এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • aka | ১১ নভেম্বর ২০১১ ১৮:৫৯ | 168.26.215.13
  • @siki - IP Address : 123.242.248.130 Date :11 Nov 2011 -- 04:44 PM

    এখানে আমরাটা কে? (নির্দোষ প্রশ্ন)
  • pi | ১১ নভেম্বর ২০১১ ১৮:৫৭ | 72.83.90.203
  • নেত্য, তোর প্রতি আমার পরের পোস্টটা কী হবে আশা করি বুঝতেই পারছিস ঃ)
    এবং তোর জন্য ব্লাফের কোন ট্রিকের প্রয়োজনই নেই ঃ)
  • pi | ১১ নভেম্বর ২০১১ ১৮:৫৬ | 72.83.90.203
  • আম হলুম এখানে বিভিন্ন দাদাদের ( যথা ডিডিদা,কাব্লিদা, দুখেদা, কেলোদা,পিনাকীদা ইত্যাদি ইত্যাদি) দিদি। ঃ)
  • Netai | ১১ নভেম্বর ২০১১ ১৮:৫২ | 121.241.98.225
  • ব্লাফমাস্টার????
    হেবি লেগেছিল সিনেমাটা।
  • pi | ১১ নভেম্বর ২০১১ ১৮:৫২ | 72.83.90.203
  • তাই সই ঃ)
  • titli | ১১ নভেম্বর ২০১১ ১৮:৫০ | 121.241.218.132
  • নাহ। দি না । তিতলি । কিন্তু আমি পাইদি বলবো না। পাই ইজ শ্রুতিমধুর।
  • maximin | ১১ নভেম্বর ২০১১ ১৮:৫০ | 59.93.254.151
  • আসল দানটা কোনটা দুখে? সেটাই হয়তো আসল ব্লাফ।
  • maximin | ১১ নভেম্বর ২০১১ ১৮:৪৮ | 59.93.254.151
  • তবে আমি ব্রিজও পারি। অত্যন্ত বাজে খেলি।
  • pi | ১১ নভেম্বর ২০১১ ১৮:৪৮ | 72.83.90.203
  • তিতলি (দি? ), ঃ)

    তবে থ্যাংকু গুলো সত্যি দেওয়া উচিত। কোন টইতে লিখবো ঠিক করতে পারলেই লিস্টিটা নামিয়ে দেবো ঃ)
  • maximin | ১১ নভেম্বর ২০১১ ১৮:৪৮ | 59.93.254.151
  • কোনও ট্রিক দিয়েই কিছু হয়না। আমাদের বাড়িতে সর্বদাই আমার মেয়ে জেতে।
  • pi | ১১ নভেম্বর ২০১১ ১৮:৪৭ | 72.83.90.203
  • হ্যাঁ, আমি ব্লাফমাস্টার কিন্তু ঃ)
    বল্লে হবে? সেদিনও জিতলুম। মশামেসো ক্লোজ সেকেণ্ড ;-)
  • maximin | ১১ নভেম্বর ২০১১ ১৮:৪৬ | 59.93.254.151
  • পাই হ্যাঁ সেটাই তো। কিছু ওভারল্যাপ থাকার কথা ছিল। তা হয়নি। প্যারালাল চিন্তাধারা। অ্যানালিটিকাল টুলগুলৈ আলাদা।
  • titli | ১১ নভেম্বর ২০১১ ১৮:৪৪ | 121.241.218.132
  • এটা তো থ্যাংকলেস জব। না ? ঃ-)
  • q | ১১ নভেম্বর ২০১১ ১৮:৪৩ | 121.241.218.132
  • দুটো তাসের প্যাকেট মিশিয়ে নিলে আরো জমে। বাচ্চাবয়সের খেলা যদিও।
  • dukhe | ১১ নভেম্বর ২০১১ ১৮:৪২ | 122.160.114.85
  • ইয়েস । ব্লাফের চালু ট্রিক হচ্ছে প্রথমবার ঢপ দিয়ে পরেরবার ঠিকটা বলা । যেমন আপনি প্রথমে দুটো গোলাম বললেন । অন্যজন হাতে একটা গোলাম নিয়ে বসে আছে । ভরসা করে চ্যালেঞ্জ করল না । পরের দানে আপনি সত্যি দুটো গোলাম ফেলে আবার বললেন দুটো গোলাম । প্রতিপক্ষ বুঝল আগের দানটা বেমালুম ঢপ ।
    এও তাই । পাইয়ের প্রথম দানটা ঐরকমই । মিছিমিছি । এইবার আসল দানটা ফেলেছে । চ্যালেঞ্জ না করে মেনে নিন ।
  • maximin | ১১ নভেম্বর ২০১১ ১৮:৪২ | 59.93.254.151
  • আরে পাই আমি লুরু যাচ্ছি। এখন না পরে লিখব।
  • pi | ১১ নভেম্বর ২০১১ ১৮:৪২ | 72.83.90.203
  • আরে আরে তিতলিদিদি, থ্যাংকু থ্যাংকু !

    guruchandali অ্যাট জিমেইল ঃ)
  • maximin | ১১ নভেম্বর ২০১১ ১৮:৪১ | 59.93.254.151
  • পরের জন আরও দুটো তাস ফেলে বলল আরও দুটো গোলাম। যদি আমি বলি ব্লাফ আর যদি দেখা যায় সে গোলাম ই ফেলেছিল তাহলে চারটে তাসই আমার হাতে চলে এল।
  • pi | ১১ নভেম্বর ২০১১ ১৮:৪১ | 72.83.90.203
  • ব্লাফ ছিল আমাদের ভাইফোঁটার দুপুরের খেলা। সব মামাতো পিসতুতো মাসতুতো ভাই বোনের নরক গুলজারের শ্রেষ্ট আকর্ষণ।

    এখন এখানে একটা ঠেকে আবার চালু হয়েছে। কদ্দিন বাদে খেল্লুম ঃ)
  • titli | ১১ নভেম্বর ২০১১ ১৮:৩৮ | 121.241.218.132
  • পাই, মেল আইডি দাও। বাড়ি ফিরে মেলাবো। আগুয়ান হলাম ঃ-)
  • maximin | ১১ নভেম্বর ২০১১ ১৮:৩৮ | 59.93.254.151
  • ব্লাফ বলে একটা মিষ্টি খেলা আছে। সবাইকে তাস দেওয়া হল। যার হাতের তাস আগে শেষ হবে সে জিতবে। আমি দুটো তাস রেখে বললাম দুটো গোলাম দিলাম। তাস কিন্তু উল্টো করে পেতেছি। ইউ মে কল মাই ব্লাফ অর ইউ মে লেট ইট গো।
  • pi | ১১ নভেম্বর ২০১১ ১৮:৩৭ | 72.83.90.203
  • দুখেদা, ঃ)))

    ম্যাক্সিদি, এটা কিন্তু এক্কেরে ঠিক। নাও, এবার তো গান নিয়ে লিখে ফ্যালো ! বড় লেখা সময় নিয়ে আস্তে ধীরে লেখো। কিন্তু ছোটো ছোটো করে কিছু লেখো না। দাঁড়াও, তোমার জন্য টই তুলে দিচ্ছি।

    গানের বৈঠকী গপ্পো নিয়ে লেখার জন্য কতজনকে কদ্দিন ধরে বলি। নাঃ, এইজন্যই রেওয়াজ করা দরকার। 'দাপট' টা নেই বলে ক্ষেউ শোনে না ঃ(((
  • sayan | ১১ নভেম্বর ২০১১ ১৮:৩৭ | 160.83.96.84
  • চরম উস্কানি। নাহ্‌, বাড়ি যাই।
  • pi | ১১ নভেম্বর ২০১১ ১৮:৩৫ | 72.83.90.203
  • হ্যাঁ, ওগুলো পড়েছি তো। এবার এই লেখাটা আগে পড়েছিলাম। তাতে এ ব্যাপারটা নিয়ে কিছু ধারণা তৈরি হয়েছিল। তোমার তোলা পয়েন্ট ঐ লেখাতে দেখিনি। ঐ লেখায় তোলা পয়েন্ট তোমার পোস্টে দেখিনি। সেই জন্যই তো আলোচনা করতে চেয়েছিলাম, ঐ পয়েন্টগুলো নিয়ে।

    যাগ্গে কাটাও।
    আমিও কাটবো।

    ফে বু তে কত্ত লেখা নোট করা বাকি। সেদিন জিগালাম, কোন জোয়ান(/নী) আগুয়ান হইলো না ঃ((

    মোবাইল থেকে প্রচুর লোকে গুরু পড়তে পারেন না। ওখানে নোট করলে পড়তে পারেন। এর কী উপায় ?
  • dukhe | ১১ নভেম্বর ২০১১ ১৮:৩৫ | 122.160.114.85
  • নেতাই, এ প্রশ্ন আমাকে কোরো না । ম্যাক্সিমিনরে জিগাও । আমি তো ওনার থেকেই টুকলাম । না বুঝে ।
  • maximin | ১১ নভেম্বর ২০১১ ১৮:৩৩ | 59.93.254.151
  • দ্রি আর আমি দুজন দুরকম প্রেমিস নিয়ে শুরু করেছিলাম। তা সত্বেও আলোচনা বেশ কিছুদূর এগিয়েছিল। কারণ দুজনেই প্রথম প্রিনসিপল থেকে কথা বলেছি।
  • dukhe | ১১ নভেম্বর ২০১১ ১৮:৩৩ | 122.160.114.85
  • হাঃ । এ অতি প্রাচীন সম্পাদকীয় কৌশল । ম্যাক্সিমিন, পাইয়ের আদত উদ্দেশ্য এটাই । প্রথমে এমন একটা প্রস্তাব দিল যেটাতে আপনি রাজি হবেন না । তারপর "তাহলে নাহয়" বলে আসল কথায় চলে এল ।
    তাস খেলেন ? ব্লাফ ? তাহলে এটা সহজেই ধরতে পারবেন ।
  • Netai | ১১ নভেম্বর ২০১১ ১৮:৩২ | 121.241.98.225
  • ওক্কে দুখেদা।
    নাইদার ই লিখতে পারি বুঝলাম। কিন্তু কেন?
    যেতে পারি কিন্তু যাব কেন?
  • maximin | ১১ নভেম্বর ২০১১ ১৮:৩০ | 59.93.254.151
  • পাই ঐ টই তে আমিও কিছু পোস্ট করেছি। সেগুলো নিয়ে কিচ্ছু না বলে আমাকে তুমি অন্য লেখা ধরালে।
  • titli | ১১ নভেম্বর ২০১১ ১৮:২৯ | 121.241.218.132
  • আমিও আট বুঝিনি। জানতে চাই।
  • pi | ১১ নভেম্বর ২০১১ ১৮:২৮ | 72.83.90.203
  • আরে ঠিক আছে রে বাবা। বুঝতে পেরেছি। ও নিয়ে কিছু লিখতে হবেনা।

    তুমি তোমার গানের গপ্পো গুলোই টুকটুক করে লিখে ফ্যালো দিকিনি ঃ)
  • dukhe | ১১ নভেম্বর ২০১১ ১৮:২৭ | 122.160.114.85
  • নেতাই, আটের উত্তর পেয়ে গেছ ? নাইদার অফ দ্য টু । এন এ লিখে এসো না আবার ।
  • maximin | ১১ নভেম্বর ২০১১ ১৮:২৬ | 59.93.254.151
  • অপাঠ্য হলে পড়া যায় না।
  • Netai | ১১ নভেম্বর ২০১১ ১৮:২৫ | 121.241.98.225
  • হাটেই লেখ, ভাটেই লেখ, মাথায় রাখলে, বুকেই থাকবে।
  • maximin | ১১ নভেম্বর ২০১১ ১৮:২৫ | 59.93.254.151
  • ব্রেক চলাকালীন আমি কেসির প্রশ্নগুলোর উত্তর দিই।

    ১) ঘটি না বাঙাল? বাঙাল।
    ২) মোহনবাগান না ইস্টব্যাঙ্‌ল? ইস্ট (দ্বিধার ইমো)
    ৩) কলকাত্তাইয়া না মফস্বলি? দুটৈ
    ৪) অর্ডিনারি ন পিএইচডি? পি এইচ ডি (ডাস ইট ম্যাটার?)
    ৫) সিপিএম না তিণোমুল? নাইদার অফ দি টু
    ৬) হিন্দুস্থানি না ওয়েস্টার্ন রক? হিন্দুস্থানি।
    ৭) শৈলজাবাবু না শান্তিদেব? সুবিনয়।
    ৮) জেবি না পিডিজি? নাইদার অফ দি টু।
    ৯) আইএসাই নাকি অন্য কিছু? অন্য কিছু।
    ১০) বাংলা না ইংলিশ মিডিয়াম? বাংলা।
  • pi | ১১ নভেম্বর ২০১১ ১৮:২৪ | 72.83.90.203
  • সময় পেলে গুরুর কাজকম্মের লোকেদের লিস্টিটা দেব। সেটা কদ্দি ধরে দেওয়া হচ্ছে না। টিম, ভাটে লিখলে হার‌্যে যাবে ঠিকই। ওদিকে কোন টইতে লিখি বুইতে নারি।
  • Netai | ১১ নভেম্বর ২০১১ ১৮:২৩ | 121.241.98.225
  • দুখেদা আগুন মে বাতাস দে রাহা হ্যায়। হাম প্রতিবাদ করেগা।
  • pi | ১১ নভেম্বর ২০১১ ১৮:২৩ | 72.83.90.203
  • এইত্তো ! ব্যাটন দেনে কে লিয়ে লোক মিল গয়া !
    দুখেদা ঃ)
  • dukhe | ১১ নভেম্বর ২০১১ ১৮:২১ | 122.160.114.85
  • পড়ে ফেললে অপাঠ্য হয় কী করে?
    না পড়লে অপাঠ্য বোঝা যায় কী করে ?
    প্যারাডক্স, প্যারাডক্স ।
  • pi | ১১ নভেম্বর ২০১১ ১৮:২১ | 72.83.90.203
  • নাহি , পাইকা মরনেকা সময় নাহি। তর্ক নহি করেগা।
  • pi | ১১ নভেম্বর ২০১১ ১৮:১৯ | 72.83.90.203
  • তুমি না পড়ে অপাঠ্য বলেছ বুঝতে পারিনি।
    লেখক নিয়ে আপত্তি বুঝেছিলাম। লেখাটার বিশ্লেষণ নিয়ে আপত্তিটা বুঝতে পারিনি। মনে হয়েহি্‌চল, পড়ার পর কোন পয়েন্টে হয়তো আপত্তি আছে। সেটা মনে হয় ভুল বুঝেছিলাম।
    ওখানে যে তর্ক চলছে, সেই প্রসঙ্গে রেলিভ্যান্ট মনে হয়েহে্‌চ লেখাটা ওখানে দিয়েছি।
  • dukhe | ১১ নভেম্বর ২০১১ ১৮:১৮ | 122.160.114.85
  • বাতাসে বারুদের গন্ধ । কেয়া পাইবাবুকি তর্কপ্রতিভা আজ ভি ঐসাহি জ্বলজ্বল করেগা ? ইয়া শক্ত পাল্লায় পড়কে পিছু হটেগা ? আইয়ে দেখতে হ্যায় আব সে থোড়ি হি দের বাদ -
  • maximin | ১১ নভেম্বর ২০১১ ১৮:১৭ | 59.93.254.151
  • আর আর বিষয়ের মত অর্থনীতিও কিছু প্রাথমিক নীতি (ফার্স্ট প্রিনসিপল) থেকে ভাবতে শেখায়। সেটা কেউ কেউ শেখে না। তাদের লেখা পড়ব কেন?
  • t | ১১ নভেম্বর ২০১১ ১৮:১৩ | 61.12.12.84
  • হ্যাঁ, রিভিউ। দস্তুরমত।
  • maximin | ১১ নভেম্বর ২০১১ ১৮:১১ | 59.93.254.151
  • 'ঠিক কি কি আপত্তি' এর মানে কি রিভিউ নয়?
  • maximin | ১১ নভেম্বর ২০১১ ১৮:০৯ | 59.93.254.151
  • পাই এসেছ ভালো হল। বলেছিলাম অপাঠ্য। এবং আমি পড়ব না। বলিনি?
  • dukhe | ১১ নভেম্বর ২০১১ ১৮:০৮ | 122.160.114.85
  • ঝিকি । নেতাইকে রকস্টারের রিভিউ লিখতে বলেছে ।
  • t | ১১ নভেম্বর ২০১১ ১৮:০৫ | 61.12.12.84
  • কে? কে? কে রিভিউ লিখতে বলেছে?
  • pi | ১১ নভেম্বর ২০১১ ১৮:০১ | 72.83.90.203
  • আপত্তি আছে জানিয়ে দিয়েছো, ঠিক আছে।
    পোস্টটা ইগনোর করো।
  • pi | ১১ নভেম্বর ২০১১ ১৭:৫৬ | 72.83.90.203
  • আরে এতে এত রেগে যাচ্ছো কেন ? ধরে নাও, ঐ লেখাটা ঐ টইতে রেলিভ্যান্ট বলে দেওয়া আছে। তোমাকে আমি রিভ্যু করতেও বলিনি। যেহেতু এই বিষয় নিয়েই কথা হচ্ছে , তাই লেখক কে সেটা ইগনোর করে লেখার অ্যানালিসিস নিয়ে মতামত জানতে চেয়েছিলাম। এমনিতেও ওটা ওখানে দিতাম। আগেই দেবো দেবো করে দেওয়া হয়নি। তোমাকে পড়তে বলার আগেই দিতা। তুমি আপত্তির কথা তোলায় জানতে ইচ্ছে হয়েছিল, লেখাটার অ্যানালিসিসে কোন জায়গায় আপত্তি। এটুকুই।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত