না পাই। নিউটাউন সল্টলেক - বাইপাসে এমন ঘটনা অনেকদিন ধরে হচ্ছে। মানে গত সাত-আট বছর তো বটেই।
pi | ১৫ নভেম্বর ২০১১ ২৩:৩৩ | 72.83.76.29
প্পন, উইকেন্ডেও কোন অসুবিধা হত না।
pi | ১৫ নভেম্বর ২০১১ ২৩:৩২ | 72.83.76.29
সাইজ সংক্রান্ত প্রশ্নের কোন মানে বুঝিনি। যাইহোক, অন্য একটা কথা বলে কাটবো। কোলকাতায় ২০০০ সাল অব্দি থাকার অভিজ্ঞতা খুব খারাপ ছিলনা। নিরাপত্তর দিক দিয়ে। টুইশন নিতে অনেক জায়গায় অনেক রাত বিরেতে একা একা গেছি্হ। কোন কোন ক্ষেত্রে, বন্ধুরা থাকতো, তাও বেশিরভাগ ই মেয়েদের গ্যাং। অনেক অলি গলি ঘুরেছি, এগারোটা সাড়ে এগারোটাতে বাড়ি ফেরা কমন ছিল ( ঐ সময় অব্দি আমাদের দিকের জন্য বাস পাওয়াই যেত)।
যদুপুরে পড়ার সময় হোস্টেলে কোনোদিন রাত দশটার আগে ঢুকিনি। কোনোদিন ই কোনোরকম ভয় ডর নিয়ে চলাফেরা করেছি বলে মনে পড়ে না।
এই নিউটাউনের দিকের এক্ষপি এবার প্রথম হল। দিনের বেলার শাটলে কোনোদিন কোন অসুবিধে হয়নি। ই রাত সাড়ে ন'টার পরের শাটলে দুদিন অমনি ভয় লাগলো। কোনো কনক্লুশন টানতে চাইনা, তবে ঘটনাচক্রে দুই দিনই শাটলের সহযাত্রীরা বাংআলী ছিলেন না। এবারে একা ট্যাক্সির এক্ষপি ও ভাল নয়। জানিনা, এবার কোলকাতা গিয়ে আমার বেশ কিছুবার ভয় করেছে। কিছু একটা অন্যরকম। এটা আগে হতনা।
ppn | ১৫ নভেম্বর ২০১১ ২৩:৩১ | 122.252.231.10
যদুপুরে সেই ভয় হত না টিম। প্রচুর মেয়েও অনেক দেরি করে বাড়ি যেত।
মস্তান না, ওখানে প্রতি মুহূর্ত ভয় করত এই বুঝি নকুরা এসে ধরল। ঃ)
ppn | ১৫ নভেম্বর ২০১১ ২৩:২৯ | 122.252.231.10
মামী, আমি উইকডের কথা বললাম। নিজেরাই টিটি-রাজা-উজির মেরে ন'টার আগে উঠতাম না। উইকেন্ডের খবর জানি না। ডে-স্কলার ছিলাম।
Tim | ১৫ নভেম্বর ২০১১ ২৩:২৭ | 198.82.18.120
ছিনতাই না। ব্যক্তিগতভাবে আমি ছিনতাইয়ের থেকে সাধারণ নিরাপত্তার অভাবকে বেশি ভয় পাই। একা একজন ছেলে বা মেয়ে হেঁটে গেলে যদি সর্বদাই মনে হয়, এই বুঝি এলো কিছু মস্তান, তাইলে মুশকিল। মেয়েদের ক্ষেত্রে আরো একটু বেশিই অসুবিধে মাংসপিন্ড, লোকজনের গা বাঁচানো স্বভাব আর পুলুসের অপদার্থতার জন্য। এবং এগুলো খবরও হয়না সব সময়।
এদেশে সেটা তেমন করে টের পাইনা। খুব খুব রেয়ার কিছু ঘটনা বাদে।
m | ১৫ নভেম্বর ২০১১ ২৩:২৫ | 117.194.39.81
যাই, ঘুমিয়ে পড়ে গে।
ppn | ১৫ নভেম্বর ২০১১ ২৩:২৪ | 122.252.231.10
আর যদুপুরে ক্রাইম করা যায় না এইটা আমার বক্তব্যের প্রতিপাদ্য ছিল না। পাগোল নাকি।
m | ১৫ নভেম্বর ২০১১ ২৩:২৩ | 117.194.39.81
যাদবপুরের ক্যাম্পাসের সাইজ আর ওদেশের সাইজ কি সমান?
pi | ১৫ নভেম্বর ২০১১ ২৩:২৩ | 72.83.76.29
সেটা কেন মনে থাকবে না ? এরকম যেকোন ঘটনা হলেই খুব ই চেঁচামেচি হয় । আনরিপোর্টেড যায়না তো। সেটাই তো বল্লাম। এরকম ঘটনা ক'টা হয়েছে ?
আর ছিনতাই ?
যদুপুরে বহুদিন কাটানো লোকজনও বলে হয়নি।
Tim | ১৫ নভেম্বর ২০১১ ২৩:২৩ | 198.82.18.120
হুঁকোদা আর আসেনা? বন্দুকের অমন ফান্ডা আমি দেখি নাই এর আগে।
pipi | ১৫ নভেম্বর ২০১১ ২৩:২২ | 129.74.191.152
বেশ, সান্দা যখন কথা হবে তখন আমাকে বলে দিস কোথায় কিনতে পাব। আমি সিরিয়াস।
ppn | ১৫ নভেম্বর ২০১১ ২৩:২১ | 122.252.231.10
সে তো যারা সুযোগ খুঁজবে তারা ভিড়ের মধ্যেও করবে ফাঁকা থাকলেও করবে। সেটা পয়েন্ট না। জনশূন্য অন্ধকার আতংকের পরিবেশ যেটা বোঝায় সেইটা যদুপুরে কোনদিনই সন্ধের পর ছিল না।
পিপি, আগে খুঁজে দেখিনি, এখুনি খুঁজলাম, ও সন্ধান পেলাম। দিব্যি পাওয়া যায়।
Bratin | ১৫ নভেম্বর ২০১১ ২৩:২০ | 117.194.97.63
/'মাথা আর' নয় মাথার ঃ-))
Tim | ১৫ নভেম্বর ২০১১ ২৩:১৯ | 198.82.18.120
""মাথা আর ঘনচুল?""
ঃ-)))
Tim | ১৫ নভেম্বর ২০১১ ২৩:১৮ | 198.82.18.120
সেকি, যদুপুর ফেস্টের কথা তো। খবরে বেরোলো, ভাট টইতে লোকজন খচেমচে হেবি লিখলো, মনে নাই? আর, আমার সাথেও এখনও কোন দেশেই কিছু হয়নি। এর মানে কি ধরে নেবো যে পিথিবি থেকে ক্রাইম উঠে গেছে? ;-)
Bratin | ১৫ নভেম্বর ২০১১ ২৩:১৮ | 117.194.97.63
/মেঘের?
Bratin | ১৫ নভেম্বর ২০১১ ২৩:১৭ | 117.194.97.63
'মাথা আর ঘনচুল যখন মরুভুমি হয়ে যায়, ওয়েসিস নিয়ে আসে মরুদ্যান *** ছায়ায় ছায়ায়' ঃ-))
pi | ১৫ নভেম্বর ২০১১ ২৩:১৬ | 72.83.76.29
যদুপুরে যদ্দিন পড়েছি, এসব কিছু হয় নাই। তার পরেও শুনি নাই ভাই ঃ)
ppn | ১৫ নভেম্বর ২০১১ ২৩:১৫ | 122.252.231.10
সন্ধের পর যদুপুর ক্যাম্পাস কিন্তু খা খা করে না। চেঁচামেচি করলে রাত দশটা অব্দি লোকজন জুটে যাবে। নাইটে ক্লাসও চলে তখন।
byaang | ১৫ নভেম্বর ২০১১ ২৩:১৪ | 122.172.248.98
আলোচনার মোড় ঘোরানোর ইচ্ছে নেই, কিন্তু আজ একটা লোকাল টিভি চ্যানেলে এটা দেখে শিউরে উঠেছি, তাই লিংকটা দিয়ে গেলাম।
Tim | ১৫ নভেম্বর ২০১১ ২৩:১৪ | 198.82.18.120
কি মুশকিল আমি কি গাড়ি নিয়ে এসেছি নাকি এদেশে? ঝাড়া একটি বচ্ছর বাসে-হেঁটে যাতায়াত করেছি। ড্রাইভিংই জান্তাম না। সেই সময়েই আমার শিকাগো এবং নিউ ইয়র্ক ঘোরা। এদেশে যে তুচ্ছাতিতুচ্ছ ক্যাম্পাসেও প্রচন্ড সিকিউরিটি সেটা অস্বীকার করতে পারো? দেশের ছোট ক্যাম্পাসগুলোয় সেটা দেওয়া সম্ভব না হয়ত, কিন্তু এটা তো ফ্যাক্ট যে কলেজ বন্ধ হলেই কোন কোন ক্যাম্পাস অপরাধের ডিপো হয়ে যায়।
Nina | ১৫ নভেম্বর ২০১১ ২৩:১০ | 12.149.39.84
নারে পাই--পোচ্চুর হেঁটেছি গোড়ার দিকে---রাতবিরেতে---কিন্তু এখন অতটা সেফ আর নেই। আমরা যখন এসেছিলাম মিড 80 এ তখনকার আম্রিগা আর আজকের আম্রিগায় অনেক তফাৎ। তবে আমার মেয়ে ও এক হট্ট কম্পানি--চষে বেড়ায় ন্যু ইয়র্ক ও অন্যান্য জায়গাও--বল্লেও শোনেনা---যাক বাবা বেশি বলবনা---টাচুড !! তাচ্চেয়ে ঐ পুরাকলের মন্ত্রই ভাল রাখে হরি মারে কে--মারে হরি রাখে কে ;-)) ম্যায় রণ মে ভঙ্গ দিয়া
Tim | ১৫ নভেম্বর ২০১১ ২৩:০৯ | 198.82.18.120
অতদূর যাওয়ার কি দরকার। এই সেদিন যদুপুরের ঘটনা নিয়ে সর্বত্র উত্তাল হলো। ছোট স্কেলে কি আর এসব কম হয়? তার কটা খবরের কাগজে আসে? সন্ধের পর যদুপুর ক্যাম্পাস কি নিরাপদ? যেখানে দিনের বেলাতেই এইসব হয়?
pi | ১৫ নভেম্বর ২০১১ ২৩:০৯ | 72.83.76.29
এটা তো লোক্যাল নিউজ টিম। দেশের কাগজের তো এরকম কোন লোক্যাল এডিশন পড়তাম না। অন্তত দেশে যতদিন থেকেছি। রাজ্য আর শহরের পাতা। এখানের লোক্যাল নিউজে খুব ছোট এলাকা কভার করে।
ইউনির ঘটনা গুলো ও খুব ই ছোট এলাকাতে। তাতেই যেধরণের ক্রাইমের ঘটনা রিপোর্টেড হয়, সেটা দেহে্সর কাগজের পড়া ঘটনার থেকে কম নয়, এটাই বলেছিলাম।
আর বল্লাম তো, গাড়িতে চলাফেরা করলে এই নিরাপত্তর অভাবটা অতটা টেরও পাবেনা।
pipi | ১৫ নভেম্বর ২০১১ ২৩:০৯ | 129.74.191.152
দেশে টেজার কিনতে পাওয় যায়? সান্দা?
sayan | ১৫ নভেম্বর ২০১১ ২৩:০৮ | 115.242.179.243
৫% এর মত ভাবাস কেন? ০.৫% কোথাকার!
pipi | ১৫ নভেম্বর ২০১১ ২৩:০৫ | 129.74.191.152
জেএনউ ক্যাম্পাসের তো খুব সুখ্যাতি নেই শুনেছি মেয়েদের নিরাপত্তার ব্যাপারে, ভুল জানতাম? তবে ইন জেনেরাল দেশের রিসার্চ/ইউনি/ইনস্টির ক্যাম্পাসে ক্রাইমের কথা কম শুনি। মনে হয় হাই প্রোফাইল কেস না হলে রিপোর্টেড হয় না বলে হয়তো। এই কারণে বলছি যে বর্ধমান ইউনির ক্যাম্পাসে এবং হাওড়ার নরসিংহ দত্ত কলেজে ঘটা কিছু ঘটনার শ্রোতা/সাক্ষী/ভুক্তভোগী আমি। কোন ক্ষেত্রেই ব্যাপারগুলো লাইমলাইটে আসে নি কারণ রিপোর্ট করা হয় নি বলে। আমি সিওর এরকম কেস অন্যান্য ক্যাম্পাসে/ইউনিতেও ঘটে কিন্তু মিডিয়ায় আসে না বলে আমরা জানতে পারি না।
আর ইয়ে, এদেশে রাতের বেলায় বাস স্ট্যাণ্ডে বসে থাকতে গেলে বা গ্রে হাউণ্ডের ব্যাপারে পাই যা বলল সে ব্যাপারে একমত। তাও বলব, দেশে গেলে একা একা সামান্য রাস্তা ঘাটে বেরোলে বা ট্রামে বাসে যে প্রবল নিরাপত্তাহীনতার বোধে ভুগি বা রাত হলে বাড়ি ফিরতে দেরী হলে চোরা আতঙ্কে, অমনটা এখানে নয়।
Tim | ১৫ নভেম্বর ২০১১ ২৩:০৫ | 198.82.18.120
ওরে না, না। লুকোচুরি সিনিমায় ছিলো। সান্দা হাইক্লাস ছাড়া ভাবতেই পারেনা। ৫% কোথাকার!
Tim | ১৫ নভেম্বর ২০১১ ২৩:০৪ | 198.82.18.120
"কোন অংশে কম যায়না" মানে কি ইকুইভ্যালেন্ট? ঃ-)
nk | ১৫ নভেম্বর ২০১১ ২৩:০৩ | 151.141.84.194
আমি খুব মন দিয়ে শুনছি, আপনারা বলুন।
sayan | ১৫ নভেম্বর ২০১১ ২৩:০৩ | 115.242.179.243
একটা গেস করলাম, বিভীষণের প্রতি ইন্দ্রজিৎ?
Tim | ১৫ নভেম্বর ২০১১ ২৩:০৩ | 198.82.18.120
এইত্তো মামী মনে রেখেছে। ""রোগ নয়, রোগের উপসর্গ মাত্র""। ঃ-)
pi | ১৫ নভেম্বর ২০১১ ২৩:০২ | 72.83.76.29
টিভি আমি দেখিনা, কিন্তু এখানকার লোক্যাল খবরের কাগজে রোজ যা খবর পড়ি, তা অন্তত দেশের থেকে কোন অংশে কম যায় না, এটুকু বলতেই পারি। এটাও তেমন কোন ক্রাইম প্রোন জোন নয়।
দেশের ক্যাম্পাসে এধরণের ঘটানা নিয়ে জানতে আমি ইচ্ছুক কিন্তু।
তাতিন তো এখন পাটনায়, বলতে পারবে।
Tim | ১৫ নভেম্বর ২০১১ ২৩:০১ | 198.82.18.120
না, কলকাতা শহরের দিনের আলোয় ভিড় রাস্তার ঘটনা বলেই তো মনে হয়েছিলো। এইটা হলো " ইন জেনেরাল" দেশের লোকের মেয়েদের প্রতি মনোভাবের কথা। ক্রাইমের রুট বলতে পারো।
sayan | ১৫ নভেম্বর ২০১১ ২৩:০১ | 115.242.179.243
টিম আমাকে ট্রিভিয়া দিলে ঠ্যাঙানি খাবি।
m | ১৫ নভেম্বর ২০১১ ২২:৫৯ | 117.194.39.81
ওয়েসিস কোনো তেল নহে উহা ভাইটালাইজার না কি যেন একটা!
pi | ১৫ নভেম্বর ২০১১ ২২:৫৮ | 72.83.76.29
দুদি, ঠিক।
Tim | ১৫ নভেম্বর ২০১১ ২২:৫৮ | 198.82.18.120
মেগাবাসে শিকাগো গেছি। রাত তিনটের সময় টোলিডো ডাউনটাউন থেকে বাসে উঠেছি। পান্ডববর্জিত বাসস্টপে কিন্তু কিছু হয়নি। শিকাগো থেকে ফিরতি বাস ছিলো রাত এগারোটায় (মামুদের বাড়ি না যেতে পারার দুঃখ আমার আজো যায়নি)। ওর চেয়ে "বিপজ্জনক" জায়গায় আমি আজ পর্যন্ত বাসের জন্য অপেক্ষা করিনি। তিন ঘন্টা বসেছিলাম। অসংখ্য পথের মানুষ সেখানে, কেউ কেউ ড্রাগ অ্যাডিক্ট, এবং সকলেই হতচ্ছিন্ন। আমার কাছে একজন পয়সা চেয়েছিলেন খাবারের জন্য। দিয়েছিলম অল্প কিছু। ভয়ে ভয়ে ছিলাম, ভেবেছিলাম যেকোনো স্মায় ছিনতাই হবে। হয়নি। এবার আমি যদি বলি যে "" আমার অভিজ্ঞতা ভালো, অতএব শিকাগোর ডাউনটাউন রাতবিরেতেও নিরাপদ, তাইলে ঘুড়ায় হাসবে।
আমার অভিজ্ঞতায়, গাড়ি না চালালে অ্যামেরিকাতে ভালো লাগে না। সেদেশের বেস্ট ব্যাপার হলো - ঐ মাইলের পর মাইল হাইওয়্যেস আর রিবন অফ স্কাইওয়েস। রেডিও, তুমি আর রাস্তা আর স্পীড এই না হলে দেশটা ঠিক ভেতরে ঢোকার সময় পায় না।
pi | ১৫ নভেম্বর ২০১১ ২২:৫৭ | 72.83.76.29
পিনাকীদার ঘরের জানলা ভেংএ টিভি ইত্যাদি নিয়ে গেহি্চল যেখান থেকে সেটাও ক্রাইম প্রোন বলে কুখ্যাত নয়।
ppn | ১৫ নভেম্বর ২০১১ ২২:৫৭ | 122.252.231.10
হ্যাঁ, মেল পাঠাচ্ছি একটা একটু পরে।
Bratin | ১৫ নভেম্বর ২০১১ ২২:৫৬ | 117.194.97.63
ভেজে দিয়েছি অপ্পন।
pi | ১৫ নভেম্বর ২০১১ ২২:৫৫ | 72.83.76.29
আর আমার স্যুটকেস গেছিলো নিউপোর্টের সালভে রেজিনা থেকে । কনফারেন্স শেষে। তারও ক্রাইম প্রোন জোন বলে কুখ্যাতি নেই।
sayan | ১৫ নভেম্বর ২০১১ ২২:৫৫ | 115.242.179.243
নীনাদি', ভারতবর্ষের নানা শহরে মাঝে মাঝেই খবর বেরোয়, অটোরিক্সা / ট্যাক্সি ড্রাইভার মালিককে ফিরিয়ে দিল দশ কোটি টাকা ভর্তি ব্যাগ, একঝুড়ি হীরে, দুই মণ সোনার বিস্কুট ইত্যাদি। ও দিয়ে আর কী প্রমাণ হয়? আম্রিগার পুলুশ ভালো? হবেও বা। শুধু তোমাদের ট্রাইস্টেটের একটিতে রিয়্যাল এস্টেটের ব্যাবসাদার আমাদের পাঞ্জাবী ল্যান্ড লর্ডের চোয়াল যেদিন কিছু লোকাল গুন ভেঙে দিয়ে গেছিল সেদিন কেউ রিপোট লেখেনি।
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন