এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • Netai | ১০ নভেম্বর ২০১১ ০০:১৭ | 122.161.49.214
  • জায়গামতন দুটো কান থাকতে পারে কিন্তু ঘাড়ে তো একটাই মাথা।
  • siki | ১০ নভেম্বর ২০১১ ০০:১৬ | 122.177.237.71
  • বিবো ঠিক্কী বলেছে সেটাই এখনো ধত্তে পাল্লুম না।
  • Netai | ১০ নভেম্বর ২০১১ ০০:১৫ | 122.161.49.214
  • তবে কানদান করলে ঐ দুঃখলাভের ভয়টা থাকেনা। ল্যাংটার আর বাটপাড়ের প্রবাদ দ্রষ্টব্য।
  • Tim | ১০ নভেম্বর ২০১১ ০০:১৫ | 198.82.27.119
  • বিনয় হলো সস! কানে মাখিয়ে খেতে হয়।
  • maximin | ১০ নভেম্বর ২০১১ ০০:১৪ | 59.93.203.131
  • আই বেট, বিবোর পক্ষে কেউ বলবে না।
  • Netai | ১০ নভেম্বর ২০১১ ০০:১৩ | 122.161.49.214
  • কানহীনতা বড়ই দুঃখের
  • sayan | ১০ নভেম্বর ২০১১ ০০:১২ | 115.241.52.90
  • সিকি কি বিনয় কান দিয়ে খাস!
  • Tim | ১০ নভেম্বর ২০১১ ০০:১১ | 198.82.27.119
  • কান খাস না তাবলে। খেতে যত ভালোই হোক কানছাড়া ভালো দেখাবে না।
  • maximin | ১০ নভেম্বর ২০১১ ০০:১১ | 59.93.203.131
  • আমি যদি ছদ্মনামে বিমান বোস হয়ে থাকি তবুও মতটা শুনতে চাই।
  • sayan | ১০ নভেম্বর ২০১১ ০০:১০ | 115.241.52.90
  • দেখে এলাম ডিডিদাদাদা আমার সাধের টইয়ের নামে শস্ত্র লাগিয়েছে! সড়কি! হায় হায়!
  • siki | ১০ নভেম্বর ২০১১ ০০:০৮ | 122.177.237.71
  • উফ্‌ফ্‌, বিনয়ের চোটে দুটো কানই এঁটো হয়ে গেল আমার ঃ)
  • sayan | ১০ নভেম্বর ২০১১ ০০:০৭ | 115.241.52.90
  • আরে ইকী মামী! করুণ রস, ভবরস - কিছুই আর কিছু করে না। শুধু চোখ উল্টে শুনি। ঃ-)

    সিরিয়াসলি, তুমি লুরু আসলে অবশ্যই একবার আমাদের গৃহে এসো। অগ্রীম দাওয়াত রইল। ঃ-)
  • Netai | ১০ নভেম্বর ২০১১ ০০:০৭ | 122.161.49.214
  • বোলে বলে বলে ক্লান্ত হয়েছি কত। একদিন।
  • maximin | ১০ নভেম্বর ২০১১ ০০:০৭ | 59.93.203.131
  • বিমান এরকম করলেন কেন? গুরুদের কি মনে হয়? ডায়গনোসিস প্লীজ।
  • pi | ১০ নভেম্বর ২০১১ ০০:০৬ | 72.83.90.203
  • একটা ডিসক্লেইমার দিয়ে যাই। প্রসঙ্গ উঠলো বলে হুতোর কথাটা বলা। কিন্তু বলার দরকার ছিল আরো আগেই। যেমন আরো আগেই আরো অনেকের কথা বলার ছিল।
    নীরবে কে কী করে, তার অনেক কথাই যারা এর সাথে নিজেরা যুক্ত নয়, তারা জানতেই পারেনা, জানেও না, যারা কোনো না কোনো ভাবে যুক্ত, তাদের অনেকেও সবটা জানেনা। তবে সেটা আমাদের দোষ। কোথাও সেভাবে আমরা অ্যাকনলেজ করিনা। কাগুজে গুরুর ব্যাক কভারে কিছু নাম থাকে অবশ্য। নতুন গুরুর পাতায় দেবার ব্যবস্থা হবে কিনা জানিনা, আমি আপাতত এখানে কিছু বলে রাখবার একটা চেষ্টা দি।

    আসলে আমি দেখছি তালেগোলে হেব্বি ভালো ম্যাঞ্জার হয়ে গেছি। আসল ক্রাইটেরিয়াটাই ফুলফিল করে ফেলেছি। কাজ করি কি ছাই না করি, কাজ করেছি সেটা দেখছি দেখাতেদ বেশ পারি, কারণ নামটা দেখি আমার হয় ঃ)
    তবে কিনা ঐ যে এখানে কবিরা কথায় কথায় হুমকি দ্যান সত্যের অপলাপ না করতে। তাই এগুলো না বল্লেই নয়।

    এক তো আমি সম্পাদক নই। সেটা সৈকতদাই।

    দুই, অনেকে অনেক অনেক কাজ করে। অনেক দিন আগেই বলার কথা। তবু ঐ বেটার লেট দ্যান ইত্যাদি।
    হ্যাঁ, অনেকের অনেক রকম কাজ আর অনেক ভাবে সাহায্য, সব কিছু বলে ঠিক বোঝানোও যাবেনা। কিছু জিনিস হয়তো কিছুটা ক্যাটেগরিকালি লেখা যায়।

    এই যেমন এই পুজো ইস্পেশালের পুরো টেকনিল্যাল দিক, প্রায় ৯৫% সিকি করে দিয়েছে (গতবছরে যেমন করেছিল ভুতো ) হ্যাঁ অপ্পন ও ছিল টেকনিক্যাল কাজে ( আগেও বেশ কয়েকবার অপ্পন করেছে, মামুর কথা কোথাও আর আলাদা করে বলছিনা, বলার মানেই নেই ঃ)), প্রুফ দেখায়। যেমন ছিল তাতিন, প্রিয়াংকা, আর আবারো সিকি। কবিতা সম্পাদনায় সাহায্য করেছে ফরিদাদা, তাতিন, অপ্পন, কুলদাদা। সুমেরুদা, মৃগাঙ্ক, হুতো আর লামাদার কথা তো আর আলাদা করে বলার নেই ঃ)। ও হ্যাঁ, এবার পুজো ইস্পিশালের লোগোটা সুমেরুদার করা।

    বাকি ক্রমে আসিতেছে।
  • maximin | ১০ নভেম্বর ২০১১ ০০:০০ | 59.93.203.131
  • বোল রিডিফ বোল।
  • m | ১০ নভেম্বর ২০১১ ০০:০০ | 117.194.38.231
  • সায়ন, সেকি! ডিলিট করলে কেন!!! তবে যাদের বাড়ির কথা লিখেছি, তারা আমার প্রতিবেশীঃ)বাতাসা কাহিনীর করুণ রস তোমাকে আঘাত করে থাকলে দুঃখিত।

    তোমার ১১ঃ ৪৪ এর পোস্ট টা খুব ভালো লাগলো।
  • Netai | ০৯ নভেম্বর ২০১১ ২৩:৫৬ | 122.161.49.214
  • ইগ্গি শব্দটা রেডিফ বোল এ প্রচুর শুনতাম
  • maximin | ০৯ নভেম্বর ২০১১ ২৩:৫৫ | 59.93.203.131
  • সর্বোচ্চ ঘজব কোন জেলা কে জানে।
  • maximin | ০৯ নভেম্বর ২০১১ ২৩:৫৩ | 59.93.203.131
  • *ইগি খেয়ে।
  • maximin | ০৯ নভেম্বর ২০১১ ২৩:৫২ | 59.93.203.131
  • এত ইগি আরাম লাগছে। আজ আর ভাত খেতে হবে না।
  • sayan | ০৯ নভেম্বর ২০১১ ২৩:৫১ | 115.241.52.90
  • টিম্ভাই, রাইটো! তবে ক্ষিদে আপাতত প্রশমিত।
    (সারাক্ষণ এমন খাই-খাই, পেটের আর কী দোষ!)
  • sayan | ০৯ নভেম্বর ২০১১ ২৩:৫০ | 115.241.52.90
  • ম্যাক্সদি', সর্বোচ্চ ঘটি-জনবহুল জেলা। ঃ-)
  • Tim | ০৯ নভেম্বর ২০১১ ২৩:৪৯ | 198.82.27.119
  • বলতে নেই, আম্মো আজ ডিমের কারি আর পাঁউরুটি খেলাম। মিশ্রমতে।
  • Tim | ০৯ নভেম্বর ২০১১ ২৩:৪৮ | 198.82.27.119
  • না না সান্দা হাংরি ইয়ংম্যান। ;-)
  • pi | ০৯ নভেম্বর ২০১১ ২৩:৪৮ | 72.83.90.203
  • কে যেন কেলোদার খবর জানতে চাইছিলো ? উনি ভালো আছেন। খুব ব্যস্ত। তবে তার মধ্যে ফাঁক পেলেই গুরুর নানান কাজকম্ম করে দিচ্ছেন। আর হ্যাঁ, ডিমের্ঝোলও নিয়মিত খাচ্ছেন। ঘটিমতে ঃ)
  • sayan | ০৯ নভেম্বর ২০১১ ২৩:৪৮ | 115.241.52.90
  • অ্যাঁ! কে? কই? না তো!
  • maximin | ০৯ নভেম্বর ২০১১ ২৩:৪৬ | 59.93.203.131
  • সায়ংকবি দেশ কোন জেলা?
  • aka | ০৯ নভেম্বর ২০১১ ২৩:৪৪ | 168.26.215.13
  • সান্দা কেমন অ্যাংরি ইয়ংম্যান টাইপ হয়ে গেছে। ঘটি বাঙাল ঝগড়াও সিরিয়াসলি নেয়। এরপরে শুনব সান্দা ক্যালকুলাসও সিরিয়াসলি কষত। কি দিঙ্কাল।
  • sayan | ০৯ নভেম্বর ২০১১ ২৩:৪৪ | 115.241.52.90
  • আর একটা কারণ হতে পারে, বিসাইডস ঘটি-ব্যাশিং, মামীর জিভে চিনি-গ্রন্থীর রিসেপটরগুলো খুব সেনজিটিভ। ঃ-)
  • sayan | ০৯ নভেম্বর ২০১১ ২৩:৪২ | 115.241.52.90
  • অনেকটা লিখেও ডিলিটালাম। ক্ষী দরকার।
    অথচ, ছোটোবেলায় ওদেশীয় প্রতিবেশিনীর দিদুন কচুর লতি রান্না করে দিয়ে গেলে সব ফেলে সেটাই খেতাম। লুরু'তে রিসেন্ট বিলেত-ফেরত এক সহকর্মীর (ওদেশীয় এগেইন) বাড়িতে সেদিন নেওতো খেলাম, হাত চেটেপুটে। মুখে লেগে থাকা টেস্ট। ঝাল তেমন বোঝা যায় না, আবার আমি বেশী ঝাল খাই তাও নয়। শুধু যখন দেখি এই চিনি দেওয়ার টেন্ডেন্সী মানে বিস্বাদ কিছু (উচ্ছেভাজায় চিনি! মাইরী বলছি বাপের জম্মে শুনিনি) এটা প্রমাণ করতেই হবে (এছাড়া পায়েস, মাছের ঝোল ইত্যাদি নিয়ে বিতর্ক তো রয়েইছে (ফর দ্য হেক অফ বিতর্ক) ঃ-) ), বড্ড মজা লাগে। ঃ-)
  • m | ০৯ নভেম্বর ২০১১ ২৩:৪০ | 117.194.38.231
  • বিমান বসু কি বল্লেন? মাগো, ফুল ভলিউমেও বুঝতে পারলাম না, শুধু গাড়ির স্টিয়ারিং ঘোরানোর মত অঙ্গভঙ্গীটা বুঝতে পারলাম ঃ(
  • maximin | ০৯ নভেম্বর ২০১১ ২৩:৩৮ | 59.93.203.131
  • এখানে কোনও মেয়ে আছে যাকে রান্না করতে বলা হয়না?
  • m | ০৯ নভেম্বর ২০১১ ২৩:৩৬ | 117.194.38.231
  • বুঝলেন না, সব ই কপাল!
  • Tim | ০৯ নভেম্বর ২০১১ ২৩:৩৫ | 198.82.27.119
  • মামীর ঘটিভাগ্যটাই ওরম, সব্বদাই সেথা চিনি বেশি পড়ে যায়। ;-)
  • nyara | ০৯ নভেম্বর ২০১১ ২৩:৩৩ | 122.172.15.160
  • আচ্ছা, মাইমারই সবসময়ে এরকম স্যাম্পেল জোটে কেন বলুন তো?
  • Tim | ০৯ নভেম্বর ২০১১ ২৩:৩২ | 198.82.27.119
  • আহা, তেতোভাবটা কাটাবার জন্য চিনি দিত। ;-)
  • Tim | ০৯ নভেম্বর ২০১১ ২৩:২৯ | 198.82.27.119
  • নিশি কেয়ং ছক্করে নেওতো বাগিয়ে নিলো, খ্যাল করুন।
  • m | ০৯ নভেম্বর ২০১১ ২৩:২৯ | 117.194.38.231
  • আমাদের বাড়িতে যিনি রান্না করেন, তার পুরোনো রান্নার বাড়িতে সব রান্নায় মায় উচ্ছেভাজাতেও একটা করে বাতাসা ভেঙে দিতে হতো-ডাল,মাছের কথা তো ছেড়েই দিলাম, তারা কোন দিকের নিশ্চয় ই বলে দিতে হবে না!;)
  • kk | ০৯ নভেম্বর ২০১১ ২৩:২১ | 107.3.242.43
  • এই নিশিকে একবার আমার বাড়িতে নেওতো করে দশ পদে খাওয়াতে হবে। তাইলে বুঝবে ঘটিরা রান্না মাত্রেই খাবলা খাবলা বা থাবা থাবা চিনি দেয় নাকি !
  • aka | ০৯ নভেম্বর ২০১১ ২৩:১৯ | 168.26.215.13
  • এই নাচতে নাচতে রান্নার কনসেপ্টটা মন্দ না। পালং হলে ভরতনাট্টম, চিকেন হলে টুইস্ট, মাটন হলে ওডিশি।
  • nk | ০৯ নভেম্বর ২০১১ ২৩:১৯ | 151.141.84.194
  • রাঁধছো না নাচছো আউটসাইডারেরা বুঝবে না, তবে না রান্না! ঃ-)
  • nk | ০৯ নভেম্বর ২০১১ ২৩:১৭ | 151.141.84.194
  • আহা, থাবা মানে থাবা না। সূক্ষ্ম থাবা আছে, স্থূল থাবা আছে, চিমটি আছে, খামছি আছে, হাত আছ্‌ড়া আছে, কণিকামাত্র আছে। ঃ-)
    নাচের মুদ্রার মতন সব ব্যাপার! ঃ-)
  • sayan | ০৯ নভেম্বর ২০১১ ২৩:১৪ | 115.241.52.90
  • নিশি, যেখানে যা ঠিক যতটা পরিমাণে দিলে আমার টেস্ট বাডে ভালো লাগে আমি ঠিক ততোটাই দিই। তুমি কি রান্নায় সবকিছু থাবার হিসেবে দাও?
  • Tim | ০৯ নভেম্বর ২০১১ ২৩:১৩ | 198.82.27.119
  • থ্যাঙ্কু কেশীদা। এইটা বেশ কুইক বানানো যাবে মনে হচ্চে।
  • kc | ০৯ নভেম্বর ২০১১ ২৩:১২ | 178.61.96.29
  • তিমি ওই পাউডার দিয়েই তো করলাম।
  • nk | ০৯ নভেম্বর ২০১১ ২৩:১২ | 151.141.84.194
  • চিংড়ি-আলুপোস্তে আবার একথাবা চিনি দাও নি তো? ঃ-)
  • sayan | ০৯ নভেম্বর ২০১১ ২৩:১০ | 115.241.52.90
  • ন্যাড়াদা 10:55 PM ঃ-))

    লাল লাল ছোটো চিংড়ি দিয়ে আলুপোস্ত, মসুর ডাল, মশলা পাঁপড় ভাজা আর গরম ভাত! আআহ্‌।
    কাল কেশীদা'র রেসিপিটা ট্রাই করবো।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত