এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • pi | ১৫ নভেম্বর ২০১১ ২১:১৬ | 72.83.76.29
  • বাড়ির লোকজন মিলে বন্ধুদের বাড়ি আড্ডায় গেলে এদেশের মতই দেশেও দেরি করে ফেরে।

    কোলকাতা থাকতে লাস্ট ট্রেন ধরেছি অনেক সময়।

    বম্বেতে প্রতি উইকেন্ডে এগারোটা সাড়ে এগারোটার বাস ট্রেন ধরে কোলাবা থেকে পোয়াই যেতাম। এপ্রান্ত থেকে ওপ্রান্ত।
  • m | ১৫ নভেম্বর ২০১১ ২১:১৪ | 117.194.39.81
  • ৭৩-১৫ থেকে ৭০-৮৪ হচ্ছে পেট্রোল।
    স্টারানন্দের মতে এ এক ঐতিহাসিক ঘটনা-
    পাম্পে একজনকে জিজ্ঞাসা করা হচ্ছে, কেমন লাগছে(প্রশ্নকর্তা দৃশ্যতই উত্তেজিত)
    উত্তরে এক ক্রেতা, কেমন আবার, কি মতামত দেবো-

    প্রশ্নকর্তা- তেলের দাম বাড়লেই আপনাদের কত উত্তেজনা দেখি, এখন দাম কমেছে,কি মনে হচ্ছে? খুশি খুশি লাগছে না।(ঐতিহাসিক হাসি বা উত্তরের অভাবে দৃশ্যতই হতাশ)

    ক্রেতা- না,খুশি হবার কি আছে। দাম আরো কমলে ভালো হত।

    প্রশ্নকর্তা ক্যামেরার দিকে তাকিয়ে, দেখা যাচ্ছে সবাই বেশ খুশি..
  • pi | ১৫ নভেম্বর ২০১১ ২১:১৩ | 72.83.76.29
  • তবে পিপি, দেশের যে অসুবিধের কথা বল্লে, সেটা তো তোমার নিজের বা বন্ধুর গাড়ি থাকলে হত না। এদেশেও সেটা থাকে বলেই অসুবিধে হয় না। তাই না ?

    গাড়ি না থাকার চাপ সেভাবে দেখতে গেলে এদেশে অনেক অনেক বেশি।
  • nyara | ১৫ নভেম্বর ২০১১ ২১:১০ | 122.167.171.139
  • আজকাল দুষ্টু লোকরা পাসপোর্ট দেখে গোলমাল করছে নাকি?
  • pi | ১৫ নভেম্বর ২০১১ ২১:০৮ | 72.83.76.29
  • এখন বুঝতে পারি, বইমেলার সময় ভালই রিস্ক নিয়েছিলুম। বাড়ির লোকজন খামোখা টেনশন করতো না ঃ)
  • Bratin | ১৫ নভেম্বর ২০১১ ২১:০৮ | 117.194.103.29
  • তোমরা সব বছরের পর বছর আমেরিকায় থেকেছো। তোমাদের একটু তেই চাপ হবে। আমি এদেশের মানুষ। এই সব ভালো মন্দ নিয়েই আছি ঃ-))
  • Bratin | ১৫ নভেম্বর ২০১১ ২১:০৬ | 117.194.103.29
  • ২/১ ঘটনা হতে পারে আকা। আমি ইন জেনের‌্যাল বলছি।
  • m | ১৫ নভেম্বর ২০১১ ২১:০৬ | 117.194.39.81
  • আজ্জো,হ্যাঁ, গত দুতিন ধরে বাজারে ওটা নিয়ে একটা ধারাবাহিক লেখা হচ্ছিলো।
    ব্রতীন অকুতোভয়,ওকে হিসেবে রাখা যাবে নাঃ)
  • Bratin | ১৫ নভেম্বর ২০১১ ২১:০৩ | 117.194.103.29
  • এই যে কাশীবাসি তোমার খবর কি?
  • aka | ১৫ নভেম্বর ২০১১ ২১:০৩ | 168.26.215.13
  • সেদিন কাগজে দেখছিলাম বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে নাকি মোটেও নিরাপদ না।
  • Bratin | ১৫ নভেম্বর ২০১১ ২১:০২ | 117.194.103.29
  • কোন পাপিষ্ঠ এমন কথা বলে? ঃ-))
  • pipi | ১৫ নভেম্বর ২০১১ ২০:৫৯ | 129.74.191.152
  • মিঠুদিকে ক্ক। কলকাতায় একটু রাত হলেই না বাস, না ট্যাক্সি। আর, কোনো বন্ধুর বড়িতে থাকবো বললেই থাকা যায় না যদি না সে/তারা নিজে থেকে অফার করে। কলকাতায় আমার আত্মীয়স্বজনও বিশেষ নেই। থাকলেও রাত বিরেতে ফোং করে এই তোমার বাড়ি আসছি, রাতটা থাকবো - বলা যায় না। এদিকে ফিরতে হবে চন্দননগর। অতএব যা কিছু আনন্দ ফুত্তি ঐ সন্ধ্যে সাতটা সাড়ে সাতটার মধ্যে মিটিয়ে নাও। তাতেও বাড়ি ফিরতে রাত্তির সাড়ে দশটা এগারটা আর বাড়ি ফিরে উত্তাল ঝাড়। এই বয়সে এসে বাড়ি ফেরা নিয়ে খ্যাঁচাখেঁচি ঝাড় খেতে আর কার ভাল লাগে। ঐজন্যই আজকাল দেশে গেলে আর কোথাও বেরোতে ইছে করে না, বেরোনো হয়ও না।
  • pi | ১৫ নভেম্বর ২০১১ ২০:৫৬ | 72.83.76.29
  • পামিতাদি, হুম।

    কৌশিকীর ঐ গানটা শুনলে ?
  • m | ১৫ নভেম্বর ২০১১ ২০:৫৬ | 117.194.39.81
  • অন্ধকারের মধ্যে উলটোদিক থেকে মুখোমুখি ট্রাক চলে এলে আমার খুব অসুবিধা হয়।
    হতে পারে আমি ভীতুঃ)
  • m | ১৫ নভেম্বর ২০১১ ২০:৫৪ | 117.194.39.81
  • তুমি পুঃ সিঃ ব্রতীনঃ)
    আমি দুর্গাপুর এক্সপ্রেসওয়ে কথা বলছিলাম
  • Bratin | ১৫ নভেম্বর ২০১১ ২০:৫২ | 117.194.103.29
  • মিঠু, বেলঘড়িয়া এক্সপ্রেস ওয়ে? আমি ওখান দিয়ে ১২ টার সময় গেছি। রামনাম না জপেই ঃ-))
  • m | ১৫ নভেম্বর ২০১১ ২০:৫১ | 117.194.39.81
  • পারমিতা, নিজে গাড়ি চালানোর দরকার নেই, উইকেন্ডে বাইপাসে রাত এগারোটার পর গাড়ি চড়তেও বেশ ভয় ভয় লাগে।
  • Paramita | ১৫ নভেম্বর ২০১১ ২০:৪৮ | 198.95.226.40
  • পাই, নিজে তো গাড়ি চালাই না এদেশে। চালালেও রাত দুটো তিনটেয় ফিরতে ভরসা পেতাম না বোধহয়।
  • m | ১৫ নভেম্বর ২০১১ ২০:৪৪ | 117.194.39.81
  • রাতে বন্ধুদের সঙ্গে আড্ডার আয়ু বড়জোর এগারোটা- তারপর রামনাম জপতে জপতে বাড়ি ফেরাঃ) আর এক্সপ্রেসওয়ে দিয়ে বাড়ি ফিরতে হলে সন্ধ্যে নামার আগে ফেরাই ভালো।
    মাঝরাত পর্যন্ত আড্ডা দিয়ে বাইরে বরফ ঠেঙিয়ে বাড়ি ফেরা( এক বন্ধু পাজামা আর চটি পরে এসেছিলো, রাত দেড়টা নাগাদ ফেরার সময় দরজা খুলে সবাই মিলে গড়িয়ে পড়া,বাইরে একফুট বরফ পড়ে গেছে)- এখন ভাবতে বসলে অবাক লাগে বইকি।
  • pi | ১৫ নভেম্বর ২০১১ ২০:৪০ | 72.83.76.29
  • সান্দার দেঊয়া ঐ লিংকটা তো ২০০৬ সালের। এতদিনে নিশ্চয় ওটা ইমি্‌প্‌লমেন্টেড । সেক্ষেত্রে এরকম রোগী এলে চিকিৎসা না করে ফেলে রাখা তো অপরাধ !

    এটা নিয়ে অবশ্য বিশেষ কিছুই জানিনা। কারুর কিছু জানা থাকলে বল্লে ভালো হয়।
  • pi | ১৫ নভেম্বর ২০১১ ২০:১৯ | 72.83.76.29
  • * তিনটেতে
  • pi | ১৫ নভেম্বর ২০১১ ২০:১৬ | 72.83.76.29
  • গাড়ি থাকলে সব জায়গাতেই রাত দুটো তিনটে ফেরা যায় না ?
  • Paramita | ১৫ নভেম্বর ২০১১ ২০:১৪ | 198.95.226.40
  • সত্যি রাত দুটো তিনটে অবধি আড্ডা দিয়ে ফেরার স্বাধীনতাটা খুব মিস করি।
  • m | ১৫ নভেম্বর ২০১১ ১৯:৫৩ | 117.194.39.81
  • রাত্তিরবেলা কোলকাতার পাবলিক ট্রান্সপোর্টের কথা না বলাই ভালো- বাস থাকে না,ট্যাক্সিরা পছন্দসই জায়গা ছাড়া যেতে রাজি নয়। ফলে শাটল ই ভরসা।
    তাই এখন রাতে কোথায় গেলে, যদি একা নিরাপদে বাড়ি ফিরতে হয় তাইলে আনন্দ-উপভোগের মাত্রাটা কম রাখাই ভালো।
    এখন যদি কোথাও একা যাই, সঙ্গে গাড়ি না থাকে, দুঃখে বুক ভেঙে গেলেও সাতটা সাড়ে সাতটার মধ্যে বাইবাই বলে সেখান থেকে বেরিয়ে পড়ি। কারণ শেষ মুহুর্ত অবধি যেন কিছুতে বাদ না পড়ে যাই হলে ফেরার সময় যে অসুবিধে আর অশান্তি হয়,তখন ঐ আনন্দ আর ততটা সুখকর লাগে না।
  • Bratin | ১৫ নভেম্বর ২০১১ ১৯:৪৩ | 117.194.103.29
  • একটু প্রসঙ্গান্তার!!

    সম্প্রতি জানলাম বাংলাদেশে ধর্ম একটা আবশ্যিক বিষয় হিসাবে পড়ানো হয়। ষষ্ঠ - সপ্তম ৫০ নম্বর। অষ্টম - দশম ১০০ নম্বর। হিন্দু,মুসলিম, খ্রীষ্টান ইত্যাদি। এই ব্যাপারে কি ভাবো তোমরা?
  • sayan | ১৫ নভেম্বর ২০১১ ১৯:০৮ | 160.83.96.83
  • দিল্লী একা আনসেফ নয়। দিল্লীর মত বেশী না হলেও লুরুতে বিশেষ কয়েকটি পয়েন্ট যথেষ্টই কুখ্যাত। আর এইসব ক্রিমিন্যালরা শক-অ্যান্ড-অ নীতিতে অ্যাটাক করে, বুঝে ওঠবার আগেই যা হওয়ার হয়ে যায়। রাত বারোটার পরে হোসুর রোড / আউটার রিং রোড / মাডিভালা / ফ্রেজার টাউন / কোলস পার্ক ইত্যাদি জায়গায় যে গাড়ি চালিয়েছে সে জানবে। এই ঝামেলা কাউন্টার করার জন্য পুলিশ "চিতা' নামে একটা স্পেশাল স্কোয়াড নামায়। তাদের এখন খুব বেশী দেখা পাওয়া যায় না। হোয়সালা প্যাট্রোলিং কার ক্বচ্চিৎ দেখা মেলে, উদাস হয়ে তারা চলে যায়। বড়ো গ্রুপে না থাকলে, সিটির মধ্যে না হলে, রাত্রে বাড়ী ফেরা মাস্ট হলে কিছু থাম্ব রুল মেনে চলতেই হয়। কী ছেলে, কী মেয়ে হোক।
  • aka | ১৫ নভেম্বর ২০১১ ১৮:৫৭ | 168.26.215.13
  • আম্রিগাও খারাপ। একা হাঁটার কোন মানেই হয় না। এখানে পেটি ক্রাইমের থেকেও পাগলামো জনিত ক্রাইম বা সেক্স জনিত ক্রাইমের সম্ভাবনা বেশি।
  • aka | ১৫ নভেম্বর ২০১১ ১৮:৫৬ | 168.26.215.13
  • কলকাতায় কি দরকার হয়? দিল্লি বরাবরই নিরাপত্তার দিক থেকে বাজে জায়গা।
  • Bratin | ১৫ নভেম্বর ২০১১ ১৮:৫৫ | 117.194.99.125
  • মহিলাদের সব জায়গা তেই
    এই সমস্যা তে
    কম বেশী পড়তে হয়। এটা সত্যি কথা।
  • pi | ১৫ নভেম্বর ২০১১ ১৮:৫৫ | 72.83.76.29
  • হ্যাঁ, ফোনটাই কানে রাখি। এখানেও।
  • pi | ১৫ নভেম্বর ২০১১ ১৮:৫৪ | 72.83.76.29
  • সান্দা, নাঃ, বইমেলার পরে সেসবের সুযোগই বেশিরভাগ দিন আমার জন্য ছিলোনা ঃ)
  • sayan | ১৫ নভেম্বর ২০১১ ১৮:৫৪ | 160.83.96.83
  • আরেকটা লেসন লার্ন্ট, রাতবিরেতে পথেঘাটে একলা চলো রে হলে সঙ্গের ফোংটা কানে রেখো। ব্যাগে পেপার স্প্রে রাখবে কি রাখবে না সেটা তোমার ব্যাপার।
  • Bratin | ১৫ নভেম্বর ২০১১ ১৮:৫৩ | 117.194.99.125
  • সায়ন আমি সিওর নয়। নিজে ও আগের বার বইমেলায় বেশ কয়েক দিন রাতে ফিরেছি।
  • sayan | ১৫ নভেম্বর ২০১১ ১৮:৫০ | 160.83.96.83
  • কিছু না নিয়ে উপায় থাকে না কথাটার সঙ্গে সহমত নই। নিজস্ব ট্রান্সপোর্ট না থাকলে থাম্ব রুল হল পাবলিক ট্রান্সপোর্ট। যদি সেখান কমতি থাকে তাহলে একলা না ফিরে একসাথে কয়েকজন ফেরা যায়। তবে সেটাও গ্যাম্বল করা হয়ে যাবে। আর হয় যদি চেনাশোনা কেউ পিক আপ করে নিতে পারে। তাও যদি সম্ভব না হয় তাহলে রাত্রিটা সবাই মিলে (জমায়েত, ঠেক, বইমেলা ইত্যাদির ক্ষেত্রে) কাছাকাছি কারুর বাড়িতে থেকে যাওয়া যায়। পরদিন সকালে বাড়ি। আর তা নইলে সন্ধ্যে সন্ধ্যে বাড়ি ফেরো, যদি গ্রে এরিয়া দিয়ে ফেরার রাস্তা হয়।
  • Bratin | ১৫ নভেম্বর ২০১১ ১৮:৪১ | 117.194.99.125
  • কলকাতা র অনেক সমস্যা আছে। কিন্তু এই বিশেষ সমস্যা টি আছে হয়তো। কিন্তু দিল্লী র তুলানায় অনেক কম।
  • pi | ১৫ নভেম্বর ২০১১ ১৮:৩৮ | 72.83.76.29
  • সান্দা, অনেক লোকজনের তো কিছু না নিয়ে উপায় থাকে না। নিজেদের গাড়ি বা অন্য কারুর পরিচিত রাইড না থাকলে, বিশেষ করে রাতের দিকে, যখন বাস কম। এবার বইমেলা থেকে যখন রাতে ফিরতাম, বেশিরভাগ দিন ই ঐ শাটল নিতে হত। রাত সাড়ে ন টা , দশটা নাগাদ। এক তো পাওয়াই এক সমস্যা ছিল, তারপর ওঠার পরের এক্ষপেরিয়েন্সও এক দুই দিন ভালো হয়নি। সজযাত্রীদের রকম সকম দেখে একদিন ভয়ের চোটে মাঝপথে নেমে পড়েছিলাম। তবে বাকি অনেক দিন ই ঠিকঠাক লোকজনই ছিল, এও ঠিক।
  • sayan | ১৫ নভেম্বর ২০১১ ১৮:২৯ | 160.83.97.84
  • মামী, এই লিঙ্কটা দ্যাখো। লুরু পুলিশ থেকে নিয়মিত অ্যালার্ট জারি করে অচেনা শাট্‌ল না নেওয়ার জন্য। কোলকাতাতেও সম্ভবত আইটি সেক্টরে এই ধরণের ফরমান জারি আছে সিকিওরিটি থেকে। ডেইলি কমিউটের জন্য যে কোনও কারুর আনমার্কড ট্যাক্সি/ক্যাব/শাট্‌ল না নেওয়াই মঙ্গলজনক।

    http://www.dnaindia.com/bangalore/report_hitch-hike-a-cab-at-night-in-bangalore-only-at-your-peril_1576509
  • Bratin | ১৫ নভেম্বর ২০১১ ১৮:২৯ | 117.194.99.125
  • আমি টি র পরে পরেই চলে এসেছি।কল রাতে বেশী ঘুম হয় নি। খুব টায়ার্ড লাগছিল।
  • sayan | ১৫ নভেম্বর ২০১১ ১৮:২৩ | 160.83.97.84
  • কোথায় আর? আরও ক'ওভার বাকি ছিল আলো কমিয়ে হতে দিলে না তো!
  • Bratin | ১৫ নভেম্বর ২০১১ ১৮:২০ | 117.194.99.125
  • সায়ন্দা, দেখলো তো আমি পয়া কিনা? ঃ-))
  • sayan | ১৫ নভেম্বর ২০১১ ১৮:০৮ | 160.83.97.84
  • এই খসড়াটা কি ইমপ্লিমেন্ট করা হয়েছে? http://lawcommissionofindia.nic.in/reports/rep201.pdf
    EMERGENCY MEDICAL CARE TO VICTIMS OF
    ACCIDENTS AND DURING EMERGENCY MEDICAL
    CONDITION AND WOMEN UNDER LABOUR

    "Every injured citizen brought for medical treatment should instantaneously be given medical aid to preserve life and thereafter the procedural criminal law should be allowed to operate in order to avoid negligent death. There is no legal impediment for a medical professional when he is called upon or requested to attend to an injured person needing his medical assistance immediately. The effort to save the person should be the top priority not only of the medical professional but even of the police or any other citizen who happens to be connected with the matter or who happens to notice such an incident or a situation."


    ফেসবুকে মাঝে মাঝে দেখি যে অ্যাক্সিডেন্ট বা প্রাণঘাতি হামলার ভিক্টিমদের হাসপাতালে নিয়ে যেতে প্ররোচিত করার কথা, পুলিশি এফাইআরের ভয় না পাওয়া ইত্যাদি।
  • pi | ১৫ নভেম্বর ২০১১ ১৮:০০ | 72.83.76.29
  • তবে কোথাকার ঘটনাঅ নিয়ে আর কী বলবো। আমার নিজের গোটা সুটকেস ছিনতাই হয়েছে এদেশে। তারপর পুলিশের সে যা বিচিত্র অভিজ্ঞতা , সে পরে লিখবো খন খখনো।
    বাড়ির সামনের বাসস্টপ থেকে একদিন আমাদের ইন্সটিটুটের একজনের মোবাইল আর ল্যাপটপ ছিনতাই হল।
    এমনকি এরি মধ্যে ইন্সটিট্যুটের ভিতর, যেখানে ঢোকার এত্ত কড়াকড়ি সেখান থেকেও চুরি, এবং একজনের ক্ষেত্রে তো পার্সটা চুরি করে গাড়ি অব্দি চুরি।

    আরেক বিচিত্র অভিজ্ঞতার সম্মুখীন নিজেই হলাম। এই নিয়ে বার তিনেক। আমি সাধারণতঃ হেঁটে যাতায়াত করি।আগে রাতেও তাই করতাম। রাস্তার মাঝে গাড়ি থামিয়ে লোকজন হঠাৎ করে জিগায় গাড়িতে উঠবো কিনা। এবং না বল্লেও ছাড়ে না ! দুবাঅর রীতিমতন ছুট মেরেছি। এখন রাতে আর হেঁটে ফিরি না। একাও না ফেরার চেষ্টা করি।
  • dukhe | ১৫ নভেম্বর ২০১১ ১৭:৪৭ | 122.160.114.85
  • বেশ ।
  • pi | ১৫ নভেম্বর ২০১১ ১৭:৪৭ | 72.83.76.29
  • প্রচুর পোস্টের ভীড়ে সিকির বড় পোস্টটাই পড়লাম।
    এবং আঁতকে উঠলাম, বলাই বাহুল্য।
    দিল্লিতে নিরাপত্তর এতই অভাব ? আমার এক বান্ধবী বলছিল, আপিস থেকে ফিরতে হলে সন্ধে ছটার মধ্যে ফেরে। একটু দেরি হয়ে গেলে অন্য কোন ব্যবস্থা নিতে হয়। আর তারপর তো বাড়ি থেকেই বেরোতে পারেনা।

    আর এই পুলিশ কেসের ঘটনায় হাসপাতালের এই আচরণ খুবই খারাপ হলেও ঘটনা হল এটাই প্রায় সর্বত্র হয়।( সেই মুন্নাভাইও মনে পড়ে যাচ্ছে) এধরণের রোগী গেলেই ট্রিট করতে হবে, এরকম কোন আইন কি নেই ?
  • saikat | ১৫ নভেম্বর ২০১১ ১৭:৪৭ | 202.54.74.119
  • দুখে, কালকে পারলে দিলীপ বন্দ্যোপাধ্যায়ের বইগুলো এনো। এক সময়ে নিয়ে নেব।
  • m | ১৫ নভেম্বর ২০১১ ১৭:৩৮ | 117.194.39.81
  • আমাদের সাততলার ভদ্রলোক গতকাল রাত নটা নাগাদ বাড়ির সামনে থেকে একটি শাটলে উঠেছিলেন- সহযাত্রীরা গলায় ছুরি ধরে সোনার হার, আংটি, সেলফোন, টাকা সব নিয়ে নিক্কোপার্কের সামনে গাড়ির গতি কমিয়ে ওকে ধাক্কা মেরে রাস্তায় ফেলে দিয়ে গেছে।
  • kumu | ১৫ নভেম্বর ২০১১ ১৭:২১ | 122.160.159.184
  • সিকি,৪-২৩ পড়ে আশ্চর্য ও ভীত।
    এখন মহিলা কেমন আছেন?
  • dukhe | ১৫ নভেম্বর ২০১১ ১৭:২০ | 122.160.114.85
  • এক সময় আমার ড্রাইভিং লাইসেন্স, রেশন কার্ড আর পাসপোর্টে তিনটে আলাদা ঠিকানা ছিল - যার একটাতেও আমি থাকতাম না । এখন শুধু পাসপোর্টে ।
  • sayan | ১৫ নভেম্বর ২০১১ ১৭:২০ | 160.83.97.84
  • হায় হায়! তবু তো বানামের উপর দিয়ে গেছে। আমাকে যে ভালোবেসে সত্যানাথন বানিয়ে দেছিল। এখনও নাম শুনে তামিলদের মনে সন্দেহ জাগে। ঃ-(

    শুধু এক জায়গায় আমাকে অ্যান্থনী যে কোদ্দিয়ে বানিয়েছিল সেই রহস্যের সুরাহা আজও হয়নি।
  • Lama | ১৫ নভেম্বর ২০১১ ১৭:১৫ | 117.194.226.176
  • খৌয়া! খৌয়া! আমি আজ আপিসেই যাই নি

    যাবার আগে! যাবার আগে!

    ১) ই- আশীর্বাদের ফান্ডাটা মনে ধরেছে। একটা পোজেক্ট পোপোজাল বানিয়ে গুরুভাইজনসমীপে পেশ করব যথাশীঘ্র সম্ভব।

    ২) আমি গত চল্লিশ বছরে দুবার ভোট দিয়েছি। প্রথমদিকের বছর কুড়ি বেশি ছোট ছিলাম বলে। আর পরের দিকে ছোটলোকরা আরো বেশি করে ভোটে দাঁড়াতে শুরু করল বলে।

    ৩) আমার বসটা যে ঠিক কে সেটা নিয়েই হালকা সন্দেহ দেখা দিয়েছে কাল থেকে

    ৪) আমার কাছে ভোটার আই কার্ড, প্যান কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন, ইলেকট্রিক বিল, ফোনের বিল, র‌্যাশন কার্ড সব আছে। এমনকি মাধ্যমিকের মার্কশিট পোজোন্তো আছে- সব আলাদা আলাদা বানান
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত