আর ফর্সা হতে চায়। কতো যে ফর্সা কর্বার ক্রীম,লোশোন। অদ্ভুত সব পাগলামি। সবাই কি সমাজের চাপে ক্লিষ্ট মানুষ? ছেলেরাও তো ব্যাভার করে।
এ বিষয়ে আমার একটা থিওরী আছে, যদিও এর আগেই সেটা অনেকে ইউজ করে ফেলেছেন।
Bratin | ২৬ নভেম্বর ২০১১ ১১:২২ | 117.194.97.176
এখন কারোর হাতে সময় নেই। সবাই ইন্সট্যান্ট রেজাল্ট চায়। তা পেশী হোক বা বিউটি!!
m | ২৬ নভেম্বর ২০১১ ১১:২১ | 117.194.36.23
ক্রফোর্ড মার্কেটে ভয়াবহ আগুন।
dd | ২৬ নভেম্বর ২০১১ ১১:১৬ | 124.247.203.12
আর জিম ও আছে। প্রতি পাড়ায়। ছোটোবেলায় প্রতি পাড়ায় বডি বিল্ডিংএর আখড়া থাকতো,ডামবেল,মুগুড় এইসব। এখন বোধয় কেউ ই অমন মাস্কেল ফুলিয়ে হাত বেঁকিয়ে হাঁটতে চায় না।
m | ২৬ নভেম্বর ২০১১ ১১:১৫ | 117.194.36.23
দীপ্তেন্দা, ছেলেরাও কিছু পিছিয়ে নেই।ইউনিসেক্স পার্লারে সাদা ভুতের মত গুঁফোলোক দেখে আঁতকে উঠতে হয়।শুদু মে দের নাম কল্লে হবে না।
dd | ২৬ নভেম্বর ২০১১ ১১:১৪ | 124.247.203.12
তা ছাড়াও প্রতি পাড়ায় বিউটি সেলুন। গাড়ীতে বা বাসে গেলে খুব ছোটো টাউনেও দেখি।
ফেসবুকে দেখছিলাম, বোধয় কোনো খুব ছোটো শহরের অমন একটা বিউটি পার্লার। পেডিকিওর,থ্রেডিং - এগুলো ভালো করে লিখতেই পারে নি। কিন্তু নিশ্চয়ই ওসব হয় ওখানে।
pi | ২৬ নভেম্বর ২০১১ ১১:০৭ | 72.83.76.29
মেকাপের অনেকটাই তো বৌকে ফস্সা দেখাতে হবে, এই দাবীদাওয়া থেকে ঃ)
dd | ২৬ নভেম্বর ২০১১ ১১:০৫ | 124.247.203.12
শুধু ছাইন করে বে' হয়েছিলো। কেউ আমায় মেকাপায় নি।
এটা আশ্চজ্জি লাগে, ঘন্টা দুয়েক ধরে দেখি মে মানুষদের মুখের উপর কুস্তী চলে, এটা লাগায়, সেটা লাগায়। মনস্থির কিছু নেই, লাগিয়েই কিছু পরে স্টীম লাগিয়ে ভিম দিয়ে ঘষে তুলে দেয়। ফের লাগায়।
সেদিন একটা বিয়ের বউকে দেখলাম,এম্নি মেকাপ দিয়েছে যে মনে হচ্ছে সেরামিকের মুখোস পরে বসে আছ। চীনামাটীর পুতুল যেম্নি হয়। সে ভালো করে হাসতেও পারছে না। পাছে গাল দুটো ঝন ঝন করে ভেঙে যায়।
এ সব সহ্য করে কেং করে।
byaang | ২৬ নভেম্বর ২০১১ ১১:০১ | 122.167.72.169
হ্যাঁ হ্যাঁ শিগ্গির শিগ্গির বল।
m | ২৬ নভেম্বর ২০১১ ১১:০০ | 117.194.36.23
দীপ্তেন্দা শিগ্গির তোমার বিয়ের গপ্পো বলো।
pi | ২৬ নভেম্বর ২০১১ ১০:৫৯ | 72.83.76.29
ঘর্মযোগী... ঃ)))
pi | ২৬ নভেম্বর ২০১১ ১০:৫৯ | 72.83.76.29
ব্যাঙদির মেইল দেখতে গিয়ে দেখি হিন্দোলদার মেইল ও এসে গেছে ঃ)
dd | ২৬ নভেম্বর ২০১১ ১০:৫৮ | 124.247.203.12
এগারোটাও বাজে নি। এরই মধ্যে ঘুম থেকে উঠে পরেছেন দেশের সাহেব মেমেরা? কর্মযোগী নাকি? না কি ঘর্মযোগী(জগিং টগিং করেন)?
আমার কথা আলাদা। ছেন্নাইতে আপিসে বসে আছি। চাদ্দিক বিষ্টিতে ভেজা।
pi | ২৬ নভেম্বর ২০১১ ১০:৫৬ | 72.83.76.29
প্পন, কিছু মেইল তো দেখেছো। ওগুলো হল যত কোয়ারি আসে তার ৫% ঃ)
খুলতে , লিখতে অসুবিধা হয় বলে তো সেটা গুরুর পাতায় লিখতেও পারেন না অনেকে।
যাগ্গে, এ নিয়ে আর তর্কে যাবো না। এগুলো তো হয়েই যাচ্ছে।
byaang | ২৬ নভেম্বর ২০১১ ১০:৫৬ | 122.167.72.169
মিঠু, ঃ-))))))))
m | ২৬ নভেম্বর ২০১১ ১০:৫৫ | 117.194.36.23
জুলপি!!!
তারপর আবার হাসপাতালযাত্রী খুঁজে বের কত্তে হবে!
pi | ২৬ নভেম্বর ২০১১ ১০:৫৪ | 72.83.76.29
এই লেখালেখি, টই খোলার হেলপফাইলটা।
আর ইউনিকোড হয়ে যাওয়া।
byaang | ২৬ নভেম্বর ২০১১ ১০:৫৩ | 122.167.72.169
পাই, মেল আমি পড়েছি। তবে তুই একবার আনন্দবাজারের শনিবারের পত্রিকাটা পড়ে দেখতে পারিস। ঃ-)
গাইডলাইন আসলেও ক্ষিস্যু হবে না, যদি না লোকে একটু খাটতে রাজি না থাকে।
pi | ২৬ নভেম্বর ২০১১ ১০:৫৩ | 72.83.76.29
কিন্তু সুচিত্রা মাহাতোর ফটো নিয়ে মামুর সন্দেহটা ঠিক কী ? তারানন্দে অন্য কারুর ফটো দেখাচ্ছে ?
siki | ২৬ নভেম্বর ২০১১ ১০:৫২ | 122.177.206.241
কী পারবে? কীসের গাইডলাইন?
byaang | ২৬ নভেম্বর ২০১১ ১০:৫০ | 122.167.72.169
আর হাত-পা তো বটেই, মুখেও ওয়াক্সিং, বিশেষ করে জুলপির দিকটা। আঃ, ভাবতেই ...........
pi | ২৬ নভেম্বর ২০১১ ১০:৫০ | 72.83.76.29
আমি বোধহয় পারবো। কারণ, ফেসবুকের গ্রুপে রোমানে পোস্টটা পড়েছি। নতুন গুরুতে এই গাইডলাইনগুলো যে কবে আসবে ঃ(
byaang | ২৬ নভেম্বর ২০১১ ১০:৪৮ | 122.167.72.169
মিঠু ঃ-)) সেইজন্যই তো আমি ওদের মেকাপ করতে চাইলাম। মামুর ভুরুগুলো এত সুন্দর সরু বাঁকা ধনুকের মতন করে দেব!! মামুর রূপচর্চার ডিটেলস নিয়ে আর কোনো প্রশ্নই থাকবে না।
ppn | ২৬ নভেম্বর ২০১১ ১০:৪৭ | 112.133.206.18
কেউ হিন্দোলের লেখা পাঠোদ্ধার করতে পারলে জানিও।
মামী। ঃ))
m | ২৬ নভেম্বর ২০১১ ১০:৪৬ | 117.194.36.23
ভুরু আর লোম তোলাও কিন্তু মেকাপের অংশঃ)
byaang | ২৬ নভেম্বর ২০১১ ১০:৪৬ | 122.167.72.169
মিঠু ঃ-))
byaang | ২৬ নভেম্বর ২০১১ ১০:৪৫ | 122.167.72.169
সিকির মেয়ের বিয়েতে আমাকে সিকির আর মামুর মেকাপ করে দেওয়ার দায়িত্ব দেওয়া হোক।
byaang | ২৬ নভেম্বর ২০১১ ১০:৪৩ | 122.167.72.169
আহা রে! ক্ষী ক্ষষ্ট! তাও তো তোর বিয়েটা হয়েছিল। আজকের আনন্দবাজারের ক্রোড়পত্রটা যদি পড়তিস, তাহলে তোর আর বিয়েই হত না। মানে বিয়ে করার ইচ্ছেটাই চলে যেত।
m | ২৬ নভেম্বর ২০১১ ১০:৪৩ | 117.194.36.23
মেয়ের বিয়েতে যতখুশি মেকাপ করে নিওঃ)
m | ২৬ নভেম্বর ২০১১ ১০:৪১ | 117.194.36.23
বাড়িতে কিছু হয় নি, এয়োতির কোনো চিহ্নই কোথাও ছিলো না-বাবার এতে কোনো আপত্তিও ছিলো নাঃ)-অন্য আত্মীয়দের কিছু মনে হলেও সেটা আমি জানি না, মানে কান আসে নি
ঐ বাড়িতে অবশ্য আলোচনা হয়েছে,কানেও এসেছে -এরকম কালাপাহাড় বৌ তো সচরাচর চোখে পড়ে না- এখন আর ওদের দোষ দেই নাঃ)
siki | ২৬ নভেম্বর ২০১১ ১০:৩৬ | 122.177.206.241
আমায় ক্ষেউ মেকাপ করায় নি। ক্ষেউ না। আমি বিনা মেকাপে বিয়ে করেছিলাম।
byaang | ২৬ নভেম্বর ২০১১ ১০:২৮ | 122.167.72.169
মিঠু, ঃ-) বাড়িতে অশান্তি হয় নি? আর বৌভাঅতের দিন ছেড়ে কথা বলেছিল লোকজন? আমি অবিশ্যি বিয়ের দিন খুব সেজেছিলাম, জীবনে ঐ একবারই অবশ্য। আর সাজতে পেরে খুব আনন্দ হয়েছিল।
pi | ২৬ নভেম্বর ২০১১ ১০:১২ | 72.83.76.29
ব্যাঙদি, মেইল দেখো।
m | ২৬ নভেম্বর ২০১১ ১০:০৯ | 117.194.36.23
আমার বিয়েতে আমি সাজিই নি বলা যায়- শুধু এক টিপের চারদিকে খুব ছোট্ট একটা নকশা ছিলো- নো রং চং- এখন বিয়ের ছবি দেখলে মনে হয়, পাশে যে সব মেয়েরা দাঁড়িয়ে আছে তাদের ই কারুর বিয়ে- ভুল করে আমার কপালে একটু চন্দন লেগে আছেঃ) তবে ঘরোয়া কায়দায় শাড়ি পড়াটা নিয়ে অনুশোচনা আছে।
byaang | ২৬ নভেম্বর ২০১১ ১০:০৪ | 122.167.72.169
ঃ-) সেই সময় আবার আমারই সামনে বসে একটা মেয়ে নিজের মুখে ওয়াক্সিং করাচ্ছিল। আমাকে তাকে দেখিয়ে প্রচুর মোটিভেট করার চেষ্টা করা হয়েছিল। কিন্তু আমার সঙ্গে শেষ অব্দি এঁটে উঠতে পারে নি।
Du | ২৬ নভেম্বর ২০১১ ০৯:৫৯ | 117.194.200.210
ঃ) আমি এখনো না উঠে আসাটা রিপেন্ট করি
byaang | ২৬ নভেম্বর ২০১১ ০৯:১৬ | 122.167.72.169
আমার বিয়ের দিনেও আমার ভুরুতে হাত দেওয়ার চেষ্টা করায়, ""এই রইল আপনাদের মেকাপ, আমি বিনা মেকাপেই বিয়ে করব'' বলে উঠে পড়ায় আবার আমাকে হাতে-পায়ে ধরে বসানো হয়েছিল। তারপর আর কেউ হাতে সুতো ধরে ভুরুর দিকে তাকানোর সাহসই করে নি।
Du | ২৬ নভেম্বর ২০১১ ০৮:৪৯ | 117.194.200.210
এবং ওটি নিজেকে করতে দেওয়াই ভালো। আমি নিজের বিয়ের সাজের প্রস্তুতিতে ভুরু প্লাক করতে গিয়েছিলাম। এই মারি কি সেই মারি করতে করতেই পুরো যন্ত্রনাটা সহ্য করেছিলাম, মেরে টেরে উঠে আসিনি নেহাতই নিজের বিয়ে বলে ঃ(
Lama | ২৬ নভেম্বর ২০১১ ০৭:৪৮ | 117.194.229.64
ভুরু? কেন গুরু?
prateek | ২৬ নভেম্বর ২০১১ ০৭:২৯ | 122.172.179.145
আমার কাছে country club র একদিনের পাস আছে,২৫ ডিসেম্বর পর্য্যন্ত ভ্যালিড,লুরুবাসী কারো চাই?--ফ্রী,ফ্রী।
pharida | ২৬ নভেম্বর ২০১১ ০০:৫৬ | 182.68.167.39
তাও বেশ ভালো। মজাদার।
byaang | ২৬ নভেম্বর ২০১১ ০০:৪৯ | 122.167.248.213
অবিশ্যি, এক বছরেরও বেশি পুরনো অ্যাড।
byaang | ২৬ নভেম্বর ২০১১ ০০:৪৮ | 122.167.248.213
ফরিদা, কাজ খুঁজছিস? এই নে, এই অ্যাডটা দ্যাখ।
Tim | ২৬ নভেম্বর ২০১১ ০০:৪৫ | 24.13.11.220
কাজের নাই শ্যাষ, কাজের নাই শ্যাষ....
byaang | ২৬ নভেম্বর ২০১১ ০০:৪০ | 122.167.248.213
ওঃ। আজকে শুধুই ভুরু প্লাক করা নিয়ে আলোচনা হবে। ক) ভুরু প্লাক করতে কোনো বিউটি পার্লারে যেতে হয় না। খ) ধনুকের মতন বাঁকা ভুরু দুই উপায়ে করা যায় - ১) উপকরণ - একটি ছোট্ট চিমটে, ইংরেজিতে বলে টুইজার। আর একটি বড় বা ছোট আয়না। ছোট আয়না হলে সুবিধে বেশি। পদ্ধতি - ধৈর্য্য এবং সময়সাপেক্ষ। সুবিধে নিজে নিজেই করা যায়। হিমটে দিয়ে একটি একটি করে ভুরুর লোম উপড়ে ফেলতে হয়। পদ্ধতিটির নাম প্লাকিং। ২) উপকরণ - একটি পোক্ত মতন লম্বা সুতো। পদ্ধতি - চটজলদি। নিজেও নিজেও করা যায়, তবে নিখুঁত হওয়ার চান্স খুবই কম। তাই অন্য কাউকে দিয়ে করানোটাই সুবিধেজনক। যিনি করবেন তিনি লম্বা পোক্ত সুতোটির এক প্রান্ত নিজের দাঁতে দুই পাক দিয়ে পেঁচিয়ে রেখে, সুতোটি কামড়ে ধরে সুতোটির অন্য প্রান্তটি দুই হাত দিয়ে ধরে ঘষে ঘষে আপনার ভুরুর উটকো লোমগুলি উপড়ে দিয়ে ভুরুটি বাঁকা ধনুকের মতন করে দেবেন। তবে বেশির ভাগ সময়ই দুই ভুরুর মধ্যে সামঞ্জস্য রক্ষা করাটা খুব সহজ হয় না, বাঁদরের পিঠে ভাগ কেস হয়ে যায়। পদ্ধতিটির নাম থ্রেডিং।
এই দুই পদ্ধতিতেই যেকোনো জায়গাতেই ভুরু বাঁকা ধনুকের মতন করে ফেলা যায়। নিজের বাড়িতে , বন্ধুর বাড়িতে, শালবনির জঙ্গলে, এমনকি মান্যতা টেক পার্কের সিঁড়িতে বসেও। মামুকে এর জন্য আলাদা করে বিউটি পার্লরে যেতে হবে না।( বাধ্যতামূলক স্মাইলিগুলো তাড়াতাড়ি দিয়ে দিই।) ঃ-)) ঃ-))
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন