এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • siki | ৩০ নভেম্বর ২০১১ ২০:১৬ | 122.177.251.103
  • পিছিয়ে পড়ছি, তাই আর কেউ উত্তর দিয়েছে কিনা না জেনেই আমি লিখছি।

    ম্যাক্সিমিন, ২ঃ২৬ পিএম,

    বিরোধিতা বানান অন্যরকম কে লিখেছে? আকাদেমি? অন্য কেউ? ভুল লিখেছে। "বিরোধিতা'র একটাই বানান। এটা তৎসম শব্দ।

    ম্যাক্সিমিন, ২ঃ৪৪ পিএম,

    "এই তো দাঁড়ালো বাংলাপ্লেনে'। আপনি কি ওটা বাংলাপ্লেনে লিখেছিলেন, নাকি অভ্র ইউজ করে ইউনিকোডে? বাংলাপ্লেনে লিখে থাকলে আপনি বাআমদি লিংক থেকে লিখেছেন মনে হচ্ছে, নিচে দুটো লাইন দেখতে পাচ্ছি কিনা! যাই হোক, আপনার প্রথম লাইন এসেছে কশইত্‌কন্তা ইরহগুরুণা ... কারণ আপনি ইংরেজিতে লিখেছেন kashcitkantaa virahaguruNaa

    cএর জায়গায় ch হবে চ লেখার জন্য, সেটা আগেই লিখে দিয়েছেন, কিন্তু কশ্চিৎকান্তা বা কশ্চিতকান্তা লেখার জন্য হয় `t বা খণ্ডীয় ৎ; অথবা ta বা ত লিখতে হত। কিন্তু আপনি tএর পরে a না লিখেই k লিখেছেন। বাংলাপ্লেনের ট্রান্সলিটারেটরের লজিক অনুযায়ী tএর পরে k দিলে, কোনও ভাওয়েল ছাড়া, সে সেটাকে যুক্তাক্ষর বানাবার চেষ্টা করবে, পরে a দিলে সেটাকে পূর্ণ অক্ষর হিসেবে লিখবে। এখন যেহেতু ত আর ক মিলে কোনও যুক্তাক্ষর হয় না, তাই ট্রান্সলিটারেটরের লজিক ত আর ক-কে মেলাতে না পেরে ত্‌ক লিখে ফেলেছে।

    অভ্রের লজিকটা আলাদা। অভ্র যদি পাশাপাশি দুটো ব্যঞ্জনবর্ণের মধ্যে যুক্তাক্ষর ঘটাতে না পারে, তাহলে হসন্ত ছাড়াই পাশাপাশি লিখে দেয়। সেটা অভ্রর ট্রান্সলিটারেশন লজিক। কিন্তু যদি যুক্তাক্ষর হয়? আপনি অভ্রতে টাইপ করুন koshciktantaa (আমি জাস্ট t আর k-র জায়গা অদল বদল করে দিলাম)। ত আর ক মিলে যুক্তাক্ষর হয় না, কিন্তু ক আর ত মিলের যুক্তাক্ষর হয়ঃ ক্ত। এইবার অভ্রও লিখবে কশ্চিক্তন্তা। c-এর জায়গায় ch আর oএর বদলে a লিখে বাংলাপ্লেনে টাইপ করলেও লিখবে কশ্চিক্তন্তা।

    v দিয়ে অভ্রতে ভ লেখা যায়, কিন্তু বাংলাপ্লেনে লেখা যায় না। তাই আপনি যখন লিখলেন viraha বাংলাপ্লেনে ছাপল ইরহ, সে v পড়তে পারে নি।

    বোঝাতে পারলাম?

    কাব্লিদার সাথে একমত। তাও তো ব্ল্যাঙ্কি এখানে লেখে না। ম্যাক্সিমিন তাইলে হার্টফেল করতেন। স্যাণিনি পর্যন্ত হাল ছেড়ে দিয়েছিল।

    আর সবাই সমোস্কিতো ফলাচ্ছে, তাও তো আমি এখনও খাপ খুলি নি। খুলব? নাঃ, থাক।
  • aka | ৩০ নভেম্বর ২০১১ ২০:১৬ | 168.26.215.13
  • ভারতীয় বোহেমিয়ান র‌্যাপসডি। দুরন্ত দিয়েছে।
  • pipi | ৩০ নভেম্বর ২০১১ ২০:০৮ | 129.74.191.152
  • ধনুষ পুরো ধনুষ টঙ্কার দিয়ে বাজারে নেমেছেঃ-)
  • aka | ৩০ নভেম্বর ২০১১ ২০:০৪ | 168.26.215.13
  • দিজ ও সনগ ও ফরঅ সুপঅ বয়েজঅ
    উই ডোন্টঅ হ্যাভঅ চয়েজঅ
    হোয়াই দিজ হোয়াই দিজ হোয়াই দিজ কোলাভেরি ডি
    হোয়াই দিজ হোয়াই দিজ হোয়াই দিজ কোলাভেরি ডি
  • aka | ৩০ নভেম্বর ২০১১ ১৯:৫৯ | 168.26.215.13
  • তাহলে আর দেরি কেন? শুনেই ফেলুন যারা শোনেন নি।

  • pi | ৩০ নভেম্বর ২০১১ ১৯:৫৮ | 72.83.76.29
  • গানটাঅ ব্যাপাকা লেগেছেঅ।
  • kc | ৩০ নভেম্বর ২০১১ ১৯:৫২ | 178.61.96.29
  • হ্যান্ডলঅ গ্লাসঅ, গ্লাসলঅ স্কচঅ, আইসঅ ফুলঅ টিয়ারঅ,
    এম্পটি লাইফঅ গার্লঅ কামঅ, লাইফঅ রিভার্সঅ গিয়ারঅ
    ...
    কাউঅ কাউঅ, হোলি কাউঅ, আই ওয়ান্ট ইউ হিয়ার নাউঅ...

    মুখস্ত হয়ে গেছে।
  • kd | ৩০ নভেম্বর ২০১১ ১৯:৪৫ | 59.93.243.132
  • অ্যাই! ভয় দ্যাকানো হচ্ছে? আমি গুরুজন না! কোনো খ্যামাছেদ্ধা নেই! এই হয়েচে আজকালকার ছেলেমেয়েরা, যেন সাপের পাঁচপা দেকেচে!
  • ppn | ৩০ নভেম্বর ২০১১ ১৯:৩২ | 216.52.215.232
  • ধনুষ।
  • maximin | ৩০ নভেম্বর ২০১১ ১৯:২৬ | 59.93.193.211
  • আইসও আইসও মিটও মিটও হোয়াই দা ফিউচার ডার্কও। গীতিকারের নাম কী?
  • maximin | ৩০ নভেম্বর ২০১১ ১৯:২৫ | 59.93.193.211
  • ইকিরে আমি থাকতে চুপ আর চলে যাওয়ার পর আমার নাম নেওয়া হচ্ছিল। দাঁড়াও মজা দেখাচ্ছি।
  • aka | ৩০ নভেম্বর ২০১১ ১৯:১৪ | 168.26.215.13
  • আরে আমিও শুনছি ব্যপক দিয়েছে। আহা। আইসও আইসও মিটও মিটও হোয়াই দা ফিউচার ডার্কও।
  • ppn | ৩০ নভেম্বর ২০১১ ১৯:১৩ | 204.138.240.254
  • আমার এখানেও শুনে শুনে ব্রেনওয়াশড হয়ে গেছি। লোকে আগে গাইত এখন আবার রিংটোন সেট হয়েছে।
  • ppn | ৩০ নভেম্বর ২০১১ ১৯:১১ | 204.138.240.254
  • না, মানে জিগ্যেস করলাম তোমার রাগের হেতু কী।
  • Paramita | ৩০ নভেম্বর ২০১১ ১৯:০৯ | 198.95.226.40
  • অপ্পন, আমি ভাবলাম তুমি আমাকে মানে জিগেস করছো।
  • Paramita | ৩০ নভেম্বর ২০১১ ১৯:০৮ | 198.95.226.40
  • খুব খারাপ কথা। আমি ঠিক জানি না। কিন্তু দারুণ লাগছে। সারাদিন আপিশে শুনে শুনে ব্রেনওয়াশড হয়ে গেছে।
  • kd | ৩০ নভেম্বর ২০১১ ১৯:০৮ | 59.93.243.132
  • ব্ল্যাঙ্কি এখন এখানে লেখে না তাই, ম্যাক্সিমিন বেঁচে গ্যালো। ও আমাদের অনেক নতুন বানাম শিখিয়ে গ্যছে। যেমন বিড়িয়ানি!!
  • ppn | ৩০ নভেম্বর ২০১১ ১৯:০৪ | 204.138.240.254
  • পামিদিকেঃ

    হোয়াই দিস কোলাভেরি কোলাভেরি কোলাভেরি দি?
  • Paramita | ৩০ নভেম্বর ২০১১ ১৯:০২ | 198.95.226.40
  • কাল রাত্তিরে তিন ঘন্টার একটা অলমোস্ট ওয়ান ওয়ে মিটিনের পর থেকে আরো যা হাড়ে হাড়ে বুঝছি।
  • Paramita | ৩০ নভেম্বর ২০১১ ১৯:০০ | 198.95.226.40
  • 'brevity is the soul of wit'
  • de | ৩০ নভেম্বর ২০১১ ১৮:৪১ | 203.199.33.2
  • দুখের ওয়ান লাইনারের অনেক পাখা!
  • q | ৩০ নভেম্বর ২০১১ ১৮:২৪ | 121.241.218.142
  • ক্যালি আছে বলতেই হবেঃ-)
  • dukhe | ৩০ নভেম্বর ২০১১ ১৮:২০ | 122.160.114.85
  • দুখের মাল্টি-লাইনার ? আই এস আই টইতে কিছু পাবেন । আর তো -
  • q | ৩০ নভেম্বর ২০১১ ১৮:১২ | 121.241.218.142
  • দুখে কি কখনো কোনো ইস্যুতে ওয়ান লাইনার ছাড়া কোনো বক্তব্য রেখেছেন? দু মাসে আমি দেখিনি (দুদিন আগে কিশানজী নিয়ে কে কাদের কাছে কখন হিরো হয় এই নিয়ে চার লাইন ছাড়া)।
  • dukhe | ৩০ নভেম্বর ২০১১ ১৮:০৮ | 122.160.114.85
  • ঃ)
  • ppn | ৩০ নভেম্বর ২০১১ ১৮:০৭ | 216.52.215.232
  • উহার নাম সুযোগ যোশি।
  • dukhe | ৩০ নভেম্বর ২০১১ ১৮:০৬ | 122.160.114.85
  • মারাঠির সঙ্গে দুখের কী ?
  • ppn | ৩০ নভেম্বর ২০১১ ১৮:০৩ | 216.52.215.232
  • আমার এক মারাঠি কলিগ আছে। রোজ তার সাথে লাঞ্চ করতে যাবার আগে দুখের কথা মনে পড়ে।
  • kc | ৩০ নভেম্বর ২০১১ ১৮:০০ | 194.126.37.78
  • বীড়োধিথা,
  • ppn | ৩০ নভেম্বর ২০১১ ১৭:৫৮ | 216.52.215.232
  • আরোঃ

    মন্ত্রী কিন্তু মন্ত্রিসভা।
  • Ho | ৩০ নভেম্বর ২০১১ ১৭:৫৩ | 121.242.160.180
  • আমি Beeরোধিতা লিকচি, যাহার অর্থ - মাছি আসিবার পথ বন্ধ করা।
  • Bratin | ৩০ নভেম্বর ২০১১ ১৭:৫৩ | 122.248.183.1
  • সোজা নিয়মঃ প্রতিযোগী কিন্তু প্রতিযোগিতা। সহযোগী কিন্তু সহযোগিতা ( এই সুযোগে আমি ও)
  • ppn | ৩০ নভেম্বর ২০১১ ১৭:৪৯ | 216.52.215.232
  • এই আকা নির্ঘাৎ বিরোধীতা লিখেছে। ঃ)
  • Bratin | ৩০ নভেম্বর ২০১১ ১৭:৪৩ | 122.248.183.1
  • আলুর চপ দিয়ে দুটি মুড়ি খেয়ে এলাম।
  • Ho | ৩০ নভেম্বর ২০১১ ১৭:২৯ | 121.242.160.180
  • বোঝো ! আমি রাগতে যাবো কেন? ম্যামিদি রাগ করবে, যদি ওই তৎসম শব্দগুলো দিয়ে সদ্যাগততন্দ্রাছোটানো, গম্ভীরজলদমন্দ্র এবং ইন্দ্রের বজ্রনির্ঘোষনিষ্যন্দী স্বরচিত সংস্কৃত শ্লোক না শোনাতে পারো !
  • aka | ৩০ নভেম্বর ২০১১ ১৭:২৩ | 75.76.118.96
  • আমিও খুব তৎসম শব্দ জানি। বলব? না থাক কাজু রেগে যাবে।
  • q | ৩০ নভেম্বর ২০১১ ১৭:২০ | 121.241.218.142
  • উফ বাবা গো!
  • Bratin | ৩০ নভেম্বর ২০১১ ১৭:১১ | 122.248.183.1
  • ১১ ডিসে অমৃত-কুঞ্জে স্কুলের বন্ধু রা সবাই মিলে পিকনিক। একেবারে হাঁড়ি কুড়ি নিয়ে গিয়ে রান্না বান্না করা হবে। ঃ-))
  • Ho | ৩০ নভেম্বর ২০১১ ১৬:০১ | 121.242.160.180
  • হ্যাঁ, তাই তো বললাম যে কঠিন লেগেছে, জানি না। আমি যেটা জানি না সে ব্যাপারে মন্তব্য করার কোনো প্রয়োজন বোধ করি না, যাঁরা জানেন, তাঁরা বলুন, আমি শুনে শেখার চেষ্টা করব, ব্যস। যেচে নিজের অজ্ঞতা প্রকাশ করে লাভ কী? আর সংস্কৃত জানতেই হবে, এমন কোনো বাধ্যবাধকতা আছে কি? আর অজ্ঞতা সব সময়েই কি অবজ্ঞা থেকেই আসে বলে মনে হয়? আমার জ্ঞানগম্যিতে পোষায় নি, তাই হাল ছেড়ে দিয়েছি। বাংলায় তৎসম শব্দ ব্যবহার করলেই যে তুখোড় সংস্কৃত জানতে হবে, এমনও কোনো আবশ্যকতা নেই।

    এবার থেকে যদি গুরুতে সংস্কৃতে বাক্যালাপ শুরু করতে বলেন, তো আমি এখুনি পালাচ্ছি রণে ভঙ্গ দিয়ে।
  • de | ৩০ নভেম্বর ২০১১ ১৫:৫৭ | 203.197.30.2
  • দাঁত তুল্লো ফরিদা, বাপ বাপ বলেন ডিডিদা -- সবই মায়া!
  • Bratin | ৩০ নভেম্বর ২০১১ ১৫:৫৬ | 122.248.183.1
  • আমার এমনি তেই দু টো দাঁ ত নেই। তাই ....
  • pharida | ৩০ নভেম্বর ২০১১ ১৫:৫৪ | 61.16.232.26
  • একটু আগে দুটো দাঁত খুলেছিল - কিছু বলিনি - এখন আরো তিনটে গেল -
  • dd | ৩০ নভেম্বর ২০১১ ১৫:৫৪ | 124.247.203.12
  • পিতা, হো পিতা।*
    অহো।

    *বাংলায়ঃ বাপ রে বাপ। ওফ।
  • kc | ৩০ নভেম্বর ২০১১ ১৫:৫০ | 194.126.37.78
  • ম্যামিদির জন্যে,

    বিদ্যুৎবন্তং ললিতবনিতাঃ সেন্দ্রচাপং সচিত্রাঃ
    সঙ্গীতায় প্রহতমুরজাঃ স্নিগ্‌ধগম্ভীরঘোষম্‌।
    অন্তন্তোয়ং মণিময়ভুবস্তুঙ্গমভ্রংলিহাগ্রাঃ
    প্রাসাদস্তাং তুলয়িতুমলং যত্র তৈস্তৈর্বিশেষৈঃ।।
  • maximin | ৩০ নভেম্বর ২০১১ ১৫:৪৬ | 59.93.167.194
  • অপ্রিয় কথা বলার জন্যে অত্যন্ত দুঃখিত। ভালো থাকবেন সবাই।
  • maximin | ৩০ নভেম্বর ২০১১ ১৫:৪৫ | 59.93.167.194
  • বিরোধিতা বানানে দীর্ঘ-ই লেখে কেন? সংস্কৃতে কাঁচা বলেই।
  • maximin | ৩০ নভেম্বর ২০১১ ১৫:৪৩ | 59.93.167.194
  • বিদ্যাসাগর বাদই দিলাম, বঙ্কিম, রবীন্দ্রনাথ, মুজতবা আলি, শরদিন্দু এরা সকলে মিলে সংস্কৃতকে বাংলাভাষার মধ্যে প্রবেশ করিয়ে দিয়েছেন। আমরা 'ব্যবহার' করি। টুল হিসেবে।
  • maximin | ৩০ নভেম্বর ২০১১ ১৫:৩৭ | 59.93.167.194
  • অথচ দেখবেন সংস্কৃতঘেঁষা বাংলা লিখলে ধন্য ধন্য পড়ে যায়।
  • maximin | ৩০ নভেম্বর ২০১১ ১৫:৩৬ | 59.93.167.194
  • তো সেটাই নাহয় বলতেন কাজু? যে এটা আপনার কঠিন লেগেছে।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত