এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • Tim | ০৯ নভেম্বর ২০১১ ২৩:০৬ | 198.82.27.119
  • নেক্সট কোচ্চেনঃ সর্ষে গুঁড়ো মানে এদেশে যে পাউডার পাওয়া যায় ইন্ডিয়ান স্টোরে, সেইটায় হবে?
  • Tim | ০৯ নভেম্বর ২০১১ ২৩:০১ | 198.82.27.119
  • ক্ষি জ্বালা নারকেলের সন্দেশও তো বাঙাল রান্না, নাকি!
  • nk | ০৯ নভেম্বর ২০১১ ২২:৫৮ | 151.141.84.194
  • ঝালমুড়িতেও চিনি দেয় নাকি?
    কী সর্বনাশ!
  • nk | ০৯ নভেম্বর ২০১১ ২২:৫৬ | 151.141.84.194
  • (স্বগত) এরা কি সব কিছুতেই চিনি দেয়?
    মাছের ঝোলে আর মুসুর্ডালেও মনে হয় এক খাবলা চিনি দেয়! ঃ-)
  • nyara | ০৯ নভেম্বর ২০১১ ২২:৫৫ | 203.83.248.37
  • টিমের জন্যে একটু বদলে নেওয়া যায়। পালং শাকটা অ্যাভয়েড করো আর বাকিগুলো লংকাগুঁড়ো দিয়ে রিপ্লেস করে দাও। একদম খাঁটি বাঙাল একটা পদ হয়ে যাবে।
  • aka | ০৯ নভেম্বর ২০১১ ২২:৫০ | 168.26.215.13
  • যাবে না কেন? নিশ্চয়ই যায়, আমার এক বস একবার চিকেন স্যালাডে চিকেনটাই অ্যাভয়েড করেছিল।
  • Tim | ০৯ নভেম্বর ২০১১ ২২:৪৮ | 198.82.27.119
  • ইয়ে, চিনিটা কি অ্যাভয়েড করা যায়?
  • aka | ০৯ নভেম্বর ২০১১ ২২:৪৭ | 168.26.215.13
  • এইটা ট্রাই মাডি। শুনে মনে হচ্ছে দিব্য হবে।
  • kc | ০৯ নভেম্বর ২০১১ ২২:৪৩ | 178.61.96.29
  • পালং শাক ভাপিয়ে ঠান্ডা করে জল চিপে বের করে দিন। এরপর ওটা সর্ষের তেল, একটু সর্ষে গুঁড়ো, লুন আর নারকেল কোরা, কাঁচা লঙ্কা, একটু চিনি দিয়ে মাখুন। একথালা গরম ভাত উঠে যাবে।
  • nyara | ০৯ নভেম্বর ২০১১ ২২:৪১ | 203.83.248.37
  • থাকা এক জিনিস আর উরু চাপড়ে সম্মুখসমরে আহ্বান করা আরেক জিনিস।
  • aka | ০৯ নভেম্বর ২০১১ ২২:৩৮ | 168.26.215.13
  • ইমান বসু কি বলেছে?
  • aka | ০৯ নভেম্বর ২০১১ ২২:৩৫ | 168.26.215.13
  • আমার আর সাম্পানের একটা ছিল ভেঙে গেছে।
  • nyara | ০৯ নভেম্বর ২০১১ ২২:২৭ | 203.83.248.37
  • পাগলের সংখ্যা কম পড়লে বলবেন। আমার কাছে প্রচুর রানিং সাপ্লাই আছে -

    I have two heavy-duty foam swords, and I would like to fight sometime (for fun!) after work somewhere on the ... campus.

    One is a great sword, and the other is a two-handed sword. The two-handed sword has an advantage over the smaller great sword. So we'll have to work out who has the handicap.

    I'm dead serious.
  • kc | ০৯ নভেম্বর ২০১১ ২২:২১ | 178.61.96.29
  • বাঃ। গুজ্জব। কিপিটাপ।
  • maximin | ০৯ নভেম্বর ২০১১ ২২:০৮ | 59.93.203.131
  • ভাটিয়ালি ১০ পাতা পড়ে এসেছি (হোমোয়ার্ক)
  • maximin | ০৯ নভেম্বর ২০১১ ২২:০৬ | 59.93.203.131
  • খবর কি?
  • Tim | ০৯ নভেম্বর ২০১১ ২১:৫৪ | 198.82.27.119
  • তামাক বিষয়ে একখান মনোগ্রাহী আলোচনা হলে বেশ হতো। মামু একটা টই খুলে কিছু লিখবে? জানি উইকি খুল্লেই হয়, তবু বাংলায় পড়তে ইচ্ছে হলো আর কি।
  • nk | ০৯ নভেম্বর ২০১১ ২১:৫২ | 151.141.84.194
  • নৈঃশব্দের বাগান। ঃ-)
  • Tim | ০৯ নভেম্বর ২০১১ ২১:৫১ | 198.82.27.119
  • ঃ-))

    আমরা সব লেভেল কম্পিলিট করে ফেলেছি। এখন আর কুনো শব্দ নাই। বেবাক মরাফোন।
  • Du | ০৯ নভেম্বর ২০১১ ২১:৪৮ | 117.194.203.174
  • আমরা সেকেন্ড লেভেলে উঠে গেছি। অন্য মিউজিক শুরু হয়েছে
  • sayan | ০৯ নভেম্বর ২০১১ ২১:৪২ | 115.241.3.134
  • পাঠিয়ে দিয়েছি।
  • sayan | ০৯ নভেম্বর ২০১১ ২১:৩২ | 115.241.3.134
  • ডিডিদার ওটা কি খুললো? নতুবা এট্টু পরে মেইল চেকাও।
  • sayan | ০৯ নভেম্বর ২০১১ ২১:৩১ | 115.241.3.134
  • টইতে দেখে এলাম তুষার কাপুর এসেছে। ঃ-)
  • sayan | ০৯ নভেম্বর ২০১১ ২১:২৯ | 115.241.3.134
  • বিএসেনেল হল মনের আনন্দ, প্রাণের আরাম, আত্মার শান্তি। শুনতেই থাকো, দেখবে একটু পরে অদ্ভুত একটা ঝিম আসবে। মানে ভাব। তখন আপসে ফোং রেখে দেবে।
  • Du | ০৯ নভেম্বর ২০১১ ২১:২১ | 117.194.203.174
  • গত পনেরো মিনিট ধরে bsnl কাস্টমার কেয়ার মিউজিক শোনাচ্ছে। এগুলো কি টোল ফ্রি?
  • aranya | ০৯ নভেম্বর ২০১১ ২১:১৬ | 144.160.226.53
  • ইবের জয় ভাল খবর। আবাপ-তে পড়লাম ইবের ফার্স্ট ইলেভেনে কোন বাঙালী নেই, মোবারও মনে হয় প্রায় একই অবস্থা। বাংলার ফুটবলে শনির দশা চলছে।
  • ppn | ০৯ নভেম্বর ২০১১ ২০:৩৩ | 112.133.206.22
  • ৩-১
  • nyara | ০৯ নভেম্বর ২০১১ ২০:৩১ | 122.172.15.160
  • আজ জার্মানদের খেলা ছিল না?
  • ppn | ০৯ নভেম্বর ২০১১ ২০:২৯ | 112.133.206.22
  • ক্ষীসের?
  • nyara | ০৯ নভেম্বর ২০১১ ২০:২৮ | 122.172.15.160
  • আজকের ফাইনাল স্কোরলাইন কী?
  • m | ০৯ নভেম্বর ২০১১ ২০:২৮ | 117.194.38.231
  • দুই টা বেড়ে পাঁচ হয়ে যা বাবা, বুড়ো ভামের দিব্যি!
  • ppn | ০৯ নভেম্বর ২০১১ ২০:২৬ | 112.133.206.22
  • অ্যালান গাও গ্লাসগো রেঞ্জার্সে খেলে আসা প্লেয়ার। শত্তুরের মুখে ছাইভস্ম দিয়ে একটা তিরিশগজি শটে গোল করে নিজের জাত চেনাল।
  • omnath | ০৯ নভেম্বর ২০১১ ২০:০৮ | 59.160.210.2
  • হুম। বহুযুগ পরে এসে এটাই বুঝলুম, গুরুটা নতুন বালার কাছাকাছি একটি বস্তু হতে চলেছে। সবাই ফেসবুক চায়, গুরুতে বা অন্যত্র আলাদাভাবে বা একত্রে। এদিকে ফিল্ম ফেস্টিভাল শুরু কাল থেকে, ১৭ অবধি। নেতাই-কে সেখানে কেউ পাঠাচ্ছে, স্পনসর করে বা না করে?
  • ppn | ০৯ নভেম্বর ২০১১ ২০:০৪ | 112.133.206.22
  • ডার্বি ম্যাচেও woofig করবে নাকি? ঃ)
  • nyara | ০৯ নভেম্বর ২০১১ ১৯:৪৭ | 122.172.15.160
  • অ্যানাদার ডে। অ্যানাদার সাক্সেসফুল রিভার্স woof। হরি হে, তোমার কর্ম তুমি কর মা, লোকে বলে বলি করি আমি।

    তবে বাচ্চাগুলো কিরকম খুশি হল সেটাও দেখুন ধর্মাবতার।
  • kd | ০৯ নভেম্বর ২০১১ ১৯:৩৭ | 59.93.198.120
  • না ওটা দুপুরে। তখন খেয়ে উঠে হেঁটে বিছনায় যেতে হয়। রাতে হাঁটার দরকার নেই - বিছনাতেই খাই।
  • kumu | ০৯ নভেম্বর ২০১১ ১৯:৩১ | 122.160.159.184
  • বাড়ী যাই।গুন্নাইট,সবাইকে,ভালো ডিনার ও ঘুম হোক।খেয়ে উঠে হাঁটতে ভুলবেন না।
  • kd | ০৯ নভেম্বর ২০১১ ১৮:৪৯ | 59.93.198.120
  • সুমেরু এ'সব খবর খুব রাখে। দেখি ওকে পুছোই।
  • Du | ০৯ নভেম্বর ২০১১ ১৮:৪৮ | 117.194.203.174
  • এমনিতে পরিবর্তনের চোটে বিধাননগরে যত মেলা হত প্রতিবছর সব কিলোদরে ক্যানসেল করে দিয়েছে সরকার থেকে।

    আর আরেকটা জনহিতার্থে - EZCC তে দেখ্‌লাম ১১ থেকে ১৭ ইরানী এবং ইতালীয় ছবি প্রদর্শিত হবে।
  • saikat | ০৯ নভেম্বর ২০১১ ১৮:৪৫ | 202.54.74.119
  • ডিটেল্‌স আমি খুব একটা কিছু জানিনা। ক'মাস আগে নন্দন চঙ্কÄরে রবি ঠাকুর সংক্রান্ত একটা বইমেলা হয়েছিল। সেটা করেছিল এই "কনসর্টিয়াম ...."। গিল্ড করেনি। তখনই আমার কি"রম সন্দেহ হয়েছিল। তা তারপর যে খবরটা বল্লাম সেটা আজকালে পড়ি। মনে হয় পরিবর্তনের বাজারে কিছু বিক্ষুব্ধ গিল্ড সদস্য এই ব্যাপারটি ঘটাতে চাইছে ! ও, হ্যাঁ ত্রিদিববাবুর আগে যিনি গিল্ডের প্রধাণ ছিলেন, কল্যাণ শাহ, তিনি এই কনসর্টিয়ামের সভাপতি বা কিছু। সুতরাং দুয়ে দুয়ে চার আপাতত করা যায়। এইটুকুই জানি। পাত পেড়ে বসতে গেলে আপনাদেরই মনে হয় খোঁজখবর করতে হবে। ঃ-)
  • kumu | ০৯ নভেম্বর ২০১১ ১৮:৩৭ | 122.160.159.184
  • বাংলালাইভের আই-পত্রিকা আর দেখা যায় না?
  • kd | ০৯ নভেম্বর ২০১১ ১৮:২৯ | 59.93.198.120
  • কুমুদিদি, অনেকদিন ওর কোন খবর পাইনি। নিতে হবে এবার।
  • kd | ০৯ নভেম্বর ২০১১ ১৮:২৭ | 59.93.198.120
  • সৈকত, আরো ডিটেল জানাও। ""গুরু'' সব মেলায় বসে। এমনকি অ্যাকাদেমির সামনে ""ভাষামেলা''তেও হাজির ছিলো। এটি উল্লেখযোগ্য এই কারণেই যে সেই মেলায় দু'টি মাত্র টেবিল বসেছিলো, একটায় আমরা (মানে সামু আর আমি) আর অন্যটায় সিপিএম। পাশাপাশি দু'টো টেবিলই ছিলো সিপিএমের বিশাল পতাকার তলায়। সুতরাং !!
    ঃ)
  • kumu | ০৯ নভেম্বর ২০১১ ১৮:১৭ | 122.160.159.184
  • অ কেডিদা,আর কেলো বাবু(ডিমের্ঝোল)?তিনি কই?
  • kd | ০৯ নভেম্বর ২০১১ ১৮:১৩ | 59.93.198.120
  • কল্লোলের কলকাতা আসার টাইমটা দেখে মনে হচ্ছে শুক্কুরবার, ৩রা ফেব্রুয়ারি দুপুর/বিকেল/সন্ধে মেলাভাটের জন্যে বেস্ট। সেদিন সন্ধেবেলায় টেবিলে বসার নন-গুরু লোকের চেষ্টা জারি হ্যায়।
    মেনু/ভেনু পরে ঠিক করা যাবে'খন।

    কী বলো?
  • saikat | ০৯ নভেম্বর ২০১১ ১৮:০৯ | 202.54.74.119
  • আচ্ছা, কেডিদা/পাই এনারা কি জানেন যে ডিসেম্বর মাসেও সল্লেক স্টেডিয়ামে আর একটা বইমেলা হওয়ার চান্স আছে। "কনসর্টিয়াম ফর বুকস এন্ড কাল্‌চার" নামে একটা সংগঠন এরকম একটা কিছু করতে চাইছে সে নিয়ে আজকালে মাস খানেক আগে খবর দেখেছিলাম। সে রকম হলে কি গুচ সেখানেও যাবে?
  • kd | ০৯ নভেম্বর ২০১১ ১৭:৫১ | 59.93.198.120
  • মিঠুর পোস্ট আমায় আর একটা কথা মনে করিয়ে দিলো।
    বড় বইমেলার হপ্তাদু'য়েক আগে হয় নন্দনের লিট্‌ল ম্যাগ মেলা। সেখানকার কাজের জন্যেও কিন্তু ভলান্টিয়ার চাই। কবে থেকে কবে এখনও জানতে পারিনি - পেলেই জানাবো।

    আর হ্যাঁ, হুতো ব্যাকগ্রাউন্ডে গুরুর জন্যে কত কী যে করে সে তো সকলের জানাই। কিন্তু গতবারে নন্দনে হুতো মাঠেই কিন্তু বহুৎ খেটেছে - একটা উদাহরণ ঐ পেঁচা-ইঁদুর কাটআউটটা পুরো ওর কাজ, তাছাড়া (পাইদিদির প্ররোচণায় ও সাহায্যে) গাছে উঠে ব্যানার ঝোলানোও আছে (যদিও অনেকে ভেবেছিলো ওটা আমি করেছি)। আর বড়মেলাতেও কিন্তু শুরুর দিকে, মানে সাজানো গোছানোর সময় অনেক কিছু করেছিলো। তুমি তো সবসময় থাকতে পারোনি, তাই দ্যাখোনি।
    তেমন ভাবে দেখলে তো আমিও গত বড়মেলায় মাঠে খুবই কম থেকেছি, তাই বলে কি খাটিনি? আর তার আগের বছর তো আমায় তোমরা ঢুকতেই দাওনি ঃ(

    মেলায় ভলান্টিয়ার লাগে নানান সময়ে আলাদা আলাদা কাজের জন্যে। প্রথমে তো টেবিল সাজানো, পোস্টার টাঙানো, বইপত্তর বয়ে বয়ে নিয়ে আসা ইত্যাদি (মেলার শেষে এর উল্টোটা)। মেলার সময়ে মেলায় ঘুরে ঘুরে হ্যাণ্ডবিল ছড়ানো। এছাড়া কাউন্টার ডিউটি তো আছেই। সন্ধেবেলা ভলান্টিয়ার পাওয়া যায় কিন্তু দিনের বেলাটাই প্রবলেম (একদিন তো সামরান প্রায় ঘন্টা চারেক বাথরুম পর্যন্ত যেতে পারেনি)। তাই ভাবী ভলান্টিয়ারদের দিনের বেলার সাহায্যের জন্যে বেশী করে বলছি।
  • kumu | ০৯ নভেম্বর ২০১১ ১৭:৪৬ | 122.160.159.184
  • আসন,পেতে বসলে লোকের মনে বেশ একটা ইয়ে মিশ্রিত ইয়ে জাগবে।
    আঠা/স্টেপল নয়,সেলাই ।
  • Bratin | ০৯ নভেম্বর ২০১১ ১৭:১০ | 122.248.183.1
  • ও গুলো কি স্টেপল করা হবে ? নাকি গঁদের আঠা বা ফেবিকুইক দিয়ে জোড়া হবে?
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত