এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • maximin | ০৭ নভেম্বর ২০১১ ১৭:৩৪ | 59.93.194.14
  • না না একই লেখকের তিনটের মধ্যে এক দুই তিন।
  • maximin | ০৭ নভেম্বর ২০১১ ১৭:৩৩ | 59.93.194.14
  • তিনটেই মাঝারি মাপের। কারণ অ-লেখকের লেখা। তিনটেই স্মৃতিচারন। একটায় কন্টেন্ট ভালো। আরেকটায় কিছু মজা আছে। তিন নম্বরটায় লেখার ফ্লো ভালো। কথা হল এই তিনটে গুনের মধ্যে আমার কম্প্যারেটিভ অ্যাডভান্টেজ (এফিশিয়েন্সি) কোনদিকে সেটা আমি বুঝছি না। কম্প্যারেটিভ অ্যাডভান্টেজ পাঠক বলবেন অন্যদের লেখার সঙ্গে মিলিয়ে বলবেন।

    এটা অবশ্য উদাহরণ হিসেবেই বললাম।
  • nyara | ০৭ নভেম্বর ২০১১ ১৭:৩২ | 122.172.28.92
  • মোশানের এগেনস্টে কে কে?
  • aka | ০৭ নভেম্বর ২০১১ ১৭:২৫ | 75.76.118.96
  • অ্যানোনিমাস রেটিং না হলে সবাই ভদ্রতার খাতিরেই ৩ দেবে। কিন্তু পাঁচ নাই? পাঁচতারা হবে কি করে? অ্যানোনিমাস রেটিং লাগলে বলবেন, টেকনলজির বন্দোবস্ত করে দেব।
  • Bratin | ০৭ নভেম্বর ২০১১ ১৭:২৩ | 122.248.183.1
  • রবীন্দ্রনাথ ধরে নিলাম শরতের থেকে ভালো লেখেন । তিনি শরতের লেখার প্রশংসা করতে পারবেন না?
  • maximin | ০৭ নভেম্বর ২০১১ ১৭:২৩ | 59.93.194.14
  • আমি একটা অফার দিতে পারি। আমার নিজের তিনটে লেখা সমালোচনার জন্যে ফেলে দিতে পারি। সবাই রেটিং করবে ১ ২ ৩ করে। গড় রেটিং কী হয় দেখব।
  • sayan | ০৭ নভেম্বর ২০১১ ১৭:২১ | 115.184.3.135
  • কম্পিটিশন মানে যেখানে "বাংলা লেখার সার্বিক উন্নতি', সেটা কি এইটুকু ব্যাপার হতে পারে? ঃ-)
    তবে অনেকগুলো কিন্তু আছে। এক তো অনেকেই যেমন বললেন, লেখালিখি এখানে প্রায় সবার কাছেই একটা হাত মক্‌সো করার মত কিছু, প্রফেশনাল লিখিয়ে খুব কমই আছেন। প্রিন্টেড অথবা সফ্‌ট মিডিয়ায় গুরুর প্রকাশনী নিয়ে আমাদের সব্বার মধ্যে একটা রোজি ব্যাপার আছে। এর বাইরে বেরোতে গেলে ডেডিকেটেড রিসোর্স চাই (পাই বাদে ঃ-) ), ফুল টাইমার্স ইত্যাদি। এগুলো আপাতত নেই।
  • maximin | ০৭ নভেম্বর ২০১১ ১৭:২০ | 59.93.194.14
  • ন্যাড়া তর্কের প্রেমিস হল আমার মতে তুমি শিবাংশুর চেয়ে ভালো লেখো।
  • aka | ০৭ নভেম্বর ২০১১ ১৭:১৯ | 75.76.118.96
  • মন দিয়ে বোঝার চেষ্টা করছি।
  • maximin | ০৭ নভেম্বর ২০১১ ১৭:১৮ | 59.93.194.14
  • প্রবন্ধ বাদ দিলেও, বাংলা গদ্যসাহিত্যে ফর্মের এক্সপেরিমেন্টই বেশি হয়ে আসছে বহুদিন ধরে।
  • nyara | ০৭ নভেম্বর ২০১১ ১৭:১৭ | 122.172.28.92
  • তক্কের প্রেমিসটা কী?
  • sayan | ০৭ নভেম্বর ২০১১ ১৭:১৪ | 115.184.3.135
  • ইন্দ্রাণীদি', এই থ্রেডটা http://guruchandali.com/guruchandali.Controller?portletId=8&porletPage=2&contentType=content&uri=content195 দ্যাখো। অনেক কথা হছিল। প্রচুর পেন্ডিং অ্যাকশন আইটেম। জনতা যেটাকে এখানে সার্ভে বলছিল সেটা ফীডব্যাকের প্রথমার্দ্ধ হতে পারে। লেখা-স্পেসিফিক প্রশ্নোত্তরগুলো এর পরের ভাগে। ইনক্লুডিং কমেন্টস।
  • maximin | ০৭ নভেম্বর ২০১১ ১৭:১২ | 59.93.194.14
  • এইটুকু কম্পিটিশনে নামাটা আউট অফ স্কোপ নয়।
  • maximin | ০৭ নভেম্বর ২০১১ ১৭:১০ | 59.93.194.14
  • অনেকে আছে ইংরেজিতেও একই প্রবন্ধ লিখে নিজেদের বিশেষ কাগজে ছাপে। মেইনস্ট্রীম জার্নালেও লেখে হয়তো। দুটো লেখা যাতে দুধরনের না হয়।
  • Bratin | ০৭ নভেম্বর ২০১১ ১৭:০৮ | 122.248.183.1
  • দেখো মিনি দি, একটা কথা মাথায় রাখতে হবে। এখানে কিন্তু বেশীর ভাগ জনতাই অ্যামেচার রাইটার। এই অর্থে ভালো লাগে তাই লেখে। কিন্তু লেখা ছাড়াও তাদের একট ফুল টাইম জব আছে।
  • aka | ০৭ নভেম্বর ২০১১ ১৭:০৬ | 75.76.118.96
  • নাদান বালক জেবন আর জৈবনে পাত্থোক্কো করতে শেখ। ঃ)
  • maximin | ০৭ নভেম্বর ২০১১ ১৭:০৬ | 59.93.194.14
  • প্রবন্ধের বেলাতে মেইনস্ট্রীম বলতে দেশ আবাপ বলছিনা কিন্তু।
  • Bratin | ০৭ নভেম্বর ২০১১ ১৭:০৪ | 122.248.183.1
  • ইয়ে, আকার জৈবন কি এখনও আছে?
  • aka | ০৭ নভেম্বর ২০১১ ১৭:০৩ | 75.76.118.96
  • তবে হ্যাঁ ফিডব্যাকে চুলে রং করাটা ভেবে দেখতে পারি। গোঁফটাও ছেঁটে দেখতে পারি, কিংবা একটা নাইকের জুতো। নাও করতে পারি, পাঞ্জাবি, কাঁধে ঝোলানো ব্যাগেই জেবন কাটিয়ে দিতে পারি। তবে ভেবে দেখতে রাজি আছি, দ্যান ফিডব্যাক দেন।
  • Netai | ০৭ নভেম্বর ২০১১ ১৭:০২ | 122.161.75.228
  • এইটা কি আউট দিল!!!
    এটা তো আউট ছিল না।
  • aka | ০৭ নভেম্বর ২০১১ ১৭:০১ | 75.76.118.96
  • এমনকি আমাকে ফিডব্যাক দিয়ে আমাকে ফ্রেডির মতন গানও গাওয়াতে পারবে না। (এখানে কনফিডেন্স নয় দৃঢ়তা দেখতে হবে)
  • i | ০৭ নভেম্বর ২০১১ ১৭:০১ | 124.149.56.9
  • সায়ন, ৪ঃ৫১-
    একমত। কিন্তু কি করণীয়?
  • sayan | ০৭ নভেম্বর ২০১১ ১৭:০১ | 115.184.3.135
  • ম্যাক্সদি', কম্পিটিশনে নামা বোধহয় আপাতত আউট-অফ-স্কোপ। ঃ-)
  • sayan | ০৭ নভেম্বর ২০১১ ১৭:০০ | 115.184.3.135
  • ব্রতীন্দা? নাহ্‌, কিছু না।
  • aka | ০৭ নভেম্বর ২০১১ ১৭:০০ | 75.76.118.96
  • আমাকে হাজার ফিডব্যাক দিয়েও কেউ সুনীলের মতন গদ্য, শক্তির মতন পদ্য বা দাদুর মতন গান লেখাতে পারবে না। (আমার কনফিডেন্সটা লক্ষ্য করুন)
  • Bratin | ০৭ নভেম্বর ২০১১ ১৭:০০ | 122.248.183.1
  • গেছে গেছে। ১৭/২। এবার ওঝা!!
  • maximin | ০৭ নভেম্বর ২০১১ ১৬:৫৯ | 59.93.194.14
  • সায়ন কম্পিটিশনে নামতে আপত্তি কী? নইলে বাংলা লেখার সার্বিক উন্নতি হবে কী করে?
  • sayan | ০৭ নভেম্বর ২০১১ ১৬:৫৯ | 115.184.3.135
  • মনে রাখতে হবে, ফীডব্যাকের দুটো পর্যায় থাকা চাই। প্রকশনার ফর্ম্যাট এবং সাহিত্যমূল্যের গুণাগুণ বিচার। লেখার অন্তর্বর্তী ডেটার স্যানিটি নিয়ে প্রশ্ন চলতেই পারে। সেম অ্যাপ্লিকেবল উইথ আবেগ / অনুভূতির ইনক্লুশন।

    এবার আমাকে লেখালিখি বন্ধ করতে হবে। ঃ-)
  • sayan | ০৭ নভেম্বর ২০১১ ১৬:৫৫ | 115.184.3.135
  • ম্যাক্সদি', পয়েন্ট নোটেড। কিন্তু যতক্ষণ না এই সব (বেশীরভাগ ক্ষেত্রেই এক্সপেরিমেন্টধর্মী) লেখালেখি মেইনস্ট্রীমে নেমে কম্পিট করতে যাচ্ছে না, সত্যিই দরকার আছে কি?
  • Bratin | ০৭ নভেম্বর ২০১১ ১৬:৫৪ | 122.248.183.1
  • /গিয়ে ( যা ছেলে পুলে সব!!)
  • kd | ০৭ নভেম্বর ২০১১ ১৬:৫৪ | 59.93.246.185
  • না মিন্দিদি, সম্পাদনা সমবেত প্রচেস্টা, যদিও পাইদিদি হয়তো এখন গুরুভার সামলাচ্ছে। আর ঈশান তো শুধু গরুর রচনা লেখে। প্রকাশক হ'লো সৈকত বন্দ্যোপাধ্যায়।
  • Bratin | ০৭ নভেম্বর ২০১১ ১৬:৫৪ | 122.248.183.1
  • আমি হলাম গে তাঁতী
  • maximin | ০৭ নভেম্বর ২০১১ ১৬:৫৩ | 59.93.194.14
  • লেখকরা সবসময়ে হাতের তাস ফেলে খেলেন না। দেবর্ষি দাশের তেল বিষয়ক লেখাটি ধরা যাক। অনুমানগুলি ভেরিফায়েবল নয়, ফলসিফায়েবল ও নয়। লেখাটির গুণ বা দোষ হল উত্তেজক লেখা।
  • sayan | ০৭ নভেম্বর ২০১১ ১৬:৫১ | 115.184.3.135
  • কাব্লিবুড়ো, ইন্দ্রাণীদি - পাইয়ের এফর্ট অনস্বীকার্য! সত্যিই আটচল্লিশ ঘন্টার ঘড়ি ওর। কিন্তু ফীডব্যাক সিস্টেম একটু রোবাস্ট চাই। ফেসবুক ঠিক আছে। কিন্তু মুশকিল, ওখান থেকে ঠিক নিরপেক্ষ ফীডব্যাক পাওয়া সম্ভব নয়। যেমন এখানে আমাদের কেউ ফীডব্যাক লিখলে সেটা ড্রিভন বলে মনে হয়। আমি ফীডব্যাক বলতে বোঝাতে চাইছি রেকর্ডেবল ডেটা, প্যারামিটার অনুযায়ী। জেনেরিক প্রশ্নোত্তর নয়।
  • maximin | ০৭ নভেম্বর ২০১১ ১৬:৪৯ | 59.93.194.14
  • বাংলা প্রবন্ধ বিষয়ে আমার মত কী, সেটা এখানেই বলতে পারি।
  • Netai | ০৭ নভেম্বর ২০১১ ১৬:৪৮ | 122.161.75.228
  • ব্রতীনদা চাষা কারে কও? সান্দাকে না নিজেকে?
  • sayan | ০৭ নভেম্বর ২০১১ ১৬:৪৮ | 115.184.3.135
  • সেদিনের ছেলেদেরই কাঁধের জোর বেশী। শরতের মত কাঁধে একশোর বাঁদর নিয়ে মাঠে নামে না।
  • Netai | ০৭ নভেম্বর ২০১১ ১৬:৪৭ | 122.161.75.228
  • অবশ্যই মিনিদি।
    গলা যেমতি কাটার জন্যে, পিঠও তেমতি চাপড়ানোর জন্যেই।
    ঃ))
  • maximin | ০৭ নভেম্বর ২০১১ ১৬:৪৬ | 59.93.194.14
  • ও আচ্ছা কাব্লি পাই তাহলে সম্পাদিকা নয়। ইশান?
  • Bratin | ০৭ নভেম্বর ২০১১ ১৬:৪৬ | 122.248.183.1
  • বিশু তো সেদিনের ছেলে!! আর কথায় বলে আশায় বাঁচে চাষা ঃ-))
  • titli | ০৭ নভেম্বর ২০১১ ১৬:৪৫ | 121.241.218.132
  • হ্যাঁ হ্যাঁ। বেশ মোলায়েম করেই কাটে।
  • maximin | ০৭ নভেম্বর ২০১১ ১৬:৪৫ | 59.93.194.14
  • নেতাই একটু নিজের পিঠ চাপড়াই?
  • sayan | ০৭ নভেম্বর ২০১১ ১৬:৪৪ | 115.184.3.135
  • ওদের পেসার আমাদের উইকেট নিল কারণ রবি রামপলের বল ভালোই রিভার্স করছিল। উপরন্তু আনইভন বাউন্স। স্পঞ্জি সারফেস। বল হাঁটুর অর্ধেক পর্যন্ত উঠছে। হাইলাইটস দেখো, বুঝবে।
    ২০০-২২৫! অলরেডি ১০০+ লীড। মানে আর ১১০ রানে ওদের বাকি ন'টা উইকেট! যদি তাই হয় তো বিশু ছেড়ে কথা বলবে না। ঃ-)
  • kd | ০৭ নভেম্বর ২০১১ ১৬:৪২ | 59.93.246.185
  • মিন্দিদি, আমি যতদূর জানি পাইদিদি গুরুর সম্পাদিকা নয়। গুরুর (ইগু, কাগু দু'টোই) সম্পাদনা একটি সমবেত প্রচেষ্টা। তবে পাইদিদির ঘড়ি দিনে বোধহয় আটচল্লিশ ঘন্টা দেয়, কেননা ও সারাদিনে যা কাজ করে, তা সাধারণ ঘড়ির সময়ে করা সম্ভব না। তাই গুরু প্রকাশনায় পাইএর এতো অবদান যে লোকে সচরাচর এই ভুল করেই থাকে।

    তোমার পোস্টটা যদি ঠিক বুঝে থাকি, তাহ'লে আমি ছোটাই যা বললো, তাই অনুরোধ করবো তোমায়। এখনকার লেখার ওপর তোমার মতামত দাও, গুরুর কোয়ালিটি আরও ভালো করতে হাত লাগাও। ভালো তো এমনি এমনি হয় না আর এখানে যারা লেখেন, তারা বোধহয় কেউই জাত লেখক/লেখিকা নয়, তোমার সমালোচনা তাদের কাজে লাগবে।

    ও হ্যাঁ, আমার এই লেখাতেই বুঝতে পারছো যে লেখা ব্যাপারটা আমার কম্মো নয়। তবুও এদের কী ধৃষ্টতা দেখো, আমার লেখাও এখানে কোথায় যেন দিয়েছে, এমনকি কেউ কেউ আবার 'বাহ বাহ'ও করেছে (মিথ্যে মিথ্যে জানি, তাও সত্যি বলতে কি, ভাল্লেগেছে)।
  • maximin | ০৭ নভেম্বর ২০১১ ১৬:৪২ | 59.93.194.14
  • প্রবন্ধ হিসেবে দাগিয়ে দেওয়ার প্রয়োজনীয়তা নেই কি? সায়নকে বললাম।
  • Netai | ০৭ নভেম্বর ২০১১ ১৬:৪২ | 122.161.75.228
  • গলা খুব মোলায়েম করে কাটলে তেমন লাগেও না।
  • i | ০৭ নভেম্বর ২০১১ ১৬:৪১ | 124.149.56.9
  • সায়ন, আমি যতদূর দেখি, পাই খুব চেষ্টা করে পাঠকের মতামত সংগ্রহের। প্রচন্ড চেষ্টা করে। ফেসবুকে দেখেছি।
    খুব দরকার একটা সামগ্রিক সমালোচনার। খুব দরকার। পিঠ চাপড়ানি ধরণের নয়। সত্যিকারের নিরপেক্ষ সমালোচনা। খুব দরকার।
  • Bratin | ০৭ নভেম্বর ২০১১ ১৬:৪০ | 122.248.183.1
  • আহা গলা তো কাটার জন্যে ঃ-))
  • Bratin | ০৭ নভেম্বর ২০১১ ১৬:৩৯ | 122.248.183.1
  • স্পিনার দিয়ে শুরু করছে। আমাদের সব উইকেট তো পেস বোলার ই নিল। ২০০-২২৫ দ্বিতীয় ইনিংসে তাড়া করতে পারবে? তাহলে চান্স আছে। এই স্পিন ওরা বেশীক্ষন খেলতে পারবে না।
  • sayan | ০৭ নভেম্বর ২০১১ ১৬:৩৭ | 115.184.3.135
  • বহুদিন আগে পাঠকের থেকে লেখা সম্পর্কিত ফীডব্যাক সংগ্রহের একখানি উদ্যোগের কথাচালাচালি শুরু হয়েছিল, সেখানি শীতঘুম গেছে তো গেছেই। পাই শুনছো?
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত