এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • maximin | ১০ নভেম্বর ২০১১ ২২:৫৩ | 59.93.245.219
  • ইশ আমি লিখতে গেলাম nina oh!
  • maximin | ১০ নভেম্বর ২০১১ ২২:৫১ | 59.93.245.219
  • nina
  • Du | ১০ নভেম্বর ২০১১ ২২:৫১ | 117.194.194.3
  • ওদের স্টার প্লেয়ার ছিলোনা সেটাও একটা ট্রিভিয়া
  • Nina | ১০ নভেম্বর ২০১১ ২২:৫০ | 12.149.39.84
  • ন্যাড়া তোমার জ্যেঠুরে জিগাব আজ রাত্রে।
    আমরা গর রবিবার লাইজা আহমেদের গান শুনে অভিভুত! ইনক্লুডিং ভুবনেশ্বর হে---
  • nk | ১০ নভেম্বর ২০১১ ২২:৪৯ | 151.141.84.194
  • তারপরে সেই
    "ডালেতে নুন ছিলো পানেতে চুন ছিলো
    আকাশে নীল অকারণে।"
    ঃ-)
    রাবণের মাথাগুলো কীভাবে অ্যারেঞ্জ করা থাকবে, মানে মাঝের মাথাটা তো আগে থেকেই আছে, বাকী নটা মাথা কি একদিনে ৫টা আরে অন্যদিকে ৪টে থাকবে নাকি, নাকি ওরকম অ্যাসিমেট্রিক হবে না, এইসব দার্শনিক জিজ্ঞাসা থেকেই দেখা দিলো রাবন্দা সিরিজ। তার প্রথমের বিশাল কবিতার একটুখানি,
    "শার্টে বিশটা হাতা ছিলো
    মস্তোবড়ো ছাতা ছিলো
    জামার বোতাম ছিঁড়লে পরে
    মন্দোদরী ত্রাতা ছিলো।"
    ঃ-)
  • nyara | ১০ নভেম্বর ২০১১ ২২:৪৮ | 203.110.237.2
  • "স্মরণ বেদনার বরণে আঁকা' বোধহয় আনন্দর বই। তবে না পড়ে থাকলে 'স্মৃতির অতলে' উইল বি মাই ফার্স্ট স্ট্রং রেকমেন্ডেশন। কাদের পাব্লিকেশন দেখে বলতে হবে। আমাদের লাইব্রেরির দরজা আজকের মতন বন্ধ হয়ে গেছে।
  • Nina | ১০ নভেম্বর ২০১১ ২২:৪৭ | 12.149.39.84
  • আরে নরে ভাই m&m দিল্লী পৌছুব ১০ ডেসেম্বর রাত্রে ---কলকাতা ১২ ডিসেম্বর দুপুরে ঃ-) কাজের চাপে মরছি এখন ভাল্লাগেনা
  • Tim | ১০ নভেম্বর ২০১১ ২২:৪৬ | 198.82.29.117
  • ন্যাড়াদা গানের গল্পগুলো বড্ড ভালো লেখে। এইভাবে ক্যাজুয়ালি একটা বই লিখে ফেললে আমি কিনে পড়তাম।
  • maximin | ১০ নভেম্বর ২০১১ ২২:৪৬ | 59.93.245.219
  • এই যে নীনা কেমন আছ? কোথায় আছ? দিল্লি এসে গেছ?
  • nk | ১০ নভেম্বর ২০১১ ২২:৪৫ | 151.141.84.194
  • গভীর দশ যখন ওপাড়ায় তালের লুচি নিয়ে দেখা দিলেন, বড় বড় তালের বড়া বানিয়ে হাতুড়ী মেরে মেরে চ্যাপটা করে লুচি বানাবার রেসিপি নিয়ে, সেই ধাক্কাতেই সেখানে হাসতে হাসতে সড়াৎ করে গিয়ে উপস্থিত হলেন ডাক্তারবাবু।
    ঃ-)
  • maximin | ১০ নভেম্বর ২০১১ ২২:৪৫ | 59.93.245.219
  • কোথায় পাব এইসব লেখা?
  • Nina | ১০ নভেম্বর ২০১১ ২২:৪৫ | 12.149.39.84
  • ন্যাড়া
    বইটা কোথায় কিনতে পাব? প্লিজ জানিও--এবার দেশে গিয়ে কেনার ইচ্ছে রইল।
  • maximin | ১০ নভেম্বর ২০১১ ২২:৪৩ | 59.93.245.219
  • আহা ভীষ্মদেব।
  • nk | ১০ নভেম্বর ২০১১ ২২:৪২ | 151.141.84.194
  • সময়ের সঙ্গে সঙ্গে বদলাবেই সব। তবে নিনা, সেই সোনালি সময় যারা দেখেছে, তারা জানে সেটা কী ছিলো। এখানেই আছে বহু প্রত্যক্ষদর্শী! ঃ-)
  • nyara | ১০ নভেম্বর ২০১১ ২২:৪২ | 203.110.237.2
  • সুরেশ চক্রবর্তী। পুরোনো স্টাইলের লেখা। তবে ভীষ্মদেবের জীবন, গান আর তখনকার মাহোল নিয়ে ইন্টারেস্ট থাকলে পড়ে ফেল।
  • nyara | ১০ নভেম্বর ২০১১ ২২:৪০ | 203.110.237.2
  • ভীষ্মদেবের ১৬ বছর বয়েসে 'এত কী চাতুরি' আর একটা টপ্পা রেকর্ড করেছিলেন। সেগুলো আবার পরিণত বয়সেও করেছিলেন, যেটা ওনার বাংলা গানের এলপিতেও আছে। তো আমাদের বাড়ির সংগ্রহে ভীষ্মদেবের ঐ ১৬ বছরের রেকর্ডিং ছিল। সেদুটো শুনতে ওনার আমাদের বাড়িতে আসার কথাও ছিল। মারা গেলেন। আমিও একটা লাইফলং গল্প মারা সুযোগ হারালাম।

    ঠাকুরের একচোখোমিটা একবার দেখুন ধর্মাবতার।
  • Nina | ১০ নভেম্বর ২০১১ ২২:৪০ | 12.149.39.84
  • ঠিক বলেছ গো নিশি। আর্কাইভ থেকে পড় --বড় অমূল্য ভান্ডার। কে জানে বলছে তো সব নাকি উদ্ধার হবে--ভগাই জানে কি হবে।

    তা তোমার জুঁড়বা একটি মাতাচ্ছে বটেক কয়েক ক্ষেপ ধরে ঃ-) আর বিতিগিচ্ছিরি টা এট্টুস বেশি হয়ে হয়ে গেল---বিচ্ছিরিতেই কাজ হবে। তবে শোধরাচ্ছে----
  • I | ১০ নভেম্বর ২০১১ ২২:৩৬ | 14.96.184.27
  • ন্যাড়াদা, পড়িনি। কার লেখা? রেকমেন্ড করছো?
  • nk | ১০ নভেম্বর ২০১১ ২২:৩৫ | 151.141.84.194
  • শুনেছি ওপাড়ার সেটাপ বদলে গিয়ে বিতিগিচ্ছিরি হয়ে গেছে। লিটারেচার বিভাগটাই নাকি উড়ে গেছে! পত্রিকা ফত্রিকা চিঠি ফিটি গপ্পো সপ্পো পূজাসংখ্যা উপন্যাস টুপন্যাস সব নাকি ভ্যানিশ! ঃ-(
    আমার আর দেখারও ইচ্ছে হয় নি।
    (কয়েকটা খুব ভালো গল্প ছিলো আর্কাইভে, কৃষ্ণকলির পাগলি তোমার সঙ্গে, ইন্দ্রনীলের নিহত অশ্ব-আর ইন্দ্রাণীদির অসাধারণ পত্রাবলি, কনফুসিয়াসের রঙ্‌ধনু দেশে--- কী সব দিন ছিলো, তুলনা হয় না। আর্থার আর বিপাশার মেয়ে মেঘ, সে লিখতো তীরপূর্ণির ঘাটে নৌকা ভাসানোর গল্প--- )
  • nyara | ১০ নভেম্বর ২০১১ ২২:৩৪ | 203.110.237.2
  • "স্মরণ বেদনার বরণে আঁকা" ভীষ্মদেবকে নিয়ে। ইন্দোডাক্তার দেখলাম সেদিন "এত কী চাতুরি সহে প্রাণ' পোস্ট করেছে।
  • Tim | ১০ নভেম্বর ২০১১ ২২:৩৪ | 198.82.29.117
  • আমার খোঁজ হচ্ছে বুঝি? ঘটসদের এখন রেফারি টানবে কয়েকদিন, যতদিন না তিরিশ কোটিরা খেলা শেখে। তা, টুটুবাউদের অনেক পয়সা, অসুবিধে নেই। এই করে করে লিগটা পাওয়া যায় কিনা সেটা অবশ্য দেখার। ;-)
  • nk | ১০ নভেম্বর ২০১১ ২২:৩১ | 151.141.84.194
  • ওহ হো আমার কত জুঁড়ুয়া বহেন ছেলো গো এককালে, সে এই প্রাগৈতিহাসিক কালে, তখন তোমরা আসো নি।ঃ-)
  • Nina | ১০ নভেম্বর ২০১১ ২২:২৮ | 12.149.39.84
  • তাইলে তুমি জান না তোমার জুঁড়বা বহন হারিয়ে গেসিল মেলায়---সে ও পাড়ায় উদয় হয়েছে---তোমার মত দেকতে--তোমার মতন কতা কয় ---দেখে এস সময় করে--চমকে যাবা
  • nk | ১০ নভেম্বর ২০১১ ২২:২৭ | 151.141.84.194
  • আর সত্যি বলতে কী সে প্রায় বছর চারেক কি পাঁচেক হয়ে গেল নয় নয় করে।
  • nk | ১০ নভেম্বর ২০১১ ২২:২৫ | 151.141.84.194
  • কার লেখা দেখে তোমরা এই নিশিকান্তকে স্মরণ করেছিলে? কে সে ছুপা রুস্তম? বালক না বালিকা পুরুষ না নারী বাঙালি না বিহারী দিবা না নিশা আনন্দ না দুঃখ? সে কী লিখেছিলো? গপ্পো না কবতে না অনুগপ্পো না ছোটা উপন্যাস?
  • Nina | ১০ নভেম্বর ২০১১ ২২:২৫ | 12.149.39.84
  • কই হে নিশিকান্ত--কই গেলা?
  • kiki | ১০ নভেম্বর ২০১১ ২২:১২ | 59.93.194.144
  • নিশি,
    থ্যাঙ্কু। আমারো সেটা মনে হয়েছিলো।অনেকেই ভুল করে ফেলছিলাম।
  • Nina | ১০ নভেম্বর ২০১১ ২২:১১ | 12.149.39.84
  • সতি? নিশি--তিন সত্যি ;-)
  • nk | ১০ নভেম্বর ২০১১ ২২:০৭ | 151.141.84.194
  • কিকি, ওপাড়া মানে বিএল হলে যাই নি। বিএলে যাই না বহুকাল। ঃ-)
  • kc | ১০ নভেম্বর ২০১১ ২১:৫৭ | 178.61.96.29
  • স্মৃতির অতলে পড়েছি।
  • nyara | ১০ নভেম্বর ২০১১ ২১:৫৫ | 203.110.237.2
  • ইন্দোডাক্তার, কেসি, স্মরণ বেদনার বরণে আঁকা পড়েছিস? স্মৃতির অতলে?
  • ppn | ১০ নভেম্বর ২০১১ ২১:১০ | 112.133.206.22
  • বোঝেন ক্কাণ্ড! বনেদিয়ানা আর ফ্যাতাড়ু যে একসাথে যায় না তা এদের ভারি মাথায় কী করে ঢুকবে?
  • ppn | ১০ নভেম্বর ২০১১ ২১:০৮ | 112.133.206.22
  • * উদ্দেশ্য
  • ppn | ১০ নভেম্বর ২০১১ ২১:০৭ | 112.133.206.22
  • কিকি, তোমার সমস্যাটা বুঝেছি। আমার বলার উদ্দেশে ছিল রেজিস্ট্রেশন করা থাকলে অনলাইনে কিছু জিনিস চেক করা যায়। কমপ্লেনও করা যায় যদিও সেসব জিনিস চেক করে কিনা জানি না। ব্যস এইটুকুই। ভোগান্তি থাকলে তো দৌড়দৌড়ি আছেই কপালে।
  • aka | ১০ নভেম্বর ২০১১ ২০:৪৯ | 168.26.215.13
  • ন্যাড়াদা কটা রুমাল কিনল? সবাইকে কি একটা করে দেওয়া যাবে? বিদেশের দায়িত্বটা আমিই নিলাম।
  • nyara | ১০ নভেম্বর ২০১১ ২০:৪২ | 203.83.248.37
  • টিমবাবু ও দে-দিকেও ডাকা হউক। শুধু কমঃ প্পনকে সাঁই সাঁই করা কেন বাপু?
  • kiki | ১০ নভেম্বর ২০১১ ২০:৩৮ | 59.93.194.144
  • উপস! কিসব লিখে গেছি,বুকিং ধুস.........

    নিশিকে,
    তুমিকি এর মধ্যে ওপাড়ায় গেছিলে? আসলে একজনকে আমরা বেশ কয়েকজন তুমি বলে ভাবছিলাম। যদিও এখন আর মনে হচ্ছে না।
  • kc | ১০ নভেম্বর ২০১১ ২০:৩১ | 178.61.96.29
  • কমরেড অপ্পনের জন্য, এক মোহনবাগানির তরফ থেকে,

    ওয়াঁ ওয়াঁ ওয়াঁ,
    ফ্যাঁৎ ফ্যাঁৎ সাঁই সাঁই।
  • dukhe | ১০ নভেম্বর ২০১১ ২০:২৮ | 117.194.240.181
  • আরেকটি ফুল ফুটল । ৩-০। জয় অপ্পন ।
  • kiki | ১০ নভেম্বর ২০১১ ২০:২২ | 59.93.194.144
  • অর্পন,
    আমি অর্ডার করিইনিতো। তাও আমার নামে অর্ডার হলো।(অথচ আমার মোবাইল ছাড়া, মানে যে নাম্বার রেজিস্টার আছে,বুকিং করা যাবে না)শুধু তাই নয়। সেই গ্যাস সিলিন্ডার ডেলিভার করা ও হয়ে গেলো। অথচ আমি কিছুই পাইনি(চাই ও নি)।মজা হচ্ছে যে আমি কমপ্লেন করতে গিয়েও বোকা বনছি। দেখি ওদের হেড অফিসের ঠিকানা নিয়ে সশরীরে হাজির হওয়া যায় কিনা।কারন আমাদের যে অফিস তারা খুব ভালো কোনো উত্তর দিতে পারছে না।
  • ppn | ১০ নভেম্বর ২০১১ ২০:০৬ | 112.133.206.22
  • ৪৭ অল আউট।
  • ppn | ১০ নভেম্বর ২০১১ ১৯:৫৫ | 112.133.206.22
  • সে তো বটেই। পাঁচ গোলে হেরে আসা তো বেশিদিনের কথা না।
  • ppn | ১০ নভেম্বর ২০১১ ১৯:৫১ | 112.133.206.22
  • কিকি, এইখানে কুইক রেজিস্টার মাডি।

    http://indane.co.in/new_customer.php

    অনলাইন অর্ডার প্লেস করা যায়। অর্ডার হিস্ট্রিও দেখায়।
  • nyara | ১০ নভেম্বর ২০১১ ১৯:৫০ | 203.83.248.37
  • প্পন, এবার দম ছেড়ে দাও। দম বন্ধ করে থাকলেও মোবার গোল খাবার যা প্রব্যাবিলিটি, স্বাভাবিক নিশ্বাস-প্রশ্বাস নিলেও তাই।
  • Du | ১০ নভেম্বর ২০১১ ১৯:৪৭ | 117.194.194.3
  • ঝিকিকে, সত্যিই কেমন বচ্চনকে ভাষা আর সময়ের এত তফাতেও বাচ্চারা পছন্দ করে।
  • nyara | ১০ নভেম্বর ২০১১ ১৯:৪৫ | 203.83.248.37
  • বাল বাল বঁচ গয়া।
  • nyara | ১০ নভেম্বর ২০১১ ১৯:৪১ | 203.83.248.37
  • টেস্টে লোয়েস্ট স্কোর বোধহয় নিউজিল্যান্ডের ২৩। ভাঙবে কি?
  • aka | ১০ নভেম্বর ২০১১ ১৯:৪১ | 168.26.215.13
  • ওহো, চেনা লোককে আবার ধার কেন ও ন্যাড়াদা এমনিই দিয়ে দেবে।
  • aka | ১০ নভেম্বর ২০১১ ১৯:৪০ | 168.26.215.13
  • হ্যাঁ কমরেড প্পনকে ধার দেওয়া যাবে।
  • ppn | ১০ নভেম্বর ২০১১ ১৯:৩৬ | 112.133.206.22
  • রুমাল রেখে দাও। শিগ্গিরি কাজে লাগবে।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত