এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • pipi | ০৮ নভেম্বর ২০১১ ২১:৫৭ | 129.74.191.152
  • যাক গে, কাকু বলে দিয়েছে।

    মামী, এ বছরে ফলের শুরুতে আমার ফুলু হল। তাপ্পরে সেরে উঠে গিয়ে ফুলু শট নিলাম। সব্বাই বললে এ বছরের মত নিশ্চিন্তি, ফুলু, স্ট্রেপ কেউ নাকি এই ডবল ডোসের সামনে আর কথাটি কইতে পারবে না। মাস ঘুরল না ফের সদ্দি কাশিঃ-(
    যাক গে, আমি আপাতত কাশি ছেড়ে চললাম। সদ্দিও বলতে নেই ঐ মাঝেসাঝে যা একটু আবাজ দিচ্ছে। আর এ জন্য আমার এক বন্দুকের কুতুয়ার প্রতি ভীষণ ভীষণ কৃতজ্ঞ। মানে, সে দুম করে বেহায়ার মত আমার মুখ চেটে দেওয়াতে (এইটাতে আমার প্রবল, বিষম গা ঘিনঘিন কিন্তুক ব্যাটা তক্কে তক্কে থেকে কোত্থেকে এসে হামলে পড়ল!) আমিও রেগে তার নাকে একটা ভীমভবানী চুমু বসিয়ে দিলাম। তাপ্পর থেকে সদ্দি কাশি হাওয়া!!
    এখন কুতুয়াটার কি হল সেটা অবশ্য জানি না।
  • prateek | ০৮ নভেম্বর ২০১১ ২১:৫৫ | 122.179.84.14
  • ম,পিপি---http://ssrvm.org/
  • kiki | ০৮ নভেম্বর ২০১১ ২১:৫৫ | 59.93.197.8
  • কলকাতারটার নাম শ্রী শ্রী অ্যাকাডেমি। এটা আলিপুর মোরে। মানে যদি রাসবিহারী থেকে চেতলা হয়ে দুর্গাপুর ব্রীজের দিকে আসতে হয় তো চৌমাথাটায় । শ্রী শ্রী অ্যাকাডেমি , কলকাতা বলে কাকুকে জিগালে দেখিয়ে দেবে। এই স্কুলটা আগের বছর শুরু হয়েছে। এবারে ক্লাস সেভেন পর্যন্ত্য হয়েছে। কিন্তু ব্যবস্থা খুব ভালো। তবে এখনো অ্যাফিলিয়েশন হয় নি। অবিশ্যি বললো ওদের সারা ভারতে ১০২ টা স্কুল আছে।কাজেই চিন্তা না কত্তে।
  • m | ০৮ নভেম্বর ২০১১ ২১:৫৪ | 117.194.38.225
  • স্কুল টার নাম কি ? ও অপ্পন? দুখেবাবু?
  • pipi | ০৮ নভেম্বর ২০১১ ২১:৪৮ | 129.74.191.152
  • স্কুলটার নামটা একটু বলবেন?
  • prateek | ০৮ নভেম্বর ২০১১ ২১:৪২ | 122.179.84.14
  • মাইনে বছরে ৪৪,transportation সহ
  • prateek | ০৮ নভেম্বর ২০১১ ২১:৪১ | 122.179.84.14
  • কল্কাতার স্কুলটা কি আলিপুরে,কিকি?
  • dukhe | ০৮ নভেম্বর ২০১১ ২১:২৬ | 117.194.247.11
  • এই ইস্কুলটার জায়গায় আগে একটা বড়সড় পার্ক ছিল না ?
  • ppn | ০৮ নভেম্বর ২০১১ ২১:১৮ | 112.133.206.22
  • রবিশঙ্করের স্কুলের মাইনেও খুব রিজনেবল শুনেছি। যদিও আমাদের এদিকে নেই।
  • m | ০৮ নভেম্বর ২০১১ ২১:০৯ | 117.194.38.225
  • সেটা কোন স্কুল কিকি? কোলকাতার কোথায়?
  • kiki | ০৮ নভেম্বর ২০১১ ২০:৩৪ | 59.93.197.8
  • রবিশঙ্করের ইস্কুলে আমার পোলা এ বছরে ভত্তি হয়েছে,আর আমি হেপি।কোনো ফালতু চাপ নাই। টিচার রাও খুব বাচ্চা কাচ্চাদের আপন করে নেয়।( মানে এ পজ্জন্ত্য, নজর দিয়েন্না)পিছিয়ে পরা বাচ্চাদের ছুটিতে আলাদা ক্লাস দিয়ে মুল স্রোতে ফিরিয়ে আনে।হেলাফেলা করে না।
  • m | ০৮ নভেম্বর ২০১১ ২০:৩২ | 117.194.38.225
  • সাঁতার আর যোগ দুয়ের যোগফলে খুব কিছু হবে বলে মনে হয় নাঃ(@ কুমুদি
  • m | ০৮ নভেম্বর ২০১১ ২০:৩০ | 117.194.38.225
  • আমি গত একবছরে টিনটিনকে প্রত্যেক মাসে অসুস্থ হতে দেখছি। কোনো মাসে দুবার। মাসের অর্ধেক দিন ইনহেলার নিতে হয়।এছাড়া জ্বর ইত্যাদি লেগেই আছে। কোলকাতার আবহাওয়া এবং পরিবেশের সুফল ছেলে এভাবেও ভোগ করছে বলা যায়ঃ)
  • maximin | ০৮ নভেম্বর ২০১১ ১৯:৫৯ | 59.94.2.240
  • রাস্তার ভীড়ের মধ্যে হাঁটছি আর শুনছি মাইকে বাজছে যে ছিল আমার স্বপনচারিনী তারে বুঝিতে পারিনি। আর কী আবেগ দিয়েই না গাইছে। ইতনা ব্যক্তিগত কথাবার্তা হাটের মধ্যে বলছে। কোনও লজ্জা শরম নেই।
  • maximin | ০৮ নভেম্বর ২০১১ ১৯:৫৪ | 59.94.2.240
  • ভালৈ হত সেটা।
  • achintyarup | ০৮ নভেম্বর ২০১১ ১৯:৩৯ | 115.111.248.8
  • গোঁপ কামিয়ে ফেল্লে হয়ত দ্বিজেন্দ্রগীতি লিখতেন, বড়জোর অতুলপ্রসাদী
  • maximin | ০৮ নভেম্বর ২০১১ ১৯:৩৪ | 59.94.2.240
  • অচিন বলে গেছে গোঁপ না থাকলে তেনি রবীন্দ্রসঙ্গীত লিখতে পারত না। কবিতা বোধহয় লিখতে পারত। গোঁফ ওঠার আগেই শুরু করেছে না?
  • ppn | ০৮ নভেম্বর ২০১১ ১৯:৩৩ | 202.91.136.71
  • ধুর, এরা তো জন্ম থেকেই আন্ডার প্রিপেয়ার্ড উইকেটে খেলে বড় হয়।

    ফার্স্ট ইনিংসে বড়লোকের বাউন্ডুলে ছেলের মত লোকজনে আউট হয়েছিল। সেই মিসটেক আর হবে না।
  • maximin | ০৮ নভেম্বর ২০১১ ১৯:৩০ | 59.94.2.240
  • চমচম ফিনিশ। আরেকটা চাই।
  • nyara | ০৮ নভেম্বর ২০১১ ১৯:২৯ | 203.83.248.37
  • ওরে ফার্স্ট ইনিংসে ইন্ডিয়ার শেষ আটটা উইকেট ক' রানে গেছিল দেখ তো? আর এ আন্ডার প্রিপেয়ার্ড উইকেটে ফোর্থ ইনিংস খেলা। ইন্ডিয়ার খেলা তো কমদিন ফলো করছি না!
  • prateek | ০৮ নভেম্বর ২০১১ ১৯:২৫ | 122.179.84.14
  • অপ্পন,হায়েস।
    মিনিদি,এই নেন চমচম খান,হাওড়া উনিয়নের সাথে খেলাটা হক। গলদা চিংড়ী পাথামু নে।

    ন্যাড়াদা,India on course to victory ঃ)
  • maximin | ০৮ নভেম্বর ২০১১ ১৯:২৩ | 59.94.2.240
  • আচ্ছা একটা কোশ্নো -- আমরা কি রবিকে মূলত গানের লিরিসিস্ট হিসেবে দেখি?
  • nyara | ০৮ নভেম্বর ২০১১ ১৯:১৮ | 203.83.248.37
  • ল্যাখাপড়ায় সব ডডনং। মহাকবির বাণী শোনেননি?

    মনে বুরুৎ, তনে বুরুৎ
    বুরুৎ সনাক্তদার।

    পরিভাষায় যাকে বলে

    গোঁফের আমি, গোঁফের তুমি
    গোঁফ দিয়ে যায় চেনা।
  • achintyarup | ০৮ নভেম্বর ২০১১ ১৯:১৫ | 115.111.248.8
  • মোট্টেও না। গুরুদেব যদি গোঁপ কাটতেন তাহলে কি আর রবীন্দ্রসঙ্গীত লিখতে পার্ত্তেন?
  • kumu | ০৮ নভেম্বর ২০১১ ১৮:৫৯ | 122.160.159.184
  • মহাকবি যতই কাটুন গোঁপ,
    পোতিভা তাঁর হইবে না গো লোপ।
  • ppn | ০৮ নভেম্বর ২০১১ ১৮:৪৭ | 204.138.240.254
  • প্রতীক কি রবিশংকরের স্কুলে দিলা পোলারে?
  • Du | ০৮ নভেম্বর ২০১১ ১৮:৪৫ | 117.194.201.142
  • একতলায় অ্যালার্জিটাও একটু বেশি হয়।
  • kumu | ০৮ নভেম্বর ২০১১ ১৮:৪২ | 122.160.159.184
  • আকা ও রিমি,
    এইটুকু বাচ্চার নেবুলাইজার নেয়াটা ভালো লাগল না।সেরে উঠলেই অভিজ্ঞ পরামর্শ নিয়ে নিয়মিত যোগব্যায়াম/অন্য কোন উপায়ে এই সমস্যটা সারানোর চেষ্টা করো।

    asthama র সমস্যায় সারাজীবন ভুগেছি,তাই বললাম।
  • aka | ০৮ নভেম্বর ২০১১ ১৮:২৮ | 168.26.215.13
  • ম, সাম্পান গত দুই বছরে একবারও সেরকম অসুস্থ হয় নি। এবারে স্কুল আর বাড়ি পাল্টানোর পর থেকে প্রায় প্রতি অল্টারনেট শুক্কুরবারে অসুস্থ হচ্ছে। ডাক্তার বলল নতুন পরিবেশ, নতুন ভাইরাস, নতুন ব্যাকটেরিয়া।
  • Bratin | ০৮ নভেম্বর ২০১১ ১৮:২৩ | 122.248.183.11
  • কাটলুম!!
  • maximin | ০৮ নভেম্বর ২০১১ ১৮:১৮ | 59.94.2.240
  • ty bratin.
  • Bratin | ০৮ নভেম্বর ২০১১ ১৮:১১ | 122.248.183.11
  • Lower Kg । স্কুল নয়
  • maximin | ০৮ নভেম্বর ২০১১ ১৮:০৯ | 59.94.2.240
  • Lkg কোন স্কুল?
  • maximin | ০৮ নভেম্বর ২০১১ ১৮:০৭ | 59.94.2.240
  • কী মজা প্রতী মিষ্টি খাওয়াচ্চে।
  • prateek | ০৮ নভেম্বর ২০১১ ১৮:০৬ | 122.179.63.230
  • typo correction আর করতে পারলামনা। বাংলা আসছেনা
  • maximin | ০৮ নভেম্বর ২০১১ ১৮:০৪ | 59.94.2.240
  • ফরিদা থাকতে আমি ক্যান এই নিয়া টইতে কইতে যাই?
  • prateek | ০৮ নভেম্বর ২০১১ ১৮:০৩ | 122.178.223.237
  • ইভেন্‌ট্‌ফুল ডে,LKG তে ভর্তি হবে পোলা। সব স্কুল বলছে সিট নাই,নিজের carelessness এ নিজের ওপর বিরক্তি হচ্ছে তখন উধার করলে শ্রীশ্রী--১০৮ শ্রী র স্কুল।।

    পোলা ভর্তি হল। বল্লম ভিষন জেদি-- বল্ল আমরা বুঝে নেব। লিখতে পারেনা--হয়ে যাবে।

    ভলো লাগল দিনের সেষে। কে সি দাস থেকে গুচিয়ে মিষি্‌ত কিনে ফির্লাম।

    জয় বাবা ১০৮ শ্রী!
  • kc | ০৮ নভেম্বর ২০১১ ১৭:৫৭ | 178.61.96.29
  • তা হ্যাঁ ভাই ফরিদা, তোমরা অয়েল অ্যান্ড গ্যাসের বাইরেও কাজ করছ? কবে থেকে?
  • Bratin | ০৮ নভেম্বর ২০১১ ১৭:৫৩ | 122.248.183.11
  • রতনে রতন চেনে
    ফরি দা কে কেসি
    এই রকম হয়ে ই থাকে
    কথা কী আর বেশী!!
  • aka | ০৮ নভেম্বর ২০১১ ১৭:৫২ | 168.26.215.13
  • ফরিদা তা সে যতই ওড়াক মোচ
    দেখেচি তার ছান্দসিক কি বোর্ড

    (অমিত্রাক্ষর)
  • pharida | ০৮ নভেম্বর ২০১১ ১৭:৪৭ | 218.248.11.179
  • আঙ্গুল এসেছি, সাইটে। কাজ করি করি করেও করা হল না।

    তাই এর্কী মারছিলাম -

    চিনে ফেল্লো। আর অচেনা সলমান বাট সুযোগ বুঝে ধাঁ।
  • Bratin | ০৮ নভেম্বর ২০১১ ১৭:৪৭ | 122.248.183.11
  • আহা আহা!!
  • maximin | ০৮ নভেম্বর ২০১১ ১৭:৪৬ | 59.94.2.240
  • :)
  • aka | ০৮ নভেম্বর ২০১১ ১৭:৪৪ | 168.26.215.13
  • ম্যাক্সি গেছে শ্বশুরবাড়ি
    সঙ্গে আছে কে?
    বাক্সে আছে মিনি মিডি
    ব্যাকাপ রেখেছে
  • aka | ০৮ নভেম্বর ২০১১ ১৭:৪২ | 168.26.215.13
  • ভাটপাতা ভর্তি ফেক ফরিদা
    ভাটিয়ালি গাইবে আসল দেরিদা
  • maximin | ০৮ নভেম্বর ২০১১ ১৭:৪২ | 59.94.2.240
  • ম্যাক্সি যাবে শ্বশুরবাড়ি
    সঙ্গে যাবে কে?
    ঘরে আছে মিনিবেড়াল
    কোমর বেঁধেছে
  • Netai | ০৮ নভেম্বর ২০১১ ১৭:৪১ | 121.241.98.225
  • দেকেচি তার গোঁফওলা কালো হরিণ চোখ?????????
  • Bratin | ০৮ নভেম্বর ২০১১ ১৭:৩৩ | 122.248.183.11
  • যদুপুরের ফরিদা কে আমরা চিনি তো। 'সে যত ই কাটুক গোঁফ, দেখেচি তার গোঁফ ওলা ...... ' ( মিলছে না । হেল্প প্লিজ)
  • Netai | ০৮ নভেম্বর ২০১১ ১৭:৩৩ | 121.241.98.225
  • ফরিদাদা বলে আমি আগেই টের পেয়েছিলাম।
    খেলা ভন্ডুল হয়ে যাবে ভেবে বলিনি।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত