বলি, রিমি ও রিমি, রিমি আছো ক্ষি বাজারে? সেদিন রিমি চ্যালেঞ্জ দিল যে ম্যাক্সিমিন নাকি পুরুষগোষ্ঠির লোক। তা খপর নিয়ে জানা গেল সেটা ঠিক লয়। এইবার ঐ তক্কটা আবার রিভাইভ কর।
ব্যাংকে একবার ভোঁদাই বলা ঠিক নয়। ভোঁদাই, ভোঁদাই, ভোঁদাই, তিনবার বলতে হয়। তা বললাম।
পাইবাবুর ইমেল ঠিকানা আমারও চাই। কিছু ওয়ানটুওয়ান কথাকাটাকাটি পেন্ডিং আছে।
q | ০৪ নভেম্বর ২০১১ ১৭:৪৭ | 121.241.218.132
"তাঁর ওপর ঈশ্বরের আশীর্বাদ ও শান্তি ঝরে পড়ুক"
maximin | ০৪ নভেম্বর ২০১১ ১৭:৪৬ | 59.93.216.74
Du -- পুরো ফ্রেজটাকে ইংরেজি সংক্ষেপে SAWS বলা হয়। বাংলাটা কী?
maximin | ০৪ নভেম্বর ২০১১ ১৭:৪১ | 59.93.216.74
q এই লাইন ইসলামের টেক্সট ব্যাখ্যায় আছে। আত্মার শান্তি চলবে না। ইসলাম আত্মা মানে না।
Du | ০৪ নভেম্বর ২০১১ ১৭:৪১ | 117.194.195.66
পুরো ফ্রেজটার জন্য একটা আরবী শব্দ আছে যেটা বাংলায় বহুল ব্যবহৃত। কিন্তু দুঃখের বিষয় আমার মনে নাই ঃ(
q | ০৪ নভেম্বর ২০১১ ১৭:৪০ | 121.241.218.132
নাঃ। peace be upon him মানে "তিনি শান্তি পান" গোছের ব্যাপার।
Netai | ০৪ নভেম্বর ২০১১ ১৭:৩৮ | 121.241.98.225
আল্লাহপাকের আশির্বাদধন্য, শান্তির দূত????
maximin | ০৪ নভেম্বর ২০১১ ১৭:৩৭ | 59.93.216.74
এম এ পড়ার সময়ে দুবছর ছিলাম। নর্থ ক্যাম্পাসে। পটপড়গঞ্জে আমার ভাইপোরা থাকত। এখন তারা নয়ডাতেই থাকে। নয়ডার বাড়িতে আমি যাইনি অবশ্য।
Bratin | ০৪ নভেম্বর ২০১১ ১৭:৩৫ | 122.248.183.1
ম্যাক্সিমিন, সেকি কোথায়? সেক্টর ফাইভ অঞ্চলে নাকি?
q | ০৪ নভেম্বর ২০১১ ১৭:৩২ | 121.241.218.132
"তিনি শান্তিতে থাকুন"
বা চন্দ্রবিন্দু হয়ে গিয়ে থাকলে
"তাঁর আত্মা শান্তি পাক"
লাইনটা চেনা লাগছে। কোথা থেকে বলুন তো?
maximin | ০৪ নভেম্বর ২০১১ ১৭:৩০ | 59.93.216.74
দিল্লিতে থাকি না নেতাই। কলকাতা থাকি।
maximin | ০৪ নভেম্বর ২০১১ ১৭:২৯ | 59.93.216.74
The Prophet, peace and blessings of Allaah be upon him, addressed the people. এটার বাংলা চাই।
যতবার প্রফেট নামটা করা হবে ততবার বলতে হবে পীস বি আপন হিম। পীস বি আপন হিমের বাংলা কীভাবে করা যায়?
Netai | ০৪ নভেম্বর ২০১১ ১৭:২৬ | 121.241.98.225
ইংরেজিতে আমার প্রবল ব্যাথা।
ম্যাক্সিমিনবাবু দিল্লীর কোথয় থাকেন?
maximin | ০৪ নভেম্বর ২০১১ ১৭:১৮ | 59.93.216.74
আমার একটা হেল্প চাই। একটা ইংরেজি বাক্যের বাংলা করে দেবেন কেউ?
siki | ০৪ নভেম্বর ২০১১ ১৬:৫৪ | 123.242.248.130
দুখে, গতকাল রাত্তির ১০ঃ১৪ পিএমে পাই উত্তর দিয়ে রেখেছে।
maximin | ০৪ নভেম্বর ২০১১ ১৬:৪৪ | 59.93.216.74
সাঁঝ sanjh নামটা বেশ সুন্দর তো? বিহান শুনেছি, সাঁঝ এই প্রথম শুনলাম।
dukhe | ০৪ নভেম্বর ২০১১ ১৬:৪৪ | 122.160.114.85
পাইবাবুর সর্বশেষ ইমেল ঠিকানা আবার জানতে চাইলাম ।
maximin | ০৪ নভেম্বর ২০১১ ১৬:৪২ | 59.93.216.74
সিকি দেখি সমানে গল্প বলে যাচ্ছে। এদিকে আমি একটা তৈরি গল্প জমাটি করে লিখে উঠতে পারলাম না। একটা পত্রিকায় দেবার ছিল।
siki | ০৪ নভেম্বর ২০১১ ১৬:১২ | 123.242.248.130
পাই, সাঁঝের জন্মদিনে এদের নেমন্তন্ন করাও হয় না। ঃ) এরা সবাই নয়ডায় থাকে, ওর স্কুল নয়ডায়, আমরা থাকি গাজিয়াবাদে। একটু একটেরে অবস্থান। ওদের জন্মদিনে আমাদের যেতে অসুবিধে নেই, কিন্তু আমার মেয়ের জন্মদিনে পুরো নয়ডাকে একসাথে আসতে বলা চাপ, প্রায় কেউই আসবে না। ঃ)
যাগ্গে। সেদিন দিওয়ালি মেলার জন্য হাজার টাকা চেয়েছিল স্কুলে, পরে পিটিএমে স্কুলে গেছিলাম, তখনও ভুরু কুঁচকে "টাকা আনেননি?' জিজ্ঞেস করেছিল। অবশেষে মেলায় ঢোকার টিকিটের নামে পঞ্চাশ টাকা নিয়ে তবে ছেড়েছে। ঃ)
Jhiki | ০৪ নভেম্বর ২০১১ ১৬:০৯ | 182.253.0.99
তামিলনাড়ু/কেরল এ এসব জিনিসে কেউ পয়সা খরচ করে না বোধহয়, তার বদলে সোনা কেনে ও পরে!! তবে আমার দেখার সেট খুব বেশী না, সব মিলিয়ে জনা কুড়ি হবে।
siki | ০৪ নভেম্বর ২০১১ ১৬:০৮ | 123.242.248.130
ডিডিদা, রা-ওয়ান দেখাক কি লায়ন কিং দেখাক আমার তাতে বক্তব্য নেই। ( কে জানে, বক্তব্য হয় তো আছেও) ব্যাপার হচ্ছে আমি তো মাইনের পয়সায় সংসার চালাই, তার ওপরে হোম লোন দিই, এই স্কেলের জন্মদিনের পার্টিতে যে দামের গিফট কিনতে হবে, সেই দামের গিফট কেনার সামর্থ্য আমার নেই। কারণ এ মাসে ওর আরও দুই বন্ধুর জন্মদিন হবে এবং এইভাবেই ধাপে ধাপে নেমন্তন্নের জৌলুশের পারদ চড়বে।
আমাদের ছোটোবেলাতেও বড়লোক বন্ধুরা ছিল। তাদের বাড়িতে ভিসিপি ছিল, আমরা টুয়েন্টি থাউজেন্ড লীগস দেখতে যেতাম, ই টি দেখতে যেতাম, রজার র্যাবিট দেখতাম, একটু বড় হয়ে বেন হার, প্রহার, এইসব সিনেমা দেখতে গেছি।
নাঃ। সব বড়ো শহরেই (ছেন্নাইতে বোধয় নেই) একই কলচর। আই,মি,মাই সেল্ফ। দেখনদারি আর কম্পিটিশন। চাকরীতেও। পাড়াতেও। এমন ই চলবে।
ঐ গোল্ডম্যান সেক্ষ কোং নাকি দুনিয়া কিনে নেবে, ওয়ার্ল্ড কোং নাম হ'বে। আর কেউ থাকবে না। কম্পিটিশন,শোষন, সব শেষ। সে এক রাম রাজত্ব। তদ্দিন পর্যন্ত্য ঐ মুখ বুঁজে মেনে নিতে হ'বে।
siki | ০৪ নভেম্বর ২০১১ ১৬:০৪ | 123.242.248.130
এখানে বিয়ের নেমন্তন্ন হয় শোনো -- কার্ডগুলোর একেকটারই দাম দুশো আড়াইশো টাকা করে, নেমন্তন্ন করতে এসে কার্ডের সঙ্গে যে যেমন পারে একটা করে নজরানা দিয়ে যায়, এটাই স্টেটাস সেট করে, যে তাদের ঘরে নিমন্ত্রণ রক্ষা করতে গেলে তুমি কেমন জিনিস নিয়ে যাবে।
এক পাবলিক সেদিন কাদের যেন নেমন্তন্ন করতে এসেছিল, কার্ডের সঙ্গে একট করে ড্রাই ফ্রুটের টুকরি, অন্তত ছ-সাতশো টাকা দাম। সেদিন শুনলাম কে যেন নেমন্তন্নের কার্ডের সঙ্গে সমস্ত প্রসপেক্টিভ নিমন্ত্রিতকে একটা করে টাইটানের ঘড়ি দিয়েছে।
আরেক বাঙালির গল্প বলি। মেয়ে এখন ক্লাস ইলেভেন। দিল্লির কোনও ভালো স্কুলে পড়ে। টেন্থের পরীক্ষার শেষে নাইটক্লাবে যাবার জন্য বাবার কাছে টাকা চেয়েছিল। সব বন্ধুরাই যাচ্ছে। সে মেয়ের বাবা ঐ আমার মতই। দিতে রাজি হয় নি। তাতে মেয়ে বাবার ধুদ্ধুড়ি নাড়িয়ে দিয়েছে, ভদ্র ভাষায় কম্পোজ করলে এই রকম দাঁড়ায় (বাবার মুখে শোনা)ঃ কেন দেবে না? ওদের বাবারা দেয়, তুমি কেন দেবে না? আইডিওলজি আঁকড়ে ধরে বসে থাকবে? আজ কমপেয়ার করে দ্যাখো তোমার ব্যাংকে কত টাকা আছে আর ওদের বাবার ব্যাংকে কত টাকা আছে, তোমার কটা গাড়ি আছে আর ওদের বাবার কতগুলো করে গাড়ি আছে। কী ছিঁড়েছো তুমি সারাজীবন আইডিওলজি নিয়ে বসে থেকে? কিছুই যখন করতে দেবে না তাহলে ওদের সাথে স্কুলে পড়তে দিয়েছিলে কেন?
এই বাঙালি বাবাটি একটি কেসচা, মিনিস্ট্রিতে উচ্চপদে আসীন, ষষ্ঠ পে কমিশনের দৌলতে পয়সাকড়ি কম পান না, এবং ব্যাংক ব্যালেন্সও খারাপ নয়। ঃ)
ইহাই হচ্ছে দিল্লি এবং তাহার কলচর।
dd | ০৪ নভেম্বর ২০১১ ১৫:৫০ | 124.247.203.12
সিকি হে
লাইন টানার কোনো দরকার নেই। এখন দুনিয়াটাই অমনি। কতদিন আর নিজের ছানাকে আইসোলেট করে রাখবে।
ছেড়ে দাও,চড়ে খেতে শিখুক।
হরি হে।
siki | ০৪ নভেম্বর ২০১১ ১৫:৪৭ | 123.242.248.130
কাল মেয়ের স্কুলের এক বান্ধবীর মায়ের ফোন এল। বান্ধবীর জন্মদিন এই শনিবার। সেই উপলক্ষ্যে ক্ষুদ্র আয়োজন। নয়ডার একটি শপিং মলে একটি মাল্টিপ্লেক্ষের হল ভাড়া করা হয়েছে। সেখানে বাচ্চাদের তিনি রা-ওয়ান দেখাবেন, সঙ্গে সামান্য জলযোগ।
এর আগের বান্ধবীর জন্মদিন পালিত হয়েছে ম্যাকডোনাল্ডসে, রিটার্ন গিফট এসেছে অন্তত সোয়া শো টাকার, তার আগের ছেলেটির জন্মদিন পালিত হয়েছিল তাদের ঘরেই, সে ঘরের ড্রয়িং রুমের সাইজ আমাদের তিনটে ফ্ল্যাটের দৈর্ঘ্যের সমান, রিটার্ন গিফটে এসেছিল ইলেকট্রনিক্স ঘড়ি, অন্তত তিন চারশো টাকা দাম। আমাদের দেওয়া উপহারের দামই অত ছিল কিনা কে জানে!
ডিপিএস আরকেপুরমে অবশ্য হায়াতে জন্মদিনের পার্টি হবার রেকর্ড আছে।
কাল পাঠাবো না ঠিক করেছি। একটা কোথাও লাইন টানা দরকার।
pharida | ০৪ নভেম্বর ২০১১ ১৫:৪৫ | 61.16.232.26
দুঃশলা
- ধৃতরাষ্ট্রের এক কন্যা।
pi | ০৪ নভেম্বর ২০১১ ১৫:৪৪ | 72.83.90.203
আত্মাকে ফরম্যালিনে চুবিয়ে রাখলে কেমন হয় ?
Bratin | ০৪ নভেম্বর ২০১১ ১৫:৪০ | 122.248.183.1
এই তো বয়েস !! (কাজ করাবার)
de | ০৪ নভেম্বর ২০১১ ১৫:২৮ | 59.163.30.4
অনন্ত সোসনজলে আত্মা ডুবে আছে!
pharida | ০৪ নভেম্বর ২০১১ ১৫:২২ | 61.16.232.26
এ ধার থেকে ও ধার কেউ ধার ধারে না
ধারধারে গোবিন্দপুরে সোসোনের গাড়ি ধারাদ্ধার চলে যায়
পাঁজরে ধারের গন্ধ লেগে থাকে শুধু।
de | ০৪ নভেম্বর ২০১১ ১৫:১৪ | 59.163.30.3
সিকি,
দিল্লীর থেকে একটুকু ভাট ধার দিতে পারো ভুখা বম্বের বুকে? :))
Jhiki | ০৪ নভেম্বর ২০১১ ১৫:০৪ | 182.253.0.99
দোকানে না, বীচের বালিতে পাতা টেবিল, চেয়ার, কাঁচের আধারে রাখা মোমবাতি..... সদ্যমৃত মাছ, চিংড়িরা.... * * * * * একটু দুরে অন্য টেবিলের ওপরে বা নীচে আমার ছেলে পুট্টে, মোমবাতি বালিতে গড়াগড়ি খাচ্ছে...... পুট্টের পেছনে জনাকয়েক দোকান-সুন্দরী.... বারবার আমাদের সেখানে ছুটে যাওয়া আর তাকে ফিরিয়ে নিয়ে আসা.......
siki | ০৪ নভেম্বর ২০১১ ১৪:৫৪ | 123.242.248.130
বোম্বাইয়ের থেকে একটুকু মেঘ ধার দিতে পারো শুখা দিল্লির বুকে?
Netai | ০৪ নভেম্বর ২০১১ ১৪:৫০ | 121.241.98.225
না না। আজ আমি কোথাও যাইনি। আজ আমি দোকানেই বসে আছি। মেঘলা আকাশ আর মাতাল হাওয়ার পথ চেয়ে সময় গুনছি। ওদের জন্য সন্ধে পর্যন্ত অপেক্ষা করতে পারি। নইলে এমনি এমনি ই......
Jhiki | ০৪ নভেম্বর ২০১১ ১৪:০৯ | 182.253.0.99
আজ এখানে সকাল থেকে মেঘলা আকাশ, মাতাল করা হাওয়া....... কোন বীচে গিয়ে মাছ পোড়া খেতে ইচ্ছে করছে..... সাথে এট্টুস বীয়ার
kumu | ০৪ নভেম্বর ২০১১ ১৪:০৭ | 122.160.159.184
দে,তুমি বরম চলে এসো দিল্লী।
নেতাই কি লিস্টি মিলিয়ে শপিং কত্তে গেল?
dd | ০৪ নভেম্বর ২০১১ ১৪:০৭ | 124.247.203.12
আর কসবায় ডিপিএস স্কুলের উল্টোদিকে আমার দু কামরা ফেলাট আছে। এখন ফাঁকা পরে আছে।
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন