এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • ppn | ২১ নভেম্বর ২০১১ ১৭:৪৭ | 204.138.240.254
  • দুখে আবার সেন্টি ক্ষাবেন না। আগের পোস্টটা পুরো মজা করে বলা।
  • ppn | ২১ নভেম্বর ২০১১ ১৭:৪৬ | 204.138.240.254
  • যাক, মানুষ মোরা! বাঙাল নই!!

    ঃ)
  • pi | ২১ নভেম্বর ২০১১ ১৭:৪৬ | 72.83.76.29
  • এই বিতর্কে জড়াতে চাই না। তবে কমরেড প্পনের একটি কথায় ক দিয়ে গেলাম। হেরো আর লুজার টার্মের মধ্যে পার্থক্য আছে।
  • dukhe | ২১ নভেম্বর ২০১১ ১৭:৪৫ | 122.160.114.85
  • নাঃ, ইবেদের আর আওয়াজ দেওয়া যাবে না । মানবাধিকার ইস্যু হয়ে যাচ্ছে । :)
  • m | ২১ নভেম্বর ২০১১ ১৭:৪৪ | 117.194.39.46
  • ঃ))
  • ppn | ২১ নভেম্বর ২০১১ ১৭:৪৪ | 204.138.240.254
  • * আমার 5:39-এর পোস্টে একটা কারেকশন আছেঃ

    "কেউ বলেছে আরে হেরেছো, তাই প্রতিবাদ-ফাদ বাদ?
  • q | ২১ নভেম্বর ২০১১ ১৭:৪৩ | 121.241.218.132
  • সব পোস্টের সঙ্গে নোটিশ লাগাতে হবে তাহলে যে এটা কোন পরিপ্রেক্ষিতে বা কোন পোস্টের রেফারেন্সে বলা! ভয়াবহ!!!
  • q | ২১ নভেম্বর ২০১১ ১৭:৪২ | 121.241.218.132
  • এ তো আচ্ছা গেরো! আমি আপনাকে কিছু বলিনি। aka-র Date :21 Nov 2011 -- 05:28 PM-এর পরিপ্রেক্ষিতে বলেছি। সেও যদি বলা না যায় তাহলে সত্যিই মহা মুশকিল।
  • Bratin | ২১ নভেম্বর ২০১১ ১৭:৪২ | 122.248.183.1
  • সেতো তোমরাও করো। আমরাও করি। হঠাৎ এমন কি হল বুঝতে পারলাম না। চেনা লোক গুলো কে হঠাৎ অচেনা হতে দেখে একটু অবাক ই লাগলো।
  • kc | ২১ নভেম্বর ২০১১ ১৭:৪১ | 194.126.37.78
  • আজ্জো, কালকেইতো প্পন আমার ৫% কয়ে বললে যে আমার ক্ষুব গায়ে লাগবে। তাই বললাম আর্কী। লেগেছেও বোধায়। ঃ-)
  • ppn | ২১ নভেম্বর ২০১১ ১৭:৪১ | 204.138.240.254
  • ওকে, তালে এমজি রোডই ফাইনাল করা হোক। আর আলসুরও আমার কবে থেকে কাছে হল? ঃ-)
  • q | ২১ নভেম্বর ২০১১ ১৭:৪০ | 121.241.218.132
  • উনিশ মাসের সিগনিফিক্যান্সটা কী?
  • Bratin | ২১ নভেম্বর ২০১১ ১৭:৩৯ | 122.248.183.1
  • আমার ব্যাপারে না করলে ই আমি বাধিত হতাম!! যদি আমাকে বাধিত হবার সুযোগ করে দেন তবে আমি যারপরনাই আনন্দিত হই।
  • ppn | ২১ নভেম্বর ২০১১ ১৭:৩৯ | 204.138.240.254
  • আর তোমার বাঙাল শব্দে আমার খারাপ লাগেনি। লুজার টার্মটার সাথে হেরো শব্দের তফাত আছে। কিন্তু সেটাও খারাপ লাগেনি (ব্যক্তিগত ভাবে)।

    যেটা সামান্য হলেও চোখে পড়ল সেটা হল তোমার বাক্যটায় একটা অ্যারোগেন্সের ভাব ছিল। "বিজয়ী' পার্টির তরফে 'বিজিতে'র প্রতি যেমন হয়ে থাকে।

    আর বললাম তো, লাস্ট উনিশ মাসেও রেফারিং নিয়ে একটু আধটু চিমটি কাটাই হয়েছে। কেউ বলছে আরে হেরেছো তাই প্রতিবাদ-ফাদ বাদ। এসো, চুপচাপ বশ্যতা স্বীকার কর যদ্দিন না আবার জিতছ?

    ভাটপাতাকে এত সিরিয়াসলি নিও না। আমার এই পোস্টকেও না। ঃ)
  • q | ২১ নভেম্বর ২০১১ ১৭:৩৮ | 121.241.218.132
  • কি মুশকিল। কোনো কমেন্টও করা যাবে না, নাকি?
  • Bratin | ২১ নভেম্বর ২০১১ ১৭:৩৭ | 122.248.183.1
  • ও ই আবার q ঃ-))))))
  • prateek | ২১ নভেম্বর ২০১১ ১৭:৩৬ | 122.179.81.170
  • আলসুর,মাইরি খালি নিজের দিকে টানা! এমজি তে উত্তম স্টেক পেলে আই এম গেম।
  • dukhe | ২১ নভেম্বর ২০১১ ১৭:৩৬ | 122.160.114.85
  • স্পিরিটটা দেখুন । ঝিন্দের বন্দীতে ময়ূরবাহন যখন বলে "শালা বাঙালী", তখন বাঙালীও গালাগাল হয়ে যায় । আবার লক্ষ্মণের শক্তিশেলে - "অমন করে হাঁটছিস কেন? লোকে বাঙাল বলবে যে ।" শুনলে স্রেফ মজা লাগে ।
  • q | ২১ নভেম্বর ২০১১ ১৭:৩৫ | 121.241.218.132
  • ছোটবেলায় বলা আর বড় হয়ে বলার মধ্যে তফাত থাকে না কি? ছোটবেলায় আমরাও বলতাম - "হেরো, হেরো, বাগবাজারের মেড়ো, আগে যদি জানতাম টিক্কি ধইরা টানতাম"

    তখন কিছু ভেবে বলতাম না। এখন বলতে পারবো না। পলিটিক্যালি ইনকারেক্ট এবং রেসিস্ট কথা। আর দ্বিতীয়তঃ টিকিটাও তো ভুল।
  • Bratin | ২১ নভেম্বর ২০১১ ১৭:৩৫ | 122.248.183.1
  • ধুর বাবা চাপ হয়ে যাচ্ছে গুরু তে।
  • aka | ২১ নভেম্বর ২০১১ ১৭:৩৪ | 75.76.118.96
  • মানে কেসি বলতে চাইল, ঐগুলো না বলে কেসিকে ৫% বলা হোক। পুরনো ট্রিক। ঃ)
  • Bratin | ২১ নভেম্বর ২০১১ ১৭:৩৪ | 122.248.183.1
  • নেই।
  • kc | ২১ নভেম্বর ২০১১ ১৭:৩৩ | 194.126.37.78
  • প্রসঙ্গতঃ জানিয়ে রাখি আমাকে যেকেউ সিপিএম, ঘটস, ভুঁড়িয়াল, চার অক্ষরের বোকা, দেশকুমার যা ইচ্ছে বলতে পারেন, আমার কুরুচিকর লাগেনা, গা এও লাগেনা। কিন্তু ৫% বলবেননা। বড্ড গায়ে লাগে। কামড়েও দিতে পারি।
  • aka | ২১ নভেম্বর ২০১১ ১৭:৩৩ | 75.76.118.96
  • ফরিদা বুঝেছি, কিন্তু বোতিন মনে হয় অত ভেবে বলে নি। যাস্ট পা টানছিল, আমারই তো কত লোকে পা টানে।
  • ppn | ২১ নভেম্বর ২০১১ ১৭:৩৩ | 216.52.215.232
  • ফরিদাকে কুর্নিশ।

    বোতিন, তোমাকে ঘট্‌স বললে আপত্তি আছে না নেই?
  • aka | ২১ নভেম্বর ২০১১ ১৭:৩২ | 75.76.118.96
  • বোতিন পুঃসিঃ, বিতর্ক তৈরি করার একটা ন্যচারাল প্রতিভা আছে, ওসব শুধু সেলিব্রিটিদেরই থাকে। ঃ))
  • pharida | ২১ নভেম্বর ২০১১ ১৭:৩১ | 61.16.232.26
  • aka, সেখানেই আপত্তি। বাংলা রঞ্জীতে পঞ্জাবের কাছে হেরে গেলে - অফিসে কারুর থেকে এই কথাটা শুনলে বেশ খারাপ লাগত।
  • prateek | ২১ নভেম্বর ২০১১ ১৭:৩১ | 122.179.81.170
  • যাই হক ব্রতীন মাইন্ড করোনা,ওভাররিয়াক্ট করে ফেলেছি--কারন আছে,ব্যাটে বলে হলে বলব ঃ)
  • t | ২১ নভেম্বর ২০১১ ১৭:৩১ | 61.12.12.84
  • মহাশ্বেতা দেবী নাকি আজ সাংবাদিক সম্মেলনে বলেছেন "আমরা কী জেনেশুনে একটা ফ্যাসিস্ট সরকার নিয়ে এলাম!' ঃ-B ঃ-B
  • m | ২১ নভেম্বর ২০১১ ১৭:২৯ | 117.194.39.46
  • আমার ছেলে সদা সর্বদা লুজার আর উইনার শব্দদুটি বলে থাকে- তারমধ্যে খুব সাংঘাতিক কিছু লুকিয়ে আছে বলে মনে হয় না। আর আমরা হেরো শব্দটা তো হামেশাই বলে এসেছি।
    যাগ্গে, এরমধ্যে 'আমি' নামক বাঙাল দোষবহ কিছু খুঁজে পাই নি।
  • ppn | ২১ নভেম্বর ২০১১ ১৭:২৯ | 216.52.215.232
  • মাইরি, ওই অঞ্চলে যাবো ক্যামনে? বরং এমজি রোডের দিকে স্টেক ফেক খাওয়া যাক - মেট্রো আসাতে এখন বহুত সুবিধা ওসব জায়গায় যেতে।

    না হলে আলসুরের ধাবাটায়? গুরুদোয়ারের গায়ে যেটা?
  • aka | ২১ নভেম্বর ২০১১ ১৭:২৮ | 75.76.118.96
  • এদেশে loser শব্দটা বেশ আপত্তিকর কিন্তু বাংলায় তো ""হেরো"" কথাটা কতই বলেছি।
  • pharida | ২১ নভেম্বর ২০১১ ১৭:২৮ | 61.16.232.26
  • দুখেবাউ, আমি দেখলাম recipient point of view থেকে। তাতেই খারাপ লাগল - জানিয়ে দিলাম - মিটে গেল।
  • dukhe | ২১ নভেম্বর ২০১১ ১৭:২৮ | 122.160.114.85
  • ভাই প্পন, ঘটিকে ঘটি বা ঘটস বলা কুরিচকর না । বাঙালকে বাঙাল বা জার্মান বলাও ।
  • Bratin | ২১ নভেম্বর ২০১১ ১৭:২৭ | 122.248.183.1
  • আমাকে কেন বলবে না , সেটাও বুঝলাম না ঘটি কে যদি ঘটি না বলো সেক্ষেত্রে কি বাঙাল বলবে নাকি?
  • prateek | ২১ নভেম্বর ২০১১ ১৭:২৭ | 122.179.81.170
  • যা হক BTM layout এ গিরিয়াসের উল্টো দিকে Punjabi times বলে একটা খ্যাঁটনের জায়গা আছে,অপ্পন,সান্দা,কল্লোলদা,ন্যাড়াদা এবং বাকিরা, হবে নাকি একদিন?
  • q | ২১ নভেম্বর ২০১১ ১৭:২৭ | 121.241.218.132
  • আচ্ছা - আনন্দবাজারে লিখেছে দেখলাম জনৈক বিদেশী সাংবাদিক নাকি ইস্ট-মোহন ডার্বিকে বিশ্বের সবচেয়ে বড় ডার্বি বলে অভিহিত করেছেন। এইটা আমার একটু অতিকথন মনে হল - এল ক্লাসিকো, বা সেল্টিক-রেঞ্জার্সের তুলনায় কি এটা বড় হবে? বিশেষ করে দ্বিতীয়টা তো দেশ-ধর্ম সবকিছু মিলিয়ে। আপনারা কি বলেন?
  • Bratin | ২১ নভেম্বর ২০১১ ১৭:২৬ | 122.248.183.1
  • আচ্ছা যা বুঝলাম। ঘটি তে আপত্তি নেই কিন্তু বাঙাল এ আপত্তি আছে । রাইট?

    যাইহোক এটা মজা করেই বলা । তাতে কেউ আহত হলে আমি দুঃখিত।
  • dukhe | ২১ নভেম্বর ২০১১ ১৭:২৬ | 122.160.114.85
  • ধুর । বাঙাল বা হেরো - কোনটাই গালাগাল কিছু নয় । কুরুচিকরও না । নির্দোষ আওয়াজ দেওয়া মাত্র ।
  • pi | ২১ নভেম্বর ২০১১ ১৭:২৪ | 72.83.76.29
  • আরে প্রতীকদারও মশামেসো কেস ?
  • m | ২১ নভেম্বর ২০১১ ১৭:২৪ | 117.194.39.46
  • ব্রতীন, কিছু মনে করি নি। জয়-পরাজয় তো লেগেই থাকবে।
  • ppn | ২১ নভেম্বর ২০১১ ১৭:২৩ | 216.52.215.232
  • ঘটিকে ঘটস বলা আরা বাঙালিকে বং বলা একই গোত্রের (বাঙালকে জার্মান বলাও)। বোতিন, তোমাকে আর বলব না। জেনেরিক যদি কাউকে ভবিষ্যতে বলেও থাকি, জানবে তোমাকে বাদ রাখা হয়েছে।
  • prateek | ২১ নভেম্বর ২০১১ ১৭:২৩ | 122.179.81.170
  • বাঙাল কথাটাতে আপত্তি থাকা সঙ্গত,ব্রতীন। অনেক বাঙাল আছে যারা মোবার সাপোর্টার যেমন আমি,ওরকুট MB comm এ গেলেও পাবে এমন অনেক। এছাড়া loser শব্দটি খুব charitable নয়--ক্যালকম হলে অন্য কথা ছিল।
  • Bratin | ২১ নভেম্বর ২০১১ ১৭:২০ | 122.248.183.1
  • অপ্পন তো আমাকে এবং অনেক কে ঘটস নামে অভিহিত করেছে। কাউকে প্রতিবাদ করতে দেখিনি।

    যাই হোক তোমার যখন খারাপ লেগেছে তখন আমি আমার বক্তব্য প্রত্যাহার করে নিলাম।
  • ppn | ২১ নভেম্বর ২০১১ ১৭:১৯ | 216.52.215.232
  • নাঃ, বোতিন, কথাটা লাস্ট উনিশ মাস ধরে একটু পাল্টেও হয়ত বলা যেত কারোর তরফ থেকে।

    গায়েটায়ে লাগেনি। ফরিদার কথার পিঠে বলা।
  • prateek | ২১ নভেম্বর ২০১১ ১৭:১৬ | 122.179.81.170
  • পেনাল্টি নিয়ে ফিফার গাইডলাইন দেখে নিন। নাহ এই বিষয়ে আর পোস্টাবনা-- let's extend our comrades an extended healing time!
  • pharida | ২১ নভেম্বর ২০১১ ১৭:১৫ | 61.16.232.26
  • আপত্তি কি সঙ্গত নয়? আর একটু ভেবে দেখা প্রত্যাশিত ছিল।
  • prateek | ২১ নভেম্বর ২০১১ ১৭:১৩ | 122.179.81.170
  • আরে ধুর মহায়,রুপায়ন তো "লেজেন্ডারি জার্মান",ইফ এট অল দ্যাট টার্ম মেকস এনি সেন্স
  • dukhe | ২১ নভেম্বর ২০১১ ১৭:১৩ | 122.160.114.85
  • ফরিদার 5:09 PM এর পোস্টটা বুঝলাম না ।
  • Bratin | ২১ নভেম্বর ২০১১ ১৭:১২ | 122.248.183.1
  • কেন? আমি বলতে চেয়েছি কোন রকম প্রতিবাদ ছাড়া হার স্বীকার করতে। আর কিছু তো বলি নি? নাকি বাঙাল কথা টাতে আপত্তি?
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত