা হয় বুঝবে শুগার লেভেল ফল করছে। তবে সবার মধ্যে তোমার ব্রেকফাস্টটাই আমার বেশ লাগলো।
  • ppn | ১৮ নভেম্বর ২০১১ ০৯:৫১ | 122.252.231.10
  • চা আর দুটি থিন অ্যারারুট বিস্কিট। যেদিন অফিস যাবার তাড়া থাকে।

    নাহলে দুটি হাতরুটি আর একটু গুড়। ব্যস।
  • rimi | ১৮ নভেম্বর ২০১১ ০৯:৫১ | 75.76.118.96
  • হ্যাঁ আমারো কম খেলে চলে না। ইন ফ্যাক্ট আমাকে প্রতি তিনঘন্টা অন্তর খেতে হয়।

    আমারো ব্রেকফাস্ট লিখে দিঃ
    আধকাপ কাঁচা ছোলা
    একটা জাম্বো গ্রেপফ্রুট
    দুটো ডিম
    একপিস পাউরুটি
    এক কাপ দই
  • q | ১৮ নভেম্বর ২০১১ ০৯:৪৯ | 121.241.218.132
  • নতুন দেশ-এ একটা গল্প পড়ে আমার মনে হয়েছে যে বিবি হো তো ম্যাটিল্ডা য্যায়সি হো, বরনা না হো। আজ থেকে সেটাই টার্গেট।

    কেউ পড়েছেন গল্পটা?
  • Nina | ১৮ নভেম্বর ২০১১ ০৯:৪৯ | 69.141.168.183
  • ওক্কে ব্রাদারস & সিস্টারস---আমি এবার ঘুমের দেশে যাই
    গুন্নাইট--আড্ডা মেরে দ্দিল খুশ ----
  • siki | ১৮ নভেম্বর ২০১১ ০৯:৪৮ | 123.242.242.16
  • আমি আমার শুগার লেভেল কোনওদিন মাপিই নি ঃ) কেং কয়ে মাপে? আর মেপে কী হয়? ঃ-))
  • siki | ১৮ নভেম্বর ২০১১ ০৯:৪৮ | 123.242.242.16
  • বরং দুপুরের লাঞ্চটা একটু তরিবত করে লেখা যায়।

    আমার আপিসের মেন গেটের ঠিক পাশেই একটা বাঙালি ঝুপস খুলেছে। সেখানে কোনওদিন খাই এগ্রোল, কোনওদিন ডাবল এগ্রোল, কোনওদিন চিকেন রোল, কোনওদিন মাটন রোল, আর এই আজ যেমন শুক্কুরবার, আজ খাবো মোগলাই পরোটা। বেশি না, মাত্র চল্লিশ টাকা দাম।

    খুব একঘেয়ে লেগে গেলে, পাশেই এক ঠেলাওলা ছোলে কুলচা নিয়ে বসে। সেখানে খেয়ে নি মাঝে মাঝে। ছোলেটা মোটামুটি ঘুগনির মতই খেতে লাগে।
  • Nina | ১৮ নভেম্বর ২০১১ ০৯:৪৭ | 69.141.168.183
  • কলি আমি তিনঘন্টা অন্তর কিছুমিছু খেতে থাকি ঃ-)
  • byaang | ১৮ নভেম্বর ২০১১ ০৯:৪৬ | 122.178.209.75
  • ডিডিদা, কাল যে এই লিংটা দিয়েছিলাম দ্যাখেন্নাই?
  • Nina | ১৮ নভেম্বর ২০১১ ০৯:৪৬ | 69.141.168.183
  • বোতীন, এক্কালে তাই ছেল--তখন দায়েটিং কত্তে হতনা তো--পাই এর মতন খেলেও ছিলিম
  • kk | ১৮ নভেম্বর ২০১১ ০৯:৪৫ | 107.3.242.43
  • ই কি,তোমরা সবাই ব্রেকফাস্টে এত কম খাও কেন? বাপরে আমি তো ঐ খেলে আধ ঘন্টার মধ্যে শুগার লেভেল লো হয়ে ঝিমিয়ে পড়ে যাবো !
  • siki | ১৮ নভেম্বর ২০১১ ০৯:৪৪ | 123.242.242.16
  • সবাই লিখলে আমিও লিখব না কেন?

    দুধ, কর্নফ্লেক্স, কলা।

    ব্যাস।
  • Nina | ১৮ নভেম্বর ২০১১ ০৯:৪৪ | 69.141.168.183
  • যাক বাবা ঝিকি
    আমার ওল্ডম্যান তাইলে ফাগোল নন--কিছুতেই!
  • Bratin | ১৮ নভেম্বর ২০১১ ০৯:৪৪ | 117.194.99.199
  • নীনা দির ওজন কতো? ৪০/৪১ কেজি হবে ? তার জন্যে ডয়েটিং । ফুঃ।

    তবে একটা কথা। মেয়েদের খাবার নিয়ে সংযম এ পতি দের ও সদর্থক ভুমিক থাকা দরকার। যেমন মাখন,ঘি,বেশী তেলে র জিনিস খেতে সবার ই ভালো লাগে কিন্তু সেটা বেশী খাওয়া হলে একটু সেন্টু দেওয়া যেতে পারে।

    একই সঙ্গে নারী পুরুষ নির্বিশেষে ভুড়ি সব সবসময় অনভিপ্রেত। কাজেই কমরেড সেদিকেও লক্ষ্য রাখবেন।ঃ-))
  • Nina | ১৮ নভেম্বর ২০১১ ০৯:৪৩ | 69.141.168.183
  • dd গালিগুলান গোলমরিচ ভেবে নিলেই তো হল
  • Jhiki | ১৮ নভেম্বর ২০১১ ০৯:৪৩ | 182.253.0.99
  • আম্মো লিখি আমার ব্রেকফাস্ট ঃ)

    এক কাপ দার্জিলিং চা

    একটা ব্রাউন ব্রেড স্লাইস

    কয়েক কুচি শশা, একটু মেয়োনীজ

    এক বাক্স মেলন, এটা অফিসে
    এসে খাই ঃ)

    বাঘবাবু অবশ্য ব্রেড, কলা,শ্রিকায়া (ইন্দোনেশিয়ান জ্যাম, জাতে টেন্ডার কোকোনাট, ডিম ইত্যাদি থাকে) এসব খেয়ে থাকেন, তার খাওয়া-পান ইত্যাদি ব্যাপরে কোন বক্তব্য নেই। আমার মতে "নিজের ভালো পাগলেও বোঝে'
  • dd | ১৮ নভেম্বর ২০১১ ০৯:৪১ | 124.247.203.12
  • এরকম ও হয়।
    ঐ রেতের বেলায় ফিস ফিস করে গদ গদ কন্ঠের অনেক গালি শুনলেন, ঘুমের ঘোরে হুঁ ওক্কে বলে কাটিয়ে দিলেন।
    পরের দিন সকাল ব্যালা পাঁউরুটী চায়ে ডুবিয়ে খেতে গিয়ে টের পাবেন গালি গুলো ক্যামোন দমাস,ঠকাশ,গদাম করে লাগছে। ফলতঃ নিতান্ত নীরব ব্রেকফাস্টও গালিময় হয়।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত