পটাশম্যাম একসাথেঃ প্রথম পার্টটা ছিল ২৮ নভেম্বরদুটো উনচল্লিশ পি এমে।
===================
সংক্ষেপে কই- য্যামন হয়,বিরসবদনে প্ল্যান্টে গিয়েছিলুম শনিবার,এদিন আবার এট্টা ওয়ার্কশপ ছিল।
নতুন প্রোজেক্টর কেনা হয়েছে,সে আর চালু হয় না।অতাতে নাকি ইউজার নেম ও পাস ওয়ার্ড সেট করা আছে,আর যে সেট করেছে সে গেছে চেন্নাই,সেলে ধরা যাচ্চে না।অনিজেদের বুদ্ধি মত ০০০০,১২৩৪ ,কোম্পানির নাম,জয় হনুমান/গণেশজী/কিষেণজী ইঃ নানারকম চেষ্টা হতে লাগল,আর বাবুদের মেজাজো চড়তে লাগল চর্চড়িয়ে।
বল্লুম,প্রোজেক্টরের দর্কার কী,ল্যাপটপ চালিয়ে এট্টু চেঁচিয়ে চেঁচিয়ে বলেন সবাই। সবাই কটমটিয়ে চেয়ে ভস্ম করে দিতে চাইল বটে,কিন্তু এই নব্বই কেজি চেহারার জন্য ঠিক পেরে উঠল না।অএম্নি সময়ে প্যা¾ট্রীর শান্তশিষ্ট মোহনজী লাঞ্চের কথা সুদোতে এসেছিল,সকলে সেই বেচারার ওপরে এতক্ষণ জমা হওয়া সমস্ত ঝাল ঝেড়ে নিল।
অবশেষে পাঁচটা নাগাদ "চলো,ম্যাডাম য্যায়সে বোলতী হ্যায়---" সেই পদ্ধতিতেই নেকচার শুরু হবে হবে,তখন চেন্নাই থেকে সেই ক্ষণজন্মা মহাপুরুষের ফোন এল ,পাস ওয়ার্ড কথাটাই পাস ওয়ার্ড(ইউ সী,ভুলনেকা চান্স নেই রাকখা)--
হ্যাঁ,তারপরে তো বড়মন্ত্রী চেন্নই থেকে জানালেন পাসওয়ার্ডই পাসওয়ার্ড। শুনে যিনি এতক্ষণ চেষ্টার পর হাল ছেড়ে এট্টু নৌকোর গলুইয়ে শুয়ে পড়ার চেষ্টায় ছিলেন,তিনি তেড়েফুঁড়ে উঠে খ্যাটাখ্যাট টাইপাতে লাগলেন-স্মল লেটার,ক্যাপিটাল লেটার , নাঃ,খোলে কই।(উল্লু কা পাট্ঠা,ড্যাস,ড্যাস,ড্যাস কো একবার চেন্নাই সে ওয়াপস আনে দো)। এম্নি সময় কুমুর দিমাগ কা বাত্তি, আজ্ঞে না,জ্বলল না।অওটি এতই কম ওয়াটের যে সর্বদাই জ্বালা থাকে,জ্বালানো -নেবানোর হ্যাপা পোষায় না। "" পি ক্যাপিটাল,বাকী স্মল করকে দেখিয়ে,কোলন ভি দিজিয়ে""
ওয়ার্কশপ শুরু হল বিকেল সাড়ে চারটেতে। দেরীতে শুরু হয়েচে তো কী,নেকচার তো দিতেই হবে।অকষ্ট করে পিপিটি বানানো হয়েচে।অসুতরাং যার মনে যা ছিল খোলসা করে কইতে লাগলেন।অএদিকে মুখে প্রকাশ না কল্লেও ক্ষুৎপিপাসায় সকল আপিসাররের অবস্থা কাহিল।অকিন্তু রাগের মাথায় সাধা লাঞ্চো বিদায় করা হয়েচে, এখন ফেরাবে তারে কিসের ছলে ইঃ।অতালেগোলে কুমু কুড়িটার জায়গায় দশটা স্লাইড দেখিয়ে বসে গেল,আশা করি তাতে পাপ হল না।
সব দুঃখের শেষ আছে,ওয়ার্কশপেরো শেষ হল,সন্ধ্যে সাড়ে সাতটায়।অহ্যাঁ ,ইতিমধ্যে অবশ্য সেই কুক প্রসন্নমুখে চা,কফি দিয়ে গেছে,প্রচুর স্ন্যাকস সহ।
সব ভাল,যার শেষ ভাল।অপরষ্পরের পৃষ্ঠ চুলকাওন,আহা কি নেকচারি না দিলেন,কোম্পানি এই বার তরতরিয়ে ------ইঃ।অওকে,গুডনাইট,সি ইউ,দিল্লী থেকে যারা গেছিলেন,একে একে বেরিয়ে গেলেন।অতখনো জানি না আমার জন্য নিয়তি সেই সন্ধ্যা বা রাত্রে কী লিখে রেখেছে। ল্যাবের ছেলেগুলো কিছু কাজের কথা শুদোচ্ছিল,ভাবলাম সেগুলোর নিষ্পত্তি করে যাই।অআটটা নাগাদ ফাইনালি বেরোচ্ছি,ড্রাইভার এসে হাসিমুখে,আনন্দ করে জানাল,ম্যাডাম গাড়ী তো স্টার্ট নেহি লেতা।
pi | ৩০ নভেম্বর ২০১১ ১০:০৪ | 72.83.76.29
কুমুদির লেখার প্রথম অংশটা কোথায় ? মিস করেছি মনে হয়। ওটা পেলে কেউ পুরোটা ওই টইতে দিয়ে দাও না !
RM | ৩০ নভেম্বর ২০১১ ০৯:৫৭ | 99.67.20.215
nk deeptaanal etc. upendrakishore - sei gagon alor galpoTa ki?
অপর্ণা সেন কে সেদিন স্টার আনন্দ তে দেখে বড় দুঃখ হল। দুইখান ভুরু আকাশে তুলে আঁকা। কেন যে বয়সোচিত গ্ল্যামারে লোকে বিশ্বাস হারায়!
siki | ৩০ নভেম্বর ২০১১ ০৯:৪৩ | 123.242.248.130
আর ম্যাক্সিমিন অনবদ্য। অপর্ণা সেন আমার সেই কিশোরবেলার থেকে ক্রাশ, তার ম্যাগাজিনে কাজ করব আমি? তাও দিল্লিতে বসে কলকাতার অনুষ্ঠানে হাজির হয়ে যাবো? মাই ঘড!
q | ৩০ নভেম্বর ২০১১ ০৯:৪১ | 121.241.218.142
ম্যাডাম প্রেসিডেন্টকে একটা চিঠি লিখতে চাই - যাতে প্রতি মাসে একবার করে তিনি পায়ের ধুলো দ্যান। চিংড়িঘাটা নিক্কো পার্ক রাস্তার আপ-ডাউন দুই দিক থেকেই বাম্প উধাও। এর আগে কেউ যখন এসেছিলেন তখন এক দিন থেকে উঠিয়েছিলো, তাও কিছুদিন আগে সেখানে নতুন করে পাঁচটা তৈরে হয়।
Du | ৩০ নভেম্বর ২০১১ ০৯:৪১ | 117.194.198.123
হ্যাঁ not হবে
phutki | ৩০ নভেম্বর ২০১১ ০৯:৩৯ | 14.96.31.99
to_date জাতীয় ব্যাপার গুলো দেখে নিন। মাঝে মাঝে ঐ জন্য ও 0 row দেয় কিন্তু।
পটাশম্যাম অনবদ্য। একঘর, দক্ষিণখোলা। লাস্টের পাঞ্চলাইনটা পড়ে থেকে আপনাকে ভমা-তে খাওয়াতে ইচ্ছে করছে ... তিনি শান্তভাবে অপেক্ষা করছিলেন, কলকাতা ফিরে যান নি ঃ-)))
ফরিদাবাদকে দোষ দিয়েন্না। গেল রবিবার পুরো দিল্লি এনসিআরে টোটাল ষাটহাজার বিয়ে হয়েছে। খপরের কাগজের হিসেব। এখন তো সবে শুরু, রোজই হাজার হাজার বিয়েশাদি হবে। দিল্লিতে লোকে বছর বছর বিয়ে করে কিনা কে জানে!
phutki | ৩০ নভেম্বর ২০১১ ০৯:৩৪ | 14.96.31.99
select t1.* from t1, t2 where t1.id = t2.id and t1.date not between t2.min_date and t2.max_date
S | ৩০ নভেম্বর ২০১১ ০৯:৩৩ | 129.115.2.75
দোকান নয় দাদা। চলছে না query গুলো। ঝ্যামেলা আছে কপালে।
q | ৩০ নভেম্বর ২০১১ ০৯:৩২ | 121.241.218.142
কিউ তো আমি! আবার কে এলো?
aka | ৩০ নভেম্বর ২০১১ ০৯:২৮ | 75.76.118.96
স ই কি কিউ? কোন দোকান। সকাল সকাল কোয়ারি চালাতে বসেছেন।
aka | ৩০ নভেম্বর ২০১১ ০৯:২৭ | 75.76.118.96
বোঝো। মনে না করে চালিয়ে দেখার কথা তো, নাকি?
S | ৩০ নভেম্বর ২০১১ ০৯:২৫ | 129.115.2.75
আকা ও ডু, আমার তো তোমাদের সবকটাই ঠিক লাগছে। সব ভুলে ঠুলে গেছি।
aka | ৩০ নভেম্বর ২০১১ ০৯:২৩ | 75.76.118.96
select from table1 t1 where exists (select id from table2 t2 where t1.id = t2.id and t1.date between (select min(date) from tablle2 t3 where t1.id = t3.id) and (select min(date) from tablle2 t4 where t1.id = t4.id))
কে জানে ঘেঁটে যাচ্ছি। ধুর।
S | ৩০ নভেম্বর ২০১১ ০৯:২২ | 129.115.2.75
মানে Table1 এ বিভিন্ন id এর জন্যে ওনেক্গুলো ডেটের ডেটা আছে, আর Table2 তে for each id min date and max date identify করা আছে। এখন আমাকে Table1 থেকে সেইসব ডেটা মুছতে হবে যেখানে ডেট ঐ table2 এর min max date এর বাইরে
Du | ৩০ নভেম্বর ২০১১ ০৯:২০ | 117.194.198.123
t2.id
Du | ৩০ নভেম্বর ২০১১ ০৯:১৯ | 117.194.198.123
delete from table1 t1 where exists ( select id from table2 t2 where t1.id = t2.id and t1.some_date between t2.date1 and t2.date2 ) এইরকম ?
S | ৩০ নভেম্বর ২০১১ ০৯:১৮ | 129.115.2.75
চললো, কিন্তু ০ আউটপুট দিলো
aka | ৩০ নভেম্বর ২০১১ ০৯:১৪ | 75.76.118.96
মন হচ্ছে প্রশ্নটা ঠিক মতন বুঝি নি। একটা উদাহরণ দিলে ক্লিয়ার হবে।
aka | ৩০ নভেম্বর ২০১১ ০৯:১২ | 75.76.118.96
select t1.* from table1 t1, table2 t2 where t1. id = t2.id and t1.date <> t2.date
চালিয়ে দেখুন যদি ঠিকঠাক ডেটা দেয় তারপরে দেলেতে চালাবেন।
S | ৩০ নভেম্বর ২০১১ ০৯:০৮ | 129.115.2.75
নিকে দিলে ভালো হয় আকা, আমি চালিয়ে দেখবো
aka | ৩০ নভেম্বর ২০১১ ০৯:০৭ | 75.76.118.96
এ তো সাব কোয়ারিগুলো মাল্টিপল রেজাল্ট দেবে। একটাতে ম্যাক্স ডেট আর অন্যটাতে মিন ডেট করে দিলে চলবে না?
S | ৩০ নভেম্বর ২০১১ ০৯:০৭ | 129.115.2.75
মানে ঐ table1 থেকে সেইসব ডেটা মুছতে হবে যেখানে ডেট আরেকটা table এর ডেট রেনজের মধ্যে নেই - আবার সেটা চেক করতে হবে id অনুযায়ী।
aka | ৩০ নভেম্বর ২০১১ ০৯:০৪ | 75.76.118.96
লিখে ফেলুন, কেউ পারলে বলে দেবে।
S | ৩০ নভেম্বর ২০১১ ০৯:০৪ | 129.115.2.75
delete from Table1 st1 where st1.date Not between ((select date1 from Table2 as st2 where st1.id = st2.AT_id) and (select Date2 from Table2 as st3 where st1.id = st3.AT_id))
পুরাকালের বাতেলা আরো ভীষণ, প্রায় বিভীষণ। আরে সেখানে শুধু মুনি ঋষি কেন স্বয়ং দেবতাদের রাজাই তো লম্ফঝম্প করে একশা,কোথাও কোথাও নিজেই কেস খেয়ে গেছেন। এমনকি তেনাদেরো যারা উপরে, সেই দেবাদিদেবেরাও তো সুযোগ পেলেই টুকটাক নেমে এসে লীলা। সেসব ধরলে তো হবে না, ওনাদের তো বেইল রয়েছে, ঝামেলা হলেই সড়াৎ করে বীম মী আপ, স্কটি বলে উপরে পালানো। ঃ-) কিন্তু এই লেনিন স্তালিন মাও, এনারা তো সংগ্রামী জনতা, মানুষের জন্য লড়ছেন বলেছেন, এনারাও যদি শেষে এই ইমেজে বেরোন মানুষের কাছে, তাইলে কী হইতে কী হইয়া গেল কেস হয় তো! ঃ-)
aka | ৩০ নভেম্বর ২০১১ ০৫:০৯ | 75.76.118.96
নিশি, পুরাকালের মুনি ঋষিদের সম্বন্ধে আরও সব ঘটনা শোনা যায়।
Tim | ৩০ নভেম্বর ২০১১ ০২:৫৯ | 198.82.29.235
ওয়াই দিস কোলাভেরি কোলাভেরি কোলাভেরি ডি
আজ্জোদা, মেইল করেছি।
nk | ৩০ নভেম্বর ২০১১ ০২:৫৬ | 151.141.84.194
একটা জিনিস বলতে পারেন আকাজী, এই নানা দেশের বাম ডান কিংবা এসব কিছু না অন্য কিছু বিপ্লবী, যারা কিনা বিরাট বিরাট সব ব্যাপার করেছেন, সবার নামেই শয়ে শয়ে মহিলা নিয়ে ইন্টুবিন্টুর অভিযোগ আনা হয় কেন? সব সময় ঠিক অভিযোগও না, স্টেটমেন্ট! আমার এক বামপন্থী স্যর খুবই মহোল্লাসে জানাতেন লেনিন স্তালিন মাও জে দং ইত্যাদি সবাই নাকি দেশের যে কোনো মেয়ের কাছে যেকোনো সময়ে গেলেই নির্বিচারে গৃহীত হতেন! কোনো প্রশ্ন নয়, কোনো প্রশ্ন নয়, ধন্য করেছেন টাইপের অবস্থা। ঃ-) ভাবুন, বাস্তবে লেনিন স্তালিন মাওজেদং হয়তো রীতিমতন প্র্যাক্টিকাল কর্মী মানুষ, এসবে হয়তো রুচি নিজের মতন। এঁরা অনেকেই বিবাহিত সংসারী ছিলেন। তবু নিন্দা বা স্তুতিতে এই জিনিস কেন ওঠে? এটা কি আসলে সর্বমানবের সুপ্ত ইচ্ছা? ঃ-)
বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে,
মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা,
কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
আমাদের কথা
আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের
কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি
জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্চিন্তার দিন শেষ হল। ... আরও ...
বুলবুলভাজা
এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ।
দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও
লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
হরিদাস পালেরা
এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে
পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান
নিজের চোখে...... আরও ...
টইপত্তর
নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান।
এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর।
... আরও ...
ভাটিয়া৯
যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই,
সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক
আড়ালহীন কমিউনিটি ... আরও ...
টইপত্তর/ভাটিয়া৯/হরিদাসপালের লেখার বক্তব্য লেখকের নিজস্ব, গুরুচণ্ডা৯র কোন দায়িত্ব নেই
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক।
অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি।
যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।
মে ১৩, ২০১৪ থেকে সাইটটি
বার পঠিত
সকলকে জানান
উপরে যে কোনো বোতাম টিপে পরিচিতদের সঙ্গে ভাগ করে নিন