এই সাইটটি বার পঠিত
ভাটিয়ালি | টইপত্তর | বুলবুলভাজা | হরিদাস পাল | খেরোর খাতা | বই
  • Ho | ৩০ নভেম্বর ২০১১ ১৪:০১ | 121.242.160.180
  • ম্যামিদি, আমাকে কাজু-ই বলতে পারেন। আসলে কদিন ধরে সর্দিটা সারছে না তো, গলা দিয়ে হোঁ হোঁ করে আওয়াজ বেরুচ্ছে। তাই বড় দুঃখে নামটা হো করে নিয়েছি। ঃ-((
  • ppn | ৩০ নভেম্বর ২০১১ ১৪:০০ | 202.91.136.71
  • হো, থ্যাংকু। ঃ)

    ব্যাটা কুইজমাস্টার ভুল বলেছিল কাল। ঃ X
  • maximin | ৩০ নভেম্বর ২০১১ ১৪:০০ | 59.93.167.194
  • আমার পুরোনো প্রশ্নটা আরেকবার করতে চাই। অভ্রর চেয়ে বাংলাপ্লেন কোন হিসেবে সুপিরিয়র?
  • ppn | ৩০ নভেম্বর ২০১১ ১৩:৫৭ | 202.91.136.71
  • রুম নাম্বার ২
  • maximin | ৩০ নভেম্বর ২০১১ ১৩:৫৭ | 59.93.167.194
  • এক লোক বলে মনে হচ্ছিল না। তা সত্বেও কনফার্ম করাটা আমার পক্ষে জরুরি ছিল।
  • maximin | ৩০ নভেম্বর ২০১১ ১৩:৫৫ | 59.93.167.194
  • ব্রতীন কি আবার পড়ছ নাকি স্মৃতি থেকে দিচ্ছ প্রশ্নগুলো?
  • Ho | ৩০ নভেম্বর ২০১১ ১৩:৫৫ | 121.242.160.180
  • সব্বোনাশ !

    হো ইজ এক্স-কাজু।
    এইচ ইজ হানু অর বোধি।
  • maximin | ৩০ নভেম্বর ২০১১ ১৩:৫২ | 59.93.167.194
  • হো আর এইচ কি একই লোক?
  • Bratin | ৩০ নভেম্বর ২০১১ ১৩:৩৫ | 122.248.183.1
  • ব্যোমকেশের জেরার মুখে আসল খুনী বলেছিল ও মুখ দেখলে মনে থাকতো। কারন সে নিজেই মুখ ক্ষতবিক্ষত করে দিয়েছিল।
  • phutki | ৩০ নভেম্বর ২০১১ ১৩:২৩ | 14.96.31.99
  • S... নেট থেকে চুরি-চামারি করে নিচের queryটা দাঁড় করালাম। কিছু কি কাজে লাগবে?

    Select
    (((select count(*) from table) * Sum(X*Y)) - (Sum(X) * Sum(Y)))/
    (((select count(*) from table) * Sum(X*X)) - (Sum(X) * Sum(X))) AS b,

    (Avg(Y) - Avg(X) *
    (((select count(*) from table) * Sum(X*Y)) - (Sum(X) * Sum(Y)))/
    (((select count(*) from table) * Sum(X*X)) - (Sum(X) * Sum(X)))) AS a
    FROM from table
  • phutki | ৩০ নভেম্বর ২০১১ ১২:৫১ | 14.96.31.99
  • হ্যাঁ হ্যাঁ। রুম নম্বর দুই। এটা পারলাম না। এহেহে
  • Ho | ৩০ নভেম্বর ২০১১ ১২:৫০ | 121.242.160.180
  • হ্যাঁ 'রুম নাম্বার দুই', কিন্তু কী প্রসঙ্গে সেটা এখনো মনে পড়ছে না।
  • Bratin | ৩০ নভেম্বর ২০১১ ১২:৪৮ | 122.248.183.1
  • হ্যাঁ ওটাই। কিন্তু নাম টা মনে হচ্ছে ' রুম নাম্বার দুই'। কাজু একটু কনফার্ম কর্বে প্লিজ?
  • Asmita | ৩০ নভেম্বর ২০১১ ১২:৪৫ | 50.39.135.44
  • ১২ঃ০৯ ঃ ১০২ নম্বর কামরা ?
  • Bratin | ৩০ নভেম্বর ২০১১ ১২:৩৯ | 122.248.183.1
  • হ্যাঁ চলে এসেছে বাড়ি তে কুমু দি।

    কাজু, অভিনেতার মুখ ই আসল।
  • Ho | ৩০ নভেম্বর ২০১১ ১২:৩৭ | 121.242.160.180
  • ১২ঃ০৯ এর হিন্ট হবে কিছু?
  • kumu | ৩০ নভেম্বর ২০১১ ১২:৩৭ | 122.160.159.184
  • ব্রতীন,স্যার ভালো তো?
  • Bratin | ৩০ নভেম্বর ২০১১ ১২:৩৫ | 122.248.183.1
  • হ্যাঁ প্যাকেজ গুলো দিয়ে সহজেই নেমে যাবে। এক্সেল হবে কি? আমি কোন দিন ট্রাই করি নি। নট সিওর।
  • S | ৩০ নভেম্বর ২০১১ ১২:২৬ | 129.115.2.75
  • এক্ষেলে হবে? আমি stada বা saas এ পরে চেস্টা করে দেখবো।
  • phutki | ৩০ নভেম্বর ২০১১ ১২:২৫ | 14.96.31.99
  • ও বাবা। এক লাইনে? খুব চাপ!
  • Bratin | ৩০ নভেম্বর ২০১১ ১২:২৪ | 122.248.183.1
  • না ১২ঃ০৯ হয় নি। বাকি টা ঠিক।
  • Bratin | ৩০ নভেম্বর ২০১১ ১২:২৩ | 122.248.183.1
  • কিন্তু S, তুমি regression র প্রবলেম সলভ করতে SQL লিখতে চাইছো কেন? বাংলা কোন টুল ব্যবহার করলেই তো হয়।
  • Ho | ৩০ নভেম্বর ২০১১ ১২:২৩ | 121.242.160.180
  • ১২ঃ০৯ -) উপসংহার, বোধায় সেই পোড়ামুখ ব্যোমকেশ বোস, অনুকূল ডাক্তার(?)

    ১২ঃ১৩ -) পথের কাঁটা, প্রফুল্ল রায়।

    ভুল হতেও পারে। ঃ))
  • Bratin | ৩০ নভেম্বর ২০১১ ১২:২২ | 122.248.183.1
  • ঠিক।
  • S | ৩০ নভেম্বর ২০১১ ১২:২১ | 129.115.2.75
  • সেটাই তো বের করতে হবে। মানে variable1 আর ২ এর time-series এর ডেটা আছে। এট টিপিকাল রেগ্রেসানের কেস কিন্তু ডেটা এতো বিদ্‌ঘুটে হয়ে আছে যে এই অবস্থা হয়েছে।
  • phutki | ৩০ নভেম্বর ২০১১ ১২:২১ | 14.96.31.99
  • পান টা... এটা "পথের কাঁটা'
  • Bratin | ৩০ নভেম্বর ২০১১ ১২:২০ | 122.248.183.1
  • ঠিক ঃ-)
  • phutki | ৩০ নভেম্বর ২০১১ ১২:১৯ | 14.96.31.99
  • সুচিত্রা এম্পোরিয়াম ... " রক্তের দাগ"
  • phutki | ৩০ নভেম্বর ২০১১ ১২:১৬ | 14.96.31.99
  • ইনপুট টেবলএর কলামগুলো? মানে a,b,error এগুলো কোথা থেকে আসবে? চেষ্টা করে দেখতে পারি। SQL দিয়ে।
  • Bratin | ৩০ নভেম্বর ২০১১ ১২:১৩ | 122.248.183.1
  • 'পান টা খেলেন না ব্যোমকেশ বাবু ? বেশ এক সাথে যাওয়া যেত.... ।' কোন গল্প?
  • Bratin | ৩০ নভেম্বর ২০১১ ১২:১১ | 122.248.183.1
  • 'সুচিত্রা এম্পোরিয়াম' র কথা কোন গল্পে আছে?
  • Bratin | ৩০ নভেম্বর ২০১১ ১২:১০ | 122.248.183.1
  • তুমিও দাও কাজু।
  • Bratin | ৩০ নভেম্বর ২০১১ ১২:০৯ | 122.248.183.1
  • ' ও মুখ দেখলে মনে থাকতো' ঃ কোন গল্প?
  • S | ৩০ নভেম্বর ২০১১ ১২:০৮ | 129.115.2.75
  • হ্যাঁ আরেকখানা পব্লেম দিলাম, বিশেষ্‌তঃ এখানে যেহেতু অনেক স্ট্যাট, ইকো আর সফটের লোক আছে। একটা টেবল আছে, যেমন হয় আরকি।
    Name-----Date-----Variable1-----Variable2 এবারে আমাকে for each name regression করতে হবে।
    Variable1(for name i) = a (for name i) + b*Variable2(for name i) + error
    এক্ষেল বা একলাইনের কোয়েরি চাই, মানে টি-এসকিউএল চলিবে না।
  • Ho | ৩০ নভেম্বর ২০১১ ১২:০৬ | 121.242.160.180
  • ব্যোমকেশ ক্যুইজ আরো হোক। ঃ-))
  • Ho | ৩০ নভেম্বর ২০১১ ১২:০৫ | 121.242.160.180
  • বোতিন্দা, হ্যাঁ ওটাই।
  • Bratin | ৩০ নভেম্বর ২০১১ ১১:৫৪ | 122.248.183.1
  • হ্যাঁ 'পরী' কে 'খাওয়া' যাতা ব্যাপার!!
  • S | ৩০ নভেম্বর ২০১১ ১১:৫৩ | 129.115.2.75
  • @a, আপাতত কিছু রেজাল্ট পাচ্ছি, তাই চেপে ঐ দিয়েই কাজ সারছি। তবে চিন্তা নেই আগামি কয়েকদিন অনেক query-ই আসবে আমার কাছ থেকে। থ্যান্‌কু আকা, ডু, ফুটকি এবং অন্যান্যরা।
  • de | ৩০ নভেম্বর ২০১১ ১১:৫২ | 203.199.33.2
  • আমি ম্যাথ আর সায়েন্স ছাড়া অন্যগুলোর ধারপাশ দিয়েও যাই না, এমনিতেই অ্যাতো পরীক্ষা দেখলে আমার ডিপ্রেশন হয় :)) -- যাকে দিতে হয় সে অবিশ্যি ভালৈ করছে, কিন্তু আমার বাড়াবাড়িই লাগছে!

    তোমার এখন উৎসাহ থাকবে, উঁচু ক্লাসে উঠলে একঘেয়ে লাগবে!
  • Bratin | ৩০ নভেম্বর ২০১১ ১১:৪৯ | 122.248.183.1
  • আজকে একটা নেমোতন্ন। আর শুক্র বার তিনটে নেমোতন্ন!!
    ঃ-((
  • Bratin | ৩০ নভেম্বর ২০১১ ১১:৪৯ | 122.248.183.1
  • কাজু ধন্যবাদ। ঐ যেটা তে মেয়ে টাই মেয়ে এবং ছেলে সাজবে তো?
  • siki | ৩০ নভেম্বর ২০১১ ১১:৪৫ | 123.242.248.130
  • ঃ)
  • Tim | ৩০ নভেম্বর ২০১১ ১১:৪১ | 173.163.204.9
  • হ্যা হ্যা, সিকিও সায়েন্স ট্যালেন্ট দিয়েছে। হাত মেলা! ঃ-)
  • siki | ৩০ নভেম্বর ২০১১ ১১:৩৮ | 123.242.248.130
  • এনেসো গত বছর থেকে ক্লাস টু, এবছর থেকে ক্লাস ওয়ান শুরু হল।

    আইইও পরীক্ষা আছে জানুয়ারিতে। খুব ভালো কোচ্চেন সেট হয় কিন্তু। আমাদের সময়ে এসব ছিলই না। কী দুস্কু। আমরা কী একটা সায়েন্স ট্যালেন্ট পরীক্ষা দিতাম। পরীক্ষাটা বেশ ভালো ছিল, কিন্তু উপহারের বইগুলো যাচ্ছেতাই দিত। ওটা কি পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ করত? নাকি পব সরকার? এখনও হয়?
  • de | ৩০ নভেম্বর ২০১১ ১১:৩৫ | 203.199.33.2
  • কুমুদি, দারুণ! আবারো ফরিদাবাদে যেও -- যেখানে যেখানে যত বিপত্তিতে পড়বে গুরুতে আপডেট দিও!

    আকা, পরীক্ষার কি আর শেষ আছে -- ন্যাশন্যাল সায়েন্স অলিম্পিয়াড, ইন্টারন্যাশন্যাল ম্যাথ অলিম্পিয়াড, সাইবার অলিম্পিয়াড, ইউনিফায়েড কাউন্সিল, আইপি এম, হোমি ভাবা সায়েন্স একজাম ইত্যাদী ইত্যাদী -- এর প্রত্যেকটায় ফার্স্ট লেভেলে সিলেক্টেড হলে সেকেন্ড লেভেল আছে। ক্লাস এইটে এর সাথে থাকবে এনটিএসি আর প্রদ্‌ন্‌য়, প্রজ্ঞা ইত্যাদী। শেষের দুটো ম্যাথের ঘ্যামা এক্সাম! বাচ্চাগুলো ছুটেই চলেছে, তবে ম্যাথ আর সায়েন্স বলেই তত চাপ হয় না। এরি মধ্যে অনেকে ইংলিশ অলিম্পিয়াড, জিওগ্রাফি অলিম্পিয়াড ইত্যাদীও দেয়! সামহাউ ক্লাসের পড়া আর তত গুরুত্ব পাচ্ছে না আজকাল! এইসব বাইরের পরীক্ষাগুলৈ বাজার গরম করে রেখেছে। সিব্বল বাবু সম্ভবত এর খোঁজ রাখেন না। আমার মেয়ে পড়ে ক্লাস সেভেনে, ওর ক্লাসের অনেকেই ফিটজি, রেজোন্যান্স বা পেসে আই আই টির কোচিং নেওয়া শুরু করে দিয়েছে। বেশ চাপ টাপ দিয়ে কিলিয়েই কাঁঠাল পাকানোর প্রস!

    সিকি, এনেসো আজকাল ক্লাস ওয়ান থেকে হয়ে গেলো? আগে তো ক্লাস থ্রী ছিলো!
  • siki | ৩০ নভেম্বর ২০১১ ১১:৩৪ | 123.242.248.130
  • ন্যান্সি লি গানটা? ওটা ইয়ো হো হো হো ছিল। আমি ও-কারটা খ্যাল করি নাই।
  • a | ৩০ নভেম্বর ২০১১ ১১:৩৩ | 208.240.243.170
  • কোয়ারি সমস্যা মিটেছে? নইলে সলুশন দিতুম (জাত কন্স্যালটান্ট কি না)
  • Ho | ৩০ নভেম্বর ২০১১ ১১:২৯ | 121.242.160.180
  • বোতিন্দা একটা কোচচেন করিচিল। 'তোমরাও কম যাও না' - ওটা কিন্তু 'অদ্বিতীয়' থেকেই, যেখানে একজন মহিলা নিজেই হাজব্যান্ড ওয়াইফ সেজে একবার ইনি একবার উনি করে প্রক্সি দিচ্ছিলেন। ব্যোমকেশ ওই গল্পের শেষেই সত্যবতীকে বলে 'তোমরাও কম যাও না'। সো পপ্পন ওয়াজ রাইট।

    আর 'খুঁজে খুঁজে নারী' নহে, 'খুঁজি খুঁজি নারি'।

    সিকি ভালো জিনিস জানাইল 'ইয়াহু / ইয়াহো'-র ব্যাপারে। আমি বলিচিলুম 'ইয়োহো', সেই 'কালী কালী বলো রে আজ'-এর অরিজিনাল শোনেন নি? 'Yeo ho ! lads Ho ! Yeo Ho !' শঙ্কুর গল্পেই তো আছে।
  • kumu | ৩০ নভেম্বর ২০১১ ১১:২১ | 122.160.159.184
  • সামান্য তিনটি পোস্তো(লেখক? সে নহি নহি)যাদের ভালো লেগেছে,তাদের ধন্যবাদ।
    সংশোধন-
    ওয়ার্কশপ শুরু হল বিকেল সাড়ে পাঁচটায়।

    অ সিকি,তুমি আবার কষ্ট করে তুলে এনেছ আগের অংশটা!মচৎকার,মচৎকার।

    মহাকবির জন্য আমরা গর্বিত,এমন বিবাহপ্রবণ জায়গায় থেকেও উনি মাত্র একবার বিয়ে করেছেন,তাও সেই ক-অ-অ-বে!
  • i | ৩০ নভেম্বর ২০১১ ১০:৪১ | 137.157.8.253
  • ঃ))) কুমু, দুর্দান্ত।
  • কি, কেন, ইত্যাদি
  • বাজার অর্থনীতির ধরাবাঁধা খাদ্য-খাদক সম্পর্কের বাইরে বেরিয়ে এসে এমন এক আস্তানা বানাব আমরা, যেখানে ক্রমশ: মুছে যাবে লেখক ও পাঠকের বিস্তীর্ণ ব্যবধান। পাঠকই লেখক হবে, মিডিয়ার জগতে থাকবেনা কোন ব্যকরণশিক্ষক, ক্লাসরুমে থাকবেনা মিডিয়ার মাস্টারমশাইয়ের জন্য কোন বিশেষ প্ল্যাটফর্ম। এসব আদৌ হবে কিনা, গুরুচণ্ডালি টিকবে কিনা, সে পরের কথা, কিন্তু দু পা ফেলে দেখতে দোষ কী? ... আরও ...
  • আমাদের কথা
  • আপনি কি কম্পিউটার স্যাভি? সারাদিন মেশিনের সামনে বসে থেকে আপনার ঘাড়ে পিঠে কি স্পন্ডেলাইটিস আর চোখে পুরু অ্যান্টিগ্লেয়ার হাইপাওয়ার চশমা? এন্টার মেরে মেরে ডান হাতের কড়ি আঙুলে কি কড়া পড়ে গেছে? আপনি কি অন্তর্জালের গোলকধাঁধায় পথ হারাইয়াছেন? সাইট থেকে সাইটান্তরে বাঁদরলাফ দিয়ে দিয়ে আপনি কি ক্লান্ত? বিরাট অঙ্কের টেলিফোন বিল কি জীবন থেকে সব সুখ কেড়ে নিচ্ছে? আপনার দুশ্‌চিন্তার দিন শেষ হল। ... আরও ...
  • বুলবুলভাজা
  • এ হল ক্ষমতাহীনের মিডিয়া। গাঁয়ে মানেনা আপনি মোড়ল যখন নিজের ঢাক নিজে পেটায়, তখন তাকেই বলে হরিদাস পালের বুলবুলভাজা। পড়তে থাকুন রোজরোজ। দু-পয়সা দিতে পারেন আপনিও, কারণ ক্ষমতাহীন মানেই অক্ষম নয়। বুলবুলভাজায় বাছাই করা সম্পাদিত লেখা প্রকাশিত হয়। এখানে লেখা দিতে হলে লেখাটি ইমেইল করুন, বা, গুরুচন্ডা৯ ব্লগ (হরিদাস পাল) বা অন্য কোথাও লেখা থাকলে সেই ওয়েব ঠিকানা পাঠান (ইমেইল ঠিকানা পাতার নীচে আছে), অনুমোদিত এবং সম্পাদিত হলে লেখা এখানে প্রকাশিত হবে। ... আরও ...
  • হরিদাস পালেরা
  • এটি একটি খোলা পাতা, যাকে আমরা ব্লগ বলে থাকি। গুরুচন্ডালির সম্পাদকমন্ডলীর হস্তক্ষেপ ছাড়াই, স্বীকৃত ব্যবহারকারীরা এখানে নিজের লেখা লিখতে পারেন। সেটি গুরুচন্ডালি সাইটে দেখা যাবে। খুলে ফেলুন আপনার নিজের বাংলা ব্লগ, হয়ে উঠুন একমেবাদ্বিতীয়ম হরিদাস পাল, এ সুযোগ পাবেন না আর, দেখে যান নিজের চোখে...... আরও ...
  • টইপত্তর
  • নতুন কোনো বই পড়ছেন? সদ্য দেখা কোনো সিনেমা নিয়ে আলোচনার জায়গা খুঁজছেন? নতুন কোনো অ্যালবাম কানে লেগে আছে এখনও? সবাইকে জানান। এখনই। ভালো লাগলে হাত খুলে প্রশংসা করুন। খারাপ লাগলে চুটিয়ে গাল দিন। জ্ঞানের কথা বলার হলে গুরুগম্ভীর প্রবন্ধ ফাঁদুন। হাসুন কাঁদুন তক্কো করুন। স্রেফ এই কারণেই এই সাইটে আছে আমাদের বিভাগ টইপত্তর। ... আরও ...
  • ভাটিয়া৯
  • যে যা খুশি লিখবেন৷ লিখবেন এবং পোস্ট করবেন৷ তৎক্ষণাৎ তা উঠে যাবে এই পাতায়৷ এখানে এডিটিং এর রক্তচক্ষু নেই, সেন্সরশিপের ঝামেলা নেই৷ এখানে কোনো ভান নেই, সাজিয়ে গুছিয়ে লেখা তৈরি করার কোনো ঝকমারি নেই৷ সাজানো বাগান নয়, আসুন তৈরি করি ফুল ফল ও বুনো আগাছায় ভরে থাকা এক নিজস্ব চারণভূমি৷ আসুন, গড়ে তুলি এক আড়ালহীন কমিউনিটি ... আরও ...
গুরুচণ্ডা৯-র সম্পাদিত বিভাগের যে কোনো লেখা অথবা লেখার অংশবিশেষ অন্যত্র প্রকাশ করার আগে গুরুচণ্ডা৯-র লিখিত অনুমতি নেওয়া আবশ্যক। অসম্পাদিত বিভাগের লেখা প্রকাশের সময় গুরুতে প্রকাশের উল্লেখ আমরা পারস্পরিক সৌজন্যের প্রকাশ হিসেবে অনুরোধ করি। যোগাযোগ করুন, লেখা পাঠান এই ঠিকানায় : guruchandali@gmail.com ।


মে ১৩, ২০১৪ থেকে সাইটটি বার পঠিত