ডিঃ-গতকাল ৪-০০ এর পর ভাটিয়ালী পড়ি নি,লাস্ট দুটো পাতা ছাড়া। গত ছমাস ধরে আমিও শনিবার আপিস কচ্চি,দুটো রোব্বারো এসেচি,কিন্তু আপনাদের মত নাকে কাঁদি নি। আর এত বড় বড় সব রথী,মহারথী,ইঞ্জেকশনকে ভয়?ছোঃ।
নেতাই,আর মাত্র একটা উইকেন্ড।কাজকম্ম শেখা হল?শপিং শেষ? পরের ঘরে যাচ্চ,কেউ যেন আমাদের নিন্দে কত্তে না পারে,মানিয়ে গুছিয়ে নেবে সর্বদা।
Bratin | ০৫ নভেম্বর ২০১১ ১১:৫৪ | 117.194.101.173
ধুর ধুর মান্না দে টই তে চলে গেল। এখানে আবার লিখে দি।
আমাদের 'অ্যাংগ্রী ইউংম্যান' রাজদীপ আবার দোকান বদলালো। এই খবর দিল্লী বাসীর জন্যে। যারা ওর ঘাড় ভাঙতে পারবে।
Netai | ০৫ নভেম্বর ২০১১ ১১:৩৫ | 122.161.23.65
চিন্টুবাবু, আমার আর জানা নেই। বাকি ইউটিউব ই ভরসা।
Bratin | ০৫ নভেম্বর ২০১১ ১১:১৫ | 117.194.101.173
ও হো ব্যাঙ তুই তো গুরুদেব। করেছিস কি?
আমি তিনটে ডিম -পাঁউরুটি আর ২ টো কমলাভোগ দিয়ে ব্যাকলগ ক্লিয়ার করলাম। একেবারে জমে ক্ষীর তো!!
Sibu | ০৫ নভেম্বর ২০১১ ১১:০৬ | 108.23.41.126
চেন্নাইয়ের নার্সিং হোমে যাবো কেন? বালাই ষাট (থুড়ি, কুড়ি)। ডাঁত ছড়কুটে পড়েছিলাম। তাই দেখে কোম্পানী বাড়ী পাঠ্যে দেছেল।
Abhyu | ০৫ নভেম্বর ২০১১ ১১:০৪ | 97.81.88.18
এ মা ফোন আবার কাবার্ডে রাখে নাকি? খারাপ হয়ে যেতে পারে, ফ্রিজে রাখো। দরকার মতো একটু মাইক্রোওয়েভ করে নিও।
byaang | ০৫ নভেম্বর ২০১১ ১১:০৩ | 122.167.102.204
প্রতীক, বেজে গেল।
Abhyu | ০৫ নভেম্বর ২০১১ ১১:০২ | 97.81.88.18
পিছন থেকে ধাক্কা মেরেছে তো, বাচ্চাটার (বাবার) ইন্সিওরেন্সই পয়সাটা দেবে মনে হয়। মানে আমার ইন্সিওরেন্স ইজেন্ট তো তাই বলল। দেখা যাক।
byaang | ০৫ নভেম্বর ২০১১ ১১:০১ | 122.167.102.204
খাইসে, আবার ফোন করলে বুঝি? আমি তো একটু আগেই সেটাকে ব্যাগ থেকে বার করে মিসড কল দেখে আবার ব্যাগে ভরে ব্যাগটা কাবার্ডে তুলে রাখলাম। দাঁড়াও ফোন করছি।
prateek | ০৫ নভেম্বর ২০১১ ১০:৫৯ | 122.172.178.159
ব্যাঙের ফোন নং কি চেনজ হয়েচে?
prateek | ০৫ নভেম্বর ২০১১ ১০:৫৭ | 122.172.178.159
দুখে,ঠিক দিদিভক্ত নই,কাজেই তিনি কি কি কইলেন পাত্তা দিই না ঃ)
অভ্যু, comp ins নেই?
dd | ০৫ নভেম্বর ২০১১ ১০:৫৭ | 124.247.203.12
হ্যাঁ, এখানকার যে চাল চলন সেরম ই করবে মানে একটা নার্সিং হোমের শুইয়ে রেখে পটাপট ইঞ্জেকশন দিবে আর গরম রসম খাওয়াবে। উইথ ইদলি।
আমি ডাক্তার প্রানপন অ্যাভয়েড করি, সিগ্রেট খাই না, তো সেটা বারন করতে পারবে না। ছেন্নাইতে একটানা ভেজু ডায়েটে থাকি, তো সেখানে ডাক্তারদের ষড়যন্ত্র খাটবে না। দিনে দুবার চা খাই মাত্র। ব্যাস।
শিবুদা, তুমি চেন্নাইয়ের নার্সিংহোমের পথ্যি খেয়েছ, বলতে চাও?
Sibu | ০৫ নভেম্বর ২০১১ ১০:৫২ | 108.23.41.126
ব্যাং কিছু জানে না ডিডিদা। এ আমি নিয়ে ট্রাই করে দেখেছি।
byaang | ০৫ নভেম্বর ২০১১ ১০:৪৪ | 122.167.102.204
ডিডিদা, খবরদার শিবুদার বুদ্ধিতে কান দিও না। লুরুতে তো পাঠাবেই না। উল্টে ছেন্নাইয়ের সেইসব ভয়ঙ্কর নার্সিংহোমে তিনদিন শুইয়ে রাখবে। আর সেখানকার পথ্যির কথা আর নিশ্চয়ই আমাকে বলে দিতে হবে না!
Sibu | ০৫ নভেম্বর ২০১১ ১০:৪১ | 108.23.41.126
ডিডিদা, ফ্যাকটরির ফ্লোরে দন্ত ছড়কুটে চেতনা হারিয়ে পর হে যান। কোম্পানী ফেরত পাঠাতে পথ পাবে না।
byaang | ০৫ নভেম্বর ২০১১ ১০:৩৩ | 122.167.102.204
ওফ, ডিডিদার পদ্যটা জাস্ট ফাটাফাটি! ঃ-))
Abhyu | ০৫ নভেম্বর ২০১১ ১০:২৭ | 97.81.88.18
চশমা সারাতে না, গাড়ি সারাতে। অন্তত ডিলার তো তাই এস্টিমেট দিল।
২) খ্যাল রাখছি মনমরা হয়ে যে শুক্কুরের রাতে রামহীন আমি ছেন্নাইতে নটা বাজলেই অঘোরে ঘুমাই সেই নিরিবিলিতে সেই শুক্কুরের রাতে ভাটে বন্যা বয়ে যায়।
৩) একটি অতি অনুচিৎ ও সর্বাংশে পোলিটিক্যালি ইনকারেক্ট অবসার্ভেশন আমার - ছানার সংখ্যা এক হলে অনেক বাবা মা ই সেই হ্যাপা সামলাতে পারেন না। অ্যাংক্সাইটি তুমূল হয়ে ওঠে। দুই বা ততোধিক(এক্কেবারে রেয়ার ঘটনা) হলে এই দুশ্চিন্তা তো আর বাড়তে পারে না তাই সেটা ডিভাইডেড হয়ে যায়। মা বাবার শান্তির পক্ষে অনেক ভালো।
"একটাই সামলাতে পারছি না তো দুটো" - এটা একটা ভুল ইকুয়েশন।
৪) ন্যাড়ার তুলোনা নেই, স্রেফ ফাটাফাটি।
byaang | ০৫ নভেম্বর ২০১১ ১০:০৭ | 122.167.102.204
কাল তো পাঁচটার পরে স্নান করে শুতে গেলাম। যেই শুতে গেলাম দেখি আজান শুরু হল। আবার আধ ঘন্টার মধ্যে উঠে পড়ে বাড়ির লোকজনকে স্বপ্ন সার্থক করার আখড়ায় পাঠিয়ে দিতে হবে, সেই টেন্শনে আধ ঘন্টাও ভালো করে ঘুম এল না। এদিকে আরো টেন্শন, আমি আধ ঘন্টা বাদে উঠতে পারব তো, এই টেন্শনটা যেন ছেলের মধ্যে চারিত না হয়ে যায়, সেই টেন্শনটাও যোগ হল।
তো আজ তাড়াতাড়ি ছুটি হয়ে গেছে বৃষ্টির জন্য। তাঁরা ফিরে এলেন। একজন খুব কৌতূহল নিয়ে শুধোলেন ""ভোর পাঁচটা অব্দি কী করছিলে?'' বললাম ""ঝগড়া''। বলে শুধু ঝগড়ার শেষ অংশটুকু বললাম। তিনি দীর্ঘশ্বাস ফেলে সরে গেলেন। আসল কালপ্রিটটিকে ধরে বললাম, ""তোর জন্যে আমার আর মশামাসির কাল অমন ঝগড়া হয়েছে'' খুব অবাক হয়ে বলল, ""কেন?'' আমি বল্লাম ""তোর স্কুল নিয়ে ঝগড়া করেছি। মশামাসি বলেছে তোর স্কুলটা চেঞ্জ করে দিতে। আর আমি বলেছি পারবো না। সেই নিয়ে আমি খুব ঝগড়া করেছি মশামাসির সাথে'' সে কিছুই না বুঝতে পেরে খুব বিরক্ত হয়ে বলল ""আমাকে নিয়ে ঝগড়া করতে তো আমি বলি নি। তোমরা নিজেদের নিয়ে ঝগড়া করলে না কেন? কেউ অন্যকে নিয়ে ঝগড়া করে? নিজের প্রবলেম হলে তবেই করে'' এখন তিনি ইউটিউবে সৌরভের লম্বা লম্বা সব ছয় চারগুলোর ক্লিপিংস দেখতে বসলেন। আর ফ্রী উপদেশ ""তোমরা ঝগড়া না করে এইগুলো দেখলেও তো পারতে''
byaang | ০৫ নভেম্বর ২০১১ ০৯:৫৫ | 122.167.102.204
কে বলল রে অত্যন্ত বোরিং বাওয়াল? কী মশাই, মানুষের হাড়ভাঙা পরিশ্রমের এক্টা দাম দেবেন না? একটানা সাত ঘন্টা যে অমন লড়ে গেলাম, সকালে এসে এক কথায় অমন খাটুনিটাকে বোরিং বলে দিলেন ! ঃ-(
dukhe | ০৫ নভেম্বর ২০১১ ০৯:৫৪ | 117.194.234.109
কিন্তু দিদি ছেলেপুলের ব্রিগেড যাওয়া বারণ করেছে না ?
byaang | ০৫ নভেম্বর ২০১১ ০৯:৫২ | 122.167.102.204
আর অঙ্কর হেল্পের অফারের জন্য থ্যাঙ্কিউ। সময় হোক, ঘাড়ে ধরে ঠিক পাঠিয়ে দেব । তবে এও সেই ন্যাড়ার গল্পের মতন হয়ে গেল। ছেলের জন্য অঙ্কের মাস্টার রেডি, এদিকে ছেলের সময় নেই। ঃ-) ফেসবুকে যে মেসেজ পাঠিয়েছিলে, প্রথমে বুঝতেই পরি নি সেটা তুমি, তারপর লুরুর ভাটের ছবির সঙ্গে আবার মিলিয়ে দেখে বুঝলাম এই তুমিই সেই তুমি। নাম্টা অন্য দেখে ঘেঁটে গেছিলাম।
byaang | ০৫ নভেম্বর ২০১১ ০৯:৪৮ | 122.167.102.204
প্রতীক, ব্রিগেড ভালো স্কুল। বিশেষ করে ওদের টাইমিংটা বেজায় ভালো। আমার অনেক বন্ধুর ছেলেমেয়েরা পড়ে ওখানে। তোমার তো বোধ হয় হাঁটা রাস্তা, দিয়ে দাও পোলাপানটাকে। ওদের টাইমিংয়ের জন্য আমার ওদের খুব পছন্দ। ছোটোগুলো দেখি ভাত খেয়ে স্নান করে এগারোটার সময় স্কুলে যায়। স্কুলের গাড়ি একদম বাড়ির নীচ অব্দি আসে। তবে আমরা যখন এসেছিলাম তখন তো সবে স্কুলটা তৈরি হচ্ছিল, ওটা তখন ব্রিগেড-পিএসবিবি ছিল এবং বেশ ভালোরকম টাকা দিয়ে ভর্তি হতে হত, যেহেতু তখন নতুন খুলেছিল আর এইদিকে তেমন আর কোনো স্কুল ছিল না। পরে পিএসবিবি বেরিয়ে এসে আলাদা পিএসবিবি স্কুল খোলে বানেরঘাটা রোডে।
byaang | ০৫ নভেম্বর ২০১১ ০৯:৪৩ | 122.167.102.204
সিঁফো আর সাহানাকে অনেক অনেক শুভেচ্ছা। ছোট্ট পুচকিটাকে অনেক অনেক আদর। নমটাও খুব পছন্দ হল।
y | ০৫ নভেম্বর ২০১১ ০৯:২৮ | 59.164.188.125
খুকির ডাকনামটা পছন্দ হল।
সোম্বার ছুটি কেন?
হাইলি বোরিং বাওয়ালের মাঝে ন্যাড়াদার পোস্টগুলো ঃ-B
dukhe | ০৫ নভেম্বর ২০১১ ০৯:২৫ | 117.194.234.109
স্টেট ব্যাঙ্কের শুভ অফিসার ধর্মঘট । ৮ ও ৯ । উদিকে ৭ অর ১০ ছুটি । জয়ত্তারা ।
Abhyu | ০৫ নভেম্বর ২০১১ ০৯:০৩ | 97.81.88.18
বাঃ
sinfaut | ০৫ নভেম্বর ২০১১ ০৯:০২ | 117.194.227.189
ডাকনাম দরিয়া রেখেচি।
pharida | ০৫ নভেম্বর ২০১১ ০৮:১৮ | 182.68.210.119
দারুণ খবর। অনেক অনেক আদর কুঁচোটার জন্য।
prateek | ০৫ নভেম্বর ২০১১ ০৮:১৭ | 122.179.48.15
ন্যাড়া-দা,অপ্পন মেল দেখো। ঐ বিষয়ে লাস্ট মেল আমার,আর জ্বালাব না ঃ)
Abhyu | ০৫ নভেম্বর ২০১১ ০৮:১৭ | 97.81.88.18
কনগ্রা - কি নাম রাখলে?
prateek | ০৫ নভেম্বর ২০১১ ০৮:১৫ | 122.179.48.15
অভিনন্দন!!
sinfaut | ০৫ নভেম্বর ২০১১ ০৮:১৪ | 117.194.227.189
কালকে, ৪ নভেম্বর সকাল ৬টার সময় আমাদের একটি মেয়ে হয়েছে।
prateek | ০৫ নভেম্বর ২০১১ ০৭:১৫ | 122.179.48.15
ব্যাঙ,স্কুল চেন্জ করতে চাওনা সেটা তোমার ব্যাপার। আমার কাছে একটা ইনফো এল, শেয়ার করি?
ব্রিগেড স্কুল আছে,আমার/বৌর সহকর্মী দের ছেলেমেয়েরা যায়,সবাই খুব খুশী। চিপ(ডোনেসান---) ব্যাপার নেই নাকি! আমারো তো লটারি টিকিট কাটার সময় হল ঃ)
পোলার ম্যাথ রিলেটেড হেল্প লাগলে বোলো।
আকা,মা ভালো আছেন?
Abhyu | ০৫ নভেম্বর ২০১১ ০৫:৫২ | 97.81.88.18
ওদিকে একটা সতের বছরের খোকা যে আমার গাড়ির পিছনে দুম করে ধাক্কা মারল, আমার চশমাটা ছিটকে গেল (ভাঙ্গে নি) তার বেলা? বলছে ৫-৬ হাজার লাগবে সারাতে।
kc | ০৫ নভেম্বর ২০১১ ০৫:০৩ | 178.61.96.29
কুরুক্ষেত্রে যুদ্ধ শেষ, সব শোধবোধ। খোলা মাঠে ........................
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন