এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • pi | ০৫ নভেম্বর ২০১১ ০১:২০ | 72.83.90.203
  • কেসিদা, হ্যাঁ, বাইরে অনেক দিন কাটিয়ে গেলে সেটা একটা সমস্যা হয়।
    ভালো কথা। কুয়েতের স্কুলের পড়শুনা কেমন ?
  • byaang | ০৫ নভেম্বর ২০১১ ০১:১৯ | 122.167.229.192
  • মিঠুকে ফোনাতে হাত নিশপিশ করছে, কিন্তু না, আমি ইদানিং সংযম পালন করছি । ঃ-)
  • m | ০৫ নভেম্বর ২০১১ ০১:১৯ | 117.194.36.11
  • নীতু, রেতে ঘুম নাই?
  • pi | ০৫ নভেম্বর ২০১১ ০১:১৮ | 72.83.90.203
  • প্‌প্‌ন, নানা নন স্টপ তো।
    তাছড়া ওটা ঋভুর থেকেই ক্লিয়ার করো। আবার শিশু দিবস আসছে তো। ঋভু নাহয় ক্ল্যারিফাই করে আরেকাঅ গপ্পো লিখে দিক ঃ)
  • Netai | ০৫ নভেম্বর ২০১১ ০১:১৮ | 122.161.55.83
  • তবে আজকের ম্যান অফ দ্য ম্যাচ কিন্তু ন্যাড়াদা।
  • byaang | ০৫ নভেম্বর ২০১১ ০১:১৮ | 122.167.229.192
  • পাই, এখান থেকে কয়েকবার ট্রান্সফার হওয়ার উপক্রম হয়েছে এর আগে আগে। সেই সময়ে ছেলের বাবা ছেলের মুখ চেয়ে চাক্রিটা অথবা নিদেন্‌পক্ষে নিজের ডিভিশনটা বদলে নিয়েছে। আর মা তো ছেলের স্কুলের সময় অনুযায়ী নিজের কাজের জায়গা এবং ভূমিকা বেছে নেয়। সুতরাং বুঝতে পারছিস, ছেলের ইচ্ছে আমার কাছে কতটা গুরুত্বপূর্ণ। আর ছশো ওভার ক্রিকেট খেলতে চাইলে এবং ওর বন্ধুরা ততক্ষণ খেললে আমিও ততক্ষণই ওকে খেলতে দিতাম।
  • m | ০৫ নভেম্বর ২০১১ ০১:১৭ | 117.194.36.11
  • বাঃ, তবে সবজান্তা লোকেদের হারানোতে কোনো কৃতিত্ব নাই- তারা তো এমনিতেই সব ই জানেঃ(
  • pi | ০৫ নভেম্বর ২০১১ ০১:১৭ | 72.83.90.203
  • আমি এখনো এই ব্যাপারটা নিয়ে ক্লিয়ার নই।

    টিম ব্যাঙদি, পিপি ব্রতীনদার কথায় মনে হচ্ছে অনেক সরকারি আধা সরকারি স্কুলের অবস্থাই অনেক খারাপ হয়ে গেছে। কেসিদা আবার ঠিক উল্টো কথা বলছেন।

    আর খারাপ হলে ১ঃ০৩ এর প্রশ্নটা আমার থেকেই যায়। নইলে ১ঃ০৮।
  • kc | ০৫ নভেম্বর ২০১১ ০১:১৫ | 178.61.96.29
  • সেক্ষেত্রে পিয়ার প্রেশারতো বটেই। তবে আমি ওই রকম অপশন পেলে সরকারি কি আধসরকারি স্কুলেই পাঠাতাম।
    কিন্তু এখন আমি কলকাতা রিলোকেট করবার কথা ভাবছি, এইক্ষেত্রে আমাকে কিন্তু ওই কেতের স্কুলগুলোর কথাই ভাবতে হচ্ছে, কারণ এটা বুঝে গেছি আমার ছেলে সাধারণ স্কুলে খাপ খাওয়াতে পারবেনা। এযে কি নিদারুণ চিন্তার কথা ভাবতেও পারবানা।
  • ppn | ০৫ নভেম্বর ২০১১ ০১:১৫ | 122.252.231.10
  • সার রাত ধরে ছশো ওভার! নর্থ পোলে খেলা হচ্ছে নাকি?
  • Bratin | ০৫ নভেম্বর ২০১১ ০১:১৪ | 117.194.96.240
  • না না এই লোক টা ইংল্যান্ডের এক পিস সবজান্তা টাইপের লোক!! একে হারিয়ে খুব আনন্দ পাব। এখান একটা বিসপ আপ।
  • pi | ০৫ নভেম্বর ২০১১ ০১:১৩ | 72.83.90.203
  • ব্যংদি,তোমরা আজ অফিস থেকে ট্রান্সফার হয়ে গেলে কী করতে ?
    আর সেই যুক্তিতে, সব কিছুই, ও যাতে সবচে খুশি হয়, সেই মত করতে দাও। ও তো সারা দিন সারা রাত ধরে ছশো ওভার ধরে ক্রিকেট খেলতে পারলে সবচেয়ে খুশি হয়। সেটাই বা কি করতে দিতে পারবে ? ঃ)
  • pipi | ০৫ নভেম্বর ২০১১ ০১:১২ | 129.74.191.152
  • তবে ব্যাংদির সাথে এইখানে একমত, ছেলের যদি ঐ স্কুল ভাল লাগে বা সে যদি ছাড়তে না চায় তো স্কুল চেঞ্জ করার মানে হয় না।
  • m | ০৫ নভেম্বর ২০১১ ০১:১২ | 117.194.36.11
  • নাঃ, শুদু ধরতে ল্যাদ লাগছেঃ)
  • byaang | ০৫ নভেম্বর ২০১১ ০১:১২ | 122.167.229.192
  • ব্রতীন, অন্য স্কুলে ঢুকে তো যেত, কিন্তু সেই সময়ের প্রেক্ষিতেও সেই ৩০০জনের উপর কি ঐ ৩০জনের একজন হওয়ার চাপ থাকত না? তাদের বাবা-মারা কেন প্রথমেই বালির অন্য স্কুলগুলোয় ভর্তি না করে আগে তোদের স্কুলে নিয়ে আসত, সেটা ভেবে দেখতে বলছিলাম পাইকে। তোকে না।
  • Bratin | ০৫ নভেম্বর ২০১১ ০১:১২ | 117.194.96.240
  • ব্যাঙ, আজকে দুপুরে ঘুমিয়েচিস মনে হচ্ছে? ঃ-))
  • m | ০৫ নভেম্বর ২০১১ ০১:১১ | 117.194.36.11
  • খেলা চালিয়ে যাবার জন্যে নিজেই নিজের উল্টোদিকে বসে চাল দিতে থাকোনা কেন;)
  • Bratin | ০৫ নভেম্বর ২০১১ ০১:১১ | 117.194.96.240
  • 'ইন্দুর কি কম পড়িয়াছে?'
  • byaang | ০৫ নভেম্বর ২০১১ ০১:১০ | 122.167.229.192
  • পিপি, নতুন সরকারের শিক্ষা ...
  • byaang | ০৫ নভেম্বর ২০১১ ০১:০৯ | 122.167.229.192
  • পাই, আমার ১২ঃ৪০এর উত্তর?
  • ppn | ০৫ নভেম্বর ২০১১ ০১:০৯ | 122.252.231.10
  • বৈরী পিয়া।
  • pipi | ০৫ নভেম্বর ২০১১ ০১:০৯ | 129.74.191.152
  • নসশিসাশিনী টা কি?
  • Bratin | ০৫ নভেম্বর ২০১১ ০১:০৯ | 117.194.96.240
  • আরে বালী তে আরো প্রচুর স্কুল আছে সেখনে ঢুকে যেত।
  • pi | ০৫ নভেম্বর ২০১১ ০১:০৮ | 72.83.90.203
  • কেসিদা, চাকুরি কি বাসস্থানের কাছেই সরকারি কি আধা সরকারি স্কুল থাকলেও আর আপনার কথামত ধরে নি, সেগুলো আগের থেকে ভাল হয়েছে, কিন্তু তাতে পড়াব না ? কারণ , এখনকার লাইফ প্যাটার্ন এর সাথে ম্যাচ করছে না , তাই তো ? মানে, সেই পিয়ার প্রেশারের গপ্পো ই।
  • Bratin | ০৫ নভেম্বর ২০১১ ০১:০৮ | 117.194.96.240
  • ধুর বাবা, আমার পার্টনার চাল দেয় না। ঃ-((
  • byaang | ০৫ নভেম্বর ২০১১ ০১:০৭ | 122.167.229.192
  • ব্রতীনের স্কুলে যে আড়াইশো-তিনশো বাচ্চা চান্স পেত না, তাদের চাপটা নিয়ে কিছু বলা হবে না? আর যে ২৫-৩০জন পেত তাদের চাপটা?
  • m | ০৫ নভেম্বর ২০১১ ০১:০৬ | 117.194.36.11
  • চমৎকার ব্রতীন, দু একটা ইন্দুরের অপেক্ষায়ঃ)
  • byaang | ০৫ নভেম্বর ২০১১ ০১:০৫ | 122.167.229.192
  • পাইয়ের ১ঃ০৩এর পোস্টটা তো নসশিসাশিনীতে যাওয়ার কথা।
  • kc | ০৫ নভেম্বর ২০১১ ০১:০৪ | 178.61.96.29
  • পাই মোটেই না। সরকারি বা গ্রামের স্কুলের অবস্থা আগের থেকে মোটেও খারাপ নয়। আগের থেকে বরং ভাল। রেজাল্টও ভালই হয়ে থাকে। আসলে ওই পামিদি যেমন বললেন, আমরা ওই লাইফ প্যাটার্নটা থেকে বেরিয়ে এসেছি, এবং বর্তমান লাইফ প্যাটার্ণটা বেশ ভালোই। পেশার কারণেই ওই লাইফে ফিরতে পারবনা। ফলতঃ এই সিস্টেমের তথাকথিত ভাল ব্যাপারগুলোতে বাচ্চাকে অভ্যস্ত করানোর চেষ্টা।
  • pi | ০৫ নভেম্বর ২০১১ ০১:০৩ | 72.83.90.203
  • টিম, আমি এই জায়গাটাই বুঝতে চেষ্টা করছি। কেন এগুলো নিম্নমানের হয়ে যাচ্ছে ?
    এমনটাতো হবার কথা ছিল না।
    রিক্রুটমেন্ট তো হবার কথা ssc দিয়ে। ঠিকঠাক হলে সেটা ভাল স্ক্রিনিং টেস্ট।
    সর্কারি স্কুলে তো বেসরকারি স্কুলের চেয়ে মাইনে , সুবিধাপত্রও বেশি। তাহলে বেসরকারি স্কুলে টিচার কোয়ালিটি বেটার কেন হচ্ছে বা র‌্যাদার সরকারি বা আধা সরকারি স্কুলে আগের ময়ালিটির টিচার থাকছেন না কেন ?
  • Bratin | ০৫ নভেম্বর ২০১১ ০১:০২ | 117.194.96.240
  • মিঠু, খবর কি?
  • byaang | ০৫ নভেম্বর ২০১১ ০০:৫৯ | 122.167.229.192
  • এই তো ব্রতীনের উদাহরণটাই দ্যাখ না। ঐ ৩০০-৪০০জনের মধ্যে ৩০জন তো পেল, আর বাকিদের কী হল, ভাববি না?
  • pi | ০৫ নভেম্বর ২০১১ ০০:৫৯ | 72.83.90.203
  • পাঠভবনে এখন কত মাইনে ?
  • pi | ০৫ নভেম্বর ২০১১ ০০:৫৯ | 72.83.90.203
  • আর সেগুলো খারাপ হচ্ছে বল এলোকজন আরো ঝুঁকছে বেসরকারি স্কুলের দিকে , পিয়ার প্রেশারে ঝুঁকছে উচ্চকোটির স্কুলের দিকে। আর যত বেশি যাবে, সরকারি , আধা সরকারি স্কুলের কোয়ালিটি বজায় রাখার চাপ ও তত কমবে , তারা আরো খারাপ হবে। এও এক ভিশাস সাইকেল। সরাকরি চিকিৎসা ব্যবস্থার মতই।
  • pipi | ০৫ নভেম্বর ২০১১ ০০:৫৮ | 129.74.191.152
  • ধুর ব্যাংদি, তোমায় কি কিচু বলেছি আলাদা করে/ আলুচানা যখন হচ্ছে তখন আমার মতামতটা জানিয়েছি মাত্র। আমার নিজের বাড়ির উদাহরণটা পড়লেই বুঝবে।
    আরো দুটো উদাহরণ দেই। আমার দুই বাল্য বন্ধবী। দুজনেই অ্যাভারেজ স্টুডেন্ট। একজন গড়িয়ায় থাকে - স্কুলের টিচার। যে কোন কারণেই হোক এর অ্যাকাডেমিক লাইফ অতটা মসৃণ হয় নি তবে স্কুলের চাকরী পাবার পর থেকে নো টেনশন। এর মেয়েটিকে ভর্তি করল একটি কেতের স্কুলে। তারপর থেকে নানান কমপ্লেন, মূলত ঐ অকারণ খরচা নিয়ে। তাকে জিজ্ঞাসা করেছিলাম জে তোর মেয়ে নবনালন্দা আর ঘরের কাছের কিছু ভাল স্কুলে পেল সেখানে দিলি না কেন? সে খুব অবাক হয়ে বলেছিলাম ঐ স্কুল ছেড়ে এইসব স্কুল! তারপর বলল তাছাড়া মেয়ের বাবার কলিগদের ছেলেমেয়েরা সবাই (কেতাদুরস্থ) স্কুলগুলোতে পড়ে। ওখানে না দিলে মান থাকবে না!!! আর কিছু বলতে হবে?
    দ্বিতীয়জন একটু ঢিলেঢালা স্বভাবের। প্রাইভেট ফার্মে চাকরি করত। ছেলের ঠিকমতন দেখাশুনা হচ্ছে না বলে একদিন দুম করে চাকরি ছেড়ে দিল। ব্যারাকপুরে থাকে। সেখান থেকে কলকাতার স্কুলে দিয়ে ছেলেকে টানাহ্যাঁচড়া করতে পারবে না বলে লোকাল স্কুলেই দিয়েছে। ছেলের অসুখ বিসুখ ছাড়া স্কুল নিয়ে বিশেষ টেনশন করতে আজ অবধি শুনি নি। দিব্যি আছে।
  • Tim | ০৫ নভেম্বর ২০১১ ০০:৫৮ | 198.82.23.172
  • পামিতাদিকে ক।

    পাই,
    সরকারী ইশকুল বোলে তো, হ্যাঁ। মিত্র বা বাঃ গঃ একসময় ভালো ইশকুলের মধ্যে পড়তো। বাঃ গঃ এখনও মন্দের ভালো কিন্তু মিত্র জঘন্য হয়েছে। সর্বোপরি এই সরকারি ইশকুলে পড়ানোর লোকজনেরা এখন আগের থেকে অনেক নিম্নমানের ( ব্যতিক্রম আছে, মাইক্রোস্কোপে দেখতে হয়)। একটা আদ্যন্ত ক্যাজুয়াল এনভায়রনমেন্ট ( রং সেন্সে ক্যাজুয়াল) । ছেলেমেয়েকে ছোট থেকেই একটা ফাঁকিবাজ কমিউনিটির সদস্য করতে কি কেউ চাইবে?
  • byaang | ০৫ নভেম্বর ২০১১ ০০:৫৭ | 122.167.229.192
  • কী বুঝলি জানি না, কারণ আমি সত্যিই চিন্তিত। যখন পেপারে দেখি, বেস্ট অফ থ্রিতে হান্ড্রেড পার্সেন্ট না পেলে দিল্লির লেডি শ্রীরামে ভর্তি হওয়া যাচ্ছে না বা লুরুর মোটামুটি সাধারণ স্কুলেও ৮৫%এর কমে পেলে ১১-১২ক্লাসে ভর্তি হওয়া যাচ্ছে না। তখন এখন আমার ছেলে ফুর্তি করছে, পরে গিয়ে পড়ায় মন বসে যাবে আর টকাটক সব পেরে যাবে, এটা ভাবার মতন মনের জোর আমার নেই।
  • pi | ০৫ নভেম্বর ২০১১ ০০:৫৬ | 72.83.90.203
  • পিপির পোস্টের সাথে অনে্‌কটাই সহমত।

    সরকারি বা গ্রামের বা আধা মফস্বলের স্কুলগুলোর অবস্থা আগের থেকে অনেক খারাপ , এটা বোধহয় ঠিক ।
  • kc | ০৫ নভেম্বর ২০১১ ০০:৫৫ | 178.61.96.29
  • পাঠভবন এখনও বেশ ভাল স্কুলের মধ্যেই পড়ে।
  • Paramita | ০৫ নভেম্বর ২০১১ ০০:৫৪ | 198.95.226.40
  • পাঠভবন আমাদের সময় মায়নার দিক থেকে ভালোই এলিট ইশকুল ছিল, একশো টাকা করে মাসে লাগতো।
  • pi | ০৫ নভেম্বর ২০১১ ০০:৫৪ | 72.83.90.203
  • তাইলে এক ছেলের বাপ কেসিদা অমনি কুলকাল পরামর্শ দিলেন কেম্নে ? ঃ)
  • Bratin | ০৫ নভেম্বর ২০১১ ০০:৫৪ | 117.194.96.240
  • আমি উত্তর পাড়া র টা জানি।আমরা যখন ভর্তি হই। মোটামুটি ৩৫০/৪০০ জনের মধ্যে থেকে ২৫ বা ৩০ টা ছেলে নেওয়া হত। কিছু স্যার জাস্ট অসাধারন পড়াতেন।তার পরে সেই মানের স্যার আসেন নি। আর যাঁরা এসেছেন তাদের ডেডিকেশ্যান প্রশ্নাতীত নয়। ক্লাশে পড়ানোর থেকে কোচিং এ পাড়তেই তাঁরা ভালোবাসতেন।

    লটারী হওয়াই এই বেছে বেছে ছেলে নেওয়ার ব্যাপার টও চলে গেছে।
  • pi | ০৫ নভেম্বর ২০১১ ০০:৫৩ | 72.83.90.203
  • ব্যাঁঅদি, বুইলাম ঃ)
  • pi | ০৫ নভেম্বর ২০১১ ০০:৫২ | 72.83.90.203
  • বাই দ্য ওয়ে, পাঠভবন তো আমাদের সময় খুব ই ভাল ছিল।
    এখন কেমন ?
  • kc | ০৫ নভেম্বর ২০১১ ০০:৫২ | 178.61.96.29
  • হবু বাবামায়েরা শুনেন, বাবামা নাহলে এই টেনশনের ব্যাপারটা কিছুতেই বুইতে পারবেননিকো আফনেরা।
  • byaang | ০৫ নভেম্বর ২০১১ ০০:৫১ | 122.167.229.192
  • পিপি একটা কথা পরিষ্কার করে দিই, এত কথা যখন আমাকে নিয়েই উঠল, আমার ছেলে আর অন্য কোনো স্কুলে চান্স পায় নি, তাই অগতির গতিটিকে ধরেই পড়ে আছি।
  • m | ০৫ নভেম্বর ২০১১ ০০:৫১ | 117.194.36.11
  • নাক-কান সব বন্ধ, ঘুমোনো যাচ্ছে না- উঠে বসে এখন নেট খুলে বসেছি।
    বাপ্পো বাপ্পো।
  • byaang | ০৫ নভেম্বর ২০১১ ০০:৪৯ | 122.167.229.192
  • পাই, এই টেনশনটা আমার থাকবেই। আমার ছেলে যখন কথা বলতে শেখে নি, ইশারায় কথা বলত, অথচ অন্য বাচ্চারা কথা বলত, তখনও আমার এই টেনশনটা হত। আবার এখন যখন এত বেশি কথা বলে যে টিচার অতিষ্ঠ হয়ে যায় তখন টেনশন হয়, এত বেশি কথা বলে, ক্লাসে পড়াটড়া তো শোনে না, এবার কী হবে?
    তাই আমার টেনশনকে আলাদা করে ধরিস না। আমার মায়ের এখনো টেনশন হয়, আমার বয়সী আর সব্বাই দিব্যি কোন টাকা কীভাবে ইনভেস্ট করতে হবে, সেটা খেয়াল রাখে, আমি পারি না, বুড়োবয়সে আমার কী গতি হবে? ঃ-)
  • pi | ০৫ নভেম্বর ২০১১ ০০:৪৮ | 72.83.90.203
  • চাকরির কারণে যদি রানাঘাট , ব্যান্ডেলে না থাকতে পারি তো সেখানের স্কুলে পড়ানোর কথা আসছেই না। আমি ঐজন্য কোল্কতার লোককে জিগেশ করছিলুম। তোমাকে জিগালে পাঠভব্‌ন নিয়ে জিগাতুম। আমার প্রশ্নের মূল কারণ ছিল এইটা বোঝা, সরকারি, আধা সরকারি স্কুল ( যেগুলোতে আমরা বেশিরভাগ পড়েছি এবং পড়ে মোটামুটি খুশি ছিলাম).. এগুলোর কোয়ালিটি কি খারাপ হয়ে গেছে ?
  • pipi | ০৫ নভেম্বর ২০১১ ০০:৪৫ | 129.74.191.152
  • আমার ছানাপোনা থাকলে তাকে/তাদের আমার সেই গাঁয়ের ইস্কুলে দিতে একটুও আপত্তি করতাম না যদি জানতাম সেখানে সেই একইরকম যত্ন ভালবাসা সহকারে পড়ানো হয়। যেহেতু জানি হয় না আর তাই সেখানে দিতাম না কিন্তু দিতাম চন্দননগরের যে স্কুলগুলোর নাম করলাম সেইগুলোতে কারণ এরা এখনো অ্যাকডেমিক এবং অন্যান্য দিক দিয়ে কনসিসটেন্টলি ভাল আছে। এদের ফেলে দিয়ে শুধু নামের মোহে (এবং ট্যাঁকের জোর দেখাতে) কলকেতার কেতার ইস্কুলে পাঠাতাম না।
    আপত্তিটা পরিশ্রম করা নিয়ে নয়, আপত্তিটা অকারণ প্রেসার এবং বাবামা'দের নামের এবং স্ট্যাটাস সিম্বলের মোহে কেতের স্কুলে বাচ্চাদের পাঠানো নিয়ে। অন্তত আমার আপত্তি এইগুলোতে। (উদা হিসেবে ব্যক্তোগত উদাহরণটি দ্রষ্টব্য)।

    ডিঃক্লেঃ সব বাবামা এরকমই ভাবেন বা করেন এমন বলছি না।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত