এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • Nina | ১১ নভেম্বর ২০১১ ০২:৩৬ | 12.149.39.84
  • উফ তিমি দিন দিন বখে যাচ্ছে
  • maximin | ১১ নভেম্বর ২০১১ ০২:৩৫ | 59.93.245.219
  • কম্পিটিশনের গান ছিল আজ গাওত মন মেরো। রাগ দেশি।
  • Tim | ১১ নভেম্বর ২০১১ ০২:৩৫ | 198.82.29.117
  • আঁচলে করে স্যাম্পল কালেক্ট করে। আবার মরুভূমিতে চলে গেলে তৃষ্ণা নিবারণ হয়। ইউটিলিটি আঁচল।
  • pipi | ১১ নভেম্বর ২০১১ ০২:৩৩ | 129.74.191.152
  • বোঝো! মাফলার কেন হবে? সে তো পাইয়ের আঁচল। নর্দমার জল খাচ্ছিল, না?
  • Nina | ১১ নভেম্বর ২০১১ ০২:৩৩ | 12.149.39.84
  • আবার অসৈব্য কতা কস ক্যান তিমি? স্ত্রী লিঙ্গ টিঙ্গ ---কুমারী --অজ্জো কুমার ছেল তখন
  • aka | ১১ নভেম্বর ২০১১ ০২:৩৩ | 168.26.215.13
  • বুঝেছি ঐজন্য বউয়েরা অমন হিংস্র টাইপ। ভাগ্যিস ঘরটা জল নয় তাই এখনও কোনমতে টিঁকে আছি।
  • Tim | ১১ নভেম্বর ২০১১ ০২:৩২ | 198.82.29.117
  • ধাতু না, উলেন।
  • nk | ১১ নভেম্বর ২০১১ ০২:৩২ | 151.141.84.194
  • পাই ম্যাগসেসে পেয়ে গেলেই ম্যাগপাই হয়ে যাবে, তখন আর লোটাবে না, উড়বে। ঃ-)
  • aka | ১১ নভেম্বর ২০১১ ০২:৩২ | 168.26.215.13
  • পাই মাফলারটা কোথায় পরে?
  • Tim | ১১ নভেম্বর ২০১১ ০২:৩১ | 198.82.29.117
  • কুমীরের স্ত্রীলিঙ্গ কুমারী? আমার অবশ্য সন্দেহ ছিলো....
  • pi | ১১ নভেম্বর ২০১১ ০২:৩১ | 128.231.22.133
  • জিগেশ করো, কী ধাতু দিয়ে তৈরি।
  • Nina | ১১ নভেম্বর ২০১১ ০২:৩১ | 12.149.39.84
  • ম্যাগো পাইএর মাফলার কোথায় কোথায় লোটায়
  • aka | ১১ নভেম্বর ২০১১ ০২:৩০ | 168.26.215.13
  • বোঝো! পাই কি ধাতু দিয়ে তৈরি?
  • Tim | ১১ নভেম্বর ২০১১ ০২:৩০ | 198.82.29.117
  • আমাদের এক মাষ্টারমশাই দেখি একদিন সন্ধেবেলা খুব দরদ দিয়ে জানলার ধারে দাঁড়িয়ে "" ও পলাশ, ওরে পলাশ " বলে ডাকছিলেন। ভাবলাম পলাশ নির্ঘাৎ ক্লাসফাঁকি দিয়ে..... ওমা পলাশের খবরটা দিতে যেতেই উনি এমন রেগেমেগে চাইলেন, যে দুদ্দাড় সব দৌড়ে পালালাম।
  • Nina | ১১ নভেম্বর ২০১১ ০২:৩০ | 12.149.39.84
  • তিমি,ধুর ফাগোল--অজ্জো গান গেয়ে কুমারী এনেছিল
  • nk | ১১ নভেম্বর ২০১১ ০২:২৯ | 151.141.84.194
  • পাই গরমকালে রোগা হয়? ????
  • pi | ১১ নভেম্বর ২০১১ ০২:২৯ | 128.231.22.133
  • জ্যাকেট, মাফলার আমার সারাবছরের সঙ্গী।
    কিন্তু এবার মাফলার নিয়ে কী বিপত্তি। দেখলেই লোকে কেমন একটা করছে ! ঃ((
    মামু যে আমার কী সর্বনাশ করলো ! x-(
  • Nina | ১১ নভেম্বর ২০১১ ০২:২৯ | 12.149.39.84
  • আরিব্বাস! অমর্ত্য সেনরে তুমি গান শুনিয়েছিলে--বাহ! বাহ!

    পাই হুতো কে কেউ আপনি বলছে--
    আর পাই কে আপনি বলছে শুনলে --মানে অত বচ্চাদের তো কেউ বলেনা তাই---দুজ্‌নকেই তো মনে হয় কেলাশ ইলেভেন
  • nk | ১১ নভেম্বর ২০১১ ০২:২৮ | 151.141.84.194
  • কারিয়া পিরেতের সাথে গানের কম্পিটিশন? খুব ভালো জমতো। "আরে কেঁকড়া সে সাদিয়া হো- চ্যা র‌্যা র‌্যা র‌্যা" কী দাপট! সড়াৎ করিয়া গাছ হইতে নামিয়া আসে!
    ঃ-)
  • Tim | ১১ নভেম্বর ২০১১ ০২:২৭ | 198.82.29.117
  • ফি শীতকালে পাই মোটা হয়। প্রাকৃতিক নিয়ম।
  • pi | ১১ নভেম্বর ২০১১ ০২:২৭ | 128.231.22.133
  • আকাদা, ঃ))
  • pipi | ১১ নভেম্বর ২০১১ ০২:২৬ | 129.74.191.152
  • রোসো আমি আগে মিতাদির থেকে খপর নেই পাই সত্যি গায়ে গত্তি লাগিয়েছে কি না।
  • maximin | ১১ নভেম্বর ২০১১ ০২:২৬ | 59.93.245.219
  • যাই হোক কম্পিটিশনের গপ্পোটা কেউ জানে না?
  • pi | ১১ নভেম্বর ২০১১ ০২:২৫ | 128.231.22.133
  • সেতো হুতো আমাকে প্রথম থেকেই আপনি বলে। আর আমিও।

    উফ্‌ফ ! এই আপনি ছাড়ানোর জন্য সুতো আর মিতাদি এবারে যে পরিমাণে অত্যাচার করেছে !! কথার মধ্যে আপনি বেরোলেই দু'জনে মিলে হাঁ হাঁ করে উঠে থামিয়ে দ্যায় ! শেষে ভাববাচ্যে কথা বলা শুরু করতে হল।
  • nk | ১১ নভেম্বর ২০১১ ০২:২৫ | 151.141.84.194
  • কুমীর আর কুমারী। ঃ-)
  • maximin | ১১ নভেম্বর ২০১১ ০২:২৫ | 59.93.245.219
  • না না ভীষ্মদেব তো বেঁচে নেই। অমর্ত্য সেন।
  • Tim | ১১ নভেম্বর ২০১১ ০২:২৫ | 198.82.29.117
  • কুমীরের গান? আজ্জোদা গান গেয়ে কুমীর এনেছিলে?
  • nk | ১১ নভেম্বর ২০১১ ০২:২৪ | 151.141.84.194
  • আরো আগের গপ্পো ও ছিলো আজ্জোর ঝুলিতে। আর্যরা যখন খাল কেটে কেটে খাল কেটে কেটে কুমীর আনতো, সেই আমলের কথা। আজ্জো চেপে গেল। ঃ-)
  • Nina | ১১ নভেম্বর ২০১১ ০২:২৪ | 12.149.39.84
  • ভীষ্মদেব?
  • Tim | ১১ নভেম্বর ২০১১ ০২:২৩ | 198.82.29.117
  • ঐ কম্পিটিশনের পর থেকেই ভগবানের ডায়বেটিস। কানাঘুষোয় শুনেছি।
  • Nina | ১১ নভেম্বর ২০১১ ০২:২৩ | 12.149.39.84
  • কে কে ? এমেম?

    পিপি বারাসাতের ব্যানার্জি পাড়ায়--এইটুকুই জানতা হ্যয় আমি--
  • maximin | ১১ নভেম্বর ২০১১ ০২:২২ | 59.93.245.219
  • না পাই। ক্লু -- এই পাতায় তাঁর নাম পড়েছে।
  • Tim | ১১ নভেম্বর ২০১১ ০২:২২ | 198.82.29.117
  • আজ্জোদা,
    ঃ-))
  • maximin | ১১ নভেম্বর ২০১১ ০২:২১ | 59.93.245.219
  • আকা আর তারপর একটা কম্পিটিশন হয়েছিল তোমায় আমায়। তখন আমি তোমার চেয়ে বয়েসে ছোট ছিলাম।
  • pipi | ১১ নভেম্বর ২০১১ ০২:২১ | 129.74.191.152
  • আকা, হা হা হা হা হা;-))))
  • pi | ১১ নভেম্বর ২০১১ ০২:২০ | 128.231.22.133
  • তুমি যার ফ্যান, তিনি ?
  • Tim | ১১ নভেম্বর ২০১১ ০২:২০ | 198.82.29.117
  • দেখেছো পাই আমাকে জিগ্যেসই করলো না! দম বিষয়ে বিশেষজ্ঞ হিসেবে আমার মতের যে একটা দাম আছে, সেটা উপেক্ষিতই রয়ে গ্যালো। তাবলে কি আমি পাইয়ের গান শুনিনি?
    পিপি তো ভালো নাচতেও পারে। ভারতনাট্যম না ওরকম কি একটা।

    মিনিদি,
    তার পর আবার কি? আর কেউ গাইতে কয় নাই।
  • Nina | ১১ নভেম্বর ২০১১ ০২:২০ | 12.149.39.84
  • হ্যাঁ তো পাই মোটা হয়েছে তাই হুতো ওকে আপনি বলে
  • pipi | ১১ নভেম্বর ২০১১ ০২:২০ | 129.74.191.152
  • অ নীনাদি, বারাসাতের কোনখানে? আমার মামার গুষ্টি সব ঐখানে। মোর স্পেসিফিক্যালি চাঁপাডালি। টাকিতেও আছে গুচ্ছেরঃ-)
  • maximin | ১১ নভেম্বর ২০১১ ০২:২০ | 59.93.245.219
  • কে বলো তো সাক্ষী?
  • aka | ১১ নভেম্বর ২০১১ ০২:২০ | 168.26.215.13
  • সেই এককালে আমি গান গেয়েছিলাম তখন বৃষ্টি পড়েছিল। আরে তখন আকবর রাজা ছিল। সে বৃষ্টি পড়ছে তো পড়ছেই পড়ছে তো পড়ছেই, ধরার নামই নেই। সকলে ধন্য ধন্য করছে, আহা তানসেন, অহো তানসেন। আমি তো খানিক লজ্জায়, খানিক সন্দেহে অধোবদন। এরপরে খানিক খানাপিনার পরে যখন রাতে শুতে গেছি দেখি ড্যাঙোস নিয়ে কয়েকজন আমার ঘরে। শুনলাম ভগবান পাঠিয়েছে আমাকে খুঁজতে। খুব ভয় টয় পেলাম, যদিও বডি ল্যাঙ্গোয়েজে দেখাই নি। ঘরে ঢুকতেই তারা পেন্নাম ঠুকে টুকে একসা। বললে যার গলার দাপটে ভগবান হিসি করে ফেলে তাকে দেখতে এসেছে। তারপরে সেকি হাসি বলে শয়তান ব্যাটার অবস্থা যদি দেখতে। কিন্তু যাইহোক ভগবান বলে পাঠিয়েছে আর যেন বিশেষ দাপট না দেখাই। তো সে দাপটও এখন নেই, সে ভগবানও নেই, কিন্তু সেই স্মৃতি মেদুর হয়ে রয়ে গেছে অতলে। এখন ভয় হয় ভগবান না হয়ে আশেপাশের লোকজন যদি কাপড়ে চোপড়ে করে ফেলে তাও কি খুব সুখের হবে। এ তোমাদের/আপনাদের দূর্ভাগ্য আমার স্মৃতি মেদুর।
  • pi | ১১ নভেম্বর ২০১১ ০২:১৯ | 128.231.22.133
  • এবার অনেক গানবাজনা হয়েছিল। বিপদার বৌ, ঝুমদি খুব ভাল গান করে।
  • pipi | ১১ নভেম্বর ২০১১ ০২:১৯ | 129.74.191.152
  • মোটা*
  • pipi | ১১ নভেম্বর ২০১১ ০২:১৯ | 129.74.191.152
  • পাই নাকি মোতা হয়েছে!!! মিতাদি, কনফার্ম করো তো! যাই, হরির লুঠ দিয়ে আসিঃ-)
  • maximin | ১১ নভেম্বর ২০১১ ০২:১৯ | 59.93.245.219
  • ভালো কথা। আমি যে গান করতাম তার একজন সাক্ষী আছেন। বেঁচে আছেন।
  • Nina | ১১ নভেম্বর ২০১১ ০২:১৯ | 12.149.39.84
  • ঃ-)) হ্যাঁ যাব
  • Nina | ১১ নভেম্বর ২০১১ ০২:১৮ | 12.149.39.84
  • আমি এবার শুনতে পেলুমনা পাইর গান
  • maximin | ১১ নভেম্বর ২০১১ ০২:১৭ | 59.93.245.219
  • নীরেন কাকুর বাড়ি যাবে নিনা?
  • pi | ১১ নভেম্বর ২০১১ ০২:১৭ | 128.231.22.133
  • পিপি, গানের মধ্যে আছি কিনা জানিনা। আমার গান করার ফ্রিকোয়েন্সি ঐ ইস্নিপসের ডেটে ডেট মিলিয়ে। অন্যসময় গুনগুনানিতে থাকি।
    দম কমটা মাঝে মাঝে টের পাই। তারপর ভাবি, এ নিগ্‌ঘাত দুর্বলতার জন্য। একটু মোটাসোটা হলেই ঠিক হয়ে যাবে ঃ)
    অ্যাকচুয়ালি এটা ভেরিফাই করা যায়। এই যে আমি এখন একটু মোটা হয়েছি, গানের দমে কিছু ফারাক টের পাওয়া গেল ? মিতাদি, হুতো, অরণ্যদা ?

    আর টিম, পিপি তো রীতিমতন গাইয়ে, বিশ্বস্তসূত্রে সে খবর আমি পেয়েছি। খালি পিপি কিছুতে সেটা স্বীকার করতে চায়না , শোনাতেও চায়না। কতবার বলেছি ! ঃ(
  • nk | ১১ নভেম্বর ২০১১ ০২:১৭ | 151.141.84.194
  • টিম, বড়ো বড়ো লোকেদের মধ্যে কত মিল! তুমিও একটা গান গাইতে পারো, এই তো অমর্ত্য সেন ও একটাই গান গাইতে পারেন, কারিয়া পিরেতের গান, ভুষন্ডীর মাঠ গল্পে ছিলো।
    ঃ-)
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত