এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • m | ২৪ নভেম্বর ২০১১ ১৮:১৬ | 117.194.37.67
  • একে একে নিভিছে ডেউটি
  • dukhe | ২৪ নভেম্বর ২০১১ ১৮:১৫ | 122.160.114.85
  • কাল একটা অপারেশন করেছিল যাতে নাকি কিষেণজি আর সুচিত্রা বেঁচে গেসলেন । আজকের আজকালে আছে ।
  • pi | ২৪ নভেম্বর ২০১১ ১৮:০৯ | 72.83.76.29
  • এই রিপোর্টটা কাল বেরিয়েছিল। আর আজ ! কাল হঠাৎ এটা দিয়েছিল কেন ? এরকম একটা ছোট প্রতিবেদন , কীসের কনটেকস্টে ? নাকি এটা অনলাইনে অন্য কিছু পিক আপ করছে ?

    http://ibnlive.in.com/generalnewsfeed/news/maoistld-kishenji-2-last/912157.html
  • q | ২৪ নভেম্বর ২০১১ ১৮:০৬ | 121.241.218.132
  • আমার অফিসে উল্লাস শুনছি/দেখছি। সমস্যা হল এতে কি আসল সমস্যা শেষ হয়ে যাবে?
  • pi | ২৪ নভেম্বর ২০১১ ১৮:০৩ | 72.83.76.29
  • ওঃ !
  • pi | ২৪ নভেম্বর ২০১১ ১৮:০২ | 72.83.76.29
  • এইটা দারুণ !
    Bachchan Fan (Mumbai)

    Devotee donates 162 diamonds to Tirumala deity - Latest update on this news is that the treasurers of the temple have decided to gift these diamonds to Big B little granddaughter in celebrations of the Royal birth in India. Seeing that the silver Rolls Royce was sent to fetch the little angelic royal princess home, there was an air of excitement all over India, especially in Delhi and Mumbai where fireworks displayed the night skies and thousands of enuchs assembled in Ramlila Maidan and in Mumbai Chowpatti Beach dancing and clapping hands and swirling round and round in their sarees. The scene was like a huge mela and everyone was enjoying the fun and appreciations to gods and goddesses for such an almighty birth saving all Indian people from the current financial woes in Dalal Street stocks and the continuous dip of the Indian rupee against US dollar. The holy child will bring back all the luck and blessings to India. Jai Hind. Amitabh Bachchan zindabad. Jaya Bachchan zindabad. Abhishek Bachchan zindabad, Ashwarya Bachchan zindabad. Baby princess Bachchan zindabad.
  • q | ২৪ নভেম্বর ২০১১ ১৮:০০ | 121.241.218.132
  • TOI-তে ব্রেকিং নিউজ।
  • byaang | ২৪ নভেম্বর ২০১১ ১৭:৫৯ | 122.172.225.146
  • কিষেনজি এনকাউন্টারে মারা গেছেন শুনলাম।
  • pi | ২৪ নভেম্বর ২০১১ ১৭:৫৭ | 72.83.76.29
  • *দুর্যোধন ঃ((
  • dukhe | ২৪ নভেম্বর ২০১১ ১৭:৫৬ | 122.160.114.85
  • পাই মহাভারতে কাঁচা ।
  • pi | ২৪ নভেম্বর ২০১১ ১৭:৪৭ | 72.83.76.29
  • তবে বরফের কালে হাঁটাহাঁটির অবস্থাটা অনেকটা যুধিষ্ঠিরসাহেবের ইন্দ্রপ্রস্থ ভ্রমণের মতন হয়ে যায়।
  • pi | ২৪ নভেম্বর ২০১১ ১৭:৪৫ | 72.83.76.29
  • হ্যাঁ, বরফ নিয়ে আমি কাব্যি শুরু করলেই মশামেসোর মুখের অবস্থা দেখার মতন হয়। গাড়িটা মূলতঃ তাকেই পোস্কার করতে হয় কিনা ঃ)
  • pi | ২৪ নভেম্বর ২০১১ ১৭:৪২ | 72.83.76.29
  • বরফের আকারে পড়লে তাকে স্লিট বলে ব'লে জানতাম। ফ্রিজিং রেইন, বৃষ্টির মতই পড়ে, সারফেসে এসে ফ্রিজ করে। আইস হয়।
  • dukhe | ২৪ নভেম্বর ২০১১ ১৭:৪০ | 122.160.114.85
  • আমার এক নিউ জার্সির গুরুদেব বলতেন - আমি তো চাই গ্লোবাল ওয়ার্মিং হোক । পৃথিবীর অর্ধেকটা - উঃ - কী ঠাণ্ডা !
  • de | ২৪ নভেম্বর ২০১১ ১৭:৩৪ | 203.199.33.2
  • ম' কে ক্ক। তবে এসব জিনিস যার সবচেয়ে বেশী মিস করার কথা ছিলো আমাদের বাড়িতে -- সেই গম্ভীর মুখে জানিয়েছে, নিজের দেশ সবচেয়ে ভালো লাগছে এখন! তাই আমি একাই মিস করি!
  • ppn | ২৪ নভেম্বর ২০১১ ১৭:২৯ | 216.52.215.232
  • ডিপেন করে। ইঞ্জিরিতে টেক্সটই বলি, বাংলায় এসেমেস।
  • m | ২৪ নভেম্বর ২০১১ ১৭:২২ | 117.194.37.67
  • শুধু তো বরফ না- দিনের আলো ফুটলে ঝলমলে সাদা দিন আর হাড় কাঁপানো ঠান্ডায় বাচ্চাদের দৌড়োদৌড়ি, বাপমার কলকলানি, কমবয়সিদের হাহাহিহি- পার্কে পার্কে বানিয়ে রাখা স্নোম্যান- টুপি,জ্যাকেট আর স্নোবুটে গড়াগড়ি,স্নো অ্যাঞ্জেল- সব কিছুর সঙ্গে একটা উৎসব- বাড়িতে বাড়িতে আলোর রোশনাই আর জানলার পাশে উঁকি মারা ক্রিসমাস ট্রি,ভোরের রেডিওতে রুডলফ আর বাড়ির পাশে গার্ডেন সেন্টারে আসা সত্যিকারের রেইনডিয়ার- দুপুরে মলের সাদাদাড়ি মোটাসোটা স্যান্টাদাদুর কোলে হরেক কিসিমের লাল টুপি পরা বাচ্চারা- এইসব কি ঠিক বলে বোঝানো যাবে?
    আমাদের দুগ্গাপুজোর আগের দিনগুলো-বল্লে কি সবটা বোঝা যায়?
  • kc | ২৪ নভেম্বর ২০১১ ১৭:১৯ | 194.126.37.78
  • কিন্তু দেশের হলটা কী? প্পন, বোতীন, এদের মত ডাকসাইটে সফোরা সবাই এসেমেস কে এখনও এসেমেস বলে? আমিতো টেক্সট বলি।
  • kumu | ২৪ নভেম্বর ২০১১ ১৭:১৩ | 122.160.159.184
  • ব্যাং কই গ্যালে?চেন্নাই?শরীর ভালো তো?জ্বর সারলো?
    মৈত্রেয়র লেখা ফাটাফাটি হয়েছে,ঐ টই তে লিখছি।
  • kumu | ২৪ নভেম্বর ২০১১ ১৭:১০ | 122.160.159.184
  • বরোপ পড়া?নাঃ,সেদিন ভেসে গেছে---
  • m | ২৪ নভেম্বর ২০১১ ১৭:০৯ | 117.194.37.67
  • ব্রতীন, বরফ ফ্লেকস্‌ হয়েই পড়ে। আর বরফের আকারে পড়লে তাকে আইসরেইন বলা হয়- সেটা গাছপালার গায়ে দেখতে মন্দ লাগে না-তবে সেটা খুব খারাপ জিনিস।
  • pi | ২৪ নভেম্বর ২০১১ ১৭:০৯ | 72.83.76.29
  • আমাদের এবার সেই যে রেকর্ড তাড়াতাড়ি বরফ পড়লো, একগাদা ভয় টয় দেখিয়ে সেও নামমাত্তরই, তারপর থেকে আর কোথায় কী ! ঃ(

    বরফের ছবি তুলতে সবচে কষ্ট আবার ঐ ছবি তুলে সবচে মজাও। একটা পুরো অন্য পৃথিবী মনে হয়।
  • Bratin | ২৪ নভেম্বর ২০১১ ১৭:০৬ | 122.248.183.11
  • কাটলুম।
  • pharida | ২৪ নভেম্বর ২০১১ ১৭:০২ | 61.16.232.26
  • "ঠান্ডা লেগে যাবে" - থেকে বেরোনো হয় না যে ঃ))

    পুজোতে চোপ্তা গেছিলাম - কাকতালীয়ভাবে খানিক আগে ওখানকার শীতকালের ছবি এলো - সেই বরোপ দেখেই শীত করছে।
  • Bratin | ২৪ নভেম্বর ২০১১ ১৭:০১ | 122.248.183.11
  • ফ্লেক্স না বরফ?
  • ppn | ২৪ নভেম্বর ২০১১ ১৬:৫৯ | 204.138.240.254
  • কিন্তু, ফরিদার তো পা বাড়ালেই তুষারদেশ।
  • pharida | ২৪ নভেম্বর ২০১১ ১৬:৫৫ | 61.16.232.26
  • মামী, - আরেকটু লিখে দাও পিলিজ - আমি জীবনে দেখিনি বরোপ পড়া।
  • Chi Minh | ২৪ নভেম্বর ২০১১ ১৬:৫০ | 123.242.248.130
  • না, রাস্তা আমার নামে।
  • m | ২৪ নভেম্বর ২০১১ ১৬:৪৯ | 117.194.37.67
  • রাত্রিবেলা একটা আলো আলো আকাশ থেকে ঐ যে সাদা সাদা রাশি রাশি ফুলের মত ঝরে যাওয়া- নিস্তব্ধ চরাচরে এমন অপার্থিব সৌন্দর্য কম ই আছে।- এই উৎসবের মরশুম এলেই সেটার জন্যে মনকেমন করে।
  • ppn | ২৪ নভেম্বর ২০১১ ১৬:৪৮ | 204.138.240.254
  • আরে তোমার নামে তো রাস্তা হয়েছে, সেই আনন্দে খাইয়ে দাও।
  • Bratin | ২৪ নভেম্বর ২০১১ ১৬:৪৬ | 122.248.183.11
  • বোঝো!! ঃ-(((
  • Ho | ২৪ নভেম্বর ২০১১ ১৬:৪৪ | 121.242.160.180
  • নেতু যেমন নাই, আছে পোসেনজিত, তেমনি অফিসিয়ালি কাজু-ও তো আর নাই, আছে হো। কাজু-র পেন্ডিং ট্রিট তারই দেবার কথা ছিল, সে পালিয়েছে, তার দায় এ অধম হো আইনতঃ আর কী করে নেবে?
  • de | ২৪ নভেম্বর ২০১১ ১৬:৪৪ | 203.199.33.2
  • ডিডিদা, সেই সঙ্গে চোখেও ঠুলী পড়তে হবে তাহলে!

    লাডাখ ভালো -- ওখানে একটা গুচ লাইভ ভাট অ্যারেঞ্জ করা যায় না?
  • ppn | ২৪ নভেম্বর ২০১১ ১৬:৪৪ | 204.138.240.254
  • মানালিতে প্রচুর নিস্তব্ধতা আছে। তেমন তেমন বরফ পড়লে যা তা। গতবার নিজের চোখে দেখে এসেছি। শেষের দিকে মনে হচ্ছিল এইবার এইখানেই আটকে থাকতে হবে অনেকদিন। ঃ)
  • siki | ২৪ নভেম্বর ২০১১ ১৬:৪১ | 123.242.248.130
  • লাদাখ।

    ডিসেম্বরে বিসিএমট্যুরিংয়ের একটা টিম যাচ্ছে।
  • dd | ২৪ নভেম্বর ২০১১ ১৬:৩৯ | 124.247.203.12
  • খুব ভীড় ভাট্টার মধ্যেও নিঃশব্দ বরোপ দেখতে পারেন।
    কানে আচ্ছা করে ঠুলি পরে নিন, তারপরে মাপলার জড়িয়ে দেখুন।

    ধাক্কাধাক্কি ভীড় তো কি হয়েছে। সোনালী সাইলেন্স।
  • Bratin | ২৪ নভেম্বর ২০১১ ১৬:৩৭ | 122.248.183.11
  • আলমোড়া, কৈশানি,রানীক্ষেত?
  • de | ২৪ নভেম্বর ২০১১ ১৬:৩৬ | 203.199.33.2
  • সিমলা, কুলু, মানালী নৈব নৈব চ! ঘাসের উপর একটুখানি ফ্রস্ট দেখলেও শতশত বাঙালী কাঙালীর মতো গড়াগড়ি খাচ্চে আর বরফ-বরফ বলে চেঁচাচ্ছে -- ভাবলেও শিউরে উঠি, বরফ পড়া দেখতে হয় নিস্তব্ধ জায়গায়।
  • Ho | ২৪ নভেম্বর ২০১১ ১৬:৩৬ | 121.242.160.180
  • নেতু না-আ-আ-আ-ই? তাহলে রিভু লিখবে কে? না না না ও হবে না। পোসেনজিত সিনিমা করবে, সে-ই আবার রিভু লিখবে, এটা হয় কহনো? সো নেতু মাস্ট বি দেয়ার।

    আর না হলে নেতু বলার আগে বিধিসম্মত পোশ্নো করে নিতে হবে -

    আশে পাশে শুভঙ্করদা থুড়ি, রুবীদেবী নাই তো? ;-))
  • de | ২৪ নভেম্বর ২০১১ ১৬:৩৩ | 203.199.33.2
  • নেতাইয়ের বে'র ছবি দেখতে চাই!
  • Bratin | ২৪ নভেম্বর ২০১১ ১৬:৩৩ | 122.248.183.11
  • সিমলা বা কুলু মানালি থেকে ঘুরে এসো মিঠু।
  • Bratin | ২৪ নভেম্বর ২০১১ ১৬:৩১ | 122.248.183.11
  • কিন্তু কাজু, তুমি কোম্পানী বদলের ট্রিট টা মেরে দিলে এটা কি ভালো হল?
  • Bratin | ২৪ নভেম্বর ২০১১ ১৬:৩০ | 122.248.183.11
  • আরে না না। এখানে বন্ধু দের যত গেট টু গেদার। সব দায়িত্বে আমি । তাই আর কি? ঃ-))
  • kumu | ২৪ নভেম্বর ২০১১ ১৬:২৮ | 122.160.159.184
  • এখন নেতু নাই,যে আছে সে প্রসেনজিৎ।
    রুবী যদি দেখে সারা পৃথিবী থেকে গুরুরা নেতু/নেত্য/নেতাই বলে চ্যাঁচাচ্ছে সে কি ভালো দেখাবে?

    এসেমে্‌স পড়েনা এরা?!! আমি এসেমেস কর্তে ও পড়তে ভালোবাসি।
  • Ho | ২৪ নভেম্বর ২০১১ ১৬:২৮ | 121.242.160.180
  • রামকুমারের ওই গানটা আমার সব-ব-চেয়ে ফেভারিট। আঃ মেজাজই আলাদা।

    এমন সময় বগামামা
    বগা-আ-আ-আ-আ-মা-আ-মা
    বার কল্ল তার বুদ্ধির ধামা
    তারপরে কস্তা-আ-কুস্তি ধস্তা-আ-ধস্তি
    শেষে প্যাঁক করে হাড়
    বেরিয়ে গেল-ও-ও-ও-ও-ও-ও
    একদা এক বাঘের গলায়...
  • m | ২৪ নভেম্বর ২০১১ ১৬:২৬ | 117.194.37.67
  • প্রথম তুষারপাতের সময় হয়ে গেলো ভেবে মন হু হু করছে...
  • de | ২৪ নভেম্বর ২০১১ ১৬:২৩ | 203.197.30.4
  • মনে শীত লাগলো কেন ম'?

    বোতীনকে মোবারত্ম দেয়নি?

    আমি গত দশ বছরে কটা এসেমেস করেছি গুনে বলা যাবে, কিন্তু আমায় এসেমেস করেনা বলিউডের এমন কোন নায়ক-নাইকা নাই :)) -- ক্ষী জ্বালাতন!
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত