এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • mita | ১২ নভেম্বর ২০১১ ০১:২১ | 64.191.211.55
  • মিঠু, ফল আর কিছুই হবে না, bi-weekly থেকে দু মাসে একবার বস্টন টু মেরিল্যান্ড ভিসিট হবে। হঠাৎ করে প্রচুর কাজের চাপ বেড়ে যাবে ঃ)
  • m | ১২ নভেম্বর ২০১১ ০১:২০ | 117.194.33.242
  • প্রেম ভরা টা কিরম ডিম ভরার কইয়ের মত শোনাচ্ছেঃ(
  • Paramita | ১২ নভেম্বর ২০১১ ০১:২০ | 198.95.226.40
  • কিন্তু ব্যাপারটা উল্টে গ্যালো কি করে? কথা হচ্ছিলো বরেদের টোটকা দেওয়া নিয়ে, হঠাৎ আমাকে প্রেমপত্র লিখতে বলা হচ্ছে কেন? মিতাদিকেই বা দিব্যেন্দুদার দিকে প্রেম্ভরা চোখে অ্যাদ্দিন বাদে তাকিয়ে থাকতে হবে কেন?
  • m | ১২ নভেম্বর ২০১১ ০১:১৯ | 117.194.33.242
  • অল্প আলো আর চশমা ভুলো না।
  • kc | ১২ নভেম্বর ২০১১ ০১:১৯ | 178.61.96.29
  • মামীর ফান্ডাটা ক্ষি ভীষন রোম্যান্টিক।
  • byaang | ১২ নভেম্বর ২০১১ ০১:১৯ | 122.167.68.167
  • মাইরি, মিতাদি, মাঝরাতে কেউ গোল্লাচোখে আমার দিকে তাকিয়ে আছে দেখলে আমি তার দুচোখে আঙুল ঢুকিয়ে দিতে পারি, মাথাটা এতটাই গরম হয়ে যাবে। ঘুমের সময় মস্করা একদম ভালো লাগে না।
  • m | ১২ নভেম্বর ২০১১ ০১:১৮ | 117.194.33.242
  • মিতাদি এই উইকেন্ডে দিব্যেন্দুর দিকে প্রেম্ভরা চোখে তাকিয়ে থেকো তো- কি ফল হয় সোমবার ফোনে জেনে নেবোখন।
  • aka | ১২ নভেম্বর ২০১১ ০১:১৮ | 168.26.215.13
  • দুদি সাম্পান নাকি কনফারেন্স হলেই বসে আছে। মায়ের নতুন আই ফোন থেকে আমাকে কিসব মেসেজ পাঠিয়ে যাচ্ছে।

    যেমনঃ-

    Home safety.
    Plaese hold sisers or nifes points down.


    আমি প্রথমে ভাবলাম ভাইরাস ঢুকেছে নির্ঘাত এখন শুনি ওর কীর্তি।
  • mita | ১২ নভেম্বর ২০১১ ০১:১৬ | 64.191.211.55
  • কেসি, তা কোরো, কিন্তু তার মধ্যে বৌ এর সাথে এই মিঠু, পামিতা, ব্যাঙ, রিমি, এদের সাথে কোনো মতেই আলাপ করিও না। নাহোলে আগামি চব্বিশ বছরেও জুটবে না, এই বলে দিলুম। বিশেষ করে মাঝ রাতে উঠে ওরোম প্যাঁট প্যাঁট করে চেয়ে থাকলে।
  • Paramita | ১২ নভেম্বর ২০১১ ০১:১৬ | 198.95.226.40
  • বলছো? আচ্ছা দেখছি।
  • kc | ১২ নভেম্বর ২০১১ ০১:১৬ | 178.61.96.29
  • মিত্তির সাহেব, একবার সির্ফ একবার ট্রাই মাডি।
  • m | ১২ নভেম্বর ২০১১ ০১:১৫ | 117.194.33.242
  • সবিতার হাতে যাবে কিকরে? ওটা তো পরের দিনের গুছিয়ে রাখা জামার পকেটে জমা থাকবে। সারাদিনে বার চব্বিশ পড়বে- সন্ধ্যেবেলা দিব্যহাসি দেখে ফেলে আসা দিন মনে পড়ে যাবে।
  • byaang | ১২ নভেম্বর ২০১১ ০১:১৫ | 122.167.68.167
  • পিনাকীস্যার, আপনার ইল্লুতে আশাতে ছাই!
    আমাকে বহুদিন ধরেই ব্রেকফাস্টে লুচি পাওয়ার ইঙ্গিত দেওয়া হয়, আর আমিও বাড়িতে খাবার কথা আলোচনা হলেই হেলেন কেলারের ভূমিকায় অভিনয় করতে থাকি। আমার এহেন মনোভাব দেখে ইদানিং সেটা লুচি থেকে রুটিতে নেমেছিল। কিন্তু আমি তাতেও অনড় অটল হওয়ায় গত রোব্বারে নিজেই রুটি-তরকারি বানাতে রান্নাঘরে ঢুকেছিলেন। বারোটা নাগাদ ব্রেকফাস্ত বানানো শেষ হল, শুরু হয়েছিল নটায়। দেখা গেল তৈরি হয়েছে ৫টা আধকাঁচা রুটি, আর আলুপেঁয়াজভাজা।
    মৌকে এই পোস্টটা পড়াস অবশ্যই।
  • pinaki | ১২ নভেম্বর ২০১১ ০১:১৪ | 122.164.146.237
  • কেসিদা বারো বছর পরে স্বপ্ন দেখার সাহস করেছে। তাই বা কম কিসে। ;-)
  • Du | ১২ নভেম্বর ২০১১ ০১:১৩ | 117.194.198.227
  • আরে আমিও ছেলেকে নিয়ে গেছিলাম , লকটক করে প্রচুর সাবধানে রেখে যেতাম আর সব ব্রেকে ছুটে ছুটে আসতাম।
  • lcm | ১২ নভেম্বর ২০১১ ০১:১৩ | 69.236.160.8
  • মেয়ে বলল আজ স্পেশাল ডে - আমি তো ভাবছি, ভেটারেন্‌স ডে নিয়ে এত চিন্তাভাবনা, স্কুলে কিছু ফান্ডা চলছে নাকি... তারপরে বলে কি না, আজ হল 11-11-11 ...
  • Tim | ১২ নভেম্বর ২০১১ ০১:১২ | 198.82.23.208
  • সম্ভবামী যুগে যুগে? কেশীদা তো কিশ্নোঠাকুর গো!
  • mita | ১২ নভেম্বর ২০১১ ০১:১১ | 64.191.211.55
  • মিঠু ঃ))
  • kc | ১২ নভেম্বর ২০১১ ০১:১১ | 178.61.96.29
  • মিতাদি, পামিদি এই টোটকা একবারই ব্যবহারযোগ্য। বিয়ের বার বছর পর কাজ দিয়েছে। আবার বার বছর পর ট্রাই করব। ঃ-)
  • Tim | ১২ নভেম্বর ২০১১ ০১:১১ | 198.82.23.208
  • ব্যাংদি কিসব পাসসোনাল পোশ্নো কচ্ছে! ক্ষি দিঙ্কাল!
  • aka | ১২ নভেম্বর ২০১১ ০১:১১ | 168.26.215.13
  • মা আর ছেলে কনফারেন্সে গেছে। ঃ)

    কাল কি সুন্দর ঘুম হয়েছে। ;)
  • Paramita | ১২ নভেম্বর ২০১১ ০১:১০ | 198.95.226.40
  • কার ও কাকে লেখা প্রেমপত্র রাখতে বলছো? তারপর ধর কারুর ম্যাগি খিদে পেলো না, আর সকালে চা করতে গিয়ে সবিতা সেটা পেলো, কি কান্ড হবে বলো তো?
  • m | ১২ নভেম্বর ২০১১ ০১:১০ | 117.194.33.242
  • মিতাদি তোমার হানিমুনের সেই পুরী বেড়ানোর গল্প টা টইতে লিখে দাও না।
  • Tim | ১২ নভেম্বর ২০১১ ০১:১০ | 198.82.23.208
  • ভাবার দরকার কি? ভাবার জন্য তো ঘি চমচপে পোলাউ, কচি পাঁটা আছেই। ঃ-)
  • Du | ১২ নভেম্বর ২০১১ ০১:০৯ | 117.194.198.227
  • রিমি কোথায় ?
  • pinaki | ১২ নভেম্বর ২০১১ ০১:০৯ | 122.164.146.237
  • আমার বউ লুচি খায় না। এমনকি চা-ও না। ঃ-(

    শ্বাশুড়িকে পটিয়ে বছরে একবার-দুবার লুচি জোটে। ফুলকো লুচি নিয়ে আলোচনা হলেই আমি একটু সেন্টিমেন্টাল হয়ে পড়ি।

    (এটা ঘোষণা করে রাখলাম। ব্যাঙ্গালোর তো মাঝে মধ্যে যেতে হয়। সেখানে যেন আপ্যায়নের সময় নিজে থেকে বলে না দিতে হয় ব্রেকফাস্টের মেনুটা। ;-) )
  • byaang | ১২ নভেম্বর ২০১১ ০১:০৯ | 122.167.68.167
  • আমি রিমিকে কী ভী ষো ও ও ও ণ মিস করছি! ঃ-(
    আকা, তুই রিমিকে মিস করছিস না?
  • Du | ১২ নভেম্বর ২০১১ ০১:০৭ | 117.194.198.227
  • টিম ঘাসপাতা খেতে যতনা বাজে , ভাবতে তারো চেয়ে বাজে। আর লুচি মাংস খেতে তো ভালো ভাবতে আরো ভালো, নয় ?ঃ)
  • mita | ১২ নভেম্বর ২০১১ ০১:০৭ | 64.191.211.55
  • ও কেসি, এই টোটকা বিয়ের কতদিন বাদে কাজ দিয়েছিলো?
  • m | ১২ নভেম্বর ২০১১ ০১:০৫ | 117.194.33.242
  • আলমারিতে ম্যাগি না রেখে ফ্রিজে রাখো, আলমারিতে বরং একটা না খোলা,লুকোনো প্রেম্পত্র ন্যাঃ জ্যাক ড্যানিয়েল থাক
  • Tim | ১২ নভেম্বর ২০১১ ০১:০৫ | 198.82.23.208
  • কিন্তু আজ্জোদা তো ঘাসপাতা ভালোই বাসে বলে জান্তাম।
  • byaang | ১২ নভেম্বর ২০১১ ০১:০৪ | 122.167.68.167
  • এমা মিঠু, রিমির সেই পোস্ট দ্যাখো নি? ও আর আকা কোথায় একটা লাঞ্চ করতে যায়। তো একবার রিমি একাই গেছে ওখানে লাঞ্চ করতে। আর এক ভদ্রলোক রিমিকে জিজ্ঞেস করেছেন তোমার সঙ্গে যে মিডল এজেড জেন্টলম্যানটি থাকেন, তিনি কে?
  • aka | ১২ নভেম্বর ২০১১ ০১:০৩ | 168.26.215.13
  • আঃ পিনাকিটা সেন্নাই গিয়ে কেমন রিয়ালিস্টিক হয়ে গেছে।
  • kc | ১২ নভেম্বর ২০১১ ০১:০৩ | 178.61.96.29
  • এই ঘাসপাতার অত্যাচারেই আমি এই টোটকা চালিয়েছি। দুবার পেয়েছি লুচি-মাংস। পরপর দু হপ্তা। তারপর আবার যেকে সেই।
  • Paramita | ১২ নভেম্বর ২০১১ ০১:০২ | 198.95.226.40
  • কেশীকে একটা প্রশ্ন ছিল। এই দাওয়াই কি প্র্যাকটিকাল? মানে ধরুন বাড়িতে ব্রডব্যান্ড আছে, আলমারিতে ম্যাগি কি ফ্রিজে জিলিপি। নিদেনপক্ষে বারান্দায় অ্যাশট্রে। মাঝরাতে ঘুম ভাঙলে সেসবের দিকে না গিয়ে কি আর কিচ্ছু অবভিয়াসটি না করে সে এক পুরোনো পাপী, সে শুধু বৌ-এর মুখের দিকে বসে থাকবে কখন সে ঘুম ভেঙে চোখ মেলে তাকাবে, আর কখন সেই অব্যর্থ ডায়ালগটি ছাড়বে?
  • byaang | ১২ নভেম্বর ২০১১ ০১:০২ | 122.167.68.167
  • দু আসায় আরো জমে গেল। রিমির গুগলপ্লাসের অ্যালবামে সেই বিশাল বিশাল লুচির ছবি দেখো নি কেউ? মিডল এজেড জেন্টেলম্যানটি রিমির মুখের দিকে না তাকাতেই এমনি এমনিই প্রয়ই লুচিমাংস পান।
    আমি পরের জন্মে আকা হয়ে জন্মাতে চাই। আর বউয়ের বানানো অমন ফুলকো ফুলকো লুচি খেতে চাই।
  • m | ১২ নভেম্বর ২০১১ ০১:০২ | 117.194.33.242
  • দু,আজ্জো কেসি হতে চায়, আজ্জো নয়।
  • pi | ১২ নভেম্বর ২০১১ ০১:০২ | 128.231.22.133
  • এই যে এত্ত এত্ত লোকের ফোন্নং তুমি মাথায় লিখে রেখে দাও ?
  • pinaki | ১২ নভেম্বর ২০১১ ০১:০২ | 122.164.146.237
  • কেসিদা স্বপ্নে পোলাও খাচ্চে। ঘি তো একটু বেশী পড়বেই। ডিসকাউন্ট দিন কমরেড।

    কেসিদা, কমরেড, এই অনবদ্য আশাবাদ থেকে শিখছি। নিজের জীবনে পাথেয় করব (পারলে)।
    ঃ-)
  • mita | ১২ নভেম্বর ২০১১ ০১:০১ | 64.191.211.55
  • ব্যাং ঃ)))
    আহা, রিমি জে কি মিস কচ্ছে।

    মিঠু, মানে? নস্যি নেবে আর নাক মুছবেনা, তা কি হয়??? আর মুছলে ঐ রংই ভালো।

    পাই, কর্বোখন। কিন্তু আমি আবার কি কোর্লুম???
  • m | ১২ নভেম্বর ২০১১ ০১:০১ | 117.194.33.242
  • মিডল এজেড জেন্টেলম্যান টা আবার কে? সে রিমি র মুখের দিকে মাঝরাতে তাকিয়ে থাকবেই বা কেন?রিমি কি জানলার পাশে শোয়? জানলার বাইরে তো চোর থাকে।
  • Du | ১২ নভেম্বর ২০১১ ০১:০০ | 117.194.198.227
  • ম, বেশি ভালোবাসলে আরো বেশি করে দেবে তো ঘাসপাতা ঃ)
  • m | ১২ নভেম্বর ২০১১ ০০:৫৮ | 117.194.33.242
  • আরে দু যে, কেন রিমি কি ঘাসপাতা দেবে;)
  • byaang | ১২ নভেম্বর ২০১১ ০০:৫৭ | 122.167.68.167
  • তবে কিনা মিডল এজেড জেন্টলম্যানটি রাত্তিরে আলো জ্বালিয়ে রিমির মুখের দিকে তাকিয়ে থাকতেই পারেন, তাতে আমি দোষের কিছু দেখি না।
  • pi | ১২ নভেম্বর ২০১১ ০০:৫৭ | 128.231.22.133
  • মিতাদি,আজ তোমার সময় মত একটু ফোন করো।

    তবে জনতা কি মিতাদির একটু আশ্চর্য ক্ষমতা সম্বন্ধে ওয়াকিবহাল ?
  • Du | ১২ নভেম্বর ২০১১ ০০:৫৬ | 117.194.198.227
  • রিমি হলে কি আর লুচি মাংস খেতে দেবে ?
    ঃ)
  • m | ১২ নভেম্বর ২০১১ ০০:৫৬ | 117.194.33.242
  • নাক মুছবে নাকি! না না তা হবে না।
  • byaang | ১২ নভেম্বর ২০১১ ০০:৫৫ | 122.167.68.167
  • তার চেয়েও আগে জানা দরকার যে কেসি নিজে কতবার এই টোটকাটা ট্রাই করে কদ্দিন ধরে লুচিমাংস পেয়েছে!
  • mita | ১২ নভেম্বর ২০১১ ০০:৫৪ | 64.191.211.55
  • মিঠু, সাথে একটা পাঁশুটে রঙের আলোয়ান ও চাই ঃ)
  • pi | ১২ নভেম্বর ২০১১ ০০:৫৪ | 128.231.22.133
  • কেসিদাকে বকে ঝকে কী হবে। দেখাই যাচ্ছে কেসিদায় বৌভাইগ্য এখানের অনেকের থেকে ভালো ঃ)
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত