এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • Tim | ১৬ নভেম্বর ২০১১ ০০:৩৯ | 198.82.18.120
  • বাঙালদের কথা লেখার সময় আগে তারা দিতে হয়।
  • Netai | ১৬ নভেম্বর ২০১১ ০০:৩৯ | 122.161.252.23
  • ছবিতে দেখেছি টিমদা। কিচ্ছু নেই। অবশ্য দিনের বেলার ছবি।
    দিদি তুলে এনেছিল। নিজের চোখে দেখা হয় নাই।
  • ppn | ১৬ নভেম্বর ২০১১ ০০:৩৯ | 122.252.231.10
  • অ!
  • byaang | ১৬ নভেম্বর ২০১১ ০০:৩৮ | 122.172.248.98
  • রিমির ১২ঃ৩৬কে সুপারডুপারলাইকিয়ে গেলাম। ঃ-))))
  • Nina | ১৬ নভেম্বর ২০১১ ০০:৩৮ | 12.149.39.84
  • প্পন ;-) ভুল কিন্তু ভুল নয়
  • Netai | ১৬ নভেম্বর ২০১১ ০০:৩৭ | 122.161.252.23
  • প্পনদার মনে পাপ। ওটা ফুটনোট।
  • pi | ১৬ নভেম্বর ২০১১ ০০:৩৭ | 72.83.76.29
  • মানে নিনাদি বলতে চাইছে নিরীহ বাঙাল লিখলে বাঙালরা মারতে আসবে ? ঃ)
    নিগ্‌ঘাত বাঙালরাই মিন করেছো । কারণ নিরীহ কথাতেই যখন তাদের আপত্তি :p
  • Tim | ১৬ নভেম্বর ২০১১ ০০:৩৭ | 198.82.18.120
  • হাঙর নেই? জলদস্যু? সামুদ্রিক ঝড়?
  • rimi | ১৬ নভেম্বর ২০১১ ০০:৩৬ | 168.26.205.19
  • পাই, সেল্ফ ডিফেন্স ক্লাস নে। খুব কাজে লাগবে। আমি ঐ ক্লাসে এক প্যাঁচ শিখে আকাকে শুইয়ে দিয়েছিলাম ঃ-) অবশ্য একবারই। পরে আকাও শিখে গেছল।
  • ppn | ১৬ নভেম্বর ২০১১ ০০:৩৬ | 122.252.231.10
  • কিন্তু, নীনাদি ঐ *** দিয়ে কী বোঝাতে চাইল? ঃ-o
  • Netai | ১৬ নভেম্বর ২০১১ ০০:৩৬ | 122.161.252.23
  • বাল্টিমোর জনিনা, তাবে বাল্টিক সাগর কিন্তু খুব সেফ। যেদিক তাকাও শুধু নীল আর নীল। শান্ত জলরাশী। কোন লোক পর্যন্ত নেই। গুন্ডা তো ছেড়েই দিলাম।
  • Nina | ১৬ নভেম্বর ২০১১ ০০:৩৪ | 12.149.39.84
  • এই রে মারিস না --***বাঙালী ছেলে
  • Nina | ১৬ নভেম্বর ২০১১ ০০:৩৩ | 12.149.39.84
  • ওরে নেত্য, এটা গল্প নয়--সত্যি ঘটেছিল--ভেরি মাচ ঘটেছিল ঃ-)
    আহারে আবার দু বছর আগে আর একটি নিরীহ বাঙাল ছমাসের কাজে এখানে ঘুরে গেল--(ফিলিতেই) তার কানের পাশে বিবি গানের গুলি ঢুকে গেছে--সে আম্রিগা থেকে ঐ পেজেন্ট নিয়ে দেশে ফিরেছে ঃ-((
  • pi | ১৬ নভেম্বর ২০১১ ০০:৩২ | 72.83.76.29
  • প্‌প্‌ন, ওক্কে ঃ

    নিনাদির গল্পটা যা তা ঃ))
  • Tim | ১৬ নভেম্বর ২০১১ ০০:৩১ | 198.82.18.120
  • তবে যাই বলো বাপু, বাল্টিমোর আমি চিরকালই জানি বেজায় আনসেফ জায়গা। আর দক্ষিণের রাজ্যগুলো নিয়েও বিস্তর গপ্প আছে। অনেকটাই স্টিরিওটাইপ, তবে কিছুটা সত্যিও।
    আমি আগে ওহায়োতে থাকতাম। এখন ভার্জিনিয়া। আগের থেকে বেশি ক্রাইমের খবর পাই। নর্থ ক্যারোলিনাতে আরো বেশিই হয়, রলে ইত্যাদি এরিয়ায়। আরো দক্ষিণের খবর যা পাই তা আরো খারাপ। এইটা আমার পার্সেপশন। ইন জেনেরাল বললাম।
  • Nina | ১৬ নভেম্বর ২০১১ ০০:৩১ | 12.149.39.84
  • ঃ-))))) দেশকুমারী শুনলেই মনে হয় মিত্তি মিত্তি বেতসলতা--চোখে আগুন ঃ-)
  • Netai | ১৬ নভেম্বর ২০১১ ০০:৩১ | 122.161.252.23
  • নীনাদির গল্পটা একঘর
    ঃ))
  • ppn | ১৬ নভেম্বর ২০১১ ০০:২৯ | 122.252.231.10
  • পাই, ঐ পোস্টটা টিমের জন্য ছিল। নাম লিখিনি। লেখা উচিত ছিল।

    (যা হয়, আর কী)
  • Nina | ১৬ নভেম্বর ২০১১ ০০:২৯ | 12.149.39.84
  • ৯১১ তো প্রোগ্রাম করা--দৌড়াতে দৌড়াতে টিপে দিবি একটা বোতাম ঃ-)

    পিপি স্ট্রেপ ঠ্রোট গলার ভেতর আলো ফেলে কিছু দেখেছে তাই বোধহয়! যাক ওশুধ পড়েছে নিশ্চিন্ত!

    টিম্ভাই --তায় আবার বিরাটাকার ধাক্কা--শরীরের খিল নড়ে গিয়েছিল লিচ্চয় ঃ-))
  • pi | ১৬ নভেম্বর ২০১১ ০০:২৭ | 72.83.76.29
  • এবং শেষ দুবার একই লোক। এটা খুব বেশিদিন আগের ঘটনাও নয়। সেই রাস্তা দিয়েই আমাকে রোজ যেতে হয় এবং আমার্ভয় করে। এই নিরাপত্তাহীনতার ভয় হয়তো আমি দেশকুমারী বলে বোধ করি। হতে পারে।
  • Tim | ১৬ নভেম্বর ২০১১ ০০:২৭ | 198.82.18.120
  • বাজে ব্যাপার। পুলিশ তো এক্ষেত্রে ভালো করে ফলো আপ করে।
    আসলে হয়ত আজ্জোদার পয়েনটাই ঠিক ক্রাইম ডেন্সিটি বেড়ে গেলে সেক্ষেত্রে পুলুসের এফিশিয়েন্সিতেও টানাটানি পড়ে। এটা পপুলেশনের সাথে সমানুপাতিক হতেই পারে।
  • pi | ১৬ নভেম্বর ২০১১ ০০:২৪ | 72.83.76.29
  • হ্যাঁ, পিপি, একবার কিছু হয়ে গেলেই হয়তো ভয়টা বেশি ধরে যায়। ঐ রিমিদি যা বল্লো।

    টিম, তিনটে ঘটনাই, কথা নেই বার্তা নেই, তাদের গাড়িতে ওঠানোর জন্য জোরাজুরি। পুলিশকে আমি কী বলবো ? ঘটনাস্থল থেকে তো দৌড় মেরেছি। গাড়ির নং জানিনা, মেক জানিনা। তখন দৌড়াবো না ৯১১ কল করবো ?
  • Tim | ১৬ নভেম্বর ২০১১ ০০:২৪ | 198.82.18.120
  • ব্যাগ চেয়ে নিয়ে ঠিকই করেছে। ধাক্কা খাওয়ার একটা পারিশ্রমিক নেই?
  • pipi | ১৬ নভেম্বর ২০১১ ০০:২৪ | 129.74.191.152
  • হা হা হা হা নীনাদি এইটা দারুন ঃ-)))
  • Nina | ১৬ নভেম্বর ২০১১ ০০:২২ | 12.149.39.84
  • বেশ কিছুদিন আগের কথা--কলকাতা থেকে কাজে (90 র গোড়ায়) একটি রোগা পাতলা ছেলে এসেছিল ফিলিতে---তাকে পোচ্চুর ভয় পাইয়ে ছে দেশে ও এদেশেও কলিগরা----ফিলিতে ভীষণ কালুয়া--ওরা মেরে দেয়, ব্যাগ ছিনতাই করে----
    সে বেচারা সন্ধ্যেবেলা বড্ড ক্ষিদে সহ্য না করতে পেরে একটু বেড়িয়েছে --যে কাছাকাছি কিছু চট করে খেয়ে নেবে!
    যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যে হয়---হবি ত হ' এক বিশাল কালুয়া এসে তাকে এক ধাক্কা--সে তো ছিটকে পড়ে গেল--কালিয়াও হনহন করে চলে যাচ্ছে--সে পকেটে হাত দিয়েই বুঝল --ব্যাগ ছিনতাই---সব্বনাশ! তার সমস্ত কনটাক্ট নাম্বার, টাকা সব ঐ ব্যাগে--সে মরিয়াহয়ে ছুটল --কালুয়ার কাছে গিয়ে কাকুতি মিনতি
    স্যার প্লিজ দিয়ে দাও ব্যাগ, আমি মারা পড়ব--
    কালুয়ার দয়া হল --কি ভেবে সে ব্যাগটা দিয়ে দিল
    ছেলেটি এক দৌড়ে হোটেলের ঘরে ফেরৎ ---খুব শিক্ষা হয়েছে--খেয়ে কাজ নেই---ঘরে ঢুকে চেয়ারে বসে দেখে
    একি টেবিলের ওপর ঠিক ওরই মতন আর একটা ব্যাগ!!!

    সে কালো ভদ্রলোক যে কি গল্প বলেন--একটি ইন্ডিয়ান কেমন করে তাঁর ব্যাগ চেয়ে নিয়েছিল--এ আর আমাদের জানা হয় নাই ঃ-(
  • Tim | ১৬ নভেম্বর ২০১১ ০০:২১ | 198.82.18.120
  • আমি শুনেছি মুম্বইতে মেয়েদের নিরাপত্তাও অনেক বেশি। সেদিক থেকেও মুম্বই অনেক অন্যরকম। লুরুও হয়ত তাইই হবে।
  • pi | ১৬ নভেম্বর ২০১১ ০০:২০ | 72.83.76.29
  • মুম্বইতে সাধারণ মানুষের সাথে ক্রাইম তো অনেক কম ই হয়।

    আন্ডার ওয়ার্ল্ডের ক্রাইমের প্রসঙ্গ আনলে ডিসকাশন অন্যদিকে চলে যায়।

    আর আমি যে কথাগুলো বলছি, সেগুলো ক্যাম্পাস ক্রাইমের সাথে রিলেটেড তো।
  • Tim | ১৬ নভেম্বর ২০১১ ০০:১৯ | 198.82.18.120
  • এই প্রথম রিমিদি একটা এতবড়ো পোস্ট করলো গরু রচনা এড়িয়ে। ;-)
  • aka | ১৬ নভেম্বর ২০১১ ০০:১৬ | 168.26.215.13
  • আমার রসগোল্লা খেতে ভালো লাগে, কারুর কারুর ক্রিস্পি ক্রিমের ডোনাটস (অজ্জিনাল গ্লেজড)। সে আর কি করা যাবে? এই নিয়ে তক্কো কি করে হয়?

    ওভারঅল ক্রাইম ডেন্সিটি দিয়ে বিচার করে, পুলুশের এফেক্টিভনেস দিয়ে বলতে হবে। তাইলে খানিক বুঝি।
  • rimi | ১৬ নভেম্বর ২০১১ ০০:১৬ | 168.26.205.19
  • এইখানে আমার অভিজ্ঞতা না বললে তো চলছেই না।

    আমেরিকা যখন প্রথম এলাম, আমার জুটেছিল কিছু চৈনিক বন্ধু। তারা আমাকে রোজ বলত আমেরিকার মতন নিরাপদ জায়গা পৃথিবীতে আর নেই। ওরা বলত, তুমি যে কোনো দামী জিনিষ ফেলে রেখে যাও, ঠিক ফেরৎ পাবে, চায়না হলে কিন্তু পেতে না, ইত্যাদি। আর সত্যি তাই হয়েওছিল, একদিন আমার ওয়ালেট হারালো। কিছুক্ষণ বাদেই এক সুন্দরী আমেরিকান মেয়ে হাঁফাতে হাঁফাতে এসে ওয়ালেট ফিরিয়ে দিয়ে গেল। কিছুই খোয়া যায় নি। সুন্দরী মেয়েদের প্রতি, আর আমেরিকার প্রতি আমার শ্রদ্ধাও দৃঢ় হল।

    কিন্তু এর দুদিন বাদেই আমার চৈনিক বন্ধুর সাইকেল চুরি গেল ক্যাম্পাস থেকে। সে আবার আমেরিকার প্রতি গভীর বিশ্বাসে সাইকেলে তালা পর্যন্ত দিত না। এরপরে কয়েক বছর পরে তালা দেওয়া স্বঙ্কেÄও আমার সাইকেলও চুরি হয়েছিল। সেটা আবার ৩০০ ডলারের একখান মাউন্টেইন বাইক ছিল।

    এদিকে তখনো তো আমেরিকার বিখ্যাত সেক্স ক্রাইমের কথা জানিই না। মাঝে মাঝেই ল্যাবে রাত কাটাতাম। বহুদিন একেবারে একাও থেকেছি ল্যাবে। ভূতের ভয় আমার কোনোদিনই ছিল না। রাত ১২টা ১টায় ফেরা তো প্রতিদিনের ঘটনা ছিল। প্রথম যখন ক্যাম্পাসে এলাম, আগস্ট মাসের কাঠফাটা গরম, তখন সাইকেলও ছিল না। বিশাল ক্যাম্পাসের মধ্যে একটা বিল্ডিং খুঁজে পাচ্ছিলাম না। তখনও ক্লাস শুরু হয় নি। চারদিক একদম নির্জন। কোথাও কাউকে পাচ্ছিও না যে রাস্তা জিজ্ঞেস করব। এমন সময়ে একটা বিল্ডিংএর মধ্যে দেখি কিছু কনস্ট্রাকশন ওয়ার্কার কাজ করছে। তাদের বললাম আমি এদেশে নতুন, ক্যাম্পাসে নতুন, হারিয়ে গেছি। তখন তাদের একজন আমাকে গাড়িতে করে নিয়ে গিয়ে যথাস্থানে নামিয়ে দিল। কোনো অসভ্যতা পর্যন্ত করে নি। এরপরে, সেই প্রি-সাইকেল যুগেই, চাঁদি ফাটা গরমে হাঁটতে দেখে এক দয়ালু যুবক আমাকে গাড়িতে লিফট দিয়েছিল। আমিও দিব্বি লিফট নিয়েওছিলাম।

    কিন্তু এক বছর যেতে না যেতেই টের পেলাম, ওরে বাবা!!! আমাদেরই ক্যাম্পাসে এক সিরিয়াল কিলার উপস্থিত। অ্যাদ্দিন জানতাম এইসব শুধু ফিলিমেই হয়। কিন্তু আমাদের ক্যাম্পাসে একের পর এক মেয়ে খুন হতে থাকল, কিম্বা নিখোঁজ হতে থাকল। বায়োলজিতে পি এচ ডি করতে একটি মেয়ে, তাকে আমি চিনতাম। সে যখন খুন হল, ভয়ে হাড় হিম হয়ে গেছিল। এদিকে আমি সে সময় একাই একটা বাড়িতে থাকতাম। শোবার আগে ভারি সোফাটা টেনে দরজা আটকে দিতাম, তার ওপরে প্লেট, বাটি গ্লাস ইত্যাদি চুড়ো করে রাখতাম, যাতে দরজা ঠেকে ঢুকতে গেলে শব্দ হয়। সেসব মহাভারত। যাহোক, সিরিয়াল কিলার পুরো তিন বছর ধরে জ্বালিয়ে খেয়ে শেষে ধরা পড়ল। এখন সে ডেথ রোতে আছে।
    আমার রাতে ল্যাবে থাকা, একা রাত করে বাড়ি ফেরা সব বন্ধ হল। রাতে বেরোলে ক্যাম্পাস ট্রান্সিট ব্যবহার করতাম। আমার ব্যাগে পেপার স্প্রে থেকে শুরু করে স্টান গান পর্যন্ত সব থাকতো।
    সেই থেকে আমি খুব সাবধান হয়ে গেছি। পেপার স্প্রে এখন রাখি না আর। সেটা অন্য গপ্প। কিন্তু সেল্ফ ডিফেন্স ক্লাস নিয়েছি। আর বাড়িতে সিকিউরিটি অ্যালার্ম সবসময় অন থাকে।
  • Tim | ১৬ নভেম্বর ২০১১ ০০:১৪ | 198.82.18.120
  • আমি ক্যানো সাইকো দেখিনি?

    পাইকে কি বলেছিলো?
  • pipi | ১৬ নভেম্বর ২০১১ ০০:১৩ | 129.74.191.152
  • নিরাপত্তার অভাব দেশে অনেক, অনেক বেশি বলে আমার মনে হয়। হয়তো সেটা এদেশে এখনো অবধি কোন খারাপ ঘটনার সম্মুখীন না হওয়ার জন্যই হয়তো (টাচউড!)।

    নিনাদি,
    কাল গেলুম তো ইমিডিয়েট কেয়ারে। আড়াই ঘন্টা বসিয়ে রেখে শেষমেষ ডাক্তারের দেখা মিলল। বলল্‌ত তো স্ট্রেপ থ্রোট কিন্তু কি করে বলল বুঝলাম না! থ্রোট সোয়াব করল না, খালি সিম্পটম দেখেই অ্যান্টিবায়োটিক দিয়ে দিল! স্ট্রেপ থ্রোট আমার প্রায়শই হয় কিন্তু তার সাথে এবারের সিম্পটমের কোন মিল নেই! ডাক্তারকে বললামও যে একবার সোয়াব করিয়ে কনফার্ম কল্লে হত না? বলল ল্যাব বন্ধ হয়ে গেছে, সে কত্তে চাইলে কাল এসো। আমি আর কি বলব, কাল থেকে অ্যান্টিবায়োটিক খাচ্ছি। ব্যথাটা একটু কম কিন্তু খকখক যেমন চলছিল তেমনিই চলছে।
  • pi | ১৬ নভেম্বর ২০১১ ০০:১৩ | 72.83.76.29
  • * ঘাড়ের

    আমার ব্যাগ কেউ কেটে নেবে, এর থেকে বন্দুক ঠেকিয়ে ব্যাগ চাইবে, এর ভয় আমার বেশি।

    দিন দুপুরে পাশের অ্যাপার্টমেন্ট হাউস থেকে বেরোনো একটা গাড়ি থামিয়ে কেউ ওরকম কিছু বলবে, এইসব সাইকোদের থেকে ভয় ও বেশি।
  • aka | ১৬ নভেম্বর ২০১১ ০০:১২ | 168.26.215.13
  • হ্যাঁ সিরিয়াল কিলারের ভয় এদেশে এবং যেকোন সাদা দেশে বেশি। সেটা সত্যি। কিন্তু তারসাথে ক্যাম্পাস ক্রাইম, আটলান্টা বা বাল্টিমোরের ক্রাইমের কোন সম্পর্ক নেই। মুম্বাইতে পাই খুব ভালো ছিল, কারণ মুম্বাইতে পাতি ক্রাইম হয় না অনেক বড় বড় লেভেলে ক্রাইম হয়। এইসব আর কি।
  • pi | ১৬ নভেম্বর ২০১১ ০০:০৭ | 72.83.76.29
  • যে কেউ যে কোন সামান্য কারণে যে কোন মুহূর্তে গুলি চালিয়ে দিতে পারে, আশে পাশেই কোন সাইকো ঘুরে বেড়াচ্ছে, এই ঘাড়ে উপর নিশ্বাস ফেলা ভয়টা এদেশে বেশি হয়। এটাকেই আমি নিরাপত্তর অভাব বলেচি।
    ডাকলে এদেশের পুলিশ আসেনা, দেশের পুলিশ এসে উদ্ধার করে দ্যায়, দেশে আইন শৃঙ্খলা এখানের থেকে বেটার এরকম কোন কথা আমি আদৌ বলেছি বলে মনে পড়ে না। সেগুলো মুখে বসালে দেশকুমারী বিজেপির পোটেনশিয়াল ক্যাডার বলতে সুবিধা হলে তাই সই ঃ)

    পুলিশ আসার আগেই অনেক ইরিভার্সেবল ড্যামেজ হয়ে যায়, আর সেই ভয়টা থাকে, এটাই বলার ছিল।
  • aka | ১৬ নভেম্বর ২০১১ ০০:০৭ | 168.26.215.13
  • না না পকেটমারি। ছিনতাই তো আমাদের পাড়ায় হয় রেগুলারলি, লরি দাঁড় করিয়ে হয় কল্যাণী হাইওয়েতে। আমি বললাম গান নিয়ে পার্স নেওয়া আর ব্লেড দিয়ে কেটে নেওয়া দুই এক। একটা জানতে পারো, অন্যটা নয়। এইভাবে তুলনা হয় না, সংখ্যা দেখতে হবে। আবার শুধু সংখ্যা দেখেও হবে না। কারণ দুইদেশের জনসংখ্যা এক নয়। ক্রাইম ডেনসিটি দেখতে হবে(এই নামে কিছু নেই, কিন্তু বানাতে কতক্ষণ)।

    আমরা যা আলোচনা করছি সেটা আসলে ফিলিং অফ সেফটি। সেটা এখানে অনেক বেশি কারণ সাপোর্টিং ল অ্যাণ্ড অর্ডার। ভুলে গেলে কদিন আগে বারাসাতে ঘটে যাওয়া ঘটনা?
  • Nina | ১৬ নভেম্বর ২০১১ ০০:০৬ | 12.149.39.84
  • পিপি একেবারে লিট্যারালি নয়---তবে দেশে গেলে মনটা তরতাজা হয়ে যায়---মনের পোচ্চুর খোরাক----এদেশে বড্ড যান্ত্রিক!
    আর এখানে ঘোরা-ফেরা করা সেফার --

    কিন্তু কাশি-পিপি--ডাক্তার কি বল্ল????
  • pi | ১৬ নভেম্বর ২০১১ ০০:০১ | 72.83.76.29
  • আকাদা, তোমার ক্যাম্পাসে ছিনতাই হয়েছিল ? কোন ক্যাম্পাস ?
  • pipi | ১৬ নভেম্বর ২০১১ ০০:০১ | 129.74.191.152
  • নীনাদি, শারীক আর মানসিক সেফটি কি আলাদা?
  • pi | ১৬ নভেম্বর ২০১১ ০০:০০ | 72.83.76.29
  • প্পন, আমি বল্লাম নিউ টাউন নিয়ে কোন পয়েন্টেই আমার ডিসেগ্রি করার কিছু নেই। তুমি গত সাত আট বছরের কথা বলেছ। আমি সেটার কথা কিছু জানি ই না।
  • Nina | ১৫ নভেম্বর ২০১১ ২৩:৫৯ | 12.149.39.84
  • পাই , য়ে তুম সহি বোলি---এদেশে পাঁচ ডলার ছিনতাই করেও, আবার গুলিও করে দেয়--এটা দেশে হয়না---তবে এইভাবে কি তুলনা হয়? মোটের ওপর অ্যাভারেজ --এইসব কল্লে ছবিটা পাল্টে যায়!
    হেই হেই দেশভক্ত আমো--সত্যি বলছি ---দেশে না গেলে বাঁচবোনা--দেশে মনের সেফটি, এদেশের শরীরের ঃ-)
  • aka | ১৫ নভেম্বর ২০১১ ২৩:৫৬ | 168.26.215.13
  • আরে ওখানে বোঝার আগেই দিয়ে দিতে হয়। আল্টিমেট রেজাল্ট একই। শূন্য পকেট ঃ)
  • pi | ১৫ নভেম্বর ২০১১ ২৩:৫৩ | 72.83.76.29
  • এদেশে না দিলে প্রাণটা খোয়াতে হয়।

    বন্দুক থাকা না থাকর তফাতটা ওখানেই হয়ে যাওয় বোঝার জন্য আমার মত দেশভক্ত বিজেপি ক্যাডার না হলেও চলে ঃ)
  • ppn | ১৫ নভেম্বর ২০১১ ২৩:৪৯ | 122.252.231.10
  • আরে আমি মোটের ওপর তোমার সাথে এগ্রিই করেছি। কোন একটা পয়েন্টে ডিজএগ্রি করা মানে আমার অবস্থান পুরো উল্টোদিকে নাকি!

    তবে এটাও ঘটনা কলকাতার অনেক জায়গায় রাত বারোটা অব্দি জমজমাট ব্যপার থাকে বিশেষ করে যেখানে পুরনো সব পাড়া। আমেরিকাতে সেসব জিনিস আর কোথায়? থাকতামও সব ডাউনটাউনে।

    তার মানে এইটা অবশ্যই না আইন শৃঙ্খলার ব্যপারে দুটো জায়গার মধ্যে কোন তুলনা হতে পারে। এই আর কী।
  • pipi | ১৫ নভেম্বর ২০১১ ২৩:৪৯ | 129.74.191.152
  • টিমের সাথে সহমত। যদুপুরে কিছু ঘটলে সেটা খবর হয়, জানতে পারা যয়। কারণ ওটা যদুপুর। কিন্তু গ্রাম মফস্বলের অনামী কলেজ গুলোতে কিছু ঘটলে জানার স্কোপ কতটুকু? গ্রাম বাদ দিলাম, হাওড়ার নরসিং দত্ত কলেজেই যে দিন দুপুরে দিনের পর দিন কলেজের রাস্তায় বাইকে চড়ে এসে মেয়েদের ব্যাগ ছিনতাই, ব্লেড দিয়ে গা চিরে দেওয়া এসব হয়েছে (এইটি আমার সাথেই হয়েছিল), কতৃপক্ষ জানা সঙ্কেÄও কোন ব্যবস্থা নেয় নি। এগুলো কখনই খবরে আসে না।
  • aka | ১৫ নভেম্বর ২০১১ ২৩:৪৬ | 168.26.215.13
  • পাই কি বলে বুঝি না। তবে পাইয়ের দেশকুমারী নামটা যথাযথ হয়েছে। বিজেপির ক্যাডাররা দেখলেই রিক্রুট করে নিত। ঃ)

    পাই তুমি যেসব ক্রাইমের কথা বলেছ তা আমার সাথে দুইবার হয়েছে দেশে। এখানে যা বন্দুকের মুখে রবারি দেশে তা পাতি পকেটমারি। বন্দুক ধরার দরকার পড়ে না। আমি রিপোর্ট করি নাই বলে জানতে পারো নি। এখানে রিপোর্টেড হয়, সেই রিপোর্ট অ্যানালাইজড হয়, তার এগেইনস্টে সেফটি মেজার হিসেবে কি কি করতে হবে সেই নিয়ে ইমেল আসে। তুমি সেই ইমেল গুলো পড়ো নাই। ঃ)
  • Tim | ১৫ নভেম্বর ২০১১ ২৩:৪১ | 198.82.18.120
  • প্পন,
    যদুপুর ও তৎসংলগ্ন অঞ্চল সম্পর্কে আমার অভিজ্ঞতাও ভালোই। রাত দশটা এগারোটায় হেলায় আসা যাওয়া করেছি, অনেকসময় হেঁটেই এসেছি। ১৯৯৯ সালের ঘটনা। কিন্তু যদুপুর তো তবু একটা বড়ো ও নামকরা ইউনি। সেখানে তো অবস্থা বেটার হবারই কথা। তাও সেখানেও ছুটকো ছাটকা কিছুমিছু হয়। এই আর কি।

    খিদে পেয়ে গ্যালো। যাই।
  • pi | ১৫ নভেম্বর ২০১১ ২৩:৪০ | 72.83.76.29
  • প্পন, আমি ওটা যদুপুরের কথা বল্লাম।

    নিউ টাইনে হতেই পারে। আমার ভালো এক্ষপির কথা যা লিখলাম, বল্লাম তো, ২০০০ সালের আগের কথা । আর নিউটাউন এরিয়ায় সেভাবে গেলাম তো এই প্রথমবার। ওখানে শাটলেও এবারেই প্রথম চড়েছি।
  • pi | ১৫ নভেম্বর ২০১১ ২৩:৩৭ | 72.83.76.29
  • টিম যে ভয়ের কথাটা বলছো, এটা আমি এখানে একা হাঁটতে গিয়ে বহুবার অনুভব করেছি। কাগজের ঘটনা, ইউনির ঘটানা, আশেপাশের লোকজনের সাথে ঘটে যাওয়া ঘটনা, আর বিশেষ করে নিজের সাথে ঐ গাড়ি থামিয়ে জিগানোর ঘটনা তিনবার ঘটে যাওয়ার পর থেকে। রাতে বাসস্ট্যান্ড কি মেট্রোস্টেশন চত্বরে লোকের দৃষ্টির বিশ্লেষণ , হরবখত টাকা চাওয়া এসব কথা তো বাদ ই রাখলাম।
  • kc | ১৫ নভেম্বর ২০১১ ২৩:৩৭ | 178.61.96.29
  • আমাদের সময় যদুপুরে ওএটির দিকে রাত্তিরবেলা ভুত দেখতে পাওয়া যেত।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত