আর সেই হিংস্র ডিমের কথা শুনেছেন তো? ১০০% পিওর সত্তি কথা।
গভীর রাতে আমি তখন একটু উতলা অবস্থায়, কেমন ক্ষিদেও পাচ্ছিলো, অন্ধকারে ফ্রীজে এক টুকরো আমস্বত্ত পরে ছিলো, সেই সন্ধানে ফিরিজের দরোজাটা একটু খুলেছি। ওম্মা। দরজার ভিতর থেকে গোটা ছয়েক বুনো বদমেজাজী ডিম আমার উপোর একেবারে লাফিয়ে পরলো।
আমার প্রত্যুৎপন্নমতিত্ব অসাধারন থাকা ঝট করে সরে গিয়ে নিজের প্রান বাঁচালাম। আদ ডজন ডিম নিষ্ফল সুইসাইড অ্যাটাক করে মেঝের উপর পরে আত্মাহুতি দিলো। বীরের প্রতি সন্মান দেখাতে আমি মুখ মোছার তোয়ালে দিয়ে ভালো করে মুছে সেটা ঘরের ডাস্টবিনে ফেলে দিলেম।
ভাবতেও পারবেন না এই নিয়ে পরের দিন সকালে আমার কি হেনস্থা হয়েছিলো। কেউ আমায় বিশ্বাস ই করলো না। সবাই ডিমের পক্ষে। আমি সেই থেকে রেতের বেলায় ফ্রীজরে এড়িয়ে চলি।
Bratin | ২৮ নভেম্বর ২০১১ ১৫:০১ | 122.248.183.1
ঝিকি, টোটাল চাপ তো!! ঃ-(((
Jhiki | ২৮ নভেম্বর ২০১১ ১৫:০১ | 182.253.0.99
মাঝরাতে এত সুন্দর সার্ভিস পেয়ে আমরা অভিভূত......... ঘটনাটা আমাদের সি আর পার্কের বাড়ীতে হলে সারা রাত হয়ত জল পড়ত!
Ho | ২৮ নভেম্বর ২০১১ ১৫:০১ | 121.242.160.180
জলমগ্ন হইবার উপক্রম নিয়ে এত সত্য ঘটনা আছে, অথচ সিনিমা হয় সেই টাইটানিক নিয়ে।
'সাধে কি বলে, ট্রুথ ইজ স্ট্র-অ-ঙ্গার দ্যান ফিক্সন?'
Jhiki | ২৮ নভেম্বর ২০১১ ১৪:৫৯ | 182.253.0.99
অত জলের তোড়েও মেঝেতে একটাও নোংরা দেখা যায় নি! এমনকি সোফা বা খাট এর নীচেও...... বলাই বাহুল্য যে এর জন্যও বাঘবাবুর দিকে একটু মুচকি হাসি দিতে হয়েছিল ঃ)
Jhiki | ২৮ নভেম্বর ২০১১ ১৪:৫৫ | 182.253.0.99
আমাদের কথাবার্তা থেকে কিছু আন্দাজ করে বা নিজ বুদ্ধিতে তারা পাতি ওয়াইপার আর জল ছেঁচে তোলার বস্তুটা নিয়ে এল, দুজন এই পদ্ধতিতে জল ছাঁচতে লাগল, আর অন্য দুজন ভ্যাকুয়্ম ক্লিনার দিয়ে ফাইনাল টাচ আপ দিতে থাকল.....আমি বাঘবাবুর দিকে তাকিয়ে একটু মুচকি হাসলাম...... ঘরের জল দ্রুত কমে এল, কিছুক্ষনের মধ্যেই ছেলে ঘোষণা করল "We are safe now!'।
ইতিমধ্যে ইঞ্জিনিয়ারিং এর লোক ভাঙা পাইপ ও বদলে দিয়েছে, তবে সেটা অস্থায়ী তাও জানিয়েছে, বাকি কাজ সকালে এসে করার প্রতিশ্রুতি দিয়ে তারা বিদায় ও নিয়েছে। দুটো নাগাদ সারা বাড়ি ঝকঝকে করে হাউসকিপিং লোকরাও বিদায় নিল, আর আমরাও ঘুমোতে গেলাম, হ্যাঁ যাওয়ার আগে ছেলের দুধ নিয়ে যেতে ভুলিনি!
তাও ভালো যে ঝিকির বাড়ীতে জলের তোড়ে একটা দুটো কুমীরও চলে আসে নি। ভেবেছেন কি? জলে কুমীর টুলে বাঘ?
ppn | ২৮ নভেম্বর ২০১১ ১৪:৪৪ | 204.138.240.254
দেফু, থ্যাংকস।
তবে বাংলাদেশি ক্রেডিট কার্ড নাই তো!!
Jhiki | ২৮ নভেম্বর ২০১১ ১৪:৪২ | 182.253.0.99
ইঞ্জিনিয়ারিং এর লোক এসে বাইরে থেকে জলের সোর্সটা বন্ধ করল। তার শুরু হলে জায়ান্ট ভ্যাকুয়্ম ক্লিনার দিয়ে জল পরিষ্কার করা। ছেলে এরই মধ্যে একবার আছাড় খেয়ে অপেক্ষাকত শান্ত, তাকে পরিষ্কার করিয়ে বেডরুমে খাটের ওপর বসে থাকতে বলা হয়েছে। সে সেখান থেকে চিৎকার করে তার মতামত জানাতে ব্যস্ত...... এদিকে আমি প্রমান করতে ব্যস্ত যে এইসব ভ্যাকুয়্ম ক্লিনার দিয়ে কিস্যু হবে না, পাতি বাংলা পদ্ধতিতে জল ছাঁচতে হবে...... বাঘবাবু আমাকে ক্রমাগত লোকগুলোকে লোকগুলোকে উল্টোপাল্টা আইডিয়া দিতে বারণ করছে, এদিকে ঘড়ি কাঁটা একটা পেরিয়ে গেছে!
kumu | ২৮ নভেম্বর ২০১১ ১৪:৩৯ | 122.160.159.184
সংক্ষেপে কই- য্যামন হয়,বিরসবদনে প্ল্যান্টে গিয়েছিলুম শনিবার,এদিন আবার এট্টা ওয়ার্কশপ ছিল।
নতুন প্রোজেক্টর কেনা হয়েছে,সে আর চালু হয় না।তাতে নাকি ইউজার নেম ও পাস ওয়ার্ড সেট করা আছে,আর যে সেট করেছে সে গেছে চেন্নাই,সেলে ধরা যাচ্চে না।নিজেদের বুদ্ধি মত ০০০০,১২৩৪ ,কোম্পানির নাম,জয় হনুমান/গণেশজী/কিষেণজী ইঃ নানারকম চেষ্টা হতে লাগল,আর বাবুদের মেজাজো চড়তে লাগল চর্চড়িয়ে।
বল্লুম,প্রোজেক্টরের দর্কার কী,ল্যাপটপ চালিয়ে এট্টু চেঁচিয়ে চেঁচিয়ে বলেন সবাই। সবাই কটমটিয়ে চেয়ে ভস্ম করে দিতে চাইল বটে,কিন্তু এই নব্বই কেজি চেহারার জন্য ঠিক পেরে উঠল না।এম্নি সময়ে প্যা¾ট্রীর শান্তশিষ্ট মোহনজী লাঞ্চের কথা সুদোতে এসেছিল,সকলে সেই বেচারার ওপরে এতক্ষণ জমা হওয়া সমস্ত ঝাল ঝেড়ে নিল।
অবশেষে পাঁচটা নাগাদ "চলো,ম্যাডাম য্যায়সে বোলতী হ্যায়---" সেই পদ্ধতিতেই নেকচার শুরু হবে হবে,তখন চেন্নাই থেকে সেই ক্ষণজন্মা মহাপুরুষের ফোন এল ,পাস ওয়ার্ড কথাটাই পাস ওয়ার্ড(ইউ সী,ভুলনেকা চান্স নেই রাকখা)--
Jhiki | ২৮ নভেম্বর ২০১১ ১৪:৩১ | 182.253.0.99
কিছুক্ষনের মধ্যেই দুজন সিকিউরিটির লোক এল, সাথে মপ নিয়ে একজন হাউসকিপিং এর লোক। ততক্ষণে জল আরো বেড়েছে আর বেডরুমের দরজা খুলে দেওয়াতে বেডরুমেও জল ঢুকতে শুরু করেছে। হাউসকিপিং-এর লোক হালত দেখে ফুটে গেল (পরে বুঝেছিলাম যে আরো লোকজন ও যন্ত্রপাতি আনতে গেছিল)!
সিকিউরিটির লোকও জল বন্ধ করতে না পেরে ইঞ্জিনিয়ারিং এর লোককে ফোনে ডাকল, ঘড়িতে তখন রাত সোয়া বারোটা!
siki | ২৮ নভেম্বর ২০১১ ১৪:২৮ | 123.242.248.130
তাপ্পর? তাপ্পর?
Jhiki | ২৮ নভেম্বর ২০১১ ১৪:২৪ | 182.253.0.99
বাঘবাবু ততক্ষণে গভীর ঘুমে..... নিজেই উঠে আলো জ্বাললাম, দেখলাম পুরো হল এ জল, আর কোথাও থেকে একটা জল পড়ার আওয়াজ আসছে। চেঁচামেচি করে বাঘবাবুকে ঘুম থেকে তুললাম, সে তো ঘাবড়ে গিয়ে গায়ের চাদর সুদ্ধ উঠে এল, এবং মহা উৎসাহ নিয়ে ছেলেও! তারপর কারণ অনুসন্ধান করে দেখা গেল কিচেনের একটি পাইপ ভেঙে এই দশা! বাঘবাবুকে টুলে চাপিয়ে ফ্ল্যাটের জলে মেইন ভালভ-টা বন্ধ করার দায়িত্ব দিয়ে আমি ইন্টার্কমে বিল্ডিং সিকিউরিটি কে ডাকলাম। বাঘবাবুর দ্বারা সে ভালভ-ও বন্ধ হল না।
maximin | ২৮ নভেম্বর ২০১১ ১৪:২৩ | 59.93.166.180
অবশ্য ঐ টইতে সিকির বক্তব্য আলাদা করে নজরে পড়েন আমার।
maximin | ২৮ নভেম্বর ২০১১ ১৪:২০ | 59.93.166.180
কাল থেকেই আমার মনে হয়েছে যে বিপ্লবকে বেশ হার্শলি ট্রিট করা হচ্ছে।
de | ২৮ নভেম্বর ২০১১ ১৪:২০ | 203.197.30.4
তাপ্পর? তাপ্পর?
Jhiki | ২৮ নভেম্বর ২০১১ ১৪:১৪ | 182.253.0.99
আমার পাঁচ বছুরেটার বোতল [দুধেরঃ)] ছাড়া ঘুম আসতে চায় না, সেই নিয়ে রোজ লড়াই, মা তাকে বোতল দেবে না আর সে কাপ নেবে না! তো কাল রাতের খাওয়াটা একটু বেশী হয়েছিল বলে বোতল/কাপ যুদ্ধে না গিয়ে তাকে এমনিই ঘুম পাড়ানোর চেষ্টা চলছিল। তার সাথে তিনটে গল্প পড়া হল, তারপর আলো নিভিয়ে গল্প চলতেই থাকল, কিন্তু চোখে খুম নেই, শেষে মায়ের দাবড়ানি, উত্তরে চিঁ চিঁ করে বলল বোতলে দুধ না খেলে সে কিছুতেই ঘুমোবে না, অগত্যা খাট থেকে নামা, নেমে বেডরুমের দরজা খুলে বাইরে পা রাখতেই সড়াৎ...... কিছু বোঝার আগেই দেখলাম প্রায় ইঞ্চি দুয়েক জলের মধ্যে আধশোয়া আবস্থায় আছি!
siki | ২৮ নভেম্বর ২০১১ ১৪:০৮ | 123.242.248.130
বুঝলাম কাব্লিদা।
বিপ্লব বোধ হয় ভাটে আসেন না। আমার লেখায় আঘাত পেয়ে থাকলে, বিপ্লব, দুঃখিত।
siki | ২৮ নভেম্বর ২০১১ ১৪:০৭ | 123.242.248.130
দিল্লি এসেছিলাম ২০০৩ সালে। প্রথম দুমাস এক দক্ষিণ ভারতীয় ব্যক্তির বাড়ির চিলেকোঠার ঘরে আস্তানা। ছাদে পাশাপাশি দুটো ঘর, একটা বড় একটা ছোট। বাথরুমটা মেকশিফট। ছোট ঘরে রান্না করি বড় ঘরে ঘুমোই।
সেই বছর তেড়ে বৃষ্টি হল দিল্লিতে। সব ভাসিয়ে নিয়ে যাওয়া বর্ষা। এদিকে পাশাপাশি রান্নাঘর শোবার ঘর। রান্নাঘরে বসে খাবার জায়গা নেই, সামনে কোনও শেডও নেই। উনুন থেকে কড়াই ভর্তি ডাল নামিয়ে পাশের ঘরে আসতে আসতে ডালের পরিমাণ দ্বিগুণ হয়ে যাচ্ছে, এমন বৃষ্টি।
সেই বর্ষার এক রাতে ঘুম ভেঙে গেল ঠাণ্ডা ঠাণ্ডা স্পর্শে। কী ব্যাপার? না সেই ডিডিদার কেস। ছাদের নলের মুখ বুজে গেছে শুকনো পাতাপত্তর জমে। তাই ছাদ ভরে জল উঠে এসেছে আমাদের ঘরে। তখনও আমাদের খাট ছিল না। খালি ঘরে ছিল একটা মাত্র টেবিল।
তড়াক করে উঠে বসে তোষক গুটিয়ে টেবিলের ওপর। কিন্তু আমরা থাকবো কোথায়? জল তো বের করতে হবে! কীভাবে সেই ভারি বৃষ্টির মধ্যেই ছাদের এক কোণে খুঁজে পওয়া গেল একটা ভাঙা ওয়াইপার। মানে ওয়াইপ করার জিনিসটুকুই আছে, ডান্ডাটা নেই। তাই দিয়ে জল ছেঁচতে শুরু করলাম। ভাবুন একবার, গভীর ঘুম থেকে উঠে এইসব করতে হচ্ছে। কতক্ষণ ধরে ছেঁচেছিলাম জানি না, শেষদিকে বিষ্টি কমে গেল, জলের তোড়ও কমল, বাকি রাতটা আমরা নববিবাহিত দম্পতি টেবিলের কানায় পা ঝুলিয়ে বসে বসে কাটিয়ে দিলাম।
পরদিন নিচের তলায় বাড়িওলাকে নালিশ করতে গেলাম। তিনি কিছুই-হয় নি টাইপের মুখ করে ওপরে উঠে আমাদের দেখালেন, ইউ নো, দিস ইজ দা আউটলেট, দিস হ্যাজ বিন ব্লকড, ইউ নো, ইট্স সো সিম্পল, জাস্ট রিমুভ দিজ থিংস, অ্যান্ড দ্য ওয়াটার উইল পাস, ইউ নো, দিস ইজ সো সিম্পল।
গুছিয়ে খিস্তি মারতে ইচ্ছে হচ্ছিল লোকটাকে, কিন্তু ভাড়াটে হয়ে বাড়িওলাকে খিস্তি মারতে নেই, তদুপরি দিল্লিতে তখন আমরা নতুন। ঃ(
সিকি, বিপ্লবের কিন্তু ওটা কথার পিঠে কথা। এটা অবিস্যি এখানে বেশ টিপিকাল। যে শুরু করে সে পার পেয়ে যায়, কিন্তু যে নিজেকে ডিফেন্ড করার জন্যে কিছু লেখে (হয়তো কিছু উল্টোপাল্টাই বলে রাগের মাথায়) তার ওপর সবাই ঝাঁপিয়ে পড়ে। এই টেকনিকের ভিক্টিম হ'তে অনেককেই দেখেছি - তোমাকেও হ'তে দেখেছি, পাই'ও হয়েছে।
ভাবতে পারিনি কোনওদিন বিপ্লবের ফরে কিছু লিখবো (এও জানি এ'তে ওর কিছু আসে যাবে না), কিন্তু নিজেকে রেজিস্ট করতে পারলুম না। অন্য অনেককে বলার ধৃষ্টতা আমার নেই, তোমাকেই বলছি কাউকে বকুনি দেওয়ার আগে যদি একটু পিছিয়ে পড়ে নাও, হয়তো ফেয়ার হবে।
হ্যাঁ, এই টাইপের টই তলিয়ে দেওয়াই ভালো। তাই ওখানে না লিখে এখানে লিখলুম।
Ho | ২৮ নভেম্বর ২০১১ ১৩:৪২ | 121.242.160.180
বোতিন্দার কি সর্দি হয়েছে?
কেন?
ব-এর নাকের নিচে কাঁচা জলের মত একবিন্দু ফুটকি আর ব ফর বোতিন কে না জানে।
Jhiki | ২৮ নভেম্বর ২০১১ ১৩:৪১ | 182.253.0.99
dd দা, কালকের পর এরকম হেডলাইন লেখা যেত, বাইশ তলার ফ্ল্যাটে দুর্ঘটনা, জলে ডুবে মৃত্যু!
Bratin | ২৮ নভেম্বর ২০১১ ১৩:৩৭ | 122.248.183.1
ডি ডি দার জবার নাই !! ঃ-))
dd | ২৮ নভেম্বর ২০১১ ১৩:৩৪ | 124.247.203.12
ওঃ,রোমহর্ষক ঘটনা চান, শিহরক রোমাঞ্চক মৃত্যুর মুখোমুখী অপিচ সত্য ঘটনা। তো আমার টা শুনুন। বসে বসে পড়বেন।
circa 1990 কসবায় নতুন বাড়ীতে উঠেছি। ফ্ল্যাট বাড়ীর চার তলায় শুয়ে আছি। মাঝ রাত্তির। বাইরে তুমুল বৃষ্টি। হঠাৎ ছলছলাত আওয়াজে ঘুম ভেঙে দেখি ঘরের মধ্যে গোড়ালী জল।
দৌড়ে ব্যালকনীতে পৌঁছে দেখি কোনো কারনে ড্রেনের সরু পাইপটা বুঁজে গেছে, আর বর্ষার জল ত্যাড় ত্যাড় করে ব্যালকনী ছাপিয়ে আমাদের ঘরের ভিতোর ঢুকে পরছে। তারপর ঘোর বর্ষার মাঝে মাঝ রাতে ব্যালকনীতে হাপুশ ভিজে বালতি করে করে সেই জল ক্রমাগতঃবাইরে ফেলে প্রান রক্ষা।
নইলে ভাবুন। ঠিক সময়ে ঘুম না ভাঙলে কি হতো? চার তলার ফ্ল্যাটে দুর্ঘটনা,জলে ডুবিয়া মৃত্যু। উফ।
de | ২৮ নভেম্বর ২০১১ ১৩:৩৩ | 203.197.30.4
বা:, দুখের মেয়ের নামটি তো বড় সুন্দর! আমিও খুবসে জিনিসপত্র হারিয়ে আসতাম, আমাকে তাই কোন ভাল জিনিস স্কুলে দেওয়া হতো না :((
ঝিকি, বাথটবে ঘুমিয়ে পড়েছিলে নাকি?
কুমুদি, ফরিদাবাদী গপ্পো শুনতে চাই!
Bratin | ২৮ নভেম্বর ২০১১ ১৩:২৩ | 122.248.183.1
সেটা আবার কোথায় হে?
kc | ২৮ নভেম্বর ২০১১ ১৩:১৯ | 194.126.37.78
বোতীন, পারমাদান যাও।
Bratin | ২৮ নভেম্বর ২০১১ ১৩:১১ | 122.248.183.1
আচ্ছা কলকাতা থেকে দু -আড়াই ঘন্টা র মধ্যে ভালো ট্যুরিস্ট স্পট সাজেস্ট করবে? স্কুলের ৬/৭ পিস বন্ধু ফ্যামিলি নিয়ে যাবো। প্রচুর কুঁচো ।
Jhiki | ২৮ নভেম্বর ২০১১ ১২:৩৯ | 182.253.0.99
কুমুদি পহলে আপ!!
আমারটা লিখতে সময় লাগবে, সে অনেক কথা.....
pharida | ২৮ নভেম্বর ২০১১ ১২:৩৮ | 61.16.232.26
এ হে কুমুদি, আমার ফোন্নং সিকির কাছে তো ছিল। জানতে পারলে কিছু করা যেত।
কী হয়েছিল?
kumu | ২৮ নভেম্বর ২০১১ ১২:৩৫ | 122.160.159.184
হ্যাঁ,হ্যাঁ, আমি শুনব,অ ঝিকি। তুমি তার্পর আমারটা শুনো।
Jhiki | ২৮ নভেম্বর ২০১১ ১২:৩৩ | 182.253.0.99
কাল রাত বারোটায় নিজের বাড়ীতে আমার সলিল সমধি ঘটতে চলেছিল...... সে গল্প কি কেউ শুনতে চাও??
kkumu | ২৮ নভেম্বর ২০১১ ১২:২৯ | 122.160.159.184
শনিবার ফরিদাবাদে গাড়ী বিগড়ে যা ভুগতে হল,সে আর কারে কইব।কেউ শুনবে দুক্ষের কাহিনী?
আট্টু হলে ট্যাঙ্কারে চড়ে দিল্লী ফিরতে হত।
kc | ২৮ নভেম্বর ২০১১ ১২:২৩ | 194.126.37.78
ইস্নিপ্স আত্র গুরুচণ্ডালী, দুটোই নতুন অবতারে আরও বেশী ইউজার ফ্রেন্ডলি অবতারে আসতে চলেছে। ততদিন ওয়েট মাডি।
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন