এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • Nina | ১১ নভেম্বর ২০১১ ০১:৫০ | 12.149.39.84
  • পাই তোর নিজের সিগনেচার গানগুলি--সেগুলি অনবদ্য---প্র্যাকটিশ হলে আরও কত্ত ভাল হবে!
    থ্যাঙ্কসি্‌গভিং কি মামা বাড়ী আসছিস?
  • nk | ১১ নভেম্বর ২০১১ ০১:৪৯ | 151.141.84.194
  • আলাপ আর ঝালা বিষয়ে কিছু লিখো। ঃ-)
  • pipi | ১১ নভেম্বর ২০১১ ০১:৪৮ | 129.74.191.152
  • পাইএর কি দু কান জোড়া পাকানো গোঁফ আছে? পাইএর কি ভাঁটার মত চোখ? পাইএর কি য়াব্বড় ভুঁড়ি আছে? পাইএর কি বাজখাঁই গলা? তবে পাই দাপুটে কেং কয়ে হবে? আর দাপুটে যদি না'ই হয় তো দাপট দিয়ে গাইবে কং কয়ে?
    না গো পাই, তুমি তোমার মিঠিমিঠি গলায় মিঠিমিঠি গানই গেও, আমাদের কাছে উহা অমৃত।
  • Nina | ১১ নভেম্বর ২০১১ ০১:৪৭ | 12.149.39.84
  • এমেম,
    আমাদের বাড়ীতেও ---তুমি মিট করেছিলে ওনাকে?? আমি বড্ড ছোট ছিলাম--তুমিও তাই নিশ্চই--কিন্তু আমার দুঃখ মিট করিনি--কত গল্প শুনেছি----
  • pi | ১১ নভেম্বর ২০১১ ০১:৪৭ | 128.231.22.133
  • ম্যাক্সিদি তো দেবব্রত বিশ্বাসের ছাত্রী ! তোমার পুরানো গান থাকলে শোনাও না।
    আর গানের গল্প, সে সময় নিয়ে ভাল করে লিখো, কিন্তু এখন একটু টুকটাক লিখতে পারো তো।
  • maximin | ১১ নভেম্বর ২০১১ ০১:৪৬ | 59.93.245.219
  • কিন্তু বই আছে কিনা নট শিয়োর। আমি পড়িনি। অন্য একজনের লেখা বই পড়েছিলাম প্রথম লাইন ছিল 'আমার জীবন সফল হয় নাই।'
  • pi | ১১ নভেম্বর ২০১১ ০১:৪৫ | 128.231.22.133
  • ম্যাক্সিদি, থ্যাংকু ঃ)

    দাপট দিয়ে গান আমি বিশেষ গাইতে পারিনা, মা র নজরদারিতে থাকাকালীন যখন প্র্যাকটিশ করতে হত, তখনো পারতাম না। ঐজন্য সব গান আমার গলাতে ঠিকঠাক আসেও না। দাপট দিয়ে গান গাইতে ঠিক ভালোও লাগে না (অন্য কেউ গাইলে শুনতে ভালো লাগেনা, তা মোটে নয়), নিজে গাইতে গেলে ওধরণের সাধারণতঃ গান এড়িয়ে চলি। আমি গাইলে বহু রবীন্দ্রসঙ্গীতই বেশ বাজে শুনতে লাগবে। গণসঙ্গীত তো বটেই।
    মৌসুমী ভৌমিকের গান এত্ত এত্ত ভালোবাসি, কিন্তু কোনোদিন গাওয়ার চেষ্টা করিনি। গাইলে সে ভয়াবহ একটা অত্যাচারী ব্যাপার হবে।
  • Nina | ১১ নভেম্বর ২০১১ ০১:৪৫ | 12.149.39.84
  • না না আছি--আজ কত্ত যুগ পর কেউ কইল --এই বইদুটি জানে--এ কি আনন্দ কি বলি--এমেম! ঃ-))
  • pipi | ১১ নভেম্বর ২০১১ ০১:৪৪ | 129.74.191.152
  • হ্যাঁচ্চো ও ও ও ও! এখানে কি বরফ পড়ছে! মাগো! তার মধ্যে হালার বাস আমায় রাস্তার ধারে দাঁড় করিয়ে রেখে কেটে পড়ল চোঁও করে আর আমি এই বরফের মধ্যে আধ ঘন্টা হেঁটে হেঁটে আপিস ফিরলাম! খুব রেগেমেগে বাস কোম্পানীকে ফোং কল্লাম কমপ্লেন করব বলে, কেউ ধরলই না।
    ঐ ঐ হ্যাঁচ্চো ও ও ও ও ও
  • maximin | ১১ নভেম্বর ২০১১ ০১:৪৩ | 59.93.245.219
  • নিনা, মহারাজের ছবি আছে আমাদের বাড়িতে। আমার মায়ের সঙ্গে মহারাজ।
  • nk | ১১ নভেম্বর ২০১১ ০১:৪২ | 151.141.84.194
  • আজকে বড়াইকে রাগাবো।
    বুঝলে বড়াই, কী বিশ্রি যে লাগলো বিভূতি র আদর্শ হিন্দু হোটেল পড়ে, মনে দুঃখ হলো। এতবড়ো লেখকটা এমন এক আউলাঝাউলা লেখা লিখলো????
  • Nina | ১১ নভেম্বর ২০১১ ০১:৪২ | 12.149.39.84
  • হ্যাঁ হ্যাঁ---বাবা ছুটল কলকাতায় ওনাকে আমাদের পাটনার বাড়ীতে আনতে--মহারাজ মারা গেলেনঃ-( আসা হয়নি। আমি রিলোকেশনে ঐ বই দুটি ই হারিয়েছি--কোথায় পাই
    ঃ-((((
  • I | ১১ নভেম্বর ২০১১ ০১:৪১ | 14.99.35.112
  • টিমিমণি লিখ্যা ফালাও। আমি আইজ আর কিছু লিখুম না। ম্যাক্সিদিদি এমং অলরাউণ্ডার হলে কেমনে চলবে ! গানও জানেন দেখছি !
  • maximin | ১১ নভেম্বর ২০১১ ০১:৪১ | 59.93.245.219
  • নিনা চলে গেলে?
  • nk | ১১ নভেম্বর ২০১১ ০১:৪০ | 151.141.84.194
  • শরদিন্দুর ভুতের গপ্পোগুলো সবই আসলে প্রেমের গপ্পো। আহা গুরুদেবের রাস্তা, একঢিলে দুই পাখি মারা গেল। ঃ-)
  • Nina | ১১ নভেম্বর ২০১১ ০১:৩৯ | 12.149.39.84
  • m&m, কিসে ইয়েস কইলে
    পড়েছ? আছে তোমার কাছ ঐ বইদুখান? সেই গল্পের মহারাজ কে জান?
    কত্ত কোশ্নো!!
  • I | ১১ নভেম্বর ২০১১ ০১:৩৯ | 14.99.35.112
  • নাঃ ! ভুত আর মাস্টার -দিদিমণি মিউচুয়ালি এক্ষক্লুসিভ।
  • maximin | ১১ নভেম্বর ২০১১ ০১:৩৯ | 59.93.245.219
  • ঐ খেলে ব্রজনারী হোরি আজি নন্দদুলালের সাথে গানটায় 'দাপট' কম লাগল।
  • Tim | ১১ নভেম্বর ২০১১ ০১:৩৭ | 198.82.29.117
  • ভালো ভয় না ভয়ের ভালো? সে যাই হোক। আজ আমি একখান শান্ত ভূতের দুখি গল্প লিখবো। ইন্দোদার পরে।
  • maximin | ১১ নভেম্বর ২০১১ ০১:৩৭ | 59.93.245.219
  • পাই দেশ এত সুন্দর গেয়েছ বলেই বললাম।
  • I | ১১ নভেম্বর ২০১১ ০১:৩৭ | 14.99.35.112
  • পাইয়ের হক কথা। আম্মো মানি। তাইজন্নে লেখা প্যাট্টিস করি না। বইপত্তরও পড়ি না। চ্যান করুগ্গে যাক !
  • nk | ১১ নভেম্বর ২০১১ ০১:৩৭ | 151.141.84.194
  • ভালো ভয়ের গপ্পো কও বড়াই, ভালো ভায়ের গপ্পো ও কইতে পারো। ঃ-)
  • Tim | ১১ নভেম্বর ২০১১ ০১:৩৬ | 198.82.29.117
  • ইন্দোদা কয়েকখানা ভয়ের গপ্প বলে যাও নাহয়। ইপিস্তাও ধারেকাছেই আছে, খুব খুশি হবে।
  • maximin | ১১ নভেম্বর ২০১১ ০১:৩৫ | 59.93.245.219
  • ত্রৈলোক্যনাথ চক্রবর্তীর তো? মহারাজ?
  • nk | ১১ নভেম্বর ২০১১ ০১:৩৫ | 151.141.84.194
  • ইয়েক্ষোদা, আজকে বড়াইনী আমারে কালিনি নই কুলে নিয়া ফেলবে গো!
    ঃ-)
  • pi | ১১ নভেম্বর ২০১১ ০১:৩৪ | 128.231.22.133
  • ম্যাক্সিদি, প্র্যাকটিস আমার দ্বারা হবেনা। করতে ভালও লাগেনা, সময়ও নেই। তবে ভালো লাগলে নিশ্চয় সময় বের করে ফেলতুম। এমনি গাইতে ভাল লাগে, গাই। এটুকুই। আর প্র্যাকটিশ না করলেই বা কি, আমি তো গায়ক নই বা হতে যাচ্ছিনা। ঐ গানগুলো এখানে এই ভাটে লেখার মত, টাইমপাস। ঃ)
  • nk | ১১ নভেম্বর ২০১১ ০১:৩৪ | 151.141.84.194
  • তারাপদ বাবুও উঠেছিলেন, তবে ডিজায়ারে ওঠেন নাই, স্মৃতির রথে উঠেছিলেন।
  • I | ১১ নভেম্বর ২০১১ ০১:৩৩ | 14.99.35.112
  • আবারো ! নিশি'র বর আমায় পেটাবে এবার।
  • maximin | ১১ নভেম্বর ২০১১ ০১:৩৩ | 59.93.245.219
  • yes nina.
  • Tim | ১১ নভেম্বর ২০১১ ০১:৩৩ | 198.82.29.117
  • তোমার গা ছমছম করতাছে না? নিশিডাক কি যে সে কথা?
  • I | ১১ নভেম্বর ২০১১ ০১:৩২ | 14.99.35.112
  • দ্যাকো কাণ্ড। নিশি'র সাথে কিরম ফ্রিকোয়েন্সি ম্যাচ কত্তেছে !
  • nk | ১১ নভেম্বর ২০১১ ০১:৩২ | 151.141.84.194
  • বড়াই এর লগে টেলিপ্যাথি হই গ্যালো নিশিকান্তের, হেই গো মা। ঃ-)
  • Tim | ১১ নভেম্বর ২০১১ ০১:৩২ | 198.82.29.117
  • স্ট্রিটকার ক্যামন? তাতে ট্রামের মত বিষন্নতা আছে?
  • Nina | ১১ নভেম্বর ২০১১ ০১:৩১ | 12.149.39.84
  • আহারে তিমি, এটা হাসির কতা নয়কো!
    কিন্তু চলে ট্রাম--ফিলিতে এই সেদিন পজ্জন্ত চলত---লাইনগুলো আচে এখনও;-)
  • maximin | ১১ নভেম্বর ২০১১ ০১:৩১ | 59.93.245.219
  • ভুল ভাল লিখেছিলাম। তালটাই যা মনে থাকে আর কি।
  • I | ১১ নভেম্বর ২০১১ ০১:৩০ | 14.99.35.112
  • ক্যানো, স্ট্রীটকার? সে'ও বন্দো হয়ে গেছে? ডিজায়ার -নাম্নী কেউ নাই?
  • nk | ১১ নভেম্বর ২০১১ ০১:৩০ | 151.141.84.194
  • স্ট্রীটকার চলে তো, নিউ অর্লিয়েন্সে। ভুলিয়ে ভালিয়ে নিনাকে নিউ অর্লিয়ে নিয়ে ফ্যালে যদি কেউ? ঃ-)
  • Nina | ১১ নভেম্বর ২০১১ ০১:২৯ | 12.149.39.84
  • আচ্ছা আমাকে বলতে পার--
    সন্তাপের শান্তি
    এই কবিতা কার লেখা??

    আর এমেম তুমি 'নমামি ' আর 'সমিধ" এই বইদুটির নাম শুনেছ? পড়েছ?
  • maximin | ১১ নভেম্বর ২০১১ ০১:২৯ | 59.93.245.219
  • হে মহাজীবন আর এ কাব্য নয়,
    এবার কঠোর কঠিন গদ্যে আনো।
    পদলালিত্য ঝংকার মুছে যাক,
    গদ্যের কড়া হাতুড়িকে আজ হানো।
    প্রয়োজন নেই কবিতার স্নিগ্‌ধতা,
    কবিতা তোমায় দিলাম আজকে ছুটি।
    ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়,
    পূর্ণিমা চাঁদ যেন ঝলসানো রুটি।
  • I | ১১ নভেম্বর ২০১১ ০১:২৯ | 14.99.35.112
  • বিভূতিবাবু একবার খেয়ে উঠে তারাশঙ্করকে দিয়ে হাত ধুইয়েছিলেন, সে জানেন? সরল করে বলেছিলেন-একটু হাতটা ধুয়ে দিবি ভাই?
  • Tim | ১১ নভেম্বর ২০১১ ০১:২৮ | 198.82.29.117
  • ভাগ্যিস আম্রিকায় ট্রাম চলেনা। নইলে বড়ো চিন্তায় থাকতুম নীনাদির জন্য।
  • nk | ১১ নভেম্বর ২০১১ ০১:২৭ | 151.141.84.194
  • আকার টা সামান্য মডিফাই করে নিয়ে,

    তেলদাম চড়া মাগ্গিগন্ডা-বাজার
    মগজ তোমায় আজকে দিলাম ছুটি,
    মুখবই ভরা হাঁচোড়্‌পাঁচোড় আচড়
    একাদশী-চাঁদ ধরেছে রূপীর টুঁটি।

    ঃ-)
  • Nina | ১১ নভেম্বর ২০১১ ০১:২৭ | 12.149.39.84
  • আরিব্বাস! থ্যাংকু আকা---আমি আর জীবা ট্যালা--আরিব্বাস!! কলার উঁচু কল্লাম
  • Tim | ১১ নভেম্বর ২০১১ ০১:২৭ | 198.82.29.117
  • এই পথে হেঁটে যেতেন....
  • I | ১১ নভেম্বর ২০১১ ০১:২৬ | 14.99.35.112
  • আর উদো মানেই বুধো। অর্থাৎ কিনা বিভুতিভূষণ।
  • maximin | ১১ নভেম্বর ২০১১ ০১:২৫ | 59.93.245.219
  • আনো / হানো।

    ট্যালা বলতে চূড়ান্ত অন্যমনস্ক।
  • Tim | ১১ নভেম্বর ২০১১ ০১:২৫ | 198.82.29.117
  • ট্যালার মানে হয়না, উদাহরণ হয়। ;-)
  • aka | ১১ নভেম্বর ২০১১ ০১:২৫ | 168.26.215.13
  • নীনাদি কি ট্যালা ট্যালা মানে জানে না।
  • hu | ১১ নভেম্বর ২০১১ ০১:২৫ | 12.34.246.73
  • ট্যালা মানে উদো।
  • Tim | ১১ নভেম্বর ২০১১ ০১:২৫ | 198.82.29.117
  • আনো ধরো? এইটা কিরকম হলো?
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত