এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • kk | ০২ ডিসেম্বর ২০১১ ০৮:৩৯ | 76.114.73.71
  • হ্যাঁ, ব্যোমকেশ বলেছিলো বনলক্ষ্মীর যৌন আবেদ আছে (অজিত তাহাকে স্বপ্ন দেখিয়াছে)। তাইতে অজিত বলেছিলো নেপালবাবু ভালো দাবা খেলতে পারেন সেটাও লেখা উচিৎ ছিলো।
  • Bratin | ০২ ডিসেম্বর ২০১১ ০৮:৩৫ | 117.194.96.130
  • একদম ঠিক। আমার সঠিক মনে নেই। মানে ঐ লাইনেই ঃ-))
  • kk | ০২ ডিসেম্বর ২০১১ ০৮:৩৪ | 76.114.73.71
  • কথাটা কি ঠিক এই ছিলো? নাকি 'শোধবোধ হয়ে গেলো' ছিলো? তাহলে তো চিড়িয়াখানা। অজিত বনলক্ষ্মীকে স্বপ্ন দেখেছে আর নেপালবাবু ব্যোমকেশকে দাবায় হারিয়েছেন।
  • Bratin | ০২ ডিসেম্বর ২০১১ ০৮:৩০ | 117.194.96.130
  • ঠিক।

    'আচ্ছা তাহলে ১-১ হয়ে গেল'। কোন গল্প? কেন ১-১?
  • aka | ০২ ডিসেম্বর ২০১১ ০৮:৩০ | 75.76.118.96
  • আমি হাঁ।
  • kk | ০২ ডিসেম্বর ২০১১ ০৮:২৬ | 76.114.73.71
  • উপসংহার। বাংলায় ট্যাক্সির নাম্বার ভেবে 8002 কে চারের পিঠে দুটো শুন্যি আবার একটা চার পড়ার জন্য। মাইনে একটাকা বাড়িয়ে দেওয়া হলো। ঃ))।
  • Bratin | ০২ ডিসেম্বর ২০১১ ০৮:২৪ | 117.194.96.130
  • একটা গল্পের শেষে পুঁটিরাম কে পুরষ্কার দেবার কথা বালা হয়। কোন গল্প? কেন?
  • pipi | ০২ ডিসেম্বর ২০১১ ০৩:০৪ | 129.74.191.152
  • চল্লুম। জয়ত্তারা!
  • Tim | ০২ ডিসেম্বর ২০১১ ০২:৫০ | 198.82.21.161
  • সার্ভিসিং লাগে করতে বলে দিয়ে* হবে। কিছুর জন্যই বসে থাকার দরকার নেই। সময় বাঁচবে।
  • Tim | ০২ ডিসেম্বর ২০১১ ০২:৫০ | 198.82.21.161
  • সময় লাগবে মনে হয়। ডিপেন করছে কতজন লাইন দিয়ে বসে আছে তার ওপর। আজকে গিয়ে টায়ার পছন্দ করে, বাকি যদি কোন সার্ভিসিং লাগে করিয়ে বাড়ি ফিরে আয়। কাল দিনের বেলা যাবি গাড়ি তুলে আনতে।
  • pipi | ০২ ডিসেম্বর ২০১১ ০২:৪৮ | 129.74.191.152
  • হ্যাঁ কার্ড আছে।
    টিম, মানে? আজকে করে দিয়ে দেবে না? কতক্ষণ লাগবে?
  • Tim | ০২ ডিসেম্বর ২০১১ ০২:৪৬ | 198.82.21.161
  • রাতের বেলা গাড়ি আনবি কিকরে? কালকের আগে তো এমনিতেই হবেনা কিছু। বলবি কাল পিকাপ করবি। কারুর থেকে রাইড চেয়ে ফিরে আসিস আজ।
  • aka | ০২ ডিসেম্বর ২০১১ ০২:৪৪ | 168.26.215.13
  • অসুবিধা নাই। সব ঠিকঠাক। মুশকিল হল টায়ার বদলাতে হলে স্যামস যা বলবে তাই। ওদের কার্ড আছে তো?
  • pipi | ০২ ডিসেম্বর ২০১১ ০২:৪১ | 129.74.191.152
  • আকা, পাঁচটায় রোডসাইড অ্যাসিস্টেন্স আসবে গাড়ি টো করে নিয়ে যেতে। স্যাম্‌সে যাচ্ছি।
  • pipi | ০২ ডিসেম্বর ২০১১ ০২:৪০ | 129.74.191.152
  • তুই তো ঘাবড়াস নে বলে দিলি, ইদিকে একটা কাউকে পেলাম না সঙ্গে যাবার জন্য। আমি তো গাড়ির ব্যাপারে দিগ্গজ। তাপ্পরে, শুনে হাসিস না - রাতের বেলায় গাড়ি চালাতে আমি এখনো ঠিক কনফিডেন্ট নই। একে তো রাস্তা দেখতে পাই না, সিটের উপর দুখানা কুশান ফেলে তার উপর গ্যাঁট হয়ে বসি (খবদ্দার হাসবি না), তাতেও কেমন সব ঠাওর হয় না। এখনো অবধি এখানকার রাস্তা সড়গড় হয় নি, জিপিএস নেই, বাইফারকেশন কি ট্রাইফারকেশন ঠাওর করতে পারি না - যখন বুঝতে পারি তখন বাঁয়ে যেতে কি ডাইনে যেতে কেলো করি আর পোচুর হঙ্ক খাইঃ-) আর প্রায়ই রাস্তা হারিয়ে বসিঃ-(
    এইবার বল, ভয়ভয় করবে না? অলরেডি তো বাইরে অন্ধকার!
  • aka | ০২ ডিসেম্বর ২০১১ ০২:৩৬ | 168.26.215.13
  • পিপি এখনো বসে বসে ভাটে কি করে? কি ঠিক হল শেষ অবধি?
  • Tim | ০২ ডিসেম্বর ২০১১ ০২:৩১ | 198.82.21.161
  • আবার কি হলো? স্যামের ঠেকে সব ঠিক হয়ে যাবে। ঘাবড়াস নে।
  • nk | ০২ ডিসেম্বর ২০১১ ০২:৩১ | 151.141.84.194
  • তবে আম্মো কাটলাম। শুভ সন্ধ্যা, শুভ রাত্রি, শুভ সকাল নিয়েন গো সবাই যার যার স্থান অনুসারে। ঃ-)
    কোথাও কোথাও শুভ দুপুর ও হতে পারে। ঃ-)
  • pipi | ০২ ডিসেম্বর ২০১১ ০২:২৭ | 129.74.191.152
  • আমার এবার ভয়ভয় করছেঃ-(
  • Tim | ০২ ডিসেম্বর ২০১১ ০২:২৬ | 198.82.21.161
  • আরে হ্যাঁ তাইলে শুনেছি। কিন্তু আমার ভোলাটাইল মেমরি। ঃ-(
    এখন কাজাই। সোসনের দিন এলো ঐ।
  • nk | ০২ ডিসেম্বর ২০১১ ০২:২৪ | 151.141.84.194
  • আরে নিশি না দিশি। ঃ-)
    শুনেছ। অষ্টম সর্গ গল্পটা মনে নেই? তাছাড়া বড়ো একটা উপন্যাসও ছিলো, কুমারসম্ভবের কবি। ঃ-)
  • Tim | ০২ ডিসেম্বর ২০১১ ০২:২০ | 198.82.21.161
  • এসব কি শোলোক? কস্মিনকালে শুনিনি।
  • nk | ০২ ডিসেম্বর ২০১১ ০২:১৭ | 151.141.84.194
  • হেই টিম, গুগলিয়ে অস্ত্যুত্তরস্যাং দিশি শ্লোকটা লিখে দেবে?
  • nk | ০২ ডিসেম্বর ২০১১ ০২:১৫ | 151.141.84.194
  • বানাম যাই হোক সাউন্ডটা তো থাকতে হবে!
    শিরিয়ানি বল্লে কি বিড়িয়ানি বোঝা যাবে? ঃ-)
  • Tim | ০২ ডিসেম্বর ২০১১ ০২:১৫ | 198.82.21.161
  • টায়ার তো রোটেট করার জন্যই। আলাদা করে করাতে হবে কেন? ;-)
  • Tim | ০২ ডিসেম্বর ২০১১ ০২:১৩ | 198.82.21.161
  • ণিসিও ভালো। তবে ন আর হ কিন্তু খুব দূরে না কিবোর্ডে। পরে বোলোনা কেউ সাবধান করেনি।
  • nk | ০২ ডিসেম্বর ২০১১ ০২:০৮ | 151.141.84.194
  • টিম, এই তো বড়াই আমাকে লিখলো নিসি। ঃ-)
  • mita | ০২ ডিসেম্বর ২০১১ ০২:০২ | 207.245.177.16
  • পিপি, tire rotation & alignment করিয়ে নিবি।
  • Tim | ০২ ডিসেম্বর ২০১১ ০১:৫৬ | 198.82.21.161
  • বানাম নিয়ে সংস্কার নাই নিশির? তাইলে আমরা ণিষি লিখবো?
  • Tim | ০২ ডিসেম্বর ২০১১ ০১:৫৫ | 198.82.21.161
  • পিপ্পি,
    নতুন টায়ার লাগানোর আগে অ্যালাইনমেন্ট করে নিস। নইলে ওয়ারেন্টি ভয়েড হয়ে যায় অনেক সময়। ফ্রন্ট হুইল ড্রাইভ না রিয়ার হুইল না জেনে বলা যাবেনা রোটেশন দরকার কিনা।
  • nk | ০২ ডিসেম্বর ২০১১ ০১:৫২ | 151.141.84.194
  • এদিকে শকুন্তলা দেবীর সম্পর্কে শোনার আমার অনেকদিনের ইচ্ছে। কেউ তো কিছু বলছেনই না ওখানে। এদিকে অনেকেই নাকি সামনাসামনি সব পরখ করেছেন! লিখুন না বাপু।
  • nk | ০২ ডিসেম্বর ২০১১ ০১:৫০ | 151.141.84.194
  • আহা ব্ল্যাংক ই তো আমাদের শিখিয়েছিলো বানাম বন্ধনে পোঢ়ো না পোঢ়ো না, ওসব কুশংস্কার খাণিকক্ষন ধুকধুকি মন্ত্র জপ করো, তাহলেই হবে।
    তারপরে বিড়িয়ানি খাও। ঃ-)
  • pipi | ০২ ডিসেম্বর ২০১১ ০১:৪৬ | 129.74.191.152
  • জয় হো আম্রিগা! রোডসাইড অ্যাসিস্টেন্স আসছে এক ঘন্টায়, ফিরিতে গাড়ি টো করে স্যামস কেলাবে নিয়ে যাবে। হ্যাঁ এবার কথা হচ্ছে, টায়ার সার্ভিসে গিয়ে টায়ার বদলানো ছাড়া আর কিছু কি বলতে হবে বা করাতে হবে? যেমন টায়ার রোটেশন, অ্যালাইনমেন্ট আরো কি কি যেন....
  • kc | ০২ ডিসেম্বর ২০১১ ০১:৪৬ | 178.61.96.29
  • ব্ল্যাঙ্কি হলে বলত, ""কীবোর্ডে বি আর এন পাশাপাশি আছে সেটা কী আমার দোষ?''
  • nk | ০২ ডিসেম্বর ২০১১ ০১:৪৬ | 151.141.84.194
  • কীবোর্ডে ভুত ছিলো টিম। ঃ-)
  • Tim | ০২ ডিসেম্বর ২০১১ ০১:৪৫ | 198.82.21.161
  • নিশি কি বিশি হলো?
  • nk | ০২ ডিসেম্বর ২০১১ ০১:৪৪ | 151.141.84.194
  • এই সেরেছে। ওটা এনকে।
    (ভুতের কথা বলতে না বলতেই কীবোর্ডে ভুত ঃ-))
  • bk | ০২ ডিসেম্বর ২০১১ ০১:৪৪ | 151.141.84.194
  • নির্ঘাত ওগুলো বাজে ভুত ছিলো, তাই কাউকে ভয় টয় দেখায় নি কিংবা শীর্ষেন্দুর ভুতেদের মতন কোনো ভালো কাজও করে নি।
    আরে প্র ঘো কি শীর্ষেন্দু কেও ইয়ে মানে ভন্ড বলতেন? শীর্ষেন্দুর তো গপ্পোগুলো ভুতে ভুতে ছয়লাপ! ভালো ভালো ভুত সব!!
  • nk | ০২ ডিসেম্বর ২০১১ ০১:৪১ | 151.141.84.194
  • আমি আংটির থ্রেডে গিয়ে খানিকক্ষণ সময় কাটিয়ে এলাম। ঃ-)
    বড়াই, প্র ঘো এর প্রথম যৈবনের ভুতের গপ্পোগুলো পাওয়া যায় আজো? নাকি ওগুলো আ অ প্রি?
  • Tim | ০২ ডিসেম্বর ২০১১ ০১:৪০ | 198.82.21.161
  • ড্রাইভারের সিটের তলায় জল? ইন্টারেস্টিং।
  • nk | ০২ ডিসেম্বর ২০১১ ০১:৩৯ | 151.141.84.194
  • মুগুর তো হুতো আর লামা করেই রেখেছে, একেবারে অনন্ত মুগুর, থামে না, আজো কাজ করে চলেছে। ঃ-)
  • I | ০২ ডিসেম্বর ২০১১ ০১:২৭ | 14.99.87.45
  • আরে ঃ, ঠেঙালেই হল, খচ্চা আছে না ! সেই সাত সমুদ্দুর তেরো নদীর পার ! পেলেন ভাড়া কে দেবে, শুনি ? মুগুরের পহা না হয় চেয়েচিন্তে যোগাড় হইয়ে যাবে।
  • kk | ০২ ডিসেম্বর ২০১১ ০১:২৩ | 76.114.73.71
  • রাত্তিরকে বলে দিও, ঠ্যাঙায়না যেন।
  • I | ০২ ডিসেম্বর ২০১১ ০১:২২ | 14.99.87.45
  • হ্যাঁ, হ্যাঁ, খুব ভালো প্রস্তাব। ঃ-))
  • kk | ০২ ডিসেম্বর ২০১১ ০১:২০ | 76.114.73.71
  • হ্যাঁ, টাইফাট, ডিপথেরি, মাম্পুস স-অ-ব।

    আহাম এসেমেস মানে সেই বিশেষ এসেমেস "where you chamber' ইত্যাদি ঃ))।
  • I | ০২ ডিসেম্বর ২০১১ ০১:১৭ | 14.99.87.45
  • কেষ্ট, আপাততঃ না হয় একটা এসেমেসই পাঠা। হ্যাঁ লা কেষ্ট, তোরে তো দিব্য হাসিখুশী গোলগাল মতম দেখতে। তুই এত দুঃখু দুঃখু লেখা লিখিস কাইসে ? তোর কি ছোটবেলায় টাইফাট হয়েছিল?
  • S | ০২ ডিসেম্বর ২০১১ ০১:১৬ | 90.200.14.8
  • true। আমাদের ও AAA
    insurance এর সাথে road side recovery must
    আরে গত হফ্‌তায় আমাদেরো এক কেস হলো, আধ ঘন্টার মধ্যে চাকা লাগিয়ে দিয়ে চলে গেল।
    গাড়ী নিয়ে জখন হচ্চে একটা কথা জিগাই driver এর সীট এর তলায় আর তার ঠিক পিছনে দেখি্‌ছ জল জমেছে। any clue?
  • kk | ০২ ডিসেম্বর ২০১১ ০১:১২ | 76.114.73.71
  • দরকার হলে আমি ফুটকির সাথে ডুয়েল লড়তে রাজী।
  • nk | ০২ ডিসেম্বর ২০১১ ০১:১১ | 151.141.84.194
  • কেকে, অলরেডি ফুটকি দত্তক নেবার লাইনে দাঁড়িয়ে পড়েছেন। ঃ-)
  • kk | ০২ ডিসেম্বর ২০১১ ০১:১০ | 76.114.73.71
  • এই ইন্দোদাদাকে আমি হয় দত্তক নেবো, নয়তো একটা এসেমেস পাঠাবো।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত