এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • titli | ০৭ নভেম্বর ২০১১ ১৬:৩৫ | 121.241.218.132
  • পৌষমেলায় ঐ দুদিন রিকশাওয়ালারা আপনার গলা কাটবে । কিন্তু এত মিঠে করে বলবে যে আপনি গলা বাড়িয়ে দেবেন। ঃ-) ভারী ভাল লোকজন। গেছি বেশ কয়েকবার। অত ভিড়েও লোকে কত্ত ভাল করে কথা বলে।
  • Netai | ০৭ নভেম্বর ২০১১ ১৬:৩৫ | 122.161.154.67
  • তৃতীয়টা আমার কাছে আগে ছিল। এখন আর নেই।
    তবে সব লেখাই পড়েছি।
    ঐটেতে সুনীল গঙ্গো বাবুর একটা হিং ক্রিং গল্প আছে।
  • maximin | ০৭ নভেম্বর ২০১১ ১৬:৩২ | 59.93.194.14
  • দুটো-ই স্মৃতিচারন।
  • sayan | ০৭ নভেম্বর ২০১১ ১৬:৩২ | 115.184.3.135
  • বোতিন্দা, ভারতবর্ষের পক্ষে এই টেস্ট ড্র করা চাপ। দুদিনও হয়নি একুশ উইকেট ডাউন। বল বাঁই বাঁই ঘুরছে। ইন্ডিজের নাইন্টি প্লাস লীড। ফোর্থ ইনিংসে ভারতবর্ষ দেড়শোর আগে বান্ডিল হয়ে যাবে।

    আর শরতের একশতম, ধরে রাখ পেট্রোল আগে সেঞ্চুরি করছে। ঃ-)
  • maximin | ০৭ নভেম্বর ২০১১ ১৬:৩০ | 59.93.194.14
  • সায়ন বুলবুলভাজা পড়িনি তা নয়। দেবব্রত বিশ্বাসকে নিয়ে দুজনের লেখা পড়েছিলাম। একটা ছিল ধারাবাহিক। অন্যটার প্রথম পর্ব আছে দ্বিতীয় পর্ব লেখা হয়নি।
  • Bratin | ০৭ নভেম্বর ২০১১ ১৬:২৬ | 122.248.183.1
  • প্রথম উইকেট গেল । অশ্বিন । জ্জিওঃ-))
  • maximin | ০৭ নভেম্বর ২০১১ ১৬:২৬ | 59.93.194.14
  • নেতাই রসাতল তৃতীয়। যেটা কম্লা রঙের।
  • Bratin | ০৭ নভেম্বর ২০১১ ১৬:২৫ | 122.248.183.1
  • তিতলি আচ্ছা। অনেক দিন যাবার ইচ্ছা ওখানে কিন্তু হয়ে উঠে নি। খুব ছোটবেলায় সন্দেশে একটা গল্প পড়েছিলাম । একটি গ্রামের ছেলে যার পড়ার খুব ইচ্ছা কিন্তু বই কেনার পয়াসা নেই সে পৌষ মেলায় একটি বিশেষ স্টলে এসে রোজ সারদিন ধরে বই পড়তো। মেলার শেষ দিন অবধি। খুব ভালো লেগেছিল । সেই থেকে পৌষ মেলায় যবার শখ।
  • maximin | ০৭ নভেম্বর ২০১১ ১৬:২৪ | 59.93.194.14
  • নাঃ সায়ন আমি শুধু বাংলা কবিতাই পড়ব।
  • maximin | ০৭ নভেম্বর ২০১১ ১৬:২২ | 59.93.194.14
  • আর্য -- আই একটা স্টেটমেন্ট করেছে, নাকি তাড়া নেই। এই স্টেটমেন্টকে কন্টেস্ট করলাম আর কি।
  • sayan | ০৭ নভেম্বর ২০১১ ১৬:১৯ | 115.184.3.135
  • ম্যাক্সদি', ভালো বা খারাপ লাগা নিয়ে প্রসংশা / সমালোচনা খুব খুব দরকার। পুজো স্পেশাল ছাড়া "বুলবুলভাজা' নামে আরেকটা পাতা, অলরেডি দেখেছেন বোধহয়, ওখানে "লেখার' বিষয় বা সাহিত্যমূল্য নিয়ে মতানৈক্য ভালোই হয়। এবার পুজোস্পেশাল, অ্যাজ ইটস নেম সাজেস্টস, কিছু "স্পেশাল' "লেখা' প্রকাশ করে, যেগুলোর ডেকর অন্যান্য বৈঠকি মেজাজের "লেখালিখির' চাইতে একটু অন্যরকম। বিষয় বৈচিত্র্য "লেখার' মেজাজ খামখেয়ালে পাল্টে দেয়। ফক্কুড়ি টাইপস লেখা, সেও থাকে, ঐ বিষয় বৈচিত্র্যের জন্যই, অ্যামং আদার্স। তাও যদি আপনি গুছিয়ে বলেন, ঐ ইন্দ্রাণীদি যেমন বললেন, সমালোচনা, তেমনটা দরকার।

    লেখা'কে লেখা বলি লেখার আনন্দে ঃ-)
    মানে সিরিয়াসলি প্রবন্ধ, ছোট/বড়োগল্প, উপন্যাস, রম্যরচনা, ভ্রমণ, কবিতা -- এভাবে দাগিয়ে দেওয়ার কি প্রয়োজন আছে? জানান। কাগুজে গুরু'র একটা সংখ্যা, "পাশবিক', আপনাকে সাজেস্ট করলাম।
  • Netai | ০৭ নভেম্বর ২০১১ ১৬:১৯ | 122.161.154.67
  • মিনিদি রসাতলের কোন সংখ্যায় লিখেছিলে?
  • maximin | ০৭ নভেম্বর ২০১১ ১৬:১৮ | 59.93.194.14
  • i উন্নতি অবনতি বুঝবও না। আমি ভালো পাঠক নই। দেশ না পড়ে জীবন কাটিয়েছি।
  • aka | ০৭ নভেম্বর ২০১১ ১৬:১৪ | 75.76.118.96
  • ম্যাক্সি দি কি নিজের প্রশ্নের উত্তর নিজেই দেতাছে? নইলে ৪ঃ১৩ র তাড়া কে দিলে?
  • maximin | ০৭ নভেম্বর ২০১১ ১৬:১৩ | 59.93.194.14
  • মরার আগে কত কী পড়া বাকি।
  • maximin | ০৭ নভেম্বর ২০১১ ১৬:১৩ | 59.93.194.14
  • তাড়া নেই মানে? দারুন তাড়া আছে। শীঘ্রই মরে যাব।
  • maximin | ০৭ নভেম্বর ২০১১ ১৬:১০ | 59.93.194.14
  • বাংলা গদ্যভাষা প্রোমোট করার জন্যে খাটব ক্যানো? অত তেজও নেই।
  • maximin | ০৭ নভেম্বর ২০১১ ১৬:০৯ | 59.93.194.14
  • আরে সেটাই তো বলছি। পড়বই যদি তার চেয়ে নিজে লিখলেই পারি। কোনওটাই করব না। ইংরেজি সাহিত্য এখনও অনেক বাকি আছে। রঘুবংশমও বাকি আছে।
  • maximin | ০৭ নভেম্বর ২০১১ ১৬:০৭ | 59.93.194.14
  • অন্যত্র যা পড়েছি ধৈর্য থাকে না। ইন্দ্রানীর লেখাটি খুব সুন্দর লেগেছে।
  • i | ০৭ নভেম্বর ২০১১ ১৬:০৬ | 124.149.56.9
  • সব লেখা সময় করে পড়ুন। তাড়া তো নাই। তারপর গত বছরের সংখ্যা পড়ুন। সব মিলিয়ে বলুন। উন্নতি হচ্ছে না অবনতি।না জাস্ট সময় নষ্ট / ফাজলামি।
    বলবেন। অপেক্ষায় থাকব।
  • maximin | ০৭ নভেম্বর ২০১১ ১৬:০৪ | 59.93.194.14
  • আই গুরুর পুজো ইস্পেশালের মান খুব ভালো। কিন্তু গদ্যের মধ্যে আমি শুধু দুটো লেখা পড়েছি। ইন্দ্রানীর আর পাই এর।
  • titli | ০৭ নভেম্বর ২০১১ ১৬:০৪ | 121.241.218.132
  • থ্যানকিউ সায়ন। লুরু গেলে নেমন্তন্ন মনে রাখবো। পৌষমেলা ২৩-২৫ ডিসেম্বর। দারুণ লাগবে ব্রতীন আপনাদের। ওখানে সাধারণ কথাবার্তাও খুব মিষ্টি লাগে। বেশ জায়গা।
  • abcd | ০৭ নভেম্বর ২০১১ ১৬:০২ | 115.113.198.163
  • কি করি।
  • maximin | ০৭ নভেম্বর ২০১১ ১৬:০২ | 59.93.194.14
  • ভালো উপমা দিয়েছ সায়ন। গান দিয়ে বললে আমার সুবিধে হয়। গান শুরু হওয়ার পর শিল্পী গানটিকে ডেভেলপ করেন।
  • i | ০৭ নভেম্বর ২০১১ ১৬:০১ | 124.149.56.9
  • ম্যাক্সিমিন,
    আপনে আমাদের এই লেখাপত্রের, পুজো ইস্পেশালের একখান সমালোচনা করেন তো। যা অন্যত্র পড়ছেন/ পড়েন তার প্রেক্ষিতে গুরু কোথায় দাঁড়িয়ে।
  • Netai | ০৭ নভেম্বর ২০১১ ১৫:৫৯ | 122.161.154.67
  • আমি আবার প্রত্যেকটা গান দুটি আলাদা আলাদা সুরে গেয়ে থাকি।

    সান্দা মনে হয় আমার গান শুনেই কথাটা বলেছে।
  • maximin | ০৭ নভেম্বর ২০১১ ১৫:৫৮ | 59.93.194.14
  • হ্যাঁ নিশ্চয়ই গায়কের সাধারণ স্বর আর গানের গলা আলাদা হয়। কিন্তু তাকে 'গান' হতে হবে। লেখাকে তো জমাটি হতে হবে। ঐ লেখাটিকে 'লেখা' কেন বলা হবে?
  • sayan | ০৭ নভেম্বর ২০১১ ১৫:৫৭ | 115.184.3.135
  • ঃ-)
    বুঝলাম।
  • aka | ০৭ নভেম্বর ২০১১ ১৫:৫৫ | 75.76.118.96
  • হ্যা সান্দা আমার গান শুনলে অমন কথা কইত না। আমি সব গানই একই সুরে গাইতে পারি। স্ট্যান্ডার্ডাইজেশন শোনে নাই, অবোধ। মডিউলার গানের কনসেপ্টটা পরে বলে দেব। সায়িন্টিফিক অ্যাপ্রোচ টু সিংগিং।
  • sayan | ০৭ নভেম্বর ২০১১ ১৫:৫২ | 115.184.3.135
  • ম্যাক্সদি', তেমনটাই হয় না কি? নিয়মনিষ্ঠতা নয়, কিন্তু কোনও গায়কের সাধারণ স্বর আর "গানের গলা'ও কি এক হয়? লেখার সাবজেক্ট অনুসারে গদ্যধর্মিতা পাল্টায়, সাধারণত। ব্যক্তিগত মত।
  • maximin | ০৭ নভেম্বর ২০১১ ১৫:৫১ | 59.93.194.14
  • পুরুষ ডেন্টিস্ট দরকার হলে বোলো।
  • maximin | ০৭ নভেম্বর ২০১১ ১৫:৪৯ | 59.93.194.14
  • কুমু যেন কোথায় থাকে? ঈদের দিন ছুটি নেই।
  • maximin | ০৭ নভেম্বর ২০১১ ১৫:৪৮ | 59.93.194.14
  • নাঃ রিসেন্টলি যাইনি। বর রাজি হয়না। অথচ দার্জিলিং নাইনিতাল আর ঘাটশিলা এই তিনটে আমার প্রিয় জায়গা।
  • maximin | ০৭ নভেম্বর ২০১১ ১৫:৪৬ | 59.93.194.14
  • মোট কথা মুখের ভাষা আর লেখার ভাষা বড্ড যেন আলাদা হয়ে গেছে।
  • Bratin | ০৭ নভেম্বর ২০১১ ১৫:৪৪ | 122.248.183.1
  • রিসেন্টলি কেউ গেছো? মাও বাদী রা ধরে নিয়ে যাবে নাতো?
  • maximin | ০৭ নভেম্বর ২০১১ ১৫:৪৩ | 59.93.194.14
  • পাই তো আমাকে তেলের 'আর্থরাজনীতি' বিষয়ে দেবর্ষি দাসের লেখা রেকমেন্ড করেছে। অপাঠ্য লেখা। যুক্তিধর্মী লেখাও যদি এত রোমান্টিক হয়!
  • Bratin | ০৭ নভেম্বর ২০১১ ১৫:৪২ | 122.248.183.1
  • কুমু দি আমার আওয়াজ টাকে ডাক করে গেল ঃ-((
  • ppn | ০৭ নভেম্বর ২০১১ ১৫:৪২ | 112.133.206.18
  • কুমুদি কাজের চাপে পেগলে গেছে।

    চব্বিশ না, চৌদ্দ। আর তিনি নার্স নয়, ডেন্টিস্ট।
  • Bratin | ০৭ নভেম্বর ২০১১ ১৫:৪০ | 122.248.183.1
  • হ্যাঁ।
  • kumu | ০৭ নভেম্বর ২০১১ ১৫:৪০ | 122.160.159.184
  • আর অপ্পনের সেই চব্বিশ বছর আগের তিনি তো নার্স ছিলেন,তাই না?ডেন্টিস্টরা মিষ্টি হাসে শুধু দাঁত তোলা/খোঁড়া/ওপড়ানোর সময়।
  • maximin | ০৭ নভেম্বর ২০১১ ১৫:৪০ | 59.93.194.14
  • সম্পাদিকা মানে পাই?
  • maximin | ০৭ নভেম্বর ২০১১ ১৫:৩৯ | 59.93.194.14
  • মত না কুমু। নিজের একটা বিশেষ মত তো থাকাই ভাল। নইলে আর লেখা কেন? ভাষার ক্যারদানির কথা বলছি। শৌখিন ভাষা।
  • Bratin | ০৭ নভেম্বর ২০১১ ১৫:৩৮ | 122.248.183.1
  • সায়ন আচ্ছা।

    মিনি দি, তুমি আমাদের সম্পাদক/সম্পাদিকা কে লিখতে পারে তোমার সাজেসন। এখানে মেল করে দাও guruchandali@gmail.com
  • dd | ০৭ নভেম্বর ২০১১ ১৫:৩৮ | 124.247.203.12
  • এটা লুরুতে এসেই প্রথম দেখলাম।
    ডেন্টিস্টিনিরা সকলেই এককথায় রুপসী, অনেকটা এয়ার হোস্টেসদের মতোন চ্যাহারা।
    তারা রুগীদের চ্যারে বসিয়ে ইনে্‌জকশন দিয়ে "রেডী'করে রাখে, শেষের দিকে এক মামদো মতন যমদুত এসে সাঁড়াশী দিয়ে দাঁত উবড়ে ফ্যালে।

    যারা লুরুতে থাকেন কিন্তু দাঁত তোলেন না অথবা যারা অহরহ দাঁত তোলেন কিন্তু লুরুবাসী নন, তাঁদের অবগতির জন্য।
  • maximin | ০৭ নভেম্বর ২০১১ ১৫:৩৭ | 59.93.194.14
  • বাংলা লেখালিখিতে আমি একটা ভিশাস টেন্ডেসি লক্ষ্য করছি। যেমন ন্যাড়া দারুন লিখতে জানে। সে গিয়ে কিনা শিবাংশুর লেখার ফ্যান হয়ে গেল।
  • kumu | ০৭ নভেম্বর ২০১১ ১৫:৩৭ | 122.160.159.184
  • ইকীরে,মিনি,আগে আমি আলাপ কর্বো,তাপ্পরেই তো গেছোদাদার সাথে আলাপ করাবো।

    তবে গদ্য ইঃ বিষয়ে তোমার কথাটা ঠিক বুঝলাম না,ভিন্ন মত তো হতেই পারে।
  • maximin | ০৭ নভেম্বর ২০১১ ১৫:৩৫ | 59.93.194.14
  • ঘাটশিলা এখন সেফ জোন কি? মাওবাদিরা নেই?
  • Bratin | ০৭ নভেম্বর ২০১১ ১৫:৩৫ | 122.248.183.1
  • ২০০৮ সালে আমার দাঁত দেখতে দেখতে কথা হচ্ছিল। আমি বললাম আমার আক্কেল দাঁত এখনো উঠল না। আর কবে আক্কেল হবে। শুনে একটা মিষ্টি হাসি দিলেন।
  • ppn | ০৭ নভেম্বর ২০১১ ১৫:৩৪ | 112.133.206.18
  • সান্দার যেমন কতা!

    চৌদ্দ বছর আগে আমি ইসে ছিলাম নাকি! পরকীয়া হল কোদ্দিয়ে?
  • sayan | ০৭ নভেম্বর ২০১১ ১৫:৩৪ | 115.184.3.135
  • ঘাটশিলা গেলে গালুডি(হি) অতি অবশ্যই যেও।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত