এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • siki | ০২ ডিসেম্বর ২০১১ ১৬:১২ | 123.242.248.130
  • আমাদের নগরবাউল অচিন্ত্যরূপ আর আসেন্না কেন?
  • siki | ০২ ডিসেম্বর ২০১১ ১৬:১১ | 123.242.248.130
  • হ্যাঁ, তো?
  • ppn | ০২ ডিসেম্বর ২০১১ ১৬:১১ | 202.91.136.71
  • এদিকে ঘুমচোখে ফুটকিবাউ আর চ্যান্সেলার মিলিয়ে আমি ফুয়েরার পড়লাম।
  • vc | ০২ ডিসেম্বর ২০১১ ১৬:১১ | 121.241.218.132
  • তো?
  • Ho | ০২ ডিসেম্বর ২০১১ ১৬:১১ | 121.242.160.180
  • কিন্তু আইপি সেম তো।
  • siki | ০২ ডিসেম্বর ২০১১ ১৬:১০ | 123.242.248.130
  • ঃ)

    কেসি, আছেন?

    রঘুনাথগঞ্জে কি এখনও কোনও কানেকশন আছে আপনার? একজনকার কথা জিগাতাম তা হলে।
  • ppn | ০২ ডিসেম্বর ২০১১ ১৬:০৯ | 202.91.136.71
  • তাও দ্যাখো ইওরোপিয়ান কোংপানির এই অবস্থা। আম্রিকান কোংপানি অনেক লিনিয়েন্ট।
  • vc | ০২ ডিসেম্বর ২০১১ ১৬:০৯ | 121.241.218.132
  • নো স্যার। কিউ ইজ দা ভাইস চ্যান্সেলর।
  • Ho | ০২ ডিসেম্বর ২০১১ ১৬:০৮ | 121.242.160.180
  • ফুটকিবাউ বিকেম দ্য ভাইস-চ্যান্সেলার।
  • siki | ০২ ডিসেম্বর ২০১১ ১৬:০৬ | 123.242.248.130
  • আমারও দুটো ছানা পাতা ফেলেছিল সেই আগস্ট সেপ্টেম্বরে। আমি কিছুতেই তাদের রিলিজ এগোতে পারলাম না। কারুরই নাকি হাতে নেই। ঃ( একজন বেরোল গতমাসে, একজন এখনও ঘানি টানছে। অর্ধেক দিন আপিসেই আসে না। বেঞ্চে রয়েছে।
  • vc | ০২ ডিসেম্বর ২০১১ ১৬:০৫ | 121.241.218.132
  • আমি আবার জানিই না আমাদের নোটিশ পিরিয়ড এখন কত!
  • ppn | ০২ ডিসেম্বর ২০১১ ১৬:০৫ | 202.91.136.71
  • নাঃ, সিকির ধারণা একেবারে ভুল। ঃ(
  • siki | ০২ ডিসেম্বর ২০১১ ১৬:০৫ | 123.242.248.130
  • সে তো আপনার কম্পু না দেখে বলতে পারব না। আমার মেশিনে এমন কোনও প্রবলেম হয় না। সম্ভবত আপনার উইন্ডোজ এক্সপি, সেখানে ইউনিকোড এনেবল করা নেই। তাই ভেঙে যাচ্ছে।
  • phutki | ০২ ডিসেম্বর ২০১১ ১৬:০৪ | 121.241.218.132
  • ইন্দোদাদা, অনুমতি দিন। সিকি, অনুমতি পেলেই আপনাকে জানাবো।
  • ppn | ০২ ডিসেম্বর ২০১১ ১৬:০৪ | 202.91.136.71
  • হ্যাঁ, সেইটাই। এখন এই ব্যপারটা আমাদের দোকানে এত এক্সট্রিমে চলে গেছে যে আমি আমার কোন ছানাকে রিলিজ করে দিলেও তাকে হেইচার ছাড়বে না।
  • siki | ০২ ডিসেম্বর ২০১১ ১৬:০৩ | 123.242.248.130
  • a,

    নিচে লেখা থাকে, বায়েবল, কিন্তু ফাইনাল ডিশিসন অ্যাট কোম্পানি'জ ডিসক্রিশন।
  • phutki | ০২ ডিসেম্বর ২০১১ ১৬:০৩ | 121.241.218.132
  • কিন্তু আমার সমস্যাটা? মানে, ইউনিকোড, আই এবং ওয়ার্ড !
  • siki | ০২ ডিসেম্বর ২০১১ ১৬:০২ | 123.242.248.130
  • ফুটকি,

    ইন্দোদাদার অনুমতি নিন, তারপরে আমার সাথে যোগাযোগ করুন। আমি আপনাকে পিডিএফ বানিয়ে দেব।
  • bb | ০২ ডিসেম্বর ২০১১ ১৬:০২ | 117.195.168.232
  • আসলে এই ফিলোসোফিটা HR কে বোঝাতে হয়। আমি নিজে যত ছেলেকে ছেড়েছি সবই নোটিস পিরিয়ডের আগে, একবার যি্‌দ কেউ ডিসিশান নিয়ে থাকে তাহলে KT নিয়ে যত তাড়াতাড়ি সম্ভব তাকে ছেড়ে দেওয়া উচিত।
  • a | ০২ ডিসেম্বর ২০১১ ১৬:০১ | 122.179.96.105
  • এইটা আমার চিরকালের প্রশ্ন, যে যদি আমি নোটিস পিরিয়ড বাই ব্যাক করতে চাই তাহলে কেন পারব না
  • siki | ০২ ডিসেম্বর ২০১১ ১৬:০১ | 123.242.248.130
  • সরি, 4:00 পিএমটা সম্পাদক নয়, আমি।
  • sompadok | ০২ ডিসেম্বর ২০১১ ১৬:০০ | 123.242.248.130
  • গুড। তার মানে অপ্পন খুব তাড়াতাড়িই তিন মাস শেষ করছে।

    আমাদেরও তিনমাস করে দিয়েছে। এবং সেটা অনলাইন সিস্টেমে করে দিয়েছে। কেউই কিছু করতে পারে না। ম্যানেজারও না।

    ডিডিদা, কনসেপ্ট মন্দ না। গুচ-র স্টলে ফ্ল্যাশ ডান্স করাই যায়। কিন্তু দুশো লোক কি জোগাড় করা যাবে ওখানে? এক যদি না পটাশম্যাম গিয়ে একাই দেড়শো জনের কাজ করে দ্যান ঃ-)
  • sompadok | ০২ ডিসেম্বর ২০১১ ১৫:৫৮ | 123.242.248.130
  • ম্যাক্সিমিন
    কাম ইন

    বাঃ, কী সুন্দর কবিতা।
  • ppn | ০২ ডিসেম্বর ২০১১ ১৫:৫৪ | 202.91.136.71
  • হ্যাঁ, আমারো এখনো অসুবিধে হয়নি। ঃ)

    আসলে তিনমাসের ফান্ডা খুব বেশিদিন হল শুরু হয়নি। এই এক-দেড় বছর হবে। তবে এইটা করতে গেলে দোকানের ইমেজ কিন্তু প্রভূত খারাপ হবার সম্ভাবনা থাকে। যে এমপ্লয়িরা ছেড়ে গেল তাদের ৯৯%-ই আর সেখানে ফিরবে না এটা নিশ্চিত।

    এদিকে কিন্তু দেখছি অনেকেই দেখছি ভালো ক্যান্ডিডেট পেলে তিনমাস ওয়েট করতে রাজি। এইটাও সত্যি।
  • Ho | ০২ ডিসেম্বর ২০১১ ১৫:৫১ | 121.242.160.180
  • ম্যামিদি গুরুর মূল ম্যানিফেস্টো-টাই বোঝলেন না অ্যাদ্দিনে? পোথোম পাতা খোলেন, ওখেনে বলা আছে। এখেনে যকন খুশি আসবেন, যা খুশি বকবেন। দেদার খোলা হলঘরে টোকা মারতে যায় কে? করলে শোনেই বা কে? এই তো, আমার কথা কেহ পাত্তা দেয় না, আমি কি অনুমতি লইসি কহনো তার লিগা? যা ইচ্ছে বকে চলে যাই।
  • bb | ০২ ডিসেম্বর ২০১১ ১৫:৪৯ | 117.195.168.232
  • অবশ্য আমি সবসময়ই ওভারহেডের দলে, তাই বোধহয় তাড়াতাড়ি ছেড়ে দেয় !!!
  • bb | ০২ ডিসেম্বর ২০১১ ১৫:৪৭ | 117.195.168.232
  • arpan অনেক কোম্পানী হয়ত এটা করে থাকে, কিন্তু আমার ক্ষেত্রে এই অসুবিধা হয় নি এখন পর্যন্ত ঃ)
  • phutki | ০২ ডিসেম্বর ২০১১ ১৫:৪৭ | 121.241.218.132
  • দরজা কই? আমি তো অবারিত দ্বার ভেবেই আসি !!!
  • phutki | ০২ ডিসেম্বর ২০১১ ১৫:৪৬ | 121.241.218.132
  • একটা প্রশ্ন ছিল।
    I এর লেখাটা ইউনিকোড ভার্সান দিয়ে তুলে ওয়ার্ডে সেভ করতে গেলে ভেঙ্গেচুরে যাচ্ছে।
    মানে, ভ্রমণ হয়ে যাচ্ছে ভরমণ। কী করে ঠিক করব ?
  • ppn | ০২ ডিসেম্বর ২০১১ ১৫:৪৪ | 202.91.136.71
  • ছাড়তে না চাওয়ার আরো যুক্তি শুনবেন? তবে বলি।

    যে রিসোর্স কাজ করছে না, সেও কিন্তু পাতা ফেলার পরেও আগামী তিনমাস ক্লায়েন্টের জন্য বিলেবল। সেটা দোকান ছাড়বে কেন? তাছাড়া বেঞ্চ স্ট্রেংথ যদি কম হয় তবে বাজার থেকে নতুন রিসোর্স তুলে তাকে কেটি ইত্যাদি দিয়ে তৈরি করতেও তিনমাস।
  • maximin | ০২ ডিসেম্বর ২০১১ ১৫:৪৪ | 59.93.164.159
  • দরজায় টোকা দেওয়ার পর কাম ইন না বললে বাইরেই দাঁড়িয়ে থাকতে হয়, তাই তো জানি।
  • maximin | ০২ ডিসেম্বর ২০১১ ১৫:৪৩ | 59.93.164.159
  • ধন্যবাদ হো।
  • ppn | ০২ ডিসেম্বর ২০১১ ১৫:৩৯ | 202.91.136.71
  • বিবি, ইনফিতে আমার বাধা হয়নি। কিন্তু আমার বর্তমান দোকানে হচ্ছে না, মানে জাস্ট হচ্ছে না। সিনিয়র জুনিয়র কোন লেভেলেই না। শুনেছি আমাদের দোকান ছাড়াও আরো বেশ কিছু জায়গায় একই প্র্যাকটিস চলছে।
  • Ho | ০২ ডিসেম্বর ২০১১ ১৫:৩৮ | 121.242.160.180
  • ম্যামিদি দরজায় টোকা দিয়ে পালালো কেন? আরে আসুন আসুন, 'গ্যাদিতে বোসুন চাই কি চেয়ারে বোসুন'।
  • bb | ০২ ডিসেম্বর ২০১১ ১৫:৩৪ | 117.195.168.232
  • এই তিন মাসের নোটিস সব জায়গায় আছে, কিন্তু ভাল সম্পর্ক থাকলে এটা কোন বাধা নয়।
  • phutki | ০২ ডিসেম্বর ২০১১ ১৫:৩০ | 121.241.218.132
  • এটা একমাসের নোটিস কোম্পানী ও করে। HR কথাবার্তার পরে যদি দেখে আটকানো যাবে না তাহলে একমাসের আগেই টাটা করে দেয়।
  • Ho | ০২ ডিসেম্বর ২০১১ ১৫:২৯ | 121.242.160.180
  • লুরুতে আমাদেরই দোকানে। হেইচার পাত্তাই দেয় না।
  • Ho | ০২ ডিসেম্বর ২০১১ ১৫:২৮ | 121.242.160.180
  • আমার পুরনো দোকানে খাতায়-কলমে তিনমাস ছিল। কিন্তু যেই না পাতা ফেলেছি, কদিনের মধ্যেই, 'নাঃ বেশীদিন আটকাবো না।' শুরু করে দিল। নিয়ে দেড়মাসের মাথায় ছেড়ে দিলে। ওদিকে লুরুতে আমার এক বন্ধু প্রায় একই সাথে পাতা ফেলেচিল, তারে তিনমাস আটকায়া রাখিল।
  • Bratin | ০২ ডিসেম্বর ২০১১ ১৫:২২ | 122.248.183.11
  • e, দের নোটিস পিরিয়ড নেই। ব্যাপক তো!!
  • Bratin | ০২ ডিসেম্বর ২০১১ ১৫:২১ | 122.248.183.11
  • সেটাই চাপের। ঃ-((

    IBM র এক মাস ছিল। এত লোক ছাড়তে শুরু করলো। বাড়িয়ে তিন মাস করে দিল। এক মাত্র TCS এক মাস এই বাজারে।
  • maximin | ০২ ডিসেম্বর ২০১১ ১৫:২১ | 59.93.164.159
  • আমি কি আসতে পারি?
  • phutki | ০২ ডিসেম্বর ২০১১ ১৫:১৯ | 121.241.218.132
  • কাজু, আমার এমন বাড় খাওয়ানো বসও জোটে নাই। সব পাষাণ।
  • Bratin | ০২ ডিসেম্বর ২০১১ ১৫:১৮ | 122.248.183.11
  • কাজু, তিনমাস।
  • dd | ০২ ডিসেম্বর ২০১১ ১৫:১৫ | 124.247.203.12
  • আর এই ফ্ল্যাশ ড্যান্স?
    এবারে বইমেলায়, গু চর স্টলে একটা আয়োজন করে ফেলো হে সিকি, প্যাঁচার ডাক সহ।

    আর এই যে মগরাহাটে গুলি চলে দু জনের মৃত্যু হলো সেটা নিয়ে কি কারুরই তেমন মাথা ব্যাথা নেই? এস ইউ সির ও না?
  • kumu | ০২ ডিসেম্বর ২০১১ ১৫:১১ | 122.176.32.39
  • "আমি খুব বদরাগী ছিলাম তখন" -ব্যাখ্যা কর।এই প্রসঙ্গে স্বর্ণালীর অবদান বর্ণনা কর। ৫+১০
  • phutki | ০২ ডিসেম্বর ২০১১ ১৫:১০ | 121.241.218.132
  • নাহ। কাজ আটকাবে কেন? বাকি লোকগুলো বাধ্য হবে ৯ এর জায়গায় ১২ ঘন্টা কাজ করতে। কাজ আটকাবে না।
  • Ho | ০২ ডিসেম্বর ২০১১ ১৫:১০ | 121.242.160.180
  • কে বলেচে কোনো বস বলে না, কাজ ভালো হইচে? আমার প্রাক্তন বস-এর নীতি ছিল ঘোরতর চাপে ফেলার আগে পোবোল পিঠ চাপড়ানি, অহো, তোমার মত এত নিখুঁত কেহ করিতে পারে না। ইহার অর্থ কী? না, অচিরেই আরো একটি অধিকতর এবং পূর্বাপর-কিসুই-জানা-নাই ও ইতিপূর্বে কেহ উহা করিতে সমর্থ হয় নাই এরূপ সামান্যতম গাইডেন্সবিহীন কঠিন চাপ আসিতেছে এবং তাহা সম্পূর্ণ একা করিবার নিমিত্ত প্রস্তুত হও, আমি কোনোরূপ হেল্পাতে পারুম না।
  • kumu | ০২ ডিসেম্বর ২০১১ ১৫:০৮ | 122.176.32.39
  • একজন কাজ না করলে অন্যদের কাজও আটকে যাবে না?
    ক্যামোন সব আপিস!
  • siki | ০২ ডিসেম্বর ২০১১ ১৫:০৬ | 123.242.248.130
  • আইবিয়েমের আগে এই রকম একটা পুচকি কোম্পানিতে কাজ করতাম। একদিন ছাড়ার সময় এল। কোম্পানির বড়কত্তা সেই এক ডায়ালগ দিলেন, তুমি কতো ভ্যালুয়েবল, ইন্ডিস্পিন্সেবল, ক্রিটিকাল রিসোর্স, এইসব বলে টলে বললেন ছাড়বো না। যেতে নাহি দিব।

    আম্মো বললাম, কাজ না করিব। কাজ এদিকে যথেষ্টই ছিল। একদিন আপিস গেলাম না। দুদিন গেলাম না। সেদিন বিকেলে ফোন এল, এইভাবে কেন নাম ডোবাচ্ছো? আমি খুব বদরাগী ছিলাম তখন, রেগেমেগে বললাম, আপনি আমায় ডোবালে আমি আপনাকে ডোবাবো না কেন? আপনিও ভাসিয়ে দিন, আমি এক হপ্তার মধ্যে আপনার কাজ নামিয়ে দিচ্ছি।

    ভদ্রলোকের চুক্তি হয়ে গেল। এক হপ্তা বাদে রিলিজ লেটার পেয়ে ফুটে গেলাম।

    আজকের যুগে সেসব চিন্তা করাও যায় না। এসব সেই ২০০৬ সালের কথা।
  • Ho | ০২ ডিসেম্বর ২০১১ ১৫:০৩ | 121.242.160.180
  • কবি গেয়েছেন, 'পরজনমে হইও গা-আ-ধা-আ'। গাধা তো আমরা এখনই এবং চিরকাল, তাহলে উদ্দিষ্ট ব্যক্তি বর্তমান জনমে কী?
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত