রয় রেস, চার্লি, মারভিন, প্যাকো ডিয়াজ, ভার্নন এলিয়ট .... বাকি নাম মনে নাই। অভ্যুদা, ব্ল্যাঙ্কি কে?
আমেলায় প্রথম টারজান (একটা হাতির নাম ছিল তান্তোর দান্তো), প্রথম গাবলু (পরে গুণধর, হেনরি এই নামগুলো শুনলে বিরক্তি লাগত), প্রথম টিনটিন। আচ্ছা টিনটিনের যেটায় রামন জারাতে ছিল সেটা কি কখনও বই হয়ে বেরিয়েছে?
কি কি আছে সেই সঙ্কলনে? কিশোর ভারতীর সঙ্কলনটা তো বেশ ভালো।
Paramita | ১২ নভেম্বর ২০১১ ১১:২০ | 122.172.2.76
মেঘ একটা আনন্দর আমেলা গল্প সংকলন উপহার পেয়েছে। তাতে এই সব মণিমুক্তো একটাও নেই। যেগুলো এতোদিন এতোবছর পরও সবার মনে জ্বলজ্বল করছে। সম্পাদকরা কিভাবে শ্রেষ্ঠ গল্প নির্বাচন করেন কে জানে।
Abhyu | ১২ নভেম্বর ২০১১ ১১:১৫ | 97.81.99.2
রোভার্সের রয়। চার্লি। ব্ল্যাঙ্কি ঃ)
Paramita | ১২ নভেম্বর ২০১১ ১১:১৪ | 122.172.2.76
হ্যাঁ হ্যাঁ, বাঘের দুধ বলতেই মনে পড়লো।
ওদিকে রোভার্সের রয়। গাবলু। সদাশিব। প্রথম টিনটিন পড়া তো আমেলাতেই।
Abhyu | ১২ নভেম্বর ২০১১ ১১:১৪ | 97.81.99.2
ইয়েস আমার মনে আছে। এক চামচ এক টাকা।
kk | ১২ নভেম্বর ২০১১ ১১:১১ | 107.3.242.43
আরেকটা গল্প তোমাদের মনে আছে? 'বাঘের দুধ' নাম ছিলো। শারদীয়া আমেলায় বেরিয়েছিলো। সেই যে তুষার বলে একটু বোকাসোকা এক ছেলেকে বন্ধুরা বাঘের দুধ বলে কনডেন্সড মিল্ক খাইয়েছিলো।
kk | ১২ নভেম্বর ২০১১ ১১:১০ | 107.3.242.43
পামিতাদি, গল্প আর সঙ্গের ছবি পষ্ট মনে আছে। লেখকের নাম ভুলে গেছি। নবনীতা নন মনে হয়।
sayan | ১২ নভেম্বর ২০১১ ১১:০৯ | 115.184.123.141
বেকিং সোডা দেওয়া অমলেটের গল্পটা পড়ে রাতের ঘুম উড়ে গেছিল। মনে আছে, অমন একখানি অমলেটের জন্য মায়ের কাছে কম আব্দার জুড়িনি।
Abhyu | ১২ নভেম্বর ২০১১ ১১:০৮ | 97.81.99.2
আমি সত্যি ভাবতাম - ঐ রকম ওমলেট বানালে আমরাও বাড়িতে ঐ ভাবে খাবো ঃ)
Abhyu | ১২ নভেম্বর ২০১১ ১১:০৭ | 97.81.99.2
বলতেই ছবিটা মনে পড়ল গো!
Abhyu | ১২ নভেম্বর ২০১১ ১১:০৬ | 97.81.99.2
এখনো মনে আছে - হয় সশঙ্ক হবে, নয় শঙ্কিত হবে। সশঙ্কিত কথাটা ভুল। - সশঙ্কিতই তো সবাই বলে, সশঙ্ক আবার কে বলে? - অনেকেই বলে - সশঙ্ক লঙ্কেশ শূর স্মরিলা শঙ্করে - পড়িস নি? - হ্যাঁ পড়েছিলাম, মনে ছিল না সঠিক, সরি ঠিক।
Paramita | ১২ নভেম্বর ২০১১ ১১:০৫ | 122.172.2.76
এটা বোধধয় কলি আগে মনে করিয়েছিল আবার ভুলে গেছি - সেই গপ্পো, যেখানে ওমলেটে ভুল করে এক বাক্সো বেকিং সোদা দিয়ে ফেলায় সে ওমলেট ফুলে ফেঁপে এমন বড়ো হোলো, এমন বড়ো হোলো যে ঘরের ছাদ ছুঁয়ে ফেললো আর ফ্যামিলির সক্কলে ওমলেটপাহাড়ে চড়ে কাঁটা চামচ দিয়ে চুড়ো থেকে কেটে কেটে খেতে লাগলো। শেষ আর হয় না।
কলি, আবার মনে করাও প্লীজ। নবনীতা কি?
Abhyu | ১২ নভেম্বর ২০১১ ১১:০২ | 97.81.99.2
শঙ্খ ঘোষ - আসল নামটি কি যেন?
Paramita | ১২ নভেম্বর ২০১১ ১১:০১ | 122.172.2.76
ওটা ছাড়া কুন্তক নাম নিয়ে উনি বোধহয় আর কিছু লেখেন নি।
আর কুন্তক লিখতেন শব্দ নিয়ে খেলা। কুন্তকের আসল নাম কে জানে?
kd | ১২ নভেম্বর ২০১১ ১০:৫৪ | 59.93.255.8
এঃ! আবার একটি পুরোনো নাম। কলেজে ছুটির দিনে নুচি-বেগুনভাজা খাওয়া। বরদাবাবুর কাছে মেটালার্জির ছেলেরা সব সোনার টুকরো - বাড়িতে অবারিত দ্বার। বৌদি বাড়ি থাকলে ওই খাবার বাঁধা - কোয়ার্টারের সামনে মাঠে আমরা সাত-আটজন গোল হয়ে বসে, চেয়ারে বসা বরদাবাবুর সামনে। একটাই প্রবলেম ছিলো, জুলি - বাবার সামনে বাবার ছাত্রদের উল্টো-পাল্টা এলিমেন্টের অ্যাটমিক নাম্বার পুছতো আর না পারলে (যা প্রায় ১০০%) একটা পৈশাচিক মিচকে হাসি দিয়ে বাবার দিকে তাকাতো। জ্বালা!
মেটালার্জি ডিপার্টমেন্ট প্রাণ ছিলো বরদাবাবুর। উনি কেমিস্ট্রি আর মেটালার্জি দু'টোরই হেড ছিলেন। কিন্তু '৬৪তে বোধহয় সরকারের নতুন কোন নিয়মে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি না থাকায় ওনার থেকে মেটালার্জি ছিনিয়ে নেওয়া হয়। উনি ব্যাপারটায় বেশ দাগা পেয়েছিলেন (visibly)। তাতে অবিস্যি আমাদের ওনার বাড়ি যাওয়া বন্ধ হয়নি।
আমাদের কলেজ থেকে বেরুনোর পরই উনি মারা যান ৪ ডিসেম্বর, ৬৬তে। সেই সময় ওনাকে শ্রদ্ধা জানাতে মেটালার্জির অ্যালামনিদের বেশ ভীড় হয়েছিলো - দূর দূর থেকেও অনেকেই এসেছিলেন।
Abhyu | ১২ নভেম্বর ২০১১ ১০:৫৪ | 97.81.99.2
আর গন্ধটা সন্দেহজনক? আর অতি কূট প্রশ্ন কিন্তু আপাতগ্রাহ্য?
kk | ১২ নভেম্বর ২০১১ ১০:৫৩ | 107.3.242.43
সায়ন ঃ))
আরে রিমঝিম থ্যাক্কারের নাম আমারও মনে আছে! আরেকজন আঁকতো, তন্ময় সামন্ত। অনেক বছর পরে তাকে আমি শান্তিনিকেতনের কলাভবনে দেখেছিলাম।
Abhyu | ১২ নভেম্বর ২০১১ ১০:৫৩ | 97.81.99.2
আর বাঁদিকের পাতায় থাকত ধাঁধা। তার দু একটা এখনো গুরুর টইতে পাওয়া যায় (বাচ্চাদের বয়স সংক্রান্ত)
Abhyu | ১২ নভেম্বর ২০১১ ১০:৫২ | 97.81.99.2
পি কে ব্যানার্জ্জী লিখতেন উইং থেকে গোল। আগে চুনী গোস্বামী লিখতেন খেলতে খেলতে।
উত্তর বটে'তে ছিল - রবীন্দ্রনাথ কি কখনো ফুটবল খেলতেন? - বোধ হয় খেলতেন কারণ তাঁর একটা গানে আছে বল দাও মোরে বল দাও।
kk | ১২ নভেম্বর ২০১১ ১০:৫১ | 107.3.242.43
সত্যজিৎ রায়েরও তো কিছু ভুত আছে। অনাথাবাবুর ভয়, গগন চৌধুরীর স্টুডিও। কিন্তু তারা লীলা মজুমদার বা শীর্ষেন্দুর ভুতদের মত মিষ্টি নয়। শীর্ষেন্দুর বেস্ট ভুত কিন্তু 'হালুম'।
Paramita | ১২ নভেম্বর ২০১১ ১০:৫০ | 122.172.2.76
উইং থেকে গোলেরও আগে - খেলতে খেলতে
Paramita | ১২ নভেম্বর ২০১১ ১০:৫০ | 122.172.2.76
আরেকটু পিছিয়ে সাধু কালাচাঁদের কথা কার কার মনে আছে?
sayan | ১২ নভেম্বর ২০১১ ১০:৪৯ | 115.184.123.141
"তোমাদের পাতা'য় (নাকি অন্য নাম ছিল) রিমঝিম থ্যাক্কার নাম্নী একজনের আঁকা ছবিটা কেমন করে যেন মনে রয়ে গেছে। আর প্রতিবার "কীসের ছবি' টা যে আসলে কীসের ছবি সেটা কিছুতেই ঠাহর করতে পারতাম না। "হীরের আংটি' কয়েক কিস্তি পড়ে আর পড়িনি। "জঙ্গলগড়ের চাবি' সব জুড়ে ছিল। "উইং থেকে গোলে' কে যেন লিখতেন।
ppn | ১২ নভেম্বর ২০১১ ১০:৪৫ | 112.133.206.22
আমাদের সময় ভূতের গপ্পোর পেটেন্ট নিয়ে রেখেছিলেন শীর্ষেন্দু।
dd | ১২ নভেম্বর ২০১১ ১০:৪৫ | 124.247.203.12
হ্যাঁ। ফেলো ভামেদের মনে থাকবে। ঘরে ঘরে একটা সংকলন থাকতো "বুদ্ধিতে যার ব্যাখা মেলে না"। সেটাতে গোটা পঁচিশ ত্রিশ ভুতের গল্পো ছিলো - আলাদা আলাঅদা লোকের।
তখন ওটাই খুব ফেমাস ছিলো। তবে ব্র্যান্ডেড ভুত ছিলো না, কংকাবতীর পর ।
sayan | ১২ নভেম্বর ২০১১ ১০:৪৩ | 115.184.123.141
ঃ-)) এতদ্বারা কেকেদিকে আমেলাক্লোপিডিয়া খেতাব দেবার প্রস্তাব জানালাম।
dd | ১২ নভেম্বর ২০১১ ১০:৪২ | 124.247.203.12
হায়,হায়। এইসব ভুত আমি চিনি না, নস্টালজি তো দুরের কথা। লীলা মজুমদার ছাড়া আমাদের ছোটোবেলায় আর কে কে ভুতের গল্পো লিখতেন? মনেও পরে না।
kk | ১২ নভেম্বর ২০১১ ১০:৩৯ | 107.3.242.43
যাঃ, হুঁপু আর গাঁপে ছিলো ভুত। মিংমিং ভুতিনী, সে আসলে ভুতের রাণী। আর একজন কন্ধকাটাও ছিলো। আর একজন বমবমদাস বাবাজী।
sayan | ১২ নভেম্বর ২০১১ ১০:৩৮ | 115.184.123.141
আমার শুধু "ভুতুড়ে দুপুর' মনে আছে যেখানে হুঁপু আর মিংমিং নামের দুটো ভুতিনি ছিল।
kk | ১২ নভেম্বর ২০১১ ১০:৩৭ | 107.3.242.43
'ভুতেরা চাউমিন ভালোবাসে' আমার খুব প্রিয় গল্প। শেখর বসুর তো। ছানা ভুত তুরি, আপার নার্সারীতে পড়তো। তার মা আবার চাউমিনকে বলতো চ্যাংমিন ঃ)।
সায়ন, হাতিদের স্মৃতিশক্তি খুব ভালোই হয় ঃ)।
kk | ১২ নভেম্বর ২০১১ ১০:৩৪ | 107.3.242.43
আসলে তখন এতবার করে পড়েছি যে মাথায় বোধহয় গেঁথে গেছে। বলরাম বসাকেরই আরেকটা গল্প ছিলো, সেই বকমামা ঢোল বাজাতো, টাকডুমাডুম ঝুমাঝুমাঝুম। মনে আছে?
dd | ১২ নভেম্বর ২০১১ ১০:৩৩ | 124.247.203.12
আর কেসির টোটকা নিয়ে একটু ধন্দে পরলাম।
ধরুন বউ প্রচুর খচ্চা করে জিমে গিয়ে ,ডায়েট করে ওজোন কমানোর প্রচেষ্টা চালিয়েছে,এ বাদে বিউটি পার্লারে গিয়ে সম্প্রতি ব্যাপোক খর্চা করে মুখের উপর পংখের কাজ করিয়েছে। আর তার বর মাঝরাতে মুখে টর্চের আলো ফেলে কাঁচা ঘুম ভাঙিয়ে ভক্তি গদ গদ কন্ঠে কইলো "একেবারে আগের মতই রয়ে গ্যাছো ও ও তুমি ই ই"।
কি জানি, আমার বিশ্বাস ফল ভালো হবে না।
sayan | ১২ নভেম্বর ২০১১ ১০:৩৩ | 115.184.123.141
টিপঠুঁটো আর চালতা - বাপ্স, কী বিপজ্জনক স্মৃতিশক্তি কেকেদির!!
Abhyu | ১২ নভেম্বর ২০১১ ১০:৩৩ | 97.81.99.2
আরেকটু পরের দিকের কথা। আনন্দমেলা তখন ছোটো হয়ে গেছে - একটা গল্প পড়েছিলাম - ভুতেরা চাউমিন ভালোবাসে।
Abhyu | ১২ নভেম্বর ২০১১ ১০:৩১ | 97.81.99.2
জ্জিওপ্পন!
kk | ১২ নভেম্বর ২০১১ ১০:৩১ | 107.3.242.43
সত্যি কি ভালো লেখা গুলো ছিলো। আমি পরে অনেক খুঁজেছি পাইনি। কিজানি, এখন হয়তো পাওয়া যায় কোথাও!
Abhyu | ১২ নভেম্বর ২০১১ ১০:৩০ | 97.81.99.2
ঠিক ঠিক - টিপঠুঁটো আর চালতা। তোমার কি করে মনে থাকে? আমি কিছুতেই নামটা মনে করতে পারছিলাম না।
kk | ১২ নভেম্বর ২০১১ ১০:২৮ | 107.3.242.43
হ্যাঁ হ্যাঁ,এটা তো টিপঠুঁটো আর চালতা। বলরাম বসাকের লেখা। রাত্রে বেলা হুক্কাহুয়া টিপঠুংটো পাখির ছানাদের ধরতে আসতো। চালতারা রস ছিটিয়ে দিয়েছিলো সারা রাস্তায়। সেই রস খেতে জোনাকি পোকা এলো, তার আলোয় হুক্কাহুয়াকে দেখা গেলো। টিপঠুঁটো সাবধান হয়ে গেলো। নিয়ে বোধহয় কি একটা করে দুষ্টু শেয়াল তবু চলে এসেছিলো, তখন চালতারা নিজেরাই ওর ওপর লাফিয়ে পড়ে ফেটে গেলো, নিয়ে ঐ পিঁপড়ে এসে ছেঁকে ধরলো।
dd | ১২ নভেম্বর ২০১১ ১০:২৮ | 124.247.203.12
কাল প্রায় সারা রাত আড্ডা চলেছে। পেম,সুখী দাম্পত্য জীবনের ট্রিক্স,খাওয়া দাওয়া, ফক্কুরি। অল্প বয়েস। তায় শুক্কুরের রাত। কাল পশশু ছুটি।
তো লাগাও পান্সী মুগ্গীর ড্যানা আর সাহেবী হুইস্কি। জ্জিও।
আমার কথা আলাদা। ফেকটরীতে বসে আছি। কোনো ক্রমে আগামী কাল ছুটি, ঐ টুকুই যা ভরোসা।
হরি হে।
ppn | ১২ নভেম্বর ২০১১ ১০:২৮ | 112.133.206.22
নেটের কল্যাণে আবার সব পুরনো লেখা পড়ছি। এই কলামটা আনন্দমেলায় বেরোত আর টিনটিনের পরেই এটা পড়তাম।
আচ্ছা এগুলো এখন আর পাওয়া যায় না? মানে অনেকেই তো ছোটোদের বাংলা পড়াতে চান কিন্তু ভালো শিশুসাহিত্যের অভাব বোধ করেন বলে মনে হয় - তাই বললাম।
Abhyu | ১২ নভেম্বর ২০১১ ১০:২৫ | 97.81.99.2
আরো মনে পড়ছে - হায় বেচারী খৈরী।
Abhyu | ১২ নভেম্বর ২০১১ ১০:২৪ | 97.81.99.2
ঐ আনন্দমেলাতেই একটা গল্প ছিল। মনের দুঃখে চালতারা কেঁদে ফেলল (মানে ফেটে গেল) তখন তাদের রস খেতে এলো হাজার হাজার পিঁপড়ে আর সেই পিঁপড়ের কামড় সহ্য করতে না পেরে শিয়াল ব্যাটা পালিয়ে গেল। ছবিটা পর্যন্ত মনে পড়ছে এখন।
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন