এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • Ho | ২৪ নভেম্বর ২০১১ ১৬:২২ | 121.242.160.180
  • বেশ বেশ। কিন্তু নেত্য তো ব্রেভ বয়, আবার নার্ভাস কেন? একবার ডিসাইড করে ফেলেচে মানেই তো ভয়টয়ের আর জায়গাই নেই। আর নেতু বেশ ভাল রান্না জানে পড়লাম, গুড গুড, তেমন তেমন পরিস্থিতিতে জব্দ হয়ে পড়ার চান্স কম। এরম হলে চিন্তা নেই। ভালোই ফাইট দেবে। নে-তু নে-তু নে-তু...
  • titli | ২৪ নভেম্বর ২০১১ ১৬:১৯ | 121.241.218.132
  • মন কি আলুকাবলির জন্য হু হু করছে?
  • Bratin | ২৪ নভেম্বর ২০১১ ১৬:১৬ | 122.248.183.11
  • মিঠুর আবার কি হল?
  • Bratin | ২৪ নভেম্বর ২০১১ ১৬:১৫ | 122.248.183.11
  • না আমি খুব SMS করি। মাসে ৫১০ টা SMS আমার মাঝে মাঝে কম পড়ে যায়। ( ইবে সমর্থক তো কম নয়!!)
  • m | ২৪ নভেম্বর ২০১১ ১৬:১৪ | 117.194.37.67
  • মনটা একটু হু হু করছে..
  • Bratin | ২৪ নভেম্বর ২০১১ ১৬:১২ | 122.248.183.11
  • নেতাই টই তে।

    ধুতি পাঞ্জাবি পরেছিল। কিন্তু চুলে শ্যাম্পু করে নি। কোনো মানে হয়? একটু নার্ভাস ছিল। কিন্তু মুখে কিছু হয় নি এমন একটা হাসি ফুটিয়ে রেখেছিল।

    তাঁর নাম রুবী। রায় নয়। বর্মন। তিনি একটি ম্যাজেন্টা রঙের বেনারসী পরে ছিলেন। কেউ কোথায় নেই তাই আমই নিজেই স্মার্ট লি গিয়ে । নমস্কার আমি ব্রতীন। প্রসেনজিতের বন্ধু । এই বলে শাড়ী টা গছিয়ে দিলাম।
  • siki | ২৪ নভেম্বর ২০১১ ১৬:১১ | 123.242.248.130
  • এটা তো রামকুমারের গান।
  • kd | ২৪ নভেম্বর ২০১১ ১৬:০৯ | 59.93.247.172
  • হা হা, ওটা আমি।
    লাইনটা সকাল থেকে খুব জ্বালাচ্ছে।
  • siki | ২৪ নভেম্বর ২০১১ ১৬:০৮ | 123.242.248.130
  • আমি আবার খুব বিষয়ী। ইনবক্সে কেবল আইসিআইসিআই ব্যাঙ্কের দৈনিক স্টেটমেন্টটা ছাড়া আর কিছুই রাখা থাকে না। এমনকি পরের্দিন স্টেটমেন্ট এলে আমি আগের্দিনের্টা ডিলিট মেরে দিই।
  • Ha | ২৪ নভেম্বর ২০১১ ১৬:০৭ | 59.93.247.172
  • একদা এক বাঘের গলায় হাড় ফুটিয়াছিল।
  • Ho | ২৪ নভেম্বর ২০১১ ১৬:০১ | 121.242.160.180
  • বোতিন্দা মেনু কোথা-আ-আ-আ-আ-আ-য়? টইতে না এখেনে? আর শুধু মেনু দেখে ক্যা হোগা? নেত্য কীভাবে টোপর মাথায় দিয়ে নাবল গাড়ি থেকে ধুতিতে পা জড়িয়ে পড়তে পড়তে, হু ওয়াজ দ্য নিদবর, নেত্যনী কেমন (মানে ভবিষ্যতে কেমন হবার সম্ভাবনা - ঠিকঠাক না ভয়াবহ, পোথোম দিন তো সবাই শান্তশিষ্ট হয়েই থাকেন, ক্রমে ক্রমে জ্যোতি প্রকাশিত হয়, নেত্য কতটা বাউন্সার সামলাতে পারবে তেনার) ইত্যাদি না থাকলে সামগ্রিক বিবরণ সম্পূর্ণ হয় নাকি?
  • ppn | ২৪ নভেম্বর ২০১১ ১৫:৫৯ | 204.138.240.254
  • আমার ইনবক্স তো সবসময় উপচে পড়ে থাকে। পুরনো মেসেজ ডিলিট না মারলে নতুন মেসেজ ঢোকে না।

    এইবার কেসি আমাকে ৫% বলবে। তাতে আমার বয়েই গেল। ;-)
  • de | ২৪ নভেম্বর ২০১১ ১৫:৫৭ | 203.197.30.4
  • আরে আমাকে এসেমেস পাঠালে আমার পড়বার চান্স খুব কম -- আমার ইনবক্সে রোজ থোকা থোকা এসেমেস আসে, একসাথে ধরে সব ডিলিট মারি :))
  • Bratin | ২৪ নভেম্বর ২০১১ ১৫:৫৩ | 122.248.183.11
  • কিন্তু kc আমাকে তো জানো । কেমন ফলো আপ করি। সেদিন দে কে SMS করে রেজাল্ট জানালাম কোন উত্তর নেই। তারপরে পরশু চাটে ধরে SMS পেয়েছে কিনা জিগালাম? ঃ-))
  • kumu | ২৪ নভেম্বর ২০১১ ১৫:৫২ | 122.160.159.184
  • আহা সিকি,দুক্ষু করো না।কথাটা হলো ট্যাক্সো নিয়ে আমি এট্টা গভীর জটাজাল পাকিয়ে রেখেচি,সেটা একবার অর্পণকে বল্লাম ফোনে,অর্পণ একবারেই বুঝে গেল গোলমালটা,তাতে আমি ভারি খুশী হয়েচি।
    এখন তোমাকে বা আর কাউকে ঐ সমস্যা আবার বলা সম্ভব না,কারণ তার গোড়াটা ভুলে গেছি,আগাটা মনে আছে।

    তবে অপ্পণ নিশ্চই মনে রেখেছে।তাই কইছিলুম,ওরে চটিও না।
  • pharida | ২৪ নভেম্বর ২০১১ ১৫:৫০ | 61.16.232.26
  • ঝিকি, হয়নি। উটিদাবাদ নাম হলে আমি উটিদা হতাম -

    আসলে নামটা ইন্দোডাক্তারের দেওয়া - সে মেরামত না করলে হবে না ঃ))

    আমি ভাবছিলাম ভাটুরেদের ছবি নিয়ে - ছোটো গ্রুপে - দু তিনজনের - তাতে একটা ছবির ক্যাপশন

    ঝিকি, কিকি, সিকি
    হাসে খি খি খি খি।।
  • siki | ২৪ নভেম্বর ২০১১ ১৫:৪৯ | 123.242.248.130
  • সেদিন তো একগাদা উট এসেছিল আমাদের পাড়ায়, আদবানিকে ওয়েলকাম জানাতে।
  • Bratin | ২৪ নভেম্বর ২০১১ ১৫:৪৯ | 122.248.183.11
  • বা কাস্টার্ড?
  • kc | ২৪ নভেম্বর ২০১১ ১৫:৪৮ | 194.126.37.78
  • গা ঢাকাই দিয়েছিল। কালকের রেজাল্ট দেইখ্যে আবার গা ঝাড়া দিয়েচে। ঃ-)
  • Bratin | ২৪ নভেম্বর ২০১১ ১৫:৪৮ | 122.248.183.11
  • ঝিকি লুচি উত্তম । কিন্তু গরম গরম না খেলে মজা নেই।

    মাখো মাখো করে গাজরের হালুয়া করতে পারো।
  • Bratin | ২৪ নভেম্বর ২০১১ ১৫:৪৭ | 122.248.183.11
  • আ। তাই বলো আমি ভাবলুম ইবে হারাতে গা ঢাকা দিয়েছো। পাপী মন ঃ-((
  • Bratin | ২৪ নভেম্বর ২০১১ ১৫:৪৬ | 122.248.183.11
  • Ho কি কাজু নাকি? মেনু লিখলাম তো দেখো নাই?
  • de | ২৪ নভেম্বর ২০১১ ১৫:৪৫ | 203.197.30.4
  • কুমুদির লেখায় উটেরা বে কর্তে চায় না শুনে এট্টু অবাক হয়েছিলাম -- পরে দেখলাম চোখের্দোষ!
  • Jhiki | ২৪ নভেম্বর ২০১১ ১৫:৪৩ | 182.253.0.99
  • আজ যে ফরিদা
    কাল হবে উটিদা
  • de | ২৪ নভেম্বর ২০১১ ১৫:৪৩ | 203.197.30.4
  • আবার এলুম -- বোতীন -- কলকাতায় ছিলুম তো! কনফারেন্সে!

    ঝিকি, ভেজ টিকিয়া বানাও -- সব সবজি(গাজর, বিনস, মটর) উইথ আলু সিদ্ধ করে রেখে দাও, চটকে নিয়ে নুন,চাট মসলা, মিক্সড হার্বস দাও, তেলে পেঁয়াজ ভেজে সাঁতলে নাও গোটাটাকে! এই অব্দি করে আজ রাতে ক্ষান্ত দাও! কাল সকালে মাইক্রোতে এটাকে হাল্কা গরম করে, সাথে ব্রেড ক্রাম্ব দিয়ে মাখো টাইট করে, টিকিয়া বানিয়ে ডিম ফেটিয়ে চুবিয়ে আর হাল্কা করে ব্রেড ক্রাম্বে আরেকবার গড়িয়ে অল্প তেলে ফ্রাই করো!

    জয় হো থেকে কাজু হো হলো তালে!
  • pharida | ২৪ নভেম্বর ২০১১ ১৫:৪০ | 61.16.232.26
  • কুমুদি, কদিন পরেই ফরিদাবাদ উটি হয়ে যাচ্ছে - কথা এগোচ্ছে শুনলাম ।

    আমার নাম নিয়েই ব্যাপারটা আটকে আছে যদিও ঃ))
  • kumu | ২৪ নভেম্বর ২০১১ ১৫:৩৯ | 122.160.159.184
  • গ্রেট লেডিজ - ইঃ।
    তবে চিকেন স্যালাড?
  • Ho | ২৪ নভেম্বর ২০১১ ১৫:৩৮ | 121.242.160.180
  • *যাব
  • Ho | ২৪ নভেম্বর ২০১১ ১৫:৩৮ | 121.242.160.180
  • নেত্যর বে-র লাইভ ধারাবিবরণী নিয়ে একটা টই খোলা হয়নি অ্যাদ্দিনে? ওখানেই ভেবেছিলাম পুরো আপডেটিত হয়ে জাব।
  • kumu | ২৪ নভেম্বর ২০১১ ১৫:৩৭ | 122.160.159.184
  • ফরিদার ফরিদাবাদে প্রচুর উট,তাদের দেখে কষ্ট হয়।অতবড় শরীর নিয়ে শুধু গাড়ী টেনে মরে,আর কিছুই করেনা/বা কর্তে চায় না।
  • ppn | ২৪ নভেম্বর ২০১১ ১৫:৩৭ | 204.138.240.254
  • ইসে, ঝিকি, ম্যাগি?
  • Jhiki | ২৪ নভেম্বর ২০১১ ১৫:৩৬ | 182.253.0.99
  • ও কুমুদি, ফ্রুট স্যালাড/আপেল স্যালাড আমার প্রথম পছন্দ ছিল, তিনি খেতে ভালো-ও বাসেন.... তবে তিনি সেটা নিয়ে যেতে রাজী নন ঃ(
  • Jhiki | ২৪ নভেম্বর ২০১১ ১৫:৩৪ | 182.253.0.99
  • আমারই এখন বাড়ী ফিরে আলুকাবলি খেতে ইচ্ছে করছে! আলু তো সেদ্ধ হয়ে যাবে, মশলা সবসময় বানানো থাকে, খালি নেই ভেজানো ছোলা ঃ(ঃ(
  • kumu | ২৪ নভেম্বর ২০১১ ১৫:৩৪ | 122.160.159.184
  • এবার এই কাজুর এট্টা বে দেয়া আমাদের কত্তব্য।

    ঝিকি- ফ্রুট স্যালাড।
  • oharida | ২৪ নভেম্বর ২০১১ ১৫:৩২ | 61.16.232.26
  • * হেলদি
  • pharida | ২৪ নভেম্বর ২০১১ ১৫:৩১ | 61.16.232.26
  • এ হে, একটা ছোটো টাইম মেশিন ও লাগবে সেক্ষেত্রে ঃ))

    তার্চেয়ে পিজ্জা ভালো - হেলি্‌দ একটু কম হলেও !!
  • Jhiki | ২৪ নভেম্বর ২০১১ ১৫:২৯ | 182.253.0.99
  • আলুকাবলি খিদে আমারও পেয়ে গেল.... কিন্তু ভেজানো ছোলা তো নেই!!
  • siki | ২৪ নভেম্বর ২০১১ ১৫:২৯ | 123.242.248.130
  • [%@%&[@%&[$%&%[&#@]$@$#@$]$@
  • Jhiki | ২৪ নভেম্বর ২০১১ ১৫:২৭ | 182.253.0.99
  • কুড়ি কে জিগিয়ে বলবে তো??
  • pharida | ২৪ নভেম্বর ২০১১ ১৫:২৭ | 61.16.232.26
  • ওহো !
    ছোলাসেদ্ধ দিয়ে আলুকাবলি (এইটুকু লিখে, নিজেরই খিদে পেয়ে গেল) ...
  • ppn | ২৪ নভেম্বর ২০১১ ১৫:২৬ | 216.52.215.232
  • বাচ্চার বাবাও খায়। ঃ)

    ঝিকি, বাকি রইল রাজমা-চাউল। রেসিপিটা শমীক বলে দেবে। ;-)
  • siki | ২৪ নভেম্বর ২০১১ ১৫:২৬ | 123.242.248.130
  • New Delhi: A man slapped Union Agriculture Minister and Nationalist Congress Party (NCP) chief Sharad Pawar at the NDMC Centre in New Delhi on Thursday. The man identified as Harvinder Singh slapped Pawar shouting slogans against price rise and corruption cases. He has been arrested by the police and taken to Parliament Street Police Station.

    Singh was pushed aside as soon as he slapped Pawar, but he kept shouting slogans against price rise and corruption. After slapping Pawar, Singh also brandished a small knife and threatened to kill politicians accused of being involved in corruption cases. He also said that he was not worried about the consequences.

    On being asked why he slapped the minister, he said that he was tired of scams in the country. Speaking agitatedly, he also said he did not not do it for publicity and added, "I would have killed him if I had my kripan today."

    "The prices for all essential commodities have risen. Annaji requested for Lokpal but it did not work out. I'm not a terrorist as a terrorist would never take such a step. I'm fed up of all the corrupt ministers involved in various scams," he said.

    Pawar said such incidents should be ignored.
  • Jhiki | ২৪ নভেম্বর ২০১১ ১৫:২৪ | 182.253.0.99
  • হায় কর্ন, সে আমার ছেলের কাছে বিষবৎ। খেলেই নাক দিয়ে রক্ত পড়বে, নাকের ভেতরে র‌্যাশ হয়ে যায়!
  • pharida | ২৪ নভেম্বর ২০১১ ১৫:২০ | 61.16.232.26
  • কর্ণ কর্ণ সুইট কর্ণ - সেদ্ধ করে মাখম নুন মরিচ লেবুর রস চিপে - বাচ্চারা হু হু করে খেয়ে নেয় -

    হলদে রঙের হেলদি খাবার ঃ))
  • Ho | ২৪ নভেম্বর ২০১১ ১৫:১৪ | 121.242.160.180
  • আইপি পাল্টালো, পুরোনো দোকানও গেল, আর পুরোনো নাম রেখে কী হবে? তাই হরি ওম তৎসৎ করে হো হয়ে গেলাম।

    'নামের জোরে সাধিব কাজ
    বলো হো হো-ও-ও হো, বলো হো, বলো হো
    ওই ঘোরমত্ত করে নৃত্য'
    ইত্যাদি প্রভৃতি।
  • ppn | ২৪ নভেম্বর ২০১১ ১৫:০৯ | 216.52.215.232
  • অ!

    তা বাছা, এই নতুন অভতার কেন?
  • Jhiki | ২৪ নভেম্বর ২০১১ ১৫:০৭ | 182.253.0.99
  • dd দা, আপনার পরামর্শ মনে থাকবে.....এরপর কোনদিন কোনকিছু ঘ্যাঁট পাকিয়ে গেলে সেটাকে "শেফ dd's স্টাইল ------' বলে চালানো যাবে ঃ)
  • siki | ২৪ নভেম্বর ২০১১ ১৫:০৭ | 123.242.248.130
  • কাজু হো হয়ে গেল কেং কয়ে?
  • Ho | ২৪ নভেম্বর ২০১১ ১৫:০৩ | 121.242.160.180
  • আরো পষ্ট করে বল্লে আমার আসল নাম উল্লেখ করার জন্যে।
  • q | ২৪ নভেম্বর ২০১১ ১৫:০২ | 121.241.218.132
  • ঘি, মিষ্টি এবং কাজু - তিনটেই হেলদি।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত