কেন, আমি? আমি গত তিন্দিন ধরে বারো ঘন্টার শিফট কচ্ছি।
aka | ১৭ নভেম্বর ২০১১ ২৩:২৬ | 168.26.215.13
আমি তো এখনও আপিস করছি। তাইলে আমিই বোধহয়।
pipi | ১৭ নভেম্বর ২০১১ ২৩:২৬ | 129.74.191.152
অ কলি, তুমি কি নক্সভিলের আশপাশে থাক?
m | ১৭ নভেম্বর ২০১১ ২৩:২৬ | 117.194.35.8
তাও তো আরো অনেককিছু কমের তালিকা দেই নিঃ)
Ishan | ১৭ নভেম্বর ২০১১ ২৩:২৫ | 117.194.35.8
আমি এই আপিস সেরে উঠলাম। আমার মতো অভাগা আর কেউ আছে? এ ভুবনে?
pi | ১৭ নভেম্বর ২০১১ ২৩:২৫ | 72.83.76.29
আকাদা, পরে উত্তর দেবো।ঃ)
dri | ১৭ নভেম্বর ২০১১ ২৩:২৫ | 117.194.242.105
আপনাদের শুধু গ্লাটনি আর গ্লাটনি। এইরকম জীবনযাপন করলে পরের প্রজন্মের কি হাল হবে ভেবে দেখেছেন? কোথায় প্রিভেন্টেব্ল হেল্থ কেয়ার, কোথায় কী?
aka | ১৭ নভেম্বর ২০১১ ২৩:২৪ | 168.26.215.13
প্রশ্ন হল কেন?
কারণ দেশের হাঁসেদের কেউ মেরি বিস্কিট দেয় না।
pi | ১৭ নভেম্বর ২০১১ ২৩:২৪ | 72.83.76.29
হ্যাঁ, তিমি। শুধু নিরাপত্তা কম? হাঁস, ঝরাপাতা, মেরিবিস্কিট সবই কম তাইলে ঃ)
Tim | ১৭ নভেম্বর ২০১১ ২৩:২৩ | 198.82.18.154
মামী হাঁসের ডিমের কথা মনে পড়িয়ে দিলো। হয়ত আমি দেশে যেতে যেতে লুপ্ত হয়ে যাবে হাঁসেরা।
aka | ১৭ নভেম্বর ২০১১ ২৩:২৩ | 168.26.215.13
টিম - জো ডর গ্যায়া ওমর গ্যয়া
মানে ওমর গেছে। ঃ)
aka | ১৭ নভেম্বর ২০১১ ২৩:২২ | 168.26.215.13
আর দেশের পাতারা? অবহেলিত?
Tim | ১৭ নভেম্বর ২০১১ ২৩:২২ | 198.82.18.154
জো'র সাথে কে গেছে কঠিন পোশ্নো। কিন্তু ভেবে দ্যাখো, জো যার মুলুক তার। ঃ-)
pipi | ১৭ নভেম্বর ২০১১ ২৩:২১ | 129.74.191.152
হ্যাঁ ঠিক, পাই আমায় এখখানা চিকেন রান্না শিখিয়েছে বটে আর সেটা অতি উমদা খেতে হয়েছিল।
আর ইয়ে, শুনে কেউ হেসো না। আমি এই কিছুদিন অবধিও জানতাম না এদেশে চিলি মানে আসলে বিনস! ক'দিন আগে এক বন্দুক বাড়ি ঢুকেই ঘোষণ কল্লে উফ! প্রচুর চিলি খেয়ে ফেলেছি। বেথ দূর্দান্ত বানিয়েছিল, অতটা খাওয়া উচিত হয় নি ইত্যাদি। আমি সরলমতি মানুষ, ভাবলাম বেচারা আমেরিকান! কচকচ করে না জানি কতটা চিলি-ই না খেয়েছে। ওদের পেটে কি আর ঝাল সয়! আমি তাই যত্ন করে এক গ্লাস বরফ ঠাণ্ডা জল আর একটি পুদিনহরা নিয়ে তার হাতে দিয়েছি! তারপরে যা হল.... নাহ থাকঃ-(
aranya | ১৭ নভেম্বর ২০১১ ২৩:২০ | 144.160.226.53
তিমিটা মহা ফক্কড়। সি-ফুডের মধ্যে বেস্ট হচ্ছে কাঁকড়া। কেকে-কে নেমন্তন্ন নিয়ে চাপ নিতে বারণ কচ্ছি, আর নিউ ইয়র্ক/নিউ জার্সী/মেরিল্যান্ড পানে বেড়াতে আসার সাদর আমন্ত্রণ জানাচ্ছি। অবিশ্য এট্টু স্বার্থও আছে - এলেই প্রভুত মাস্কা মেরে রান্নাঘরে ঢোকানোর চেষ্টা করব, আর আমরা সব জোগাড়ে।
Tim | ১৭ নভেম্বর ২০১১ ২৩:২০ | 198.82.18.154
আমার এতদিন ধারনা ছিলো আমিই শুধু পিথিবিতে অসুখি। এখন হাঁসেদের মেরি বিস্কুট খাওয়ার গল্প শুনে সেই ধারনা ভেঙে গেল। পাই, দ্যাখো দেশের হাঁসেদের নিরাপত্তাও কত কম। ;-)
kk | ১৭ নভেম্বর ২০১১ ২৩:২০ | 107.3.242.43
ন্যাড়াদা, আমার বেশির ভাগ রেসিপিই বিশেষ ভাবে 'হেল্থ অ্যান্ড ফিটনেস ফ্রীক'দের জন্য বানানো , কাজেই নো চিন্তা।
টিম, আচ্ছা, সর্ষেবাটায় দিয়ে দিচ্ছি রেসিপিটা।
aka | ১৭ নভেম্বর ২০১১ ২৩:১৮ | 168.26.215.13
কিন্তু টিম জোর সাথে কে গেছে?
m | ১৭ নভেম্বর ২০১১ ২৩:১৭ | 117.194.35.8
ওগো আমি এইসব ভালো ভালো উৎকৃষ্ট খাবার চাই না- শিকাগোর বাছাবাছা দুখানা পিৎজা আর চারটি পেঁয়াজভাজা নিয়ে পাড়ার পার্কে মিশিগানের ধারে একটা গাছের ছায়ায় বসে কি শুয়ে একটা বই পড়তে চাই,কিম্বা ছেলের সাথে ঝরাপাতার উপরে গড়িয়ে পড়তে চাই কিম্বা সপরিবারে হাঁসেদের মেরি বিস্কিট খাওয়াতে চাই- খুব বেশি চাইছি কি?
aka | ১৭ নভেম্বর ২০১১ ২৩:১৭ | 168.26.215.13
জো কোথায় থাকে জানা নেই কিন্তু গেছে ডরে। ঃ)
Tim | ১৭ নভেম্বর ২০১১ ২৩:১৬ | 198.82.18.154
হ্যা হ্যা, কম টাইমের রেসিপিটা শুনি।
nyara | ১৭ নভেম্বর ২০১১ ২৩:১৬ | 115.184.18.98
তোমার বাড়িতে এ সপ্তাহ থাকলে রেকিউপারেট করতে মাস দুয়েক লাগবে। অদ্দিন ছুটি পাব না ভাই।
Tim | ১৭ নভেম্বর ২০১১ ২৩:১৬ | 198.82.18.154
কলিদি, এক্কেবারেই আপত্তি নেই। ঃ-)) বাঙালি খাবার নিন্দে করবো? ধম্মে সইবে? ঃ-)
kk | ১৭ নভেম্বর ২০১১ ২৩:১৫ | 107.3.242.43
পিপি, আমি ঈস্ট টেনেসীতে থাকি। চিলি তো খুব সহজ রান্না। ইন ফ্যাক্ট আমার যেদিন খুব কম টাইম থাকে আমি সেদিন বানাই। শিখিয়ে দেবো অখন।
pi | ১৭ নভেম্বর ২০১১ ২৩:১৪ | 72.83.76.29
পিপিকে যে আমি শেখালুম!! ঃ((
Tim | ১৭ নভেম্বর ২০১১ ২৩:১৪ | 198.82.18.154
জো ডর গ্যয়া, ও মর গ্যয়া। জোয়ের কথা হচ্ছে। বলুন্দেখি জো কোথায় থাকে?
aka | ১৭ নভেম্বর ২০১১ ২৩:১৪ | 168.26.215.13
আমার এক কলিগ ব্যপক চিলি রাঁধে। আমাদের এখানে প্রতিবছর চিলি রাঁধার কম্পিটিশন হয়। নিয়মিত জেতে। চিলি রেঁধে খানিক চিজ ছড়িয়ে দেয় ওপরে, খানিক মিষ্টি দেয়, আর বেশ ঝাল। সব মিলিয়ে ঘটি মুখে ব্যপক লাগে।
টিমঃ-))) কিন্তু কেষ্টকলি তুমি থাক কোথায়? আলবৎ আসতে পারি যদি নিয়ামৎ খাঁ সাহেবা হাতে ধরে আমায় খান দুতিন রান্না শিখিয়ে দেয়ঃ-)
এক বন্দুক দুদিন রেঁধে খাওয়ালে - জাম্বালায়া আর চিকেন চিলি। বেড়ে লাগল। নেক্সট টাইম বলেছে সিনসিনাটি চিলি রেঁধে খাওয়াবে। সে কি বস্তু জানি না, আমি আশায় আশায় আছি (ভস্মে ঘি না পড়লে হয়)। কেন যে আমায় হাতে ধরে একটু শিখিয়ে দেয় না। একখানা বোর্ড, একটি চাকু আর গুচ্ছের পিঁয়াজ, রসুন, বেল পেপার এসব দিয়ে রান্নাঘরের বাইরে ভাগিয়ে দেয় ফলে দেখতেও পাই না কেং কয়ে রাঁধল!
nyara | ১৭ নভেম্বর ২০১১ ২৩:০৯ | 115.184.18.98
গাম্বো কি কেজান? সোল ফুড? এসব কৃষ্ণকলির দপ্তর।
aka | ১৭ নভেম্বর ২০১১ ২৩:০৯ | 168.26.215.13
হ্যাঁ সত্যি? কলি নেমন্তন্ন করেছে? কোথায়? এইসব গুরুত্বপূর্ণ পোস্ট ছেড়ে কি নিয়ে পড়ে আছি? ঃ(
pi | ১৭ নভেম্বর ২০১১ ২৩:০৮ | 72.83.76.29
কিছুক্ষণ টিকে থাকলে চান্স আছে। সেটা এদেশের আইন শৃঙ্খলা ব্যবস্থার জন্য। সেটা অবশ্যই এখানে বেটার। যদিও ফিল প্রুফ নয় ( অন্ততঃ ছিনতাই ইত্যাদি কেসে আমার জানা বেশিরভাগ ক্ষেত্রেই কোন কিছু ফেরত পাওয়া যায়নি, কিন্তু ডাকলেই পুলিশ আসে, সেটা অবশ্যই ভালো ও দেহে্সর থেকে বেটার)। এবার কিছুক্ষণ টিকে থাকার চান্সটাই কম, বন্দুকের সংস্কৃতির জন্য। সেটা মনে হলে আগের নিরাপত্তা বোধটা নেগেটেড হয়ে ভয় ঢুকে যায়।
দেশের ভীড় বাসের কি রাস্তাঘাটে পাসিং কমেন্টসের অভিজ্ঞতা, অনেক বেশি তিক্তকর ও বিরক্তিকর। এখানে এসব অনেক কম। অন্ততঃ ভীড় বাসের ঘটনা হয়ইনা। কমেন্ত্স কি আজেবাজে তাকানো ? নেই বলবো না। কিন্তু কম। কিন্তু এখানে ঐ গাড়ি থামিয়ে বলা কথাগুলো ? আমার কাছে ভয়ের। দিল্লি গেলেও ভয় পাবো। কোলকাতায় এবারে নিউটাউন কি ট্যাক্সিতেও ভয়ই পেয়েছিলাম। এদেশের ট্যাক্সিতে একটি বাদে সব অভিজ্ঞতাই ভীষণ ভালো। এইসব।
তবে ব্যাং ব্যাং শ্রিম্প, ফ্রায়েড কালামারি, সি বাশ, আহি টুনা অতি উত্তম। মানে বেশ ভালো।
Tim | ১৭ নভেম্বর ২০১১ ২৩:০৬ | 198.82.18.154
আমি তো ভাবছি আকাদা আর নিশির মত কিছু খাবারের নিন্দে করবো। তাইলে কলিদি নেমন্তন্ন করবে। স্ট্র্যাটেজিটা বুঝে গেছি এতদিনে। শুধু কোন খাবারের নিন্দে করলে কাজ হবে বুঝছিনা।
aranya | ১৭ নভেম্বর ২০১১ ২৩:০৬ | 144.160.226.53
গাম্বো, চোপিনো - এগুলো কি জাতীয় খাবার ?
aka | ১৭ নভেম্বর ২০১১ ২৩:০৫ | 168.26.215.13
না না ভালো বাজে সবরকম কালামারিই আমি খেয়েছি।
তা ঐ কঠিন খাদ্যটার নাম কাপিনো না চাপিনো না cioppino?
pipi | ১৭ নভেম্বর ২০১১ ২৩:০৫ | 129.74.191.152
আমি অদ্যাবধি বোনফিশে খাই নাই। এই গ্রামে উহা আছে বটে। যেহেতু মাছ থেকে শ কদম দূরে থাকি তাই আজ আব্ধি গিয়ে উঠতে পারি নি। কেউ জদি একটু সাহস দেন আর বলে দেন যে ওখানে কি খাওয়া যেতে পারে তাহলে একটু ট্রাই করতাম আর কি। এক আম্রিকান পাব্লিক কোনদিন বারবিকিউতে খাই নি শুনি খুব ভালবেসে সেখানে খাওয়াতে নিয়ে গিয়েছিল। খাওয়ার সময় আমার মুখের অবস্থা দেখে আর জিগাতে সাহস পাই নি কেমন লাগল। আমিও এ জন্য তার কাছে চির কৃতজ্ঞঃ-)
শিকাগোতে স্টেক খাবার জন্য কোথায় যেতে হবে?
nyara | ১৭ নভেম্বর ২০১১ ২৩:০৫ | 115.184.18.98
আমি একবার ছুটিটুটি জমিয়ে কৃষ্ণকলির বাড়ি গিয়ে দিন তিনেক থাকব, বয়েস খুব বেশি বেড়ে যাবার আগে।
আকাবাবু, প্লিজ একবারটি আমার বাড়ি এসে হোমমেড গাম্বো খেয়ে যাও। তোমার মত পাল্টাবেই, গ্যারান্টী। পিপিও যদি আসো তাহলে চোপিনোও বানাবো। তবে ঐটা ন্যাড়াদার বলা রেস্তোঁরার মত হবে না।
nyara | ১৭ নভেম্বর ২০১১ ২৩:০২ | 115.184.18.98
আমার শিকাগো সম্পর্কে ফান্ডা নেই। মাইমা জানবেন। তবে cioppino বাইরে পেলেও কীরকম হবে কে জানে। শিকাগোই যদি যাব তো ভাল স্টেক খাব।
aka | ১৭ নভেম্বর ২০১১ ২৩:০১ | 168.26.215.13
না না ফ্রায়েড ক্যালামারি সব জায়গায় পাওয়া যায়।
এখনো অবধি আমার বেস্ট লেগেছে টরেন্টোর একটা গ্রীক রেস্টুরেন্টে। আর সেদিন বোনফিশে খেলাম। সেটাও বেশ।
অন্ততঃ ফ্রায়েড ক্যালামারি? তব তো ফির জানা পড়েগা। আর যাবেই যখন আগে গোল্ডেন গেট পেরিয়ে সসোলিটো গিয়ে পারলে স্মোকড স্যামন খেয়ে এস ওখানকার কোন ছোট ডেনিশ রেঁস্তোরায়। ফ্রায়েড কালামারিও।
pipi | ১৭ নভেম্বর ২০১১ ২২:৫৭ | 129.74.191.152
cioppino আমি কোনদিন খাই নি, নামই তো শুনলাম কাল। আর ইয়ে, ইতালীর চাপ্পা চাপ্পা ঘুরেও কোনদিন ও জিনিসের নাম শুনি নি। অয়স্টারের একরকম প্রিপারেশন খেয়েছি লেক গার্ডা অঙ্চলে আর চিংকোয়ে টেরেতে গিয়ে কিন্তু এই নাম ছিল না। এটা কি সানফ্রানসিসকো ছাড়া আর কোথাও পাওয়া জায় না? মানে, বাই এনি চান্স শিকাগোতে?
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন