এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • Tim | ০৫ নভেম্বর ২০১১ ০৪:৫৩ | 198.82.23.172
  • সান্দা,
    বাব্বাই।

    হক্কলকে হ্যাপি উইকেন্ড।
  • sayan | ০৫ নভেম্বর ২০১১ ০৪:৫০ | 115.242.129.223
  • ওকে। সুশ? ঃ-))

    টিমোশেঙ্কো, নিরীহ ইনস্ট্যান্ট কফির আর কীই বা তেজ? ঘন্টাখানেক না ঘুমুলে হাইওয়েতে গাড়ি ভিড়িয়ে দিতে পারি। টাটাzzzz ....
  • byaang | ০৫ নভেম্বর ২০১১ ০৪:৫০ | 122.167.229.192
  • দেখে নে, ছোটবেলায় চাপ না নেওয়ার ফল!
  • kc | ০৫ নভেম্বর ২০১১ ০৪:৪৯ | 178.61.96.29
  • অ্যাক্সেপ্টতো করেই লিছে। বেঙি ফেসবুকও কত্তে জানিসনা ঠিক করে।
  • maximin | ০৫ নভেম্বর ২০১১ ০৪:৪৭ | 59.93.194.205
  • কর লিয়া অ্যাক্সেপ্ট। থ্যাঙ্ক ইউ।
  • maximin | ০৫ নভেম্বর ২০১১ ০৪:৪৬ | 59.93.194.205
  • সুশি চলবে না। অত্যন্ত বিশ্রী খেতে।
  • byaang | ০৫ নভেম্বর ২০১১ ০৪:৪৬ | 122.167.229.192
  • আগে তো অ্যাক্সেপ্ট কর, তারপর বাকি কথা।
  • maximin | ০৫ নভেম্বর ২০১১ ০৪:৪৫ | 59.93.194.205
  • দত্তকুলোদ্ভব কবি?
  • byaang | ০৫ নভেম্বর ২০১১ ০৪:৪৫ | 122.167.229.192
  • তিমি, একবার পাইকে ফোন কর প্লিজ। কী জানি, মনখারপ করে কী করছে? আমি নম্বরটা হারিয়েছি। এখন বিচ্ছিরি লাগছে।
  • kc | ০৫ নভেম্বর ২০১১ ০৪:৪৪ | 178.61.96.29
  • তাইলে হলতো? আমি ঠিক কয়েছিলাম কিনা?
  • Tim | ০৫ নভেম্বর ২০১১ ০৪:৪৩ | 198.82.23.172
  • কফি খেয়ে খেয়ে ঘুম আনছিস?
  • byaang | ০৫ নভেম্বর ২০১১ ০৪:৪৩ | 122.167.229.192
  • ঘুমোতে যওয়ার আগে একবার ফেসবুকটা খোলো।
  • sayan | ০৫ নভেম্বর ২০১১ ০৪:৪২ | 115.242.129.223
  • হাউ 'বাউট সুশি? বেশ অ্যাপেটাইজিং ঃ-)

    একঘন্টা ঘুম দরকার। আপনেরা এটা দেখুন।
  • maximin | ০৫ নভেম্বর ২০১১ ০৪:৪২ | 59.93.194.205
  • তাহলে তোমার নাম কী?
  • byaang | ০৫ নভেম্বর ২০১১ ০৪:৪২ | 122.167.229.192
  • বুদ্ধি
  • maximin | ০৫ নভেম্বর ২০১১ ০৪:৪১ | 59.93.194.205
  • হ্যাঁ। কী করে জানলে?
  • maximin | ০৫ নভেম্বর ২০১১ ০৪:৪১ | 59.93.194.205
  • গুড নাইট অল।
  • byaang | ০৫ নভেম্বর ২০১১ ০৪:৪০ | 122.167.229.192
  • সুস্মিতা চক্রবর্তী??
  • Tim | ০৫ নভেম্বর ২০১১ ০৪:৪০ | 198.82.23.172
  • কুয়েতে ইচ্ছে ছুটি না এইরকম কি একটা শুনেছিলাম যেন। অফিশিয়ালি তিন্দিনের উইক, বাকি সব উইকেন্ড।
  • kc | ০৫ নভেম্বর ২০১১ ০৪:৩৮ | 178.61.96.29
  • আমি এক হপ্তা আগে কোথায় ছুটি পেলেম? আমাদের ছুটি শুরু হয়েছে এই শুক্কুরবার, চলবে পরের রোব্বার অবধি।
  • byaang | ০৫ নভেম্বর ২০১১ ০৪:৩৭ | 122.167.229.192
  • কেসি, তুই তুলে আনলি কোথায়? যে পাইকে খাওয়াবো?
  • maximin | ০৫ নভেম্বর ২০১১ ০৪:৩৭ | 59.93.194.205
  • থাক সুস-দিই ডেকো। আমার নাম সুস্মিতা।
  • maximin | ০৫ নভেম্বর ২০১১ ০৪:৩৫ | 59.93.194.205
  • ও হ্যাঁ কুয়েত রাইট।
  • nk | ০৫ নভেম্বর ২০১১ ০৪:৩৫ | 151.141.84.221
  • কেসি আপনাদের ছুটিফুটি গুলো কি একেক দেশে একেক রকম? আমার এক দুবাইবাসিনী বন্ধু কইলেন যে তেনাদের এখন বকরি ঈদের ছুটি। আপনি এদিকে এক হপ্তা আগেই সে ছুটি পেলেন! ব্যাপার খুবই কনফিউজিং। সমাধান টা কয়ে দিন তো কেসি।
  • byaang | ০৫ নভেম্বর ২০১১ ০৪:৩৫ | 122.167.229.192
  • পাই, ল্যাবেই একটু জল গরম করে নিয়ে গার্গল করে নে। নয়তো একটু বাদেই গলা বসে যাবে। গলা বসে গেলেই তোর পেট ব্যথা করবে। পেট ব্যথা করলেই তোর কনুইয়ের কাছটা চুলকোবে। আর কনুইয়ের কাছটায় চুল্কালেই তোর মাথা ব্যথাটা শুরু হয়ে যাবে আবার।
    অ্যাসাইনমেন্টটা নিয়ে বোস এবার। আর কত সময় নষ্ট করবি?
  • kc | ০৫ নভেম্বর ২০১১ ০৪:৩৫ | 178.61.96.29
  • মিনিদি, (এটাই ভাল) আমি কুয়েতে থাকি।

    কিন্তু বেঙি, তোদের বাড়ির পাশের নর্দমায় তো ভোর চারটে থেকেই মুর্শিদাবাদের মিস্ত্রিরা লুঙ্গি তুলে বসে পড়ে। শেষে ওই মশলাগুলোই খেলি? পাইকেও খাওয়ালি?
  • sayan | ০৫ নভেম্বর ২০১১ ০৪:৩৪ | 115.242.129.223
  • আমাহেন পাব্লিকেজ্জন্য আবার কী তুলে রাখলে! চরম তো!
  • maximin | ০৫ নভেম্বর ২০১১ ০৪:৩৪ | 59.93.194.205
  • মাবাবা টেনশন করবেই আর সেটা বাচ্চার পক্ষে ভালো না। এইদুটো সিদ্ধান্ত কী পাস হলো?
  • byaang | ০৫ নভেম্বর ২০১১ ০৪:৩২ | 122.167.229.192
  • কেসির কথা আমাকে শুধাও না। আমি হলাম গিয়ে ওর লোকাল গার্জেন। কুয়েতে থাকে।
  • nk | ০৫ নভেম্বর ২০১১ ০৪:৩২ | 151.141.84.221
  • কুয়েতে থাকেন না উনি? সেখেনে তো এখনো তেমন রাত না!
  • maximin | ০৫ নভেম্বর ২০১১ ০৪:৩২ | 59.93.194.205
  • পড়তে তো যদুপুরে, নাকি?
  • byaang | ০৫ নভেম্বর ২০১১ ০৪:৩১ | 122.167.229.192
  • সায়ন, ভাবতেও পারছে না, ওর জন্যে কী তোলা আছে!
  • maximin | ০৫ নভেম্বর ২০১১ ০৪:৩১ | 59.93.194.205
  • শেষ প্রশ্ন কেসি কোথায় থাকো?
  • nk | ০৫ নভেম্বর ২০১১ ০৪:৩১ | 151.141.84.221
  • মাঝখান থেকে আমরা পাঁচপেঁচি সাত পাব্লিকে সাইলেন্ট সিনেমা দেখে নিলাম।
    ঃ-)
  • byaang | ০৫ নভেম্বর ২০১১ ০৪:৩০ | 122.167.229.192
  • কেসিটা এখনো জেগে আছে! কী শয়্‌তান মাইরি!
  • sayan | ০৫ নভেম্বর ২০১১ ০৪:৩০ | 115.242.129.223
  • উফ্‌ সেন্টু! এরা কী সুইট ঝগড়া করে! ছেনছিটিবিটির চূড়ান্ত ঃ-))
  • maximin | ০৫ নভেম্বর ২০১১ ০৪:৩০ | 59.93.194.205
  • ভালোবাসলেই ঝগড়া হয় এটা ব্যাং আগেই বলেছে।
  • kc | ০৫ নভেম্বর ২০১১ ০৪:২৯ | 178.61.96.29
  • পান পসন্দ। পান কা সোয়াদ, গজব কা মিঠাস। কাম অন গাইজ। হ্যাভ সাম মশলা, অ্যাটলিস্ট নাও।
  • byaang | ০৫ নভেম্বর ২০১১ ০৪:২৯ | 122.167.229.192
  • রুমালে না কুলোলে চাদর চলবে? মাথায় জল চাপড়ে কাজ করতে বোস। আমিও স্নান করে ঘুমোতে যাই।
  • byaang | ০৫ নভেম্বর ২০১১ ০৪:২৮ | 122.167.229.192
  • এবার আমার বহুত ভালো লাগছে। রুমাল দেব?
  • pi | ০৫ নভেম্বর ২০১১ ০৪:২৭ | 72.83.90.203
  • হ্যাঁ, আমার স্বভাবটা ভাল নয়। জেনে গেছৈ যখন তখন আমার সাথে কথা বলতে আসো ক্যানো ? এসো না।

    আজকেও দেকে আমাকে না বল্লে আমি এনিয়ে কোনো মতামত ই দিতাম না। ভবিষ্যতে আর ডাকাডাকিও করো না।
  • byaang | ০৫ নভেম্বর ২০১১ ০৪:২৭ | 122.167.229.192
  • ভাবখানা এমন যে যেন আমার এতক্ষণ ধরে বহুত খারাপ লাগে নি!
  • maximin | ০৫ নভেম্বর ২০১১ ০৪:২৭ | 59.93.194.205
  • উপায় হইল বাড়ির কাজে হেল্প ইত্যাদি নানা কাজের জন্যে পুরস্কার ঘোষনা। যেমন টোস্ট করার জন্যে পার পীস এত, ডিম ভাজার জন্যে এত। এই করে ইন্টারেস্ট হয়ে যাবে। বাড়ির কাজেও সাহায্য হবে।
  • byaang | ০৫ নভেম্বর ২০১১ ০৪:২৬ | 122.167.229.192
  • কেসি কি এখনো জেগে আছিস? যা , নর্দমা থেকে মশলার কৌটোগুলো কুড়িয়ে আন।
  • pi | ০৫ নভেম্বর ২০১১ ০৪:২৫ | 72.83.90.203
  • নাঃ ব্যাংঅদি, আমার এবার বহুত খারাপ লাগছে।
    আমি আর কোন কথাই বলতে চাই না।

    তোমাকে চার্জ করা হয়েছে, তোমাকে সিদ্ধান্ত নেবার জন্য প্রেস করা হয়েছে এসব মনে হয়ে থাকলে আমি অত্যন্ত দুঃখিত । খালি এটুকু বলতে পারি, এসব কিছুই করতে চাই নি। তাও তোমার মনে হয়ে থাক্লএ আন্তরিকভাবে দুঃখিত।

    আর কী বলতে পারি, জানিনা।
  • byaang | ০৫ নভেম্বর ২০১১ ০৪:২৪ | 122.167.229.192
  • কারণ তোর স্বভাবটা কমলির মতন। তাই সব্বাইকে ছেড়ে তোকে ধরি। কারণ তুই ছাড়িস না।
  • nk | ০৫ নভেম্বর ২০১১ ০৪:২৩ | 151.141.84.221
  • আফুটা পাতা মানে না ফোটা পাতা। যে পাতা এখনো খোলে নি, গুটিয়ে আছে, পাতার কুঁড়ি।
  • sayan | ০৫ নভেম্বর ২০১১ ০৪:২৩ | 115.242.129.223
  • আর ঘন্টা দুই পর নন্দী হিল্‌স যাবো। দুই উড়নচন্ডীকে ফোং কল্লাম। দুজনেই রেডি। লেটস গোওওওও! ঃ-)
  • byaang | ০৫ নভেম্বর ২০১১ ০৪:২২ | 122.167.229.192
  • এনিওয়ে পাই ছাড়। আমার যা ঝগড়া করার টেনাসিটি, তুই না মুই চালাতেই থাকব। কাটিয়ে দে, একটা বাজে দিন, ভেবে নে।
  • pi | ০৫ নভেম্বর ২০১১ ০৪:২২ | 72.83.90.203
  • যেটা বলছিলাম। আলোচনা এত খাতে হচ্ছিলো আজ যে সবগুলোর এরকম লিনিয়ার ম্যাপিং হবে ধরে নিলে কেন ?

    উচ্চকোটির স্কুলের কেত, সিএ স্কুলের পড়ানো মা বাবার শো অফ, স্কুলে চাপ, শাস্তি, সরকারি স্কুলে পড়ার কোয়ালিটি নেমে যাওয়া, বেসরকারি স্কুলের পড়ানোর কোয়ালিটি সত্যি ভাল কিনা .. নানাবিধ বিশায় এসেছে।

    আমি নিজে এই আলোচনায় মূলত আগ্রহী ছিলাম এটা বুঝতে যে কেন আগের যেসব স্কুলে আমরা পড়েছি, যেখানে

    কর্পোরাল পানিশমেন্ট নিয়ে আমি কোন আলোচনাতেই আজ ঢুকতে চাই নি। কারণ এই ইস্যুতে অন্তত মনে করি এখনকার সিচুয়েশন আগের থেকে বেটার। আগে তো এটা নর্ম ই ছিল। এখন মানুষ অন্যভাবে ভাবছে।
    এটার সাথে কেত কি নন কেত কোনোরকম স্কুলের কোন কোরিলেশন করতে হবে , তাই তো মাথায় আসেনি ! আছে, এরকম এখনো মনে করিনা।

    স্কুলের কেত নিয়ে আপত্তি তোলার মানে কি এই যে নন কেত স্কুলে কর্পোরাল পানিশমেন্ট থাকে না বা থাকলে এনিয়ে আমার আপত্তি নেই? ঃ(

    আমার এনিয়ে কী মত সেটা তুমি জানতে চাইতেই পারো, কিন্তু আমি কেন এই ইস্যু নিয়ে কথা না বলে অন্য ইস্যুগুলো নিয়ে বলছি, সেই প্রশ্ন তুল্লে আমি এই উত্তর ই দেবো, কারণ সিলি্‌ম্‌প্‌ল অনেকগুলো আলাদা আলাদা ইস্যু রয়েছে।

    আর হ্যাঁ, স্কুলের কেত , ট্যাগ এসব নিয়ে আমার থেকেও বেশি অন্য অনেক লোকজন লিখেছে। তাও এই সব ব্যাটাকে ছেড়ে পাই ব্যাটাকে ধর ক্যানো ব্যাংঅদি ? ঃ(
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত