আপনি আর তুমি দুই ই তো হোলো গিয়ে ইউ। ঃ-) কিন্তু তুই আলাদা। বাইরের কেউ আমাকে তুই বল্লে সঙ্গে সঙ্গে আমি তাকে তুই বলি, এটা সত্যজিতের কাছ থেকে শিখেছি, উনি খুবই চমৎকার লোক ছিলেন। ঃ-) একবার এক অনলাইন বড়দা আমায় তুই তুই করে অনেক জ্ঞানগর্ভ কথা বল্লেন, সঙ্গে সঙ্গে আমি কইলাম "একটুও ভাবিস না দাদা যে তুই একটা মস্ত হাঁদা। তুই খুবই শাস্ত্রজ্ঞানী, তবে কান্ডজ্ঞানের কিছুকিঞ্চিত অভাব দেখা যায়।" সেই দাদা তারপর থেকে তুমি কইতে শুরু করলেন। ঃ-)
maximin | ০৫ নভেম্বর ২০১১ ০৪:২২ | 59.93.194.205
ব্যাং অঙ্ক ভালো না লাগলে উপায় আছে।
sayan | ০৫ নভেম্বর ২০১১ ০৪:২০ | 115.242.129.223
হস্টেলে থাকতে পড়েনি? জন্মদিনাঘাত?
maximin | ০৫ নভেম্বর ২০১১ ০৪:১৯ | 59.93.194.205
ক্লাসিকালের জন্যে এসারে সাইটটা ভালো। দেখতে পারেন। তারপর রাজন পরিক্করের সফ তো আছেই।
Tim | ০৫ নভেম্বর ২০১১ ০৪:১৯ | 198.82.23.172
আ টা টাইপো। ফুটা পাতা।
byaang | ০৫ নভেম্বর ২০১১ ০৪:১৮ | 122.167.229.192
আর তোর ৪ঃ১০এর লাস্ত প্যারাটা গাজোয়ারি করে মুখে কথা বসিয়ে দেওয়া ছাড়া আর কিছুই নয়। না বলে থাকতে পারলাম না। আমাকে চার্জ করে যাবি, আর তার উত্তর দিলেই পার্সোনালি নিচ্ছ কেন!
Tim | ০৫ নভেম্বর ২০১১ ০৪:১৮ | 198.82.23.172
জিপিএল মোটেই ভালো জিনিস নয়।
sayan | ০৫ নভেম্বর ২০১১ ০৪:১৮ | 115.242.129.223
আফুটা ইয়ানি?
maximin | ০৫ নভেম্বর ২০১১ ০৪:১৭ | 59.93.194.205
ক্ষমা করে দিলাম পাই।
Tim | ০৫ নভেম্বর ২০১১ ০৪:১৭ | 198.82.23.172
এভাবেও বলা যায়... ""নিশি সবারে দ্যান (হা)মান(দিস্তা), সে মান(জা) আপনি ফিরে পান""
nk | ০৫ নভেম্বর ২০১১ ০৪:১৬ | 151.141.84.221
আহারে মানকচু! মানকচুর আফুটা পাতা দিয়ে কী ভালো ভর্তা যে হয়! খুব ঝাল কাঁচালংকা দিতে হয়।
byaang | ০৫ নভেম্বর ২০১১ ০৪:১৬ | 122.167.229.192
অহেতুক চার্জটা বরং তুইই আগে করেছিস। আমি ও তোর কোনো একটা পোস্ট মিস করে গেছিলাম বলে। এই অন্য স্কুলে তোর যাওয়া, এই আউটকাম/পসিবিলিটি এগুলো তো তুই আগেও বহুবার দেখিয়েছিস, যখনি ছেলের স্কুল নিয়ে কথা ওঠে, তখনই দেখাস, এবং আর কোনো যুক্তি মানতেও চাস না। আজকে প্রথমে করলি, উত্তর দিলাম, আবার করলি, আবার উত্তর দিলাম। এইবার আমি যেই উত্তর দিলাম অমনি তুই চার্জ করলি কেন পার্সোন্যালি নিচ্ছি। জিনিসটা একবার দুইবার তিনবার বললি, বুঝি কিন্তু এই নিয়ে কথা হলেই তোর সঙ্গে যা হয়েছিল সেটা আমার ছেলের ক্ষেত্রেও হবে, এটা ধরে নিয়ে তুই কথাগুলো বলিস। তুই কখনো ঠান্দা মাথায় নিজের পোস্টগুলো পড়ে দেখিস তো? তারপর বলিস কে অহেতুক চার্জ করে।
sayan | ০৫ নভেম্বর ২০১১ ০৪:১৬ | 115.242.129.223
বেটা টিম, আপকো বিনম্রতা সে এক জিপিএল দেনে কা ইরাদা হ্যায়। ;-)
Tim | ০৫ নভেম্বর ২০১১ ০৪:১৪ | 198.82.23.172
না না সম্মান করে বল্লে সব কথাই ভালো লাগে। আপুনি অত্যন্ত বদখৎ শুনতে কেমন মিষ্টি। অথচ তুমি ব্যাটা ফাঁকিবাজ বলে দেখুন। কামড়ে দেবে।
sayan | ০৫ নভেম্বর ২০১১ ০৪:১৩ | 115.242.129.223
"নিশি সবারে দ্যান মান(কচু) সে (কা)মান আপনি ফিরে পান'
Tim | ০৫ নভেম্বর ২০১১ ০৪:১৩ | 198.82.23.172
নিশি কি আপনি আর তুমিকে সমান সম্মানজনক বল্লো?
maximin | ০৫ নভেম্বর ২০১১ ০৪:১৩ | 59.93.194.205
আপনি তুমি দিয়ে কী আসে যায়? আমার মেয়ের বন্ধুরা আমাকে তুমি করে বলে।
maximin | ০৫ নভেম্বর ২০১১ ০৪:১২ | 59.93.194.205
হ্যা লুরু তো আসতেই হচ্ছে। কেসি চ্যালেঞ্জ দিল যে। ১৫ তারিখ যাব। ফাইনাল হয় নি।
pi | ০৫ নভেম্বর ২০১১ ০৪:১১ | 72.83.90.203
ম্যাক্সিমিনদি, এত্ত পোস্ট পড়ছে, কোন পোস্টের উত্তর দি নাই, খীয়াল নাই ঃ(
আগে ভাগে ক্ষমা প্রার্থী ঃ(
nk | ০৫ নভেম্বর ২০১১ ০৪:১০ | 151.141.84.221
আমি তো সবাইকেই আপনি আর তুমি বলি। যখন যেটা সুবিধা হয় আরকি। কাউকে আলাদা করে চিনি না, সবাইকেই সমান সম্মান করি। ঃ-)
maximin | ০৫ নভেম্বর ২০১১ ০৪:১০ | 59.93.194.205
বাচ্চার বয়েস থেকেই জানা গেল তো!
pi | ০৫ নভেম্বর ২০১১ ০৪:১০ | 72.83.90.203
ব্যাংদি, এটা কি একটু অহেতুক চার্জ করা হয়ে যাচ্ছে না ? কোন পোস্টের উত্তর প্রথমে দিয় নি, পরে দিয়েছি ইত্যাদি।
এত এত পোস্ট পড়ছে, একটার উত্তর লিখতে সময় যাচ্ছে, তার মধ্যে লোকে মেইল দেখতে বলছে, এরপর এসে কোন পোস্টের উত্তর তৎক্ষণাৎ না আসলে তুমি অন্তত না বুঝে এভাবে চার্জ করবে ভাবি নি !
এবার কথাটা বলি। এখানে নানা অ্যাসপেক্ট নিয়ে কথা হছে। সিকি তুলেছিল কেত নিয়ে, শো অফ নিয়ে। এই আলোচনায় আমি শুরুতে সে জন্যই ঢুকেছিলাম। তারপর তুমি ই আমাকে কিছু পোস্ট পড়তে বল্লে। বলার পর আকাদাও বল্লো স্কুলটা বদলালে ভাল হয়, আমিও তাই বল্লম। সাথে এও বল্লম, বদলাতে কেন তোমার অসুবিধা। সেটা অসুবিধা মনে করি বলেই আমি উল্লেখ করেচিলাম, তাই না ? ঃ) এবার তোমার আশংকা ও পারবেনা। সেখানে আমি কেবল একটি উদাঃ দিয়েছি মাত্র। নিজের। স্কুল বদল নিয়ে। অন্যরকম ও হয় , সেটা জাস্ট একটা অন্য পসিবিলিটি দেখাতে। তুমি একরকম ভেবে একটা সিদ্ধান্ত নিচ্ছো। আমি অন্য একটা আউটকামের সম্ভাবন দেখিয়েছি মাত্র। উদাহরণ দিয়ে। কিন্তু সিদ্ধান্ত তো তুমি ই নেবে ! সেখানে আমার কথাকে তুমি তোমাকে চাপ দেওয়া হিসেবে ধরছো কেন তো জানিনা !! আমি তোমাকে চাপ দেবার কে ?
আমি কখনো ভাবতেই পারিনি আমি যদি লিখি, আমি স্কুল বদল নিয়ে প্রথমে খুব দুঃখী থেকেও পরে মানিয়ে নিয়েছিলাম, কি যদি জানতে চাই, ঋভুর কাছে এই স্কুলের চাপের চেয়েও স্কুল বদলের চাপ বেশি কষ্টকর কিনা, সেটার মানে হয়, আমি তোমাকে স্কুল বদল করতে চাপ দিচ্ছি ! সেটা তোমার মনে হয় জানলে কখনোই বলতাম না।
এবারে যদি বলো, তুমি তো সিদ্ধান্ত নিয়েই ফেলেচো, এমন কোন কথা এলেই তোমার অসুবিধা হয় যাতে সেই সেই সিদ্ধান্তকে কোনোরকম ভাবনার সামনে দাঁড় করিয়ে দ্যায়, সেটাতে তোমার অসুবিধা হয়, সেটা হতেই পারে। কিন্তু জানিয়ে দিলে ভাল হয়। বা,এবার জেনে গেলাম। তোমার নানা সমস্যার কথ তুমি যদি চাও কেবল চক্ষু চানাবড়া করানোর জন্যই শোনাতে চাও, সেটাও ঠিক আছে। তাই করব।
byaang | ০৫ নভেম্বর ২০১১ ০৪:০৯ | 122.167.229.192
নিশি, সেটা তো নবাগত। এই ম্যাক্সিমিনকে আমার চেনা চেনাই বা লাগছে কেন এত!
sayan | ০৫ নভেম্বর ২০১১ ০৪:০৯ | 115.242.129.223
ম্যাক্স, ঐ যে বললেন তাড়াতাড়ি টাইপাতে লুরু আসছেন!
maximin | ০৫ নভেম্বর ২০১১ ০৪:০৮ | 59.93.194.205
বিলাসখানি তোড়ি আহা।
nk | ০৫ নভেম্বর ২০১১ ০৪:০৮ | 151.141.84.221
এই ম্যাক্সিমিন, আপনি ই কি অভ্যুর সেই আয়েসাই মাষ্টারমশাই? যিনি বোর্ডে ডেকে অভ্যুকে দিয়ে কীজানি কী করিয়েছিলেন অভ্যু বলতেই পারলো না সংকোচে? ঃ-)
sayan | ০৫ নভেম্বর ২০১১ ০৪:০৮ | 115.242.129.223
রক্ত-আগুন-প্রেম হাতধরাধরি কথা বলে -
"কচ্চে রং উতর জানে দো / মওসম ইয়ে গুজর জানে দো'
achintyarup | ০৫ নভেম্বর ২০১১ ০৪:০৭ | 59.93.194.50
হ্যাঁ হ্যাঁ কি করে জানা গেল? ব্যাং-এর থেকেও বয়েসে বড় কেউ কি করে হতে পারে?
Tim | ০৫ নভেম্বর ২০১১ ০৪:০৭ | 198.82.23.172
ল্লেহ, এবার বয়স নিয়ে নিলেম হবে।
byaang | ০৫ নভেম্বর ২০১১ ০৪:০৬ | 122.167.229.192
কী করে সেটা জানা গেল? মানে আমার থেকেও বয়সে বড়, এটা কেমন করে জানা গেল?
maximin | ০৫ নভেম্বর ২০১১ ০৪:০৬ | 59.93.194.205
ইদিকে মানে কোথায় সায়ন?
nk | ০৫ নভেম্বর ২০১১ ০৪:০৬ | 151.141.84.221
আমি কাফি শুনবো। পুরিয়া ধানেশ্রী শুনবো, খাম্বাজ শুনবো। হংসধ্বনি শুনবো। আর যা যা আছে সব শুনবো। "কাহে করত মোসি ঝগড়া" বিলাসখানি তোড়ি শুনবো। ঃ-) কেশী কেশী দাও না। ঃ-)
maximin | ০৫ নভেম্বর ২০১১ ০৪:০৫ | 59.93.194.205
গুরুতে নতুন এসেছি ব্যাং। চিনবে আর কী করে। তুমি বল্লাম কারণ আমি বয়েসে অনেক বড়।
sayan | ০৫ নভেম্বর ২০১১ ০৪:০৪ | 115.242.129.223
"জানার কোনও শেষ নাই / ... '
Tim | ০৫ নভেম্বর ২০১১ ০৪:০৪ | 198.82.23.172
অক্তে চিনি কবিতায় ঘি কফিতে নুন শুধু কাফি নিখাদ
achintyarup | ০৫ নভেম্বর ২০১১ ০৪:০৩ | 59.93.194.50
কোনো ব্যাপার না। নেক্সট কবে আসচো শুধু জানিও
maximin | ০৫ নভেম্বর ২০১১ ০৪:০২ | 59.93.194.205
হিন্দুস্তানি ক্লাসিকাল শোনার জন্যে কে কোন সাইটে যান, জানার ইচ্ছে রইল।
চিন্টুবাউ, প্যাট্রিকের পুরো মালটাই আমার কাছে আছে। আমাকে খুঁচিয়ে শুধু নিয়ে নিতে হবে। দুতিন্মাস পরপরই কলকাতা যাই। আর এক্টু ভাল খাওয়ালে পুউরো ৬০০জিবিই দিয়ে দোব। ঃ-)
byaang | ০৫ নভেম্বর ২০১১ ০৩:৫৯ | 122.167.229.192
ম্যাক্সিমিন, কে ভাই তুমি? চিনতে পারছি না কেন? ছেলের অঙ্ক শেখার কোনো চান্স নেই, সে পোষ্কার বলে দিয়েছে, অঙ্ক না শেখার জন্য সে যদি কোনো কোম্পানিতে চাকরি না পায়, তাহলে নিজেই নিজের জন্য একটা কোম্পানি স্টার্ট করে সেখানে চাকরি করবে। কিন্তু অঙ্ক কষতে পারবে না।
byaang | ০৫ নভেম্বর ২০১১ ০৩:৫৬ | 122.167.229.192
হ্যাঁ পাই, মনে হল কারণ, আমি তোকে বহুবার বলেছি আমার এখানে কন্টিনিউ করার একমাত্র কারণ ছেলের স্কুলটা ছেলে ছড়তে চায় না কিছুতেই।তারপরেও আজকেও বলেছি কী কী কারণে ও এই স্কুল ছাড়তে চায় না, এবং আমি ধৈয্য হারানোর আগে অব্দি তুই দেখিস নিজের পোস্টগুলো পড়ে, তুই আমাকে বলেছিস ছেলের সব কথা যখন মেনে নিই না, তখন এটাই বা কেন মানছি? খুব বেশি গায়ে মাখলে বলতেই পারতাম - জোর করে ছাড়িয়ে নিয়ে গেলে ছেলে যদি বেঁকে বসে নতুন স্কুলে যাবেই না একদিন্দুদিন গিয়ে, তখন কী হবে? করি নি, কারণ তাহলে আলোচনাটা আরো বেশি করে পার্সোনাল হয়ে যেত।
sayan | ০৫ নভেম্বর ২০১১ ০৩:৫৬ | 115.242.129.223
পাই হচ্ছে অশোক লেল্যান্ডের ইঞ্জিন। স্লো পিকাপ। কিন্তু গিয়ার একদম শুইয়ে দিলে আর দেখতে হবে না। ;-))
sayan | ০৫ নভেম্বর ২০১১ ০৩:৫৫ | 115.242.129.223
শোনালেই শুনবো। সাগ্রহে। গেয়ে ইস্নিপ্সে তুলে দাও। জলদি। ঃ-)
maximin | ০৫ নভেম্বর ২০১১ ০৩:৫৫ | 59.93.194.205
যাই হোক ব্যাং ছেলে যেন অঙ্কটা ভালো করে শেখে এটা খেয়াল রেখো।
achintyarup | ০৫ নভেম্বর ২০১১ ০৩:৫৫ | 59.93.194.50
কেসি, প্যাট্রিকের হিন্দুস্তানী ক্লাসিকালের সাইটটা কি বেশ একটু কঠিন হয়ে গেছে?
kc | ০৫ নভেম্বর ২০১১ ০৩:৫৫ | 178.61.96.29
পুরো চ্যাপ্টার পড়া হয়ে গেছে। এইবার ইম্পর্ট্যান্ট জায়গাগুলো ঝালিয়ে নেওয়া চলছে। কিপিটাপ গাইজ।
kc | ০৫ নভেম্বর ২০১১ ০৩:৫২ | 178.61.96.29
কফি নিয়ে কাফি শোনো।
maximin | ০৫ নভেম্বর ২০১১ ০৩:৫২ | 59.93.194.205
ভাটিয়ালিতে এ পর্যন্ত পাই আমার একটা কথারও উত্তর দেয়নি।
pi | ০৫ নভেম্বর ২০১১ ০৩:৫১ | 72.83.90.203
আকাদা, খেয়াল করে দেখো, কেসিদা নিজেই উদাঃ দিয়েছেন এরকম কেস হলে উনি কী করতেন। সরকারি স্কুল ভাল মনে হলেও ওনাকে কেতের স্কুলেই দিতে হবে, এও বলেছেন। আর আমি সেটাতে এগ্রি করেছি।
সন্তানের ব্যাপরে কে সিদ্ধান্ত নেবে সেটা অবশ্যই বাবা মা র ব্যাপার। ঋভুর জন্য আমি কেয়ার করলেও ওর সিদ্ধান্ত নিয়ে আমার প্রেস করার কিছু নেই। এমনকি আমার ভাইঝির জন্যও নেই।
আমি খুব স্পষ্ট করেই লিখেছি, এখানে আমার কী মনে হয় সেটা জানিয়েছি। এটার মানে কখনৈ অন্যকে সেটা করার জন্য চাপ দেওয়া নয় ঃ)
হ্যাঁ, অবশ্যই ব্যাং দি নানা পোস্টে লেখে বা আমার্সাথে এমনিও কথা হয়েছে, ঋভুর এটা ভাল লাগেনা একদম, সেজন্য বলা। কারুর ভাল লাগলে, সেটুকুও বলার ছিল না।
আমি আমার বৌদির কথা তুলে প্রহ্স্নটা প্রথমে রেখেছিলাম, কেন নিজের স্কুলে মেয়েকে পড়ালো না। তারপর ও ব্যাংঅদির মনে হল, আমি ব্যাংঅদিকে খুঁচিয়ে যাচ্ছি !
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন