অভ্যুর মাথায় কেউ একটা হাতুড়ি মার তো! বলে কিনা ভীমের পার্ট করেছিল!!! বাছা অভ্যু, নরেন্দ্রপুর, আইএসাইর পরে তোমার মুখে এমন কথা মোটেই মানায় না।
nk | ০৪ নভেম্বর ২০১১ ২৩:৩৮ | 151.141.84.194
আসলে পাই সমস্যা আরো গভীরে। সমাজের যে যেই স্তরে উঠে পড়ে, সেই স্তরে আটকা পড়ে যায়। সেখান থেকে বেরোনোর পথ খুব কম, একেবারে অভিমন্যুর কেস। তারপরে সেই স্তরের চাপ অনুযায়ী সব করতে বাধ্য। আমাদের সময়ের বাপমায়েরাও তেনাদের স্তরে ছিলেন, ছেলেপিলেদের মাঝারি ইস্কুলে দিয়েছেন, প্রাইভেট টিউটর রেখেছেন -এগুলো করতেও বাধ্য হয়েছেন। অসুবিধে যে হয় নি, তা তো না। বিষেষ করে প্রাইভেট টিউটরের হরিঘোষের গোয়ালে দেবার ইচ্ছে অনেক অভিভাবকের ছিলো না, কিন্তু না করে যাবে কই? চাপ আছে পিছে। আর ইচ্ছে থাকলেও ওনারা তার চেয়ে নিচের মানের স্কুলে দিতে পারতেন না, কিন্তু সেসব স্কুল কি ছিলো না? ছিলো, সেখানে সব্জিবিক্রেতা মিস্ত্রী গৃহকর্মীদের ছেলেপুলেরা পড়তো। একেবারে চক্রব্যুহ কেস, চিরকালই আছে।
sayan | ০৪ নভেম্বর ২০১১ ২৩:৩৭ | 115.242.160.129
ব্যাঙদি খুব ফ্রীক আউট করছো। মে বি স্বাভাবিক। লেকিন কিন্তু পরন্তু, শুধু ফান্ডা ক্লিয়ার থাকলে ইলেভেন টুয়েলভে ঘ্যাম রেজাল্ট করে ঐ যে ইনস্টিগুলোর নাম লিখলে - ওখানে পাওয়াই যায়। তার জন্য গোটা ছেলেবেলাটা বেগার খাটুনি খাটতে লাগে না। আর একটা কথা, তোমাদের টেনসিত দেখলে ছেলে কিন্তু আরও টেন্সড হবে, অ্যান্ড দ্যাট উড বি র্যাঙ্ক ব্যাড! আর তখন তুমিও এগ্রী করতে পারবে না।
(ন্যাড়াদা ব্যতিক্রম। প্পন্দাও। এমঙ্কি পাই, পিপি এবং আরও অনেকেই। এঁরা সকলেই একেকজন ফেনমেনন। ঃ-) )
Bratin | ০৪ নভেম্বর ২০১১ ২৩:৩৬ | 117.194.96.240
অভ্যু , চাপ দিলে ও ই প্রেমিকা র সংখ্যা টা একটু কমবে? ঃ-))
ব্যাংদি, আমার কোন নামীদামী স্কুলের ছাপ্পা নেই বিশ্বাস কর। পাতি গ্রামের এঁদো স্কুল কলেজে পড়ে বড় হয়েছি। ভাল স্কুলে দেবার সাধ্য বাবার যে ছিল না তা নয় তবে সাধ ছিল না কারণ একে তো বাবা ট্রান্সফার হত অজ পাড়াগাঁ জায়গায়। ভাল স্কুলে পড়ানো মানে হস্টেলে রাখা যেটাতে বাবা'মা একদম রাজী ছিল না। আর বাবা বিশ্বাস করত যার হবার তার এমনিই হবে, স্কুল কিছু পক্ষীরাজ তৈরী করবে না। তবে নিজের জীবণ ও এক্সপেরিএন্স দিয়ে বুঝেছি আজকের দুনিয়ায় ছাপ্পার মূল্য কতখানি। তাও, আমায় যদি চুজ করতে বলা হত আমার ভাইপোকে আমি চন্দননগরের সেন্ট জোসেফ আর পরে অরবিন্দতেই ভর্তি করতাম, ভাইঝি হলে কৃষ্ণভামিনী বা অক্সিলিয়ামে। তবে আমার মতন অজ পাড়াগাঁর স্কুলে পাঠাতাম না এটাও ঠিক। কারণ আমার সময়ে পাড়াগাঁর স্কুলগুলোতেও যে যত্ন আর নিষ্ঠা নিয়ে পড়ানো হত তার কতখানি এখনো আছে সে সম্পর্কে আমার মনে প্রবল সন্দেহ আছে, তাই।
byaang | ০৪ নভেম্বর ২০১১ ২৩:৩৫ | 122.167.229.192
অন্য অভিভাবকেরাও তিতিবিরক্ত। অ্যাসোসিয়েশনও নাম্কাওয়াস্তে আছে। কিন্তু কেউই সাহস করে কোনো ইনিশিয়েটিভ নেয় না। বেড়ালের গলায় ঘন্টা বাঁধা কী অতই সহজ? এই স্কুলটির থেকে বেরিয়ে অন্য জায়গায় সিট পাওয়া খুব সহজ না।
pi | ০৪ নভেম্বর ২০১১ ২৩:৩৪ | 72.83.90.203
আর টাকার কথা, কেতের কথা আনবো না কেন / সকালে সিকির পোস্টের সূত্র ধরে তো এই আলোচনা শুরু। সেখানে তো এই নিয়েই কথা হচ্ছিলো। আর তুমিও স্কুল প্রসংগে এটা অনেকবার ই এনেছো। মার কাছেও আজ অনে্ককিছু শুনলাম, যা ঐ টাকা দেখানো , কেত দেখানো ছাড়া আর কিছুনা।
পিপি, হ্যাঁ, আমিও সেরকম ই শুনি।
r2h | ০৪ নভেম্বর ২০১১ ২৩:৩৪ | 198.175.62.19
হাঃহাঃহাঃ
Abhyu | ০৪ নভেম্বর ২০১১ ২৩:৩৪ | 128.192.7.122
আরে ব্যাংদি, সত্তি কইছি, মাধ্যমিক পজ্জন্ত পাতি গায়ে হাওয়া লাগিয়ে ঘুরতাম। পাঁচজন প্রথম প্রেমিকা ছিল, পুজো ছিলো, প্রোজেক্ট ছিল, মণিমেলা ছিল, উদয়ন করতাম (একবার নাটকে ভীমের পার্ট করেছিলাম) - শুধু একজনের সঙ্গে দ্যাখা হবে বলে টিউশানির ব্যাচ চেঞ্জ করেছিলাম - আর তুমি শুধু ন্যাড়াদার কথা বিশ্বাস করে যাচ্ছো।
nyara | ০৪ নভেম্বর ২০১১ ২৩:৩৩ | 203.83.248.37
ক্লাসের বাজে ছেলেগুলোর দিকে তাচ্ছিল্যের দৃষ্টি দিতে গিয়ে আমি দেড় বছরের জন্যে ট্যারা হয়ে গেছিলাম। তখন ফুটবলে সেন্টার ফরোয়ার্ড খেলতাম। আর গন্ডা গন্ডা গোল দিতা, গোলকিপার বুঝতেই পারত না কোনদিকে বল ঠেলব।
byaang | ০৪ নভেম্বর ২০১১ ২৩:৩৩ | 122.167.229.192
আমিও ক্লাস সেভেনে ভূগোলে ফেল করেছিলাম। ব্রতীনের থেকেও দুনম্বর কম পেয়েছিলাম। অথচ ব্রতীন প্রেসি, আইএসাই। আর আমি! সুতরাং আমি ফাঁকি মেরেছি , কিন্তু কোনৈ ক্ষতি হয় নাই, এইটা এক্সট্রাপোলেট করে সব্বার ফাঁকি মারা উচিৎ, এটা বলতে পারছি না।
Bratin | ০৪ নভেম্বর ২০১১ ২৩:৩৩ | 117.194.96.240
আমাদের ক্লাশে একটা ছেলে ছিল। ইআবাল। সে কথা বললেই টেম্পারেচার কারেকশন র মতো একট সার্টেন % বাদ দিয়ে দিতাম। তাতে ২ পক্ষের ই মঙ্গল হত। ঃ-))
nk | ০৪ নভেম্বর ২০১১ ২৩:৩২ | 151.141.84.194
আর আমি অংকে ১৩। গোঁসাইবাগানের বুরুনের মত। ঃ-)
pi | ০৪ নভেম্বর ২০১১ ২৩:৩২ | 72.83.90.203
আমাদের প্রজন্মের সমস্যা মানে তো আমরাই সমস্যটা তৈরি করছি, তাই না ? এটা তো ভিশাস সাইকেল। অভিভাবকদের বড় অংশ যদি কম শিখলো,ছেলেমেয়ের ভবিষ্যত গোল্লায় গ্যালো ভেবে প্যানিকড না হন, তাহলে এই চক্র থেকে হয়তো বেরোনো যেতেই পারে। সেইজন্যই আমি বারবর জিগেশ করি, অন্য অভিভাবকেরা কী বলছেন। যারা তোমরা অসুবিধেটা বুঝতে পারছো, তারা অন্যদের সাথে কথা বল্লে সমব্যথী আরো অনেককে হয়তো পেয়ে যাবে।
Bratin | ০৪ নভেম্বর ২০১১ ২৩:৩০ | 117.194.96.240
আমি স্কুলে এক বার ই ফেল মেরেছিলাম। সেটা ভুগোলে। ২৯ পেয়েছিলাম!!
sayan | ০৪ নভেম্বর ২০১১ ২৩:২৯ | 115.242.160.129
ওই, ওই আবার কামান দাগলেন। ঃ-{
nk | ০৪ নভেম্বর ২০১১ ২৩:২৯ | 151.141.84.194
ভু না ভূ???? ঃ-)
pipi | ০৪ নভেম্বর ২০১১ ২৩:২৯ | 129.74.191.152
সান্দা, চিন্তা করিস না। এই গতকাল সন্ধেতেই চারপাঁচজন মিলে গজল্লি করতে গিয়েছিলাম পাশের নতুন বারে আমার আইফোনের পুনর্জীবণ সেলেব্রেট কত্তে। দিব্যি ছিলাম এক জাগ বিয়ার নিয়ে বসে। হঠাৎ কোথা হইতে কি জইয়া গেল, গোটা জাগটা ফসকে উপউড় হয়ে পড়ল আমার গায়ে, আমি তো ভিজলামই, সাথে ভিজল টেবিল চেয়ার, পাশের লোকজন। বিড়ালের মত কোনরকমে লোম ঝেড়েই আমার আর্তনাদ - আই ফো ও ও ও ও ওন? জানা গেল, জাগের দিকে হাত বাড়ানোর সময়েই নাকি পাশে বসা সন্দেহকুটিল মনের একজন ছোঁ মেরে টেবিল থেকে ফোনটি তুলে নিয়েছিল। অতএব আমার ফোন নিয়ার ডেথ এক্সপির হাত থেকে বেঁচে গেছে। শুনে ভারী আনন্দ হল। কিন্তু তাপ্পরে দুক্কুও হল এই ভেবে যে আমায় কেউ ভরসা করে নাঃ-( আর ইয়ে আমার নতুন নাম মিস স্পটিঃ-( (বাচ্চাদের মতন যা খাই সব জামায় ফেলে দাগ বানাই, তাই)।
byaang | ০৪ নভেম্বর ২০১১ ২৩:২৯ | 122.167.229.192
আমিও কান্ট এগ্রি মোর উইথ ন্যাড়া'জ ১১ঃ১৮ পোস্ট।
আর সবাই মিলে যখন আমাকে ভিলেন বানিয়েই ছাড়লে তখন আমি একটু মনের সুখ করে খিস্তি দিই সব্বাইকে। তোমাদের মুখে বাপু আমরা কত মজা করেছি, ফাঁকি মেরেছি এসব মানায় না। পড়তে সব প্রেসি, যাদবপুর, শিবপুর, আইএসাই, আইআইটি এসব জায়গায়, তারপর স্কুল-কলেজের পড়ায় ফাঁকি মারলে কিস্যু হয় না, এই জ্ঞানটি আমাকে দিতে এস না। মহান পিনাকীবাবুকে তো নিজের চোখেই দেখেছি, আর আমাদের সময়কার বিডি স্কুল, বিদ্যাভারতী এসব স্কুলের গপ্পো-ও নিজের চোখেই দেখা শোনা, তাই ......। আমার মত কেউ বুক বাজিয়ে বলুক দেখি এইচেসের কেমিস্ট্রি পেপার দিতে গিয়ে পেপার শক্ত লাগায় হলেই ঘুমিয়ে পড়েছিল। গ্র্যাজুয়েশনের সময় সেন্ট জেভিয়ার্স, জাদবপুর থেকে ফর্ম তোলার মত নম্বরও ছিল না। পিওর সায়েন্সে বেশ খারাপ কলেজেও অনার্স জোটে নি। আমি কোনোমতেই চাইবো না, আমার ছেলেকে আমার মতন অবস্থার মধ্যে দিয়ে যেতে হোক।
nyara | ০৪ নভেম্বর ২০১১ ২৩:২৮ | 203.83.248.37
সেবার ক্লাস সিক্সের ভুগোলে এত ভাল পরীক্ষায় লিখলাম যে পরের ব্যাচের জন্যে আর টেক্সট বুক ধার্যই করল না। আমার খাতাটাকেই টেক্সট করে দিল।
nk | ০৪ নভেম্বর ২০১১ ২৩:২৮ | 151.141.84.194
আরে মাত্র ষোলো ঘন্টা? কুড়ি ঘন্টা পর্যন্ত যাওয়া সম্ভব, আঁক কষে দেখা গেছে হে ন্যাড়া। বিশ্বাস না হলে অভ্যুকে জিগান। সে তো সংখ্যাতাঙ্কিÄক! ঃ-)
Abhyu | ০৪ নভেম্বর ২০১১ ২৩:২৭ | 128.192.7.122
আচ্ছা এই ডবল প্রোমোশান কি সত্তি দিতো কোথাও? আমিও ছোটো থেকে শুনে আসছি - একবার হিসেব করে দেখেছিলাম যে তাহলে আমার ক্লাস ফোরের জায়গায় এইটে পড়ার কথা।
sayan | ০৪ নভেম্বর ২০১১ ২৩:২৬ | 115.242.160.129
ন্যাড়াদা দুমদাম গ্যাস ছাড়ছে! ঃ-))
nyara | ০৪ নভেম্বর ২০১১ ২৩:২৪ | 203.83.248.37
প্রত্যেকবার ক্লাসে ডবল প্রোমোশন পাবার জন্যে বাড়িতে কী ছপ, কী চাপ। তাও মাত্র চারবার পেয়েছিলাম।
Abhyu | ০৪ নভেম্বর ২০১১ ২৩:২৩ | 128.192.7.122
তা বটে। সায়ন্দার 10:48 PM পোস্টটা পড়ে মনে পড়ল। মাধ্যমিকের আগে পর্যন্ত পেটানি খেয়েছি। কি আসে যায়? কতো আনন্দের দিন কাটিয়েছি। ভালো হবার দৌড়ে একবার পা রাখলে আর ফেরার উপায় নেই। মনে পড়ে কি সব সায়েন্স ট্যালেন্ট পরীক্ষা হত। স্কুল থেকে সব্বাই মজা করে পরীক্ষা দিতে যেতাম। বেশ আউটিং হত। (একবার একটা ছেলে বন্ধুর দেখে টুকছে, ইনভিজিলেটর বললেন - ওর খাতা দেখছ কেন? সে বলল - খাতা দেখিনি স্যার, কোশ্চেন পেপার দেখছি। স্যার তো হাঁ! কোশ্চেন পেপার দেখছ কেন? ও তো তোমারও আছে? তাই তো বলছি স্যার - ও তো আমারো আছে , আপনি আপত্তি করছেন কেন?) তো এই পরীক্ষায় সবাই এ পেত, আমরা কয়েকজন এ প্লাস পেতাম। হঠাৎ শোনা গেল ক্লাস নাইনের পরীক্ষায় আমি পশ্চিমবাংলায় থার্ড হয়ে গেছি (ঘাবড়াবার কারণ নেই, কোনো ভালো স্কুলের ছেলেরা এ পরীক্ষা দিতো না), ব্যস হয়ে গেল - টেনের পরীক্ষা দেবার সময় সে কি টেনশন!
ppn | ০৪ নভেম্বর ২০১১ ২৩:২২ | 112.133.206.18
(কলার উঁচিয়ে)
চাইলে কত কিছুই যে হতে পারতাম। কিন্তু হায় সিধুজ্যাঠাও হয়ে ওঠা হল না। ঃ(
Nina | ০৪ নভেম্বর ২০১১ ২৩:২২ | 12.149.39.84
হা হা হা হা যেতে যেতে বলে যাই পিপি তুই একটা ডিটেলসে টই খোল প্লিজ-- পিপির রোজনামচা টা টা
Nina | ০৪ নভেম্বর ২০১১ ২৩:২০ | 12.149.39.84
আমার লাঞ্চ-আওয়ার শেষ--পলাইলাম হ্যাপ্পি উইকএন্ড !!
pipi | ০৪ নভেম্বর ২০১১ ২৩:২০ | 129.74.191.152
কাশিবাসীর আপডেটঃ-
অপ্পন ঠিক কয়েছিল। কাশি হল সদ্দির পূর্বাভাস। কাশি কমছে কিন্তু তার বিনিময়ে জায়গা করে দিতে হয়েছে সদ্দিকে। কাল রাতের প্রথমদিকটা ভারী ভাল ঘুমিয়েছিলাম। এমনকি স্পেশশিপ আর ব্যাটলফিল্ডের কি সব স্বপ্নও দেখছিলাম মনে আছে। তারপরেই প্রবল একটি হাঁচিতে দুশমনরা সব ছত্রাকার হয়ে গেল! আর আমিও ঘুম ভেঙ্গে উঠে বসে অনুভব কল্লাম নাক দিয়ে কি যেন গড়াচ্ছে! তারপর থেকে টিস্যু ভরোসা চলছে। আগে ছিল কাশি, এখন সদ্দি - অতএব আগামী ক দিনও নিদ নাহি আঁখিপাতে গাইতে হবে।
Bratin | ০৪ নভেম্বর ২০১১ ২৩:২০ | 117.194.96.240
সেকি আমি এখনও ঠিকঠাক জানি না। চাপ তো!! ঃ-((
সায়ন ,যেরকম বলেছে বা অভ্যু ওরকম আমরাও করেছি।বাঁদরামো করেছি,খেলেছি। কিন্তু বাবা মা সব সময় এরকম কি হল কি হল টেনসান এ থাকে নি।
আমিই বোধহয় তালে আলাদা ছিলাম। সারা ছেলেবেলা দিনে ষোল ঘন্টা করে পড়শুনো করতে কীই ভাল লাগত। স্কুলে যত বইখাতা নিয়ে যেতে পারতাম তত আনন্দ হত। বিকেলে খেলে এসে যখন ঘুম পেত, তখন যাদব চক্কোত্তি করতে - আহ, কি মজাই না হত।
sayan | ০৪ নভেম্বর ২০১১ ২৩:১৭ | 115.242.160.129
পিপি'র শেষ লাইনটা, কান্ট এগ্রী মোর।
P.S. টাল্লি অবোস্তায় আর ফোং হাতে জলের ধারেকাছে যাস নে। ;-)
nk | ০৪ নভেম্বর ২০১১ ২৩:১৬ | 151.141.84.194
দ্যাখো নিনা, সবচেয়ে সোজা সোজা ব্যাপারগুলোই করা কত কঠিন! ঃ-) আমাদের মানুষমন কেবলি জটিল জটিল হিসাব করে আর ভয় পায় ভবিষ্যতের, এদিকে সেই ফাঁকে বর্তমান আমাদের হাতের আঙুলের ফাঁক গলে পালিয়ে যায়। দ্যাখো দেখি শুক্কুরবারের সন্ধেবেলা কোথায় একটু রাম ভজবো, তা না --- ডিডি কোথা???
Nina | ০৪ নভেম্বর ২০১১ ২৩:১৫ | 12.149.39.84
পিপি কশি এখনও হ্যাজ?
pipi | ০৪ নভেম্বর ২০১১ ২৩:১৩ | 129.74.191.152
আমাদের মানসিকতাও অনেক খানি দায়ী এর জন্য। ঐ পাই যা বলল আমার বাড়িতেও তাই। চন্দননগরে এত্ত ভাল ভাল পুরনো স্কুল, আমার জ্যাঠতুতো দাদারা পাশ করল অরবিন্দ, কানাইলাল থেকে অথচ নিজের ছেলেকে ভর্তি করার সময় বাড়ি শুদ্ধু সকলের রাতের ঘুম হাওয়া! কি, না যদি ডিপিএসে না পায়? গার্ডেন হাই কত ভাল ইত্যাদি প্রভৃতি। শেষমেষ কোন এক কেতার স্কুলেই ঐ পুঁচকেটাকে গিয়ে ভর্তি করাল। নিজে থাকে চন্দননগরে। ছেলে, ছেলের মা, ঠাকুমা অর্থাৎ বাড়ির আদ্ধেক লোক সেই স্কুলে দাদুভাই এর ভর্তির অনারে ইস্কুলের কাছে ফ্ল্যাট কিনে সেখানে থাকে! হাসব না কাঁদব বুঝে পাই না। সেন্ট জোসেফ/অরবিন্দ কি দোষ করলে জিজ্ঞাসা করাতে বৌদি মিষ্টি হেসে সুনিয়ে দিল তুমি বিদেশে থাক, তুমি আর কি বুঝবে। ঐসব স্কুলে না পড়লে নাকি ছেলের ভবিষ্যত একদম ঝরঝরে! !!! কাজেই শুধু স্কুলগুলোকে দোষ দিয়ে কি হবে। তারা জানে তারা যাই করুক, যেমন করেই কাটুক, মুরগীর অভাব হবে না। অতএব তারাও যথেচ্ছাচার চালায়।
১) পীয়ার প্রেশার রেজাল্টিং ইন ট্রান্সফার অফ সাম অফ ইট টু ছেলে ২) বাজে স্কুল
দ্বিতীয়টা - তোমাদের উপর ডিপেন্ডেন্ট। ছাড়িয়ে অন্য কোথাও ভর্তি করো। একটু লেসার ব্র্যান্ড হলে মহাভারত এমন কিছু অশুদ্ধ হয়ে যাবে না।
প্রথম - এমন প্রতিবেশীদের সঙ্গে নানাভাবে ডীল করা যায়। দে আর অফ নো ভ্যালু অ্যাড, সো গেট রিড অফ দেম।
nk | ০৪ নভেম্বর ২০১১ ২৩:১০ | 151.141.84.194
শিব্রাম চক্কোত্তিও তাই বলতেন। একেবারেই কিছু না চাইলে আরো ভালো, যা পেলে তাই ফাউ। কারণ দুনিয়ায় একেবারেই কিছু না পেয়ে পার পাবার তো উপায় নেই। ঃ-)
aka | ০৪ নভেম্বর ২০১১ ২৩:১০ | 168.26.215.13
কি ঠিক জানি না, তবে কাল শুনলাম ঋভুকে নাকি আগামী বছর থেকে জাভা শেখাবে। শুনে কেমন হতবাক হয়ে গেলাম।
ppn | ০৪ নভেম্বর ২০১১ ২৩:০৯ | 122.252.231.10
ব্যাং, আমার বসের মেয়েও একই স্কুলে পড়ে (অন্য ব্রাঞ্চ)। ক্লাস নাইন। দাবি আছে অনেক, তবে না পারলে গলায় পা দিয়ে এইরকম উদ্ভট চাপের গল্প নেই। আর মধ্যবিত্তদের রেঞ্জের মধ্যেই মাইনেকড়ি। পেরেন্ট তিচার্স মিটের দিনে স্কুলের পার্কিং লটে গাড়ির মডেল দেখেই বোঝা যায়। আম্মো নিশ্চিন্ত হই।
হ্যাঁ, মারকাটারি রেজাল্ট হয় না। মেরিট লিস্টে থাকে না। কিন্তু তাই দিয়ে কিচ্ছু ছেঁড়া যায় না। নিজেকে দিয়ে জানি।
আর দেশের এই চাপের শিক্ষাক্রমে রগড়ে যারা বেরোবে তারা ঠিকই দুনিয়ায় করে খেতে পারবে। কমরেড পিনাকী আগে একবার লিখেছিলেন। বড় করে ক দিলাম আবার।
তাই চিন্তা বিশেষ করি না।
Nina | ০৪ নভেম্বর ২০১১ ২৩:০৬ | 12.149.39.84
কেসি ঠিক বলেছ----জীবনের রাস্তায়- ইউ উইন সাম , ইউ লুজ সাম, এটা মার মেয়ে বলেছিল আমায়--আএ একটা দামি কথা বলেছিল- যত কম চাইবে তত বেশি পাবে--কার্ণ যদি তিনটে জিনিষ চাও -আর একটা পেলে তো -কি আনন্দ--আর যদি ৩০টা চাইলে ১০ তা পেলে --কি দু;খ ২০টা না পওয়ার ঃ-) ওর বয়েস তকহ্ন ছিল ৭ --ক্রিসমাসে স্যান্টাকে লিস্ট করেছিল ৪ টে জিনিষ চায় ঃ-) যেখানে ওর বয়সিদের লিস্ট হত এক পাতা
byaang | ০৪ নভেম্বর ২০১১ ২৩:০৬ | 122.167.229.192
পাই, খালি কম দামী স্কুলগুলোর দিকে নিয়ে যাস কেন কথাটা? আমি আজ টিওআইয়ের যে লিংকটা দিলাম ওটা এমন কিছু নামিদামী স্কুল নয়, সেখানকার ডিসিপ্লিনের নমুনাও তো দেখলি! কথাটা কেতের স্কুলের নয়, কথাটা যে প্রজন্ম এইসব স্কুলগুলো চালাচ্ছে , সেই প্রজন্মের অসুস্থ মানসিকতার।
Bratin | ০৪ নভেম্বর ২০১১ ২৩:০৫ | 117.194.96.240
ব্যাঙ , কারোর সথে তুলনা করিস না। বাবা /মা রাই ছেলে দের ওপর চাপ বাড়িয়ে দেয়। সবাই চায় আমার ছেলে বা মেয়ে ডাক্তার হোক, ইনঞ্জিনিয়ার হোক। কিন্তু মানুষ হোক কেউ চায় না।। হয়তো সমাজ সেই লিবার্টি আমদের দেয় না। ঃ-((
byaang | ০৪ নভেম্বর ২০১১ ২৩:০২ | 122.167.229.192
আর স্কুল চেঞ্জ করলেও এগুলো হবে না কে বলল? আর যেসব স্কুল গ্যারন্টি দেয় এসব হবে না বলে, সেইসব স্কুলে পড়াতে যা টাকা লাগে সেটা দেওয়ার ক্ষমতা নেই যে এখনো অব্দি। এই গুরুতেই বছর দুয়েক আগেও সিকির মেয়ের স্কুল নিয়ে সিকির পোস্টগুলো অন্যরকম হত। আজকাল দেখছি অনেকটা আমার সুরে গায়। প্পণকেও পথে আসতেই হবে একদিন না একদিন। এ এক অমোঘ চক্র, কারুর নিস্তার নেই এর থেকে।
Bratin | ০৪ নভেম্বর ২০১১ ২৩:০২ | 117.194.96.240
ধন্যবাদ ইন্দো। সাহানা- সিঁফো কে আন্তরিক অভিনন্দন।
Nina | ০৪ নভেম্বর ২০১১ ২৩:০১ | 12.149.39.84
ন্যু ইয়র্ক বার পাশ করল যখন আমি তো হাঁ---গায়ে হাওয়া লাগিয়ে বেড়াত তো !! ল' টাও দিব্ব্যি পাশ করে গেল রে--চাকঋ দিব্যি পেয়ে গেল---আমাদের কোনো আঁচ পেতে হয়নি বেচারা ছেলেটা আমাদের হেল্পের চোটে হেল্পলেস হয়ে গেল !
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন