এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • Bratin | ১৬ নভেম্বর ২০১১ ১৫:২৭ | 122.248.183.1
  • কেন আমের চোকলা?
  • Netai | ১৬ নভেম্বর ২০১১ ১৫:২৭ | 121.241.98.225
  • আমি একটু অন্য অ্যাঙ্গেল থেকে ভাবছিলাম।
    দাঁত না থাকলে বিষদাঁত থাকবেনা।
    বিষদাঁত না থাকলে বিষ থাকবেনা।
    এরকম করে।
  • saikat | ১৬ নভেম্বর ২০১১ ১৫:২৫ | 202.54.74.119
  • ঈশান ট্রিভিয়ার উত্তর জানে না অথচ ভগমান হওয়ার সখ ।
  • Ishan | ১৬ নভেম্বর ২০১১ ১৫:২৩ | 117.194.41.241
  • ভগবান পোস্টে অ্যাপ্লাই করার পর থেকেই ডিডি আমাকে বিমাতৃসুলভ নজরে দেখছেন। আমি বিলক্ষণ টের পাচ্ছি।
  • ppn | ১৬ নভেম্বর ২০১১ ১৫:২১ | 202.91.136.71
  • কেন? চোকলা? গরম খুন্তির ছ্যাঁকা খেলে উঠে যায়।
  • Bratin | ১৬ নভেম্বর ২০১১ ১৫:১৭ | 122.248.183.1
  • ইয়ার্কি মের না। ফোকালা সাথে যার সম্পর্ক আছে তা হল ধোকলা। বুইলে?
  • dd | ১৬ নভেম্বর ২০১১ ১৫:১৬ | 124.247.203.12
  • আমি তো আশ্চর্জ্য হলেম নে।
  • Ishan | ১৬ নভেম্বর ২০১১ ১৫:১১ | 117.194.41.241
  • আমি এই প্রথম ট্রিভিয়া টই টা দেখলম। কি কঠিন কঠিন প্রশ্ন। আর কি আশ্চর্য, আমি একটারও উত্তর জানিনা। ঃ(
  • dukhe | ১৬ নভেম্বর ২০১১ ১৫:১০ | 122.160.114.85
  • ফোকলার সঙ্গে নখ বা বিষের কী সম্পর্ক ?
  • dukhe | ১৬ নভেম্বর ২০১১ ১৫:০৮ | 122.160.114.85
  • ১৯-২০ । যদি ১৮ তারিখ ট্রেনেই শহীদ হয়ে যাই (বলরামপুর হয়েই যাব কিনা) তো ওখানে দু মিনিট নীরবতা হবে ।
  • Ishan | ১৬ নভেম্বর ২০১১ ১৫:০৬ | 117.194.41.241
  • ডিডিদার ডিমোশন হয়েছে?

    ভগোবানের পোস্টের জন্য অ্যাপ্লাই করলাম। ইন্টারভিউয়ে ডাক পেলে জানাবো।
  • pharida | ১৬ নভেম্বর ২০১১ ১৫:০২ | 61.16.232.26
  • আজকাল বিয়ের আগে বীমা (মানে ঐ দাঁত, নাক চোখ এইসবের আর কী) করান যায়? আমাদের সময়ে ছিল না।
  • Netai | ১৬ নভেম্বর ২০১১ ১৫:০২ | 121.241.98.225
  • ফোক্লা বলতে কি নখদন্তহীন, নির্বিষ বোঝানো হয়েছে?
  • Bratin | ১৬ নভেম্বর ২০১১ ১৫:০০ | 122.248.183.1
  • দুখে, তোমার স্কুলের রিইউনিয়ন কবে?
  • q | ১৬ নভেম্বর ২০১১ ১৪:৫৯ | 121.241.218.132
  • এই বাকি দিনগুলো জো ফ্রেজিয়ারের একটা ফোটোতে ধূপধুনো দিলে হবে না? আর নয়তো একটা প্লাঁসেৎ?
  • dukhe | ১৬ নভেম্বর ২০১১ ১৪:৫৪ | 122.160.114.85
  • নেতাই, ডিডিদার পোস্টে ফোকলাত্বের অন্তর্নিহিত তাৎপর্য খুঁজে নিয়েছ নিশ্চয় ?
  • pharida | ১৬ নভেম্বর ২০১১ ১৪:৩২ | 61.16.232.26
  • ভগোমান ঃ যার চোখে ভাঁটা খেলবে, লোকে দেখে কোঁৎ কোঁৎ করে ভয় খাবে - সেই আবার পাকেচক্রে কখোনো বউ হয়ে ওঠেন ।

    নেতাই ঃ একজন মানুষ (এখনো ছাপোষা বলা যায় না) যিনি বিয়ে না হওয়া ভগোমানের থেকে বাঁচতে ভগোমান ভগোমান ডাকেন।

    ডিডিঃ ভগোমানত্ব তাচ্ছিল্য করে ছেন্নাই বাসের জন্য।
  • dukhe | ১৬ নভেম্বর ২০১১ ১৪:৩২ | 122.160.114.85
  • ঐজন্যই মানুষ গিন্নিকে মধুসূদন দাদা বলে ডাকে ।
  • dd | ১৬ নভেম্বর ২০১১ ১৪:৩১ | 124.247.203.12
  • ঠাকুর বলেছেন "ওরে পোদো, ভগোমান হলো এমারজেন্সী সার্ভিস,৯১১। যখন দরকার পরবে তখন ই ডাকবি। অকারনে অসময়ে ডেকে বিরক্ত করার কোনো মানে হয় রে ছোগরা?"

    এ ছাড়া বেদেও আছে ,এক রিষিকে ইন্দ্র এসে খুব হম্বি তম্বি করছেন। "গরু,রথ,পুত্র সবই আছে তো ফের আমায় ডাকাডাকি কিসের ? রে ফোকলা?"
  • saikat | ১৬ নভেম্বর ২০১১ ১৪:৩১ | 202.54.74.119
  • ভগোয়ান এক প্রকার গেছো দাদা বিশেষ।
  • Netai | ১৬ নভেম্বর ২০১১ ১৪:২৬ | 121.241.98.225
  • সময় থাকতে ডাকাডাকি করছিলাম। একদম বিপদে পড়লে তবেই ডাকা কেমন খারাপ দেখায়।
  • dukhe | ১৬ নভেম্বর ২০১১ ১৪:১৯ | 122.160.114.85
  • বৌ-ই ভগোমান । ডাগদার আমারে শিখায়েছে । মেটিরিয়া মেডিকায় লিখা আছে ।
  • siki | ১৬ নভেম্বর ২০১১ ১৪:১৮ | 123.242.248.130
  • তোর এখনই ভগমানকে ডাকার কী দরকার পড়ল? এখনও তো বিয়েই হল নি।
  • Netai | ১৬ নভেম্বর ২০১১ ১৪:১০ | 121.241.98.225
  • ভারী মুশকিল।
    ভগোমান তাইলে কে?

    হে ভগোমান, তুমি কোথায়?
  • q | ১৬ নভেম্বর ২০১১ ১৪:০৫ | 121.241.218.132
  • যদি ক্লিকের সংখ্যার ওপর নির্ভর করে তাহলে বলতে হবে ভারতের ভবিষ্যত বচ্চনবেবি, থুড়ি, অন্ধকার।
  • dd | ১৬ নভেম্বর ২০১১ ১৩:৫৮ | 124.247.203.12
  • আমি ক্যামনে ভগোমান হবো ?

    আমারে ক্কেউ,ক্কেউ ভয় খায় না।
  • Netai | ১৬ নভেম্বর ২০১১ ১৩:৫০ | 121.241.98.225
  • ডিডিদা তাইলে ভগমান নয়?
  • dd | ১৬ নভেম্বর ২০১১ ১৩:৪২ | 124.247.203.12
  • কিউ, চেক করে দেখলাম।
    বচ্চন ছানা সবার উপরে জ্বল জ্বল করছে।
    আপনি ঠিক ই কইলেন।
  • q | ১৬ নভেম্বর ২০১১ ১৩:৪০ | 121.241.218.132
  • ডিডি-র প্রেডিকশন মিললো না। বচ্চনবেবির খবর TOI-এর একদম মাথায় উঠে এসেছে। কে জানে - এটা হয়তো ক্লিকের সংখ্যার ওপর অদলবদল হয় - যেটাতে বেশি ক্লিক, সেটা ওপরে ওঠে।
  • abastab | ১৬ নভেম্বর ২০১১ ১৩:৩৪ | 61.95.189.252
  • এবং তসলিমা দেবি এখন কি বলছেন
  • Netai | ১৬ নভেম্বর ২০১১ ১৩:৩১ | 121.241.98.225
  • বচ্চনের বাচ্চা কি হাসে? না কাঁদে?

    সেকি কথা বলতে পারে? নাকি শুধু গান গায়?
  • pharida | ১৬ নভেম্বর ২০১১ ১৩:০২ | 61.16.232.26
  • like mother..... :))
  • siki | ১৬ নভেম্বর ২০১১ ১২:৫১ | 123.242.248.130
  • চেতন ভগতের টু স্টেটস সিনেমা হবে। ইমতিয়াজ আলির পরিচালনায়। ঃ)
  • siki | ১৬ নভেম্বর ২০১১ ১২:৪৯ | 123.242.248.130
  • দ্যাখো কাণ্ড। আমি তো আজ পজ্জন্ত দিনে হাপ লিটার করে দুধ খাই! সেই বাচ্চাবয়েস থেকে।
  • byaang | ১৬ নভেম্বর ২০১১ ১২:৪২ | 122.178.235.21
  • আমাকে দুধ খেতে দেওয়া হলেই আমি জানলা দিয়ে ফেলে দিতাম। সেটা আবার খুব সাবধানে ফেলতে হত, আশপাশের বাড়ির কাকিমা-মাসিমারা দেখতে পেলেই মাকে নালিশ করে দিত। একদিন কোনোভাবেই জানলা দিয়ে ফেলতে না পেরে বারান্দায় দাঁড়িয়ে খাওয়ার ভান করতে করতে গাছের টবে ঢেলে দিয়েছি। তারপর মাকে খালি গ্লাস দেখিয়ে ফুলমার্ক্স পেয়ে গেছি। খানিকক্ষণ বাদে মা বারান্দায় গিয়ে চেঁচিয়ে উঠল "টবের নীচে সাদা সাদা এটা কী?'' গিয়ে দেখি শয়তান গাছ আর শয়তান টবের মাটি দুধটা টবের নীচের ফুটো দিয়ে ড্রেন আউট করে দিয়েছে। তাড়াতাড়িতে মাথায় কিছু আসছিলও না মেকাপ দেওয়ার জন্য ""ওটা মনে হয় গাছের রস'' যেই না বলেছি, ঠাস ঠাস করে গালে এলোপাথাড়ি থাপ্পড়, আর সঙ্গে থ্রেট ""গাছের রস, গাছের রস! আজ পিটিয়ে তোমার রস বার করব হতচ্ছাড়া মেয়ে!''
  • byaang | ১৬ নভেম্বর ২০১১ ১২:৩৭ | 122.178.235.21
  • কেন দেখিস নি? একটু আগে লিখল যে চলি চলি চলি, পথের তো নাই শেষ!
  • Bratin | ১৬ নভেম্বর ২০১১ ১২:৩৬ | 122.248.183.1
  • এ দিকে কবি বলেছেন ' দুধ না খেলে হবে না ভালো ছেলে'। মেয়ে দের সম্পর্কে অবশ্য কবি কিছু বলেন নি।
  • siki | ১৬ নভেম্বর ২০১১ ১২:৩৫ | 123.242.248.130
  • আরে অনেক দূর টা কত দূর?

    ব্যাং তুমি দুধ খাও না বুঝি?
  • byaang | ১৬ নভেম্বর ২০১১ ১২:৩০ | 122.178.235.21
  • অচিন্ত্য ট্রেনে বসে ডেনভারের ফ্লাই অ্যাওয়ে শুনতে শুনতে চলেছে তো অনেক দূর।
  • byaang | ১৬ নভেম্বর ২০১১ ১২:২৮ | 122.178.235.21
  • আমি কলেজে পড়র সময়ে প্রচুর রক্ত দিতাম, আর পোচ্চুর খেতাম। পাঁউরুটি, ডিমসেদ্ধ, কলা, সন্দেশ। তার্পর ঐ খাওয়ার জন্যই আমাকে রক্তদানে ইতি টান্তে হল। পরপর দুটো রক্তদান শিবির থেকে বলল আগে গরম কড়া থেকে তুলে দেওয়া ফূটন্ত দুধ এক কাপ (প্লাস্টিকের) করে খেতে হবে, তবে নকি রক্ত দেওয়া যাবে। ঃ-((
  • siki | ১৬ নভেম্বর ২০১১ ১২:২০ | 123.242.248.130
  • হেউ।

    রক্ত দিয়ে এলাম। পোচ্চুর খাওয়ালো। হ্যাঁ, অচিন্ত্য কোথায় যাচ্ছে? ব্যাংয়ের আগে আগে পোস্ট কেং কয়ে করছে? বচ্চনের ছানাকে নিয়ে ত মাতামাতি কেন? ঠিক যেন লায়ন কিংয়ের ছানা হয়েছে বলে মনে হচ্ছে। শুনেছিলাম যেন, সমস্ত মিডিয়া হাউস নাকি একসঙ্গে ডিসাইড করেছিল কোনও ইন্ডিয়ান মিডিয়া বচ্চনের ছানাকে নিয়ে মাতামাতি করবে না!
  • byaang | ১৬ নভেম্বর ২০১১ ১২:১৬ | 122.178.235.21
  • কোনটা ব্রতীন হবে?
  • byaang | ১৬ নভেম্বর ২০১১ ১২:১২ | 122.178.235.21
  • নাঃ এরা কেউ কোনো কম্মের নয়! একমাত্র দুখেই বলতে পারবে T561 মানে কী! দুখে এ এ এ এ এ ......!!
  • Bratin | ১৬ নভেম্বর ২০১১ ১২:০৭ | 122.248.183.1
  • ওটা ব্রতীন হবে।
  • sayan | ১৬ নভেম্বর ২০১১ ১২:০৬ | 160.83.96.83
  • বেশী গাঁটামো কল্লে এই হয়।
  • byaang | ১৬ নভেম্বর ২০১১ ১২:০২ | 122.178.235.21
  • মিঠু, জ্বরের সঙ্গে আছে, গাঁটে গাঁটে অসহ্য ব্যথা, এমনকি মাথাতে গাঁট নেই, তবু সেখানেও ব্যথা! আর বিচ্ছিরিরকমের হ্যাঁচ্চো হ্যাঁচ্চো।
  • pi | ১৬ নভেম্বর ২০১১ ১২:০১ | 72.83.76.29
  • খবরের কাগজগুলোয় হেডলাইন কল্লে ট্যাবলয়েড আর গুরুতে পাতার পর পাতা ভরালে কী ? ঃ)
  • dd | ১৬ নভেম্বর ২০১১ ১২:০১ | 124.247.203.12
  • কিউ।
    TOI ইত্যাদির অন লাইন এডিশন ক্রমাগত আপডেটেড হতে থাকে। এক ঘন্টার আগের নিউস দু ঘন্টা আগের নিউসের আগে থাকে।

    আরেক্টু পরেই খুলে দেখবেন বচ্চনের ছানার কথা নীচে চলে গেছে।
  • byaang | ১৬ নভেম্বর ২০১১ ১২:০০ | 122.178.235.21
  • চিন্টে, মেরে তক্তা করে দেব, আমার আগে আগে পোস্টালে।
  • Bratin | ১৬ নভেম্বর ২০১১ ১১:৫৯ | 122.248.183.1
  • আমার কথা আপনি বুঝতে পারেন নি। যাক কাটান দেন।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত