নিনাদি, আমি তো হেল্পানোর আগে ঘটে যাওয়া ইরি্রভার্সিবল ড্যামেজের কথ বলছি।
তোমরা বোধহয় খুব পায়ে হেঁটে বা পাবলিক ট্রানে্স্পার্টে যাতায়াত করোনি। রাত্তিরবেলা বাস স্ট্যাণ্ডে বসে থাকতে হলে বা হোল নাইট গ্রে হাউণ্ডে যায়াতাত করতে হলে যে দৃষ্টির সম্মুখীন হতে হয়, তা খুব একটা সুখপ্রদ নয় ঃ)
Tim | ১৫ নভেম্বর ২০১১ ২২:৫০ | 198.82.18.120
কিছুদিন আগে এই পাতাতেই সিংফট ঘোড়ার মুখের খবর লিখেছিলো। কারুর কারুর মনে থাকতে পারে। সেইটাই ""উলঙ্গ ভারত কি বুলন্দ তসবির""। আমার দেখার সাথে সেই ছবি বড়োই মিলে যায়।
pi | ১৫ নভেম্বর ২০১১ ২২:৪৯ | 72.83.76.29
নাঃ, এখানের তুলনা তো করলাম, জন্স হপি্কন্স আর ইউনিভার্সিটি অব মেরিল্যান্ড দিয়ে ঃ) ডিউক, নর্থ ক্যারোলিনা ও আছে। ঋতেনের নিজের কথাই জানি।
Nina | ১৫ নভেম্বর ২০১১ ২২:৪৮ | 12.149.39.84
পেটি ক্রাইম ও মেয়েদের নিরাপত্তা এদেশে কি করে ভাল হবেনা বল, পাই --যেখানে কিনা একটি ভীতু মেয়ে রস্তায় হারিয়ে গেছে বল্লেও পুলুস হাসিমুখে হেল্পায় ? ঃ-০ দেশের পুলুস গালাগালি দিত এহেন অনুরোধে ;-((
pi | ১৫ নভেম্বর ২০১১ ২২:৪৮ | 72.83.76.29
জাস্ট এই ম্যাপটা দেখতে বলবো।
এটা বাল্টিমোরের মত কুখ্যাত ক্রাইম প্রোন জোন নয় কিন্তু।
ইয়ে, পাই যখন দেশের ক্যাম্পাস বলছে, তখন কিন্তু পড়তে হবে " টিআইফার, আইআইটি, আইআইএসসি, জে-এন-ইউ গোত্রের ইউনি/প্রতিষ্ঠান""। আপনি যদি সেই আশ্বাসে ভর করে অকুতোভয় হয়ে গোবরডাঙ্গা ইঞ্জিনিয়ারিং কলেজ, বজবংবলী ইউনিভার্সিটিতে বিপদে পড়েন, সে দায়িত্ব আপনার।
pi | ১৫ নভেম্বর ২০১১ ২২:৪২ | 72.83.76.29
নিনাদি,এধরণের বিপদ থেকে উদ্ধ্হার করার জন্য এদেশের পুলুশ বাজে , এমন কথা তো আমি একবার ও বলিনি। এনিয়ে দেশের সাথে কোন তুলনাও করিনি। দেশের এইরকম সিস্টেম চালু হলে তো খুবই ভালো।
কথা হচ্ছিল পেটি ক্রাইম ও মেয়েদের নিরাপত্তা নিয়ে।
Tim | ১৫ নভেম্বর ২০১১ ২২:৪২ | 198.82.18.120
সান্দা, ""প্রীত হলেম পরিচিত হয়ে....."" ;-))
দেখি এটা কোন সিনিমার কেউ বলতে পারে কিনা।
sayan | ১৫ নভেম্বর ২০১১ ২২:৪১ | 115.242.179.243
টিমকেঃ অস্ত্র ব্যবহারকারীরা আর দেশীয় কুটির শিল্পে ভর করে নেইকো। খবরে প্রকাশ, পোচুর চায়না মেড অটোমেটিক যেগুলোর হুল্লাট ফায়ার পাওয়ার, এখানে এসে পড়েছে। নামমাত্র দাম। মাত্র বারো হাজার।
pi | ১৫ নভেম্বর ২০১১ ২২:৪০ | 72.83.76.29
এখানকার পাকিস্তানি ক্যাব ড্রাইভার আমার মোবাইল ফোন ফিলি থেকে পোস্ট করে ফেরত পাঠিয়েছিলেন।
এখানের ক্যাবে যা ফেলে এসেছি, পরে তাদের অফিস থেকে উদ্ধার করে আনতে পেরেছি। একটা রসিদ তো থাকে, যা দিয়ে ট্রেস করা যায়। দেশে তো সেই ব্য়্বস্থাই নেই !
ক্যাব সিস্টেমে এদেশকে ১০০ দিলে দেশ কে ১০ । বম্বের ক্যান ড্রাইভারদের অনেকের আবার একমাত্র লক্ষ্য কীকরে ঠকানো যায়।
এখানকার ক্যান ড্রাইভার আর ক্যাব সিস্টেম নিয়ে কোনোরকম অভিযোগই নাই।
pipi | ১৫ নভেম্বর ২০১১ ২২:৩৯ | 129.74.191.152
ন্যাড়াদা, ঃ-)))
Paramita | ১৫ নভেম্বর ২০১১ ২২:৩৮ | 198.95.226.40
আজ একটা মজার কান্ড দেখলাম। আউটার রিং রোডের ওপর প্রচন্ড ভিড়ের মধ্যে মাঝ রাস্তায় একটা জলের ট্যাংকার ইউ টার্ন নেবে বলে ওয়েট করছিলো। উল্টোদিকের রাস্তায় একজন পুলিশ। সে পিঁ করে বাঁশি বাজিয়ে সম থামিয়ে দিলো। তারপর হঠাৎ মাঝরাস্তায় দৌড়ে এসে জলের ট্যাংকের পেছনের কলটা খুলে দিলো। মিনিট খানেক ধরে রাস্তা জলে ভেসে যেতে লাগলো। তারপর সেই ট্যা-র যাওয়ার সময় হয়েছে, পুলিশ কল বন্ধ করে দিয়ে আবার পিঁ বাজিয়ে নিজের কাজের জায়গায় ফিরে গেলো। আমি হেসে গড়াগড়ি। ওদিকে স্টার্ট নেবার পর এগিয়ে গিয়ে ড্রাইভার ব্যাপারটা বুঝেছে। সে গলা বাড়িয়ে কি গালটাই না দিলো।
কিন্তু পুলিশ কেন এমন করলো(আমাকে আমোদ দেওয়া ছাড়া) এনি আইডিয়া? লুরুর জলের ট্যাংকার যাদের আছে, তারা শুনেছি এক একটি জল মাফিয়া। হতে পারে পুরোনো রেশারেশি।
Tim | ১৫ নভেম্বর ২০১১ ২২:৩৮ | 198.82.18.120
পাই,
অভিজিৎ মাহাতোর ব্যাপারটা আমি খুব বেশি করেই জানি। আমার রুম্মেটের খুব কাছের বন্ধু। কিন্তু ওরকম ঘটনার ইকুইভ্যালেন্ট দেশে অনেক বেশি হয়। তার চেয়ে বড়ো কথা, রলে, বাল্টিমোর, আটলান্টা ইত্যাদি এদেশের ক্রাইম পকেট। এদেশের সবথেকে বিপজ্জনক জায়গাগুলোর সাথে দেশের সবথেকে বেশি নিরাপদ জায়গার তুলনা করা যায়না। যদি তুলনা করতেই হয় তাহলে দেশের ক্রাইম পকেটগুলোর সাথে করো, মুম্বইয়ের মত অপেক্ষাকৃত নিরাপদ শহরের সাথে না। তুমি কি বিহারের ক্রাইম প্রোন এলাকায় থেকেছো? কলকাতার ক্রাইম প্রোন এলাকা দিয়ে গভীর রাতে ফিরেছো?
nyara | ১৫ নভেম্বর ২০১১ ২২:৩৭ | 122.167.171.139
মেয়েদের ওপর উৎপাতের ব্যাপারে কাউবেল্টের কোন জবাব নেই। গেনেরালি বদামিতে কাউবেল্ট যেরকম উন্নতি করে রেখেছে, অন্যদের ক্যাচ আপ করতে সময় লাগবে। কলকাতা অবশ্য ভাল ফাইট দিচ্ছে।
Nina | ১৫ নভেম্বর ২০১১ ২২:৩৭ | 12.149.39.84
আম্রিগার পুলুসে আমারও খুব ভক্তি। বড্ড টিকিট দেয় আমাকে তবুও। একবার ডিট্যুর করে বেজায় হারিয়েছিলাম--অফিস থেকে ফেরার পথে---চারিদিকে ধুধু ভুট্টার ক্ষেত ঃ-(( অমিত কে বল্লাম --আমাকে এসে নিয়ে যাও । নো কুলু কোথায় আছি--বল্ল তাহলে আমি কোথায় যাই--তো পুলুসকে ফোন কল্লুম। তখন সেল এসে গেছে --সে বল্ল যে কোনো বাড়ী র দরজায় বেল দাও ফোন অন রাখ আর আমাকে কথা বলাও যে দরজা খুলবে পুলুস তারপর আমাকে সে বুনডক থেকে ফোনে বলে বলে বাড়ির রাস্তায় তুলে দিল!! জয় আম্রিগান পুলুস!
pi | ১৫ নভেম্বর ২০১১ ২২:৩৬ | 72.83.76.29
আকাদা, এগুলো তো স্টুডেন্টদের পাঠানো মেইল নয়। এগুলো ইউনি থেকেই পাঠানো হয়।
দেশের রিসার্চ ক্যাম্পাসে এসব ঘটনা সত্যি কম । খোঁজ নাও।
দেশের অনেক ক্যাম্পাস ই তো দেখলাম, এধরণের ঘটনা ক'টা শুনেছি ? মেইল না এলেও, ঘটনা ঘটলে মুখে নুখেই জানা যায়। দেশে সেই কানেক্টিভিটি টা অনেক বেশি।
sayan | ১৫ নভেম্বর ২০১১ ২২:৩৬ | 115.242.179.243
প্রতিভা মূর্তির কেসটার পরে প্রতি গাড়িতে কোনও মেয়ে ফার্স্ট পিক আপ বা লাস্ট ড্রপ হলে সিকিউরিটি দেওয়ার নিয়ম শুরু হয়েছিল। এখন ড্রাইভার নিজেই খুব মন দিয়ে জিগেস করে নেয়, স্যার আপনি লাস্ট ড্রপ হয়ে যান তাহলে আর সিকিউরিটি লাগে না (তাহলে সিকিউরিটিকে ড্রপ করতে ওকে আরেকটা ট্রিপ মারতে হয় না আর কি)। এছাড়া প্রতি ক্যাবে সামনের প্যাসেঞ্জার ডোরের উপরের দিকে একটা ইমার্জেন্সী বাটন লাগানো থাকতো (ওটা টিপলে কী হতে পারে সেই নিয়ে নো আইডিয়া), সেগুলোও যথাক্রমে উধাও। বিভিন্ন ক্ষেত্রে দেখেছি এমপ্লয়ীরাই ড্রাইভারের সঙ্গে খোশগল্প করতে করতে বাড়ী ফেরে। "সিকিউরিটি নেবেন না?' জিগেস করলে কেমন উদাস দৃষ্টিতে তাকায়, দুজনেই। তো আর কী করা। মিসহ্যাপ অলওয়েজ ওয়েটস টু হ্যাপেন।
pipi | ১৫ নভেম্বর ২০১১ ২২:৩৪ | 129.74.191.152
কেসি,
আমার সাথে পরিচয় হয়েছিল ত্রিপুরার একটি মেয়ের। ও-ও বলেছিল যে মেয়েদের উপর উৎপাত ব্যাপারটা মেনল্যাণ্ডের একচেটিয়া, নর্থইস্ট এই দিক দিয়ে অনেক সভ্য। খালি ঐ আতঙ্কবাদীগুলো না থাকলে.....
pi | ১৫ নভেম্বর ২০১১ ২২:৩৩ | 72.83.76.29
তার ক'দিন আগে ঃ
During the evening hours of September 30, 2011, a female student asked a friend of hers to arrange a ride to take her from her apartment to the Stamp Union. Later, someone called the student by phone stating her ride was waiting outside. The student went outside and was called over to a black and purple Toyota Scion. As the student approached the vehicle, the male passengers exited the vehicle and demanded the student hand over her purse. When the student did not comply, one of the males displayed a handgun. The student then handed over her purse. The males got back into the vehicle which fled away from the area north on Route 1. The student was not harmed during the incident.
aka | ১৫ নভেম্বর ২০১১ ২২:৩২ | 168.26.215.13
টিকিট দিয়ে যাওয়ার সময়ে হ্যাভ এ সেফ ট্রিপ সার, বা গুড ডে সার বলে।
pi | ১৫ নভেম্বর ২০১১ ২২:৩২ | 72.83.76.29
হ্যাঁ, ক্যাব সিস্টেম এখানে অএক বেটার। কোলকাতার ক্যাব ওয়ালাদের পক্ষে আমার একটাও কথা বলার নাই।
Nina | ১৫ নভেম্বর ২০১১ ২২:৩১ | 12.149.39.84
অনেক দিন আগে আমার ব্যাগ ছিনতাই হয়েছিল---তাতে আবার আমার greencard ও ছিল--ক্ষি ক্ষেলো! দুদিন পর একটা ফোন করে কে একজন বল্ল একটা ব্যাগ কুড়িয়ে পেয়েছি--তাতে তোমার নাম ঠিকানা দেখে ফোন করছি--নিয়ে যাও। যেখানে যেতে বল্ল সেটা আবার একটা প্রজেক্ট-বাড়ী মানে জেলবর্ডদের ছাড়া পাওয়ার পর আস্তানা----অমিত ও তার দুই বন্ধু গেল গাড়ী নিয়ে (পুলুস ডাকেনি --অমিত অর বন্ধুদ্বয় বাঙাল) ব্যাগ আনল---তাতে ক্যাশ টাকা নিয়েছে বাকি সব ছিল--আর তখন গোড়া দিক--ব্যাগটাও পাতি --মানে কোনো দামী ব্যাগ নয়ঃ-))
Paramita | ১৫ নভেম্বর ২০১১ ২২:৩১ | 198.95.226.40
আমার মেয়ে যখন হেলায় সাপ ধরেছিলো তখন পাঁচ মিনিটের মধ্যে পুলিশ এসে বীরদর্পে লাঠির ডগায় সাপ ধরে চলে গিয়েছিল। সেই থেকে আম্রিকান পুলিশে খুব ভক্তি। এছাড়াও ভোনাজের আগের যুগে "০১১" করে দেশে কল করতে গিয়ে "৯১১" করেছি, পুলিশের কাজ পুলিশ করেছে। দু মিনিটেই দরজায় ঠকঠক। তাছাড়া পাশের বাড়ির উপদ্রবেও পুলিশ ঠিক সময় এসে গেছে।
আম্রিকার পুলিশ, রাস্তা, (ইনশিওরেন্স থাকলে) চিকিৎসা - এগুলোর আমি খুবই ভক্ত। তাছাড়া এতো ভদ্র, এতো ভদ্র যে রাস্তায় দাঁড় করিয়ে টিকিট দিলেও তত খারাপ লাগতো না।
kc | ১৫ নভেম্বর ২০১১ ২২:৩১ | 178.61.96.29
মামীর বলটা ডাক করলাম। তবে দেশে কাজের জন্যই গৌহাটি, শিলং, অনেকদিন থাকতে হয়েছে। মেনল্যান্ডের যেকোনও শহরের থেকে অনেক বেশী সেফ। তিন বছরে থাকাকালীন গৌহাটিতে এরকম ঘটনা কচ্চিৎ শুনেছি। শিলংএ কোনওদিন শুনিনি। বাকি ভারতের লোকেরা বেশী বদ।
A male non-student was walking to his car near the City Hall parking lot when he was approached by a male who demanded his property. The male lifted his shirt and the victim believed he saw a gun. The victim was struck in the face by the suspect who was joined by two additional males in the assault. The males fled with personal property of the victim in an unknown direction. The victim entered his car, drove to his home in Clinton MD and called the police. The victim suffered from minor contusions as a result of the assault.
pipi | ১৫ নভেম্বর ২০১১ ২২:২৯ | 129.74.191.152
পেটি ক্রাইমে জিনিস উদ্ধার হওয়ার ঘটনা আমিও শুনিনি আজ অবধি এখানে এসে। কিন্তু মোটের উপর ক্যাম্পাস সিকিউরিটি নিয়ে আমি সন্তুষ্ট। ফোন করলে দিব্যি মিনিট কুড়ির মধ্যে চলে আসে, রাত দুটোতেও ক্যাব কল করলে ভদ্রসভ্য লুকিং ক্যাবি আসে আর সবচেয়ে ভাল লাগে যতক্ষণ না আমি বাইরের দরজা চাবি দিয়ে খুলে ভিতরে ঢুকছি, ক্যাবি ক্যাব নিয়ে দাঁড়িয়ে থাকে। সেটা অবশ্য সিকিউরিটিও করে। খালি এম্বাসী, ভিসা আপিস, এয়ারপোর্ট সিকিউরিটি - এইসব জায়গার লোকজগুলো হুদ্দো জালিম!
Tim | ১৫ নভেম্বর ২০১১ ২২:২৯ | 198.82.18.120
অস্ত্র সংক্রান্ত সমস্যা এদেশে বহুদিন ধরেই আছে। দেশে এটা আগে ছিলোনা। এখন আর তারা পিছিয়ে নাইকো। কুটির শিল্পে ভর করে ঘরে ঘরে সেসব তৈরী হচ্চে। ঐ দ্যাখা যায় মহান বিপ্লবের সূর্যোদয়....
ppn | ১৫ নভেম্বর ২০১১ ২২:২৯ | 112.133.206.18
আরে বোতিন, দিদির "চাপে' তেলের দাম কমল কিনা! ;-)
pi | ১৫ নভেম্বর ২০১১ ২২:২৭ | 72.83.76.29
কিছুক্ষণ আগে পিপির পোস্টটাও পড়ে দেখো।
nyara | ১৫ নভেম্বর ২০১১ ২২:২৭ | 122.167.171.139
দ্রিসাহেবের অধ্যবসায়ের কোন তুলনা নেই। এ জিনিস আমার থাকলে আজ আমি রাজা-উজির হয়ে যেতাম।
ppn | ১৫ নভেম্বর ২০১১ ২২:২৭ | 112.133.206.18
হ্যাঁ, হেইচপি।
pi | ১৫ নভেম্বর ২০১১ ২২:২৭ | 72.83.76.29
টিম, তোমাকেও তাহলে ইউনির মেইল পাঠিয়ে দেবো খন।
আমার সাথে কেন, এখানে নানা ইনি্স্ট তে নানা লোকের সাথে হয়েছে।
pi | ১৫ নভেম্বর ২০১১ ২২:২৫ | 72.83.76.29
হ্যাঁ, অভিজিত মাহাতো ও এখানেই হয়েছে। রিসার্চ ইনি্স্টটি গুলোতে এরকম কেস সত্যি দেশে শুনিনি।
ইউনির মেইলগুলো কখনো ফরোয়ার্ড করে দেবো নিনাদি ঃ)
পুলুশ ডাকার আগেই যতটা যা হয়, পুলুশ এসেও সেই ড্যামেজ ক®¾ট্রাল করতে পারেনা।
Tim | ১৫ নভেম্বর ২০১১ ২২:২৪ | 198.82.18.120
পাই, এসব কেন তোমার সাথেই হয় জানার জন্য দ্রিদাকে যোগাযোগ করো। তারপর বুবুভা লিখে দিও। ঃ-)
Paramita | ১৫ নভেম্বর ২০১১ ২২:২৩ | 198.95.226.40
অপ্পন, এইচপির এমপ্লয়ির ঘটনাটা তো? আমার একজন টেম্প ড্রাইভার ছিলো দু-একদিন। সে একদিন পুরোনো এয়ারপোর্টের পেছনের ফাঁকা রাস্তায় ভোরবেলা হু হু করে যেতে যেতে বললো, "ঐ যে রাস্তার ধারে জঙ্গলটা দেখছেন না, ঐখানেই তো সেই রেপ কেসটা হয়েছিলো। আসলে ড্রাইভারের মোটেই দোষ ছিলো না, ওর স্বামীই করিয়েছে। আরো কিসব কিসব গল্প করেই যাচ্ছিলো। ও সেই ড্রাইভারের কাকে যেন চেনে। আমি আর কি বলব, গা ছমছম করছে ঐ দিনের আলোতেও, ফাঁকা জায়গাটা পেরোলে বাঁচি। প্লাস লোকটাকে, যার শুধু একটু বেশী গল্প করা আর কোন প্রবলেম ছিল না, তাকেও কিরকম সন্দেহজনক লাগতে লাগলো।
pi | ১৫ নভেম্বর ২০১১ ২২:২৩ | 72.83.76.29
আমার স্যুটকেস চুরির পর এদেশের পুলুশ বলেছিল, যে নিয়েছে, সেতো এতক্ষণে অনেক দূর চলে গেছে, তাকে কোথায় খুঁজবো ? ঃ)
তার্পর এ বলেছিল, চুরিটা খুব খারাপ সময়ে হয়েছে। এখন তারা লেডিস গল্ফ চ্যাম্পিয়নশিপ নিয়ে খুব ব্যস্ত।
আমার জন্য দুজন টিকটিকি নিয়োজিত হয়েছিলেন। দুটো নং দেওয়া হয়েছিল। যাদের কোনোদিনো কল করে পাইনি।
টিম, আমাদের ইনি্স্টর একজনের ল্যাঅটপ, ফোন ছিনতাই হল। বাড়ির সামনের বাসস্ট্যান্ড থেকে। কিছুই ফেরত পায় নাই।
এদেশে পেটি ক্রাইমে জিনিস উদ্ধার হওয়ার ঘটনা কিন্তু সত্যি ই শুনি নাই। পুলুশ অবশ্যই এসেছে।
পেটি ক্রাইম হোক কি মেয়েদের নিরাপতা, এদেশ নিয়ে ভালো অভিজ্ঞতা নেই তো কী করতে পারি ?
Tim | ১৫ নভেম্বর ২০১১ ২২:২২ | 198.82.18.120
ওয়েসিস তেল মাখুন, চুলের নিরপত্তার জন্য। শীতের দুপুরে মরুদ্যানের গান চালিয়ে।
Nina | ১৫ নভেম্বর ২০১১ ২২:২২ | 12.149.39.84
ঃ-)) পাই কে এবর থেকে ভারতকুমারী নাম দিলাম --সেই মনোজ কুমারের মতন বড্ড দেশভক্ত মেয়েটাঃ-)) দেশের সঙ্গে এখানে ক্রাইমের তুলনা---সেফটি--জাস্ট তুলনা সম্ভবই নয়। আমি এখানে রাত ১১ টায় ফিলি থেকে ক্লাস করে ফিরতাম--অনেকে বলেছিল কালুয়া তুলে নিয়ে যাবে---কিন্তু জানতাম চেঁচালেই পুলুস আসবে----সে সাহসে দিব্যি পড়াশোনা চালাতে পেরেছিলাম--আর এখন তো সেল ফোনের যুগে--একটা কল করলেই ব্যাস---দুর্ঘটনা ঘটে তবে মোকাবিলা করা অনেক সহজ। পাই আমি এটা বলেই পলাইলাম ঃ-))
Bratin | ১৫ নভেম্বর ২০১১ ২২:২১ | 117.194.103.29
কেন?
m | ১৫ নভেম্বর ২০১১ ২২:২০ | 117.194.39.81
কেসি,'কোলকাতা মরুদ্যান '- এ উক্তি খুব বেশিদিন আগের না
ppn | ১৫ নভেম্বর ২০১১ ২২:১৯ | 112.133.206.18
আরে বোতিন, খাওয়াবে না?
kc | ১৫ নভেম্বর ২০১১ ২২:১৮ | 178.61.96.29
দেশে রাতবিরেতে একা ফেরা শুধু মেয়েদেরই সমস্যা নয়। সবারই সমস্যা। তবে মেয়েদের ক্ষেত্রে হামলাবাজদের একটু উপরি থাকে, মামী যেমন বললেন, 'মাংসপিন্ড'। আর এ সমস্যা থাকবেই। অ্যাফ্রিকার জঙ্গলে গিয়ে কি হেঁটে হেঁটে ঘুরে বেড়ানো যায়? যেখানকার যা দস্তুর সেরকমই চলতে হয়।
Bratin | ১৫ নভেম্বর ২০১১ ২২:১৮ | 117.194.103.29
আচ্ছা। এত খারাপ অবস্থা। জানতাম না। আমার একটা খুব ঘনিষ্ঠ বন্ধু থাকে। তবে এ ব্যাপারে কথা হয় নি।
Tim | ১৫ নভেম্বর ২০১১ ২২:১৭ | 198.82.18.120
আজ্জোদা, ঃ-)
ppn | ১৫ নভেম্বর ২০১১ ২২:১৬ | 112.133.206.18
পামিদি, গাড়িতে অফিসের সিকিওরিটি দেবার পেছনে এই ঘটনাটা কাজ করেছে।
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন