কেসি একটুও আবেগ নাই,শুধু কথাগুলোকে কোয়ালিফাই করা নেই। এখন স্কুলে মাস্টারমশাইরা পড়ায় না কোচিং ক্লাসে পড়াবে বলে যাকে আমি বলেছি ভুল অর্থে প্রফেশনাল। আর আমার সময়ে মাস্টারমশাইরা অনেকেই কোচিং টোচিং করাতেন পয়সা না নিয়ে ছাত্র গড়ার স্বপ্ন নিয়ে। আমি নিজে পড়েছি। শুধু ছাত্র গড়ার স্বপ্ন নিয়ে নয় অনেক নিডি ছাত্রকে টাকা পয়সা দিয়ে, পড়িয়ে সবরকমে হেল্প করতেন। তো এতে করে পড়াশুনোর কেরিয়ারে খুব সুবিধা হত তা নয়, কিন্তু জীবনের অন্য পার্সেপেক্টিভ গুলো দেখা যেত যা আমাকে এখনো সব জায়গায় হেল্প করে।
byaang | ০৫ নভেম্বর ২০১১ ০৩:১৬ | 122.167.229.192
কেন বে কেসি, এই যে বল্লাম তোকে গরম জলের ডেকচিতে চোবাবো, এবার কর আমার সঙ্গে যত্ত খুশি ঝগড়া! মশলার কৌটোগুলো নর্দমায় ফেলে দিলাম। নে এবার কত ঝগড়া করবি কর।
maximin | ০৫ নভেম্বর ২০১১ ০৩:১৬ | 59.93.194.205
যাও নেতাই বৌ এর জন্যে চার বেডরুম ফ্ল্যাট ভাড়া নাও।
kc | ০৫ নভেম্বর ২০১১ ০৩:১৬ | 178.61.96.29
রাত্তিরবেলায় তাড়াতাড়ি টাইপাতে গেলে আপনাকে লুরু যেতে হবে। অবশ্যি সোদপুরে থাকলেও হবে।
Netai | ০৫ নভেম্বর ২০১১ ০৩:১৪ | 122.161.154.191
কেসিদার অঙুলকাট্টি করে বসার গুড়ে বালি। এখন মশলা খেয়ে যাও খালি।
-------------কবি নেতাই
maximin | ০৫ নভেম্বর ২০১১ ০৩:১৩ | 59.93.194.205
রাত হয়েছে তাড়াতাড়ি টাইপ করতে পারছি না।
achintyarup | ০৫ নভেম্বর ২০১১ ০৩:১৩ | 59.93.194.50
মৌসুমী ভৌমিকের গানগুলি mp3ত অবস্থায় কারও কাছে আছে? টইয়ের লিংগুলো খুলচে না
maximin | ০৫ নভেম্বর ২০১১ ০৩:১২ | 59.93.194.205
না টিম বলছিলাম যে ছাত্ররা কষ্ট করে লিখে পাব্লিশ করছে কিনা টিচারের কোয়ালিটি নিয়ে সার্ভে করার এটা একটা উপায়।
byaang | ০৫ নভেম্বর ২০১১ ০৩:১২ | 122.167.229.192
তুই ছোটবেলায় বেশি না কম নম্বর পেতিস, এই নিয়ে আমার কোনো মাথাব্যথা নেই। কিন্তু তুই এতক্ষণ বলছিলিস ছোটবেলায় খারাপ করলে কোনো অসুবিধে নেই।তো সেই ছোটবেলায় খারাপ করার সবচেয়ে বড় নমুনা তো আমি নিজেই, তাই নিজের উদাহরণটি সামনে রেখে এতক্ষণ তর্ক করলাম।
Netai | ০৫ নভেম্বর ২০১১ ০৩:১২ | 122.161.154.191
মিনিদিদি, আমার ঠ্যাং টানা এখন নিষেধ। দেখছেন না? এটাই এখন অলিখিত নিয়ম।
byaang | ০৫ নভেম্বর ২০১১ ০৩:১০ | 122.167.229.192
পাই, আমার যদিও পুরো সময়্টা মনে হয়েছে, তুই আমার আর পামিতার মুখে কথা বসিয়েছিস। আর তোর ধারণা যদি থেকে থাকে যে আমার ছেলে এক্দম উপরের দিকে নেই কেন, সেই নিয়ে আমার তেনশন, ফেল করা নিয়ে নয়। সেটা তোর বোঝার ভুল। সেক্ষেত্রে তোর আগে ভেরিফাই করে নিয়ে তারপর তক্কো করা উচিৎ ছিল।
kc | ০৫ নভেম্বর ২০১১ ০৩:০৯ | 178.61.96.29
যাঃকলা!! একটা ভাল ঝগড়া হতে পারে বলে আঙুলকাট্টি করে বসেছিলাম। সবাই মশলাখাওয়ার মুডে চলে এল।
maximin | ০৫ নভেম্বর ২০১১ ০৩:০৯ | 59.93.194.205
নেত্য কি নিজের মাস্টারমশাইদের নিয়ে লিখেছে? এবং তা পাবলিশড হয়েছে?
Tim | ০৫ নভেম্বর ২০১১ ০৩:০৯ | 198.82.23.172
উঃ ক্ষি মুশকিল! এবার থেকে স্নেহের ____, দিয়ে পোস্ট শুরু করতে হবে দেখছি।
ব্যাঙদি, চাপ নিওনা। এমনি খিল্লি কচ্ছি।
pi | ০৫ নভেম্বর ২০১১ ০৩:০৮ | 72.83.90.203
যাবার আগে ব্যাংঅদির পোস্টটা পড়েই ফেল্লাম। পড়ে একটাই কথা বলার। সবাইকে আমার মত হতে বলি নি তো কখনো । আমি তো ছোটোবেলায় খুব সিরিয়াস ছিলাম। সেজন্য অনেক নম্বর পেতাম। আমি তো আমার মত হতে বারণ করছি ঃ)
kc | ০৫ নভেম্বর ২০১১ ০৩:০৭ | 178.61.96.29
জানিনে। কী?
Netai | ০৫ নভেম্বর ২০১১ ০৩:০৭ | 122.161.154.191
সুবিধা বুঝে কেশীদা সান্দাকে চেটে দিল!!! ঘুমোতে যেতে চাওয়া একটা ছেলেকে!!! নাঃ এ ঘোর কলি।
Tim | ০৫ নভেম্বর ২০১১ ০৩:০৭ | 198.82.23.172
সেকি? এক্সপেরিমেন্ট থামাবার কি দরকার? আমি কেমন সুন্দর সব ডেটা নিচ্ছি। বস বলেছে মাল্টাইটাস্কিং হতে, তাই এট্টু প্র্যাক্টিস করে নিলুম।
maximin | ০৫ নভেম্বর ২০১১ ০৩:০৭ | 59.93.194.205
সমীক্ষার কী হবে?
byaang | ০৫ নভেম্বর ২০১১ ০৩:০৭ | 122.167.229.192
অ্যাই সায়ন আর টিম, কষে ঝাপ্পড় লাগাব, ইশারাইঙ্গিতে ফের হেঁয়ালি করে কথা বলবি তো? একে বুঝতে পারছি না, কার উদ্দেশ্যে কথাগুলো বলছিস, তারুপর এতক্ষণ পাইয়ের সঙ্গে তক্কো করে দেখছি, ওর আমার বক্তব্যের বিশেষ ফারাক নেই। তোরা যা বলার সোজাসুজি বল।
sayan | ০৫ নভেম্বর ২০১১ ০৩:০৬ | 115.242.129.223
কেশীদা'কে কাউন্টার কোশ্ন, দিগিতবলা কী?
pi | ০৫ নভেম্বর ২০১১ ০৩:০৫ | 72.83.90.203
হ্যাঁ, সান্দার পোস্ট পড়ে আমারো মনে হচ্ছে সত্যি নিডলেস। মুখে কথা বসানো তো বটেই।
ছোটোবেলার পরীক্ষায় অন্য ছেলেপুলের মত অতটা না ভাল করার কনসার্ন যে ফেল করার কন্সার্নের থেকে আলাদা হয়, সেটা আর বিশদে ব্যাখ্যা করাও বেসিক্যালি নিডলেস ।
আর হ্যাঁ, কতটা চাপ না দিলে কেউ একেবারে উপরের দিকে থাকবে না কিন্তু ফেল করবে না, এই তফাতটা ব্যাখ্যা করাও ঃ)
একগাদা কাজকম্মো ছিল, কিচ্ছু হলনি ঃ(( কাটি ঃ((
আমার এই 'ফাঁকিবাজি' র জন্য আমি এখন সিরিয়াসলি ফেইল করতে পারি । অ্যাসাইনমেন্ট জমা করি নাই ঃ( এবার আমার কী হবে , অয়াঁ? আর কোনরকমে যদি পাস ও করে যাই, তারপর আমি যেখানে কাজে ঢুকবো, তার জন্য সেটা কী ভয়ঙ্কর পরিণামের হবে, ভেবে দেখেছো কি কেউ ? ঃ((
পুঃ জনতা, মেইল আর এখন চেকানোর টাইম নাই , রাত্রে দেব। ... টাটা।
Tim | ০৫ নভেম্বর ২০১১ ০৩:০৫ | 198.82.23.172
ইঁদুর দৌড় নিয়ে আমার ধন্দ আছে। কিন্তু ঘোড়দৌড় নিয়ে নেই।
Netai | ০৫ নভেম্বর ২০১১ ০৩:০৪ | 122.161.154.191
উফ্ফ। গাল নয়। গান।
ppn | ০৫ নভেম্বর ২০১১ ০৩:০৪ | 112.133.206.18
আচ্ছা, পরে জানাচ্ছি। অফলাইনে।
kc | ০৫ নভেম্বর ২০১১ ০৩:০৪ | 178.61.96.29
সান্দাকে একটা কোশ্নো করব, সেজন্য আগেভাগে নিজেকে টিউবলাইট ঘোষনা করলাম। প্রশ্চেনটা হল 'দিগি' কী?
sayan | ০৫ নভেম্বর ২০১১ ০৩:০৩ | 115.242.129.223
টিম @ 3 AM, হ্যাঁ দেখেছি। তাই লিখলাম।
Netai | ০৫ নভেম্বর ২০১১ ০৩:০৩ | 122.161.154.191
এই ন্যান, একখানা গাল।
এইটা খেয়াল করবেন, আমি অভ্যুদয় মন্ডল নই। গানের লিং দিতে গেলে অভ্যুদা হতে হবে এমনতরো কোথাও লেখা নেই।
byaang | ০৫ নভেম্বর ২০১১ ০৩:০৩ | 122.167.229.192
পাই, এক্নম্বর, বেশি চাপটাকে সে বেশি চাপ বলে রেকগনাইজ করে না। তার এমনিই লেখাপড়া করতে খারাপ লাগে। ইরেস্পেক্টিভ অফ বেশি চাপ অর কম চাপ। দুই নম্বর, তার স্কুলে খেলাধুলা করার সুযোগ লুরুর অন্য যেকোনো স্কুলের থেকে অনেক অনেক বেশি, এবং সে সেই সুযোগটাকে শেষ বিন্দু অব্দি কাজে লাগায়। তিন নম্বর, তার বন্ধুবান্ধব, তার কমফোর্ট লেভেল এগুলো ও তার কাছে জরুরি। তাই সে চান্স ফ্যাক্টরের মধ্যে যেতে চায় না। সবাইকে তোর মত হতে হবে, তোর যুক্তির সেট মেনে চলতে হবে এটাই বা ধরে নিস কেন? তোর কাছে যেটা যৌক্তিক, সেটা একটা আট বছরের ছেলের কাছেও যৌক্তিক হতে হবে, এটা ধরে নেওয়াটাই আমার বেশ ইর্যাশনাল লাগছে।
maximin | ০৫ নভেম্বর ২০১১ ০৩:০২ | 59.93.194.205
স্কুলের টিচারদের নিয়ে লেখা প্রজন্ম অনুসারে আলাদা হচ্ছে কিনা এটা থেকে কোন প্রজন্ম বেটার মাস্টারমশাইদের পেয়েছেন তার সমীক্ষা করা যায় সহজেই।
sayan | ০৫ নভেম্বর ২০১১ ০৩:০১ | 115.242.129.223
কেশীদা', দিগি'তে চাঁটিয়ে চাঁটিয়ে এই বদভ্যাস কাল্টিভেট করেছ নির্ঘাৎ! ঃ-)
Tim | ০৫ নভেম্বর ২০১১ ০৩:০১ | 198.82.23.172
( আলোচনাটা এইবার ক্রিকেটের দিকে নিয়ে যাচ্ছি আর কি)
Tim | ০৫ নভেম্বর ২০১১ ০৩:০০ | 198.82.23.172
টেকনিকালি নিখুঁত না কিন্তু জেদ আবেগ ইত্যাদির জন্য আপাত অসম্ভবকে সম্ভব করতে সান্দা দেখেনি?
kc | ০৫ নভেম্বর ২০১১ ০৩:০০ | 178.61.96.29
তিমি, এই সেট আলাদা হওয়াটা উন্নতি কি অবনতি সেটাতো অন্য তর্কের বিষয়। ঃ-)
kc | ০৫ নভেম্বর ২০১১ ০২:৫৭ | 178.61.96.29
লোককে চটাতে আমি বড়ই ভালবাসি। তবে আপাততঃ দেখছি আমি বাঙালগুলোর সঙ্গে লড়ে যাচ্ছি। আজ্জো, ন্যাড়াদা, বোতীন, একটু ঠ্যাকনা দাও ক্ষেউ।
byaang | ০৫ নভেম্বর ২০১১ ০২:৫৭ | 122.167.229.192
ধুর ডিসেম্বর অব্দি কে টানবে! ডিসেম্বরে তো এমনিই হবে, যিনি আসছেন তার জন্য। তিনি আসার আগেই আমাদেরও তো একটু সাবলম্বী হওয়া প্রয়োজন। লুরুতে থাকি বলে কি নেত্যর বেতে চাট্টি আনন্দও করতে পাব না?
sayan | ০৫ নভেম্বর ২০১১ ০২:৫৬ | 115.242.129.223
পাই'এর এই ডিটেইলড এক্সপ্ল্যানেশনগুলো খুব নীডলেস মনে হচ্ছে। যেমন মনে হল এফিশিয়েন্সির সঙ্গে আদর্শ আর আবেগের কোনও তুলনাই টানা যায় না। অবাক কান্ড। সিকির লেখা ঐ মাস্টারমশাই যিনি শেষদিন কলম ও বই উপহার দিয়েছিলেন, উনি একেবারেই এফিশিয়েন্ট ছিলেন না। এবং আমার ছোটবেলার প্রিয় সেই সব শিক্ষকেরা জানতেনই না যে ওঁদের সময়ের সিস্টেম কতখানি ফাঁপা, ইনএফিশিয়েন্ট। এগুলো আমার নিজস্ব চিন্তাভাবনা এবং কারুর মুখে কোনও কথা বসানোর প্রয়াস নয়, যেমনটা, অন দ্য আদার হ্যান্ড, আজ সারারাত এখানে দেখে এলাম।
খুব অবাক হলাম। আসলে অবাক না হলেও চলত। এই রিয়্যাকশনগুলোই রিয়্যালিটি। এখন ভাবি, এই ইঁদুর দৌড়ে সব্বাই কী প্রাণপণে মাটি কামড়ে দৌড়োচ্ছে। নো ওয়ান্ডার, কিছু সো-কল্ড স্কুল এটার ফায়দা তোলে, তুলছে।
সবাইকে গুড মর্নিং / ইভনিং / নাইট / ডে।
Tim | ০৫ নভেম্বর ২০১১ ০২:৫৬ | 198.82.23.172
হ্যাঁ এই সেট আলাদা হয়ে যাওয়াটাকে কি বলবে? সার্ব্বিক উন্নতি?
pi | ০৫ নভেম্বর ২০১১ ০২:৫৫ | 72.83.90.203
বল্লাম তো। আমি হলে এইরকম স্কুলে পড়াতাম না। যেখানে আমি নিজেই জানি চাপটা বেশি এবং অনর্থক। এবং সবচে বড় কথা, সেটা বাচ্চার ভাল লাগছেনা। অনেক বাচ্ছাই চাপ নিতে পারে। অসুবিধে হয়না। পড়াশুনা সিরিয়াসলি চাপ নিয়ে পড়তে ভালোবাসে। কিন্তু এক্ষেত্রে যখন তাই নয়, তাহলে সেটা কেন দেওয়া সেটা বুজে্হ্ত অসুবিধা হয়েছে। আরো অসুবিধা হয়েছে, এই কারণে যে তুমি বলেছ, বাচ্চার ভালোলাগা তোমার কাছে প্রায়োরিটি। তার খারাপ লাগবে বলে এই স্কুল ছাড়াবে না ( যদিও বুঝতে পারিনি, এত প্রেশার তার ভালো লাগেনা, তাহলে কম প্রেশার য়ালা জায়াগা ভাল লাগবেনা এটা ধরে এওয়া হচ্ছে কেন ), ওদিকে এত পড়ার চাপ তার ভাল লাগেনা , কিন্তু সেটা দেওয়া হবে ! সেটা দিতে কষ্ট হলেও যদি দিতে পারো, তাহলে স্কুল চেঞ্জ করার অপশনটা একেবারে পরিত্যজ্য কেন, সেটা বুঝিনি। বিশেষ করে অন্য স্কুল ভাল লেগে যাবার তাও চান্স আছে, কিন্তু বেশি চাপ ভাল লাগার কোন চান্স নেই যখন ঃ)
ppn | ০৫ নভেম্বর ২০১১ ০২:৫৫ | 122.252.231.10
ও আচ্ছা। ভেবে দেখি। ডিসেম্বরের শেষদিকে একটা হবার চান্স আছে।
kc | ০৫ নভেম্বর ২০১১ ০২:৫৫ | 178.61.96.29
তিমি, সরকারি স্কুলে কেউ পড়ছেনা সেটাতো ঠিক নয়। ঠিক হল তোমার আশেপাশের কেউ সরকারি স্কুলে পড়ছেনা। অর্থাৎ তোমার সেট আলাদা হয়ে যাচ্ছে। আর তোমার ভাইরা সেকথা বলছেনা, তার কারণ তারা নিশ্চয়ই আশেপাশে আরও ভাল আদর্শবোধসম্পন্ন লোকের দেখা পেয়েছে। অথবা তোমাদের জেনেরেশনের করে যাওয়া গল্পে এতটাই নিমজ্জিত যে .....
byaang | ০৫ নভেম্বর ২০১১ ০২:৫৪ | 122.167.229.192
হ্যাঁ হ্যাঁ আমিও কেসির উপর বহুত চটে আছি। গরম জলের ডেকচি বসাই আগুনে? কেসির ঘাড়টা আলতো করে ধরে কেসিকে ঝুলিয়ে ডেকচিতে ছেড়ে দিলেই হবে।
maximin | ০৫ নভেম্বর ২০১১ ০২:৫৪ | 59.93.194.205
কেসি যেদিকে ভোট দেবে আমি তার উল্টোদিকে ভোট দেব। দলবল নিয়ে আসব। তখন তো মাইনরিটি হবে।
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন