হ্যাঁ। সায়নের পাঠানো আদমচরিত পড়লাম। এর লেখকটি কে? তিনি তো মহারসিক দেখি। হুল্লাট মজার লেখা।
তবে পাঞ্চ লাইনটা তেমন শক্তিশালী নয়। আমি ভাবছিলাম দেবদুত নিয়ে কোনো মষ্করা করবে বোধয়।
Du | ১১ নভেম্বর ২০১১ ১০:০৩ | 117.194.193.85
শিখলেই না - শুনলেই হবে
Du | ১১ নভেম্বর ২০১১ ১০:০২ | 117.194.193.85
এই কথাগুলো শিখলেই আমার ছোটমামার কথা মনে পড়ে। যদি আকাশে খুব সুন্দর রং হত সূর্যাস্তের আর বলতাম - দেখো কি সুন্দর, গম্ভীরভাবে বলবে - 'ভালোই শিখেছিল ছেলেটা। মাত্র কদিন আমার কাছে আঁকা শিখেছিল - কিন্তু ভালো তুলে নিয়েছে ' ঃ))
pharida | ১১ নভেম্বর ২০১১ ১০:০১ | 61.16.232.26
এগারো এগারো এগারো
(মানে, আরো ডিম আরো ডিম আরো ডিম)
siki | ১১ নভেম্বর ২০১১ ১০:০০ | 123.242.248.130
আমি যা বুঝলাম, বাংলাতে প্রায় কিছুই পড়ি নি। উরেবাবা।
এদিকে নীনাদির লাগাতার m&m দেখে দেখে আমার পাড়ার দোকানটা মনে পড়ে যাচ্ছে। Mom & Me, মা এবং ছানাদের বহুমূল্য কাপড়জামার দোকান। দোকানের মালিকও m&m, মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা। ঃ)
ppn | ১১ নভেম্বর ২০১১ ০৯:২৮ | 112.133.206.22
আমার ক্লাসমেট।
Abhyu | ১১ নভেম্বর ২০১১ ০৯:০৩ | 97.81.74.73
ইয়েস। ৯২ মা।
pi | ১১ নভেম্বর ২০১১ ০৮:১১ | 128.231.22.133
টই আপডেট হচ্ছে না। রিস্টার্ট মাডি !
ppm | ১১ নভেম্বর ২০১১ ০৭:২০ | 112.133.206.22
রণজয় মিত্র? আইএসাই? ৯৪ উমা কি?
nk | ১১ নভেম্বর ২০১১ ০৬:৫২ | 151.141.84.194
সুমনের বিনয় দেখতে পাই না, কোথায় পাওয়া যাবে? আর বটগাছ? সে বিনয়ী বটে, কিন্তু এট্টু মোটা! ঃ-)
Tim | ১১ নভেম্বর ২০১১ ০৬:৩৭ | 173.163.204.9
ফিরে এলুম। নিশি, সুমন বড়ো বিনয়ী হয়েছেন।
nk | ১১ নভেম্বর ২০১১ ০৫:৫২ | 151.141.84.194
টিম, কবীর সুমন আবার কী করলো নতুন করে???
nk | ১১ নভেম্বর ২০১১ ০৫:৪৬ | 151.141.84.194
তবে নাম না জানলেও অসুবিধা নেই, ঐ টই একখানি হাসন্তী টই। খনি। ওটা আমি প্রিন্টাউট নিয়ে রেখে দেবো, বিশেষ করে তিনদিনের বাসি দই ফেরৎ নিয়ে গিয়ে লোক ডেকে "আমরা আইএসাই এর স্টুডেন্ট, দেখুন আমাদের কেমন দই দিয়েছে!" ঃ-)
Abhyu | ১১ নভেম্বর ২০১১ ০৫:৩৯ | 97.81.74.73
নাঃ ওকে তুমি তাহলে বিশেষ চেনো না। তাহলে ডাকনাম জানার দরকার পড়তো না - এমনি গল্প শুনেই বুঝতে পারতে!
nk | ১১ নভেম্বর ২০১১ ০৫:৩৪ | 151.141.84.194
আরে অভ্যু, আমি ডাকনামগুলো জানিনা তো! ঐ টই পড়ছি না মানে? খুবই পড়ছি। ঃ-) হাসির রিস্ক নেওয়ার মতন অবস্থা হলেই পড়ছি। ঃ-)))) সঞ্জয়কে আসলে হেইচ এসের পরে একটা প্রোগ্রামে দেখলাম, সে এক পাগলা! তো তাকে নিয়ে তো অনেক ইয়ে করলো শহুরে পোলাপানেরা। পরে কৃশাণুদারা কইলো ওকে নাকি চেনে আটকিয়ে ছাগলদাড়ি কামিয়ে দিয়েছিলো র্যাগিং এর সময়। তবে এসবই হীয়ার সে। ঃ-)
Tim | ১১ নভেম্বর ২০১১ ০৫:৩২ | 198.82.29.117
নিশি দিন দিন বিনয়ের বটবৃক্ষ হচ্চে। এরপর একদিন কবীর সুমনের মত হয়ে যাবে। বাড়ি যাই, একটা ছোট করে ব্রেক নিতে হবে। ঃ-)
Tim | ১১ নভেম্বর ২০১১ ০৫:৩১ | 198.82.29.117
আইএসাইয়ের টই ব্যাপক হচ্ছে।
nk | ১১ নভেম্বর ২০১১ ০৫:৩০ | 151.141.84.194
আহা টিম, দুই লাইনেই কবিতার ছন্দ! আরে আমার মতন অভাজন ভক্তগণের জন্য চাট্টি কবিতা টবিতা লিখলেও তো পারো টইতে! নকুলদানার মতন কপালে ঠেকিয়ে খাই!
Abhyu | ১১ নভেম্বর ২০১১ ০৫:২৯ | 97.81.74.73
কৃশানুদা পড়ান। রণজয়দা সিটিব্যাঙ্কে চাকরি করেন। আর ঐ দাড়িওলা ছেলেটি সিয়াটেল থেকে পি হেইচ ডি করে এখন সিঙ্গাপুরে পড়ান। আই এস আইয়ের টইটা আবার পড়তে আজ্ঞা হোক ঃ)
Tim | ১১ নভেম্বর ২০১১ ০৫:২৭ | 198.82.29.117
অভ্যু যখন এসেই গেছে, এট্টু গানটান হোক। এই সোসন সাগরতীরে প্রাণটা জুরোক।
nk | ১১ নভেম্বর ২০১১ ০৫:২৭ | 151.141.84.194
ওনাদের আমি এককালে একটু চিনতাম। আয়েসাই এর সঙ্গে আমার কেবল এইটুকুই লিংক। ঃ-) আর ছিলো সঞ্জয়, তার নাকি ছিলো সামান্য দাড়ি। তাকেও চিন্তাম খুব সামান্য।ঃ-) কৃশাণুদা আর রণজয়দা কি এখন পড়ান?
Abhyu | ১১ নভেম্বর ২০১১ ০৫:২৩ | 97.81.74.73
ছিল বৈ কি। কৃশাণুদা এখনো আই এস আইতে। রণজয়দা দিল্লীতে চাকরি করে। আমার সাথে মাঝে মাঝে কথা হয়।
nk | ১১ নভেম্বর ২০১১ ০৫:২১ | 151.141.84.194
রোজ ভাবি অভ্যু এলেই জিগ্গেস করবো, রোজ ভুলে যাই। আয়েসাই এ তোমাদের আগেপিছের ইয়ারে কৃশাণু মৌলিক আর রণজয় (মিত্র? ) বলে কেউ ছিলো কি?
তার আগে আজ্জোদাই অভ্যুকে গদাপেটা করে ছাতু করে দেবে। হুঁ হুঁ বাওয়া, সত্যযুগের সাথে পাঙ্গা নিওনা।
Abhyu | ১১ নভেম্বর ২০১১ ০৫:১২ | 97.81.74.73
না ওটা হচ্চে তোকে গদাপেটা করার শব্দ !
Tim | ১১ নভেম্বর ২০১১ ০৫:১১ | 198.82.29.117
যাহ্ , পোষাকের ভার বইতে পারলো না? হাল্কা দেখে ড্রেস নিতে হতো...
pipi | ১১ নভেম্বর ২০১১ ০৫:১১ | 173.161.6.201
আ মোলো যা, আজ্জোদার সাথে তো প্র্যাকটিশ ম্যাচ, ওতে আমি নাই। অভ্যু যখন ঢাঁইঢাঁই করে তোকে পিটবে, সেই ম্যাচে আমি চিয়ারলিডিং করব। হ্যাঁ মিতাদি নেচেকুঁদে খিদে পাবে তো খুব, খাওয়াবে না কিছু?
Abhyu | ১১ নভেম্বর ২০১১ ০৫:০৯ | 97.81.74.73
গদাম্ ঢাঁই ঢ্যাস
Tim | ১১ নভেম্বর ২০১১ ০৫:০৮ | 198.82.29.117
হ্যাঁ ব্যাপ্পক আইডিয়া। তুই ভেঁপু নিয়ে চিয়ার্লিডার হবি, অভ্যু অ্যাস্ট্রোনটের মত সেজে মাঠে আজ্জোদার সাথে গুঁতোগুঁতি করবে, আমি গ্যালারি থেকে ভিডিও তুলে রাখবো। ডিল। ঃ-)
pipi | ১১ নভেম্বর ২০১১ ০৫:০৫ | 173.161.6.201
মিতাদির 4.12 র পোস্তো সুপাল্লাইক। টিমের উপর ফাইনাল হোকঃ-) আমি ভেঁপু নিয়ে যাব :P
nk | ১১ নভেম্বর ২০১১ ০৪:৩৬ | 151.141.84.194
পিছিয়ে পড়ে টড়ে দেখলাম আমার একটা নেওতো পাওনা হয়েছে! কেকের কাছে। এই ভরা ধন্যবাদের মরশুমে। ঃ-) লৌকিকতার ব্যাপার, কী সঙ্গে নিয়ে রওনা হই কও তো আপনারা! ঃ-)
nk | ১১ নভেম্বর ২০১১ ০৪:২৮ | 151.141.84.194
সেকালে হনু হিন্দি জানতো? ???? ঃ-)
Tim | ১১ নভেম্বর ২০১১ ০৪:২৮ | 198.82.29.117
সেতো মাংসও রাখে। তবে গেঁথে রাখতে হয়। কাবাবের মত।
nk | ১১ নভেম্বর ২০১১ ০৪:২৭ | 151.141.84.194
শিকে? হ্যাঁ হ্যাঁ, শিকে নিয়েই দৌড় দিতে হয়। ওতে মাছভাজা সরভাজা এসব তুলে রাখে কিনা! ঃ-)
Tim | ১১ নভেম্বর ২০১১ ০৪:২৪ | 198.82.29.117
দ ছিলো? আমি ভাবতাম ভ। ঐ ভগমানের লাইনটায়। এইজন্য বলে বড়োদের থেকে শিকে নিতে হয়। স্যার আরেট্টু বলুন।
mita | ১১ নভেম্বর ২০১১ ০৪:১৮ | 64.191.211.55
আকা!!! ঃ)))
aka | ১১ নভেম্বর ২০১১ ০৪:১৪ | 75.76.118.96
এটা আরও কিছুকাল আগের কথা, তখন আমি সেইবারে কিছুটা বৃদ্ধ হয়েছি। সারা জীবনের লাফা ঝাঁপাতে ক্লান্ত গাঁটগুলো একটু সইয়ে নিতে শুয়ে ছিলাম হিমালয়ে কুবেরের বাগানের একটু আগে। হঠাৎ বলা নেই কওয়া নেই এক চ্যাংড়া এসে বলে 'আব্বে রাস্তা ছাড়'। আমি মনে মনে খানিক হেসে বললাম ন্যাজ খান তুলে চলে যাওনা কেনো বাপু। তো বালক ন্যাজ সরাতে গিয়ে ঘেমে নেয়ে একসা। তাকে তোমরা ভীমসেন বলো। কথাবার্তা শুনে মনে হচ্ছে আমাদের অভ্যুই বোধহয় সেকালে ভীমসেন ছিল। তো অভ্যু আমার একটি কেশাগ্র বাঁকা করে দেখাক। হিন্দি করে বলতে পারব না আমার রুচিতে বাঁধে। আমি তো আর আজকালকার বালিকাদের মতন নই (IP Address : 64.191.211.55 Date :11 Nov 2011 -- 03:32 AM , বড়দের সম্মান করি, ভাষায় সংযম রাখি। আমাকে দেখেই তোমাদের দাদু কবিতা লিখেছিলেন - ভগমান তুমি যুগে যুগে দূত ... ইত্যাদি। ঠাকুর বলেছেন - ওরে পোদো লোক চেন, ইতিহাস থেকে তো দেখি কেউই কিছু শেখে না। নাঃ, এই দূতগিরি ছেড়ে রিটায়ার করতে হবে।
mita | ১১ নভেম্বর ২০১১ ০৪:১২ | 64.191.211.55
ঠিক। আর সাথে নাটকের গদাখান যদি থাকে, তাইলে কোনৈ চিন্তা নেই।
আর টিম, দুরে বলে ভেবোনা তুমি বেঁচে গেলে! আকার ওপোর প্রাক্টিস, তোর ওপোর ফাইনাল।
Tim | ১১ নভেম্বর ২০১১ ০৪:০৮ | 198.82.29.117
না না তাতে কি.. ইউনির স্টোর বা জিম থেকে এদেশীয় ফুটবলের একটা পোষাক কিনে পরে গেলেই হবে।
mita | ১১ নভেম্বর ২০১১ ০৪:০২ | 64.191.211.55
ইয়ে মানে অভ্যু...
Tim | ১১ নভেম্বর ২০১১ ০৩:৫৪ | 198.82.29.117
হ্যাঁ সেটাই ভালো হবে। আজ্জোদাকে দিয়েই শুরু হোক। কাছাকাছি হবে।
pipi | ১১ নভেম্বর ২০১১ ০৩:৫১ | 129.74.191.152
হ্যাঁ হ্যাঁ আমাদের ভীমসেন অভ্যু কত ভাল ঠ্যাঙ্গাড়ে তার পরীক্ষা হয়ে যাকঃ-)
Abhyu | ১১ নভেম্বর ২০১১ ০৩:৪৭ | 128.192.7.51
আমি ঠ্যাঙাবো, মিতাদি?
mita | ১১ নভেম্বর ২০১১ ০৩:৩২ | 64.191.211.55
পিপি, পাইএর মোটা হওয়ার গুজবে কান দিবেন্না ঃ)
আর আকা আর টিম কে ঠ্যাঙ্গানোর লোক খুঁজচ্ছি।
pipi | ১১ নভেম্বর ২০১১ ০৩:০৮ | 129.74.191.152
ইজিপিজি। বিবেককে একখানা হল্লুমান টাইপের থাপ্পড় কষালেই আর সে দংশাবে নাঃ-)
maximin | ১১ নভেম্বর ২০১১ ০৩:০১ | 59.93.245.219
আমিও টা টা। বীন আ লং ডে।
nk | ১১ নভেম্বর ২০১১ ০৩:০০ | 151.141.84.194
ছি ছি, এ কী! হনুমান কখনো কাউকে কামড়ায় না। থাপ্পড় দিতে পারে। ঃ-)
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন