এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ppn | ০৬ নভেম্বর ২০১১ ২০:৫২ | 122.252.231.10
  • ২-০

    এদের কাছে ঘটসরা হেরে ফেড কাপ থেকে ফুটেছিল।
  • ppn | ০৬ নভেম্বর ২০১১ ২০:৪৯ | 122.252.231.10
  • অশোক মালহোত্রা হোম গ্রোন ট্যালেন্ট নয়। রোহন গাভাসকার লাইক কেস।
  • Bratin | ০৬ নভেম্বর ২০১১ ২০:৪৮ | 117.194.100.185
  • আমাদের অশোক মালহোত্রা ও খেলেছিল কয়েক টা টেস্টে। কিন্তু কল্কে পায় নি।
  • nyara | ০৬ নভেম্বর ২০১১ ২০:৪৪ | 203.83.248.37
  • সরদেশাই অনেক আগে। শেষ সিরিজ বোধহয় ৭২ ইংল্যন্ড।
  • Bratin | ০৬ নভেম্বর ২০১১ ২০:৪২ | 117.194.100.185
  • দিলীপ সরদেশাই কি আরো আগের?
  • nyara | ০৬ নভেম্বর ২০১১ ২০:৪১ | 203.83.248.37
  • কিরমানির প্রবলেম হল সে সময়ে - বিশেষতঃ গাভাসকার ক্যাপ্টেন হবার পরে হোম সিরিজের স্ট্র্যাটেজি ছিল চারটে টেস্টে পাটা উইকেট তৈরি করে ড্র করো। অন অ্যান অ্যাভারেজ আড়াই ইনিংস খেলা হত। আর একটা টেস্ট আন্ডার প্রিপেয়ারড করে স্পিনার লেলিয়ে দাও। তো এখানে কিরমানির ওঠবোসই সারা।

    ব্যাটিং লাইন-আপ গাভাসকার, গায়কোয়াড় বা পার্থসারথী শর্মা পরে চেতন চৌহান, ভেঙ্গসরকার বা মহিন্দর অমরনাথ, বিশ্বনাথ, ব্রিজেশ প্যাটেল - পরে যশপাল শর্মা বা পরে সন্দীপ পাটিল। সুরিন্দর অমরনাথ তো বোধহয় একটা সিরিজ খেলেছিল। সেরকম আরও কিছু মক্কেল ছিল - যজুর্বেন্দ্র সিং।
  • Bratin | ০৬ নভেম্বর ২০১১ ২০:২২ | 117.194.100.185
  • সে তো বটেই সৌরভ ছাড়া বাকি চার জন সব সময় সর্ব কালের সেরা ভারত র টেস্ট টিমে আসবে চোখ বন্ধ করে। সৌরভ অটোমেটিক চয়েস নয়। আসতেও পারে।
  • ppn | ০৬ নভেম্বর ২০১১ ২০:১৮ | 112.133.206.18
  • সে যদি বলো বস, দাদা-শেহবাগ-দ্রাবিড়-শচীন-লক্ষ্মণ এদের আগে এতজন ভালো ব্যাটসম্যান একসাথে এক টিমে কখনোই খেলেনি।
  • Bratin | ০৬ নভেম্বর ২০১১ ২০:১৬ | 117.194.100.185
  • তবে কিরি র প্লাস পয়েন্ট ছিল স্পিন বোলিং এ। যাতা কিপ করতো!!
  • Bratin | ০৬ নভেম্বর ২০১১ ২০:১৪ | 117.194.100.185
  • সুরিন্দার অমর নাথের টাও দেখলাম ঃ ১০ ম্যাচে ৫৫০ রান। ১ টা ১০০ ৩ টে ৫০। গড় একটু ভালো । ৩০.৫৫
  • ppn | ০৬ নভেম্বর ২০১১ ২০:১৪ | 112.133.206.18
  • আরে ওই টেস্টের ব্যাটিং লাইন আপের কথা বললাম। ওই সময়ের তিন-চার বছরের (৭৫-৭৭) রেকর্ড ঘাঁটলে আরো নাম বেরোবে। নইলে ন্যাড়াদা এসে বলে দিয়ে যাবে।
  • ppn | ০৬ নভেম্বর ২০১১ ২০:১২ | 112.133.206.18
  • বাজে বোকো না। লুরুতে বাঙ্গালি দোকানের অভাব নাই।

    বাড়ির সামনে বলে কিনা তিন তিনটে কালিপুজো হল এবার!
  • Bratin | ০৬ নভেম্বর ২০১১ ২০:১১ | 117.194.100.185
  • দে, রবি বারে আবার কেন?
  • Bratin | ০৬ নভেম্বর ২০১১ ২০:১১ | 117.194.100.185
  • অ্যাঁ, ব্যাঙ্গালোরে সিঙ্গাড়া। মামদোবাজি পেয়েছো নাকি? ঃ-))
    ওটা বিশুদ্ধ সামোসা!!
  • Bratin | ০৬ নভেম্বর ২০১১ ২০:১০ | 117.194.100.185
  • আমাদের ছুটি নেই। এ বছরের শেষ ছুটি ছিল কালী পুজোতে !! ঃ-((
  • Bratin | ০৬ নভেম্বর ২০১১ ২০:০৮ | 117.194.100.185
  • ব্রিজেস প্যাটেল র স্ট্যাট জানি না। খুব মারকুটে ব্যাটসম্যান ছিলো। কিন্তু পাতে দেবার মতো কি?

    ক্রিক ইনফো বলছেঃ ২১ ট টেস্টে ৯৭২ রান। ১ ট ১০০ আর ৫ ট ৫০। গড় ২৯. ৪৫
  • ppn | ০৬ নভেম্বর ২০১১ ২০:০৭ | 112.133.206.18
  • এঃ হেঃ হেঃ আমাদের তো কালও ছুটি। এইমাত্র চায়ের সাথে গরম গরম সিঙ্গারা (সামোসা নয়) উদরস্থ করলাম।
  • de | ০৬ নভেম্বর ২০১১ ২০:০৩ | 59.163.30.3
  • ব্রতীন, আমি এখনো ল্যাবে -- পেট খারাপের ইচ্ছা না থাকলে ওসব খাবারের নাম মুখেও এনো না!
  • ppn | ০৬ নভেম্বর ২০১১ ১৯:৫৩ | 112.133.206.18
  • বোলিংটাই ঘাঁটা ছিল। পরে কপিল এসে একটু শুধরোয়। না হলে ব্যাটিং পাওয়ার হিসেবে ভালোই ছিল।

    ক্রিকইনফো বলছে কিরমানির ডেব্যু টেস্টে ভারতের ব্যাটিম লাইনআপে ছিলঃ গাভাসকার, ভেঙ্গসরকার, ভিশি, অমরনাথ ব্রাদার্স, ব্রিজেশ প্যাটেল। খুব খারাপ না।
  • Bratin | ০৬ নভেম্বর ২০১১ ১৯:৫১ | 117.194.100.185
  • খাবো তো। এই দোকান থেকে ভেজিটেবল চপ আর আলুর চপ নিয়ে এলাম।
  • achintyarup | ০৬ নভেম্বর ২০১১ ১৯:৪৯ | 115.111.248.6
  • খিদে পেয়েছে
  • Bratin | ০৬ নভেম্বর ২০১১ ১৯:৪৭ | 117.194.100.185
  • না দেখো তখন ভারত জেতার জন্যে খেলতো কি? প্রথম কাজ ছিল হার বাঁচানো। ২- ২. ৫ টা ব্যাটসম্যান। বোলারের অবস্থাও তথৈবচ।
  • ppn | ০৬ নভেম্বর ২০১১ ১৯:৪৭ | 112.133.206.18
  • সঞ্জু প্রধান।
  • de | ০৬ নভেম্বর ২০১১ ১৯:৪৪ | 59.163.30.4
  • কে গোল কল্লো?
  • ppn | ০৬ নভেম্বর ২০১১ ১৯:৪০ | 112.133.206.18
  • না না, সত্যি কারণটা ভাবতে ইচ্ছে করছে। সেইজন্যই তো ইন্টারেস্টিং আর পুওর টেকনিক কথা দুটো ইউজ করেছি।

    আমার মনে হয়, কিরমানি যখন খেলত তখন অনেক সময়ই ইন্ডিয়া অপোজিশনকে দু ইনিংসে বল করার সুযোগ পেত না। বেচারা উইকেটকিপার কী করবে আর!
  • Bratin | ০৬ নভেম্বর ২০১১ ১৯:৩৭ | 117.194.100.185
  • জানো না জগতে তিন ধরনের মিথ্যে ঃ মিথ্যে, ডাহা মিথ্যে আর স্টাটিস্টিক্স।ঃ-))
  • ppn | ০৬ নভেম্বর ২০১১ ১৯:৩৫ | 112.133.206.18
  • স্ট্যাটিশিয়ান হয়ে অমন কথা কইছ বোতিন? ঃ)
  • ppn | ০৬ নভেম্বর ২০১১ ১৯:৩৩ | 112.133.206.18
  • ক্ষী গোল মামা, ক্ষী গোল! তিরিশ গজ দূর থেকে এইসব গোল খালি ইপিএলে দেখা যায়।
  • Bratin | ০৬ নভেম্বর ২০১১ ১৯:৩৩ | 117.194.100.185
  • অপ্পন স্ট্যাট দিয়ে কি সব হয় বস? কিরমানি যেকোন দিন ধোনীর থেকে ভালো উইকেট কীপার।
  • ppn | ০৬ নভেম্বর ২০১১ ১৯:২৫ | 112.133.206.18
  • * ক্যাচ আর স্টাম্পিং মিলিয়ে
  • ppn | ০৬ নভেম্বর ২০১১ ১৯:২৫ | 122.252.231.10
  • কেশীর সাথে একটা স্ট্যাট শেয়ার করার ছিল।

    ধোনি টেস্টে ক্যাচ আর স্টাম্পিং ২০০ খানা ডিসমিসালের মালিক। ইন্টারেস্টিংলি কিরমানির এই ফিগারে পৌঁছতে ৮৮ খানা টেস্ট লেগেছিল। পুওর টেকনিক নিয়েও ধোনির ২৬ খানা কম টেস্ট লাগল।
  • de | ০৬ নভেম্বর ২০১১ ১৯:১২ | 59.163.30.6
  • তাই বলো! ঃ))
    আমি ভাবলাম সেই সামারে বানিয়ে রাখা তোপসের শুঁটকি!
  • ppn | ০৬ নভেম্বর ২০১১ ১৯:০৯ | 122.252.231.10
  • মানে মাছওলা কলকাতা থেকে সব মাছ আমদানি করে।
  • ppn | ০৬ নভেম্বর ২০১১ ১৯:০৮ | 122.252.231.10
  • দে, কলকাতা থেকে আনা এগুলো।
  • de | ০৬ নভেম্বর ২০১১ ১৯:০৭ | 59.163.30.6
  • লুরুতে তোপসে পাওয়া যায়? মুম্বইতে পাইনা ঃ((

    এখানে লেডি ফিশ বলে একটা সামুদ্রিক মাছ বিক্কিরি হয়, টাটকা পেলে খানিকটা তোপসের কাছাকাছি টেস্ট!
  • aka | ০৬ নভেম্বর ২০১১ ১৯:০৩ | 75.76.118.96
  • তোপসের কি আম্রিগান ভার্সন আছে? সেদিন একটা চীনে দোকানে খেলাম মাছটা একেবারে তোপসে ভাজার মতন খেতে। গোটা পাঁচেক খেয়ে নিয়েছি।
  • ppn | ০৬ নভেম্বর ২০১১ ১৮:৪৭ | 112.133.206.18
  • তোপসে ভাজা আর আড় মাছের ঝোল দিয়ে চাট্টি ভাত খেয়ে দিবানিদ্রা দিচ্ছিলাম।

    এত ডাকাডাকি শুনে উঠে বসলাম।

    কেসি নবরতন তেল লাগিয়ে কেশী হয়েছে।
  • de | ০৬ নভেম্বর ২০১১ ১৮:১৬ | 59.163.30.6
  • ন্যাড়াবাবু ঃ))

    কি সাংঘাতিক এক্সট্রাপোলেশান!
  • nyara | ০৬ নভেম্বর ২০১১ ১৮:১০ | 122.166.163.40
  • শচীন কত্তা আর দে-দি - মুম্বাইয়ের আকাশে দুটি উঙ্কÄল জার্মান শুকতারা। "ইস্টবেঙ্গল জিতুক। অন্ততঃ কলকাতার ক্লাব জিতুক।"
  • maximin | ০৬ নভেম্বর ২০১১ ১৮:০০ | 59.93.255.99
  • ব্রতীন অমিতাভ নাগ কো হাম ভি জানতা হ্যায়। গতবারের বইটা নীল রঙা ছিল না?
  • kc | ০৬ নভেম্বর ২০১১ ১৭:৫৩ | 178.61.96.29
  • ন্যাড়াদা ঃ-)

    ওদিকে প্পন বোধহয় আজকে আর এপাড়ায় ভিড়বেনা।
  • de | ০৬ নভেম্বর ২০১১ ১৭:৫২ | 59.163.30.6
  • আরে কলকাতার টিম ভালো খেল্লেই ভালো লাগে --
    যদিও সেদিন সংবাদপত্রে দেখলাম বাবলু ভটচাজ কপাল চাপড়াচ্ছে! ঃ))

    লাজং এর কাছে আজ কি হয় দেখি!
  • Bratin | ০৬ নভেম্বর ২০১১ ১৭:৫০ | 117.194.100.178
  • মিনি দি রসাতল জানি ভালোভাবেই গত বছর বই মেলায় আমাদের পাশেই ছিল ওরা। ইন ফ্যাক্ট আমাদের স্টলে ওদের বই ও ছিল। অমিতাভ নাগ আমাকে ভালো ই চেনে। ও আগে TCS এ ছিল । এখন IBM
  • Bratin | ০৬ নভেম্বর ২০১১ ১৭:৪৮ | 117.194.100.178
  • ধুর কেসী নয় কেশী ঃ-))
  • Bratin | ০৬ নভেম্বর ২০১১ ১৭:৪৬ | 117.194.100.178
  • হ্যাঁ দে, টিম ভাই কেও বলে দিও স্কোর লাইন টা।
  • Bratin | ০৬ নভেম্বর ২০১১ ১৭:৪৬ | 117.194.100.178
  • আমি FB তে ১৯-৬৯ বয়েসী মহিলা দের জীবনে কী দাবি সেই নিয়ে একট পোস্ট করেছিলাম। তারপরে আমার গুরু মহিলা কুল কে সেটা পড়ে আমাকে গালগালি দেবার জন্যে আহ্বান জানিয়েছিলাম। কিন্তু কেউ কিছু বলার আগে kc ওট অনেক পুরোনো বলে আমাকে গালাগলি দেয়। সেই থেকে কে যেন বললো kc র কেশ একটু বেশী।( টিম্ভাই) তাই কেসি হল কেসী ঃ-))
  • nyara | ০৬ নভেম্বর ২০১১ ১৭:৪৪ | 122.166.163.40
  • জার্মানদের খেলা ৭-টা থেকে। ওয়েবসাইট তাই বলছে।
  • nyara | ০৬ নভেম্বর ২০১১ ১৭:৪৩ | 122.166.163.40
  • ৫ - ১

    থ্যাংক্স ফর আস্কিং। প্পন এলে একটু বলে দেবেন।
  • Bratin | ০৬ নভেম্বর ২০১১ ১৭:৪২ | 117.194.100.178
  • আমরা ২-০ গোলে এগিয়ে ছিলম বিরতি তে। আর তোমাদের খব জানি ন।
  • de | ০৬ নভেম্বর ২০১১ ১৭:৪১ | 59.163.30.3
  • আজগের খেলার খবর কেউ জানে?
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত