দেখুন ভাই, ঐ টইতে আমি নিজে বহু পোস্ট করেছি। সেগুলো কাউকে পড়তে বা পড়ার পর ভাবতে বলি নি। অর্থনীতির টেক্সটবুকও পড়তে বলি নি।
maximin | ১১ নভেম্বর ২০১১ ১৭:৪৫ | 59.93.254.151
ঝগড়া? কার সঙ্গে কার ঝগড়া হলো?
maximin | ১১ নভেম্বর ২০১১ ১৭:৪৪ | 59.93.254.151
ওটা না লিখলেই চলছিল না সিকি?
m | ১১ নভেম্বর ২০১১ ১৭:২৫ | 117.194.33.242
নীতু, সাত নং টা সুবিধের জন্যে কণিকা না সুচিত্রা করে নাওঃ)
Netai | ১১ নভেম্বর ২০১১ ১৭:১৪ | 121.241.98.225
সাত আর আট নং আমি বুঝতেই পারিনি। তাইলে কি আমার জন্যে ওটা এন এ হবে?
kumu | ১১ নভেম্বর ২০১১ ১৭:১০ | 122.160.159.184
কেসি/শীকে এত ভালবাসি,বৌকে ভীষণ ডরায়-সে নিয়ে ক্ষ্যাপানো ক-অ-বে ছেড়ে দিইচি,অতোচো কেশী আমার বিষয়ে ইবে/মোবা ইঃ প্রভৃতি জানতে চাইল না।
siki | ১১ নভেম্বর ২০১১ ১৬:৪৫ | 123.242.248.130
আমাদের এই কেশীবাবু কিন্তু খুউউউব রাগী।
siki | ১১ নভেম্বর ২০১১ ১৬:৪৪ | 123.242.248.130
মাডি মালয়ালি কিনা সেটা শ্রাবণী কইতে পারবে, সে মালয়ালি জানে অল্পবিস্তর। তবে কন্নড় শব্দ যে মাডি, এটা জিজ্ঞেস করার জন্য কর্ণাটকে না গেলেও চলবে।
ম্যামি (আমিও এই নামটাই নিলাম), এখানে আমরা সবাই কিছু ডেকোরাম মেনে চলি আর কি, এটাকে বলি খোলাপাতা, আর এর বাইরে যা কিছু, অন্য সাইট বা মেল বা ফোন বা সরাসারি সাক্ষাত, সেটাকে বলি অন্যপাড়া বা খিড়কির দরজা। তো, খিড়কির দরজায় যা ঘটে সেটাকে আমরা খিড়কির দরজাতেই মিটিয়ে নি', খোলাপাতায় আনতে দি' না। খোলাপাতায় আবার কারুর সঙ্গে খুব ঝটাপটি আছে, থাকতেই পারে, সেটা আমরা অফলাইনে মাথায় রাখি না। সেখানে আমরা ভালো বন্ধু হতেই পারি।
খোলাপাতা, মায়াপাতা একটা ভাচ্চুয়াল ওয়ার্ল্ড। এখানের ঝগড়াঝাঁটি একেবারে নিজের ঘাড়ে নেবেন না। যা ঝটাপটি হয়, এখানেই মিটিয়ে দিন, বাড়ি ফিরুন শান্ত মনে ঃ-))
kc | ১১ নভেম্বর ২০১১ ১৬:৪৩ | 178.61.96.29
ম্যামিদি, আপনি কোনগুলো একটু ঝটপট জানাবেন তো, ১) ঘটি না বাঙাল? ২) মোহনবাগান না ইস্টব্যাঙ্ল? ৩) কলকাত্তাইয়া না মফস্বলি? ৪) অর্ডিনারি ন পিএইচডি? ৫) সিপিএম না তিণোমুল? ৬) হিন্দুস্থানি না ওয়েস্টার্ন রক? ৭) শৈলজাবাবু না শান্তিদেব? ৮) জেবি না পিডিজি? ৯) আইএসাই নাকি অন্য কিছু? ১০) বাংলা না ইংলিশ মিডিয়াম?
আসলে অনেকরকম ঝগড়ার সময় লোক লাগে। সাপোর্টার লাগে।
Bratin | ১১ নভেম্বর ২০১১ ১৬:৪১ | 122.248.183.1
রাগী নয় বোধহয় একটু প্রতিবাদী। যাই হোক বাদ দাও।
maximin | ১১ নভেম্বর ২০১১ ১৬:৩৯ | 59.93.254.151
রাগী মনে হল কেন ব্রতীন?
Bratin | ১১ নভেম্বর ২০১১ ১৬:৩৯ | 122.248.183.1
আচ্ছা। তাহলে তো ছাত্রবৎসল। আর অ্যাকসেপ্টবেল। গুড গুড!!ঃ-))
maximin | ১১ নভেম্বর ২০১১ ১৬:৩৯ | 59.93.254.151
না রাগী নামটা কিনি নি।
maximin | ১১ নভেম্বর ২০১১ ১৬:৩৮ | 59.93.254.151
কতবার তাদের বেড়াতে নিয়ে গেছি, ১৪/ ১৫ বার তো হবেই।
Bratin | ১১ নভেম্বর ২০১১ ১৬:৩৭ | 122.248.183.1
তাদের কোথায় পাই? তুমি ই বলো না..
maximin | ১১ নভেম্বর ২০১১ ১৬:৩৬ | 59.93.254.151
সেটা আমার ছাত্রদের জিজ্ঞেস করে জেনে নিও ব্রতীন।
Bratin | ১১ নভেম্বর ২০১১ ১৬:৩১ | 122.248.183.1
আজকে আপিস সেরে একটা বন্ধুর বাড়ি যাবো। চন্দননগরে। সেখানে রাত্রি-যাপন আর ভাট।
Bratin | ১১ নভেম্বর ২০১১ ১৬:২৯ | 122.248.183.1
মিনি দি , তুমি কি খুব রাগী? ঃ-((
maximin | ১১ নভেম্বর ২০১১ ১৬:২৮ | 59.93.254.151
ম্যামি ডাকটা শুনতে বেশ লাগল।
maximin | ১১ নভেম্বর ২০১১ ১৬:২৭ | 59.93.254.151
এখন না কেসি। এখন আমি উঠছি। পরে শুনব।
ppn | ১১ নভেম্বর ২০১১ ১৬:২৬ | 204.138.240.254
কেশী, তোমার বাড়িও শান্তিপুরে নাকি!
maximin | ১১ নভেম্বর ২০১১ ১৬:২৬ | 59.93.254.151
একটাই কথা বলা যায় -- 'না, এই লেখার রিভিউ করতে আমি রাজি নই।'
kc | ১১ নভেম্বর ২০১১ ১৬:২৪ | 178.61.96.29
প্পন, শমীক না বলে আমি বললে হবে?
maximin | ১১ নভেম্বর ২০১১ ১৬:২৪ | 59.93.254.151
মাডি আমি বুঝে গেছি। কানাড়াই হোক অথবা মাললি।
ppn | ১১ নভেম্বর ২০১১ ১৬:২৪ | 204.138.240.254
ও আচ্ছা (আমি সব দেখিনি)। ঠিকই আছে।
আরেকটা কথা, অত ডেকোরাম বলে কিছু নেই। কারুর কাছে অনুমতি নেবারও দরকার নেই। আপনার পছন্দ, অভিরুচি এবং শিষ্টতার সীমানার মধ্যে আপনি যা মনে করবেন তাই লিখবেন। বেশির ভাগ লোকেই তাই করে।
maximin | ১১ নভেম্বর ২০১১ ১৬:২১ | 59.93.254.151
প্পন আজকের পোস্টটা গুরুতেই। আমাকে সম্বোধন করে।
ppn | ১১ নভেম্বর ২০১১ ১৬:১৭ | 204.138.240.254
এইযো শমীক, তুমি ম্যামিকে বলে দাও তো মাডি কানাড়া শব্দ কিনা। উনি তো সেদিন বিশ্বাসই করতে চান না।
maximin | ১১ নভেম্বর ২০১১ ১৬:১৭ | 59.93.254.151
চোটটা তো দিলপেই লাগি। যাই হোক নিশ্চিন্ত হলাম।
ppn | ১১ নভেম্বর ২০১১ ১৬:১৫ | 204.138.240.254
এখন যেমন জানালেন তেমনি জানাবেন।
ডিঃ ধরে নিচ্ছি গুরুতে কারোর পোস্ট পড়ে এই বিরক্তি হয়েছে, বাইরে হলে বাইরে মিটিয়ে নেওয়াই শ্রেয়।
siki | ১১ নভেম্বর ২০১১ ১৬:১৪ | 123.242.248.130
ম্যাক্সিমিনি,
ইগনোর মাডি। দিল পে চোট নহি লেনে কা।
maximin | ১১ নভেম্বর ২০১১ ১৬:১৩ | 59.93.254.151
thank you jhiki.
maximin | ১১ নভেম্বর ২০১১ ১৬:১২ | 59.93.254.151
*ধরুন একটি লেখা। পূর্নাঙ্গ লেখা। হঠাত করে মনে হবে বিষয় অর্থনীতি। যিনি লিখেছেন তাঁর সঙ্গে অন্যত্র কথা বলে বুঝেছি, তিনি অর্থনীতির মূল ধারার সহজ কথাগুলোর ধারপাশ মাড়ান না।
Jhiki | ১১ নভেম্বর ২০১১ ১৬:১২ | 182.253.0.99
এইত জানিয়ে দিলেন, আমার মনে হয় এটাই যথেষ্ট।
maximin | ১১ নভেম্বর ২০১১ ১৬:০৯ | 59.93.254.151
ধরুন একটি লেখা। পূর্নাঙ্গ লেখা। জান তআপত্তি কোন ভাষায় ষয় (হঠাত করে মনে হবে) অর্থনীতি। যিনি লিখেছেন তাঁর সঙ্গে অন্যত্র কথা বলে বুঝেছি, তিনি অর্থনীতির মূল ধারার সহজ কথাগুলোর ধারপাশ মাড়ান না।
পাই আমাকে বলেছিলেন এই লেখটি পড়ে দেখতে। আমি বলেছিলাম অপাঠ্য এবং আমি পড়ব না। এগুলো পড়লে বিরক্ত বোধ করি। এত কথার পরে আজ একটি পোস্ট। ঐ একই লেখা, সেটা আমাকে পড়তে হবে, পড়ে বলতে হবে আমার আপত্তি ঠিক কী। তার মানে রিভিউ লিখতে হবে। অত্যন্ত বিরক্ত হয়েছি। বিরক্তিটা কীভাবে জানানো যায়? পরামর্শ চাই।
Jhiki | ১১ নভেম্বর ২০১১ ১৬:০৬ | 182.253.0.99
কিকি টইয়ে লেখ...... টই খুললাম কেউ লিখছে না আআআআআ.......
kiki | ১১ নভেম্বর ২০১১ ১৬:০১ | 59.93.218.14
আম্মো শোনাবো?(কাঁচুমাচু স্মাইলী)
আমাদেরো হানি(?)মুন শিলিগুড়িতে প্রথম দেড় না দুমাস হয়েছিলো, তার মধ্যে একদিন মিরিক ও ছেলো। বাপরে! কত কত নতুন শব্দ শিখে শব্দ ভান্ডার ভরে ফেলেছিলুম বলার নয়। ম্যাগোঃ
Jhiki | ১১ নভেম্বর ২০১১ ১৫:৫৭ | 182.253.0.99
মিনিদি, বলে দিন, রূঢ় শোনালে শোনাক।
Bratin | ১১ নভেম্বর ২০১১ ১৫:৫৪ | 122.248.183.1
আমার এবছর জানু তে আহমেদবাদ,দ্বারকা,সোমনাথ,গীর। এপ্রিল এ দেরাদুন,মুসৌরি , আগস্ট ভুপাল,ভীমবেটকা,সাঁচি,ইন্দোর,মান্ডু,ওমকারেশ্বর,মহেশ্বর আর উজ্জয়িনী। ঃ-))
maximin | ১১ নভেম্বর ২০১১ ১৫:৫২ | 59.93.254.151
একটি পোস্ট পড়ে অত্যন্ত বিরক্ত হয়েছি। যেটা লিখতে চাইছি সেটা লিখলে রুঢ় শোনাবে। কিন্তু কথাটাকে নরম করে বললেও হবে না।
Jhiki | ১১ নভেম্বর ২০১১ ১৫:৪৯ | 182.253.0.99
আমার বেড়াতে যেতে খুব ভলো লাগে.... মোটামুটি প্রতি দু-আড়াই মাস অন্তর আমরা কোথাও না কোথাও একরাত্রের জন্য হলেও বেড়াতে যাই। পরবর্তী ভ্রমণ জানুয়ারীতে, খাজুরাহো-ওরছা-আগ্রা।
maximin | ১১ নভেম্বর ২০১১ ১৫:৪৮ | 59.93.254.151
আমার একটা পরামর্শ চাইবার আছে। কে কে আছেন?
m | ১১ নভেম্বর ২০১১ ১৫:৪৮ | 117.194.33.242
আস্থা ছিলো- ওরে বাবা, ভাবতে গিয়ে আরো অনেক বোকামি মনে পড়ে যাচ্ছেঃ)
Bratin | ১১ নভেম্বর ২০১১ ১৫:৪৪ | 122.248.183.11
/ঝিকি
Jhiki | ১১ নভেম্বর ২০১১ ১৫:৪৪ | 182.253.0.99
তোমাদের জন্য টই ও খুলে দিলাম ঃ)
Bratin | ১১ নভেম্বর ২০১১ ১৫:৪৩ | 122.248.183.11
মিঠু হোক হোক।
আমার গার্ল ফ্রেন্ড সাথে বাইরে কোথাও যাওয়া হয় নি।
জিকি আমিও প্রচুর হিংসে দিলুম। আমার কবে থেকে যাবার ইচ্ছে ঃ-((
Jhiki | ১১ নভেম্বর ২০১১ ১৫:৩৭ | 182.253.0.99
মিঠু, এখানে না, একটা নতুন টই খুলে লেখো প্লীজ, নইলে হারিয়ে যাবে।
siki | ১১ নভেম্বর ২০১১ ১৫:৩৭ | 123.242.248.130
আস্থা তো টিভিতে থাকে।
দীঘা গেছিলাম ক্লাস ফাইভে পড়াকালীন। তখনো ঝাউবন ছিল না। বউকে নিয়ে গেছিলাম পুরী, বারদুয়েক,
তবে সে অন্য গল্প। ঃ-))
Netai | ১১ নভেম্বর ২০১১ ১৫:৩৪ | 121.241.98.225
সেই অন্য গল্পও হয়ে যাক।
pharida | ১১ নভেম্বর ২০১১ ১৫:৩৪ | 61.16.232.26
মামী, "তখনো আস্থা ব্যাপারটা ছিল" - আহা বড় ভাল লাগল। আমার ওপর তাঁর কোনোকালেই ছিল না কিনা ঃ))
m | ১১ নভেম্বর ২০১১ ১৫:২৩ | 117.194.33.242
শান্তিনিকেতন টা মার্চের কথা। মে তে হঠাৎ উঠলোবাই তো চলে গেলাম দীঘা- বেলা দুটো নাগাদ পৌঁছে ভাবলাম, এসেছিই যখন ,জলে গিয়ে ঝাপিয়ে আসি- এদিকে হোটেল খুঁজতে অনেক সময় গেছে। রিসেপশানে কেউ মেপে বলেছে ঘর নেই, কেউ বলেছে ঘন্টা হিসেবে পাওয়া যাবে ইত্যাদি ইত্যাদি। অবশেষে একটা হোটেলে দোতলায় ঘর পেলাম, ভালো ই -কিন্তু ঘর থেকে সমুদ্র দেখা যায় না, এমনকি ঝাউবনের টিকিও মেলে না। যাই হোক ব্যাগ টা কোনোমতে ঘরে রেখেই রওনা হলাম। ব্যাগের গহ্বর থেকে চপ্পল বের করাও তখন নাকি সময় নষ্ট।অপেক্ষাই করা যাবে না।আমি একটু কিন্তু কিন্তু করছিলাম। সৈকত বল্লো ,কোনো ব্যাপার না, খালি পায়েই যাবো, চলো না,ছায়াছায়া ঝাউবনের মধ্যে দিয়ে একটু খানি রাস্তা, তারপরেই সমুদ্র( তখনো আস্থা ব্যাপারটা ছিলো)-বল্লাম ঠিক আছে। দুজনে খালিপায়ে ঘর থেকে পথে নেমে এলাম। ঝাঁ ঝাঁ রোদে চাঁদি ফেটে যাচ্ছে, গাছের ছায়া থেকে বেরিয়ে রাস্তায় পা দিয়ে মনে হলো,কড়াইএর উপর দিয়ে যাচ্ছি- গোটা পথে কোথায় ছায়া,আর কোন ঝাউবন ছিলো জানিনা। একটু যাই আর দাঁড়াই- গনগনে লাল পায়ের তলা নিয়ে বেগুনপোড়া হয়ে যখন সমুদ্রের ধারে সত্যিই পৌঁছোলাম- দুজনের জিব প্রায় বেরিয়ে গেছে। এরপর আবার ওর সুপরামর্শে দিনের আলো মরে বালি ঠান্ডা না হওয়া পর্যন্ত জলেই রইলাম- হাতপা সাদা হয়ে ঠকঠক করে কাঁপতে কাঁপতে চান করেই চল্লাম। সেই দীঘাবাসে ভোগান্তি আরো ছিলো, তবে সে অন্য গল্পঃ)
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন