এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • kumu | ৩০ নভেম্বর ২০১১ ০০:৪১ | 122.161.253.187
  • আসল কথাই লিখি নি।

    বলছিলাম ফরিদাবাদের লোকেরা অত্যন্ত বিবাহ-প্রবণ,তাই গুরুভাই/বোনেরা ওদিকপানে না গেলেই ভাল।

    পরে বলবেন্না,কুমু সাবধান করেনি।
  • kc | ৩০ নভেম্বর ২০১১ ০০:৪০ | 178.61.96.29
  • হুম্‌ম্‌ম! কুমুদি কি বুঝলেন? ছেলেরা সিনিয়রদের সবসময় সাহায্যই করে থাকে। তা সে সিনিয়র যতই অত্যাচারি হোক ন কেন!! ঃ-))
  • maximin | ৩০ নভেম্বর ২০১১ ০০:৪০ | 59.93.196.212
  • আহা কুমুর লেখার হাতটি বড়ই মিঠে।
  • Du | ৩০ নভেম্বর ২০১১ ০০:৩৮ | 117.194.197.54
  • সত্যি অপ্পন, এত দুঃখের DST যে এপারে বসে কত স্বস্তিদায়ক, এখন বোঝা যায়।
    যাই ঘুনু করি এইবারে
  • maximin | ৩০ নভেম্বর ২০১১ ০০:৩৬ | 59.93.196.212
  • বলো দেখি বিলায়েতের কোনটা দিয়েছে এসারে?
  • kumu | ৩০ নভেম্বর ২০১১ ০০:৩৫ | 122.161.253.187
  • কুল,কুল,কুমু ,মাথা ঠান্ডা রাখো,দিল্লীতে তোমার আপিস মাত্রই পঁচাত্তর কিমী দূরে,
    নাইট ইজ স্টিল ইঃ।

    "তা বাবা,কোম্পানীর মেকানিক ডাকো।"
    "বুলায়া থা,ও ছুট্টিপর হ্যায়,শাদী হ্যায় ঘর মে।""
    আর মেকানিক নেই?
    আপ কহো তো ,বুলাউ।
    পরপর চারজন মেকানিক ডাকা হল,প্রত্যেকে বিয়েতে ব্যস্ত।কারো চাচেরা ভাইয়ের শালী,কারো মৌসির মেয়ের দেবরানী,কারো পড়োসওয়ালার,চতুর্থজনের নিজেরি বিয়ে।

    জুনিয়র ও সিনিয়ররা ততক্ষণে মতামত দিতে এসে পড়েছেন-
    এহেহে,এখানকার গাড়ীগুলোও আজ নেই,

    ট্যাংকারগুলো অবশ্য ঐদিকেই যাচ্ছে,

    রাতটা গেস্টহাউসে কাটিয়ে দিন্না,ম্যাম-

    বললাম যে তাতে কোন অসুবিধা ছিল না,কিন্তু কত্তা রাত এগারোটা নাগাদ দিল্লীতে নামবেন,আর বাড়ীর চাবি আমার ব্যাগে।ফরিদাবাদে ট্যাক্সি সার্ভিস আছে নিশ্চই,তাদের কাউকে ডাকি।

    ততক্ষণে সাড়ে আটটা বাজে,সকলের প্রবল আপত্তি অচেনা ট্যাক্সিতে এতদূরের রাস্তা, একলা-

    বললাম,আমার সঙ্গে কেউ চলুক,রাতটা আমার বাড়ীতে থেকে সকালে ফিরে আসবে।
    পাঁচটা জায়গায় ফোন করা হল,সক্কলের গাড়ী চলে গেছে বিয়েতে।যে গাড়ী আছে তা এদ্দূর যাবে না।

    দুঃখের কাহিনী ছোট করাই ভাল।শেষপর্যন্ত ফরিদাবাদবাসী একটি ছেলে তার বন্ধুর গাড়ীতে সারিতা বিহার মেট্রো স্টেশনে ছেড়ে গেল।বাড়ী ফিরলাম রাত সাড়ে বারোটায়।

    তবে রুপোলী বর্ডার এই যে তিনি শান্তভাবে গেটের বাইরে অপেক্ষা করছিলেন,কলকাতা ফিরে যাননি।
  • nk | ৩০ নভেম্বর ২০১১ ০০:৩৪ | 151.141.84.215
  • এখানে কেউ আবুল বাশারের লেখা পড়েন?
  • kc | ৩০ নভেম্বর ২০১১ ০০:৩২ | 178.61.96.29
  • মাঝে মাঝে যাই।
  • nk | ৩০ নভেম্বর ২০১১ ০০:৩১ | 151.141.84.215
  • কেসি, আপনার বক্তব্য শুনে রিচুয়ালের আরেক উপযোগিতা পাওয়া গেল। পরের আবশ্যিক পেইনের জন্য ইনিশিয়েশন, প্রিপেয়ার করে রাখা আরকি! ঃ-)
  • maximin | ৩০ নভেম্বর ২০১১ ০০:৩১ | 59.93.196.212
  • কেসি এসারে সাইটে যাও?
  • maximin | ৩০ নভেম্বর ২০১১ ০০:২৯ | 59.93.196.212
  • আরে ছোট্ট ক্লিপ। ওটা তো ব্যাকগ্রাউন্ড মিউজিক। আমি অপর্ণাকে দেখছিলাম। সে একটা নতুন পত্রিকা বার করবে। সহ সম্পাদকের নাম শমীক চ্যাটার্জি।
  • maximin | ৩০ নভেম্বর ২০১১ ০০:২৬ | 59.93.196.212
  • কুমুর গল্পের আগের অংশ কৈ?
  • pi | ৩০ নভেম্বর ২০১১ ০০:২২ | 128.231.22.133
  • হুঁ, গুচ্ছ কাজ ঃ(

    তুমি বিলায়েত খানের কী শুনলে ?লিখে রেখো খন । এসে পড়বো ।

    আর কুমুদি, চালাও পানসি ব্যাক টু ডেলহি ঃ)
  • kc | ৩০ নভেম্বর ২০১১ ০০:২২ | 178.61.96.29
  • রিমির পোস্ট পড়ে একজন বললেন, বিয়ের অনুস্‌ঠানের থেকেও উনি বেশী কষ্ট পেয়েছেন লেবার পেইনে। তাই ওই রাস্তায় একবারই হেঁটেছেন।

    ম্যামিদি, বিলায়েৎএর কোনটা?
  • nk | ৩০ নভেম্বর ২০১১ ০০:১৮ | 151.141.84.215
  • আহা কুমু, কী লেখা! আমার পক্ষ থেকে গোটাকতক তুরতুরে কাঠবেড়ালি পাঠালাম। ঃ-)
  • maximin | ৩০ নভেম্বর ২০১১ ০০:১৭ | 59.93.196.212
  • পাই যাচ্ছ এত শিগগির?
  • pi | ৩০ নভেম্বর ২০১১ ০০:১৫ | 128.231.22.133
  • লেখা হলে কেউ টইতে পেস্টিয়ে দিও।

    আমি চল্লুম। টাটা।
  • maximin | ৩০ নভেম্বর ২০১১ ০০:১৫ | 59.93.196.212
  • মুদিয়ালির পুজোমন্ডপেও বিলায়েত বাজায়।
  • maximin | ৩০ নভেম্বর ২০১১ ০০:১৩ | 59.93.196.212
  • চ্যানেল টেন বলছিলাম কেন, আজ একটা অনুষ্ঠান হল খুবই সুন্দর লাগল। ব্যাক গ্রাউন্ড মিউজিক --বিলায়েতই মনে হল।
  • Tim | ৩০ নভেম্বর ২০১১ ০০:১০ | 198.82.29.235
  • আজ্জোদার ক্ষি সাহস! সিংহবিক্রমে পোস্ট কচ্ছে। ঃ-)
  • kc | ৩০ নভেম্বর ২০১১ ০০:১০ | 178.61.96.29
  • কুমুদি কি হল? গপ্পটা শেষ করুন!! আজ তাড়াতাড়ি ঘুমোতে যাব।
  • ppn | ২৯ নভেম্বর ২০১১ ২৩:৫৯ | 112.133.206.18
  • হুঁ। তারপরে?
  • Tim | ২৯ নভেম্বর ২০১১ ২৩:৫৮ | 198.82.29.235
  • কুমুদির লেখাটা গোলা হচ্ছে। টইতে তুলে রাখা হোক।
  • kumu | ২৯ নভেম্বর ২০১১ ২৩:৫৫ | 122.161.253.187
  • কিকি,ওরে বাবা।ঃ-)))))))))))))))))))

    দে আর কিকি শুনতে চাইলো,তাই সেই প্রোজেক্টর বা ফরিদাবাদের গল্প-

    হ্যাঁ,তারপরে তো বড়মন্ত্রী চেন্নই থেকে জানালেন পাসওয়ার্ডই পাসওয়ার্ড।শুনে যিনি এতক্ষণ চেষ্টার পর হাল ছেড়ে এট্টু নৌকোর গলুইয়ে শুয়ে পড়ার চেষ্টায় ছিলেন,তিনি তেড়েফুঁড়ে উঠে খ্যাটাখ্যাট টাইপাতে লাগলেন-স্মল লেটার,ক্যাপিটাল লেটার ,নাঃ,খোলে কই।(উল্লু কা পাট্‌ঠা,ড্যাস,ড্যাস,ড্যাস কো একবার চেন্নাই সে ওয়াপস আনে দো)।
    এম্নি সময় কুমুর দিমাগ কা বাত্তি, আজ্ঞে না,জ্বলল না।ওটি এতই কম ওয়াটের যে সর্বদাই জ্বালা থাকে,জ্বালানো -নেবানোর হ্যাপা পোষায় না।
    "" পি ক্যাপিটাল,বাকী স্মল করকে দেখিয়ে,কোলন ভি দিজিয়ে""

    বললে পেত্যয় যাবেন্না,এক সেকেন্ডে চিচিং ফাঁক,উল্লাসে হ্যান্ডশেক করন,প্রায় ঘুমন্ত দের পুনর্জীবিত হওন,প্ল্যান্ট হইতে সকলকে ডাকিয়া একত্র করন।

    ওয়ার্কশপ শুরু হল বিকেল সাড়ে চারটেতে।
    দেরীতে শুরু হয়েচে তো কী,নেকচার তো দিতেই হবে।কষ্ট করে পিপিটি বানানো হয়েচে।সুতরাং যার মনে যা ছিল খোলসা করে কইতে লাগলেন।এদিকে মুখে প্রকাশ না কল্লেও ক্ষুৎপিপাসায় সকল আপিসাররের অবস্থা কাহিল।কিন্তু রাগের মাথায় সাধা লাঞ্চো বিদায় করা হয়েচে, এখন ফেরাবে তারে কিসের ছলে ইঃ।তালেগোলে কুমু কুড়িটার জায়গায় দশটা স্লাইড দেখিয়ে বসে গেল,আশা করি তাতে পাপ হল না।

    সব দুঃখের শেষ আছে,ওয়ার্কশপেরো শেষ হল,সন্ধ্যে সাড়ে সাতটায়।হ্যাঁ ,ইতিমধ্যে অবশ্য সেই কুক প্রসন্নমুখে চা,কফি দিয়ে গেছে,প্রচুর স্ন্যাকস সহ।

    সব ভাল,যার শেষ ভাল।পরষ্পরের পৃষ্ঠ চুলকাওন,আহা কি নেকচারি না দিলেন,কোম্পানি এই বার তরতরিয়ে ------ইঃ।ওকে,গুডনাইট,সি ইউ,দিল্লী থেকে যারা গেছিলেন,একে একে বেরিয়ে গেলেন।তখনো জানি না আমার জন্য নিয়তি সেই সন্ধ্যা বা রাত্রে কী লিখে রেখেছে।
    ল্যাবের ছেলেগুলো কিছু কাজের কথা শুদোচ্ছিল,ভাবলাম সেগুলোর নিষ্পত্তি করে যাই।আটটা নাগাদ ফাইনালি বেরোচ্ছি,ড্রাইভার এসে হাসিমুখে,আনন্দ করে জানাল,ম্যাডাম গাড়ী তো স্টার্ট নেহি লেতা।
  • pi | ২৯ নভেম্বর ২০১১ ২৩:৪৩ | 128.231.22.133
  • হুঁ।
  • sda | ২৯ নভেম্বর ২০১১ ২৩:৪৩ | 117.194.195.76
  • ঠিক ১১ঃ৪০ এ কি গুরু র সার্ভার প্রতিদিন অটো-রিস্টার্ট হয় ? রাতে গুরু পড়তে পড়তে পেজ চেঞ্জ এর সময় এরর এলেই দেখি ১১ঃ৪০ বাজে। ঃ)
  • Bratin | ২৯ নভেম্বর ২০১১ ২৩:৩৮ | 14.99.2.105
  • সেই সুখ স্বপনে আর শান্তি শশ্মানে!!
  • pi | ২৯ নভেম্বর ২০১১ ২৩:৩৫ | 128.231.22.133
  • মিনিদি, শোনার জন্য আমার তরফ থেকেও থ্যাংকু !

    হুমেরুদাকে জন্মদিনে উপন্যাস শেষ করার অ্যাসাইনমেন্ট ঃ)
  • ppn | ২৯ নভেম্বর ২০১১ ২৩:৩২ | 112.133.206.18
  • DST শেষ হয়ে *** আরো মারা গেছে।
  • Bratin | ২৯ নভেম্বর ২০১১ ২৩:৩১ | 14.99.2.105
  • আমাদের ডেনমার্কের ক্লায়েন্ট। রোজ স্ক্র্যাম কল ১ঃ৩০ - ২। ব্যাস!!
  • maximin | ২৯ নভেম্বর ২০১১ ২৩:৩১ | 59.93.196.212
  • এখানে কেউ চ্যানেল ১০ দেখেনা বোধ হয়।
  • ppn | ২৯ নভেম্বর ২০১১ ২৩:৩০ | 112.133.206.18
  • হয়ে গেল। এখন খেতে বসব।

    তোমাদের থাকে না বোতিন?
  • Bratin | ২৯ নভেম্বর ২০১১ ২৩:২৮ | 14.99.2.105
  • না না কংকল!!
  • Tim | ২৯ নভেম্বর ২০১১ ২৩:২৬ | 198.82.29.235
  • হুমেরুদাকে হ্যাবাড্ডি।
  • maximin | ২৯ নভেম্বর ২০১১ ২৩:২৫ | 59.93.196.212
  • গান শুনেছি পাই। থ্যাঙ্কস এ লট।
  • Tim | ২৯ নভেম্বর ২০১১ ২৩:২৫ | 198.82.29.235
  • জন্মদিনে জ্বালাতন?
  • Bratin | ২৯ নভেম্বর ২০১১ ২৩:২২ | 14.99.2.105
  • কী জ্বালাতন!!
  • siki | ২৯ নভেম্বর ২০১১ ২৩:১৬ | 122.177.251.103
  • পঁয়তাল্লিশ মিনিট বাদে হুমেরুর জন্মদিন। হ্যাবাড্ডি হুমেরু।
  • siki | ২৯ নভেম্বর ২০১১ ২৩:১৫ | 122.177.251.103
  • সিকি চ্যাটার্জি নয়।
  • ppn | ২৯ নভেম্বর ২০১১ ২৩:১৪ | 112.133.206.18
  • আমার কল চলছে। ঃ(
  • Bratin | ২৯ নভেম্বর ২০১১ ২৩:১৩ | 14.99.2.105
  • অপ্পন তুমি কটা দাও। আমি ট্রাই করি
  • Bratin | ২৯ নভেম্বর ২০১১ ২৩:১৩ | 14.99.2.105
  • হ্যাঁ 'মাকড়সার রস' ঠিক!!
  • sda | ২৯ নভেম্বর ২০১১ ২৩:১২ | 117.194.195.76
  • বিঃ বঃ উপন্যাসটা শেষ করেও কপিরাইট সংক্রান্ত আইনে আটকে যান অন্য এক প্রখ্যাত সাহিত্যিক। কে তিনি ?
  • Bratin | ২৯ নভেম্বর ২০১১ ২৩:১২ | 14.99.2.105
  • ওটা 'খুঁজে খুঁজে নারী' না?
  • pi | ২৯ নভেম্বর ২০১১ ২৩:১১ | 128.231.22.133
  • ম্যাক্সিদি, না।
  • maximin | ২৯ নভেম্বর ২০১১ ২৩:১০ | 59.93.196.212
  • thanks.
  • ppn | ২৯ নভেম্বর ২০১১ ২৩:১০ | 112.133.206.18
  • মাঃ রঃ
  • Bratin | ২৯ নভেম্বর ২০১১ ২৩:০৯ | 14.99.2.105
  • হ্যাঁ। ওটা হয় নি।
  • maximin | ২৯ নভেম্বর ২০১১ ২৩:০৯ | 59.93.196.212
  • কেউ বলবেন কি? চ্যাটার্জি কিনা?
  • sda | ২৯ নভেম্বর ২০১১ ২৩:০৯ | 117.194.195.76
  • মাকড়শার রস ?
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত