এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • pharida | ২৫ নভেম্বর ২০১১ ১৬:২১ | 61.16.232.26
  • নিশ্বাস ছেড়ে প্রশ্বাস নিয়ে দেখতে পারো - বেশি কাজ দেয় ঃ))
  • Bratin | ২৫ নভেম্বর ২০১১ ১৬:২১ | 122.248.183.11
  • মিনি দি কত দিনের ট্যুর?
  • siki | ২৫ নভেম্বর ২০১১ ১৬:১৬ | 123.242.248.130
  • আছি। মাঝে মাঝে টাইম পেলে নিশ্বাস নিচ্ছি।
  • maximin | ২৫ নভেম্বর ২০১১ ১৬:১১ | 59.93.200.161
  • কেউ নেই কেন?
  • maximin | ২৫ নভেম্বর ২০১১ ১৫:৫৬ | 59.93.200.161
  • আমাদের মুখের ভাষাতেও খবরের কাগজের ভাষার প্রভাব পড়ে। খেয়াল রাখবেন কম্রেডস।
  • maximin | ২৫ নভেম্বর ২০১১ ১৫:৫৪ | 59.93.200.161
  • 'সেরা খবর' -- আ মরি বাংলা ভাষা।
  • dd | ২৫ নভেম্বর ২০১১ ১৫:৪৩ | 124.247.203.12
  • আপিশ যাবে না কেনো?
    আপিসে সুইমিং পুল,লাউঞ্জ বার,টি ভি,সব আছে। এভ্রিথিং।
    ওয়ার্ক ফ্রম রেসোর্ট। নতুন কনসেপ্ট।
  • siki | ২৫ নভেম্বর ২০১১ ১৫:৪০ | 123.242.248.130
  • ও, টিভিতে দেখিয়েছে?

    ইশান কি আজকাল আর আপিস যায় না? ঃ-)
  • pi | ২৫ নভেম্বর ২০১১ ১৫:২৩ | 72.83.76.29
  • এই প্রতিবেদনটার কথাই টইতে লিখছিলাম।
  • Ishan | ২৫ নভেম্বর ২০১১ ১৫:১২ | 117.194.32.205
  • ঝিকির কথায় মনে পড়ল। কালকে যখন "এনকাউন্টার' চলছিল, তখন মমতা ট্রেড ফেয়ারে শিল্পপতিদের প্রশ্নের উত্তর দিচ্ছিলেন। আমি টিভিতে দেখছিলাম। একদিকে জয়রাম। অন্যদিকে নির্বাক পার্থ। মমতাকে খুব স্বাস্থোজ্বল আর হাসিখুশি দেখাচ্ছিল বটে।
  • pi | ২৫ নভেম্বর ২০১১ ১৫:০৯ | 72.83.76.29
  • ব্রেকিং নিউজের ও তো বাংলা করেনি। তেমনি এটারও নাহয় নাই করত। অন্তত এই 'সেরা খবর' এর থেকে সেই অপশনটা বেটার।
  • siki | ২৫ নভেম্বর ২০১১ ১৫:০৬ | 123.242.248.130
  • আরেকটা জিনিসও খেয়াল রাখবেন কমরেডরা, কাল গুরু তেগ বাহাদুর বা গোবিন্দ সিংয়ের জন্মদিন ছিল।

    ঃ-)
  • dd | ২৫ নভেম্বর ২০১১ ১৪:৫৫ | 124.247.203.12
  • ব্যাং বেডকভার এবং বিভীষণ? বা বা বা। যদি অনুপ্রাসের জন্য করে থাকো তো তোমার সাহিত্যানুরাগের প্রসংশা করতে হয়, এ ছাড়া নয়।
  • Jhiki | ২৫ নভেম্বর ২০১১ ১৪:৫৪ | 182.253.0.99
  • দে ২ঃ১৭ কে এক্কেবারে ক, কাল খবরটা শোনার পর আমার প্রাথমিক প্রতিক্রিয়া তাই-ই ছিল।

    আর একটা কথা খেয়াল রাখবেন কমরেডরা, কাল ট্রেড ফেয়ারে পশ্চিম বঙ্গ ডে ছিল ঃ)
  • pi | ২৫ নভেম্বর ২০১১ ১৪:৫৩ | 72.83.76.29
  • টপ স্টোরি র বাংলা কি সেরা খবর হওয়া উচিত ?

    কাল ই প্রথম খেয়াল করলাম। তারানন্দের সাইটে গিয়ে দিনের 'সেরা'খবর, কিষেণজী নিহত পড়তে বেশ একটু অস্বস্তিই হচ্ছিল।
    মানে শুধু এই কেসে বলছিনা। যেকোন কেউ এমনি মৃত হলে, সবার জন্য 'দুঃখিত' হবার মত খবর হলেও কি সেটা এই সেরা খবর বলেই বের হয় ? প্রচুর অস্বস্তিকর তো।
    বিষেষ বিশেষ খবর গোছের কিছু বল্লে পারে তো।
  • Bratin | ২৫ নভেম্বর ২০১১ ১৪:৪৭ | 122.248.183.1
  • মাঝখান থেকে অশ্বিন শতরান করে ফেললো!! কী কান্ড!!
  • Bratin | ২৫ নভেম্বর ২০১১ ১৪:৪৫ | 122.248.183.1
  • অ তাই বলো। আমি ভাবলুম.....
  • ppn | ২৫ নভেম্বর ২০১১ ১৪:৪৪ | 202.91.136.71
  • বেডকভারওলা। তার হয়ত সেদিন বউনি হল না। ;-)
  • t | ২৫ নভেম্বর ২০১১ ১৪:৪১ | 61.12.12.84
  • "আজ মহাষ্টমী' গোছের ব্রেকিং নিউজের চেয়ে ঢের ভালো।
  • Bratin | ২৫ নভেম্বর ২০১১ ১৪:৪১ | 122.248.183.1
  • অপ্পন বেচারা টা কাকে বললো? ঃ-))
  • Ishan | ২৫ নভেম্বর ২০১১ ১৪:৩৯ | 117.194.32.205
  • স্টারানন্দে অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজ। মমতা বন্দ্যোপাধ্যায়ের মা অসুস্থ। কিডনিতে কিছু সমস্যা আছে।
  • kc | ২৫ নভেম্বর ২০১১ ১৪:৩৬ | 178.61.96.29
  • ওরে ব্যাঙ, বিভীষণকে বলিস অপোনেন্টের পিত্ত আরও ভালোভাবে প্রজ্বলিত করার তরকিব আছে। পিত্ত এতটাই জ্বলে যাবে যে বহুকাল ওইসব জিনিশ কেনার জন্য দোকানেই যেতে হবেনা। সেটা অনেকটা এইরকম, দোকানে গিয়ে প্রচন্ডরকম উৎসাহিত হতে হবে। নিজে নিজেই বেডকাভার নামিয়ে, এটা নাও সেটা নাও, এটা ক্ষি সুন্দর, তোমার এই রঙের একখানা নাইটি আছে, ক্ষি সুন্দর মানাবে এই রঙটা, এইরকম কিছু ইনস্ট্যান্ট ইম্প্রমচু ছাড়তে হবে। বেডকাভার কিনতে যাওয়া থেকে এজন্মের মত নিস্কৃতি পাওয়া যাব্বেই যাবে।
  • ppn | ২৫ নভেম্বর ২০১১ ১৪:২৭ | 202.91.136.71
  • বেচারা ঃ(
  • byaang | ২৫ নভেম্বর ২০১১ ১৪:২৫ | 122.172.246.85
  • ডিডিদা, ২ঃ২০ ঃ-)))
    বিভীষণ ক দিয়ে কিছু করে না। তবে বেশ কিছুদিন আগে তাকে জোর করে বেডকভার কিনতে নিয়ে যেতে বাধ্য করেছিলাম। আমি দোকানে ঢুকে পছন্দটছন্দ করে ঘাড় ঘুরিয়ে দেখি, সে পিছনে নেই। দাউ দাউ করে প্রঙ্কÄলিত পিত্ত নিয়ে তাকে খুঁজতে গিয়ে দেখি - দোকানের বাইরে দাঁড়িয়ে সিকিউরিটির থেকে খবরের কাগজ ধার চেয়ে পড়ছে। রেগেমেগে দুম দুম করে বেরিয়ে অটো ধরে বাড়ি এসেছিলাম সেদিন।
  • byaang | ২৫ নভেম্বর ২০১১ ১৪:২১ | 122.172.246.85
  • প্পণ, হ্যাঁ। শখানেক ক্রিকেট কার্ডস, ফেসবুকে আইসিসির পেজ, ক্রিকইনফোর ক্রিকেট গেম উপকরণের অভাব আছে?
  • byaang | ২৫ নভেম্বর ২০১১ ১৪:২০ | 122.172.246.85
  • দে, একদম ঠিক কথা। কিস্তিমাত করবে বলেই না জাগরীদের ইউনিফর্ম পরিয়ে সামনের লাইনের বোড়েদের এগিয়ে রাখা।
  • dd | ২৫ নভেম্বর ২০১১ ১৪:২০ | 124.247.203.12
  • বিভিষণ "ক" দিয়ে কি করে রে বাবা?
    কফি খায় ? কবিতা ল্যাখে? কেত্তন গায়? কথকলি নাচে? কুমড়ো কাটে?
    এর কোনোটাই তো কোনো দোষের দেখি না।
  • ppn | ২৫ নভেম্বর ২০১১ ১৪:১৯ | 202.91.136.71
  • ও, আচ্ছা। (কিন্তু সেটা বাড়িতে এসেও চলে?)
  • byaang | ২৫ নভেম্বর ২০১১ ১৪:১৮ | 122.172.246.85
  • প্পন, ক্রিকেট
  • de | ২৫ নভেম্বর ২০১১ ১৪:১৭ | 203.197.30.4
  • রাষ্ট্র যখন তার নিজের নাগরিককে সুপরিকল্পিতভাবে খুন করে তখন সামান্য হলেও একটা জাস্টিফিকেশনের পটভূমিকা তৈরীর প্রয়োজন, সেই পটভূমিকাই গত দিন পনেরো ধরে রচিত হচ্ছিলো। এতো আত্মসমর্পণের নাটক, হুমকি ইত্যাদী সবই সেই নাটকেরই অংশ!
  • dd | ২৫ নভেম্বর ২০১১ ১৪:১৬ | 124.247.203.12
  • শারোদ পাওয়ার যদি অন্য মন্ত্রিদের মতন আর্মড ব্ল্যাক ক্যাটদের নিয়ে ঘুরতো তো ঐ হরবিন্দারের লাশ পরে যেতো মুহুর্ত্তেই।

    আমার মনে পরছে মন্ডল আন্দোলনের সময় একটি অল্প বয়ষ্ক ছেলে আত্মাহুতি দিতে চেষ্টা করে। গায়ের থেকে দাউ দাউ করে আগুন বেড়োচ্ছে আর সহপাঠীরা আগুন নিবাতে চেষ্টা করছে - এই চমকপ্রদ ফটো সারা ভারতে ছড়িয়ে পরলো। ইনস্ট্যান্ট সেলেব্রিটি।

    ব্যাস। অল্পবয়ষ্ক ছেলে মেয়ের দলে একেবারে হিড়িক পরে গেলো নিজের গায়ে আগুন লাগানোর। ক্যামেরার সামনে।

    এই হরমিন্দারের কেস থেকে গ্যাস খেয়ে গ্যালো যে কতোগুলো সুইসাইডাল মাথামোটা - সে খবর কেউ রাখেন ?
  • ppn | ২৫ নভেম্বর ২০১১ ১৪:১৫ | 202.91.136.71
  • কী কাজ? কী?
  • de | ২৫ নভেম্বর ২০১১ ১৪:১২ | 203.197.30.4
  • পিছিয়ে পড়ে প্রতীককে,

    আমার মা বছর পাঁচেক আগে রিটায়ার করেছেন এইরকম আধা-সরকারী স্কুল থেকেই, পি এফ পেতে বছরখানেক লাগলেও পেনশন কিন্তু সঙ্গে সঙ্গেই শুরু হয়ে গিয়েছিলো।
  • byaang | ২৫ নভেম্বর ২০১১ ১৪:১০ | 122.172.246.85
  • দে, ঐ যে বল্লাম, বিড়ালের গলায় ঘন্টা বাঁধবে কে? ওদিকে মেদিনীপুরের জঙ্গলে স্নিফার ডগ, ট্র্যাকার ডগ কত কীই না নেমে পড়েছে। আমি শুধু একটা রোমহর্ষক গল্প কী করে বানাতে হয় , তাই শিখে চলেছি এই প্রশাসনের কাজকম্মো দেখে। এখন নাকি বহু মূল্যবান তথ্য সম্বলিত অসংখ্য কাগজপত্র, ল্যাপটপ, ব্যাগ ইত্যাদি ঐ জঙ্গল থেকে কুড়িয়ে পাওয়া গেছে। সন্দেহ ওটা নাকি সুচিত্রা মাহাতোর ব্যাগ। সকালে দেখলাম ২৪ঘন্টার সাংবাদিক ঐ জঙ্গলে দাঁড়িয়ে বলছেন - এই জঙ্গলে গাছের ঘনত্ব খুবই কম, এখানে লুকিয়ে থাকা একটু অসুবিধেজনক।
  • de | ২৫ নভেম্বর ২০১১ ১৪:০৫ | 203.197.30.4
  • ব্যাং, আমাদের দেশের আমজনতা বড্ড চটকদারী পছন্দ করে -- পাওয়ার একটি অতি কোরাপ্টেড লোক (এখানে লোকে মি: টেন পারসেন্ট বলে), কিন্তু শুধু চড় মেরে কি হবে? ওর বিরুদ্ধে কোরাপশনের মামলার একটাতেও যদি চার্জশিট দিতো পুলিশ তাহলেও নাহয় বুঝতাম!
  • byaang | ২৫ নভেম্বর ২০১১ ১৪:০২ | 122.172.246.85
  • প্পণ, বলে দেব। চাপ নিস না, তেনারও প্রায় একই রুটিন। শুধু কংকল এর বদলে অন্য একটা কাজ, সেটাও ক দিয়েই শুরু। ঃ-))
  • byaang | ২৫ নভেম্বর ২০১১ ১৪:০০ | 122.172.246.85
  • দে, এই প্রতিক্রিয়াগুলো তো দেখাতেই হবে, নিজেদের পোড়া মুখ ঢাকতে। আর সব কটাই মহারাষ্টের মধ্যেই। এর বাইরে ম্যাঙ্গো পাবলিক কিন্তু প্রোচোন্ডো খুশি।
  • ppn | ২৫ নভেম্বর ২০১১ ১৩:৫৪ | 216.52.215.232
  • ব্যাঙ, তেনাকে বোলো আজ মেলের রিপ্লাই দেব।

    গত ক'দিন বাড়িতে গিয়ে কংকল, খাওয়া আর ঘুমোনো এই ছিল রুটিন।
  • Bratin | ২৫ নভেম্বর ২০১১ ১৩:৫০ | 122.248.183.1
  • বা ঝিকি আমার আমার কথা শুনে গাজরের হালুয়া করছে জেনে ভালো লাগলো।ঃ-)
  • byaang | ২৫ নভেম্বর ২০১১ ১৩:৪৭ | 122.172.246.85
  • সিকি ঃ-))
    কিন্তু বিড়ালের গলায় ঘন্টা বাঁধবে কে? একটি বিশেষ পোতিক্কিয়া সম্পর্কে এই কোশ্নো। ঃ-)))
    হরবিন্দারের ১৪দিনের জেলহাজত হয়েছে।
  • byaang | ২৫ নভেম্বর ২০১১ ১৩:৪৪ | 122.172.246.85
  • হ্যাঁ, আমারও এই কমেন্টটা সবচেয়ে পছন্দের। তবে ঐ অর্কুটের কমেন্ট এখানে পোস্ট করা নিয়ে ঝামেলা হয়েছিল বলে, ফেসবুকের কমেন্ট পোস্ট করার সাহস পাই নি। ঃ-) ঐ পেজটার ফটোতে একটা লালগালওয়ালা যা ফটো রয়েছে না!
  • siki | ২৫ নভেম্বর ২০১১ ১৩:৪৪ | 123.242.248.130
  • পোতিক্কিয়া তো গোপনে দিই নি ঃ-)

    মনের কথা মনে চেপে রাখা আসে না।
  • pi | ২৫ নভেম্বর ২০১১ ১৩:৪২ | 72.83.76.29
  • ঃ)

    ভালো করে পুরো দেখিনি। চট করে এটাতে চোখ আটকালো ঃ)

    Sharad Pawar must have seen congress symbol so many times in his life......But for the first time he must have felt it...
  • byaang | ২৫ নভেম্বর ২০১১ ১৩:৩০ | 122.172.246.85
  • আপনাদের সিকিবাবুরও এক-দুটো মণিমুক্তোখচিত প্রতিক্রিয়া পাবেন ঐ লিংটাতে। ঃ-))
  • pi | ২৫ নভেম্বর ২০১১ ১৩:১৫ | 72.83.76.29
  • ফরিদাদা, মেইল কাল দেখবো । চার + এক + তিন ঘণ্টার জার্নির চোটে বড়ই ঘুম্পায়। যদিও জার্নিতেও মূলতঃ ঘুমিয়েইছি ঃ(

    এইমাত্র ভাট পড়ে উঠলাম। দেদিকে ক।

    শারদ পাওয়ারের কেস নিয়ে প্রতিক্রিয়াগুলো আরেকটু বিশদে হবে ?
  • Jhiki | ২৫ নভেম্বর ২০১১ ১৩:১০ | 182.253.0.99
  • সিকি তো রাঁধিত হবে এখন, রেসিপি গেঁধি/কুড়ি কেউ একটা দিলেই হবে ঃ)
  • pharida | ২৫ নভেম্বর ২০১১ ১৩:০৩ | 61.16.232.26
  • সিকির ফাটা চচ্চরি বা ফাটা সিকির ঝাল - রান্নার রেসিপি চাই ঃ))
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত