ঝিকি, রকস্টার ত একা একা দেখ অথবা দোকা, দেখাটাই খুব পরিশ্রমসাপেক্ষ। প্রথম হাফটা যদি বাঅ দেখা গেল, তখনো তো শেষটা জানা ছিল না কিনা। পরের হাফটা বসে দেখা খুব কষ্টকর। রণবীর কাপুর একেকেটা সিনে বেদম গণধোলাই খাচ্ছে, আর পরের সিনেই নার্গিসকে চুমু খাচ্ছে। কয়েকটা সিনে তো ক্যালানি খেতে খেতে দৌড়ে গিয়ে চুমু খেয়ে আসছে! নার্গিসের কী একটা হেব্বি খারাপ টাইপের অসুখ হয়েছে, রণবীর চুমু খেয়ে ভালো করে দিচ্ছে। ডিরেক্টর অমন শক্ত অসুখটা বাধিয়েও নার্গিসকে প্রাণে মারতে পারল না, রণবীরকে দিয়ে চুমু খাইয়ে রক্তের কীসব কাউন্ট বাড়ানো করিয়ে প্রায় সারিয়ে দিয়ে, রণবীরকে দিয়ে প্রেগন্যান্ট করিয়ে তবে নার্গিসকে মারল!!
Bratin | ১৪ নভেম্বর ২০১১ ১১:০৮ | 122.248.183.1
হাইকোর্ট প্রান্ত থেকে বল করতে আসছেন ড্যারেন স্যামি। বল করেছেন। এক্টু খাটো লেন্থের বল। পেছনের পায়ে ভর দিয়ে দ্রাবিড়ের চমৎকার শট। পরিভাষা য় যাকে আমরা বলে থাকি ব্যাকফুট পাঞ্চ। বল সবুজ ঘাসের বুক চিরে বিদ্যুত গতিতে চলে গেল সীমানর বাইরে। যোগ হল আরো চারটি রান। এক্ষেত্রে ফিল্ডারের কোন সুযোগ ছিল না বল টি ধরার। রান বাড়ল দ্রাবিড়ের। রান বাড়ল ভারতের। দ্রাবিড়ের ব্যক্তিগর সংগ্রহ বেড়ে দাঁড়াল ২৪ এতে ৫ টি চারের মার আছে। ভারত ১২৮। এক উইকেটের বিনিময়ে।
ppn | ১৪ নভেম্বর ২০১১ ১১:০৩ | 216.52.215.232
ঝিকঝিক রোশন। বাপ রে। নেহাত আরো দুটো ক্যারেক্টার ছিল।
আমিও ডন টু দেখতে চাই- যা সব টুকরো টাকরা দেখাচ্ছে, দেখে মনে হলো শারুকের একটা সিনেমাও হলে বসে না দেখা অন্যায়ঃ)
sayan | ১৪ নভেম্বর ২০১১ ১০:৫১ | 115.241.125.239
পাই'কে সাপোট করে, ডেলি বেলি মস্তির সিনেমা।
Bratin | ১৪ নভেম্বর ২০১১ ১০:৫০ | 122.248.183.1
বায়োস্কোপ মানে অ্যাক্সিস মলের টা?
Bratin | ১৪ নভেম্বর ২০১১ ১০:৪৯ | 122.248.183.1
ঝিকি, আরেক পিস ক্যুইজ ছিল, ওটা একটু শক্ত।
m | ১৪ নভেম্বর ২০১১ ১০:৪৯ | 117.194.33.13
রকস্টারের জন্যে কাল দেখলাম লংবা লাইন। মেয়ে আর ছেলের(কমবয়সি রোগা চোঙা জিনস) সংখ্যা প্রায় সমান সমান-মেয়ে হয়তো একটু বেশি।রাওয়ান মাছি তাড়াচ্ছে।মাল্টিপ্লেক্সে ছ আট বছুরের লাইন দেখে ভাল্লাগলো- গলদঘর্ম বাপ মার সঙ্গে হাতে ধরা একটি দুটি- এরা সব টিনটিন দেখতে এসেছেঃ) ব্রতীন বাইশে শ্রাবণ দেখে নাও- বায়োস্কোপে চলছে।
Jhiki | ১৪ নভেম্বর ২০১১ ১০:৪৮ | 182.253.0.99
আর ফরহান আখতার ও নাসিরুদ্দিনের দৃশ্যটাও খুব ভালো। ফরহান আখতারের "লক্ষ্য' তেও বাবা-ছেলের একটা সুন্দর ফোনালাপ ছিল।
Bratin | ১৪ নভেম্বর ২০১১ ১০:৪৮ | 122.248.183.1
/রি-মেক
sayan | ১৪ নভেম্বর ২০১১ ১০:৪৭ | 115.241.125.239
রিত্তিকের অভিনয়! বাপ্স! কে যেন বলেছিল গুজারিশ দেখে তার সব উলুতপ্লুত হয়ে গেসল। সেই না শুনে দেখতে বসা। ওরেবাবারে! তারপর আবার জিনামিদো। ল্যাদোশদা', "দ্য হ্যাংওভার' না দেখে থাকলে দেখে নিন।
Bratin | ১৪ নভেম্বর ২০১১ ১০:৪৭ | 122.248.183.1
আমি রে-মেক গান ও শুনি না। আর সিনেমা তো দেখি ই না।
byaang | ১৪ নভেম্বর ২০১১ ১০:৪৬ | 122.178.194.231
এদিকে ফারহান আখতারের ডন টু আর করণ জোহরের অগ্নিপথ এসে পড়ল বলে। আমার দুব্বল শরীর এত চাপ নিতে পারলে হয়। কাল অগ্নিপথের ট্রেলার দেখলাম, সঞ্জয় দত্তকে এমন মেকাপ দিয়েছে আমার দেখে স্টার ওয়ার্সের য়েডির কথা মনে পড়ে গেল।
pi | ১৪ নভেম্বর ২০১১ ১০:৪৬ | 72.83.76.29
নেত্য, মেইল দেখিস।
Bratin | ১৪ নভেম্বর ২০১১ ১০:৪৬ | 122.248.183.1
ইয়ে, বাইকে করে চুমু খাওয়ার কি সুবিধা?
Bratin | ১৪ নভেম্বর ২০১১ ১০:৪৫ | 122.248.183.1
ব্যাঙ, ৯১-৯৪ এই তিনেটে বছর আমি সিনেমা দেখেছি কিছু। কোনো সিনেমা ঠিক করে বেরোতাম না। জাস্ট সিনেমা দেখবো। এই জন্যে বেশীর ভাগ ভুলভাল সিনেমা দেখেছি ঃ-))
pi | ১৪ নভেম্বর ২০১১ ১০:৪৪ | 72.83.76.29
ল্যাদোশদা, ডেলি বেলি আর শয়তান - দুটৈ রেকো করবো।
Jhiki | ১৪ নভেম্বর ২০১১ ১০:৪৪ | 182.253.0.99
ক্যাটরিনার বাইকে করে এসে হৃতিক কে চুমু খওয়াটা ব্যাপক লেগেছে....... তবে সিনেমার শুরুটা বড্ড বোরিং, আমার বর তো বোর হয়ে ঘুমোতেই চলে গেছিল!
Bratin | ১৪ নভেম্বর ২০১১ ১০:৪৪ | 122.248.183.1
আমার হলে দেখা লাস্ট সিনেমা ' ইতি মৃনালিনী'।
m | ১৪ নভেম্বর ২০১১ ১০:৪১ | 117.194.33.13
জিন্দেগি না '- ওফ্ শেষ না হওয়া পর্যন্ত দেখেছি। ক্রমশ নিজের উপর শ্রদ্ধা জন্মাচ্ছেঃ)
হ্যাঁ, সিনেমাটায় শাম্মি কাপুরও আছেন। কেন জে ওনাকে নেওয়া হল, তাইই বুঝতে পারলাম না। আর নেত্য অসুখটার নামটা বলল তো -বোন ম্যারো অ্যাফ্লিশিয়া গোছের কী একটা নাম বলল না। তবে ঐ যে জংলি জওয়ানি যখন দেখছিল না, তখন জংলি জওয়ানির নায়কটাকে দেখে আমার কেন জানি না বিজয় মালিয়ার ছেলে সিদ্ধার্থ মালিয়া বলে মনে হল। এলসিএম , জিন্দেগি না মিলেগি দোবারা টা আমার ব্যপ্পোক লেগেছে, দেখতে পারেন।
নেত্যর বিয়ে যত কাছাকাছি আসচে, পেগলে যাচ্চে। ওরে, রনবীরের আর একটু কাছের পরিচয় আছে। ঋষি আর নীতুর ছেলে। ঃ)
siki | ১৪ নভেম্বর ২০১১ ১০:২৬ | 123.242.248.130
কেশী,
টিনটিন সিনেমাটা হল সিক্রেট অফ দা ইউনিকর্ণ, রেড রাখামস ট্রেজার, ক্র্যাব উইথ দা গোল্ডেন ক্ল'জ আর সামান্য পরিমাণে ল্যান্ড অফ দা ব্ল্যাক গোল্ড মিশিয়ে বানানো। মূল গল্পটা অবশ্যই ইউনিকর্ন আর রেড রাখামস-কে অনুসরণ করেছে।
তবে টিনটিনকে যদি ভালোবাসো, এই সিনেমাটা না দেখলে কিছু মিস করবে। সত্যি অনবদ্য। হ্যাটস অফ টু স্পিলবার্গবাবু।
Jhiki | ১৪ নভেম্বর ২০১১ ১০:২৫ | 182.253.0.99
আর রনধীরের ভাইপো।
siki | ১৪ নভেম্বর ২০১১ ১০:২৪ | 123.242.248.130
ajkjdhdjcdygcyfrifgbbvjfvofj,
তুমি করেই বলছি, বয়েসে ছোটো কি বড় জানি না, তবে বন্ধুস্থানীয়ই হবে।
নিজের পরিচয় লুকিয়ে লিখেছো, তাই ধরে নিচ্ছি তুমি আমার পরিচিতই, পরিচয় গোপন করে লিখছ, তুমি আমাকে দীর্ঘদিন ধরেই চেনো, তবে একটু বলতে বাধ্য হচ্ছি ভাই, তুমি আমাকে পুরোটা চেনো না। কেউ আমার বই বেচে দিল কি আন্দামান যাবার আগে কারুর বাড়িতে শেল্টার নিলাম, তার বেসিসে আমি তাকে আজীবন আমরণ শিল্ড করে যাব, সে রকমের লোক আমি নই। সমস্ত কৃতজ্ঞতার শেষেও আমি কোদালকে কোদাল বলতেই ভালোবাসি। না পোষালে খুব প্রিয় বন্ধুর সঙ্গেও কনফ্রন্টেশনে যেতে আমি পিছপা হই না, সেটা হয় তো তুমি এখানে আগেও দেখেছো।
কেডিবাবুর সঙ্গে আমার ঠিক কতটা গভীর সম্পর্ক কিংবা ব্রতীনের সঙ্গে কিংবা aর সঙ্গে, সে হিসেব আমি খোলাপাতায় দেব না, তোমারও সে নিয়ে চর্চা করটা কিছুটা অনধিকার চর্চা হয়ে দাঁড়াবে। এরা প্রত্যেকে আমার বন্ধু, ইরেসপেক্টিভ অফ বয়েস ইত্যাদি, হয় তো তুমিও তাই।
বিশদে কৌতূহলী হলে আমাকে মেল কোরো, মেলে কথা হবে।
Netai | ১৪ নভেম্বর ২০১১ ১০:২১ | 121.241.98.225
রণবীর শাম্মী কাপুরের নাতি
lcm | ১৪ নভেম্বর ২০১১ ১০:২০ | 69.236.161.19
রণবীর টা কে? সে যুগে রনধীর ছিলেন, যিনি আরডি সুপার হিট গানগুলোকে লিক দিয়ে ঝুলিয়েছেন।
lcm | ১৪ নভেম্বর ২০১১ ১০:১৯ | 69.236.161.19
ব্রঃ, ব্যাঃ --- নতুন ভাল হিন্দী সিনেমা কি চলছে বাজারে - একটু আপডেট দাও। একজন রেকমেন্ড করেছে - জিন্দেগী না মিলে দোবারা। নেটফ্লিক্সে আছে কি না দেখতে হবে।
Tim | ১৪ নভেম্বর ২০১১ ১০:১৮ | 173.163.204.9
এবার নেত্যকেও ক্যালানো হবে। মাঝখান থেকে রিভিউ লিখছে।
Netai | ১৪ নভেম্বর ২০১১ ১০:১৭ | 121.241.98.225
তার উপর রণবির কাপুর কে লোকজন কি কেলিয়েছে। যে পারছে, যেখানে পারছে সেখানে ক্যালাচ্ছে। পুলিশ ক্যালাচ্ছে, রাস্তার লোকজন ক্যালাচ্ছে, রাস্তার লোকজন ক্যালাচ্ছে। কেন হে বাপু? রণবির আমার তেমন পছন্দের নয় ঠিক আছে, তাই বলে তাকে ধরে মারতে হবে? আমি কি তেমনটা বলেছি?
আর নার্গিসও তেমনি। যেখানে পেরেছে ফস্টিনষ্টি করেছে। তা কর। ঠিক আছে। কিন্তু কি অসুখ বাধালি বলবিনা? রণবির কে না বল, আমাদের তো বলতে পারতি? শেষে পেটে বাচ্চা আসায় মরে গেল। কেন?
Bratin | ১৪ নভেম্বর ২০১১ ১০:১৬ | 122.248.183.1
কিন্তু একটা ছেলে যে আমকে বললো ওটা নাকি ভালো হয়েছে? হ্যাঁ রে ব্যা, বলছি তুই কি কোন সিনেমা বাদ দিবি না? ঃ-))
byaang | ১৪ নভেম্বর ২০১১ ০৯:৫৭ | 122.178.194.231
আমি কাল রকস্টার দেখতে গেছিলাম। অতি অখাদ্য সিনেমা। কেউ দেখবেন না। আর নায়িকাটা কী যেন নাম, নার্গিস ফকিরি টাইপের। সে যে কী অদ্ভুত - খালি থেকে থেকে ঢোঁক গেলে, রেগে গেলে ঢোঁক গেলে, প্রেম পেলে ঢোঁক গেলে, খুশি হলে ঢোঁক গেলে। আর ঢোঁক গিললেই দেখে মনে হয় কাঁদছে। ঢোঁক গেলার ধরণটা এমনি অদ্ভুত! কথাটাও কেমন একটা করে যেন বলে!
byaang | ১৪ নভেম্বর ২০১১ ০৯:৫৪ | 122.178.194.231
ম্যাক্সিমিনদি কবে আসছ লুরুতে?
byaang | ১৪ নভেম্বর ২০১১ ০৯:৫৩ | 122.178.194.231
তা আকা, একা হাতে তিনজনার কী কী কাজ করলি এখনো অব্দি?
Nina | ১৪ নভেম্বর ২০১১ ০৮:৫৭ | 69.141.168.183
একি একি m&m কেন আসবে না কদিন? ঃ-০ আমি কাল থেকে চরকির মতন ঘুরছি--আর রোব্বার রাত্রে ঘুমের দেশে যাবার আগে গুরুদের খোঁজখবর কত্তে এসে দেখি --এমেম, তুমি বলছ কয়েকদিন আসবে না----কোথায় যাচ্ছ? আমি তো দিন গুনছি কলকাতায় তোমার সঙ্গে দেখা হবে----ঃ-)
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন