এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • Netai | ১৫ নভেম্বর ২০১১ ১৭:০৫ | 121.241.98.225
  • কাল আমি দেখেছি
    দেখেছি সে মীরের কান্না
    কুমিরের কান্না

    দেখি আজ কি দেখায় মীরাক্কেলে
  • ppn | ১৫ নভেম্বর ২০১১ ১৭:০২ | 204.138.240.254
  • আরে আরো ঘন্টাখানেক আছি। ঃ)
  • Netai | ১৫ নভেম্বর ২০১১ ১৭:০২ | 121.241.98.225
  • অ্যাঁ???

    বসও দেখলাম হেলতে দুলতে বাড়ি চলে গেল।
    আমি তো অবাক
    যেন যানলায় কাক।
  • sayan | ১৫ নভেম্বর ২০১১ ১৬:৫২ | 160.83.96.83
  • একীরে! এখুনি!!
  • ppn | ১৫ নভেম্বর ২০১১ ১৬:৫০ | 202.91.136.71
  • নাঃ বাড়ি কাটার সময় হয়ে এল।
  • ppn | ১৫ নভেম্বর ২০১১ ১৬:৪৮ | 202.91.136.71
  • আমি দেখেছিলাম ৯৫তে। বোধহয়।
  • sayan | ১৫ নভেম্বর ২০১১ ১৬:৪৮ | 160.83.96.83
  • নারে সিকি, ঐ স্লটেই জ্যাঙ্গো, ব্রীজ অন দ্য রিভার কোয়াই, ফর এ ফিউ ডলার্স মোর, হোয়্যার দ্য ইগল্‌স ডেয়ার দেখা। "সেইসব' বলে অছেদ্দা করলে চলবে! ঃ-)
  • saikat | ১৫ নভেম্বর ২০১১ ১৬:৪৬ | 202.54.74.119
  • টইতে মহৎ লেখাটা লেখার পর সাবমিট মারলে error দেখাল। কি ভাগ্যি লেখাটা ঢুকেছে। না হলে যারা reengineering করছেন তারা বুঝতেন। ঃ-)
  • siki | ১৫ নভেম্বর ২০১১ ১৬:৪৫ | 123.242.248.130
  • ওহো, সেইসব মুবি? দূরদর্শন শুক্রবার রাত এগারোটা?

    না, দেখা হয় নাই। কেবল গল্প শুনতাম ঃ(
  • siki | ১৫ নভেম্বর ২০১১ ১৬:৪৪ | 123.242.248.130
  • স্টার মুবিজ??? ১৯৯০ সালে?

    আমি স্টার মুবিজ দেখা শুরু করি বোধ হয় ১৯৯৮ সাল নাগাদ। তাও গরমের ছুটিতে বাড়ি এসে। উত্তরবঙ্গের হস্টেলে কেবল ডিডি ওয়ান আসত।
  • sayan | ১৫ নভেম্বর ২০১১ ১৬:৪০ | 160.83.96.83
  • বেসিক টা সত্যিই জানতাম না।
    দুঃ, মোতি সিনেমা হলে জীবনে যাইনি (যাওয়ার ইচ্ছে ছিল অবশ্য)। এইসব ক্লাসিক দূরদর্শনের যুগে শুক্রবার রাত সাড়ে এগারোটায় হত।
  • ppn | ১৫ নভেম্বর ২০১১ ১৬:৩৯ | 202.91.136.71
  • হায়, সিকি, স্টার মুবিজ দেখিতে না?
  • siki | ১৫ নভেম্বর ২০১১ ১৬:৩৭ | 123.242.248.130
  • নামটা ঠিক করে লেখ। প্রসন্নময়ী বেসিক বালিকা বিদ্যালয়। ঃ)

    সত্যি নামও শুনি নি। দেখা তো পরের কথা। মোতি সিনেমাহলে এসেছিল বুঝি কখনও?
  • sayan | ১৫ নভেম্বর ২০১১ ১৬:৩৬ | 160.83.96.83
  • পাড়ার নান্টুদার ছেলের নাম জ্যাঙ্গো ছিল। ভয়ানক মার্বেল খেলতো সে।
  • sayan | ১৫ নভেম্বর ২০১১ ১৬:৩২ | 160.83.96.83
  • অ্যাঁ! তার সাথে জ্যাঙ্গো না দেখার কী সম্পক্কো? প্রসন্নময়ী বালিকা বিদ্যালয় ও ঘাটাল বিদ্যাসাগর উচ্চ বিদ্যালয়ে তো আম্মো পড়েছি। ঃ-)
  • siki | ১৫ নভেম্বর ২০১১ ১৬:২৩ | 123.242.248.130
  • কাল সন্ধ্যেবেলায় আমাদের পাড়ার মোড়ে একটি ঘটনা ঘটে গিয়েছে।

    মোড়টাতে রোজই একটি পুলিশ পেট্রল ভ্যান দাঁড়িয়ে থাকে। উল্টোদিকে ঐ সময়েই এক মহিলা বাস থেকে নেমে দাঁড়ান, কারুর সঙ্গে ফোনে কথা বলেন, খানিকক্ষণ পরে কেউ এসে তাঁকে পিক আপ করে নিয়ে যায়।

    গতকাল পুলিশ ভ্যান ছিল না (ঠিক দিনক্ষণ বুঝেই হয় তো, ) বাইকে করে দুজন আসে, একজন মোবাইল আরেকজন ব্যাগ ছিনিয়ে নেবার চেষ্টা করে। মহিলা বাধা দিতে যেতেই পিলিয়ন রাইডার একটি ছুরি বের করে মহিলার পিঠে লম্বালম্বি চিরে দিয়ে ব্যাগ মোবাইল নিয়ে পালায়।

    আমাদের পরিচিত এক ভদ্রলোক ছিলেন সেই সময়ে ওখানে, উনি নাম্বার পড়তে যান বাইকের, কিন্তু দেখেন যে নাম্বারপ্লেটে সাদা কাগজ সাঁটা।

    পুলিশ ত্রিসীমানায় ছিল না। আমাদের পাড়ায় প্রচুর হাসপাতাল। অন্তত আট নটা তো হবেই। তারই একটায় নিয়ে যাওয়া হয়। সেই ব্লিডিং কন্ডিশনে হাসপাতাল তাঁকে ফেলে রাখে, পুলিশ না আসা পর্যন্ত তাঁর চিকিৎসা করতে পর্যন্ত অস্বীকার করে। টাচ পর্যন্ত করতে চায় নি হাসপাতালের স্টাফ।

    এর পরের খবর জানি না, আশা করি চিকিৎসা হয়েছিল।

    ভোরের বেলা ঠিক ঐ পয়েন্টেই আমার মেয়েকে নিয়ে দাঁড়িয়ে থাকে বাসে তুলে দেবার জন্য, হয় মা নয় মাসি।

    ঃ(
  • ppn | ১৫ নভেম্বর ২০১১ ১৬:২১ | 202.91.136.71
  • ছোটবেলায় মানে আমি দেখেছি যদুপুরে থাকাকালীন।
  • ppn | ১৫ নভেম্বর ২০১১ ১৬:২১ | 202.91.136.71
  • সে তো আমি আর সান্দাও ছিলাম।
  • dd | ১৫ নভেম্বর ২০১১ ১৬:১৮ | 124.247.203.12
  • কুং ফুতে যেমতি ব্রুস লী তেমতি বন্দুকে ঝ্যাংঘো। এটি এক সত্য বাক্য, সদা স্মরণে রাখিও।
  • dukhe | ১৫ নভেম্বর ২০১১ ১৬:১৭ | 122.160.114.85
  • ভোটার কার্ড নিয়ে এত হল্লা কেন ? নেতাইয়ের বরযাত্রী হতে কি ভোটার কার্ড লাগছে ?
  • siki | ১৫ নভেম্বর ২০১১ ১৬:১৬ | 123.242.248.130
  • সান্দা, না। আমি বাংলা বয়েজ স্কুল ছিলাম।
  • pharida | ১৫ নভেম্বর ২০১১ ১৬:০৭ | 61.16.232.26
  • টই দুষ্টু করছে !!
  • kumu | ১৫ নভেম্বর ২০১১ ১৫:৫৫ | 122.160.159.184
  • আশা করি বলে দিতে হবে না যে ,ডিডিদা তাঁর মাথাভরা কুঞ্চিত কেশদামের কারণে বড়দের লিস্টি থেকে বাদ গেছেন।
  • sayan | ১৫ নভেম্বর ২০১১ ১৫:৫৪ | 160.83.97.84
  • সিকি বাচ্চাবেলায় জ্যাঙ্গো (Django) দ্যাখে নাই? ফ্র্যাঙ্কো নিরো'র কাউবয় ফ্লিক?
  • Jhiki | ১৫ নভেম্বর ২০১১ ১৫:৫০ | 182.253.0.99
  • আম্মো না! পোবোল পোতিবাদ জানাচ্ছি।
  • kumu | ১৫ নভেম্বর ২০১১ ১৫:৪৯ | 122.160.159.184
  • কখন ভেঙালাম?সাম্নে বে না থাকলে নেতাইকে আজ---

    সবাই আশীব্বাদ করুক একে একে,ই-ধানদুব্বো সহ।বড়রা,যেমন কাবলীদা,রঞ্জনদা আগে।
  • sayan | ১৫ নভেম্বর ২০১১ ১৫:৪৮ | 160.83.97.84
  • দুবার দিয়েছি, ইভিএমে। বেশ খানিকক্ষণ বাটনটা পিঁইইইইইইক করে ধরে রাখতেই পাশ থেকে তড়িঘড়ি বললো, হয়ে গেছে হয়ে গেছে এবার ছেড়ে দিন! ঃ-))
  • Netai | ১৫ নভেম্বর ২০১১ ১৫:৪২ | 121.241.98.225
  • ই-আশীর্বাদের ফান্ডাটা কেমন? এসেমেসে বিয়ের থেকে অনেক সিম্পুল হবে মনে হয়।
  • Netai | ১৫ নভেম্বর ২০১১ ১৫:৪০ | 121.241.98.225
  • কুমুদি ঝিকিদিকে ভেঙালো!!!!!
    এ তো ভাবতেও পারিনা।
  • kumu | ১৫ নভেম্বর ২০১১ ১৫:৩৯ | 122.160.159.184
  • নেতাইএর জন্য একটা ই-আশীব্বাদের অনুষ্ঠান কর্লে হয় না?
  • kumu | ১৫ নভেম্বর ২০১১ ১৫:৩৮ | 122.160.159.184
  • আগের পোস্ট আমার।ঝিকি,ভোট দিই-এইটা লিখতে গেছিলাম।
  • jhiki | ১৫ নভেম্বর ২০১১ ১৫:৩৬ | 122.160.159.184
  • ভোট দিই।দিল্লীর বাইরে থাকায় কয়েকবার বাদ গেছে।
  • humm | ১৫ নভেম্বর ২০১১ ১৫:৩৩ | 122.167.67.92
  • অনেকের মতনই আমার সুযোগ নেই ভোটার দেবার ।
  • Jhiki | ১৫ নভেম্বর ২০১১ ১৫:৩০ | 182.253.0.99
  • সিকিকে কিন্তু প্রশ্নটা ভোটার আই ডি নয়, ভোট দেওয়া নিয়ে করা হয়েছিল!! তার জবাবে সে বলেছিল সে ভোট দেয় না, দেওয়ার ইচ্ছেও নেই (মানে ID কার্ড বানায় নি)।

    আপনারা, যারা ভোটার ID কার্ড বানিয়েছেন, তাঁরা সবাই ভোট দেন?
  • humm | ১৫ নভেম্বর ২০১১ ১৫:২৩ | 122.167.67.92
  • সিকি ভোটাঅর আইডেনটিটি অনেকগুলো আইডেনটিটি প্রুফের অন্যতম । তাই যার অনেক গুল্লো প্রুফ আছে,তারা ইচ্ছে মতন এক এক সময় একটা আইডেনটিটি প্রুফ ইউজ করবেন ।dl ,pan, passport যা ইচ্ছে ইউজ করা যেতেই পারে । কিন্তু সবারতো DL বা পাশপোর্ট থাকেনা , অনেকের আবার pan কার্ড ও নেই । তাদের ক্ষেত্রে ভোটার আইডি ই ভরসা।
  • sayan | ১৫ নভেম্বর ২০১১ ১৫:২২ | 160.83.97.83
  • আমার ফোং আর স্টেগি সমসাময়িক। স্পেসিফিক নাম্বার তুলে ব্লকানো যায় না। তাইলে কি ফোং পাল্টাতে হবে? কী চাপ!
  • humm | ১৫ নভেম্বর ২০১১ ১৫:১৭ | 122.167.67.92
  • সায়ন ঐ নম্বার টিকে ব্লক করে দিন ।
  • sayan | ১৫ নভেম্বর ২০১১ ১৫:১৫ | 160.83.97.83
  • মোবাইল নাম্বার ডিএনডি তে লিস্টেড হওয়া সত্বেও স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাঙ্ক জ্বালাতন করছে, একেকবার একেকজন। কোথায় কমপ্লেন ডালা যায়?
  • humm | ১৫ নভেম্বর ২০১১ ১৫:১৪ | 122.167.67.92
  • সিকি বিদেশ গেলে পাশপোর্ট দেখাতে হয় ,সেখানে ভোটার আইডি দেখানো চলেনা । কিন্তু দেশের মধ্যে প্লেনে চড়লে তখন ভোটার আইডি ব্যবহার করা যায়,সেটার কথাই বলছি
  • sayan | ১৫ নভেম্বর ২০১১ ১৫:১০ | 160.83.97.83
  • এগঝ্যাক্টলি সিকি। ব্যবহার করা যায়। তাই লিখলাম। humm ও তাই লিখলেন। ঝিকিও বোধহয় সেই কথাই বললেন। সরকারি প্রমাণপত্র তো, তাই ব্যবহার করলে কাজ হয়ে যাওয়ার গ্রান্টি থাকে আর কি। ঃ-)
  • Netai | ১৫ নভেম্বর ২০১১ ১৫:০৫ | 121.241.98.225
  • এক বন্ধুকে বোঝাচ্ছিলাম, সিগনাল ভাঙলে ট্রাফিক পুলুশ গাড়ির আরসি নিয়ে নেয়। ও তো খুব অবাক। আরসি পুলিশ নেবে ক্যামন করে। ওদের কাছে কি স্ক্রু ড্রাইভার থাকে?

    বন্ধুটা আরসি বলতে আয়না, গাড়ির মিরর ভেবেছিল।
  • siki | ১৫ নভেম্বর ২০১১ ১৫:০৪ | 123.242.248.130
  • "ব্যবহার করা যায়'। করতেই হয় এমন নয়। ব্যবহার না-ও করা যায় ঃ-)
  • t | ১৫ নভেম্বর ২০১১ ১৫:০৩ | 61.12.12.84
  • হুঁ।
  • Netai | ১৫ নভেম্বর ২০১১ ১৫:০০ | 121.241.98.225
  • আমার পার্মানেন্ট অ্যাড্রেস প্রুফ ঐ একটাই। ভোটার আইডেন্টিটি কার্ড।

    নইলেও চলে যায়। বাবার আইকার্ড আর টেলিফোন বিল দিয়ে।
  • Netai | ১৫ নভেম্বর ২০১১ ১৪:৫৭ | 121.241.98.225
  • কোথায় ঢুকতে দিয়েছিল? এয়ারপোর্টে?
    ওখানে তো কলেজের স্টুডেন্ট আইডেন্টিটি কার্ড নিয়েও ঢোকা যায়।
  • t | ১৫ নভেম্বর ২০১১ ১৪:৫৪ | 61.12.12.84
  • আমি একবার কোনকিছু নিয়ে যেতে ভুলে গিয়ে কোম্পানির আইডিকার্ড দেখিয়েছিলুম। ঢুকতে দিয়েছিল।
  • sayan | ১৫ নভেম্বর ২০১১ ১৪:৫১ | 160.83.97.83
  • ভোটার আইডি কার্ড গ্যাস (ইন্ডেন), ল্যান্ডলাইন (বিএসেনেল), রেশন কার্ডের অ্যাপ্লিকেশন এবং অন্য যেকোনও জায়গায় যেখানে অ্যাড্রেস* এবং/অথবা আইডি প্রুফ চায় সেখানে হইহই করে ব্যবহার করা যায়। বোর্ডিং পাস নেওয়ার সময় ড্রাইভার্স লাইসেন্সে কাজ হয়ে যায়, এবার ভোটার আইডি দিয়ে দেখবো।

    * যদি বর্তমান অ্যাড্রেস আর ভোটার আইডি কার্ডের পিছনে লেখা অ্যাড্রেস এক হয়।
  • q | ১৫ নভেম্বর ২০১১ ১৪:৪৬ | 121.241.218.132
  • ভালোই হবে। মুলায়ম, মায়াবতী, অমর সিং - এরা চারটে রাজ্যকে ভাগ করে নেবে।
  • ppn | ১৫ নভেম্বর ২০১১ ১৪:৩১ | 204.138.240.254
  • হরিৎ প্রদেশ জাঠ মুলুক। চৌধরী চরণ সিংহ ও তৎপুত্র অজিত সিংহের এলাকা। উঃ প্রদেশের পঃ দিকে।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত