এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • Tim | ০৯ নভেম্বর ২০১১ ০৩:২৪ | 198.82.29.11
  • নিশির পোস্ট তাড়াতাড়ি পড়লে বেশ একটা হাম্বা এফেক্ট আসে।
  • nk | ০৯ নভেম্বর ২০১১ ০৩:২৪ | 151.141.84.221
  • অভ্যু থাকলে গান চাওয়া যেতো। কিন্তু অভ্যু ও নাই।
  • nk | ০৯ নভেম্বর ২০১১ ০৩:২৩ | 151.141.84.221
  • ম্যাক্সিমিনি আজকে ভাটে মিসিং?
    কেকে ই বা কোথা?
  • pipi | ০৯ নভেম্বর ২০১১ ০৩:২০ | 129.74.191.152
  • আহ্‌হ! বালখিল্য কোথাকার! উঁচুদরের সাহিত্যকে উচঁগলায় বাহবা দিলাম। ৯৫ এর দল আর তার কি মর্ম বুঝবে!
  • nk | ০৯ নভেম্বর ২০১১ ০৩:১৯ | 151.141.84.221
  • আকা কোডে কবিতা লিখলেও হুঁ হুঁ বাবা নেত্যকালি এসব বোঝে।

    ঃ-)
  • nk | ০৯ নভেম্বর ২০১১ ০৩:১৭ | 151.141.84.221
  • আ উ ম বা
    মানে মোবারককে ডাকা হোলো। ঃ-)
  • Tim | ০৯ নভেম্বর ২০১১ ০৩:১৫ | 198.82.29.11
  • দেকেচো কি শিক্কিত কুকুর! এই প্রথম কোনো চতুষ্পদ ভাটে লিখলো। ধন্যি পিপির ট্রেনিং!
  • pipi | ০৯ নভেম্বর ২০১১ ০৩:০৯ | 129.74.191.152
  • গর্‌র্‌র্‌র্‌র্‌র্‌র ঘাঁউ!
  • Tim | ০৯ নভেম্বর ২০১১ ০৩:০৯ | 198.82.29.11
  • উ টা কি? উঁচে পসন্দ? ঃ-)
  • aka | ০৯ নভেম্বর ২০১১ ০৩:০৭ | 168.26.215.13
  • এই পড়ে মনে হতেই পারে ভাট বকে গেল, সে আপনার সমস্যা আমার নয়। উঁচুদরের সাহিত্য বুঝতে গেলে উঁচে পসন্দ হতে হয়, আছে আপনার?
  • aka | ০৯ নভেম্বর ২০১১ ০৩:০৫ | 168.26.215.13
  • আই মেক সিওর যে আমার সাহিত্য যেন কেউ না বোঝে। যেমন

    মবী কবী সবী
    দিতো জপী
  • Tim | ০৯ নভেম্বর ২০১১ ০৩:০১ | 198.82.29.11
  • মন্দ বাতাস কর্মবীর
    মুগুর ভাঁজেন মর্মপীড়
    দুষ্টু খোকার উচ্চশির
    মঞ্চে আছেন মর্মপীড়

    (আমার সমস্ত সাহিত্যই সবাই বুঝে যায়, মায় পিজে পজ্জন্ত। আমি রব নিস্ফল ৯৫ দলে)
  • r2h | ০৯ নভেম্বর ২০১১ ০২:৩০ | 198.175.62.19
  • ও আচ্ছা, বুইতে পেরেছি ঃ)

    মেঘের আড়ালে মন্দ ধীর
    মুচকি হাসেন মর্মপীড়
    বিশ্রী পেচক টহলবীর
    কেতাব কাতর মর্মপীড়

    (বইমেলা বিষয়ে পীড়ের বিশেষ উৎকন্ঠা কিনা, তাই কেতাব কাতর। আমার শিল্প সাহিত্য পষ্ট করে না বোঝালে লোকে মোটেই বুঝতে পারেনা। বড় বড় লোকেদের এ চিরকালীন ট্র্যাজেডি।)
  • pipi | ০৯ নভেম্বর ২০১১ ০১:৩৭ | 129.74.191.152
  • ভৌটা একদম ফোটোজিনিক নয়। কিন্তু কাজকম্মোগুলো করে ভারী খাসাঃ-) দেখি ফোটুক তুলতে পারি কিনা, সে একটা মিনিটও তো শান্ত হয়ে বসে না।
  • Tim | ০৯ নভেম্বর ২০১১ ০১:১৫ | 198.82.29.11
  • পিপি, ভৌয়ের ছবি তুলে দিস তো মুখবইতে। দেখবো কেমন ভৌ।
  • r2h | ০৯ নভেম্বর ২০১১ ০০:৫৫ | 198.175.62.19
  • মানে, পোশোংসা শুনতে তো খুবই আনন্দ হয়, কিন্তু একদম বিনা মেঘে কিনা, তাই কার্যকারণ খুঁজে না পেয়ে কেমন অস্বস্তি বোধ করছি...
  • pipi | ০৯ নভেম্বর ২০১১ ০০:৪৮ | 129.74.191.152
  • অ, বুইচি। দেশে যাচ্ছঃ-)
  • pi | ০৯ নভেম্বর ২০১১ ০০:৪০ | 72.83.90.203
  • গুরু সংক্রান্ত কোন মেইল থাকলে guruchandali@gmail.com এ।

    পিপি, নাম কওয়া যাবেনা। আই এস আইয়ের এজেন্টদের সিক্রেট মিশন নিয়ে জিগাতে নাই ঃ))
  • pipi | ০৯ নভেম্বর ২০১১ ০০:৩৮ | 129.74.191.152
  • পাই ছুটি নিয়ে কোথায় ঘুরতে যাচ্ছ?
  • pipi | ০৯ নভেম্বর ২০১১ ০০:৩৭ | 129.74.191.152
  • কেন কেন পিপি তো তাও হাজিরা দিয়ে যায় প্রায়সই, পাল্লিন তো পুরো ডুমেরের ফুল কেস। তাকে পেলে চাট্টি দমদম দাওয়াই দিতে হবে।
  • pi | ০৯ নভেম্বর ২০১১ ০০:৩৫ | 72.83.90.203
  • একটা কথা জাস্ট জানানোর ছিলো। সুতোর অসুস্থতার জন্য হুতো কোলকাতা বইমেলায় বেশিদিন আসতে না পারলেও ( এবং যেটুকু আসতে পেরেছে তা সুতোর উদ্যোগে) বইমেলার শুরুর দিনের জন্য ডেকোরেশন ইত্যাদির কাজ প্রায় সবই করে দিয়েছিল। তার আগে নন্দন বইমেলায় এসে। তারপরও অন্যত্র এসে। ওখানে সব ডেকোরেশনের একটা স্টেজ রিহার্সাল মতন করে কোলকাতা বইমেলায় আর কোথায় কী কেমন লাগতে পারে, সাইজ, রং সবরকম মডিফিকেশন, ইম্প্রোভাইজেশন, সেসম্‌স্‌তই করে দিয়েছিল। তারপরেও, কোথায় কোনটাতে কী অসুবিধে হচ্ছে, আর কোথায় কী চাই, বইমেলার ফোটো দেখে দেখে ফোনে শুনে শুনে সেসবও জ্‌হ্‌হটজলদি বানিয়ে দিয়েছিল। মৃগাংক আর অচিন্‌ত্‌ত্‌য়দর বন্ধু দীপঙ্করদাও সাহায্য করেছিলেন। এবারে হুতোর বোধ্‌হয় সেগুলো করারও সেভাবে সুযোগ থাকবে না।
    তবে, না থেকেও যে কী ভীষণভাবে কাজ করা যায়, তার উদাঃ অবশ্যই হুতো।
    ডেকরেশনগুলো লাগানো ইত্যাদির সিংহভাগ মামু আর মৃগাংক প্রথমদিন করেছিল। সামরানদি, সুমেরুদা, কেলোদা, দীপ্ত, কাব্লিদা, গল্পাণুকাকু, রতনদা, শঙ্কর,রফিক, ব্রতীনদা, অচিন্ত্যদা, ইন্দ্রদা,সোমনাথ, ধর্মেন্দ্র, সৈকতদা, স্যান ( কিছু নাম নির্ঘাত বাদ গেলো)-- সবাই, যে যেদিন পারে ( কেউ কেউ রোজ) নানাভাবে এইসব রোজ রোজ সাজানো গোজানোর কাজে সাহায্য করেছিল।
    বই বিক্রির কাজে তো আরো লোকজন ছিলই।

    যাই হোক, আমি আপাতত লম্বা ছুটিতে। সব্বাইকে টাটা ঃ)
  • Du | ০৯ নভেম্বর ২০১১ ০০:২৯ | 117.194.201.142
  • সেই তো, কিকি আমারও তাই মনে এসেছিল। তাপ্পর ভাবলাম ঠিক হয়েছে, এতদিন লেখেনা, বিশেষ করে পাল্লিন আর পিপি , একটু তো মন খারাপ হতেও পারে যদি পড়ে। কিন্তু খুব একটা আশাও নেই, ওরা নিজেরাই ভুলে গেছে হয়তো যে ওরা কিরকম লিখতো ঃ(
  • pipi | ০৯ নভেম্বর ২০১১ ০০:২০ | 129.74.191.152
  • ইয়ে আমি কম্পুওলা নই তবে এইচপি'র ল্যাপুর কল্যাণে ঐ ডিসপ্লে না আসা আমাকে প্রায়ই সইতে হয়। আরো দু চার জনের সাথে কথা বলে যা বুঝেছি উটি হেইচপি'র কমন প্রবলেম। যাই হোক, আমি করি কি
    ১। ল্যাপুটি উল্টে ব্যাটারিটি বার করে নেই। তারপরে পাওয়ার বাটন অন করে সেটা চেপে ধরে বসে থাকি পাক্কা দু মিনিট। সোজা কথায় রেসিডুয়াল চার্জ যদি কিছু জমে থাকে তো সেটা বার করে দেওয়া। তাপ্পরে ব্যাটারিটি ভরে মিনিট কুড়ি বিশ্রাম দিয়ে ফের নর্ম্যালি চালু করি। যদি কাজ না হয় তো ফের ঐ দাওয়াই। কখনো কখনো ওভারনাইট বিশ্রাম দেই দাওয়াইএর পরে।
    মোটামুটি এই পন্থায় কাজ দেয়।

    ২। পাওয়ার অন করেই Fn+f4 টিপে বসে থাকি। ঠিক ডিসপ্লে এসে যায়। মানে এখনো অবধি এটা ফুলপ্রুফ মেথড।

    দেখুন কোনটাই কাজে আসে কিনা।

    টিম, সে জার্মান ভৌ নয়, পাতি আম্রিকিঃ-)
  • I | ০৯ নভেম্বর ২০১১ ০০:২০ | 14.99.47.2
  • কোনো যে মানে নেই এটাই মানে
  • kc | ০৮ নভেম্বর ২০১১ ২৩:৫৩ | 178.61.96.29
  • কাল থেকে বিগ বসে আসছেন স্বামী অগ্নিবেশ।
  • kiki | ০৮ নভেম্বর ২০১১ ২৩:২২ | 59.93.197.8
  • ব্রতীনকে,
    ওয়া, ওয়া।(ইসে এটা শের না কি বলে তাইতো?)

    এদিকে আমার বলার ছিলো,এই যে আমার স্যর তেকোনা, হুচি,তিতির,নিশি, পিপি, পাল্লিন এদের লেখা এত ভাল্লাগে , এমনকি কেকের লেখা সবসময় না বুঝতে পাল্লেও ভাল্লাগে,তা এদের নাম কেউ নিলে না কেন? এমনকি মিঠুর সেই ডায়মন্ড হারবার না কোথায় গিয়ে একা একা না দোকা ট্রেনে ফেরা ডাকাতের ভয় নিয়ে , কাব্লিদার সুন্দরবন ,সামুর লেখা ,এরম কত কত লেখা ভাল্লাগে।যাগ্গে বাবা ঘুমুতে যাই। কাল আবার আদার বাজারে কাজ আছে।
  • pinaki | ০৮ নভেম্বর ২০১১ ২৩:১৮ | 122.164.163.111
  • নাঃ। বুট হচ্ছে না। কিবোর্ডে পাওয়ার আসছে, ডিভিডি ড্রাইভটা এক পাক ঘুরে নিচ্ছে, কিন্তু স্ক্রীনের আলো জ্বলছে না। ঃ-(
  • I | ০৮ নভেম্বর ২০১১ ২৩:১৭ | 14.99.47.2
  • হুঁ
  • ppn | ০৮ নভেম্বর ২০১১ ২৩:১৬ | 122.252.231.10
  • পিনাকী, আমার তোশিবা ল্যাপটপে একই প্রবএম হয়েছিল। পাতি পাড়ার দোকানে ওই ১৭০০ মত নিয়েছিল।
  • Tim | ০৮ নভেম্বর ২০১১ ২৩:১৬ | 198.82.29.11
  • মার্কিও ক্রোম
  • Bratin | ০৮ নভেম্বর ২০১১ ২৩:১০ | 117.194.97.144
  • এই যে কিকি , কোরো না খি খি!! ঃ-)
  • aka | ০৮ নভেম্বর ২০১১ ২৩:০৯ | 168.26.215.13
  • কার ক্রোমের?
  • Bratin | ০৮ নভেম্বর ২০১১ ২৩:০৮ | 117.194.97.144
  • আচ্ছা, ক্রোমে 'বাংলা লেখার নতুন কল' থেকে লিখলে সবসময় sending failed বলে এটা কি known bug.?
  • aka | ০৮ নভেম্বর ২০১১ ২৩:০৮ | 168.26.215.13
  • আমার একবার হয়েছিল এইচপির ল্যাপিতেই। তো তাতে ধরে পুরো মাদার বোর্ডটাই চেঞ্জ করে দিয়েছিল। ভাগ্যিস সাপোর্ট, ওয়ারান্টি ইত্যাদি ছিল।

    সেফ মোডে (স্টার্ট হবার সময়ে F8, তারপরে সেফ মোড উইথ নেটওয়ার্ক) এ চলছে কি? তাহেল এইচপির ডিসপ্লে ড্রাইভার আপডেট করে দেখতে পারো।
  • Tim | ০৮ নভেম্বর ২০১১ ২৩:০১ | 198.82.29.11
  • জার্মান কুকুর হলে ঐ ভাইরাসে তেমন ক্ষতি হবেনা। ওদের ওসব অব্যেস আচে।
  • pinaki | ০৮ নভেম্বর ২০১১ ২৩:০১ | 122.164.163.111
  • আমার ৫ বছরের পুরোনো এইচ পির ল্যাপটপে হঠাৎ ডিসপ্লে আসছে না। দোকানে সারাতে দেওয়ায় (এইচ পির সার্ভিস সেন্টার নয়, পাতি পাড়ার দোকান) বলছে আই-ও ডিভাইসের সমস্যা। রিপ্লেস করতে হবে। ১৮০০ টাকা লাগবে। আমার প্রশ্ন দুটো - ১) এই প্রবলেমটা সত্যি আই-ও ডিভাইসের জন্য হতে পারে কিনা, ২) আই-ও ডিভাইসের রিপ্লেসমেন্টের যা দাম বলছে সেটা রিজনেবল কিনা।

    কেউ কি এব্যাপারে একটু আলো ফেলতে পারবে?
  • kiki | ০৮ নভেম্বর ২০১১ ২২:৫৭ | 59.93.197.8
  • পিপি তাকে কিসি করে কিসব ভাইরাস দান করে দিয়েছে।মহৎ পিপি।
  • Tim | ০৮ নভেম্বর ২০১১ ২২:৫৬ | 198.82.29.11
  • বোঝো!
  • kiki | ০৮ নভেম্বর ২০১১ ২২:৫৫ | 59.93.197.8
  • পিপির ভৌ ফ্রেন্ড।
  • Tim | ০৮ নভেম্বর ২০১১ ২২:৪২ | 198.82.29.11
  • কিন কে?
  • pipi | ০৮ নভেম্বর ২০১১ ২২:২৬ | 129.74.191.152
  • হ্‌ম্‌ম। কিন হচ্ছে গিয়ে যাকে বলে জোয়ান মানুষ (যদিও ভীষন কিউট, চকোলেট ফেস)। সোনামানা শুনলে যদি রাগ করে? আফটার অল বেবি তো আর নয় ঃ-)
    আমি অবশ্য কিনের সাথে দিব্যি বাংলায় বকবক করি। কিন বড় বড় চোখ করে, কান খাড়া করে, পুঁচকে জিভটা একটু বার করে একপাশে ঘাড় হেলিয়ে গুরুতর মনোযোগ দিয়ে শোনে। এত্ত অ্যাটেনশন আমায় কেউ দেয় না ঃ-)
    আচ্ছা ঠিক আছে, সোনামানা বলে দেখব কি রেসপন্স দেয়।
  • m | ০৮ নভেম্বর ২০১১ ২২:১৯ | 117.194.38.225
  • কুতুয়া শুনতে ভালা না, কিনসোনা বলে ডাকতেই পারোঃ)
  • Netai | ০৮ নভেম্বর ২০১১ ২২:১১ | 122.161.108.144
  • আবু হেনা রনির সাথে দুলাভাই গানটা হয়, তা কোথায় পাই? পুরো গানটা?
  • kiki | ০৮ নভেম্বর ২০১১ ২২:১০ | 59.93.197.8
  • মিঠু,
    আমার তো ছেলেকে নিয়ে অন্যরকম সমস্যা ছিলো। খুব চিন্তায় ছিলাম। কিন্তু এখানে এসে ও খুব ভালো আছে।অনেক পরিবর্তন এসেছে। সেগুলো ভালো। আমি অনেকটা নিশ্চিন্ত।লাস্ট ক্লাসে শেষের দিকে ঘুম উড়ে গেছিলো আমার। একদিন এসে বলে আমার মরে যেতে ইচ্ছে করে, আরেকদিন বলে আঙ্কেলের(সিকিউরিটির) বন্ধুকটা লোডেড। আমার সেটা নিয়ে সবাইকে মেরে ফেলতে ইচ্ছে করে।আমি খুব চিন্তায় ছিলাম নতুন পরিবেশ কিভাবে মানাবে। কিন্তু ওর ক্লাস টিচার এত ভালোবেসে ওদের রাখে যে তুলনা হয় না। আর ডিসিপ্লিনের ব্যাপারেও খুব কড়া।এখন ও পর্যন্ত্য এই। ও হ্যাঁ, প্রথমে ইংলিশ টিচারের সাথে একটু অসুবিধা হচ্ছিলো। কিন্তু সব বাচ্চারা বুঝেছে যে উনি কড়া হলেও সেটা ওদের ভালোর জন্য। কাজেই তাকেও খুশী মনে মেনে নিয়েছে সবাই।
  • pipi | ০৮ নভেম্বর ২০১১ ২২:০৭ | 129.74.191.152
  • মামী, কুতুয়া তো আদরের ডাক, দুঃখ পেলে কিরকম? এমনিতে ওর নাম কিন।
  • m | ০৮ নভেম্বর ২০১১ ২২:০৬ | 117.194.38.225
  • মীর আজ একটা ধুতি পরেছে!
  • m | ০৮ নভেম্বর ২০১১ ২২:০৪ | 117.194.38.225
  • পিপি, বাঃ,খুব ভালো প্রতিষেধকঃ)
    তবে ঐ কুতুয়া শুনে দুঃখু পেলুম। ওর নাম কি?
  • pipi | ০৮ নভেম্বর ২০১১ ২২:০০ | 129.74.191.152
  • ভাবছি মহাপ্রস্থানের পথে বেরিয়ে পড়লে কেমন হয়? মানে, কুতুয়া যখন একটা জুটেছেই।
  • m | ০৮ নভেম্বর ২০১১ ২২:০০ | 117.194.38.225
  • থ্যাংকিউ সবাইকেঃ)

    কিকি ছেলের আর তোমাদের কেমন লাগছে স্কুল?
  • ppn | ০৮ নভেম্বর ২০১১ ২১:৫৮ | 112.133.206.22
  • পিপি কাশী ছেড়ে হরিদ্বার চলল? ঃ)
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত