এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • pi | ০৪ নভেম্বর ২০১১ ০২:১০ | 128.231.22.133
  • নেতাইএর আইবুড়ো ভাতে পরোটা থাকছে ?

    আমার তরফ থেকে ম্যাগির আইসক্রীম। এখন তো আর কাশি নেই ?
  • pi | ০৪ নভেম্বর ২০১১ ০২:০৯ | 128.231.22.133
  • দ' হয়ে যাওয়া জাস্ট লিখতে যাচ্ছিলুম ঃ)
    আর দ বাবুর গপ্পো। দ বাবুর ছবি নিশ্চয় সবাই এঁকেছে ?
  • Nina | ০৪ নভেম্বর ২০১১ ০২:০৯ | 12.149.39.84
  • সেকিরে সান্দা --ভাতে--পরোটা? ঃ-০
  • Netai | ০৪ নভেম্বর ২০১১ ০২:০৮ | 122.161.157.135
  • ঃ-)

    যাই, ঘুনু করি।
  • nk | ০৪ নভেম্বর ২০১১ ০২:০৮ | 151.141.84.194
  • আরে নিতাই সব প্রেম কি এক নাকি?
    ধরো যেমন কৃষ্ণপ্রেম! তবে? ঃ-)
    ঃ-)))))
  • Nina | ০৪ নভেম্বর ২০১১ ০২:০৭ | 12.149.39.84
  • আমার বিড়াল ভাল লাগেনা---কেয়ঁ যেন সেল্ফিশ মতন
  • sayan | ০৪ নভেম্বর ২০১১ ০২:০৬ | 115.242.245.21
  • নিতাই, পুন্নি না, রাতের ঘুম চোট হয়ে যাওয়ার জোগাড় হয়েছিল। তাই কামড়ের আশঙ্কা তুচ্ছ করে এই কাজ। পরোটা অনুঘটক মাত্র। দুটি আমার প্লেটে ছিল। একটু নেড়িতে খেল। কিন্তু অমন বিদিকিশ্রী ভৌয়া ভৌয়া কান্নাটা তো থেমেছে! ইহারে কয় কম্প্রোমাইজ। দুদিন যাক, টের পাবা। ;-)

    আর রিগার্ডিং পরোটা, তোমাকে আইবুড়ো ভাত খাওয়ান একটা ব্যাপার ঘটতে চলেছে না এখানে? তখনই হবে। ঃ-)
  • nk | ০৪ নভেম্বর ২০১১ ০২:০৬ | 151.141.84.194
  • আমি একবার ভালো গরম হাতরুটির পাত্‌লা ফোস্কা খাইয়েছিলুম একটা ছোটো কুকুরকে, সে খুব খুশি হয়েছিলো।
    কিন্তু একটা বিড়ালছানাকে আমূল দুধ গুলে দিয়েছিলাম বাটিতে, সে খাওয়ার অনেক চেষ্টা করে থুতনি ফুতনি ভিজিয়ে অসহায়্‌ব্‌হাবে আমার মুখের দিকে তাকিয়ে ছিলো, খেতে পারে নি। আহা অল্প জল দিয়ে মাখলে খেতে পারতো বেচারা।
  • Nina | ০৪ নভেম্বর ২০১১ ০২:০৫ | 12.149.39.84
  • হা হা হা হা এডা পাই দারুণ দিয়েচে --
  • pi | ০৪ নভেম্বর ২০১১ ০২:০৫ | 128.231.22.133
  • নিনাদি, ঃ))

    আমাদের পাড়ার একটা বিড়ালও হাসতো।
  • Netai | ০৪ নভেম্বর ২০১১ ০২:০৫ | 122.161.157.135
  • সান্দা কি যে বলে। হাঁচি তো আমার খুব মিষ্টি লাগে। হাঁচি হব হব করে না হলে খুব হতাশ হই।
  • pi | ০৪ নভেম্বর ২০১১ ০২:০৪ | 128.231.22.133
  • কলসিসমেত কুকুরের ফোটুক তুলে রেখেছো কি ?
    কাল যখন ডালডার এফেক্টে ওর অবস্থা ডেলি বেলির ঐ দেড়েল বাবাজীর মত হবে এবং সে ক্ষিপ্ত হয়ে তোমাকে ঝাড়তে , মানে কামড়াতে আসবে, তখন ঐ ফোটোটা দেখিয়ে স্মরণ করিয়ে দিও।
  • Nina | ০৪ নভেম্বর ২০১১ ০২:০৩ | 12.149.39.84
  • আরে আজকাল কুকুররা সব হজম করে---এখানে আবার এক পিস আছে সে শশা আর আপেল খায়---আর ফিক ফিক করে হাসে--সত্যি একেবারে দাঁত বের করে---

    নেতাই ১১ ই সাক্ষাতে দেখা যাবে--ঃ-))
  • Netai | ০৪ নভেম্বর ২০১১ ০২:০৩ | 122.161.157.135
  • নিনাদি দিল্লীতে কবে ল্যান্ড করছো?
  • Netai | ০৪ নভেম্বর ২০১১ ০২:০৩ | 122.161.157.135
  • প্রেম দৃষ্টিতে তাকানো সম্ভব না। কারন-
    ১। .............থাক।
    ২। বৌ রাগ করতে পারে।
  • pipi | ০৪ নভেম্বর ২০১১ ০২:০০ | 129.74.191.152
  • সেকিরে!!! জানিস না কুকুরের পেটে তেল ঘি সয় না আর তুই ব্যাটাকে বাসী ডালডায় ভাজা পরোটা খাওয়ালি? এরপর তো ও ডালডাভাজা নেড়ি হয়ে যাবে। যাহ তোর পূণ্যির ঘরে ঢ্যাঁড়া পড়ল!
  • Netai | ০৪ নভেম্বর ২০১১ ০২:০০ | 122.161.157.135
  • নিনাদি, ১১ তারিখ আমি তো এখানে থাকবার ই প্ল্যান করে রেকেচি। তবে তখন কি আর এসব জিনিষে আমার মতামত কদর পাবে? সন্দেহ হয়। ঃ)
  • nk | ০৪ নভেম্বর ২০১১ ০২:০০ | 151.141.84.194
  • আহা নেতাই, পেরেম পেরেম দৃষ্টিতে তাকালেই বা ক্ষতি কী?
    ঃ-)
  • sayan | ০৪ নভেম্বর ২০১১ ০১:৫৯ | 115.242.245.21
  • নিতাই, তুলনামূলকভাবে, কাশির চাইতে হ্যাঁচ্চো চেপে রাখা বেশী ভয়ংকর। জীবনে এতরকম বীভৎস হাঁচি শুনেছি! এমনিতেই হাঁচির চাপ বেশী। তায় মানসিক চাপ অ্যাপ্লাই করলে কেঁদে কূল পাবো না। কাশি নিরীহ। মানে গলা একদম ছিঁড়ে না যাওয়া পর্যন্ত।

    পিপি ডাক্তার দ্যাখা।
  • Nina | ০৪ নভেম্বর ২০১১ ০১:৫৮ | 12.149.39.84
  • নেতাইই আমি কি বল্লুম ঃ-X
  • Netai | ০৪ নভেম্বর ২০১১ ০১:৫৮ | 122.161.157.135
  • তবে কি, আমাকেও পরোটা খাইয়ে আরো বেশী করে পুন্ন্যি কামাতে পারো। প্রেম দৃষ্টি না হোক সশ্রদ্ধ দৃষ্টিতে তাকাতে পারি আমি। নির্ভুল ভাবে।
  • pi | ০৪ নভেম্বর ২০১১ ০১:৫৮ | 128.231.22.133
  • আর এ মহাভারতের চিত্রনাট্য বই হিসেবে যখন বেরুবে, তখন ভূমিকায় থাকবে নেত্যর রিভ্যু।
  • nk | ০৪ নভেম্বর ২০১১ ০১:৫৮ | 151.141.84.194
  • মহাপ্রস্থানে গুগুল কী করবে? সে বেচারা সামান্য "পার্থিব পথ খুঁজে হই দিশাহারা, হই দিশাহারা-
    জবাব কিছুই তার দিতে পারি নাই আমি
    যখন সে চলে গেল দূর সাহারা দূর সাহারা" গান গায়।
    হায় রে বালক! ঃ-)
  • Netai | ০৪ নভেম্বর ২০১১ ০১:৫৭ | 122.161.157.135
  • সান্দা দেদার পুন্যি কামালে তো। ঃ)
  • pi | ০৪ নভেম্বর ২০১১ ০১:৫৬ | 128.231.22.133
  • এটা তো পিপির কাশীদাসী মহাভারতের ফাস্ট সিন। মহাপ্রস্থান লাস্ট সিন। তবে কায়দা করে লাস্ট সিন প্রথমেও দেখিয়ে দেওয়া যেতে পারে। বাকিটা ফ্ল্যাশব্যাক।
  • Nina | ০৪ নভেম্বর ২০১১ ০১:৫৫ | 12.149.39.84
  • ইক্কিরে--নেত্য আমাকে ইগনোর কল্ল ঃ-((

    পিপি--ভাল মারলো নিয়ে যা ন্যাপা ভ্যালির--তাহলেই হবে ।
  • Netai | ০৪ নভেম্বর ২০১১ ০১:৫৪ | 122.161.157.135
  • পাইদি, ঠিক উল্টো। কাশির কথা যত কম ভাবার চেষ্টা করবে, কাশি র কথা আসলে মাথায় তত বেশী করে ঘুরবে। আর তত বেশী কাশি হবে।
  • sayan | ০৪ নভেম্বর ২০১১ ০১:৫৪ | 115.242.245.21
  • ১) আলবত যায়। খুক-খুক আর খক-খক গুলো অবশ্যই যায়। তার মানে তোর কাশির থ্রো-পুট বেশী। ট্রাই করকে দেখ।
    ২) গুড। মা বলে, আমি "দ' হয়ে শুই। চিত হয়ে শুলে মনে হয় মরে যাচ্ছি।
    ৩) কীপ ট্রাইং।
    ৪) ঐ

    রেড ওয়াইনের ব্র্যান্ড নীনাদি বলবে।

    পাই, ঐ ব্যাটাই আমাকে চিনে রেখেছে। কলসিমুক্তিটুক্তির জন্য না, পরোটা লাভের জন্য। কাল আবার আসবে। যা প্রেম প্রেম চোখে তাকাচ্ছিল!
    মহাপ্রস্থানের পথে একে চাই না। ইন্টারনেট আর গুগল ম্যাপ কাজ করলেই হল। ঃ-))
  • nk | ০৪ নভেম্বর ২০১১ ০১:৫৪ | 151.141.84.194
  • ওঃ পাই। ঃ-)
    কাশির কুয়াশা কথাটা খুব মনে ধরলো। ঃ-)
    আচ্ছা এই মহাপ্রস্থানে খানিক কুয়াশা থাকবে না????
  • pi | ০৪ নভেম্বর ২০১১ ০১:৫২ | 128.231.22.133
  • *কাশীর
  • Netai | ০৪ নভেম্বর ২০১১ ০১:৫২ | 122.161.157.135
  • পিপি কে ক্ক। বিশেষত তিন নং পয়েন্ট তো আত্মঘাতী। আমি ক্লাস করতাম কাশি চেপে রেখে বা অল্প খুক খুক করে। ফল স্বরূপ প্রতি ৫-১০ মিনিটেই আমাকে বাইরে গিয়ে গলা ঝেঋএ কেশে আসতে হত। চেপে রাখা কাশি বের হবার সময় গলা ঝাঁঝরা করে দিয়ে যেত। ক্ষি সব দিনকাল গেছে।
  • pi | ০৪ নভেম্বর ২০১১ ০১:৪৯ | 128.231.22.133
  • সান্দার ৪) এর টা বেশ মোক্ষম দাওয়াই হবে মনে হচ্ছে।
    কাশির কথা কম ভাবতে ভাবতে কাশি কম হবে। কম কাশি হলে কাশির কথা আরো কম ভাবা হবে। কাশির কথা আরো কম ভাবা হলে আরো কম কাশি হবে। আরো কম কাশি হলে কাশির কথা আরো আরো কম হতে থাকবে। ফলতঃ আরো আরো আরো কম কাশি ..... একসময় কাশি এক্ষপোনেনশিয়ালি মিলিয়ে যাবে, কাশির কুয়াশায়। নৌকাডুবির ঐ সিনটার মতন।
  • pipi | ০৪ নভেম্বর ২০১১ ০১:৪৮ | 129.74.191.152
  • সান্দা,

    ১। মুখ বন্ধ করে কাশা যায়?? তুই পারিস? তাইলে তো তুই মহাপুরুষ রে!
    ২। চিত হয়ে একদম চিতায় শোব, বাকে জীবণ যেমন কান্নিক মেরে শুই অমনি-ই ।
    ৩। আটাকানোর প্রবল চেষ্টা করি ফলস্বরূপ বাঁধভাঙ্গা জলের মত তারা তোড়ে সব ভাসিয়ে নিয়ে যায়।
    ৪। এইটা বড্ড শক্ত কাজ।
  • Netai | ০৪ নভেম্বর ২০১১ ০১:৪৬ | 122.161.157.135
  • কাশিবিদায়ের গল্প তেমন আহামরি নয়। সব টোটকা ফেল করেছিল। ডাকতারেরা জবাব দিয়ে দিয়েছিল। আমিও একদিন আশা ছেড়ে দিয়েছিলাম। তারপর কোনদিন যে কাশি আমাকে ছেড়ে চলে গেল। টের ই পাইনি। মন খারাপ টিক নয়, তবে কেমন ফাঁকা ফাঁকা লেগেছিল।
    ঃ)
  • pipi | ০৪ নভেম্বর ২০১১ ০১:৪৫ | 129.74.191.152
  • নীনাদি, সান্দা, কোন পার্টিকুলার ওয়াইন? আম্রিগি ওয়াইন সম্বন্ধে আমার কোন ধারনাই নাই।
  • pi | ০৪ নভেম্বর ২০১১ ০১:৪৫ | 128.231.22.133
  • সান্দা, ব্যাটা/বেটীকে ভালো করে মার্ক করে রাখো। ছবি তুলে রাখতে পারো। বলা যায়না, মহাপ্রস্থানের পথে আবার এর সাথে দেখা হয়ে গেলো। আজকের ঘটনার পুরস্কার স্বরূপ স্বর্গরাজ্যে কোনো ইজি এϾট্র টেϾট্র মিলে গেল । সেসব বন্নোনা আমার কাশীদাসী পিপির মহাভারতের পরিশিষ্টতে পড়ব।
  • sayan | ০৪ নভেম্বর ২০১১ ০১:৪২ | 115.242.245.21
  • কাশি এড়ানোর কিছু মেড ইজি ফর ডামি -

    ১) কখনও মুখ বন্ধ করে কাশবি না। ওতে করে বেশী কাশি হবে।
    ২) চিত হয়ে শুবি না। কাশতেই থাকবি।
    ৩) কাশির দমক এলে যদি প্রথম দু-তিনটেকে আটকাতে পারিস, পরেরগুলো একটু ভেবলে গিয়ে আর আসে না।
    ৪) কাশির কথা না ভাবলে কাশি কম হয়।

    Codeine Phosphate বেসড কোনও ওষুধ কি ওখানে ওটিসি পাওয়া যায়? এটা আমার প্রবল কাশিতে খুব কাজ দিয়েছে।
  • pi | ০৪ নভেম্বর ২০১১ ০১:৩৯ | 128.231.22.133
  • কিন্তু তোর ঐ কাশিকে বিদেয় করলি কীকরে ?
  • pi | ০৪ নভেম্বর ২০১১ ০১:৩৯ | 128.231.22.133
  • নেতাই, সামলানো আর যাচ্ছে কই ? ঃ((
    ওখানে কত লেখা এখনো নোট হয়নি, কোথাও দেওয়া হয়নি। তাও বিপ্লবদা সময় পেলেই সাহায্য করেন। এরপর গ্রুপের নানা লোকের নানাবিধ কোশ্চেন আছে, গুরুতে লিখতে পারা , লিখতে না পারা, লেখা পড়তে না পারা, লেখা পাঠানো নিয়ে, পাঠানো লেখা নিয়ে ...একগাদা লেখা পড়ে আছে টাইপিং এর তরে ইত্যাদি ইত্যাদি ইত্যাদি .....
    কৈ হ্যায় হেল্পানে কে লিয়ে ?
  • Nina | ০৪ নভেম্বর ২০১১ ০১:৩৯ | 12.149.39.84
  • উফ পোচোন্ডো সোসিত! কেলান্ত, পরিশ্রান্ত!! বাবরে মারে আর পারিনেঃ-(

    এই যো ছেলেমেয়েরা কাশি নিয়ে অত হাসি ভাল নয়----
    পিপি ডাক্তার না পেলে ফার্মাসিস্টের কাছে গিয়ে ওঅষুধ নে--এত কাশি কেন রে বাবা?

    থ্যানক্সগিভিং এ বেশ ভাল ওয়াইন নিয়ে যা--রেড হলেই ভাল কারণ পোচ্চুর মাংস থাকবে--রেড যাবে ভাল।

    নেত্য রূপঙ্করবাবু কে ক্ক!! সিন্মা দেখার চেয়েও এই রিভ্যু পড়াতের বেশি অমোদ ঃ-) দিল্লি গিয়ে দেখা করার খুব ইচ্ছে--কিন্তু তখন কি কপোত-কপোতী মধুচন্দ্রিমায় থাকবে? ১১ই ডিসেম্বর?
  • pipi | ০৪ নভেম্বর ২০১১ ০১:৩৬ | 129.74.191.152
  • হ্যাঁঃ মহাভারতটা লেখাই যা বাকী আছে।
  • sayan | ০৪ নভেম্বর ২০১১ ০১:৩৫ | 115.242.245.21
  • শেষবার নিতাইএর মত কাশি হয়েছিল হঠাৎ, মাঝরাতে। বেশ খানিক চিংড়ি খেয়ে ফেলেছিলাম। আরও খানিক পরে গলার সামনেটা কেমন ফুলে গেল। আর জিভ আড়ষ্ঠ। কাকে একজনকে ডাকা হয়েছিল, মুখ হাঁ করিয়ে কী যেন একটা বিস্বাদ দু-ফোঁটা গিলিয়ে দিল তো শ্বাস ফিরে পেলাম। অথচ মাছের মধ্যে শুধু ওটাই ভালো লাগত।

    পিপি, ভালো কোনও ওয়াইন।
  • pi | ০৪ নভেম্বর ২০১১ ০১:৩৪ | 128.231.22.133
  • উঁহু, পিপির কাশি তো এখনো তেমন বাসি হয় নাই। বরং পিপিকে এখন কাশীদাসী কওয়া যেতে পারে।
  • pipi | ০৪ নভেম্বর ২০১১ ০১:৩২ | 129.74.191.152
  • হা হা হা হা
    আমার অবস্থাও নেতাই এরই মতনঃ-( কালকে ঐ কাশির চোটেই হাত ফসকে আই ফোন জলে ডুবে দেহত্যাগ কল্লঃ-( ডেস্কে একটুকরো আদা রেখেছি। কাশির দমক এলেই খানিকটা চিবিয়ে নেই। ঝালের চোটে খানিকক্ষণ চোখে আঁধার দেখি। কাশি একটু কমে, আবার তেড়ে আক্রমণ। আর রাতের বেলার কথা নাই বললাম। উঠে বসে থাকি, আদা চোবাই, মধু খাই, গরম জল খাই, দশ পনের মিনিট চোখ বুঝে ঘুমু করার প্রবল চেষ্টা করি, যেই আয় ঘুম এল অমনি কাশি এসে কুলোর বাতাস দিল। আবার উঠে বসি, আবার আদা মধু জল.... এই চলছে।
  • sayan | ০৪ নভেম্বর ২০১১ ০১:২৯ | 115.242.245.21
  • ** কলসি

    ব্যাটাকে কলসিমুক্ত করে এলাম। অক্ষত। অক্ষমভড়। মানে কামড়ায়নি। একটু পরোটা পেয়েই এত আপ্লুত হয়ে খেতে আরম্ভ করল। দেখি মাথার পিছনের জ্যোতির্বলয়টা উঙ্কÄল হল কিনা! ঃ-)
  • pipi | ০৪ নভেম্বর ২০১১ ০১:২৮ | 129.74.191.152
  • প্রাক্তন ও বর্তমান আম্রিগানিবাসী আমার গুরুভ্রাতা ও ভগিনীগণ,
    থ্যাঙ্কসগিভিং-এ এক আম্রিকি বন্ধুর বাড়ি নিমন্ত্রিত হয়েছি। এ সম্বন্ধে যেহেতু আমার কোনই ধারনা নাই, অতএব একটু আলোকপাত কর কি উপহার নিয়ে যাওয়া যায়। তাকেই জিজ্ঞাসা করেছিলাম কিছু লাগবে কি না যে কিন্তু সে ঠোঁট উল্টে বলল কিচ্ছু লাগবে না খালি বড়সড় একটা অ্যাপেটাইট নিয়ে এস (অ্যাপেটাইজার নয় কিন্তু)।
    এবারে হেল্পাও। ও হ্যাঁ, যেহেতু চার পাঁচ ঘন্টা ডেরাইভ করে পৌঁছতে হবে অতএব এমন জিনিস বলবেন না যা কিনা রাস্তাতেই গলে বা সিম্পলি হাওয়া হয়ে যেতে পারে (এই যেমন মুরগীর ঠ্যাং ভাজা কি চকলেটের বাস্ক)।
  • Netai | ০৪ নভেম্বর ২০১১ ০১:২৮ | 122.161.157.135
  • প্রথমবার কাশতে কাশতে চোখে সর্ষেফুল দেখেছিলাম যখন আমি ক্লাস ইলেভেন এ পড়ি। সারাক্ষণ কাশতাম। দিনে রাত্তির। বিরামহীন। অনেক টোটকা প্রয়োগ করা হয়েছিল। গালের ফাঁকে আদা। পায়ের তলায় সর্ষে তেল। পেটে জলপট্টি। কিছুতেই কিচু হয়নি। মাঝেমধ্যে সকালের দিকে আধাঘন্টার মত যুদ্ধবিরতি পেতাম। যখন ভাবতাম সেরেই গেছে হয়তো তখনি আবার তেড়ে আসতো কাশি।

    টিউশন পড়তে যেতাম দাঁতে আদা চেপে। মা বলে দিয়েছিল দমকে কাশি এলে এট্টু করে চুষে নিস বাপ। কিন্তু কাশির দমক কি সবসময় বলে কয়ে আসে? একবার ইন্টিগ্রেশন বুঝতে বুঝতে দমকে এলো কাশি। চোষার সুযোগ পেলাম না। তার আগেই আদা ছিটকে গিয়ে পড়লো পাশের জনের খোলা খাতার উপরে।
  • pipi | ০৪ নভেম্বর ২০১১ ০১:১৯ | 129.74.191.152
  • সান্দা, মাহাপুরুষের বাণী স্মরণ কর - পরোপকার করবি তো নিজেই ফল ভুগবি।
  • pipi | ০৪ নভেম্বর ২০১১ ০১:১৮ | 129.74.191.152
  • আমি তো কাশিবাসী হতে চাই নি। কোথা হইতে কি হইয়া গেলোঃ-(
  • sayan | ০৪ নভেম্বর ২০১১ ০১:১৮ | 115.242.245.21
  • ঃ-))
    সেই ভালো। এগুলো গলা দিয়ে উৎরোক তাপ্পর দেখো। ঢিংকা-চিকা গানখানি বড়ো ভালো। ;-)

    একটি নেড়ির গলায় কে বা কারা একটা প্লাস্টিকের কলাসির শুধু গলাটা পরিয়ে দিয়েছে আর কুত্তাটা ওটা খুলতে না পেরে যা তা কান্ড জুড়েছে। ওটা খুলতে মন চাইছে কিন্তু যেচে পরোপকার, ও ব্যাটা যদি আমাকে একটা দাঁতাল ঘ্যাঁও দেয় তো ডাক্তার আমাকে র‌্যাবিপোর ঠুসবে। মহা জ্বালা! নাঃ খুলেই দেখি।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত