যাকগে, এইমাত্র ব্যাকলগ কিলিয়ার করে উঠলাম। শীতের প্রাক্কালে লোকে এমন করে কেন কথায় কথায় রেগে যাচ্ছে বোঝা গেল না। লোকে তো এখানে গরমকালে রেগে যায়। ঃ)
কাল আমার প্রতিবেশিনী আমায় ক্যামং ফ্লার্ট করলেন, সে তো আমার এই সুন্দর চেহারার জন্যেই, নাকি? হয়েছিল কি, আমার একটা লাল কালো চেক শার্ট কদিন ধরে নেতাজি হয়ে গেছে। সন্দেহ, লন্ড্রিওয়ালারা মিসপ্লেস করে দিয়েছে। খুব প্রিয় শার্ট ছিল, মনক্ষুণ্ন হয়ে আছি তাই।
তো, যা হয় আর কি, যুধিষ্ঠিরের অভিশাপের ফল, ঘরের কথা বাইরে গিয়ে পৌঁছেছে। কাল লিফটের দরজা বন্ধ হবার পরে মহিলা আমায় শুধোলেন, আপকি বো শার্ট মিলি নহী? আমি বললাম না। শুনে পৃথুলা মহিলা কেমন উদাস হয়ে গিয়ে বললেন, হাঁ, সোনালী (আমার বউয়ের আসল নাম রাজমা খাওয়া জিভে উচ্চারিত হয় না, তাই সোনালী) বোল রহি থি, ও আপকি কাফি ফেভারিট শার্ট থি, আপ কাফি হ্যান্ডসাম লাগতে থে ও-বালি শার্ট মে ...
ভাগ্যিস গ্রাউন্ড ফ্লোর এসে গেছিল, বেরিয়ে বাঁচলাম ঃ-))
দেকেচো? বিড়ি সিগ্রেট মদ ঘাসপাতা না খেয়ে, গলায় দড়ি না দিয়ে, কেবল নন ভেজ খেয়ে কী রেপু বানিয়েছি নিজের প্রতিবেশিমহলেই?
rimi | ১৮ নভেম্বর ২০১১ ০৯:০৬ | 75.76.118.96
আরে "ঝি" মানে মেয়ে। ব্যাং ওর বাবা মার ঝি, বুইলে?
আর এই কেকে যে কি ভালো কথা বলেছে কি বলব!!! যাক, তাও একজনকে আমার দলে পেলাম। ঃ-)
তবে ইয়ার্কি নয়, বয়সের ছাপ পড়তে না দেবার একমাত্র চাবি হল স্বাস্থ্যকর খাওয়া আর এক্সার্সাইজ। আমার কাছে তো "সেল্ফ ইমেজ" খুব ইম্পরট্যান্ট একটা ব্যপার। বিশেষত ছেলেপুলেরা ঝারি মারলে, মাইরি বলছি, সেইটা একটা অ্যাচিভমেন্ট বলে মনে হয় ঃ-)))
আর ব্যাং, মিডল এজড জেন্টেলম্যান ইচ্ছে করলেই যা খুশি খেতে পারে নিজে কিনে বা রেঁধে নিয়ে। আমি আমার আর ছেলের জন্যে চাপ কালিয়া বানাবৈ না, আমার অত সময় নেই। ঃ-(
কেকে কি রোজ দৌড়ও?
Nina | ১৮ নভেম্বর ২০১১ ০৯:০৫ | 69.141.168.183
ঠিক ঠিক কলি তুই ই তো --ক্যালরি লো হলেই ভাল---আমার মোটুরামকে যে কি সকালে খেতে দি ই --ব্লাডসুগার ও পাকিয়েছে
Nina | ১৮ নভেম্বর ২০১১ ০৯:০৪ | 69.141.168.183
বেঙি, কোহিনূর তো স্বপ্নই ঃ-)) রকস্টারে কিনা রণবীর কাপুর জিম মরিসন কে কপি করার চেষ্টা কল্ল ঃ-০ ইস জিম মরিসনে আমার পোচ্চুর ব্যাথা----
কেকে, আমার আমকে দেখতে কেমন লাগে তা নিয়ে মাথাব্যথা নেই। আমি থোড়ি না, আমাকে দেখতে পাই (আয়নার সামনে না দাঁড়ালে)! যারা দেখে তারা অবিশ্যি যোগব্যাম করতে বলে, জিমে যেতে বলে। ঃ-))। তখন আমি সেই পুরনো সত্যিটা মনে করে নিই - আমার একটি না দুটি কান আছে। দুটি কানের কাজ একে অন্যের কাজের থেকে বিপরীত।
Nina | ১৮ নভেম্বর ২০১১ ০৯:০১ | 69.141.168.183
কলি, একটু হেলথি ব্রেকফাস্ট আইডিয়া দেবে প্লিজ---নো কার্ব, দুধও নয়---এগ হোয়াট ওমলেট ছাড়া আর কি? চটপট হতে হবে?
byaang | ১৮ নভেম্বর ২০১১ ০৯:০০ | 122.178.209.75
নাঃ আকা, আমি আজকাল বিভীষণের উপর জারিজুরি দেখানো ছেড়ে দিয়েছি। বরং ঐ আনুশের গানের মতন্হৃদমাঝারে রেখে দেওয়া পুরনো প্রেমিকদের আজকাল স্বপ্নে দেখি, আর খুশ থাকি। তবে কি ভাগ্যি তাদের সঙ্গে প্রেমগুলো বিয়ে অব্দি গড়ায় নি, তাহলে কী আর তাদের স্বপ্নে দেখতুম!! তবে কালই স্বপ্নে দেখলুম কলেজের বন্ধুরা জনৈক কোহিনুর নামের প্রেমিককে নিয়ে আমাকে ক্যান্টিনে যেতে বলছে, আর তার গাঁট খসিয়ে সবাইকে খাওয়াতে বলছে। স্বপ্নেই খুব খ্যা খ্যা করে হাসছিলাম, ঘুম ভেঙে উঠে কস্মিনকালেও কোহিনুর নামের কাউকে চিনতাম বলে মনে পড়ল না। এইবার নীনাদি ঝাঅঁপিয়ে পড়ল বলে! ঃ-))
kk | ১৮ নভেম্বর ২০১১ ০৮:৫৭ | 107.3.242.43
বাছারা, আয়েস করো, নেশাবিলাস করো খুব ভালো। ডাক্তারের বিল কম ইত্যাদির কথা নয় নাই ভাবলে। কিন্তু একটি কথা বলো দিকি। হেলথি খাওয়া দাওয়া ও ওয়ার্কাউট করলে যে কত ভালো দেখতে লাগে, যেমন খুশি জামাকাপড় পরা যায়, সব্বাই কেমন 'সুন্দর, সুন্দর' বলে সেটি কি বড় পুরস্কার নয়?
ব্যাং তুই কি ঝি? হ্যাঁ এও সহ্য করবি? আর কি বিভীষণের ওপর তোর জারিজুরি সব দেখাওয়া? হ্যাঁ?
ঠিকাছে বাড়ির ফোন নং দেব। তাতেই করিস, না পেলে অন্তত একটা ভিএম রাখিস।
Nina | ১৮ নভেম্বর ২০১১ ০৮:৫২ | 69.141.168.183
ব্যাং কার ঝি ;-)
rimi | ১৮ নভেম্বর ২০১১ ০৮:৫১ | 75.76.118.96
আমার ফোন নাম্বার কাউকে দেবার আগে আমার পার্মিশান নিবি। যদি না অন্য কোনো বউ থেকে থাকে!!!!
rimi | ১৮ নভেম্বর ২০১১ ০৮:৫০ | 75.76.118.96
আরে এইটা আমি শুধু তোকে বলি নি ব্যাং, আরো কাউকে ইনডাইরেক্টলি কইলাম, যাকে বলে ঝিকে মেরে বউকে শিক্ষা দেওয়া ;-))
byaang | ১৮ নভেম্বর ২০১১ ০৮:৪৯ | 122.178.209.75
আকা ঃ-))
aka | ১৮ নভেম্বর ২০১১ ০৮:৪৮ | 75.76.118.96
না না ব্যাং রং টাইমিং। আমি অন্য মুডে তুই একটু অন্য মুডে। বউয়ের ফোন নং দিতাম।
rimi | ১৮ নভেম্বর ২০১১ ০৮:৪৮ | 75.76.118.96
ঠিক এই এক ঘটনাই ঘটেছিল আমাদের পরিচিত একজনের। তারও ব্রেনে রক্ত চলাচল বন্ধ হয়ে গেছিল। সেও কোমায় চলে গেছিল। অন্তত একমাস সেও কোমায় ছিল। এখন সে ভালো আছে। দীর্ঘ কয়েকমাস হাসপাতালে ছিল, আমেরিকায়, বস্টনে। এখন সে ভালো আছে।
ব্যাং, এই খবরটা শুনে মন ভালো করে নে।
byaang | ১৮ নভেম্বর ২০১১ ০৮:৪৮ | 122.178.209.75
জানতামই রিমির কাছে বকুনি খাব। কিন্তু রিমি আমি যেটা বলতে চাইছি, সেটা হল আয়েস আর নেশাটা নিজের ঘরের বিছানায় বসে বসে করব, ভুলে ডাক্তার-হাসপাতালমুখো হব না।
aka | ১৮ নভেম্বর ২০১১ ০৮:৪৭ | 75.76.118.96
তা কবি এই নিয়েও কিছু বলে গেছেন।
byaang | ১৮ নভেম্বর ২০১১ ০৮:৪৬ | 122.178.209.75
হ্যাঁ আকা, পারব, কিন্তু কার ফোন নম্বর।
rimi | ১৮ নভেম্বর ২০১১ ০৮:৪৫ | 75.76.118.96
আয়েস আর নেশা করলে চিকিৎসার বিল আরো বেশি হবে। তার থেকে গলায় দড়ি দিলে বেটার হয় না? কিম্বা রেললাইনে গলা দিলে? সহজে মরাও হবে, আবার পরিবারও পথে বসবে না।
aka | ১৮ নভেম্বর ২০১১ ০৮:৪৫ | 75.76.118.96
ব্যাং তোকে একটা ফোন নং দিলে করতে পারবি?
byaang | ১৮ নভেম্বর ২০১১ ০৮:৪১ | 122.178.209.75
মরতে হলে গান্ডেপিন্ডে ভালোমন্দ গিলে, আয়েস করে, নেশা করে মরব, যতদিন যাছে আরো বেশি করে এইভাবে মরতে চাইছি। আমাদের পাড়ার এক ভদ্রলোক গত রোব্বার মারা গেলেন। ভদ্রলোককে গত সাত বছর ধরে আমি রোজ সকালে গোটা পাড়াটাকে কম করে দশ চক্কর দৌড়াতে, আর উনি যে রাস্তা ধরে একেকটি চক্কর দিতেন, ফিতে দিয়ে মাপলে একটি চক্কর দেড় কিলোমিটরের কম না। অসম্ভব স্বাস্থ্যসচেতন ছিলেন, আর নিরামিষাশী। ঠিক এক মাস আগের এক রোব্বারের ভোরে দৌড়াতে দৌড়াতে অজ্ঞান হয়ে পড়ে যান। নিজের ফ্ল্যাটের থেকে ঠিক ২৫মিটার দূরে, পাড়ার ক্লাব হাউসের দরজায়। সঙ্গে সঙ্গে আমাদের পাড়া থেকে পাঁচ মিনিট দূরে অ্যাপোলো হসপিটালে নিয়ে যাওয়া হয়। ওনার স্ত্রীও সঙ্গে ছিলেন। ইমার্জেন্সিতেও সঙ্গে সঙ্গেই অ্যাডি্মট করিয়ে নেওয়া হয়, তারপর আইসিসিইউতে স্তানান্তকরণ। ওনার অজ্ঞান হওয়া থেকে হসপিটালে ভর্তি করে চিকিৎসা শুরু হতে মোট সময় লেগেছিল দশ মিনিট। দিন তিনেক বাদে ডাক্তাররা ওনার স্ত্রীকে জানান, উনি কোমায় চলে গেছেন, দশ মিনিট নকি ওনার ব্রেনে রক্ত চলাচল বন্ধ ছিল, তার থেকে উনি কোমায় চলে গেছেন। তারপর এক মাস ধরে ওনার চিকিৎসা চলে আইসিইউতে রেখে। আমি ডিটেলস জানি না। ভদ্রলোক গত রোব্বার সকালে মারা যান। এক মাস ধরে উনি কোমাতেই ছিলেন। অ্যাপোলো হসপিটাল পনেরো লাখ টাকার বিল ধরিয়েছে। এখন স্বাস্থ্য বীমা কোম্পানির সঙ্গে দীর্ঘ ফোনালাপ, পত্রাঘাত, দৌড়াদৌড়ি এই চলছে ভদ্রমহিলার। কাল দেখা হল বললেন - মানুষটা যে আর নেই, তার জন্য মনখারাপ করব, শোক করব, কিচ্ছুর সময় পাচ্ছি না। রাত্তিরবেলায় কষ্ট হওয়ার বদলে ভয় হচ্ছে, ক্লাস টু আর এইটে পড়া বাচ্চাদের নিয়ে এবারে কী করব? ডিঃ আমার এই পোস্টটায় আম্রিগা, লুরু বা কোলকাতার চিকিৎসাব্যবস্থা নিয়ে কোনো মন্তব্য করতে চাইছি, এমনটা কেউ ভেব না। শুধুমাত্র খারাপ লাগা থেকেই এই পোস্ট। সারাজীবন সংযমপালন করব, সাবধান থাকব, তারপর চিকিৎসার নামে পরিবারকে পথে বসিয়ে মরব, এমনটা আমি নিজের জন্য মোটেও চাই না।
aka | ১৮ নভেম্বর ২০১১ ০৮:৩৭ | 75.76.118.96
আহা ব্যপক।
Tim | ১৮ নভেম্বর ২০১১ ০৮:৩৪ | 173.163.204.9
গান শোনো।
aka | ১৮ নভেম্বর ২০১১ ০৮:৩০ | 75.76.118.96
সরি "আবার' কথাটি ইগনোরেবল।
aka | ১৮ নভেম্বর ২০১১ ০৮:২৮ | 75.76.118.96
জানতাম ম এর ওপর দূর্বলতা। আমি ঠিক করেছি আবার গাঁজা ধরব, অন্তত ক্যান্সারে মরব না।
Tim | ১৮ নভেম্বর ২০১১ ০৮:২২ | 173.163.204.9
মদ
bb | ১৮ নভেম্বর ২০১১ ০৮:২২ | 117.195.160.3
Sikiএর ঘটনা সম্পর্কে একটা আমার ব্যক্তিগত সতর্কবানী, দেশে লোকে অকাতরে, অস্থানে, কুস্থানে (!) মোবাইলে কথা বলে অয্থা বিপদে পড়েন। মহিলা বা পুরুষ নির্বিশেষে রাস্তা পেরেতে বা ট্রেন লাইন পার করতে করতে ফোনের ব্যবহার আর ততজনিত দুর্ঘটনা থেকে আমরা কোন শিক্ষা নি না। মহিলারা বিশেষত কম বয়সীরা নির্জন রাস্তায় ফোনে ব্যস্ত থাকায় অনেক সময়ই snachting এর শিকার হন। আর দু-চাকা চালাতে চালাতে পুরুষ-পুঙ্গবেরা ফোনে ব্যস্ত হয়ে অনেক দুর্ঘটনায় পড়েন।
কিছু কিছু বাড়তি সতর্কতা নিলে হয়্ত আরো কিছু দুর্ঘটনা এড়ানো যেতে পারে বা পারতো।
aka | ১৮ নভেম্বর ২০১১ ০৮:১৭ | 75.76.118.96
মরার জন্য কোনটা বেটার অপশন ভাবছি বোমা বিস্ফোরণ, গুলি নাকি অপচিকিৎসা নাকি মদ/সিগ্রেট? এ বিষয়ে কি কোন কবিই কিছু বলেন নি? হ্যাঁ?
Tim | ১৮ নভেম্বর ২০১১ ০৭:৫১ | 173.163.204.9
হ্যাঁ বন্দুকের সংস্কৃতির জন্যই অনেক সময় সহজে প্রাণ যায়। এই বিষয়ে একমত। এবং এদেশে আইনসঙ্গতভাবেও বন্দুক রাখা যায় অনেক সহজে। খুবই সত্যি।
rimi | ১৮ নভেম্বর ২০১১ ০৭:৩৮ | 75.76.118.96
পাইএর ৬।১৩র পোস্টে একেবারে ক। সাধারণ মানুষের কাছে বন্দুক থাকে, সেটা অত্যন্ত বিপজ্জনক। এর ফলে প্রচুর দুর্ঘটনা ঘটে যেমন ঘটে, তেমনি খুব সাধারণ ক্রাইমেও মানুষের প্রাণ যেতে পারে। পুলিশের দিকে বন্দুক তাক করা তো অনেক দূরের কথা, আমাদের পাড়াতে গত মাসেই একটি স্কুলের ছেলের মৃত্যু হল বন্দুক নিয়ে খেলা করার জন্যে। আবার এক পাতি চোর কিছুদিন আগেই চুরি করতে গিয়ে বাড়ির মালিককে বাড়িতে দেখে গুলি করে দিল। চোরটা ভাবেই নি যে লোকটা বাড়িতে থাকবে।
এই বন্দুকের সংস্কৃতি আমি একেবারেই সমর্থন করি না। একেবারেই না।
aka | ১৮ নভেম্বর ২০১১ ০৭:৩৮ | 75.76.118.96
ইন্দুরাস গান শোনো।
pi | ১৮ নভেম্বর ২০১১ ০৬:৫১ | 128.231.22.133
টেক্সাস অস্টিনেও শুটিং হল দেড় মাস আগেই। এদিকে ওখানে আবার ক্যাম্পাসে ছাত্রদের বন্দুক রাখার দাবীতে লোকজন খুব সরব। সেই আত্মরক্ষার যুক্তি। তার মধ্যেই এর বিরুদ্ধে একজন ছাত্রের স্টেটমেন্টটা ভালো লাগল। John Woods, a graduate student at UT, has spoken out against concealed-carry laws. As an undergraduate he survived the Virginia Tech shooting, in which his then-girlfriend died. "The idea that somebody could stop a school shooting with a gun is impossible," Woods told the Associated Press during debate over a proposed campus carry law in Texas last year. "It's reactive, not preventative."
বার্কলে ক্যাম্পাসে গতকাল এক ছাত্রের মৃত্যু হল পুলিশের গুলিতে। ছাত্রটি নাকি পুলিশের দিকে নিজের বন্দুক তাগ করেছিলেন ।
University of California, Berkeley undergraduate who apparently turned his life around to attend the university's prestigious business school was described by investigators Wednesday as having acted strangely in the weeks before he pointed a loaded gun at campus police and an officer fatally shot him....Travis was gunned down by an officer who fired several shots after police say he ignored repeated orders to put the weapon down. There were 14 other people in the lab at the time, including four officers, said UC Berkeley police Lt. Alex Yao.
pi | ১৮ নভেম্বর ২০১১ ০৬:১৩ | 128.231.22.133
টিম, হ্যাঁ, 'বন্দুক সংস্কৃতিই' বলা বেটার। মূলতঃ ওটাই মিন করছিলাম। কিন্তু এদেশে কি আইনসম্মতভাবে বেশি সহজলভ্যও নয় ? দেশে তো এখনো বোধহয় তা হয়নি। হুঁকোদারা এরকম কিছু পাশ করানোর চেষ্টা করছিলেন বলছিলেন। আমি এখানে শুধু অপরাধীদের বন্দুক রাখার কথা বলছিনা, এমনি সাধারণ মানুষের কাছেও যে থাকতে পারে, সেটাকেও বিপজ্জনক বলছি। কারণ অনেক সময়ই তো অপরাধীরা পরিকল্পিত ভাবে মারে তা নয়, এমনি সাধারণ লোকজন খুচখাচ বচসা কি ক্ষোভ থেকেও রাগের বশে ঝোঁকের মাথায় বন্দুক চালিয়ে দিতে পারে।
pi | ১৮ নভেম্বর ২০১১ ০৫:৫৩ | 128.231.22.133
সামনের বছর? নাঃ, তদ্দিনে তো ফিরে যেতে পারলে খুশি হই ঃ)
RATssss | ১৮ নভেম্বর ২০১১ ০৫:৩৪ | 63.192.82.30
সে তো গত বছর... এ বছরেরটা কবে হবে? নয়ত সামনের বছর তো আছেই
pi | ১৮ নভেম্বর ২০১১ ০৪:২৬ | 128.231.22.133
ইন্দুরদা, পশ্চিম চত্বর থেকে গত বছরেই একটা ঝটিকা সফর করে এসেছি। আর কি যাওয়া হবে, মনে হয়না।ঃ( তোমার ঐ ব্যাকপ্যাকে বেগুনভাজা ভরে তোমরাই বরম এদিক থেকে ঘুরে যাও ঃ)
pi | ১৮ নভেম্বর ২০১১ ০৪:২৪ | 128.231.22.133
জীবনের প্রথম মুভি থিয়েটারে গিয়ে আমিও ঘুমিয়েছিলুম। তখন আমার বছর তিনেক বয়স। আলাদা সিট না, মাসির কোলে চেপে দেখছিলুম। হীরক রাজার দেশে। খানিক পরে ঘুমিয়ে পড়ি। এবার দুর্জনে বলে আমি নাকি বাঘ দেখে ভয় পেয়ে চোখ বুঁজে ফেলেছিলুম আর চোখ বুঁজে থাকতে থাকতেই ঘুমিয়ে পড়েছিলুম। এই নিয়ে আমাকে খুব আবাজও দেওয়া হয়না। ঘুমিয়ে পড়েছিলুম এটা আমার মনে আছে। কিন্তু বাঘ দেখে ঘুমিয়েছিলুম, এটা মনে ডাহা গুল। আমি অত ভীতু ছিলাম না। ভীতু তো হয়েছি এই এখন। আম্রিগা এসে। ঃ)
RATssss | ১৮ নভেম্বর ২০১১ ০৪:১৮ | 63.192.82.30
জেনে শুনে কি আর কেউ খারাপ থাকে বোম্বে পি? লোকে খারাপ করে রাখে... বা রাখতে বাধ্য করে...
বেগুনভাজা ... পুরো জমাটি অবস্থা। একটি বার এসো, এলেই বুঝবে ঃ)
বেগুনভাজার স্বাদ কি এত দুরে থেকে পাওয়া যায়...
RATssss | ১৮ নভেম্বর ২০১১ ০৪:১১ | 63.192.82.30
প্রথমবার মুভি থিয়েটারে গিয়ে আমার বড় খোকা খুব উত্তেজিত। মনদিয়ে গোটা সিনেমা দেখেছে। ঘুমে প্রায় উল্টে পরে যাবার উপক্রম, তবু "সদা হক' -এ তাল মেরে গেছে। বাড়ি ফিরে গিটার নিয়ে সদা হক গেয়ে চলেছে নিজের ভাষায় আর আঙুল তুলে জিম মরিসনের পোজ মারছে। ভুল আঙুল তুলছে যদিও - কিন্তু কেউ সেটা ঠিক করে দিচ্ছে না।
pi | ১৮ নভেম্বর ২০১১ ০৪:০৭ | 128.231.22.133
সেকী কথা ! এদ্দিন ধরে খারাপ ছিলে কেন ?
আর তোমার বেগুনভাজা তোমাকে কেমন ভাজা ভাজা করছে ?
RATssss | ১৮ নভেম্বর ২০১১ ০৪:০৫ | 63.192.82.30
টিম্ভাই কেমন কেমন কোশ্নো করে...
ভালই যদি থাকতাম তবে তো গুরুর পাতায় প্রতিদিন আসতাম। আর ভাল আছি বলেই আজ এসেছি ঃ)
RATssss | ১৮ নভেম্বর ২০১১ ০৪:০২ | 63.192.82.30
ও কেসি দাদা, জানুয়ারি - সে তো প্রায় বছর খানেক.. তা বলে আমার কি ভুলভুলাইয়া রোগ হয়েছে যে সেই প্লেন যাত্রা ভুলে যাবো? এখনো গায়ের ব্যথা মরেনি বোধহয়।
সেদিন আমার পাশে বসে যাচ্ছিলেন অরুন লাল। আজ অবধি তিনি দুজনের বেশি ব্যানার্জী থাকলে সেই প্লেনে চাপেন না।
nk | ১৮ নভেম্বর ২০১১ ০৪:০০ | 151.141.84.221
MW দেইখা উঠলাম, যারে কয় গইড় দিয়া উঠলাম। ভাগ্যে কুতুব ছিলো, তাই স্কিপ কইরা কইরা ফিনিশ কইরা ফালাইলাম। ঃ-) গানগুলি ই যা লাভ হইলো। ঃ-) মীরারে পূ ব য়ের কাদাখেলায় ফেলাইবার একটা প্রবল বাসনা হইলো। ঃ-)
pi | ১৮ নভেম্বর ২০১১ ০৩:৫৫ | 128.231.22.133
এটা যাতা তো !
kc | ১৮ নভেম্বর ২০১১ ০৩:৪৪ | 178.61.96.29
ফেসবুক থেকে,
For Bachchans... "They should name the baby, Phoenix. Since, she's rising from the Ash."
kc | ১৮ নভেম্বর ২০১১ ০৩:৪১ | 178.61.96.29
আরে ইন্দুরাস কেমং আছেন? সেই যে আলাপ হল জানুয়ারি মাসে, দুবাই-কলকাতা ফ্লাইটে, মাঝ আকাশে, মাঝ রাত্তিরে, মনে আছে?
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন