এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • kc | ১৪ নভেম্বর ২০১১ ১৩:০১ | 194.126.37.78
  • ঃ-) প্রতীক আমিও হাঁসলাম। (চন্দ্রবিন্দু লাগিয়ে হাঁসতে বেশী মজা লাগে)।
  • Abhyu | ১৪ নভেম্বর ২০১১ ১২:৫৯ | 97.81.90.104
  • আর ডিসেম্বল করতে হলে আমি। খুব বিশ্বস্ত।
  • byaang | ১৪ নভেম্বর ২০১১ ১২:৫৮ | 122.167.244.240
  • প্রতীক হাসল কেন?
  • byaang | ১৪ নভেম্বর ২০১১ ১২:৫৭ | 122.167.244.240
  • অ্যাঁ তুই করে দিতে পারিস সত্যি? আগে বলবি তো। আমি আবার এক্ষুনি বিভীষণকে ফোন করে অর্পণের রেকো দেওয়া একটা কোম্পানিতে গিয়ে খোঁজখবর করতে হবে বলে ধমকাচ্ছিলাম। তাতে বেদম খচে গিয়ে ফোন রেখে দিল। তুই এটা আগেই বললে ফালতু বাওয়ালটা আমাকে আর করতে হত না।
  • prateek | ১৪ নভেম্বর ২০১১ ১২:৫০ | 122.172.185.231
  • অপ্পন, ঃ)
  • sayan | ১৪ নভেম্বর ২০১১ ১২:৫০ | 115.241.125.239
  • প্পন্দা নিশ্চই বলে দিয়েছে মেশিন অ্যাসেম্বল করা নিয়ে। আমাকে বললে আমিই করে দিতে পারতাম তবে বিশ্বস্ত কাউকে খুঁজছো কিনা! তাই। ঃ-))
  • Abhyu | ১৪ নভেম্বর ২০১১ ১২:৪৯ | 97.81.90.104
  • এই ব্রতীনদা এত দিন ধরে আমার সাথে আড্ডা মেরেও কনক দাশকে চিনল না। দেবব্রত বিশ্বাসের বৌদি। বিয়ের আগে দাশ ছিলেন, বিয়ের পরে বিশ্বাস হয়ে যান। গান করতেন।
  • Jhiki | ১৪ নভেম্বর ২০১১ ১২:৪৯ | 182.253.0.99
  • জানি না, তবে 3D তো, চলতেও পারে!

    তার আগে নেট থেকে একটু টিনটিনের সাথে পরিচয় করিয়ে দেব।
  • sayan | ১৪ নভেম্বর ২০১১ ১২:৪৮ | 115.241.125.239
  • ব্রতীন দাসের কেউ হন? হ্যাঁ অবশ্যই। এই যে, দেখে চোখ কান দাড়ির বিবাদ ঘুচিয়ে নাও।
    http://en.wikipedia.org/wiki/Kanaka_Dasa
  • ppn | ১৪ নভেম্বর ২০১১ ১২:৪৭ | 204.138.240.254
  • বাহ, আমি বিভীষণদার ফ্যান হয়ে গেলুম। ঃ)
  • byaang | ১৪ নভেম্বর ২০১১ ১২:৪৭ | 122.167.244.240
  • ও তাই, ওরাই বানিয়ে দেবে! তাহলে তো খুবই ভালো। থ্যাংকিউ অর্পণ।
  • Bratin | ১৪ নভেম্বর ২০১১ ১২:৪৭ | 122.248.183.11
  • আরে আমার একটা টিকিটের সোর্স ফেল করলো। নিজে যাবে না বলে দিয়ে দিয়েছে। কেউ বুধ বারের টিকিট দিতে পারো?
  • byaang | ১৪ নভেম্বর ২০১১ ১২:৪৬ | 122.167.244.240
  • অর্পণ, ঝগড়া করব কেন? বিভীষণও তো আপিসেই গেল। আমি শুধালাম, আমাকে অ্যাভয়েড করার জন্য অফিসে গিয়ে বসে থাকবে কিনা। উত্তরে মিষ্টি করে হাসল।
  • ppn | ১৪ নভেম্বর ২০১১ ১২:৪৫ | 204.138.240.254
  • আরে ওদের ফোন কর না। ওরাই মেশিন বানিয়েও দেবে।
  • Netai | ১৪ নভেম্বর ২০১১ ১২:৪৪ | 121.241.98.225
  • এই হনুদা জলুর পাবলিক।
  • ppn | ১৪ নভেম্বর ২০১১ ১২:৪৪ | 204.138.240.254
  • গাড়ি নেই তেমন। সাবমেরিন চলবে?
  • Jhiki | ১৪ নভেম্বর ২০১১ ১২:৪৩ | 182.253.0.99
  • ধন্যবাদ ব্যাঙ।

    অর্পণ, আমার ছেলের পছন্দ হচ্ছে গাড়ী। প্রায় সব গাড়ী সে চেনে, তাদের লোগো চেনে!

    গতসপ্তাহে তাকে বললাম নিজের বিষয়ে কিছু লেখ, শিরোনাম ও দিলাম-"All about Puttus"। তাতে সে প্রথম লাইন লিখল "I like car", তরপরে নামটাম ও লিখল, শেষে লিখল "my favourite machine is car",এর মধ্যে "favourite" আর "machine" বানান সে আমাকে জিগ্গেস করে লিখল।

    টিনটিনের সিনেমাটাতে যদি অনেকগুলো গাড়ীর দৃশ্য থাকে তো বসে দেখবে, নইলে বেরিয়ে আসতে হবে আর কি!
  • Bratin | ১৪ নভেম্বর ২০১১ ১২:৪৩ | 122.248.183.11
  • কনকদাস আবার কে হে? ( ব্রতীন দাসের কেউ নাকি?)
  • byaang | ১৪ নভেম্বর ২০১১ ১২:৪৩ | 122.167.244.240
  • অর্পণ আর সায়নকে এখানেই আবার জিজ্ঞেস করি। লুরুতে ডেস্কটপ অ্যাসেম্বল করে, ভালো বিশ্বস্ত লোক, এরকম কাউকে চিনিস? অর্পণ মেল দেখেছি, বিভীষণকে ফরওয়ার্ডও করে দিয়েছি। কিন্তু মেশিনটা বানাবে কে?
  • Netai | ১৪ নভেম্বর ২০১১ ১২:৪৩ | 121.241.98.225
  • শোনা গল্প।

    হনুদা ছিল সঞ্জয় দত্তের বিশাল ফ্যান। তখন বচপন বেলা। গোঁপ পুরুষ্টু হয়নি। সঞ্জুবাবার নতুন সিনেমা বেরোলেই দেখা চাই ই চাই। কাগজে কোথাও ছবি বেরুলেই কেটে রাখতো। এছাড়া প্রচুর পিকচার পোষ্টকার্ডও জমিয়েছিল। এসব হনুদার বাবার ছিল বিলকুল নাপসন্দ।

    সম্বুদ্ধদা একদিন হনুদার বাড়ি গিয়ে দ্যাখে সব ছবি মাটিতে পড়ে আছে। টুকরো টুকরো হয়ে হয়ে। ছবিগুলোর এই দশা কেন? সম্বুদ্ধদা জিজ্ঞাসা করলো।

    হনুদা কান্নভেজায় গলায় যা বললো, তা হল এইরকম-
    নতুন ছবি এসেছে। সড়ক (?)। হনুদা দেখতে যাবে বেরুচ্ছে, হনুদার বাবার কেমন সন্দ হল। বললেন, কিসব ছাইপাঁশ সিনিমা দেখিস। চল তোর সাথে আমিও যাবো।

    তো দুজনে বসে দেখছে। হনুদার বন্ধুর দুরেই বসেছে। লারেলাপ্পা হিন্দি সিনেমা। যেমন হয়। সল্পবসনা রমনীরা নেচে যাচ্ছে যতাবার করে। হনুদার বাবা রাগে কিড়মিড় করছে ততবার। ছেলেটা বখে গেল। এই সব সিনেমা দেখিস তোরা? ছিঃ। এইসব তাও চলছিল, তারপর যেই বেশ্যাপাড়ায় গেছে, ওমনি, হনুদার কান ধরে হিড় হিড় করে টানতে টানতে হল থেকে ঘরে নিয়ে এলো।

    'আর ঘরে ফিরে প্রথমে ছবিগুলো ছিঁড়লো। তারপর থ্রেড দিল, এরম সিনেমা দেখতে গেলে আর দেখতে হবেনা। একেবারে ত্যাজ্যপুত্র বানাবে'। বলতে বলতে হনুদা কান্নায় ভেঙে পড়লো।
  • sayan | ১৪ নভেম্বর ২০১১ ১২:৪২ | 115.241.125.239
  • না না এই তো প্পন্দা মন দিয়ে কাজ করছে। সবার ছুটি নয় তো। ;-) ঃ-P
  • ppn | ১৪ নভেম্বর ২০১১ ১২:৪২ | 204.138.240.254
  • ও, আজকেই কলম্বাস জয়ন্তী! ঃ))
  • Bratin | ১৪ নভেম্বর ২০১১ ১২:৪২ | 122.248.183.11
  • দুখে ঃ-)) কারন গুলো শোনো।

    ১। ন্যাড়া ছাদে খেলা হচ্ছে। আমি একট রান নিয়েছি। দ্বিতীয় রান নেবার সময় স্পিড বেড়ে গেলো। টুপ করে নীচে পড়ে গেলাম। তবে পাতকুয়া ছিল। ওর মধ্যে পড়লে শেষ। মাথা টা পড়েছিল মাটি/শ্যাওলা এই সবে। খুব জোর বেঁচে গেছি

    ২। দোলের দিন। ইচ্ছের বিরুদ্ধে একটা ছেলে র মাথায় রং ঢালতে গিয়েছিলাম।জড়াজড়ি,ধাক্কা ইত্যাদি হতে হতে আমি নীচে।
  • ppn | ১৪ নভেম্বর ২০১১ ১২:৪২ | 204.138.240.254
  • এই যে আমি যদি বলি আমাদের অফিস তো খোলা, তালেই ব্যাং ঝগড়া করতে নামবে।
  • byaang | ১৪ নভেম্বর ২০১১ ১২:৪১ | 122.167.244.240
  • ব্রতীন, আজ লুরুতে সব বন্ধ।
  • sayan | ১৪ নভেম্বর ২০১১ ১২:৪০ | 115.241.125.239
  • বোতিন্দা, আরে ডুব মারার ক্ষী দরকার যখন অপশনাল আর ফ্লেক্সি আছে? ;-)
    বিটিডব্লু, আজ কনকদাস জয়ন্তী। ঃ-)

    ব্যাঙদি, রাগ? আমি! ধুস কী যে বলো। ঃ-)
  • ppn | ১৪ নভেম্বর ২০১১ ১২:৩৮ | 204.138.240.254
  • পান্না কোথায় আর ক্যালকুলাসের কাণ্ড। আরো কিছুতে থাকতে পারে, ভুলে গেছি।
  • Bratin | ১৪ নভেম্বর ২০১১ ১২:৩৭ | 122.248.183.11
  • সায়ন আজকে কি ডুব মেরেছো নাকি?
  • sayan | ১৪ নভেম্বর ২০১১ ১২:৩৬ | 115.241.125.239
  • প্পন্দা, ঃ-)) জয়নল আঙ্কেল কোনটায় ছিলেন? পান্না কোথায় না বিপ্লবিদের দঙ্গলে?
  • byaang | ১৪ নভেম্বর ২০১১ ১২:৩৫ | 122.167.244.240
  • সায়ন, রাগিস নি। আজ সকাল থেকে কারু না কারুর সঙ্গে ঝগড়া করার জন্য সুড়সুড় করছিল।
  • sayan | ১৪ নভেম্বর ২০১১ ১২:৩৫ | 115.241.125.239
  • নাহ্‌ পরে দেখবো। এখন দ্রাভিড়ের ব্যাটিং মিস করা যাবে না। কিছু ড্রাইভ মারছে!
  • ppn | ১৪ নভেম্বর ২০১১ ১২:৩৫ | 204.138.240.254
  • আমার মেয়ে টিনটিনকে চেনে। বাড়িতে টিনিটিনের অ্যানিমেশনের একটা ডিভিডি আছে, তাতে সবক'টা এপিসোড আছে। সেই দেখে সে সবাইকে চিনে গেছে। এমনকি জয়লন আঙ্কলকে অব্দি। ;-)
  • byaang | ১৪ নভেম্বর ২০১১ ১২:৩৪ | 122.167.244.240
  • ঝিকি, বাংলা বইয়ের নাম জানতে চেয়েছিলে না? শিশু সাহিত্য সংসদের
    সহজ পড়া ১ আর ২
    আমরা পড়ি, আমরা লিখি ১ আর ২
  • sayan | ১৪ নভেম্বর ২০১১ ১২:৩৩ | 115.241.125.239
  • শয়তান এক ঘন্টায় নেমে গেল। দেখি।
  • dukhe | ১৪ নভেম্বর ২০১১ ১২:৩৩ | 122.160.114.85
  • ব্রতীনের সঙ্গে কল্কির পোচুর মিল । উনিও ছাদ থেকে পড়েছেন শুনলাম ।
  • Bratin | ১৪ নভেম্বর ২০১১ ১২:৩৩ | 122.248.183.1
  • হুম। ঃ-))

    পায়ের চো ট টা অনেক দিন ভুগিয়েছে।
  • Jhiki | ১৪ নভেম্বর ২০১১ ১২:৩২ | 182.253.0.99
  • ব্রতীন, এখনও গোটা আছো?
  • Bratin | ১৪ নভেম্বর ২০১১ ১২:২৯ | 122.248.183.1
  • ইয়ে, ছাদে না ওঠাই ভালো। আমি এখন অবধি আড়াই বার ছাদ থেকে পড়েছি। ঃ-((
  • byaang | ১৪ নভেম্বর ২০১১ ১২:২০ | 122.167.244.240
  • দুখে, পাই,
    কে ছাদে ওঠে নি? কিছুই বুঝতে পারছি না। কল্কির আঙুল গুণতেই বা কখন বললাম? জিনামিদোতে কল্কির গাড়ি চালানোর একটা বেশ মজার সিন আছে, আমি তো সেইটা দেখতে বললাম।
  • Bratin | ১৪ নভেম্বর ২০১১ ১২:২০ | 122.248.183.1
  • ঃ-)))

    আমরা দেখতে গিয়েছিলাম মিনিজয়া তে।
  • byaang | ১৪ নভেম্বর ২০১১ ১২:১৯ | 122.167.244.240
  • সায়ন, দুটো ই বেকার, দুটো ই টাইমপাস। দুটোতেই স্কাইপে কথা বলত লোকজনেরা। জিনামিদোটা বেশ ঝকঝকে, স্পেনের পরিষ্কার রাস্তা, কেউ থুতু ফেলে না, তাই বেশি করে পয়সা উশুল।

    ঃ-))
  • byaang | ১৪ নভেম্বর ২০১১ ১২:১৬ | 122.167.244.240
  • হৃতিকের কথা ওঠায় একটা মজার গল্প মনে পড়ে গেল। কহো না প্যার হ্যায় রিলিজের পরে সব্বাই রিতিককে নিয়ে পাগল। এমন সময়ে রিলিজ করবে হৃতিকের ফিজা। আমরা অধীর আগ্রহে বসে আছি কবে ফিজা রিলিজ করবে! আমাদের অফিসে একজন বয়স্ক মানুষ আসতেন, নাম ধরে নেওয়া যাক নিলয়বাবু, উনি আমাদের গ্যাসের সিলিন্ডারের রিফিলের জন্য নাম লিখিয়ে দেওয়া, টেলিফোনে বিল জমা দেওয়া এইধরণের কাজগুলো করে দিতেন। আর প্রতিটা কাজের জন্য নিতেন কুড়িটাকা করে। অফিসের মেয়েরা নিলয়বাবু দুদিন না এলেই চোখে অন্ধকার দেখতো। শাড়ির রঙের সঙ্গে রঙ মিলিয়ে ফল কিনে আনা, বাসনে খুঁত থাকলে বাসন পাল্টে আনা এসব কাজও উনি করতেন, রেট সেই একই কুড়ি টাকা। যাই হোক শুক্কুরবার ফিজা রিলিজ করবে, বুধবার থেকে অ্যাডভান্সে টিকিট বিক্রি শুরু হল। অফিস থেকে মিনিট পাঁচেক হাঁটলেই মেট্রো সিনেমা হল, কিন্তু নিলয়বাবু থাকতে কে আর অত পরিস্রম করে। প্রায় পঞ্চাশজন মতন ছেলেমেয়ে বলল তারা শুক্কুরবার অফিসের পরে ইভনিং শোয়ে ফিজা দেখতে যাবে। নিলয়ববুও ভারি খুশি হলে পঞ্চাশটা টিকিট মানে পার টিকিট কুড়ি করে উনি পাবেন। বুধবার সকালে ওনাকে পাঠানো হল অতগুলো টিকিটের টাকা তুলে ওনাকে দিয়ে। উনি দুপুর নাগাদ ফিরলেন, পাঞ্জাবী ছিঁড়ে গেছে, কপালে কালশিটে। ব্ল্যাকাররা বেদম মার মেরেছে একসঙ্গে পঞ্চাশটা টিকিট কাউন্টার থেকে কাটতে চাওয়ায়। ব্ল্যাকারদের বক্তব্য আমরা থাকতে তুমি এই লাইনে নতুন কেন বাপু! নিলয়্‌বাবু অতি কষ্টে তিনটে টিকিট আনতে পেরেছিলেন। কিন্তু ছেলেমেয়েগুলো এমনিই নির্লজ্জ, সবাইই বলতে লাগল ""আমি বাপু স্যাক্রিফাইস করতে পারব না, আমি যাবই।' ঐ তিনটে টিকিটে অতজনের পক্ষে যওয়া সম্ভব নয় বলে আমাদের গ্যাংলিডার অমুকদি আবার নিলয়বাবুকে বলল এই তিনটে টিকিট বিক্রি করে আসুন। তিনটে টিকিট বিক্রি করলেও প্রতিটা টিকিটে কুড়ি টাকা করে পাবেন। নিলয়্‌বাবু সেই শুনে এমনি দৌড় লাগালেন, ফিজা চলে যাওয়ার আগে আর অফিসে পা রাখেন নি।
  • sayan | ১৪ নভেম্বর ২০১১ ১২:১১ | 115.241.125.239
  • মাঠে নামলেন সেঞ্চুরী, মানে সচিন।
  • Bratin | ১৪ নভেম্বর ২০১১ ১২:১১ | 122.248.183.1
  • যা গম্ভীর আউট!! ঃ-((
  • Bratin | ১৪ নভেম্বর ২০১১ ১২:০৯ | 122.248.183.1
  • আমি 'ম্যায়নে প্যার কিয়া' দেখে ভাগ্যশ্রী র বেশ ফ্যান হয়েছিলাম। তারপরে বাবা র হাতে পিকচার পোস্টকার্ড গুলো পড়ে কেলো হলো!! ঃ-((
  • sayan | ১৪ নভেম্বর ২০১১ ১২:০৮ | 115.241.125.239
  • ব্যাঙদির প্রশ্নটা বুঝতে একটু সময় গেল।
    আমি বললাম এই দুটো একগোত্রের নয়। তখন তুমি লিখলে বেকার সিনেমা। বেকার ইয়ানি যাহা ভালো নয়, ঝুল, খাজা ইত্যাদি। তো, আমি "একই গোত্রের' নয় বলতে তার কাউন্টার করলে "বেকার সিনেমা' দিয়ে। ইত্যাদি। কিন্তু আরক্ষণ আর আঁতেল নিয়ে জগত নিরুত্তর রইল (এক বোতিন্দা ছাড়া ঃ-X )
    রিগার্ডিং "কীভাবে আলাদা' - তুমি কি দিল্লি ৬ দেখেছো? জিনামিদো আর দিল্লি ৬ ঠিক কীভাবে আলাদা নয়?
  • Jhiki | ১৪ নভেম্বর ২০১১ ১২:০৮ | 182.253.0.99
  • পাই আমারও ঃ)
  • pi | ১৪ নভেম্বর ২০১১ ১২:০৭ | 72.83.76.29
  • হ্যাঁ ব্যাঙদি, কেন ছাদে ওঠেনি ?
  • Jhiki | ১৪ নভেম্বর ২০১১ ১২:০৭ | 182.253.0.99
  • দুখে, কল্কি হলেন একটি অবতার, যিনি আধুনিক দেবদাসের (দেব-D) চন্দ্রমুখী।
  • pi | ১৪ নভেম্বর ২০১১ ১২:০৬ | 72.83.76.29
  • আমার রকেট সিংহকে বেশ লেগেছিল।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত