এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • maximin | ০১ ডিসেম্বর ২০১১ ১৭:৩৪ | 59.93.240.198
  • ব্রতীন তো বসে বসে এইচের পোস্ট বাংলা করছে। মাইরি।
  • maximin | ০১ ডিসেম্বর ২০১১ ১৭:৩৩ | 59.93.240.198
  • এটা নিয়ে ভালো পেপার নেই। আমার তো মনে হয় লেখা যায়না। পি এইচ ডির সাবজেক্ট রীতিমত।
  • Bratin | ০১ ডিসেম্বর ২০১১ ১৭:৩৩ | 122.248.183.1
  • ওফ !! ওটা তোমাকে নয় kc কে বলেছি ঃ-))
  • aka | ০১ ডিসেম্বর ২০১১ ১৭:৩২ | 75.76.118.96
  • ম্যাক্সিদি সে তো জানি।ঃ)

    আর বোতিনের 5:27 এর পোস্টটা জানি কেমনতর। সন্দেহজনক। ;)
  • kc | ০১ ডিসেম্বর ২০১১ ১৭:৩১ | 194.126.37.78
  • ভিসি তিনি অন্য ক্ষেউ। তবে আপনাকে আমার বেশ পছন্দ হয়েছে।
  • maximin | ০১ ডিসেম্বর ২০১১ ১৭:৩০ | 59.93.240.198
  • আকা তোমার পোস্ট পড়ে আমার মাথা ধরেনি এটা বলে দিলাম।
  • aka | ০১ ডিসেম্বর ২০১১ ১৭:৩০ | 75.76.118.96
  • এখানে ডিবেটের বা তক্কের তো কোন মডারেটর নেই তাই এর মধ্যে লোকে যদি কোলাভেরি ডি নিয়েও আলোচনা করে মানে ভাট মারে তাহলে আশ্চর্য্য হবেন না। সেখানে ডিবেট কে অন্যদিকে ঘোরানো মানে হানুর ভাষায় ডিবেটের কনটেক্সট চেঞ্জ করা সহজ নয়। সবাই যাস্ট সুযোগের অপেক্ষায় আছে। ঃ))

    সোশাল আঁক কষা পেপার লিখিয়েদের দায়িত্ব, আমরা কয়েকজন গণ্ডমূর্খ চায়ের কাপ হাতে গাঁক গাঁক করে চেঁচাচ্ছি। এই যা। তেলের ব্যপারে যার ইন্টারেস্ট ছিল দ্রি আপনার সাথে সিরিয়াসলি তক্কোই করেছে।
  • Bratin | ০১ ডিসেম্বর ২০১১ ১৭:২৭ | 122.248.183.1
  • আর ইয়ে, তোমার এমনত থিয়োরি আর ক পিস আছে ? ঃ-))
  • Bratin | ০১ ডিসেম্বর ২০১১ ১৭:২৭ | 122.248.183.1
  • দেখো kc দিক নিয়ে আমার বরারবরের চাপ আছে। তাই এ নিয়ে কিছু বললাম না। তা আসছো কবে? আমরা বসছি কবে?
  • vc | ০১ ডিসেম্বর ২০১১ ১৭:২৫ | 121.241.218.132
  • @ kc - তিনি কে?

    (রিপিট প্রশ্ন। অবশ্য ম্যান্ডেটরি নয়।)
  • maximin | ০১ ডিসেম্বর ২০১১ ১৭:২৪ | 59.93.240.198
  • একটা কথা আকা। কে লাভ করবে আর কার ক্ষতি হবে এটা তো টইয়ের বিষয় ছিল না। ছিল কতটুকু ক্ষতি আর কতটুকু লাভ। সেগুলোকে তুলনা করলে সোশাল কস্টের এস্টিমেট পাওয়া যাবে। পাওয়া যাবে কি? কাজটা এতই কি সহজ?
  • kc | ০১ ডিসেম্বর ২০১১ ১৭:২৪ | 194.126.37.78
  • আকা সেন্টু খায়না। সেন্টু খায় গঙ্গা / হুগলি নদীর পশ্চিমপাড়ের লোকেরা।
    এটা আমার একটা অপ্রকাশিত থিয়োরি।
  • Bratin | ০১ ডিসেম্বর ২০১১ ১৭:২০ | 122.248.183.1
  • এই রে আকা সেন্টু খেয়েছে।

    আকা কেমন আছো?
  • maximin | ০১ ডিসেম্বর ২০১১ ১৭:১৯ | 59.93.240.198
  • তেল নিয়ে তো আমিও অনেক লিখেছিলাম আকা।
  • Bratin | ০১ ডিসেম্বর ২০১১ ১৭:১৯ | 122.248.183.1
  • আচ্ছা। আমি মাঝে মাঝে মা,বাবা আর বৌ কে চা করে খাওয়াই ছুটির দিনে। ওরা বেশ খুশী হয় ঃ-))
  • maximin | ০১ ডিসেম্বর ২০১১ ১৭:১৭ | 59.93.240.198
  • পায়ে কিচ্ছু পড়েনি। হাতেও চা পড়েনি, ফুটন্ত জলের ভাপ লাগামাত্র ছেড়ে দিয়েছিলাম। টুথ পেস্ট লাগালাম। 'মজা হল' কিচেন টেবিল মেঝে সব মুছতে হল। মোছার কাপড় কাচতে হল। মুশকিল হল, এগুলোকে কেউ লাভ ক্ষতির হিসেবের মধ্যে ধরবে না।
  • aka | ০১ ডিসেম্বর ২০১১ ১৭:১৬ | 75.76.118.96
  • ম্যাক্সি দি একটা কথা বলি? লিখুন, অন্তত কেন কি পড়লে মাথা ধরছে তা লিখুন, নইলে আপনার কমেন্ট পড়েও অন্যের মাথা ধরতে পারে। আপনার ওয়ান লাইনার থেকে কিছু বোঝা যাচ্ছে না। নইলে চয়েজ ইজ ইওরস, ইগনোর করুন। আসলে যারা টাইপাচ্ছে হেবি খেটেখুটে টাইপাচ্ছে। মাইরি।
  • maximin | ০১ ডিসেম্বর ২০১১ ১৭:১৩ | 59.93.240.198
  • বিষয়টা নিয়ে আমারও কিঞ্চিত ইন্টারেস্ট আছে তো বতীন সেজন্যেই পড়ি। চা ইয়ে চা আর হল কই? এট্টূ খানি ঢালার পর কেটলি টিপট উল্টে পড়ল তো।
  • Bratin | ০১ ডিসেম্বর ২০১১ ১৭:০৯ | 122.248.183.1
  • মাথা ধরে গেলে পড়ার দরকার কি বাপু?

    হাতে পা য়ে চা পড়েনি তো?
  • maximin | ০১ ডিসেম্বর ২০১১ ১৭:০৮ | 59.93.240.198
  • তবেই দেখো, গুণ থাকলে অহংকার থাকেনা।
  • maximin | ০১ ডিসেম্বর ২০১১ ১৭:০৭ | 59.93.240.198
  • ঐ টৈ পড়ে মাথা ধরছে রোজ রোজ। মাথা ধরলে চা খেতে ইচ্ছে করে। অন্যমনস্কভাবে চা করতে গিয়ে কাল ফুটন্ত জল হাতে পড়েছে। তারপর টিপট উল্টে মেঝেতে।
  • i | ০১ ডিসেম্বর ২০১১ ১৭:০৩ | 124.168.133.45
  • আজ্ঞে আমিই।
  • vc | ০১ ডিসেম্বর ২০১১ ১৭:০৩ | 121.241.218.132
  • @ dd - কাফিলার লেখাটাতে এটা ছুঁয়ে গেছে।
  • maximin | ০১ ডিসেম্বর ২০১১ ১৭:০১ | 59.93.240.198
  • ছোট আই (ছোটাই) যে ইন্দ্রানী তা তো জানি। তা তুমিই কি সেই যার লেখা আমি পুজো স্পেশালে পড়েছি?
  • dd | ০১ ডিসেম্বর ২০১১ ১৬:৫৫ | 124.247.203.12
  • আমি চেষ্টা করেছিলাম।

    হয়তো ভালো লেখাই আছে এবং অ্যাকাডেমিক, আমার হজমের জন্য নয়।

    এখনো বুঝিনি বিগবাজার অ্যাকসেপ্টেড হলে ওয়ালমার্ট ক্যানো নয়। আর আম্রিগা + ওয়ালমার্ট কি করে ইন্ডিয়াতে কপি পেস্ট হয়ে যায়।

    আমি, এমন কি, গান ও গাইতে পারি না। সকলই ফুরায়ে যায় মা.....
  • i | ০১ ডিসেম্বর ২০১১ ১৬:৫৩ | 124.168.133.45
  • ম্যাক্সিমিন,
    আমি প্রায় রোজই এক দুবার বা কখনও তিনবার ঘুরঘুর করে যাই। সময়ের অভাবে কোনো কথা না বলেই কেটে পড়ি বেশিরভাগ সময়। কখনও তলিয়ে যাওয়া টই ভাসাই।
    সেদিন দেখলাম আপনি অভিমান করছিলেন। ঃ)
    ভালো আছেন? অভিমান নেই তো?
    আমি ইন্দ্রাণী। i লিখি। গোপন করার জন্য নয়, এমনিই। আপনি আমাকে আই, ছোটাই, ইন্দ্রাণী যা ইচ্ছে বলতে পারেন।
    পাই প্রমুখ আমাকে ছোটাই মস্তান হিসেবেই জানে। সে অন্য গল্প। বারান্তরে হইবেক। এখন ঘুমৈ।
  • maximin | ০১ ডিসেম্বর ২০১১ ১৬:৪৯ | 59.93.240.198
  • হ্যাঁ গো তোমরা কি কেউ এফ-ডি-আই টইটা পড়ার চেষ্টা করছ?
  • maximin | ০১ ডিসেম্বর ২০১১ ১৬:৪৭ | 59.93.240.198
  • আই - চ্যাটে তোমায় বেশি দেখিনা। অনেকদিন পর পর আসো?
  • i | ০১ ডিসেম্বর ২০১১ ১৬:৩৬ | 124.168.133.45
  • ব্যাং কি আই সি এ এস মানে ইন্টারন্যাশনাল কম্পিটিশন অ্যান্ড অ্যাসেসমেন্ট ফর স্কুলের কথা বলছ? গোটা কুড়ি দেশের ছাত্রছাত্রী পার্টিসিপেট করে বোধ হয়। ইন্ডিয়া আছে জানতাম না। এখানে ক্লাস থ্রী থেকে ( নাকি ফোর?) থেকে প্রতিবছর হয়। অপশনাল। না দিলে ক্ষতি নাই। ভারতীয় আর চাইনীজ বাচ্চারাই পরীক্ষায় বসে অবভিয়াসলি। বই পড়ার কোনো দরকার থাকে না। কার কত জ্ঞান বুদ্ধি লজিকাল থিংকিং জন্মেছে এইগুলি বোঝা যায় হয়তো। সার্টিফিকেট দেয় ভালো কোর্লে।
    এখানে এর একটা ভ্যালু আছে যখন ক্লাস সিক্সে পরীক্ষা হয় ভালো হাইস্কুলে যাওয়ার। এই সব সার্টিফিকেট থাকলে ( পার্টিসিপেট করা নয়, ভালো সার্টিফিকেট) আলাদা কিছু নম্বর যোগ হয়। এই জানি।
  • de | ০১ ডিসেম্বর ২০১১ ১৬:১৬ | 180.149.51.69
  • ওক্কে, গুরুকূলের ভি সি :))
  • vc | ০১ ডিসেম্বর ২০১১ ১৬:১১ | 121.241.218.132
  • ঠিক আছে, আমি তবে ভিসি হলাম।
  • de | ০১ ডিসেম্বর ২০১১ ১৬:০৬ | 180.149.51.69
  • সিঙ্গল অ্যালফাবেটের সবগুলোতে দেফুর প্যাটেন্ট :))
  • q | ০১ ডিসেম্বর ২০১১ ১৫:৫৫ | 61.12.12.84
  • না।
  • q | ০১ ডিসেম্বর ২০১১ ১৫:৫০ | 121.241.218.132
  • নাম পাল্টাবো কিনা ভাবছি। কোন অক্ষরটা taken নয়? w চলবে?
  • q | ০১ ডিসেম্বর ২০১১ ১৫:৪৮ | 61.12.12.84
  • হ্যাঁ।
  • stoic | ০১ ডিসেম্বর ২০১১ ১৫:৪৩ | 160.103.2.224
  • আমার 'হ্যাঁ এক লোক' উত্তর টা q এর 3:31 এর প্রশ্নর উত্তর ছিল। আমি quark, q, Bratin এদের কাউকেই ব্যক্তিগত ভাবে চিনি না। তাই quark বিদেশে পড়ান কিনা জানিনা। ভাটিয়ালি তে দেখি এবং লেখা পড়ি, এই পর্যন্ত।
  • q | ০১ ডিসেম্বর ২০১১ ১৫:৩৭ | 121.241.218.132
  • ওক্কে। তাহলে প্রভুত চেনা লোক। তর্ক করার একটা বিষয় পাওয়া গেলোঃ-)
  • Bratin | ০১ ডিসেম্বর ২০১১ ১৫:৩৬ | 122.248.183.1
  • মানে যিনি বিদেশে পড়ান।
  • Bratin | ০১ ডিসেম্বর ২০১১ ১৫:৩৫ | 122.248.183.1
  • quark না stoic ? বুঝতে পারছি না ঃ-((
  • stoic | ০১ ডিসেম্বর ২০১১ ১৫:৩৩ | 160.103.2.224
  • হ্যাঁ, এক লোক।
  • stoic | ০১ ডিসেম্বর ২০১১ ১৫:৩২ | 160.103.2.224
  • ইস্ট-মোহন এ কোন ইন্টারেস্ট নেই বহুদিন। দেশে থাকতেও মোটামুটি আর্লি নাইনটিজ থেকে খুব একটা ফলো করতাম না।
    ঐ সময় থেকেই প্রিমিয়ার লীগ (এবং অন্যান্য ইয়োরোপীয় লীগ) ফলো করা শুরু করি। তারপর থেকে তো বিদেশেই আছি, তাই ইস্ট-মোহন এর খবর আবাপ থেকে, মাঝে মধ্যে, ব্যাস।
  • q | ০১ ডিসেম্বর ২০১১ ১৫:৩১ | 121.241.218.132
  • এই মরেছে। আবার?

    প্রশ্ন আছে। এই ম্যাগপাই অরিজিত আর এখানে ওপেন সোর্সের লেখাগুলো যে লিখেছিলো তারা কি এক লোক?
  • q | ০১ ডিসেম্বর ২০১১ ১৫:২৭ | 61.12.12.84
  • কে কে?
  • q | ০১ ডিসেম্বর ২০১১ ১৪:৫৫ | 121.241.218.132
  • কিন্তু তিনি কে?

    ফুটবল নিয়ে বিশেষ কথা হয় না তো দেখি। ইস্ট-মোহন ছাড়া। তাও যত না ফুটবল তার চেয়ে বেশি ইয়েঃ-(
  • stoic | ০১ ডিসেম্বর ২০১১ ১৪:৫২ | 160.103.2.224
  • গুড ওল্ড ডেইস যখন ছিল, তখন আমি ম্যান ইউ, অর্পণ গানার্স, হনু লিভারপুল আর অরিজিত ম্যাগপাই ফ্যান ছিল। ফুটবল এর টই গুলো বেশ অ্যাকটিভ ছিল।
    এখন এখানে কে কে কার কার সাপোর্টার, আয়্যাম কমপ্লিটলি আউট অফ টাচ।
    ঃ-(
  • siki | ০১ ডিসেম্বর ২০১১ ১৪:৫২ | 123.242.248.130
  • কেশী, ভুল চিনেছেন। ইনি তিনি নন ঃ-))
  • q | ০১ ডিসেম্বর ২০১১ ১৪:৫১ | 121.241.218.132
  • ইন্দোরের খবরটা খারাপ লাগলো। একটা খেলায় লোকে কোটিপতি হয়, আরেকটাতে এই অবস্থা।
  • q | ০১ ডিসেম্বর ২০১১ ১৪:৪৮ | 121.241.218.132
  • কাল ইপিএলের প্রথম ম্যানেজারিয়াল ক্যাজুয়ালটি হয়েছে। স্টিভ ব্রুস। এর পর যাবে ব্ল্যাকবার্নের লোকটা, তারপর মনে হয় চেলসীর টার্ন।
  • q | ০১ ডিসেম্বর ২০১১ ১৪:৪৬ | 121.241.218.132
  • এই কদিন আগে কথা হচ্ছিলো - আমিই তো জানতে চাইলাম কেউ ম্যানিউ আছে কিনা। দেখা গেলো বেশির ভাগ গানার্স। কয়েকজন ম্যানিউ। ব্যাস। আর কেউ নেই। চেলসী নেই সে ভালো অবশ্য।
  • Bratin | ০১ ডিসেম্বর ২০১১ ১৪:৪৫ | 122.248.183.1
  • কোয়ার্ক চেনার আমারো ইচ্ছা আছে। কিন্তু বিদেশে পড়ান এ ছাড়া আর কিছু জানা নাই।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত