এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • Tim | ১৮ নভেম্বর ২০১১ ০৩:৩৪ | 173.163.204.9
  • আরে ইন্দুরাসদা, অনেকদিন পরে। ভালো আছো?
  • RATssss | ১৮ নভেম্বর ২০১১ ০৩:৩৩ | 63.192.82.30
  • গুরুর পরিবর্তন ঘটেছে বলছ?
    যা পরিবর্তনের বাজার, লোকে গুরু-ই পরিবর্তন করে ফেলছে, এখানে তো গুরু নিজে পরিবর্তিত হল - মন্দ না।

    আর আমি তো অনেকদিন বাদে আসি, অল্পক্ষন থাকি, বুঝিনা - বা বোঝার চেষ্টা করার আগেই ফিরে যাওয়ার সময় হয়ে যায়।
  • aka | ১৮ নভেম্বর ২০১১ ০২:৫১ | 168.26.215.13
  • এবং আরও একটি কথা বলার ছিল।

    কলকাতা বালের জায়গা ওখানে কেন ফিরব? একটু ব্যাখ্যার প্রয়োজন আছে।

    কথাটিতে কলকাতা তার মানুষজন এবং আমি ব্যক্তিগত ভাবে কতটা জড়িত তা একটু ভেবে দেখার মতন। কথাটি আমি লিখেছিলাম ""বাংলার মেধা ..."" নামক নাটুকে টইতে। কথাটি শকিং, নজর কাড়ে এবং সেটাই উদ্দেশ্য। একটি সিস্টেম শুধুমাত্র কয়েকজন ভালো ডাক্তার, দুটো পেপার এবং তিনটে অন্য লোকের ভলান্টিয়ার এফর্টে ভালো হয় না। কলকাতার স্বাস্থ্য ব্যবস্থা দিনের পর দিন ভেঙে পড়ছে, লোকে তারই মধ্যে বেঁচে থাকছে নিশ্চয়ই কিন্তু সেটা উন্নতি তো নয়ই বরং অবনতি। সরকার আসে যায়, কিন্তু অবস্থা বদলায় না, বদলানোর কোন ইন্ডিকেশনও দেখা যায় না। তো যার হাতে বেটার জায়গায় থাকার অপশন আছে সে কোন যুক্তিতে একটা জায়গায় ফিরবে যেখানে তার সন্তানের কিছু হলে আগামীদিনে ফেসবুকে পিটিশন লিখতে হতে পারে? মূল বক্তব্য ছিল মেধারা কেন ফিরল না তাই নিয়ে মাথা না ঘামিয়ে সিস্টেম, পলিসির দিকে মাথা ঘামান যাতে মেধাদের কাছে কলকাতা এবং ক্যালিফোর্নিয়া বা ক্যালগরি একই হয়।

    এর সাথে কলকাতার ভালো ডাক্তার, তাদের বিচ্ছিন্ন ভালো কাজ, কারুর ভলান্টিয়ার এফর্ট এবং সর্বোপরি ব্যক্তিগতভাবে আমার কলকাতায় (শ্যামনগর) ফেরা না ফেরার খুব একটা সম্পর্ক নেই।

    তা এই তির্যকতা, ব্যাঙ্গাত্মক রেটোরিক বোঝার মতন ম্যাচিওরিটি এককালে গুরুর ছিল। সেটা একেবারে না হারালেও অনেকটাই গেছে এটাও আমার মনে হয়।
  • Nina | ১৮ নভেম্বর ২০১১ ০২:৩৬ | 12.149.39.84
  • উফ! *রকস্টার
  • Nina | ১৮ নভেম্বর ২০১১ ০২:৩৬ | 12.149.39.84
  • আরে পিপি এই র্কস্টার দেখিয়ে দে---বেশ সুন্দর দেখতে সবাই ঃ-)
  • Nina | ১৮ নভেম্বর ২০১১ ০২:৩৪ | 12.149.39.84
  • আমার সবথেকে হাসি পেল রণবীরকে জিম মরিসনের পোজে ঃ-))) বাকি র‌্যাটাকে ক্ক সবেতে
  • pipi | ১৮ নভেম্বর ২০১১ ০২:৩১ | 129.74.191.152
  • হ্যাঁ BIB লিস্টিতে আছে। আমি আসলে একটু হালফিলের সিনেমার খোঁজ করছিলাম।
    পাই, গুগাবাবার কথা সত্যি ভেবেছিলাম কিন্তু সাব টাইটেল কোয়ালিটি এত্ত খারাপ - অধিকাংশ জায়গায় বোঝাই যায় না।
  • RATssss | ১৮ নভেম্বর ২০১১ ০২:২৫ | 63.192.82.30
  • বেন্ড ইট লাইক বেকহ্যাম - যদি অবশ্য ফুটবল খেলাটা সে জনতা একটু বোঝে... UK তে এটা সুপার হিট ছিল - লোকে ফুটবল ক্রিকেট দুটোই বুঝত বলে হয়ত।
  • RATssss | ১৮ নভেম্বর ২০১১ ০২:২২ | 63.192.82.30
  • রকস্টার দেখলুম তো! বড্ড ঝুল সিনেমা, আড়াই ঘন্টা হলে বসে থাকা বড্ড কষ্টকর। মাথা মুণ্ড হীন একটি প্রবল বোরিং সিনেমা। এই ভাবলুম কিছু হবে, কিন্তু কিছুই হল না। না দেখে থাকলে দেখো না। কাপুর বাড়ির ছোটছেলেটা বেশ ভাল অভিনয় করে, নার্গিস-ও মন্দ নয়। তবে কারো ইউরোপ প্রীতি থাকলে, প্রাগের ঝলক দেখার জন্য দেখা যেতে পারে।
    আর নার্গিস --- অন্য রকম সুন্দরী, খুব কম সুন্দরীকে কাঁদলেও দেখতে ভাল লাগে, নার্গিসের কান্নাটাও সুন্দর।
  • pi | ১৮ নভেম্বর ২০১১ ০২:২০ | 128.231.22.133
  • পিপি, গুগাবাবা দেখাও ঃ)
  • kd | ১৮ নভেম্বর ২০১১ ০২:১৮ | 59.93.247.190
  • টিম, সরি আবার কেন? আসলে সিনেমাটাই দেখিনি। তবে জেনেরিকালি আমি এটা বলতেই পারি - আজকালকার দিশি নায়িকাদের অ্যাক্টিং দেখার তেমন সুযোগ পাই না। মানে অন্য কিছু দেখতে এতই ব্যস্ত থাকি যে সময় হয়ে ওঠে না। ঃ)
  • Nina | ১৮ নভেম্বর ২০১১ ০২:০৮ | 12.149.39.84
  • জিন্দগি নহি মিলেগি দোবারা ঃ-))
  • Nina | ১৮ নভেম্বর ২০১১ ০২:০৮ | 12.149.39.84
  • ফরহান আখতারের 'রক অন" টাও ভাল --সাব আছে --পিপি ওটাও দেখতে পারিস
  • aranya | ১৮ নভেম্বর ২০১১ ০২:০৭ | 144.160.226.53
  • ZNMD = ?
  • pipi | ১৮ নভেম্বর ২০১১ ০১:৫৮ | 129.74.191.152
  • নীনাদি, মনসুন ওয়েডিংএর সব ডায়লগ ইংলিশে নয়। বেশ কিছু খারি হিন্দীতে আছে। আর টু বি অনেস্ট, ইণ্ডিয়ান অ্যাক্টরদের ইংলিশ অ্যাক্সেন্ট বুঝতে বিলিতী জনতার অসুবিধা হয় দেখেছি। মনসুন ওয়েডিং জার্মান বন্ধুদের সাথে বসে দেখতে গিয়ে এই অসুবিধটা হয়েছিল তারপরে সাব অন করতে সমস্যা মিটল।
  • Tim | ১৮ নভেম্বর ২০১১ ০১:৫১ | 198.82.18.154
  • আগের পোস্টটা কাব্লিদাকে।
  • Tim | ১৮ নভেম্বর ২০১১ ০১:৫০ | 198.82.18.154
  • না, তুমি নাকি বলেছো যে নার্গিসের অ্যাক্টিং দেখতে কে যায়, তাই বল্লাম? তুমি না বলে থাকলে মাই ব্যাড। ছরি।
  • Nina | ১৮ নভেম্বর ২০১১ ০১:৪৭ | 12.149.39.84
  • আরে পিপি, মনসুন তো ইংলিশেই রে
  • Nina | ১৮ নভেম্বর ২০১১ ০১:৪৬ | 12.149.39.84
  • পিপি
    ন্যু ইয়র্কে নাইট ক্লাবে ভাঙ্গরা হয় আজকাল---নাচাগানা বেশ গিলবে দেখিস!!
    তবে মনসুন ওয়েডিং সেফ।
  • pipi | ১৮ নভেম্বর ২০১১ ০১:৪৬ | 129.74.191.152
  • আচ্ছি নেটফ্লিক্সে তো এই সব কটাই আছে কিন্তু ইং সাব আছে কিনা কি করে বুঝবে। সে ইনফো তো পাচ্ছি না।
  • kd | ১৮ নভেম্বর ২০১১ ০১:৪৩ | 59.93.247.190
  • পিপি, মনসুন ওয়েডিং। গ্রান্টি ভালো লাগবে, টেস্টেড।

    টিম, আমি?
  • pipi | ১৮ নভেম্বর ২০১১ ০১:৪১ | 129.74.191.152
  • আরে ফাক্রিকে দেখতে খারাপ কে বলছে। দেখেছি তো। আমি তো সেটাই জিগিয়েছিলুম যে লোকজন নাকি আছাড় খেয়ে পড়ে যাচ্ছে ফাক্রিকে দেখে কিন্তু সে অ্যাক্টোটা করে কেমন।

    নীনাদি, জব উই মেটে ঐ নাচাগানা... জনতার হজম হবে না।
  • Nina | ১৮ নভেম্বর ২০১১ ০১:৩৮ | 12.149.39.84
  • পিপি, মনসুন ওয়েডিং --যদি না দেখে থাকে
  • Nina | ১৮ নভেম্বর ২০১১ ০১:৩৫ | 12.149.39.84
  • সত্যি নার্গিসটা দেখতে ভাল ---বেশ অন্যরকম---কিন্তু ঐ রণবীরের জিম মরিসনের পোজ দেয়াটা জানি কেমন

    পিপি ZNMD তাই ভাল হবে--নইলে জব উই মেট দেখিয়ে দে
  • Tim | ১৮ নভেম্বর ২০১১ ০১:৩১ | 198.82.18.154
  • গুগল করে নার্গিস ফাক্রির যা ছবিটবি পেলাম তাতে কাব্লিদাকেই ঠিক মনে হচ্ছে। পিপি, গুগল ইট। ঃ-)
  • Nina | ১৮ নভেম্বর ২০১১ ০১:২৮ | 12.149.39.84
  • এই তো সাড়া মিলেছে---কাল দেখলাম--নার্গিসের চেহারাটা সুপার--অ্যাক্টো ও করেছে---কিন্তু রণাবীর কাপুর কি জিম মরিসন কে কপি কত্তে গেছে?????
  • pipi | ১৮ নভেম্বর ২০১১ ০১:২৮ | 129.74.191.152
  • ইয়ে, নাচাগানা যত কম থাকে তত মঙ্গল।
  • pipi | ১৮ নভেম্বর ২০১১ ০১:২৬ | 129.74.191.152
  • কিছু আম্রিকান বন্দুক বলিউড সিনিমা দেখতে চায়। তারা লগান দেখেছে, কিছু বোঝে নি আর স্লামডগ মিলিয়নেয়ার দেখে নাকি শিউরে উঠেছে! যাই হোক, মুভিনাইটে আমাকেই সিনেমা চুজ করতে হবে, অফকোর্স। কোন সাজেশন? ইংলিশ সাব মাস্ট। আমি ZNMD ভেবেছি। আর কিছু?
  • Tim | ১৮ নভেম্বর ২০১১ ০১:২৬ | 198.82.18.154
  • থ্যাঙ্কু। লিখে দেবো। ঃ-)
  • pinaki | ১৮ নভেম্বর ২০১১ ০১:২৫ | 122.174.42.91
  • মেল করতে পারিস pinakimitra74@gmail.com
  • Tim | ১৮ নভেম্বর ২০১১ ০১:২৩ | 198.82.18.154
  • পিনাকীদা, জন হোল্টের বইটা নিয়ে একটা মজা হলো সেদিন। কিন্তু এখানে বলা উচিত হবে কিনা ভাবছি। ঃ-)
  • pipi | ১৮ নভেম্বর ২০১১ ০১:২৩ | 129.74.191.152
  • নীনাদি, আছি তো। মানে কুলপি বরপ হয়ে আছি। রকস্টার ব্যাংদি দেখেছে তো। লিখেছিল এইখানে। কিন্তু যেই আমি জিগালাম নার্গিস ফক্রি অ্যাক্টো কেমন করে তখন আর কেউ টুঁ কল্ল না! উল্টে কাব্লিদা (শিওর নই) বলে দিল হিন্দী সিনিমায় নাইকাদের অ্যাক্টিং আর কে দেখেঃ-)
  • pinaki | ১৮ নভেম্বর ২০১১ ০১:২১ | 122.174.42.91
  • হাঁ, হাঁ, ম্যয় হুঁ না। লেকিন নীপা হো কর থে অর আভি স্লীপা করনে যায়েঙ্গে।
  • Tim | ১৮ নভেম্বর ২০১১ ০১:২১ | 198.82.18.154
  • !!!
  • Nina | ১৮ নভেম্বর ২০১১ ০১:১৫ | 12.149.39.84
  • কৈ হ্যায় !!!!!!!!!!!!!!!!
  • Nina | ১৮ নভেম্বর ২০১১ ০১:১৩ | 12.149.39.84
  • প্লিজ আমাকে কেউ বলবে ---কেউ রকস্টার সিন্মাটা দেখেছ??
  • Tim | ১৮ নভেম্বর ২০১১ ০১:১১ | 198.82.18.154
  • আকাদা যা বলছে, সেই ট্রেন্ড এখানে আমিও টের পাই। গুরুতে চলা তর্ক নিয়ে অফলাইন কথা চালাচালি হলে সেটা আনফেয়ার বলে মনে করি। এর আগেও ঝগড়াঝাঁটির সময় আমি দেখেছি এরকম হয়। দূর্ভাগ্যজনক, এবং ভীষন আপত্তিকর। আলোচনাটা এই পাতায় শুরু হলে এই পাতাতেই কন্টিনিউ করে শেষ হওয়া উচিত, এই আমার মত। ফর দ্য রেকর্ড লিখে রাখলাম।
  • Nina | ১৮ নভেম্বর ২০১১ ০১:০৮ | 12.149.39.84
  • ঠান্ডা কেমন রে আজে্‌ক বাকি তোদের সবার? আমি তো জমে গেলাম বাপ্স!
  • Nina | ১৮ নভেম্বর ২০১১ ০১:০৬ | 12.149.39.84
  • এই দ্যাখ ক্ষান্ড! আবার তক্ক কচ্চে দেশকুমারী আর বিদেশকুমার ---ঃ-)
  • Tim | ১৮ নভেম্বর ২০১১ ০১:০৪ | 198.82.18.154
  • বিটিডব্লু, স্বাস্থ্যসম্পর্কীত তক্কে আমার সাম্প্রতিকতম্‌ অভিজ্ঞতাও যাবে। কিন্তু নিতান্তই একজন জিভাগো থাকায়, তাই বড়োসড়ো ক্ষতির আগেই আইডেন্টিফাই করা গেছে বলে মনে হচ্ছে এখনও পর্যন্ত। সঙ্গে থাকুন, কদিন পরে এসে লিখছি।
  • pi | ১৮ নভেম্বর ২০১১ ০১:০৩ | 72.83.76.29
  • সেটা কেউ জানিয়েছে নাকি ? :o
  • aka | ১৮ নভেম্বর ২০১১ ০১:০০ | 168.26.215.13
  • তা এতে যদি নীপারা প্রচণ্ড ভয় পেয়ে না লেখেন তাতে আমি দায়ও নেব না। গুরুর নীপাদের সপা করার গুরুভার আমার নেই। তাতে যদি কোন নীপা নীরবে আমাকে বালও বলেন তাতেও কিছু যাবে আসবে না। কিন্তু যদি সেটা আমাকে এখানে জানানো হয় যে নীপারা নীরবে আমাকে বাল বলছেন তাহলে সেই জানানোটি আমার কাছে ডিসটেস্টফুল। আশা করব সেটা যেন আমার সাথে ভবিষ্যতে না করা হয়।

    এতে করে যদি গুরুর গ্রোথ থমকে যায় তাহলে আনফরচুনেটলি আমি স্বেচ্ছায় অবসর না নেওয়া অবধি বা এমন একটা অবস্থা তৈরি না করা অবধি যাতে আমি চলে যেতে বাধ্য হই সেই গ্রোথ থমকে থাকবে।
  • pi | ১৮ নভেম্বর ২০১১ ০০:৫৪ | 72.83.76.29
  • ওটা কে কী কেন বলেছে আমার জানা নেই।

    আর নীনাদির কথায় আমি কিছু মনে করিনি।
  • Tim | ১৮ নভেম্বর ২০১১ ০০:৫৩ | 198.82.18.154
  • না না ডিভিডি রেন্ট করা যায় তো। দুটো সার্ভিস আলাদা করে কিনতে হয়। আগে একসাথেই ছিলো।
  • pipi | ১৮ নভেম্বর ২০১১ ০০:৫০ | 129.74.191.152
  • আর ইয়ে, নেটফ্লিক্সে কি এখন আর আগের মতন ডিভিডি রেন্ট করা যায় না? এক্সবক্স কিনে ইন্টারনেটের মাধ্যমে স্ট্রীমিং করতে হয়? কি চাপঃ-(
  • Tim | ১৮ নভেম্বর ২০১১ ০০:৪৬ | 198.82.18.154
  • মামু বা মামী বলতে পারতো। বা আরো কেউ, যে ওদিকপানে থেকেছে।
  • pipi | ১৮ নভেম্বর ২০১১ ০০:৪৫ | 129.74.191.152
  • তিমি শিকাগোর জ্যাজ ক্লাবের সুলুক সন্ধান চাইছিলাম।
  • aka | ১৮ নভেম্বর ২০১১ ০০:৪৫ | 168.26.215.13
  • আর যাকে তুমি লেবেলিং মনে করে নিজেকে প্রচণ্ড ভিক্টিমাইজড মনে করছ আমার মনে হয়েছে সেটা নীনাদি আদর করে বলেছেন। আর আমি একটু ইয়ার্কি মেরেছি। তা তোমার যা মনে করার করতে পারো। তাতে আমার হাত নেই। তা তোমাকে দেশকুমারী বলে ইয়ার্কি মারার জন্য আমি দুঃখিত, ভবিষ্যতে খেয়াল রাখব।
  • Tim | ১৮ নভেম্বর ২০১১ ০০:৪৩ | 198.82.18.154
  • জ্যাজ ক্লাব ওদিকে কোথাও আছে নাকি পিপি? নিউ অর্লিন্সে চলে যা। এখন দিব্য গ্রীষ্মকাল ওদিকে।
  • aka | ১৮ নভেম্বর ২০১১ ০০:৪২ | 168.26.215.13
  • খসড়া নিয়ে ঝগড়ার (বিতর্ক নয়) সময়ে জনৈক নীপা (কারণ ওনাকে আমি একবারই লিখতে দেখেছি) বলেন ""আকাদা নাকি টাইপ টু নিয়ে দুঃখপ্রকাশ করেছে? সেই পোস্টটা কোথায়?"" ঠিক এরকমই না প্যারাফ্রেজ করলাম।

    এটা বুঝতে অসুবিধা হয় না যে ঐ নীপার সাথে খসড়ার ঝগড়া নিয়ে চ্যাটে বা মেলে বা ফোনে বা মুখোমুখি কথাবার্তা চলছিল নইলে পোস্ট হয়েছে অথচ কোথায় পোস্ট জানা নেই এটা হতে পারে না। এটা নতুন ট্রেন্ড আগে দেখি শুনি নি গুরুতে।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত