এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • pipi | ০১ ডিসেম্বর ২০১১ ২২:৩৫ | 129.74.191.152
  • ঠিক, এট্টা গার্লিই জোটানো বেটারঃ-)
  • aka | ০১ ডিসেম্বর ২০১১ ২২:৩৪ | 168.26.215.13
  • তাইলে একটা গার্লফ্রেণ্ড জোটাও বললে শুনতে কেমন জানি লাগছে। ঃ)

    কেডিদা ঃ))
  • pipi | ০১ ডিসেম্বর ২০১১ ২২:২৯ | 129.74.191.152
  • কেডিদা, ঃ-)))

    অপ্পন, তাই কত্তে হবে মনে হচ্ছেঃ-) তবে কি, আম্রিকান ছেলে গুলো বড্ড ঢ্যাঁটা টাইপ মনে হয়, মেয়েগুনোই তো দেখি সব করে বেড়ায়। তালে আর বয়ফেরেণ্ড পটিয়ে কি লাভ হল। তবে আমার দেখার ভুলও হতে পারে।
    উফ! এই গাড়ি কিনে দশচক্রে ভূত হয়ে গেলাম। ফি মাসে কিছু না কিছু লেগেই আছে। ভাবছি এটাকে বিদেয় করে দেব।
  • kd | ০১ ডিসেম্বর ২০১১ ২২:২১ | 59.93.210.42
  • গাড়িতে জক থাকতেই হবে কেন? যদি সত্যিই থাকতো, তাহ'লে কি পিপি এখানে জিগ্যেস করতো? সেই তো টায়ার পাল্টে দিতো। ঃ)
  • ppn | ০১ ডিসেম্বর ২০১১ ২২:২০ | 122.252.231.10
  • পিপি, একটা বয়ফ্রেন্ড পটাও। ঃ)
  • pipi | ০১ ডিসেম্বর ২০১১ ২২:১৫ | 129.74.191.152
  • থ্যাঙ্কু আকা। যা বুঝলাম আগে কাউকে একটা পটাই ফুটো টায়ার বদলে স্পেয়ারটা লাগিয়ে দেবার জন্য। তাপ্পরে গ্যারাজ। সে যদি দেখে বলে টায়ার বদলাতে তো ডিসকাউন্ট টায়ার। এই তো? গট ইট!

    অপ্পন, বেঁচে থাক আমার সোনার দেশঃ-)
  • aka | ০১ ডিসেম্বর ২০১১ ২১:৫১ | 168.26.215.13
  • পিপি এই ভিডিওটা দেখো



    আমার স্টেপ্‌গুলো একটু এদিক ওদিক হতে পারে।
  • ppn | ০১ ডিসেম্বর ২০১১ ২১:৪৫ | 122.252.231.10
  • আহ, এইসব জিনিস দেশে হলে চিন্তা নাই। গাড়ির ডিলার কি পাড়ার মেকানিককে ফোং করলেই চলে আসে।
  • aka | ০১ ডিসেম্বর ২০১১ ২১:৪৩ | 168.26.215.13
  • আম্রিগান কথায় কান দিও না। একটা গেলে একটাই বদলাবে। তারপর ব্যালান্স করে দিতে বলবে। যদি না একটা কিনলে একটা ফ্রি পাওয়া যায়।

    কাউকে একটা হেল্প করতে বলো স্পেয়ারটা লাগাতে। গাড়িতে জক থাকা উচিত।

    ১। টায়ারের নাট বল্টু গুলো আল্গা করে (গাড়ির ট্রাংকে য্‌নত্র থাকে)

    ২। জক লাগিয়ে গাড়ি উঁচু করে

    ৩। পুরনোটা খুলে

    ৪। স্পেয়ার লাগিয়ে

    ৫। নাত বল্টু অল্প টাইট করে

    ৬। জক থেকে নামিয়ে জোরে টাইট করে

    ৭। গ্যারেজে নিয়ে যেতে হবে।

    লিক থাকলে অল্প খরচ বেশি কিছু হলে টায়ার বদলাতে হবে।
  • Bratin | ০১ ডিসেম্বর ২০১১ ২১:৪৩ | 117.194.103.252
  • quark মালায়।
  • pipi | ০১ ডিসেম্বর ২০১১ ২১:৪১ | 129.74.191.152
  • আমার ইন্সিওরেন্স তো প্রিভিলেজ। তাদের ওয়েবসাইট ঘেঁটে তো কিছু পাচ্ছি না!
  • aka | ০১ ডিসেম্বর ২০১১ ২১:৩৯ | 168.26.215.13
  • AAA না হয় ইন্সিওরেন্সে যদি রোড সাইড অ্যাসিস্ট্যান্স থাকে তাদের।
  • pipi | ০১ ডিসেম্বর ২০১১ ২১:৩৮ | 129.74.191.152
  • AAA মেম্বারশিপ নাইঃ-( ল্যাবের বিভিন্নজন বিভিন্ন মতামত দিয়ে চলেছে - পুরো ঘঁটে ঘ! কেউ বলছে টুকটুক করে চালিয়ে গ্যাসস্টেশনে নিয়ে গিয়ে হাওয়া ভরে আন। আধঘন্তাটাক চালিয়ে দেখ আবার ফ্ল্যাট হল কি না ৯আ গেল যা! আমার আর সারাদিনে যেন আর কোন কাম নাই!)।
    কেউ বলল স্পেয়ার টায়ারটা লাগালেই চলবে (কে লাগায় তা জানা গেল না)।
    আরেক পাব্লিক বলল স্পেয়ার টায়ার দিয়ে হবে না, ওটা কাজ চালানোর জন্য। ওটা লাগিয়ে ডিসকাউন্ট তায়ারে গিয়ে নতুন টায়ার কিনে আনতে!
    আরেঅকজন - দুটো টায়ারই বদলাতে হবে নইলে একটা নতুন আরেকটা পুরনো টায়ারে গাড়ি চালালে গাড়ি একটু ডিসব্যালান্সড হয়ে যেতে পারে!
    মাইরি, কেউ বলছে না যে এই অবস্থায় টুকটুক করে আমি গাড়িটা চালাবই বা কি ক্রে আর টায়ারটা চেঞ্জই বা করব কি করে। ও বিদ্যে থাকলে তো হয়েই যেত!
  • pi | ০১ ডিসেম্বর ২০১১ ২১:২৮ | 72.83.76.29
  • AAA
  • r2h | ০১ ডিসেম্বর ২০১১ ২১:২৪ | 198.175.62.19
  • আর টায়ার চেঞ্জ করতে যদি নাই জানেন, তবে আর কটা চেঞ্জ করতে হবে জেনে কি হবেঃ)
  • r2h | ০১ ডিসেম্বর ২০১১ ২১:২৩ | 198.175.62.19
  • আম্রিকায় কি হয় জানিনা, তবে দেশে তো যেটা গেছে সেটা পাল্টালেই চলতোঃ)
  • Ho | ০১ ডিসেম্বর ২০১১ ২১:১৯ | 59.93.194.193
  • আমি পষ্ট দেখিতেছি মনশ্চক্ষে, পিপিদি মহা উদ্বিগ্ন অবস্থায় হাতে একটা ল্যাপি নিয়ে রাস্তায় পায়চারি কত্তে কত্তে গুরুতে টাইপাতেছেন। ক্ষী অবোস্তা !!!
  • Paramita | ০১ ডিসেম্বর ২০১১ ২১:১৮ | 198.95.226.40
  • AAA মেম্বারশিপ আছে? থাকলে কল করো, আধ ঘন্টার মধ্যে এসে যাবে।
  • pipi | ০১ ডিসেম্বর ২০১১ ২১:১২ | 129.74.191.152
  • আম্রিগাবাসী জনতা, ফ্ল্যাট টায়ার হলে কি করতে হবে শিগগীর বাতলাও। ট্রাঙ্কে একটা স্পেয়ার টায়ার আছে, কিন্তু টায়ার চেঞ্জ কি করে কত্তে হয় জানি না। আর ইয়ে, ঐ স্পেয়ার টায়ারটা লাগালেই হবে? নাকি পিছনের দুটি টায়ারই চেঞ্জ করতে হবে? এসব করতে কোথায় যেতে হবে?
    কি আপদ এই সাতসকালে!
  • Tim | ০১ ডিসেম্বর ২০১১ ২০:১৯ | 173.163.204.9
  • আইসঅ ফুল্ল টিয়ারঅ
  • aka | ০১ ডিসেম্বর ২০১১ ১৯:৫৭ | 168.26.215.13
  • কখনো কথা গানকে টানে, কখনো সুর, কখনো যন্ত্র, কখনো গাইয়ে। এখন শুধু একটা কথা গানকে টানছে। ইউ মেঅ নটঅ লাইকঅ ইটঅ বাটঅ ক্যানঅ নটঅ ইগনোরঅ ইটঅ। শুনতে থাকুন কোলাভেরি ডি।
  • pi | ০১ ডিসেম্বর ২০১১ ১৯:৪১ | 72.83.76.29
  • এদিকে আমি আবার বঙ্গদেশে খোঁপাতে রংবাহারী ফুলের চেয়ে সাদা ফুল টুলই অনেক বেশি দেখেছি বলে মনে পড়ে।
    গানগুলো সুর আর মান্না দে র গাওয়ার জন্য শুনতে এত ভাল লাগতো, কিন্তু আলাদা করে কথা শুনলে অনেকগুলোই বড় গ্যাদগ্যাদে লাগে ঃ(
  • kc | ০১ ডিসেম্বর ২০১১ ১৯:১৫ | 178.61.96.29
  • ম্যামিদি, আগে কটা মাঝারি মাপের গাইয়ে বাজিয়েদের নাম দিন। এমনও হতে পারে যে আপনি যাঁকে মাঝারি বলে দাগালেন, তাঁকেই হয়তো আমি সেরা গাইয়ে বলে নিদান হেঁকে দিলাম। তারপরের কি হয় দেখা যাক .... তবে হাততালি নাপেলে কিন্তু কিছুই নয়। ঃ-)
  • quark | ০১ ডিসেম্বর ২০১১ ১৯:১১ | 14.139.199.1
  • হাসি কিসের?

    আরো একটা টাইপো - "চাইতে" নয়, "ছাইতে"
  • maximin | ০১ ডিসেম্বর ২০১১ ১৯:০৬ | 59.93.240.198
  • :)
  • quark | ০১ ডিসেম্বর ২০১১ ১৮:৫১ | 14.139.199.1
  • "মেলায়" না "মালায়"?
  • quark | ০১ ডিসেম্বর ২০১১ ১৮:৪৯ | 14.139.199.1
  • কত না রংবাহারী ফুলের মেলায়
    খোঁপাটি বাহার ক'রে সবাই সাজায়
    জুঁই ফুল এমন ক'রে এলো খোঁপায়
    কজনা তোমার মত চাইতে জানে!
  • maximin | ০১ ডিসেম্বর ২০১১ ১৮:০২ | 59.93.240.198
  • কেসি প্রথমে মাঝারি মাপের গাইয়ে বাজিয়েদের ধরো। ভালো গাইলেও স্টেজে ইনেফেকটিভ হতে পারে।
  • Bratin | ০১ ডিসেম্বর ২০১১ ১৭:৫৯ | 122.248.183.1
  • তাই? দাঁড়াও এক বার শুনে কনফার্ম করছি। এখন কাটি।
  • maximin | ০১ ডিসেম্বর ২০১১ ১৭:৫৯ | 59.93.240.198
  • হৃদয়ের গান শিখে তো গায় গো সবাই
    কজনা হৃদয় দিয়ে গাইতে জানে
    নয়নে কাজল, সে তো সবাই পরে
    কজনা তোমার মত চাইতে জানে!
  • maximin | ০১ ডিসেম্বর ২০১১ ১৭:৫৭ | 59.93.240.198
  • 'গায় গো' না?
  • Bratin | ০১ ডিসেম্বর ২০১১ ১৭:৫৬ | 122.248.183.1
  • হমম। বুইতে পারলুম
  • Bratin | ০১ ডিসেম্বর ২০১১ ১৭:৫৪ | 122.248.183.1
  • /গাইবে
  • maximin | ০১ ডিসেম্বর ২০১১ ১৭:৫৩ | 59.93.240.198
  • না তা বলছিনা। সত্যিকারের দর্শকদের সামনে বক্তৃতা দিতে দিতে প্‌র্‌যাকটিস হয়। তারপর কনফিডেন্স আসে। তারপর দর্শক আর ম্যাটার করেনা। অদৃশ্য দর্শকের সামনেও বক্তৃতা দেবে। সর্বদা সে বক্তৃতাই দেবে। সেটা তার প্রফেশনাল স্কিল। লেখার সময়েও সে বেসিকালি একজন বক্তা।
  • kc | ০১ ডিসেম্বর ২০১১ ১৭:৫২ | 194.126.37.78
  • যারা স্টেজে ভাল গান গায়, তার হাততালি পায়। সিম্পল। হাততালি দেওয়ার লোকেরাতো স্টেজের সামনেই থাকে।
  • Bratin | ০১ ডিসেম্বর ২০১১ ১৭:৫২ | 122.248.183.1
  • ঠিক। কবি বলেছেন ' হৃদয়ের গান শিখে তো গাইবো সবাই , কজন আর হৃদয় দিয়ে গাইতে জানে? ' ঃ-))
  • Bratin | ০১ ডিসেম্বর ২০১১ ১৭:৫০ | 122.248.183.1
  • মানে সাজনো দর্শক বলছো?
  • maximin | ০১ ডিসেম্বর ২০১১ ১৭:৪৯ | 59.93.240.198
  • বক্তৃতা দেওয়া একটা বিশেষ স্কিল এটা তো মানো নাকি? গান তো অনেকেই ভালো গায়, স্টেজে হাততালি পায় কজন?
  • Bratin | ০১ ডিসেম্বর ২০১১ ১৭:৪৭ | 122.248.183.1
  • kc কে একটা কথা জিগালাম। তার উত্তর নাই ঃ(
  • maximin | ০১ ডিসেম্বর ২০১১ ১৭:৪৫ | 59.93.240.198
  • লুরু জিটির দিন চেয়ার উল্টেছিল। রিপোর্ট আছে।
  • maximin | ০১ ডিসেম্বর ২০১১ ১৭:৪৪ | 59.93.240.198
  • ইশেন হিরো হতে পারত যদি না তার চেয়ার উল্টে যেত।
  • kc | ০১ ডিসেম্বর ২০১১ ১৭:৪২ | 194.126.37.78
  • না না কিশেন্‌জীর পরে ঈশেন্‌জী, তারপর হনু, তারপর .....
  • Bratin | ০১ ডিসেম্বর ২০১১ ১৭:৪১ | 122.248.183.1
  • না না । কিশেন না হনুর মাঝে আমাদের ইশেন আছে না?
  • maximin | ০১ ডিসেম্বর ২০১১ ১৭:৪০ | 59.93.240.198
  • হনু একজন হিরো এ বিষয়ে নিঃসন্দেহ হয়েছি। কিশেনজির পরেই তাঁর স্থান।
  • maximin | ০১ ডিসেম্বর ২০১১ ১৭:৩৮ | 59.93.240.198
  • সরি কস্ট।
  • Bratin | ০১ ডিসেম্বর ২০১১ ১৭:৩৮ | 122.248.183.1
  • আরে আমি শুধু অ্যাঙ্গুলার ব্রাকেটের মধ্যে লেখা টা কে ভরে দিয়েছি বাংলা করার জন্যে। বোধি ( হনু) র জন্যে এ টুকু করবো না।ঃ-)
  • kc | ০১ ডিসেম্বর ২০১১ ১৭:৩৮ | 194.126.37.78
  • তাহলেই বুঝুন ম্যামিদি, হনুর কথা লোকের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য লোকের ক্ষি আগ্রহ, হনুর প্রতি ক্ষী ভালবাসা, ইত্যাদি, প্রভৃতি...
  • maximin | ০১ ডিসেম্বর ২০১১ ১৭:৩৮ | 59.93.240.198
  • সোশাল কস্ত বলে একটা জিনিস আছে তো। কে বলে নেই?
  • maximin | ০১ ডিসেম্বর ২০১১ ১৭:৩৭ | 59.93.240.198
  • এইছ আবার মধ্যে মধ্যে বলে থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ। অদৃশ্য অডিয়েন্সকে বাও দেয়।
  • aka | ০১ ডিসেম্বর ২০১১ ১৭:৩৫ | 75.76.118.96
  • সোশাল কস্ট বলে কিছু আছে নাকি? মানে ডিফাইন্ড? জানি না। প্রচূর অ্যাজাম্পশন লাগিয়ে ক্যালকুলেট করা কেন যাবে না? তারপরে মিলবে না সে অন্য গল্প। ঃ)
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত