এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • Abhyu | ১৩ নভেম্বর ২০১১ ০৪:২৭ | 97.81.107.241
  • হ্যালির সংখ্যার খুদে বৈজ্ঞানিকটা খুবই ভালো ছিলো। কেমন দিদিমার চশমার কাঁচ দিয়ে টেলিস্কোপ বানিয়েছিল।
  • nk | ১৩ নভেম্বর ২০১১ ০৪:০৪ | 151.141.84.194
  • প্রথম যে সংখ্যাটা হাতে এসেছিলো তখন হ্যালি নিয়ে সাজো সাজো রব, ওটা ছিলো ধূমকেতু সংখ্যা। সে বহুকাল আগের কথা। সেই সংখ্যায় ক্ষিতীন্দ্রনারায়ণ লিখেছিলেন একটা গল্প, তাতে নায়ক(নায়িকা না) শুচিস্মিতা ভট্টশালী, তখন সব মানুষের নামই নাকি খুবই ইউনিফর্ম হবে, ভবিষ্যতের গল্প কিনা! সেই হ্যালি যখন আবার আসবে সেই ২০৬২-৬৩ তে, তখনে। ডঃ ভট্টশালী যাচ্ছিলেন হ্যালীর ধূমকেতুর নিউক্লিয়াসে ল্যান্ড করতে। ঃ-)
  • nk | ১৩ নভেম্বর ২০১১ ০৩:৫৭ | 151.141.84.194
  • আমি পরের দিকের নাটবল্টুগুলো আর পড়তাম না, পুরানোগুলোর ধার ছিলো অনেক বেশি।
  • Tim | ১৩ নভেম্বর ২০১১ ০৩:৫৭ | 173.163.204.9
  • অদ্রীশ বর্ধনের অনুবাদে জুল ভার্ণ পড়েছিলাম। বেশ ভালো অনুবাদ।
  • nk | ১৩ নভেম্বর ২০১১ ০৩:৫৬ | 151.141.84.194
  • আরে কেন? কর্নেলিয়াস!
  • Abhyu | ১৩ নভেম্বর ২০১১ ০৩:৫৬ | 97.81.107.241
  • তাছাড়া আমার এক আত্মীয়ার নাম টিয়া। টিরা নামটা দেওয়া একটু রিস্কি হয়ে যাবে ঃ)
  • Abhyu | ১৩ নভেম্বর ২০১১ ০৩:৫৩ | 97.81.107.241
  • এবার বলবে আর ছেলে হলে নরবানর? সে ভারি বাজে ব্যাপার হবে।
  • Abhyu | ১৩ নভেম্বর ২০১১ ০৩:৫১ | 97.81.107.241
  • অদ্রীশ বর্ধনের অনুবাদ খুব ভালো লাগত।
  • nk | ১৩ নভেম্বর ২০১১ ০৩:৫১ | 151.141.84.194
  • আরে টিম, অভ্যু আর টিরা একেবারে এন্ট্যান্‌গ্‌লড হয়ে গেছে, ঐ গল্পের নাম অভ্যু আর ভোলে না, অভ্যুদের মেয়ে হলে নির্ঘাত নাম রাখবে টিরা। ঃ-)
  • Abhyu | ১৩ নভেম্বর ২০১১ ০৩:৫০ | 97.81.107.241
  • বল রে জবা বল
  • Abhyu | ১৩ নভেম্বর ২০১১ ০৩:৫০ | 97.81.107.241
  • নাট বল্টু চক্র প্রথম দিকে বেশ ভালো লাগত, পরে একটু কেমন গেঁজে যায়।
  • achintyarup | ১৩ নভেম্বর ২০১১ ০৩:৪৮ | 59.93.240.231
  • কটা ভাল ভাল শ্যামাসঙ্গীত বল তো
  • Tim | ১৩ নভেম্বর ২০১১ ০৩:৪৮ | 173.163.204.9
  • বাপরে তোমাদের কি স্মৃতিশক্তি। টিরা গ্রহের ভয়ঙ্কর আমি পড়েছিলাম, অথচ অভ্যু বলার আগে অবধি মনেই ছিলোনা। ঃ-(
  • nk | ১৩ নভেম্বর ২০১১ ০৩:৪৫ | 151.141.84.194
  • অনুবাদ করা বেশ শক্ত কাজ। ঠিকঠাক মতন না হলে কেমন যেন ম্যাদা মেরে যায়, এদিকে ভালো হলেও লোকে সন্দেহ করে যে অনুবাদক নিজে নিজে গুঁজে দিয়েছেন রঙ্গিলাত্ব। খুবই থ্যাংকলেস জব।
    তাও কিন্তু বেশ বেশ ভালো ভালো অনুবাদ বেরোতো সেযুগের কি জ্ঞা তে।
  • nk | ১৩ নভেম্বর ২০১১ ০৩:৪২ | 151.141.84.194
  • পূজাবার্ষিকীতে একবার ছিলো অদ্রীশ বর্ধনের "ম্যাটার হর্ণ"। চমৎকার গল্প। প্রফেসর নাট বল্টু চক্রকে নিয়ে। বেশ মজারও। ঃ-)
  • Abhyu | ১৩ নভেম্বর ২০১১ ০৩:৪১ | 97.81.107.241
  • তা তো জানি না।
  • nk | ১৩ নভেম্বর ২০১১ ০৩:৪১ | 151.141.84.194
  • মূল গল্পটা কার? আজিমভের?
  • Abhyu | ১৩ নভেম্বর ২০১১ ০৩:৩৮ | 97.81.107.241
  • খুদে বৈজ্ঞানিক।
  • Abhyu | ১৩ নভেম্বর ২০১১ ০৩:৩৬ | 97.81.107.241
  • ইয়েস মনে আছে। কিশোর জ্ঞান বিজ্ঞান খুব ভালো লাগত। উপন্যাস থাকত। পূজাবার্ষিকীতে টিরা গ্রহের ভয়ঙ্কর। ধারাবাহিক নরবানরের গ্রহে।
  • nk | ১৩ নভেম্বর ২০১১ ০৩:৩৩ | 151.141.84.194
  • অভ্যু, ক্যান্টোলিয়ার গল্পটা মনে আছে? আমি হাজার খুঁজেও মূল গল্পটা পেলাম না এই গুগল্‌যুগেও। ঃ-(
    কি জ্ঞা বি তে অনুবাদ বেরিয়েছিলো, একটা ছোট্টো দেশ যার প্রতিরক্ষা বলতে গুটিকয় পুলিশ, কোনো সৈন্য নেই কারণ দেশটা বেশী নজর দেয় মানুষের স্বাস্থ্যে আর চিকিৎসায়-সেই দেশ অধিকৃত হলো, কিন্তু শত্রুরা পালাতে বাধ্য হলো কী একটা ভয়াবহ মহামারী শত্রুসৈন্যদের ধরলো বলে, দেশের লোকে কিন্তু বিন্দাস, কারণ ওদের টিকা নেওয়া ছিলো বা আগে থেকেই সহজাত প্রতিরোধ ছিলো---মনে পড়ছে গল্পটা?
  • nk | ১৩ নভেম্বর ২০১১ ০৩:২৯ | 151.141.84.194
  • হ্যাঁ, কেয়া আর কাক। সন্দেশ দিয়েছিলো কাককে।
  • kk | ১৩ নভেম্বর ২০১১ ০৩:২৫ | 107.3.242.43
  • হ্যাঁ, শুকতারারটাও পড়েছি। কেয়া আর কাক? কাককে কাঁচাগোল্লা দিয়েছিলো? খুব দুঃখের।
  • Abhyu | ১৩ নভেম্বর ২০১১ ০৩:২২ | 97.81.107.241
  • খুব সুন্দর গল্প।
  • nk | ১৩ নভেম্বর ২০১১ ০৩:২০ | 151.141.84.194
  • দারুণ গল্প। আমি আগে পড়িনি এটা।
    শুকতারাতে এই ধরনের কিন্তু অনেক আলাদা একটা গল্প পড়ছিলাম, একটা বাচ্চা মেয়ে আর একটা কাকের বন্ধুত্বের গল্প, কাকটা জানালায় এলে তবে খুকী দুধভাত খেতো, কাককেও দিতে হতো। সে গল্পের শেষটা অবশ্য দুঃখের।
    কী ভালো ভালো সব গল্প যে প্রকাশিত হত তখন ছোটোদের জন্য।
  • kk | ১৩ নভেম্বর ২০১১ ০৩:১৪ | 107.3.242.43
  • পরমা চার বছরের ছোট্ট মেয়ে। ওর জন্মদিনে বাবা ময়না পাখি কিনে দিলেন। কিছুদিন পরে ওরা দিল্লীর পাট তুলে কলকাতা চলে যাবে। পাখিকে তো আর অত ঝামেলা করে সঙ্গে নেওয়া যাবেনা? পরমা কেঁদে আকূল। মা বললেন পাখিকে খাঁচা খুলে আকাশে উড়িয়ে দিতে। ওকে কলকাতার ঠিকানা বলা আছে, নিজেই চলে যাবে। পরমার বিশ্বাস হয়না। কিন্তু কি আর করবে? দিলো উড়িয়ে। এক সপ্তাহ পরে কলকাতার বাড়িতে পৌঁছে দেখে ওর পিসিমণি একটা খাঁচা এনে বাড়িয়ে ধরেছে, ওমা তার মধ্যে ময়না পাখি। পরমা পাহির সাথে ট্রেনে আসার গল্প করতে ব'সে গেলো। সে তো আর জানেনা মায়ের চিঠি পেয়ে পিসিমণি কালই হাতিবাগান বাজার থেকে ময়নাপাখি কিনে এনে রেখে দিয়েছে?

    (একটু এধার ওধার হয়ে থাকতে পারে, তবে মূল গল্পটা এইই।)
  • nk | ১৩ নভেম্বর ২০১১ ০৩:০৭ | 151.141.84.194
  • "পরমার পাখি" কোন গল্পটা? হয়তো পড়েছি, হয়তো বা পড়িনি, কেজানে!
  • nk | ১৩ নভেম্বর ২০১১ ০৩:০৫ | 151.141.84.194
  • আহা, ভদ্রলোক কোনোদিন জানতেও পারবেন না ওঁর লেখার একনিষ্ঠ ভক্ত রয়ে গেছে পৃথিবীর এক কোণায়।ঃ-)
    ওঁর যাদু আমি কোনোদিন দেখিনি, আমাদের ওখানে একবার গেছিলেন দল নিয়ে, কিন্তু আমি তখন কী কারণে যেন ছিলাম না। কিন্তু তাতে কিছু না, ওনার লেখাগুলোর যাদুতে আমি একেবারে মন্ত্রমুগ্‌ধ। ঃ-)
  • kk | ১৩ নভেম্বর ২০১১ ০২:৫৯ | 107.3.242.43
  • নামটা তো মনে নেই ঃ(। আরেকটা গল্পও আমার খুব ভালো লেগেছিলো, 'পরমার পাখি'। পি সি সরকারেরই। উনি তো শুকতারাতে এখনও লেখেন। স্পেনে ম্যাজিক দেখানো নিয়ে লিখেছেন না এইবারের শারদীয়াতে?
  • nk | ১৩ নভেম্বর ২০১১ ০২:৪০ | 151.141.84.194
  • জানতাম তোমার মনে থাকবে। ঃ-)
    এত ভালো লেগেছিলো লেখাটা। যাদুকর যে ওরকম লিখতেও পারেন সেই প্রথম ওনার লেখা পড়লাম, পরে তো মনে হয় আরো কিছু লিখেছেন। কেমন একটা তেজী সরল ভাব আছে ওনার লেখায়। সেই গণেশের দুধ খাওয়ার হুজুগের সময় শুকতারায় বা বর্তমানে ওনার একটা লেখা পড়েছিলাম, সেটাও দারুণ ছিলো। গ্লাসভর্তি দুধ নিয়ে গণেশের কাছে গিয়ে দাঁড়িয়ে আছেন, দাঁড়িয়েই আছেন, আর "নাও বাবা নাও" বলছেন কিন্তু গনেশ আর নেন না। তখন করুণমুখে পিসি কইছেন, "সবার দেওয়া দুধ খাচ্ছো, আমারটা খাবে না? আমি সামান্য যাদুকর, আমি কী দোষ করলাম? " ঃ-)
    ঐ পশুরাজের গল্পটার নামটা মনে আছে?
    পিসি র লেখাগুলোর সংকলন বার হওয়া উচিত।
  • Tim | ১৩ নভেম্বর ২০১১ ০২:৩৭ | 173.163.204.9
  • এই গল্পটা চেনা চেনা লাগছে। নাম কি ছিলো?
  • kk | ১৩ নভেম্বর ২০১১ ০২:২৩ | 107.3.242.43
  • হ্যাঁ, মুখসামালি পিঠে খাইয়েছিলো। ঋক্ষ ব'লে ভালুক ছিলো, সে সিংহ রাজার খুব মোসাহেব সেজে থাকতো। কিন্তু আসলে অমনি করে রাজার বিশ্বাস অর্জন করে প্রজাদের সাথে তলে তলে কাজ করতো।
  • nk | ১৩ নভেম্বর ২০১১ ০২:১৮ | 151.141.84.194
  • আমারও চলে যাচ্ছে মোটামুটি। কিছু কিছু পুরানো বই আবার করে পড়ছি, এখন চলছে আবুল বাশারের রাজাবলি আর কার্ল সাগানের কন্ট্যাক্ট। আর লেখালিখি আমাকে ছেড়ে প্রায় উধাও।
    আচ্ছা কেকে, তোমার কি মনে আছে পিসি সরকারের একটা লেখা বেরিয়েছিলো অনেক দিন আগে, সেখানে পশুরাজ প্রজাদের টাকা মেরে প্রাসাদ বানিয়ে সেখানে চলে যেতে চাইছিলো, এদিকে তার গুপ্তচর হরিণদের খাবারে সেঁকোবিষ দিয়েছে বল্লো, রাজা না জেনে সেটাই বাজেয়াপ্তো করে এনে খেয়ে ফেলেছেন, মধুমাখা ক্ষীরের নাড়ু না কী যেন, সেঁকোবিষ শুনে তিনি মাটিতে পড়ে চোখ উল্টে কাতারাতে লাগলেন---তোমার মনে পড়ছে একটুও?
  • Abhyu | ১৩ নভেম্বর ২০১১ ০২:১৪ | 97.81.107.241
  • খেরোর খাতার ছবিগুলিও দারুন। সেই কোমরে দড়িবাঁধা মেয়েটাকে দোতলা থেকে নামানো হচ্ছে।
  • kk | ১৩ নভেম্বর ২০১১ ০২:০৭ | 107.3.242.43
  • নিশি, না লিখিনি কিছু। পড়ছি এখন 'খেরোর খাতা' ,তবে নতুন নয়। রাঁধলাম, মানে বানালাম পিক্যান চীজ ওয়েফার আর একটা হোল হুইট পাঁউরুটি। তুমি?
  • nk | ১৩ নভেম্বর ২০১১ ০২:০২ | 151.141.84.194
  • কেকে, নতুন কিছু লিখলে? পড়লে? রাঁধলে?
  • nk | ১৩ নভেম্বর ২০১১ ০১:৫২ | 151.141.84.194
  • সিজার আর ক্লিওপ্যাট্রার ঝগড়া দারুণ চমৎকার! থ্যাংকু অভ্যু। ঃ-)
    কেসির এতো টোটকা শুনে ওকে একটা বিনা-কালোয়াতি পাতি গান রেকো কল্লাম, সেখানে আছে "হাতে বাঁশি থাকতে যে তুই বাজালি না কেন?" ঃ-)
    এর বেশী তো আর খোলা পাতায় কওয়া যায় না। ঃ-) ঃ-) ঃ-)
  • Abhyu | ১৩ নভেম্বর ২০১১ ০১:৪৯ | 97.81.107.241
  • প্রথমে নাম ছিল ইউনিকর্ণ জাহাজের রহস্য। এখন বলে বোম্বেটে জাহাজ।
  • ppn | ১৩ নভেম্বর ২০১১ ০১:৪৮ | 112.133.206.22
  • অভ্যুকে থ্যাংকু। ঃ)
  • Zzzz | ১৩ নভেম্বর ২০১১ ০১:৪৮ | 99.227.174.103
  • এখন শুনছি http://mio.to/yIXYU... রকস্টারের এই একটা গানই ভাল লাগল। কিন্তু সিনিমার রিভিউ কই?
  • ppn | ১৩ নভেম্বর ২০১১ ০১:৪৬ | 112.133.206.22
  • আব্বে পড়ুম না ক্যান। তবে সেঃক্রিঃবঃ বাংলায় পড়ি নাই।
  • Tim | ১৩ নভেম্বর ২০১১ ০১:৩৯ | 173.163.204.9
  • দেকেচো, কমরেড অপ্পন পজ্জন্ত মাতৃভাষায় টিন্টিন পড়ে নাই।
  • ppn | ১৩ নভেম্বর ২০১১ ০১:৩৪ | 112.133.206.22
  • বাংলা নামটা জানতাম না।
  • ppn | ১৩ নভেম্বর ২০১১ ০১:৩৩ | 112.133.206.22
  • ও আচ্ছা আচ্ছা। ঃ)
  • Abhyu | ১৩ নভেম্বর ২০১১ ০১:৩২ | 97.81.107.241
  • ১ঃ২০র পোস্ট দুটো দ্যাখো না -
  • Abhyu | ১৩ নভেম্বর ২০১১ ০১:৩১ | 97.81.107.241
  • কিচ্ছু ছড়াই নি - সেভেন কৃস্টাল বলস্‌ই বাংলায় মমির অভিশাপ হয়েছে ঃ)
  • ppn | ১৩ নভেম্বর ২০১১ ০১:৩০ | 112.133.206.22
  • অভ্যু ছড়িয়ে লাট করছে। সেভেন ক্রিস্টালস বল্‌স হল প্রিজনার অফ সান বা সূর্যদেবতার বন্দীর আগের পার্ট।
  • siki | ১৩ নভেম্বর ২০১১ ০১:২৯ | 122.177.237.71
  • না রাত হল, ঘুমোতে যাই। ঃ-(
  • siki | ১৩ নভেম্বর ২০১১ ০১:২৮ | 122.177.237.71
  • এবং আমি আবার ভুল। ক্যালকুলাসের কাণ্ড হল ক্যালকুলার অ্যাফেয়ার্স। মমির অভিশাপ হল সেভেন ক্রিস্টাল বলস, অভ্যু আর অর্পণ দুজনেই ঠিক ঃ-)))

    সব বাংলায় পড়ার ফল।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত